Knock-about Library

Knock-about Library

বই বিক্রি আমার পেশা নয় শখ! হুটহাট মানুষের কত ইচ্ছে জাগে।বই ফেরি করে বেড়ানোটাও তেমন একটি ইচ্ছে।

11/07/2024

এই তালিকার সত্যতা নিয়েও প্রশ্ন তোলা যায়, যাবে।

09/07/2024

ছবি: ফেসবুক থেকে নেওয়া

24/06/2024

Paulo Coelho: Never fall in love. Love is a poison. Once you fall in love, you lose control over your life.

রবীন্দ্রনাথ ঠাকুর: আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ!

20/06/2024

Don't give up , remember you have goals ✨🦋

19/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Abul Khair, Tayyab Ali, Kashan Ali Kashan Ansari, Md Feroz Khan, Juwel Talukdar, Puspa Puspa, R M Mustakim King, Ranjeet Kushwaha, Krishna Gautam, Mohammod Jihad

16/06/2024

ইকিগাই থেকে ১০টি পাঠ: দীর্ঘ ও সুখী জীবনের জন্য জাপানি রহস্য:

১. যা আপনি ভালোবাসেন, যা আপনি ভালো করতে পারেন, যা পৃথিবীর প্রয়োজন, এবং যার জন্য আপনি পারিশ্রমিক পেতে পারেন, তা খুঁজে বের করুন। এই চারটি উপাদানের সংযোগস্থলে আপনার ইকিগাই অবস্থান করে।

২. আপনার আবেগকে পূর্ণ হৃদয়ে অনুসরণ করুন। যখন আপনি এমন কাজগুলিতে জড়িত হন যাতে আপনি আবেগপ্রবন, তখন আপনি স্বাভাবিকভাবেই আরও পরিপূর্ণ এবং উদ্দীপিত অনুভব করেন।

৩. আপনার শরীর এবং মন সক্রিয় রাখুন। শারীরিক কার্যকলাপ, মানসিক চ্যালেঞ্জ এবং জীবনব্যাপী শেখার মাধ্যমে শক্তি এবং জ্ঞান বর্ধক কার্যকলাপ বজায় রাখুন।

৪. পরিবার, বন্ধু এবং নিজের সম্প্রদায়ের সাথে দৃঢ় সংযোগ তৈরি করুন। এমন লোকদের সাথে থাকুন যারা আপনার সঠিক কাজে সমর্থন করে এবং আপনাকে উন্নত করে।

৫. জীবন উত্থান-পতনে ভরা। অনুগ্রহ সহকারে চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে এবং বিপর্যয় থেকে আগের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য স্থিতিস্থাপকতা অনুশীলন করুন।

৬. জীবনের সব দিকেই ভারসাম্য রক্ষার জন্য প্রচেষ্টা করুন—কাজ, সম্পর্ক, অবসর এবং ব্যক্তিগত উন্নয়ন। চরমপন্থা এড়িয়ে চলুন এবং সাদৃশ্য সন্ধান করুন।

৭. মনোযোগ বা ধ্যান অনুশীলন করুন এবং বর্তমান মুহূর্ত উপভোগ করুন। অতীত বা ভবিষ্যতের বিষয়ে বেশি চিন্তা ছেড়ে দিন এবং সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তটি উপভোগ করুন।

৮. ঘুম, পুষ্টি, মানসিক চাপ ব্যবস্থাপনা এবং স্ব-যত্ন অনুশীলনকে অগ্রাধিকার দিয়ে আপনার শারীরিক এবং মানসিক কল্যাণের যত্ন নিন।

৯. সর্বদা কৃতজ্ঞতার মনোভাব গড়ে তুলুন। আপনার জীবনের ছোট-বড় আশীর্বাদগুলির প্রশংসা করুন এবং নিয়মিত ধন্যবাদ জানান। শুধু ঈশ্বর কে নয় মানুষ,প্রকৃতি,জীবন সবাইকে ধন্যবাদ দিতে শিখুন।...রোজ,সুযোগ পেলেই।

১০. নতুন অভিজ্ঞতার জন্য কৌতূহলী এবং খোলা মন নিয়ে তৈরি থাকুন, ক্রমাগত শিখুন, জ্ঞানের পরিধি বাড়ান এবং একজন ব্যক্তি হিসাবে বিকশিত হোন।

16/06/2024

মনে রেখো, ভালোবাসা কখনো কাউকে লক্ষ্য থেকে সরিয়ে দিতে চায়না। যদি কেউ লক্ষ্য ছেড়ে দেয়, বুঝতে হবে সে ভালোবাসা সত্যি না।

~ পাওলো কোয়েলহো (দ্য আলকেমিষ্ট)

16/06/2024

এক মুহূর্তে দুজনের মনই বদলে গেল। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো।

~বলুনতো এটা কোন ক্লাসের কোন গল্পের লাইন। এখানে কাদের কথা বলা হয়েছিলো? হয়ে যাক একটু স্মৃতিচারণ
©

13/06/2024

যে সমাজ দুঃখীর দুঃখ বুঝে না, বিপদে সাহস দেয় না, শুধু চোখ রাঙায় আর গলা চেপে ধরে সে সমাজ আমার নয়। আমার মতো গরীবেরও নয় এ সমাজ বড়লোকের জন্য।

পরিণীতা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

11/06/2024

শখের বইগুলো নেড়েচেড়ে দেখুন, বা এমন ভাবে রাখুন যাতে এই অবস্থা না হয়! এমন হলে কিছুই করার থাকবেনা তখন...

06/06/2024

সাম্ভালার মতো ফ্যান্টাসি জনরার আরো কিছু বই আছে অনেক সুন্দর সুন্দর। সাম্ভালা শুধু মাত্র স্টক আউট হওয়ার কারনেই এরকম হাইপ। নিসন্দেহে আমিও সাম্ভালা টা পড়তে চাই। কিন্তু এরকম অস্বাভাবিক দাম দিয়ে কিনে নয়।
আমরা যদি এরকম অস্বাভাবিক দামেই মাতামাতি করতে থাকি, তাহলে কিছু অসাধু সেলার আরো পেয়ে বসবে।

06/06/2024

সাম্ভালার মতো ফ্যান্টাসি জনরার আরো কিছু বই আছে অনেক সুন্দর সুন্দর। সাম্ভালা শুধু মাত্র মার্কিন আউট হওয়ার কারনেই এরকম হাইপ। নিসন্দেহে আমিও সাম্ভালা টা পড়তে চাই। কিন্তু এরকম অস্বাভাবিক দাম দিয়ে কিনে নয়।
আমরা যদি এরকম অস্বাভাবিক দামেই মাতামাতি করতে থাকি, তাহলে কিছু অসাধু সেলার আরো পেয়ে বসবে।

03/06/2024

কঠিন কবিতা মানে খুঁজে বের করার আনন্দ তো খুনের অপরাধী কে সনাক্ত করার থেকে কম না।
"তাহলে নিখুঁত খুন ঘটতে পারে না বলেই তোমার মনে হয়?"

সত্যি কি নিখুঁত খুন হতে পারে? "এ পারফেক্ট মার্ডার?"

শাক্যজিৎ ভট্টাচার্যের "শেষ মৃত পাখি" একটি পারফেক্ট মার্ডার কি শেষ অবধি হতে পেরেছে? না.. সেই তর্কে যেতে চাই না।
তবে উপন্যাসের শেষ পাতা অবধি টান টান উত্তেজনা, শেষ পাতা অবধি মাথা খাটানো, শেষ পাতা অবধি পাঠক কে ধরে রাখার ক্ষমতা রয়েছে।
একটি উপন্যাসের ভেতর আরেকটি উপন্যাস।
কঠিন কবিতা বোঝার মতই আনন্দ।

"শেষ মৃত পাখি" পাঠের অভিজ্ঞতা মনে থাকবে বহুদিন।

"মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়...
সূর্য যদি কেবলই দিনের জন্ম দিয়ে যায়,
রাত্রি যদি শুধু নক্ষত্রের,
মানুষ কেবলই যদি সমাজের জন্ম দেয়,
সমাজ অস্পষ্ট বিপ্লবের,
বিপ্লব নির্মম আবেশের,
তা হলে শ্রীজ্ঞান কিছু চেয়েছিল?..

— Amrita Dutt

02/06/2024

বই: অপেক্ষা
হুমায়ূন আহমেদ

01/06/2024

:হাজত থেকে ছাড়া পেয়ে আমি সোজা চলে গেলাম নিউমার্কেট কাঁচাবাজার।
:কেন?
:ভাবলাম বৃষ্টি হয়েছে খুব, ইলিশ মাছ ভাজা খেতে তোমার অনেক ভালো লাগবে। এই নিয়ে আসলাম এক জোড়া। তুমি খুশি হওনি?
:খুশি হয়েছি কি-না, এখনো বুঝতে পারছি না। কোনো তরুণী মেয়ের জন্য উপহার হিসেবে কেউ ইলিশ মাছ আনে, এই প্রথম দেখলাম।
:খুবই ভালো ইলিশ। পদ্মার। এক নম্বর।
:থ্যাংক ইউ।
:তোমার জন্যে না আরেকটা জিনিস এনেছি।
:অন্য কোন মাছ? কী মাছ?
:ফালতু টাইপের একটা ফুল। সস্তা। এক টাকায়, এক জোড়া। তুমি রাগ করোনি তো?

-বাদল দিনের প্রথম কদম ফুল (হুমায়ূন আহমেদ)

30/05/2024

বইটি সংগ্রহ করেছেন কি?

24/04/2024

বয়স এবং অভিজ্ঞতার সাথে পাঠরুচি তো বদলায়-ই।

Photos from Knock-about Library's post 23/04/2024

আচ্ছা এদের দুজনের একটা যুদ্ধ লাগাই দেওয়া যায়না🙂🤌

23/04/2024

বই দিবসে বই উপহার দিয়ে বন্ধুত্বের পরিচয় দিন।

Photos from Knock-about Library's post 28/03/2024

সব রং ধরা শেষ! এবার তিনি আত্মপ্রকাশ করতেছেন একদম সাদাসিধে বি-ধ-বা হয়ে! এরপরও কি জনগণ গ্রহণ করবে!?

26/03/2024

আসসালামু আলাইকুম

06/03/2024

কয়েকদিন যাবৎ ফেসবুকে একটি সংবাদ বেশ প্রচার হতে দেখছি। বিভিন্নজন পোস্ট করছেন বিভিন্নভাবে। যেখানে বইমেলার একটা রিপোর্ট তুলে ধরা হয়েছে। বলা হয়েছে,
“২০২১ সালে বই বিক্রি ৮২ কোটি টাকা, ২০২২ এ ৫২ কোটি, ২০২৩ এ ৪৭ কোটি।” এই রিপোর্ট অনুযায়ী বই বিক্রির হার ধীরে ধীরে কমে আসতেছে।

এই কমে আসাকে এক ভাই এভাবে মন্তব্য করে বলেছেন ‘বইমেলা দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে।’ এই যে চরম অবস্থার মুখোমুখি হচ্ছি তার কারণ কি জানেন? আমার কাছে কয়েকটি বিষয়কে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।

১. বইয়ের মূল্যের ঊর্ধ্বগতি। প্রতিটা বইয়ের দাম যে হারে বাড়ছে তাতে মানুষ তাকিয়ে থাকছে কখন বইটি পিডিএফ পাবে। পিডিএফ এর আশায় চাতক পাখির মত তাকিয়ে থাকে অনেকেই।

২. লেখক এর লেখার মান ঠিক না থাকা অন্যতম একটি কারণ। যে ছেলে বা মেয়েটি কয়েকদিন ফেসবুকে বিভিন্ন গ্রুপে লিখেছে বইমেলার পূর্বে দু একজনের পরামর্শে সেও বই লিখে ফেলে। অথচ লেখার ভেতর থাকে না কোন গভীরতা আর না থাকে কোন বিশেষ বার্তা। এই বই মানুষ পড়ে কি করবে? যে বই পড়ে মানুষ কিছু জানতে পারে না সে বইয়ের প্রতি মানুষের আগ্রহ থাকবে কিভাবে?

৩. কিছু লেখক যখন লেখক না হলেও বই প্রকাশ করেন তখন মানুষ আস্থা হারিয়ে ফেলে কোন বই কিনবে? কে আসলেই ভালো কিছু লিখেছেন? কার লেখায় জাতি দিকনির্দেশনা পাবে সেটা মানুষ বুঝতে পারে না। এর ফলে মানুষ বই কেনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। আপনি কি বলতে চাচ্ছেন যাচাই-বাছাই করে বই কিনবে? হ্যাঁ আপনার পরামর্শ ঠিক আছে। কিন্তু ওই যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে লিখে সেখান থেকে প্রচারক আছে সব লেখকের। কতো জন আবার বই গিফট পাওয়ার আশায় প্রচার করতে থাকে। তাতে তার কি আসে যায় সে তো বই ফ্রি পাবে।

৪. সাহিত্যকে যেখানে সমাজের দর্পণ বলা হয় সেখানে সাহিত্য হয়ে গেছে চাটুকারিতা। তাহলে মানুষ সাহিত্যের দিকে কি করে অগ্রসর হবে? সমাজের সত্য কথা, শক্ত ভাবে এখন আর সাহিত্যে পাওয়া যায় না। আচ্ছা বলুন এই বই কি মানুষ কিনবে? যেটা আদৌ সাহিত্য নয়।

৫. প্রকাশক আর প্রকাশনীর ব্যাপারে বলার কিছু নেই। তারা যে সাহিত্যকে বাঁচিয়ে রাখার জন্য নয় বরং নিছক ব্যবসার উদ্দেশ্যে প্রকাশনী খুলে রেখেছেন তা সবার জানা হয়ে গেছে। কিছু মানসম্মত প্রকাশনী থাকলেও অধিকাংশ প্রকাশনীর অবস্থা একই। ব্যবসা করতে গিয়ে তারা লেখার মান যাচাই না করে টাকার লোভে শুধু বই বের করে। যার ফলে বইমেলার এই বীভৎস্য চেহারা আমাদের সামনে ফুটে ওঠে।

৬. সর্বোপরি বলতে হয় মানসম্মত বইয়ের অভাব। মানসম্মত বইয়ের এই দুর্যোগপূর্ণ অবস্থার অবনতি হতে উঠে আসতে না পারলে আমাদের সামনে আরো লোকসান হবে। বই মেলা থাকবে, বই থাকবে কিন্তু পাঠক আর ক্রেতা পাওয়া যাবে না। এই দৃশ্য এবারেও কিছু প্রকাশনীতে দেখা গেছে।

লেখক ভাই ও বোনেরা যদি সত্য, সঠিক ও আদর্শ লেখার প্রতি মনোযোগী হন, প্রকাশক হোক যদি সঠিক বই প্রকাশের প্রতি আগ্রহী হন তাহলে এই দুর্যোগপূর্ণ অবস্থার মোকাবেলা করা সম্ভব হবে। সর্বোপরি এই নসিহত গুলো নিজেকেই করছি।‌ পাঠকের সুন্দর পরামর্শ আর আমার সদিচ্ছায় একদিন আমার লেখার পূর্ণতা লাভ করবে ইনশাআল্লাহ।

মানসম্মত বই যেখানে থাকবে মানুষ সেখান থেকেই খুঁজে নিবে। বইমেলার এই বীভৎস দৃশ্য থেকে আমাদের লেখক, পাঠক ও প্রকাশনী সবার শিক্ষা গ্রহণ করা উচিত। সত্য, সুন্দর‌ ও গঠনমূলক লেখা প্রকাশ করা হোক আমাদের প্রত্যয়।

— দুর্যোগপূর্ণ বই মেলা
— ফারুক আব্দুল্লাহ
— ০৫-০৩-২০২৩

06/03/2024

্ত_অফার

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক কেমন আছেন? বহুদিন পর আপনাদের মাঝে ্ত_অফার নিয়ে উপস্থিত হয়েছি খুবই অল্প সময়ের জন্য। অফার শেষ হয়ে যাওয়ার আগেই আপনার কপিটির অর্ডার কনফার্ম করুন ইনশাআল্লাহ।

নিম্নোক্ত প্রকাশনীর বইগুলোতে অফার থাকবে-
মাকতাবাতু ইবরাহীম - ৩৫%
মাকতাবাতুন নূর - ৩৫%
মাকতাবাতুল আযহার - ৫৪%
মাকতাবাতুল আশরাফ - ৫০%
মাকতাবাতুল আসলাফ - ৩৫%
মাকতাবাতুল ইত্তিহাদ - ৫৩%
মাকতাবাতুল বায়ান - ৩৫%
মাকতাবাতুল হিজায - ৫৪%
মিনা বুক হাউজ- ৫০%
মাকতাবাতুল ক্বলব- ৩৫%
তাজকিয়া পাবলিকেশন - ৩৫%
দারুস সালাম বাংলাদেশ - ৫৩%
নন্দন - ৩২%
নবপ্রকাশ - ৩৪%
নালন্দা - ৩৪%
নাশাত - ৩৫%
নিয়ন পাবলিকেশন - ৩৫%
পথিক প্রকাশন-৫৩%
প্রচ্ছদ প্রকাশন - ৩৫%
মুহাম্মদ পাবলিকেশন - ৩৫%
মুহাম্মাদ ব্রাদার্স - ৩৫%
রাইয়ান প্রকাশন - ৩৫%
রাহনুমা প্রকাশনী - ৫৩%
রাহবার - ৩৫%
রুহামা পাবলিকেশন - ৩৫%
সত্যায়ন প্রকাশন - ৩৫%
সন্দীপন প্রকাশন - ৩৫%
সমকালীন প্রকাশন - ৩৫%
সমর্পণ প্রকাশন - ৩৫-৩৮%
সাবিল পাবলিকেশন - ৩৫%
সিয়ান পাবলিকেশন - ৩৫%
সীরাত পাবলিকেশন - ৩৫%
হাসানাহ পাবলিকেশন - ৩৫%
হুদহুদ প্রকাশন - ৫২%
ইলম হাউজ-৩৫%
আর রিহাব ৫২%
মাকতাবাতুল আবরার -৫০%
দ্বীন পাবলিকেশন্স ৩৫%
দারুস সালাম বাংলাদেশ - ৫০%
Inbaat Publication - ৩৫%
আয়ান প্রকাশন - ৪৭%
আযান প্রকাশনী - ৩৫%
কালান্তর প্রকাশনী - ৩৫%
গার্ডিয়ান পাবলিকেশন্স ৩৫%
চেতনা- ৩৫%
উমেদ-৩৫%
সিজদাহ্ পাবলিকেশন- ৩৫%

বি.দ্র. ফিক্সড প্রাইজের কোনো বইয়ের এক্সট্রা ছাড় থাকবে না। সময় মাত্র ৩ দিন।

28/02/2024

এই তুলনা গুলা ভাল লাগে না ভাই। নন ফিকশন পাঠকরা ভাবে তারা খুব জ্ঞানী, থ্রিলার পাঠকরা ভাবে তারা খুব কুল, আবার ক্লাসিক পাঠকরা ভাবে থ্রিলার কোনো সাহিত্যই না। আবার অনেকে ভাবে কবিতা পাঠকরা খুব ক্লাসি।

এগুলা কোনোটাই আসলে ঠিক না। সবই ভুল। আপনি যদি সস্তা, বাজে, মানহীন বই বাদে ভালো কিছু বই পড়েন সেটা এবার কবিতা, ফিকশন, নন ফিকশন যাই হোক না কেন তাহলেই আপনি একজন রুচিশীল ভিন্নধর্মী পাঠক। হ্যা, বই পাঠের দিক থেকে আপনার সেক্টর, জ্ঞান আলাদা হতে পারে কিন্তু এখানে কোনো পাঠককে আলাদা চোখে দেখার সুযোগ নাই।

©Jamiul Alam

28/02/2024

মূলত যারা কখনো! রবীন্দ্রনাথ, সমরেশ, হুমায়ুন, আহমেদ ছফা, বিভূতি-ভূষণ, শরৎচন্দ্র, বঙ্কিম এদের বই কি এদের নামই উচ্চারণ করেনি কখনো, তাদের কাছে এটা সর্বকালের সেরা উপন্যাস। আর যারা এনাদের বই পড়ে বড় হইছে। তাদের কাছে পদ্মজা উপন্যাস অবশ্যই ভালো বর্তমানের উপন্যাস গুলোর মধ্যে সেরা একটি হতে পারে বা কারো কাছে এভারেজ। বাট যেভাবে মাতামাতি করছে এটা হাস্যকরই বটে।

লেখিকার লেখনীর প্রশংসা সবাই করছে। কিন্তু তার পাঠকের এই অতিরঞ্জিত কথাবার্তা মূলত উপন্যাস টা কে হাস্যকর বানিয়ে ছেড়েছে। কেউ কিন্তু লেখা নিয়ে সমালোচনা করছে না সবাই পাঠকের আবেগি কথাবার্তা গুলো নিয়েই ট্রল করছে। সবচেয়ে হাস্যকর লেগেছে যখন বলছে লিজেন্ড লেখকদের নাকি হার মানাইছে 🐸

©Asraful Ahmed Jihad

Want your business to be the top-listed Shop in Feni?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

i, me, mysel || mirror talk... ......#MirrorTalk #imemyself #bookish #booklife
বই মেলা.......#বইমেলা_২০২৪ #বইমেলা #bookfair #bookish #bookshop
Seoul Book Repository 📚..........#bookshelf #bookshop #libraries #bookish
📚📚...................#booklovers #bookish #bookstagram #explorerpage #bookaddict
Peace🤍..........#booklovers #bookish #publiclibrary #explorerpage
September || Rosamunde Pilcher.....................#bookstagram #bookish
পড়তে বসলে আমি আসলে যা করি🙂........................#studentlife #funnyposts #wasteoftime #study #masti
Comment💌............#bookworm #booksofinstagram #sadlines #explore #comment
Bookmark🏷️🔖....................#bookmark #DIY #handmadegifts #craftideas #bookaddict #explore  #reelsinstagram
bookmark diy.......#bookmarks #bookmarklove #emotions #bookish #reelsinstagram
📚📚........#সেলপোস্ট #viralshorts #বই #reelsvideo
কার কোনটা পড়া হয়েছে?!....................#bookish #thrillerbooks #dracula #bramstokersdracula #keigohigashino #johngrish...

Category

Website

Address


Feni