Mohammad Abul Kashem
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammad Abul Kashem, Social service, Feni.
আমার চেষ্টা বা কাজের মাধ্যমে কারো কোন ক্ষতি না হোক বরং সমাজের একজন মানুষেরও যদি উপকার হয় তাহলে সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি !
** মানবিক ও সামাজিক কাজে সব সময় পাশে পাবেন
সেইভ লাইফ ব্লাড ডোনেশন এন্ড সোশ্যাল ক্লাব এর ৫ম বর্ষপূর্তিতে অভিনন্দন।
*Outfit sponsored by - Kashem Sporting Club
বহু দিন পর গ্রামের বাড়ীতে
সবুজ এবং সকাল ! সে এক অপরুপ দৃশ্য !
- ছবি না তুলে পারলাম না !
শুভ সকাল
দাগনভুইয়া প্রবাসী ফোরামের ২য় বর্ষপুর্তি
জেনে নেই, কেমন ছিলেন আমাদের প্রিয় নবী রাসুল (সঃ) :-
—————————————————————-
১/ তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
২/ তিনি কম হাসতেন
৩/ তিনি মুচকি হাসতেন,হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো।
৪/ তিনি অট্টহাসি হাসতেন না।
৫/ তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
৬/ তিনি শতবার ক্ষমা প্রার্থণা করতেন।
৭/ তিনি নিজের জন্যে কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না।
৮/ তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেও আঘাত করেননি।
৯/ তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাড়িয়ে যেতেন।
১০/ তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
১১/ তিনি শিশুদের সালাম দিতেন।
১২/ তিনি সমবেত মহিলাদের সালাম দিতেন।
১৩/ তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
১৪/ তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।
১৫/ তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
১৬/ তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
১৭/ তিনি মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন।
১৮ তিনি উপহার গ্রহণ করতেন।
১৯/ তিনি সাদকাহ (দান) করতেন।
২০/ তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন।
২১/ তিনি আল্লাহকে সর্বাধিক ভয় করতেন।
২২/ হাতে যা আসত,তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
২৩/কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা নাপর্যন্ত তিনি উঠতেন না।
২৪/লৌকিকতার প্রয়োজনেও ছোট প্লেটে খাবার খেতেন না।
২৫/সর্বদা আল্লাহর ভয়ে ভীত থাকতেন।
২৬/অধিকাংশ সময়ই নিরব থাকতেন।
২৭/বিনা প্রয়োজনে কথা বলতেন না।
২৮/কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবনকারী সহজেই বুঝে নিতে পারে।
২৯/বক্তব্য দীর্ঘস্হায়ী করতেন না যাতে শ্রোতারা বিরক্ত হয়ে যায় এবং এত সংক্ষিপ্ত করতেন না যাতে কথা অসম্পূর্ণ থেকে যায়।
৩০/কথা, কাজে ও লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না।
৩১/নম্ৰতাকে পছন্দ করতেন।
৩২/তার নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।
৩৩/কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
৩৪/শরীয়ত বিরোধী কথা হলে তা থেকে বিরত রাখতেন বা সেখান থেকে উঠে যেতেন।
৩৫/আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।
৩৬/খাদ্য দ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
৩৭/ক্ষমাকে পছন্দ করতেন।
৩৮/যে কোন প্রশ্নের যথাযথ উত্তর দিতেন, যাতে প্রশ্নকারী সে ব্যাপারে পরিপূর্ণ অবহিত হয়।
৩৯/সর্বদা ধৈর্য্য ধরতেন।
রাসুল (সা.) এর গুণাবলী বর্ণনা করে শেষ করা যাবে না।সামান্যই এখানে উল্লেখ করা হয়েছে |
আল্লাহ তায়ালা আমাদেরকে নবী (সা.) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন |
আজ দাগনভুইয়াতে সম্মেলন হয়ে গেল । লাইভ দেখেছিলাম কিছুক্ষন। কয়েকজন ছাত্রনেতার বক্তৃতা শুনছিলাম, ভাল বক্তৃতা দিয়েছিল ওরা। ভালই লেগেছে - কিছু নতুন তারুন্যের আগমন ঘটেছে। আসলে রাজনীতি এমনই হওয়া উচিত! নতুন নতুন নেতা তৈরী হবে , দেশে সুস্থ রাজনীতির চর্চা হবে , সমাজ পরিচালনায় নতুন নতুন নেতৃত্ব আসবে!
আমি মনে করি সকল দলকেই এ রকম সন্মেলন করতে দিলে রাজনীতিতে গুনগত পরিবর্তন আসবে । হোক সে আওয়মীলীগ, হোক বিএনপি, হোক জামায়ত না হয় জাতীয় পাটি কিংবা দল নিরপেক্ষ !
নেতা তৈরী হোক দেশ ও দশের স্বার্থে - প্রতিযোগীতা হোক সুস্থধারার রাজনীতির !
২০২৩ সালের নির্বাচনে ফেনী-৩ আসনে আমরা দাগনভুইয়া থেকে এমপি চাই —!
আসুন সবাই একসাথে আওয়াজ তুলি ।
স্বাধীনতার ৫০ বছর পর এটা আমাদের প্রাপ্য - এটা এখন সময়ের দাবী !
"জীবনের চাহিদাকে যতই বাড়াবেন অস্থিরতা ততই বেড়ে যাবে আর চাহিদাকে যতই সীমিত রাখবেন
মনের প্রশান্তি ততই বেড়ে যাবে।"
-আল-কুরআন
বিপদের সময় পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও
আল্লাহর দরজা সব সময় খোলা থাকে !
আলহামদুলিল্লাহ
সন্তানের সাফল্য না দেখা পর্যন্ত আল্লাহ যেন সকল বাবা-মা’ কে বাঁচিয়ে রাখেন !
# কখনো কখনো নত হওয়া গৌরবের।
পুলিশের নির্যাতনে নিহত হওয়া জর্জ ফ্লয়েডের সন্তানের কাছে ক্ষমা চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
হাসিনা-সামাদ ফাউন্ডেশন- এর পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে রমজান উপহার বিতরন করা হয় ।
—রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সগিরা—
আলহামদুলিল্লাহ !
আম্মা ও বাবার নামে *হাসিনা- সামাদ ফাউন্ডেশান*
নামের একটি অলাভজনক সংস্থার উদ্বাধন করলাম।
এই ফাউন্ডেশানটি জনসেবামূলক কাজের পাশাপাশি সামাজিক মঙ্গল যেমনঃ দাতব্য, শিক্ষা, ধর্ম, বা অন্যান্য জনস্বার্থমুলক কার্যক্রমে তওফিক অনুসারে সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে থাকার লক্ষ্য নিয়ে কাজ করবে।
সবাই দোয়া করবেন আল্লাহ যেন অসহায়দের সহযোগীতা করার তৌফিক দান করেন।
দাগনভূঞা প্রবাসী ফোরাম এর পক্ষ থেকে ইফতার সামগ্র্রী উপহার প্রদান পবিত্র মাহে রমজান উপলক্ষে দাগনভূঞা প্রবাসী ফোরাম এর পক্ষ থেকে ইফতার সামগ্র্রী উপহার প্রদান। #দাগনভূঞানিউজ #দাগনভ...
# আবাফ
UK
( আমার তেলওয়াত যদি আপনাদের ভাল লাগে, তাহলে like/comment/share দিতে ভুলবেন না যেন ! ধন্যবাদ )
# আব্দুরহমান
UK
( আমার তেলওয়াত যদি আপনাদের ভাল লাগে, তাহলে like/comment/share দিতে ভুলবেন না যেন ! ধন্যবাদ )
প্রবাসী ফোরামের সেচছাসেবক, আমিরুল ইসলাম ভাই বডি বিল্ডার প্রতিযোগীতায় দ্বিতীয় রানারআপ হওয়ায় ওনাকে প্রবাসী ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয় ।
খড়ের বাড়ি
আত্রাই উপজেলা নওগাঁ।
ছোট বেলার ডাংগুলি খেলা
লক্ষে নিতে কত আগাত, কত মার প্যাঁচ •••
মাঝখানে মাত্র একটা কাচ
কিন্তু দুরত্বটা !
আকাশ সমান•••••
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Website
Address
Feni