ফেনী জেলা ছাত্রদল
কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ,
তার অবস্থানে যাওয়া অনেক কঠিন।
দেশে ৫৫ হাজার মুক্তিযোদ্ধার জন্ম ১৯৭১ সালের পর!
সূত্রঃ প্রথম আলো
এই ৫৫ হাজারকে যদি জিজ্ঞেস করা হয় মুক্তিযুদ্ধের সময় দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিলো কিংবা সাব সেক্টর কয়টা ছিলো?
ঢাকা কত তম সেক্টরের অধীন ছিল?
কোন সেক্টরে সেক্টর কমান্ডার কে ছিলেন?
দেশ স্বাধীন হওয়ার পর কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়।
বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক আসলে কি?
এরা এগুলোই বলতে পারবে না অথচ তারা হয়ে গেলো মুক্তিযোদ্ধা!
মাসে মাসে পাচ্ছে ভাতা।
তাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা এখন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে দেশের জব সেক্টরে সুযোগ পাবে।
সব কিছু না হয় মেনে নিলাম তবে যারা সত্যি যুদ্ধ করেছে তাদের সাথে কি অন্যায় করা হলো না?
কেউ নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করলো আর কেউ মায়ের পেট থেকে জন্ম নিয়েই মুক্তিযোদ্ধা ট্যাগ বসিয়ে দিলো!
যুদ্ধ করা হয়েছিলো বৈষম্য, শোষণ, নিপীড়ন থেকে নিজেদের এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য এখন যদি দেশ স্বাধীন হওয়ার পর এরকম বৈষম্য থাকে তাহলে তো আমরা পরাধীনই রয়ে গেলাম।
একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো চাইবে না তার নাতি নাতনিরা জব সেক্টরে আলাদা সুবিধা মানে কোটা নিয়ে জব নিশ্চিত করুক।
যার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত রয়েছে সে অবশ্যই বীর সে যোগ্যতা দিয়ে অর্জন করে নিবে কোটা দিয়ে নয়।
Collected....
-মাঠ যেটা'ই হোক নির্ভয়ে লড়ো,
সময়ের আগে মৃত্যু আসবেনা:)
ধন্যবাদ 🔥
শুভ জন্মদিন খান সাব..🎂💗
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Address
Political
Feni
3900