Belal Sir
It's Belal Sir (শওকত স্যার)
"تَقَبَّلَ اللّهُ مِنَّا وَمِنْكُمْ"
“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। ঈদ বয়ে আনুক সবার জীবনে খুশি জোয়ার। আপনাকে ও আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা-
🌙 "ঈদ মোবারক" 🕌🐄
নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা
অভিজ্ঞতা ৪: তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন
সেশন ৮: সচেতনতামূলক মানববন্ধনের জন্য প্ল্যাকার্ড তৈরি।
ষষ্ঠ শ্রেণি
ডিজিটাল প্রযুক্তি
কাজিরবাগ বাজারের পশ্চিম থেকে কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয় পর্যন্ত।
প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৪
কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়
ফলাফল এসএসসি ২০২৪
যারা স্টুডেন্ট আছেন, অনুরোধ থাকবে ধৈর্য্য নিয়ে সম্পূর্ণ লেখাটা পড়া শেষ করবেন...
আজকাল বেশির ভাগ স্টুডেন্টদেরই একটা সমস্যা আছে। আর সেটা হলো, এরা সবাই ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরা বলে তাদের নাকি সত্যি কারের প্রেম হয়ে গেছে?
তাহলে আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবিতে প্রেম- ভালোবাসা বলে কিছু হয় না। আর যদিও সেটা হয় তবে তার সংখ্যাটা খুবই কম। তাই আজকাল যা কিছু হচ্ছে এটা কেবল মাত্র "এট্রাকশন"।
"এট্রাকশন" প্রাকৃতিক একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে আর মেয়ে হলে ছেলের প্রতি হবে। আর এই "এট্রাকশনকে" আমরা ভালোবাসা নাম দিয়ে দেই।
সত্যি বলতে আপনার কোনো লাভ হয় নি কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যিই ভালোবাসে। তবে সেটা পরিক্ষা করে দেখুন...
যেমনঃ আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি বেশি দিন বাঁচবেন না। দেখবেন কিছুদিন পরে সে আপনাকে কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে । কিন্তু একই কথা আপনি আপনার বাবা মা কে বলে দেখুন, দেখবেন তারা ঠিকই আপনাকে মেনে নিবে। আর যদি প্রয়োজন হয় এরা আপনার জন্য নিজেদের বিক্রি করে দিবে। আর এটাই হচ্ছে রিয়েল লাভ।
আর আজ লোক "এট্রাকশনকে" লাভ মনে করছে। আর এর জন্য নিজের জীবনকেও নষ্ট করে দিচ্ছে। আর এই সব কিছু আপনি ভূল করছেন। আপনার ক্যারিয়ার ছেড়ে যদি আপনি এই সবকিছু করেন তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন আপনার স্কুল, কলেজ কিংবা কোচিংয়ে এসব সম্পর্ক পারমানেন্ট সম্পর্ক হতে পারে না।
আপনি যদি আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কে বিয়ে করেন তাহলে সেটা আপনার জন্য বেস্ট ছেলে, মেয়ে হবে। কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে সেটা আপনার জন্য ইউনিক হবে। যদি আপনি বেস্ট পছন্দ করেন তবে আপনি নাম্বার ওয়ান হবেন, আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে আপনি (You will only one) ইউ উইল ওয়ানলি ওয়ান হবেন।
তাই আপনার যদি ভালোবাসতেই হয়, তবে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন।
কারণ, এরা আপনাকে কখনোই ধোকাঁ দিবে নাহ, কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে।
দিন সবার জন্যই ২৪ ঘন্টার হয়। এমন না যে কেউ আলাদা করে সময় পায়। কিন্তু এই ২৪ ঘন্টায়ই কেউ ভালোবেসে পতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোরো পতি হতে চায়। এখন আপনিই ভেবে দেখুন, আপনি কি হতে চান?
লোক কিছু বছর পর যখন আপনার সঙ্গে দেখা করবে তখন তারা এটা জিজ্ঞেস করবে না যে, আপনার কয়টা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আছে। তারা এটাই জিজ্ঞেস করবে, আপনি কতো টাকা রোজগার করেন, আপনার যোগ্যতা কতোটা?
এটাই পৃথিবীর নিয়ম, লোক কখনওই আপনার অবস্থা জিজ্ঞেস করবে না। তারা আপনার আর্থিক অবস্থা জিজ্ঞেস করবে। আজকাল লোক প্রমিস করে আমি তোমার সাথে সারা জীবন থাকবো। তাহলে আমি বলবো কেউ কারোর সাথে থাকে না, লোক যখন জানাযায় যায় তখনও কেবল কাধ অদল বদল করে নিয়ে যায়।
আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়েন, আমি বলছি কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর এখন যদি আপনি আরাম করার কথা ভাবেন তাহলে আপনার সারা জীবন কষ্ট সহ্য করতে হবে। আজ যদি আপনি আপনার বই কে আর কাজকে ভালোবাসেন, তাহলে কাল লোক আপনাকে ভালোবাসবে।
কোনো ড্রিম গার্ল/ড্রিম বয়ের জন্য কখনও নিজের বাবা মায়ের ড্রিমকে নষ্ট করবেন না।
আপনি আজ যেটাকে খুশি মনে করছেন সেটা কোনো খুশিই নয়। সত্যি বলতে কোনো স্টুডেন্ট এখনও খুশি দেখেই নি।
খুশি আপনি কবে পাবেন জানেন?
যেদিন আপনি প্রথম সেলারি পাবেন কিংবা আপনি আপনার বিজনেস শুরু করবেন (সেটাও কিন্তু খুশি নয়) কিন্তু যখন আপনি আপনার প্রথম সেলারি নিয়ে গিয়ে আপনার মায়ের হাতে দিবেন তখন আপনার চোখে পানি থাকবে।
তখন আপনি ফিল করবেন, যেই মায়ের আঙ্গুল ধরে আমি পথচলা শিখছি সেই মায়ের হাতেই আমি আমার প্রথম ইনকাম তুলে দিয়েছি। আর ঠিক তখনই আপনি সত্যিকারের খুশিটা ফিল করবেন। আর যখন আপনি ইনকাম করা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন, লক্ষ টাকারও কোনো মূল্য নেই সেই এক টাকার পিছনে, যখন আপনার মা স্কুল যাবার সময় আপনার হাতে দিতো।
একটু ভালোভাবে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন, এটাই হলো সেই আয়না, যেখানে সন্তান কখনও বৃদ্ধ হয় না।
আর সব শেষ এটাই বলবো....
জীবনে কখনো নিজের মাঝে অহংকার কে আসতে দেবেন না। কারণ, অহংকার অনেক খারাপ জিনিস।
ছাদের অনেক অহংকার ছিলো তার ছাদ হবার, আর যখনই তার উপরে ঘর তৈরি হয় তখন সে মেঝে হয়ে যায়। তাই অহংকার করবেন না। যেদিন আপনার মধ্যে অহংকার আশা শুরু করবে যে, আমি অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু জেনে নিয়েছি, অনেক কিছু পড়ে নিয়েছি, আমি অনেক সাকসেস হয়ে গেছি, সেদিন আপনি কোনো কবরস্থানে কিংবা কোনো শসানে গিয়ে দেখে আসবেন, আপনার থেকে অনেক সেরা মানুষ আজ মাটির সাথে মিশে গেছে। তাই জীবনে কখনোই অহংকার করবেন না।
ধন্যবাদ সবাইকে ❤️
কালেক্ট করা
প্রিয় আঙ্গিনা ♥️
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারক
২৬ শে মার্চ
যথাযোগ্য মর্যাদায় কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয় পালিত হলো স্বাধীনতা ও জাতীয় দিবস।
👉 দেহে রক্ত বৃদ্ধি করে পালং শাক
পালং শাককে বলা হয় রক্ত পরিষ্কারক খাদ্য। আবার দেহে রক্ত বৃদ্ধি করতেও সহায়তা করে এই শাক। পালং শাকের গুণাগুণ এক কথায় বলে শেষ করা যাবে না। এক কাপ পালং শাক শরীরের দৈনিক ফাইবার চাহিদার ২০% পূরণ করে। পাশাপাশি, ভিটামিন এ ও কে-তে ভরপুর পালং শাক। পালং শাকে রয়েছে প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন ই, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, জিংক, ফলিক অ্যাসিড ও সেলেনিয়াম। একজন মানুষের সুস্থ থাকার জন্য এই উপাদানগুলো খুবই জরুরি।
পালং শাকে রয়েছে খুব কম পরিমাণ ক্যালরি। কাজেই যত ইচ্ছা খান ওজন বাড়ার চিন্তা নেই। পালং শাকের ম্যাগনেসিয়াম যা ব্লাড প্রেশার কমায়। পালং শাক রক্তের শ্বেত কণিকার মাত্রা বজায় রাখে। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পালং শাক ক্যানসারের ঝুঁকিও কমায়।
এছাড়া পালং শাকে রয়েছে উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন যা চোখ ভালো রাখে এবং চোখ ছানি পড়া থেকে মুক্তি দেয়। পালং শাক ত্বকের আদ্রতা বজায় রাখে। হাত পায়ের জয়েন্টে যাদের ব্যাথা তাদের জন্যও অনেক উপকারী পালং শাক।
চোখের জ্যোতি বাড়ায় এবং মুখের লাবণ্য বৃদ্ধি করে। পোড়া ঘায়ে, ক্ষতস্থানে, ব্রনে বা কোথাও কালশিরা পড়লে টাটকা পালং পাতার রসের প্রলেপ লাগালে ভালোই উপকার পাওয়া যায়।
রমজান, ক্ষমা, নিয়ন্ত্রণ, এবং আত্ম- উন্নয়নের এক মাস।
এই পবিত্র মাসে আসুন আমরা আমাদের অন্তরে দ্বীনের আলো জ্বালাই এবং ন্যায় ও সত্যের পথে চলি।
কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের কেন্দ্র:
ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতন,
ফেনী সদর, ফেনী।
মোছাম্মৎ তৌফাতুন নূর বেগম ম্যাডাম -এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান......
লাইভ থাকছে কিছুক্ষণ পর.......
🤲🌹
চমৎকার লাইভ নিয়ে আসবো।
ইন-হাউজ প্রশিক্ষণ
"Dissemination of new curriculum" স্কিমের আওতায় ৮ম ও ৯ম শ্রেণীর নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ে ইন-হাউজ প্রশিক্ষণ।
এখানে প্রশিক্ষণটি ২টি ভাগে বিভক্ত।
👉 ১। শিক্ষার্থী + সম্মানিত শিক্ষকবৃন্দ ( বইয়ের অধ্যায় ভিত্তিক অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী ক্লাস পরিচালিত হয়)
👉 ২। সম্মানিত শিক্ষকবৃন্দ (যেখনে ভালো এবং উন্নয়ন এর দিক গুলো আলোচনা হয়)
I got 108 reactions and 17 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉
I gained 56 followers, created 58 posts and received 2,823 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉
বই উৎসব ২০২৪
কাজিরবাগ হাজী দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়
ফেনী সদর, ফেনী।
I've received 500 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
নতুন কারিকুলাম বুঝতে হলে এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতেই হবে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Feni
3900
Feni
স্বপ্রণোদিত,আগ্রহী ও শিক্ষা আরও চালিয়ে যেতে ইচ্ছুক- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই।
Opposite The Alo Community Center, Hazari Road, কfeni3900, Bangladesh/আলো কমিউনিটি সেন্টারের বিপরীতে, হাজারী রোড, ফেনী৩৯০০, বাংলাদেশ
Feni
ফেনীর একমাত্র আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিষ্ঠান/The only international Hifzul Quran institution in Feni.
SHANTI COMPANI Road
Feni
It is an onlne platform of learning and cherishing dreams of our future generation.This page is devo
Feni, 3900
Hi! This page is Educational page.I am share video please like,comment and share. My YouTube Channel
Feni
পেজ ও পেজের প্রতিটি পোষ্ট সম্পূর্ণ বিনোদনের জন্য।কোন ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন
Feni, 3900#
This is an educational page. InshaAllah i will try to provide information (SSC and HSC) MOHAMMED GOLAM LOKMAN B.SC HON'S IN AGRICULTURE NSTU