BNP Media sonagazi
We will always protest for the people of this country.
চট্টগ্রামে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে জনসমুদ্র।
#তারুণ্যের_সমাবেশ #টেইক_ব্যাক_বাংলাদেশ #ছাত্রদল #যুবদল #স্বেচ্ছাসেবকদল
চট্টগ্রাম শহরে
দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ।
তরুণ প্রজন্ম দেব ভোট, ভোটের জন্য যুদ্ধ হোক🌾🇧🇩
যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল!
আমির হোসেন আমু আসলে কী..?
“পাহাড়বাসী বেধেছে জোট
নিজেই দিবে নিজের ভোট”
“দেশ বাচাতে তারুণ্যের সমাবেশ” উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়িতে দিনভর লিফলেট বিতরণ ও গণসংযোগ।সমাবেশে যোগ দিতে গণমানুষের বাধভাঙ্গা উচ্ছাস।দেখা হবে বিজয়ে,ইনশাআল্লাহ।
৮ জুন ২০২৩ইং
দেশব্যাপী বিদ্যুতের ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ ফেনী শহরের এস এস কে রোড়স্থ ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের সামনে ফেনী জেলা বিএনপির "অবস্থান কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা ও লাঠি চার্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমান উল্লাহ আমানের সপরিবারে বিরুদ্ধে সাজা পূর্ণবহালের প্রতিবাদে আজ শনিবার (০৩ জুন ) বিকেলে পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর (উত্তর/দক্ষিণ) বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র মহ-সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সভার সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির আহ্বায়ক আবদুস সালাম।
আমি নষ্ট মনে, নষ্ট চোখে দেখি তোমাকে,
মন আমার কি চায় বুঝাই কেমোনে 😁😊☺
৩০ জানুয়ারী, ২০২৩ সোমবার
আওয়ামী সন্ত্রাস এবং সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির এবং ১০ দফা, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র পদযাত্রা চলছে।
প্রধান অতিথিঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি।
#বিএনপি #ঢাকামহানগরদক্ষিণ #১০দফাদাবী #টেইক_ব্যাক_বাংলাদেশ
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা দাবি ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে আজ বুধবার রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের (ঢাকা মহানগর উত্তর- দক্ষিণ) বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকালের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের একদিন আগেই নেতাকর্মীদের ঢল নামে। বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রবেশ সমাবেশের মাঠে।
#টেইক_ব্যাক_বাংলাদেশ
বরিশাল বিভাগীয় গণসমাবেশে জনতার ঢল।
বেলস পার্ক মাঠ ছাড়িয়ে আসেপাশে ১ কি.মি. জায়গা জুড়ে অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা।
সমাবেশে যাওয়ার পথে ইশরাকের গাড়িবহরে হামলা কয়েকজন নেতাকর্মী আহত।
মরহুম সাদেক হোসেন খোকা একজন জনঘনিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে ‘৭১ এর রণাঙ্গনে দেশমাতৃকার মুক্তির জন্য তাঁর বীরোচিত ভূমিকা কিংবদন্তীতুল্য। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম সাদেক হোসেন খোকা বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী ও জনগণের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত।
দীর্ঘদিন অবিভক্ত ঢাকার নির্বাচিত মেয়র হিসেবে রাজধানী ঢাকার উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন সেজন্য ঢাকাবাসী তাঁকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। একজন গণতন্ত্রমনা নেতা হিসেবে ভিন্ন মতাবলম্বী রাজনীতিকদের মতামত শুনতে ও মতবিনিময়ে তিনি কখনোই কুন্ঠাবোধ করতেন না।
গণতন্ত্রের পক্ষে অবস্থান নেয়ার কারণে রাজরোষে পড়া সত্বেও তিনি স্বৈরশাসক ও ফ্যাসিবাদী শাসনের কাছে আত্মসমর্পণ করেননি। বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে জনাব সাদেক হোসেন খোকার বলিষ্ঠ ভূমিকা নি:সন্দেহে প্রশংসার দাবীদার।
রাজনীতির পাশাপাশি তিনি জনসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন দেশের একজন অগ্রগণ্য ক্রীড়া সংগঠক। ক্রীড়ার মানোন্নয়নে তিনি থেকেছেন সবসময় নিবেদিতপ্রাণ। দেশের বর্তমান দুঃশাসন মোকাবেলায় মরহুম সাদেক হোসেন খোকার মতো আদর্শনিষ্ঠ ও সাহসী নেতার খুবই প্রয়োজন ছিল। তাঁর রেখে যাওয়া অমলিন স্মৃতি সবসময় নেতাকর্মীদের উৎসাহ ও প্রেরণা যোগাবে।
আমি মরহুম সাদেক হোসেন খোকার ৩য় মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
রংপুর বিএনপির বিভাগীয় গণ সমাবেশে জনতার ঢল-
#বিএনপির জন্য ভালোবাসা মন থেকে আসে। শত বাধা অতিক্রম করেই গণতন্ত্র কে ফিরিয়ে আনার জন্য জনগন দুর্বার গতিতে ছুটে আসবে ✊
#রংপুর
Happy birthday, Zaima.
খুলনায় লাখো জনতার মহাসমাবেশে হুংকার দিলেন
ছাত্রদলের অভিভাবক
কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ভাই✊🌾
হরতাল অবরোধ করে দিয়ে জিয়ার সৈনিকদের দমানো যাবে না ইনশাআল্লাহ 💚💜💚
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়,
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, ইউনুস রুবেল, জাফরুল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক - জিকো, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, ধর্মবিষয়ক সম্পাদক রিয়াদুল গনি, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জেবল হক পোদ্দার,
ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন নিরান, দাগনভূঁইয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হোসেন রাজিব,যুগ্ন আহবায়ক আমজাদ হোসেন পলাশ, দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফারজেল আহমেদ, সোনাগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাইনুল হক, ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ, সদস্য সচিব আব্দুল আলিম বাবু, পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপ্পুল,ছাগলনাইয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক- মোহাম্মদ ইয়াসিন, সাইফুল ইসলাম, সাগর, পৌর ছাত্রদল নেতা শুভ সরকার, তৌসিফ, বিজয়, সহ অনেক ছাত্রনেতারা।
পুলিশের গুলিতে আহত অবস্থায় লাইফ সাপোর্টে থাকা মুন্সীগঞ্জের যুবদল নেতা শাওন কিছুক্ষণ মারা যান
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন
সহযোদ্ধার মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মুন্সিগঞ্জে পুলিশের ছোড়া গুলিতে আহত লাইফ সাপোর্টে থাকা যুবদল নেতা শাওন কিছুক্ষণ আগে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে😭
মুন্সিগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে ১ জন নিহত, ৭ জনের অবস্থা আশঙ্কাজনক, আহত ১৮০ জন। প্রতিরোধ গড়ে তুলেছে জনতা।
প্রোগ্রাম শেষে Ishraque Hossain ভাইকে নিরাপত্তা দিয়ে পৌঁছে দিলাম। সমাবেশ সফল করতে শুরু থেকে শেষ অবধি সর্বোচ্চ দিয়ে ছিলাম আমরা কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।
মিরপুর থেকে সরাসরি
১৫ সেপ্টেম্বর, ২০২২ বৃহস্পতিবার
মিরপুর পল্লবী জোন আয়োজিত বিএনপির সমাবেশে আওয়ামী লীগ সন্ত্রাসী ও পুলিশের যৌথ হামলা.
#বিএনপি #আওয়ামীসন্ত্রাসী
মামলা হামলা দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে থামানো যাবে না।
আমরা ছাত্রদল সব সময় প্রস্তুত।
জাতিয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা।
এভাবে প্রতিটি মানুষ বাঁচার জন্য বা বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে ।
হে আল্লাহ তুমি সিলেটে যত পানি বন্দি মানুষ আছে তাদেরকে মুক্ত করে দাও 🥲🥲
সত্যি এরকম ভিডিও গুলো দেখে হৃদয় ভেঙ্গে কান্না পাচ্ছে😭😭🤲🤲🤲
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
2no Munsirhat
Feni, FULGAZI
শিক্ষা ঐক্য প্রগতি জাতীয়তাবাদী ছাত্রদল এর মূলনীতি।
Gazaria Kandi, Sharishadi Bazar, Feni Sadar, Feni
Feni, 3902
সাধারন সম্পাদক ১নং শর্শদি ইউনিয়ন আওয়?
Motobi, Laskar Hat
Feni, 3909
Bangladesh National Party
Sonagazi
Feni, 3930
আমাদের ভিশন-- মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জন।
Darul Islam Bhaban, Shanti Company Road
Feni, 3900
Welcome to Official page of Bangladesh Jamaat-e-Islami Feni. The oldest and largest Islamic
District Office: Sharif Building (5th Floor) Railgate Gudam Quarter, Academy Road Feni
Feni, 3900
মানুষের অধিকার প্রতিষ্ঠা রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদিন
Feni
শাহ্ আজিজ তুষার, সাধারণ সম্পাদক, ৩নং পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়ন ছাত্রলীগ,দাগনভূঞা উপজেলা, ফেনী।