জামালুল কুরআন ইন্টারন্যাশনাল হিফয মাদরাসা, ফেনী।
প্রতিটি সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। নতুন পাঁচ জন হিফয সম্পুর্ণ করেছেন।
প্রচলিত শিক্ষাকে নয়, মাদ্রাসা শিক্ষাকে সাপোর্টদিন।
আলহামদুলিল্লাহ জামালুল কুরআন ইন্টারন্যাশনাল হিফয মাদরাসা, ফেনী।
কুরআনের ডাক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা 2023 এর ফেনী জেলা পর্বে, 5 জন বাছাই কৃত ছাত্রের মধ্যে 30 পারা গ্রুপে
প্রথম স্থান অধিকার করেছে আমাদের মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আহমদ
চতুর্থ স্থান অর্জন করেছে ইফতে খার আহমেদ
আমাদের মাদ্রাসার ছাত্র দের তেলাওয়াত শুনতে চোখ রাখুন আমাদের ফেইজে
https://www.facebook.com/Jamalul.quran.International.hifz.madrasa?mibextid=ZbWKwL
প্রয়োজনে ভর্তির জন্য যোগাযোগ করুন,
গফুর প্লাজা, রেলগেইট, ফেনী।
মোবাইল ফোন
01630-192999
01744-477366
আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ। পাকের অশেষ মেহেরবানীতে P.H.P কোরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২৪ এর ফেনী জেলা অডিশনের চূড়ান্ত বাছাই পর্বে আমাদের মাদ্রাসার ছাত্র মোঃ ইফতেখার আহমেদ ৩য় স্হান অর্জন করে।
সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে আগামীতে আরও ভালো করার তৌফিক দান করেন আমীন ।🤲🤲🤲
আলহামদুলিল্লাহ।
আজ ২৬/১১/২৩ইং রোজ রবিবার
আমাদের মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুল্লাহ হিফজ সবক শেষ করেছে
সবাই তার জন্য দোয়া করবেন
আল্লাহতালা যেন তাকে হক্কানী রব্বানী হাফেজ আলেম হিসেবে কবুল করেন।🤲🤲🤲
بَاب تَمَنِّي الْمَرِيضِ الْمَوْتَ
آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمْ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَه“ فَإِنْ كَانَ لاَ بُدَّ فَاعِلاً فَلْيَقُلْ اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي
পরিচ্ছেদঃ ৭৫/১৯. রোগী কর্তৃক মৃত্যু কামনা করা।
৫৬৭১. আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ দুঃখ কষ্টে পতিত হবার কারণে যেন মৃত্যু কামনা না করে। যদি কিছু করতেই চায়, তা হলে সে যেন বলেঃ হে আল্লাহ! আমাকে জীবিত রাখ, যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর হয় এবং আমাকে মৃত্যু দাও, যখন আমার জন্য মরে যাওয়া কল্যাণকর হয়।
[৬৩৫১, ৭২৩৩] (আধুনিক প্রকাশনী- ৫২৬০, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৫৬)
আলহামদুলিল্লাহ ৬/১১/২০২৩ ইং
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফেনী জেলা প্রতিযোগিতায়
#জামালুল_কুরআন_ইন্টারন্যাশনাল_হিফজ_মাদ্রাসার
ছাত্ররা অংশগ্রহণ করে ৩ জন ছাত্র বিজয়ী হয়ে বিভাগের জন্য উত্তীর্ণ হয়েছে।
তারা পুরষ্কার হিসেবে নগদ অর্থসহ ক্রেষ্ট ও সনদ লাভ করে। আলহামদুলিল্লাহ
সিগারুল হুফ্ফাজের ্হান
৩০পারা গ্রুপে ্হান
২০পারা গ্রুপে #৪র্থ_স্হান
সবাই তাদের জন্য দোয়া করবেন 🤲🤲🤲
#আলহামদুলিল্লাহ ১/১১/২০২৩ ইং
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফেনী সদর উত্তর থানা অডিশনে
#জামালুল_কুরআন_ইন্টারন্যাশনাল_হিফজ_মাদ্রাসার
ছাত্ররা অংশগ্রহণ করে ৫ জন ছাত্র বিজয়ী হয়ে নগদ অর্থ সনদ লাভ করে আলহামদুলিল্লাহ
সিগারুল হুফ্ফাজের #২য়_স্হান
৩০পারা গ্রুপে #২য়_ও_৩য়_স্হান
২০পারা গ্রুপে ্হান
৫পারা গ্রুপে ্হান
সবাই তাদের জন্য দোয়া করবেন 🤲🤲🤲
আলহামদুলিল্লাহ " আজ ১৮/১০/২৩ইং রোজ বুধবার,দুপুর বেলা ২ ঘটিকায় আমাদের মাদ্রাসায় হিফয সবক প্রদান অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল
জনাব মাওলানা মাহমুদুল হাসান সাহেব দা: বা:,
আরো মেহমান হিসাবে উপস্থিত ছিলেন,
ফেনী রেইল স্টেশন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি মাওলানা মনসুরুল হক ও হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ফেনী জেলা এর সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব হাফেজ আব্দুল্লাহ সাহেব দা: বা: ও সম্মানিত ওলামায়ে কেরামগ। সাথে আরো উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার ছাত্রদের অভিভাবকগণ, ও আগত মেহমান বৃন্দ, এতে মাদ্রাসার ১০ জন ছাত্রদেরকে হিফয সবক প্রদান করা হয়।
১। আহনাফ হাসান চৌধুরী
২।শিহাব শাহরিয়া
৩। আব্দুর রহমান
৪।মাহমুদুল হাসান (১)
৫।আব্দুল্লাহ আল নোমান
৬। মাহমুদুল হাসান (২)
৭। নাজমুল হাসান জিহাদ
৮।মুনতাসির মাহমুদ পাটোয়ারী
৯। ফাহিম মোরশেদ
১০।মো:ইমাম হোসেন রাফি
উক্ত ছাত্রদের জন্য সকলের নিকট দোয়ার প্রার্থী, আল্লাহ যেন সকলকে আমলি হাফেজ ও আলেমেদ্বীন হিসাবে কবুল করুন 🤲আমিন
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Address
Feni
Ahmad Mention, Mizan Para, Mizan Roade, Feni Sadar
Feni, 3900
Master Para
Feni, 3900
Knowledge is power.Here we read and practice English .We know that practice makes a man perfect.
Chanua Bazar, Feni Sadar, Feni
Feni, 3900
Chanua gania islamia madrasha is situated in the village of middle Chanua, Chanua bazar, Feni Sadar,
Feni Sadar
Feni, 3900
The page will help the students and the job seekers to achieve their desired success.
House-215, Doctor Para
Feni, 3900
ALOHA Mental Arithmetic practice enhances Creativity, Observation Power, Sharper Memory, Imagination.
M/S Enterprise, , Trunk Road
Feni, 3900
Global EDU Guide is committed to providing personalized and comprehensive services to students who a
Feni. Chitagong
Feni, 3932
ADVANCED DIGITAL MARKETING AND SHOPIY DROPSPPING WITH FREELAANCIG GUDELIE