Feni news24
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Feni news24, Media/News Company, Feni.
হারানো বিজ্ঞপ্তিঃ
গত মঙ্গলবার মুজাহিদ নামের এ ছেলেটি শান্তি-ধারা আবাসিক এলাকা থেকে হারানো গিয়েছে। তার পরা ছিল পাঞ্জাবী।
বয়স ১২ বছর।
কোন সহ্রদয়বান ব্যক্তি যদি সন্ধান পান বা দেখেন তাহলে 01558966623 এ নম্বরে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হল।
(উল্লেখ্য সে ফেনী মডেল দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর শিক্ষার্থী।)
ফেনী পৌর শহরে যাতায়াতে নারীদের জন্য পৃথক পরিবহন চালু করার ঘোষণা দিয়েছেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ফেনীতে নারীদের জন্য পৃথক পরিবহন ফেনী: ফেনী পৌর শহরে যাতায়াতে নারীদের জন্য পৃথক পরিবহন চালু করার ঘোষণা দিয়েছেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। ....
পৌরসভার সি এন জির নতুন ভাড়া।
পরশুরামের পূর্ব অলকা গ্রামে বৃহস্পতিবার রাতে ডাকাতের হামলায় মমিন (৬০) নামের এক গৃহকর্তা নিহত।
সিত্রাং: সীতাকুণ্ডে ভেসে এলো শিশুর মরদেহ
সিত্রাং: সীতাকুণ্ডে ভেসে এলো শিশুর মরদেহ চট্টগ্রাম: ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার পর সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে ভেসে এসেছে তিন মাসের শিশুর মরদেহ। খবর পেয়....
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সোনাগাজী পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোল্লা বাডির কবির মিযার ঘরের উপর গাছ ভেঙে পড়েছে।©️
ঘূর্ণিঝড়ের কবলে বঙ্গোপসাগর থেকে ভেসে এলো নাবিকবিহীন পুরনো জাহাজ
#খুবই_দুঃখজনক_ঘটনা!
======
ফেনীর তালাশের রিপোর্টার আকাশ ঘূর্ণিঝড় চিত্রাং এর সংবাদ সংগ্রহ করতে সোনাগাজীতে আসার সময় ডাকবাংলায় মারাত্মকভাবে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।
======গ্রুপ অ্যাডমিনের পক্ষ থেকে
উনার জন্য সবার দোয়া চাচ্ছি, আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন ভাইটির🤲
ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, ভাতিজা নিহত চাচা আহত
ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা, ভাতিজা নিহত চাচা আহত চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকে ধাক্কার ঘটনায় মোটরসাইকেলের আরোহী আহাদ আলী (১৫) নিহত এবং চালক হারুন অর রশিদ...
আইসিসি টি-২০ ওয়ার্ল্ড কাপ ২০২২
নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ৯ রানে জয়ী
নেদারল্যান্ডসকে হারিয়ে ওয়ার্ল্ড কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের। অভিনন্দন টাইগার্স
আউট আউট : ইনিংসের প্রথম দুই বলে পরপর ২ বলে ২ উইকেটে তুলে নিলেন তাসকিন আহমেদ
হাইকোর্টের প্রশংসনীয় রায় :
* সূত্র প্রকাশে সাংবাদিকদের ওপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না।
* কোনো সংবাদ নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে অভিযোগ হাইকোর্টে দায়ের করার আগে সংশ্লিষ্ট পক্ষকে প্রথমে প্রেস কাউন্সিলে যেতে হবে।
* সাংবাদিকরা সর্বত্র তথ্য সংগ্রহ করতে পারবেন। তারা সরকারি, আধা-সরকারি অফিসে যেতে পারবেন এবং সাংবাদিকদের তাদের সংবাদের সোর্স জানাতে বাধ্য করা যাবে না।
রোববার ২৩ অক্টোবর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এক রুলের শুনানিকালে এসব মন্তব্য করেন।
চেয়ারম্যান মুজিবুল হক রিপনসহ ২০ জনের বিরুদ্ধে মা’মলা
চেয়ারম্যান মুজিবুল হক রিপনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা চেয়ারম্যান মুজিবুল হক রিপনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক আটক
ফেনী :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে দুই হাজার পিস ইয়াবাসহ মো. শহীদ (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার রাতে মহাসড়কের লালপোল থেকে তাকে আটক করা হয়। আটক শহীদ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খালেদ হোসেনের ছেলে।
আটক শহীদের বরাত দিয়ে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, রোহিঙ্গা একটি গ্রুপ নিয়মিত ফেনীতে মাদকের চালান নিয়ে আসা-যাওয়া ছিল। লালপুলে এসে তারা চালানটি হস্তান্তর করে কক্সবাজার চলে যেত। তবে লালপুল ও মোহাম্মদ আলী বাজারে কাদের হাতে মাদক হস্তান্তর করত তাদের নাম সে জানত না। মোবাইল ফোনে যোগাযোগর মাধ্যমে চালান হস্তান্তর করা হতো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপোল এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়। এ সময় শহীদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ থেকে ১০ প্যাকেটে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান শরীফ বলেন, লালপুল থেকে ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় গণ সমাবেশে ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ পরশুরাম উপজেলা বিএনপির একাংশ©️
নিখোঁজ সংবাদ
১০নং ছনুয়া ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড
কাজী জামাল খোনার বাড়ীর
ছনুয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী
নামঃফারহানা আক্তার লিজা
মাতাঃকামরুল নাহার
পিতাঃইকবাল হোসেন
স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয় সন্ধান পেলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো
01719523126. 01818524793©️
ছাত্রীকে ধর্ষণ মামলায় সেই প্রধান শিক্ষককের যাবজ্জীবন কারাদণ্ড-
ফেনীর দাগনভূঞায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ মামলায় এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত । একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি নাম মো. আবদুল করিম খান বাহাদুর (৬০) উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশীপুর গ্রামের মৃত হাজি আলতাফ আলীর ছেলে।
আদালতের সরকারি কৌঁসুলি হাফেজ আহম্মদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আবদুল করিম খান বাহাদুর উপজেলার খুশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রথম ঘটনা পর ওই শিক্ষক আরও কয়েকবার ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ মার্চ সকাল ৯টার দিকে আসামি মো. আবদুল করিম খান বাহাদুর ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসতে বলেন। বিদ্যালয়ে তখন আর কোনো শিক্ষক ও ছাত্রছাত্রী ছিল না। এ অবস্থায় ওই ছাত্রীকে একা একটি শ্রেণিকক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ওই শিক্ষক।
পরবর্তীতে বিষয়টি কাউকে না বলার জন্য ওই শিক্ষক ওই ছাত্রীকে নানা হুমকি দেন। ওই দিনের পর ওই শিক্ষক আরও কয়েকবার ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।
কিছুদিন পর ওই শিক্ষকের চাপ ও হুমকি সইতে না পেরে ওই ছাত্রী ঘটনা তার পরিবারকে জানায়। পরিবার আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বড় বোন বাদী হয়ে ২০১৯ সালের ৫ এপ্রিল প্রধান শিক্ষক মো. আবদুল করিম খান বাহাদুরকে আসামি করে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
দাগনভূঞা থানার এসআই মো. মোবারক হোসেন মামলাটি তদন্ত শেষে একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় বাদীসহ মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।©️
৷৷ একটি পাওয়া বিজ্ঞাপ্তি ৷৷
#সোনাগাজী_সদস্যদের_দৃষ্টি_আকর্ষণ_করছি
গতকাল ফেনী কোর্ট বিল্ডিং এর বারান্দায় এই পাসপোর্ট টি পাওয়া যায়,পাসপোর্টের বাহকের নাম মোঃ সরোয়ার,পিতা মোঃ শাহ আলম,মাতা হালিমা খাতুন সাং ভূঞা বাজার সোনাগাজী পর্যন্ত লিখা বুঝতে পেরেছি।যদি কেউ ওনাকে চিনে থাকেন তাহলে বিষয়টা জানিয়ে দিবেন ইনশাআল্লাহ
পাসপোর্ট টা আমার কাছেই আছে-০১৬১৩৮৮১৭০৯
বিঃদ্রঃ যদি সম্ভব হয় তবে পোষ্টটি শেয়ার করুন,ধন্যবাদ।©️
সোনাগাজীতে অবৈধ বালু উত্তোলন ও নদী দখল বন্ধে অভিযান
সোনাগাজীতে অবৈধ বালু উত্তোলন ও নদী দখল বন্ধে অভিযান সোনাগাজীতে নদীর মুহুরী প্রজেক্ট রেগুলেটর সংলগ্ন অংশে অবৈধভাবে বালু উত্তোলন এবং কলমির চরে নদী দখল করে মাছ চাষ বন্...
নুসরাত হত্যা মামলায় ফের উত্তপ্ত সোনাগাজী.....
দন্ডিতদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন স্বজনরা....!
ক্রাইমিয়া-রাশিয়া সংযোগ সেতুতে বিস্ফোরণ, নিহত ৩ ক্রাইমিয়াকে রাশিয়ার সাথে সংযুক্তকারী একটি প্রধান সড়ক এবং রেল সেতুতে ছড়িয়ে পড়া আগুনে তিনজন নিহত হয়েছে। মূলত গ....
ফেনী সংসদ সদস্যের গাড়িবহরে থাকা গাড়ির ধাক্কায় ভেঙে গেল রিকশাচালকের ২ পা
সংসদ সদস্যের গাড়িবহরে থাকা গাড়ির ধাক্কায় ভেঙে গেল রিকশাচালকের ২ পা ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গাড়িবহরে থাকা গাড়ির ধাক্কায় আইয়ুব আলী (৬০) নামের এক অট....
জামালপুরে প্রতিমার নিচে চাপা পড়ে এক ভক্তের মৃত্যু-
ফেনী সোনাগাজীর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস খালে পড়ে আহত ১৫ যাত্রী-
ব্রেকিং নিউজ
ফেনী পরশুরাম সড়কের আনন্দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রো বাস খাদে পড়ে ৯জন আহত।
ফেনী পুরাতন পুলিশ কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে হত্যা । এটা কি আত্মহত্যা না কি খুন তা এখনো নিশ্চিত ভাবে জানা যায় নি
ফেনী পুরাতন পুলিশ কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
আত্মহত্যা নাকি রহস্যজনক মৃত্যু! জনমনে নানা প্রশ্ন-
মোবাইলে ডেকে নিয়ে মাছ ব্যবসায়ীকে হত্যা, স্ত্রী আটক
মোবাইলে ডেকে নিয়ে মাছ ব্যবসায়ীকে হত্যা, স্ত্রী আটক নরসিংদীর পলাশে মনির হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী ও এক যুব...
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ২৩ সদস্য আটক
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ২৩ সদস্যকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটক কিশোর গ্যাং সদস্যদের নাম ঠিকানা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।
তিনি বলেন,বুধবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্কুল পড়ুয়া উঠতি বয়সের ২৩ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে সেনবাগ পুলিশ। আটক কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।©️
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আভাস বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের ১৫ জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি।
এক উঠানেই মসজিদ ও মন্দির, আজান-নামাজের সময় বন্ধ থাকে পূজার কার্যক্রম
এক উঠানেই মসজিদ ও মন্দির, আজান-নামাজের সময় বন্ধ থাকে পূজার কার্যক্রম এক পাশে ধূপকাঠি, অন্য পাশে আতরের সুঘ্রাণ। এক পাশে উলুধ্বনি, অন্য পাশে চলছে জিকির। এভাবে ধর্মীয় সম্প্রীতির দৃষ্ট.....
ফেনীর ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৯৫ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্প।
ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), জনাব থোয়াই অং প্রু মার্মা মহোদয় এবং ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দিন স্যারের সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাহফুজুর রহমান এর দিক-নির্দেশনায় অভিযান পরিচালনা করিয়া --------------
> নিয়মিত মামলা নং-০১(১০)২২ মূলে আসামী-মো: রিপন মিয়া (৩৫), পিতা-মৃত আ: সামাদ, সাং-বয়রা উত্তর মালিপাড়া, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর, এপি-দেবীপুর, শর্শদী, থানা ও জেলা-ফেনী,
> নিয়মিত মামলা নং-০৩(১০)২২ মূলে আসামী-১) সোলেমান (৩৫), পিতা-মৃত হারুন মিয়া, মাতা-ছেনুয়ারা বেগম, সাং-লামপুর, ২) মো: মাকসুদুল ইসলাম (২৩), পিতা-মো: হাবিবুর রহমান, মাতা-খালেদা আক্তার, সাং-গোয়ালগাও, উভয় থানা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা,
> জিআর নং-১৩২/১৩ মূলে আসামী-ওবায়দুল হক রিপন (২৬), পিতা-নুরুল হক, সাং-বারাহীপুর, ৭নং ওয়ার্ড, থানা ও জেলা-ফেনী,
> জিআর নং-৬৭৪/২০ মূলে আসামী-রবিউল হক (৬৫), পিতা-মৃত নাছির আহাম্মদ, সাং-বাগাইয়া, থানা ও জেলা-ফেনী,
> সিআর সাজা নং-৬৩৬/১২ মূলে (০৬ মাসের সাজাপ্রাপ্ত) আসামী-মজিবুর রহমান, পিতা-মিজানুর রহমান, সাং-ভালুকিয়া, দিঘীরপাড়, থানা ও জেলা-ফেনী,
> ননএফআইআর মামলা মূলে আসামী-১) মো: রাজিব (১৮), পিতা-মহিম মাঝি, সাং-চরপাড়া, মাঝিবাড়ী, ৩নং ওয়ার্ড, থানা-পূর্ব দাসুদ্দা, জেলা-শরীয়তপুর, এপি-বিরিঞ্চি, থানা ও জেলা-ফেনী, ২) মো: মুছা মিয়া, পিতা-মৃত রবিউল হক, সাং-কদলগাজী রোড, আনসার আলী হাজী বাড়ী, বিরিঞ্চি, ৩নং ওয়ার্ড, ফেনী পৌরসভা, থানা ও জেলা-ফেনী সহকারে মোট ০৮ জন আসামীকে গ্রেফতার পূর্বক অদ্য ০১/১০/২০২২ইং তারিখ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।©️
বরেণ্য সাংবাদিক তোয়াব খান আর নেই
একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পরিবারের সন্ধান চাই ।
ছবির এই শিশুটির নাম বলছে রানা তার
পিতা রেজাউল হক (কৃষক),মাতা রিনা আক্তার
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়ানের কেরামতিয়া এলাকায় তার বাড়ী এর বেশী কোন তথ্য সে দিতে পারছে না ।
শিশুটিকে আজ রাতে ফেনী শহর এলাকায় পাওয়া যায়।
শিশুটির পরিবারের সন্ধান পেলে সহযোগিতা করুন ।
যোগাযোগ 01964444099
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Feni
আসসালামু আলাইকুম, আপনারা যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে page টা কে Like And Followe করে দেন।
সিরাজিয়া দরবার শরীফ, মহিপাল
Feni
সিরাজিয়া দরবার শরীফের একটি অনলাইন প্লাটফর্ম�
Feni, 3900
Feni Politics is a leading news site of Bangladesh. We broadcast / publish Political News of Feni.
Feni
www.fenibulletin.com একটি অনলাইন গনমাধ্যম। পরীক্ষামূলক সম্প্রচার চলছে....