FariA's Vlog
It's all about beautiful moments of life....
Cloudy Sky...⛈️
জীবনের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তাই সে সব ক্ষেত্রে give up বা move on করাই শ্রেয়।
ইংরেজিতে একটা শব্দ আছে Scapegoat। আমরা অনেকেই শব্দটার সাথে পরিচিত। আমরা অনেকে এই Scapegoat হয়ে যাই পরিবারের সদস্য কিংবা পরিচিত মানুষের দ্বারা।
কোন প্রকার কারণ ছাড়া সবকিছুর জন্য যখন কাউকে একতরফা ভাবে দায়ী বা দোষারোপ করা হয় তখন ঐ মানুষটা হয়ে যায় Scapegoat। আমাদের আশেপাশেই এমন অনেকে আছে যাদেরকে এই পরিস্থিতির স্বীকার হতে হয়।
যেমন আপনি হয়তো কোনো খারাপ অভিজ্ঞতা শেয়ার করলেন পরিবারের কোনো সদস্য, বন্ধু কিংবা কাছের কোনো মানুষের সাথে এবং সেটা শুনে সে হয়তো সবকিছুর জন্য আপনাকে দায়ী করলো যেখানে আদৌ আপনার কোনো দোষ ছিল না। এরকম দোষারোপ আপনাকে হয়তো সবসময় করা হয় যেকোনো কিছুর জন্য। এক্ষেত্রে কষ্ট পাওয়া ছাড়া কিছুই করার থাকেনা। কারণ তারা সবকিছু জেনে বুঝে আপনার সাথে এমনটা করে থাকে।
এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে তখন নিজেকে 'Grey Stone' করে ফেলতে হয়। মানে অনেকটা পথে পড়ে থাকা নির্লিপ্ত পাথরের মতো। বিনা বাক্যে মেনে নিয়ে বলতে হয়, ওকে ইউ আর রাইট। যে মানুষটাকে Scapegoat হতে হয় তার আসলে কিছু বলার থাকে না। কারন যে বা যারা বিনা কারনে তাকে দোষারোপ করে থাকে সেটা ইচ্ছাকৃত। তাই মেনে নিয়ে হয়তো কিছুটা পরিত্রাণ পাওয়া সম্ভব এবং যতটুকু সম্ভব সব সময় তাদের থেকে দুরত্ব বজায় রাখা কারণ চাইলেই তো আমরা যেকোনো সম্পর্কের ইতি টানতে পারি না।
১৪ ফেব্রুয়ারী কি বসন্ত কি কখনোই উপলব্ধিতে আসে নাই।।
ভেবেছিলাম বিয়ের পর শাড়ী পরে জামাইসহ রিকশাতে ঘুরব,,,,,,😎😎😎
বিয়ের চারবছর হতে যাছে ভ্যালেন্টাইন আর বসন্ত চোখে দেখলাম না সেগুলো টিভি আর ফেসবুকে রয়ে গেল,,,,,,😜😜😜😜
তারপরও বসন্ত আসে আর আমিও প্রতিবার শাড়ি পরি আর ঘুরি নিজের মনে😆😆😆
প্রতিবার বসন্ত আমাকে মনে করিয়ে দেয় স্বপ্ন দেখা থাম 😎😎😎।
একদিন জীবনের সব বসন্তই থেমে যাবে। রয়ে যাবে শুধু স্বপ্ন। 😊😊😊
একটা স্ত্রী একটা সন্তান একটা স্বামী এবং বাবার কাছে এটাই চায় সকল প্রতিকূলতায় ভালো খারাপ সবকিছুতে এমনভাবে তারা role play করবে যাতে ঐ সন্তান ঐ বউ always তার স্বামী তার বাবাকে নিয়ে গর্ব করতে পারে,,,, ❤️❤️❤️
তার সন্তান বড় হয়ে একটা পুরুষ নিয়ে গর্ব করতে চায় সে যেন সবার আগে আপনাকে hero হিসেবে বলতে পারে তার দেখা শ্রেষ্ঠ পুরুষ বলতে পারে সেভাবে তৈরী করা উচিত প্রত্যেক বাবাকে
আর আপনার সারাজীবনের সঙ্গী যেন আপনাকে নিয়ে গর্ব করে সেইভাবে প্রস্তুত করুন।।।।।
আপনার পরিবার যখন আপনাকে নিয়ে গর্ব করবে দেখবেন আপনি অনেক সুখী মানুষ হিসেবে নিজেকে
দেখবেন।
পরিবারের কাছে যে স্বচ্ছ সেই প্রকৃত সুখী❤️❤️❤️❤️
যে সন্তান নিজের বাবা মা নিজের আত্নীয় স্বজনদের দোষগুলো দেখেও না দেখার ভান করে চোখে পর্দা এঁটে রাখে এরা কখনো নিজেও সুখী হতে পারে না,,,,,, নিজের সন্তান বউ এর অপমান নিরবে হজম করে,,,,,,, তাদের বিচার আল্লাহ কিভাবে করবে আমি জানি না
এটা কোন আদর্শ স্বামী,, আদর্শ বাবার rolling power নয়,,,,,,,,,,
আর এগুলোই যদি আপনার আত্মীয়তার সংজ্ঞা হয়ে থাকে তাহলে দ আপনি সত্যিই দূর্ভাগা,,,,, কত লুকাবেন এদের দোষ এূটি,,
হয়ত আমরা একদিন বোবা হয়ে যাব কিন্তু উপরে একজন আছে তার কাছে সব জবাবদিহি করতে হব।😥😥😥
আর সময় আপনাকে সব দ্বিগুণ ফিরিয়ে দেবে।
প্রকৃত স্বামী তারাই যারা বউ এর অপমান নিজে অপমানিত হয় প্রকৃত বাবা সেই যে বাবা নিজের ফেরেস্তার মত অবুঝ শিশুকে সকল বাজে আচার-আচরণ বাজে পরিবেশ থেকে রক্ষা করে,,
বউ বলেন সন্তান বলেন তারা চায় তার স্বামী,,,, তার বাবা সবসময় সব বাজে আচার-আচরণ পরিবেশ থেকে তাদেরকে protect করবে,,,,,,,, এর এটাই একটা বাবা একটা স্বামীর আসল সৌন্দর্য।।।। ❤️❤️❤️
আর যদি আপনি স্বামী হয়ে,,, বাবা হয়ে জীবিত থাকাকালীন দেখতে থাকেন বউ বাচ্চাকে
humiliate হতে আর আপনি সেগুলোকে নজর আন্দাজ না দেন,,,,,,, তাহলে বুঝতে হবে আপনার personality এবং মানসিক বিকাশে সমস্যা আছে।
আর আপনিও দিনে দিনে আপনার বউ সন্তানের কাছে জীবিত থেকেও মৃতের মতই থাকবেন,,,,,,,,,,,,, আপনার অবুঝ শিশু ও আপনার এরকম personality জন্য আপনাকে ত্যাগ করবে,,,,,,,,,
তাই সব স্বামী,,, সব বাবাদের উচিত সময় থাকতে সতর্ক থাকা,,,,,,,
তাই নিজেদের personality এমনভাবে build up করুন যাতে আপনার সন্তান, আপনার বউ আপনার সাথে থেকে secured feelকরে ভরসার জায়গাটুকু পায়,,,,,,,, এটাই একটা বউ একটা সন্তান চায় আর কিছু না
যদি হিংসা-কুৎসা, অপরাধ-অপকর্মের জন্য সাথে সাথেই মানুষের শরীরে এক প্রকার দুর্গন্ধ যুক্ত করে দিতেন মহান আল্লাহ তবে দুর্গন্ধের জন্য এই পৃথিবী বাসের অযোগ্য হয়ে যেত। আরেকটি ভাল জিনিস হতো। মানুষ সাথে সাথেই খারাপ মানুষ সনাক্ত করতে পারত। কিন্তু আল্লাহ তা না করে সবার দোষ ঢেকে রাখেন। প্রকাশ করে দেন না নিজ থেকে। কারণ, মহান আল্লাহ আমাদের সুযোগ দেন ভাল হবার। শুধরে যাবার। আসুন এই সুযোগ লুফে নেই। দুর্গন্ধ যুক্ত কাজ(হিংসা-কুৎসা,অপরাধ-অপকর্ম) পরিহার করি।
কিছু লিখলেই বা শেয়ার দিলেই আত্মীয়-স্বজন রা গায়ে টেনে নেন।
কথা হলো আপনি গায়ে টানবেন কেন?
সবচেয়ে মজার কথা তো আপনাকে আত্মীয় বা স্বজন কোন ক্যাটাগরি তে রাখি নাই। পরিচয় ও দিই না আপনার চরিত্রগত কুটনামির জন্য।
বাবার দিকের রক্তের সম্পর্ক গুলাই আমার কাছে অনেক মূল্যবান।
এরা রক্তের ধারা টা অনেক সুন্দর করে ধরে রেখেছে। আল্হামদুলিল্লাহ।
রক্ত, বংশ অনেক বড় ব্যাপার। এরা যত কিছু হোক এত নিচে নামতে পারে না।
ছোটলোক গুলা কখনোই বড় মনের হয় না। এরা কারো উন্নতি সহ্য করতে পারে না। গিরিঙিবাজ হয়। শিকড় খারাপ হলে কোনদিন ও ভালো কিছু হয় না।
যে আত্মীয় বা বন্ধু আপনার আড়ালে আপনাকে সেইভ করে না, উল্টা আপনাকে অপমানিত করবে সে কখনোই আপনার আত্মীয় হতে পারে না। একদম বাদ দিন এগুলা কে। কোনদিন ফিরে তাকাবেন না।
রক্ত বা বন্ধুত্ব মেইনটেইন্ এ টাকা লাগে না, দেশ বিদেশ ঘুরলে যোগ্যতা হয় না, ভালোবাসা পারস্পরিক সম্মান বোধ রাখতে হয়।
কেন আমরা হিংসা করি?
আপন বোন কে?
আপন ভাই কে?
যখনি হিংসা চলে আসে সে সম্পর্ক কবর দিয়ে দিন।
আমি যখনি কারো চোখে বিন্দুমাত্র অবহেলা দেখি আর ঐদিকে আর মাড়াইনা।
জীবনে ও না।
একজন ভালো বান্ধবী বা বন্ধু, হাজার টা শয়তান আত্মীয় থেকে দামী।
আল্হামদুলিল্লাহ!
আমার এরকম অনেকগুলা জেম আছে। ❤️❤️❤️ যারা আমাকে দুর্গের মত ঘিরে রাখে। এর চেয়ে শান্তির আর কি হতে পারে?
Collected by nahid apu❤️❤️❤️
মেজরিটি মানেই সঠিক নয়।
পড়ন্ত বিকেলে ডুবন্ত সূর্য....
জীবনের সূর্যও একদিন এভাবে ডুবে যাবে।
মধ্যরাতের রেলের ফেনী জংশন...
Chicken Roast... 🍗🍗
Yellow Rose...❤️❤️
এসব মানুষ থেকে সতর্ক থাকুন,,,,,,blame blame gameখেলে আপনার জীবনকে আউলা ঝাউলা বানিয়ে ফেলবে,,,,,,,,,আপনি অনেক নিচে নেমে যাবেন আচারণগত ও মানসিকভাবে
একটাই উপায় বাঁচার যুক্তি তর্ক করা ছেড়ে দিন। চুপ হয়ে যান
একদিনে হয়ত এটা সম্ভব না মানুসিকভাবে নিজেকে developed করারা মাধ্যমে আস্তে আস্তে হয়ে যাবে।
আর আল্লাহর উপর বিশ্বাস রাখুন।
সময় সবটা ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ ❤️।
কফি...☕☕
Please Follow My Page.....
যেই বউয়ের স্বামী ভালো তার কোনো বন্ধুর প্রয়োজন নেই❤️তার মন ভালো রাখতে একা স্বামীই যথেস্ট
😎😎
সময় পালটাতে সময় নেয় না। তাই কাউকে এত অবহেলা করবেন না যে পরে আপনি তার কাছে ফিরতে পারবেন না।
সময় কত কঠিন হয় যারা দূর দূর করেছিলো তারাই সে মেয়েটির কাছে ………………..
সময় বড় খারাপ জিনিস
মানুষ মাফ করে দিলেও সময় তার কামড় ঠিক ই বসিয়ে দেয়॥
মেয়েটা একা থাকা শিখে গেছে ❤️❤️
No more excuses.
বাদাম চা.....
কিছু কথা বলি,
আমরা একদল লোক, এই ডিভোর্স বিষয় টা কে এমন ভাবে প্রমোট করছি আজকাল, এবং এটা কে এতো বেশি নরমালাইজ করার চেষ্টা করছি যে সেটা কেনো জানি আমাকে খুব আতঙ্কিত করে।
একটা মানুষের ডিভোর্স হতেই পারে কিন্তু এটা কখনোই কোনো বাহবা পাওয়ার কাজ না। আমার কাছে একটা ডিভোর্স মানে দুটো মানুষের একটি পবিত্র সম্পর্ক থেকে বের হয়ে আসা। একটা ঘর বা সংসার ভাঙ্গার যে ব্যাপার টা সেটা কখনোই হাজবেন্ড বা ওয়াইফের জন্য কোনো এচিভমেন্ট হতে পারে না। তার উপর সেই সংসারে যদি একটা বাচ্চা থাকে তাহলে সেই বিষয় টা আরও বেশি যন্ত্রণার ও ভয়াবহ।
অবশ্যই আমাদের সবারই একটি টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসার অধিকার আছে, তবে মাথায় রাখতে হবে এটা জীবনের কোনো অর্জন না। এক ইনফ্লুয়েন্সার কে বলতে শুনলাম যে একজন ডিভোর্সি নারী অনেক বেশি স্ট্রং। আমার প্রশ্ন হচ্ছে, যে মানুষ টি বছরের পর বছর সংসার টা ধরে রাখলো সে কি তাহলে উইক?? মোটেও না, সংসার করা নারী বা পুরুষ টা তো আরও বেশি স্ট্রং হওয়ার কথা তাহলে। আমি জানি, এই মডার্ন যুগে আমার কথাগুলোর সাথে অনেকেই একমত হবেন না। কিন্তু ডিভোর্স, ব্রেকআপ, বিচ্ছেদের খবর ও প্রচারণা গুলো কেনো জানি আমাকে চরম মাত্রার নেগেটিভ ভাইব দেয়। আর নেগেটিভ নিউজগুলো কখনোই কাউকে মানসিক শান্তি দিতে পারে না।
সুতরাং বিচ্ছেদ বা ডিভোর্স কে প্রচার করে করে সেগুলো আমাদের সমাজে ছড়িয়ে না দিয়ে, বরং যে সকল হাজবেন্ড ও ওয়াইফ যুগের পর যুগ একে অন্যের হাত ধরে কাটিয়ে দিচ্ছে তাদের থেকে কিছু অনুপ্রেরণা নাওয়ার চেষ্টা করি ❤️
Thoughts of shams apu❤️
যখন বুঝতে পারবেন আপনার সব চাইতে কাছের মানুষটা আপনার কাছে অপরিচিত তখন তাকে জোর করে পরিচিতি করাতে জানাবেন না্্্্্্্্
এটা নেহাত বোকামি চুপ করে থাকবেন,,,,, নিরবতার চেয়ে বড় কোন অস্ত্র এই পৃথিবীতে নেই।
তার কাছে পরিচিতি বাড়ান যার কাছে আপনি সব কিছু র উর্ধে,,,,,,,তার কাছেই আপনার পরিধি বাড়ান যে আপনার প্রতিটা ভাষা প্রতিটা নীরবতাই আঁচ করতে পারে,,,,,।
তাহলে দেখবেন অনেক ভালো থাকবেন❤️❤️❤️❤️
.....
আমার চোখে বা আমার মতে অন্যের কোন কাজ, কথা, আচরণ বা অন্য কিছু পছন্দ না বা আমার মত করে হচ্ছে না মানে সেই ভুল বা খারাপ তা বলার অবকাশ নাই। সবার চিন্তা, দৃষ্টিভঙ্গি, পছন্দ এক না। যেটা আমার চোখে ভালো বা পছন্দের তা আবার অন্যের দৃষ্টিভঙ্গিতে নাও হতে পারে।
আর সবকিছু নিজের মনের মত হবে তা চিন্তা করাও বোকামি!!
বিঃ দ্রঃ- কিছু কমন বিষয় আছে যা সবার চোখেই সমান সেটা নিয়ে কেন দ্বিমত থাকতে পারে না।
.......
🤣🤣🤣🤣
কে বলেছে শক্ত ক্যারিয়ার থাকলে মেয়েরা সন্মান পায় সংসার জীবনে?? যারা সন্মান পায়না,তারা কলিজা কেটে দিলে ও সন্মান পায়না! মেয়েদের সন্মান দেওয়ার মতো মন মানসিকতা সব পুরুষের থাকেনা! যাদের থাকে, তারা মেয়েদের ক্যারিয়ার ছাড়াও সন্মান করে! এই যুগে দায়িত্বশীল পুরুষের এতো অভাব যে বাধ্য হয়ে অনেক মেয়েকে ক্যারিয়ার করা লাগে!
Collected
" অভাবের একটা অদ্ভুত সৌন্দর্য আছে... জানো তো??
সেই মানুষকে, সেইসব কিছু ছাড়া বাঁচতে শেখায়
যা সে ভীষণভাবে চায়...!! অথচ পায় না....
যেমন ধর... এই- যার কাছে সবকিছু বলা যায়...
এমন একটা মানুষ,যে তাকে প্রচন্ড ভালবাসবে,,,,,যার কাছে সকল কিছু শেয়ার করা যায়।
বা বহুদিন থেকে শুনতে থাকা
একটা গলার আওয়াজের হঠাৎ অনুপস্থিতি..!!
চেনা ছোয়ার অকস্মাৎ হারিয়ে যাওয়া...
প্রাইজ ট্যাগে চোখ বুলিয়ে
জামাটা নিচে নামিয়ে রাখা..!!
বহুবার প্ল্যান করেও..
যাওয়া না হয়ে উঠা একটা পাহাড়ি ট্রিপ...,
অথবা দিনশেষে.. একটা শান্তির ঘুম..!!
ইত্যাদি বহুকিছু আছে..
যার অভাব আমাদের লাইফে আছে!!
অভাব শেখায়... খুব করে কিছু চেয়েও
না পাওয়ার মধ্যে যে আনন্দটা...
যে একটা অদ্ভুত সৌন্দর্য... সেটা!!
সে শেখায় তুমি যখন যা চাইবে
জীবন যে সেটাই তোমার হাতের
মুঠোয় এনে দেবে...সেটা নয়!!
এমন কোন গ্যারান্টি জীবন তোমাকে কোনদিনই দেবে না।।
কিন্তু এরমধ্যেই তোমাকে বাঁচতে হবে..
হাটতে হবে, হাসতে হবে...
জীবনটাকে উপভোগ করতে হবে...!!
তাই কখনো কখনো জীবনে
অভাবটারও দরকার আছে...
অভাব বোঝায় জিনিসের গুরুত্ব কতটা...!!
বা মানুষের গুরুত্ব কতটা....!!💜
( কবিতাটা , আবৃতি, ভিডিও কোনটাই কারও জানা নেই,😔😔 কিন্তু ভীষণ ভালো লাগলো কথাগুলো !!) ( Collected)
No expectations no pain❤️❤️❤️
অল্পে সন্তুষ্ট থাকা মানুষটার সেই অল্পটুকুও আর পাওয়া হয় না!
কথাটা কেবল স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয়,ব্যক্তি জীবনের প্রতিটা ক্ষেত্রেই দেখবেন, মানুষ যখন বুঝে যাবে আপনি অল্পতেই সন্তুষ্ট,আপনাকে নিয়ে প্যারা নেই,আপনি না পেলেও অভিযোগ করার মানুষ না,ঠিক তখনই ঐ মানুষ গুলো আপনার সেই অল্প টুকুও আপনাকে আর দিবে না।
কেমন যেন এই রকম ভাবনা "ওহ ওমুক,ওকে না দিলেও কোনো সমস্যা নেই,ওরে নিয়ে চিন্তা নেই"
এই অল্পে তুষ্ট থাকা মানুষগুলো জীবনে বারবার ঠকে, আপনজন,বন্ধু বান্ধব,পরিচিত, শুভাকাঙ্ক্ষী সবার দ্বারা ঠকে।
অবশ্য এখানে তাঁর দোষটাও নেহায়েত কম নয়!
সেও এই ঠকে যাওয়াকে কখনো হাসি মুখে মেনে নেয়, কখনো বা বুকের মধ্যে চেপে রেখে মুখে একটা হাসি ঝুলিয়ে বোঝায়"আমাকে নিয়ে সমস্যা নেই"!
এমন মানুষ গুলো আপনার,আমার আশেপাশে থাকলে একটু বিশেষ ভাবে খেয়াল রাখা উচিত!
©শামসুন্নাহার রুমি
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Trunk Road
Feni
3900
Feni Town
Feni, 3900
- চিঠি লিখার মতো কোনো শব্দ নেই" অথচ হাজারো মন খারাপের গল্পে' ভরপুর এই শূন্য চিঠি.!
Feni Chhagalnaiya Nizkunjara
Feni
Grameen Project By Nazrul এ আপনাকে স্বাগতম।
Feni Sadar, Feni
Feni, 3902
I am an advanced digital marketer, Grow your business with me.