Learn With GSarwar
Full Stack Web Developer
১৭ বছর বয়সে, তিনি কলেজ থেকে বহিষ্কৃত হন।
২৫ বছর বয়সে, তাঁর মা মারা যান।
২৬ বছর বয়সে, তিনি ইংরেজি শেখানোর জন্য পর্তুগালে চলে যান।
২৭ বছর বয়সে, তিনি বিয়ে করেন।
তাঁর স্বামী তাঁর সাথে দুর্ব্যবহার করতেন। তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়।
২৮ বছর বয়সে, তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং তিনি গুরুতর বিষণ্নতায় ডুবে যান।
৩০ বছর বয়সে, তিনি এই পৃথিবীতে থাকতে চাননি।
তবে, তিনি তাঁর সমস্ত আবেগকে একটি জিনিস করার জন্য নির্দিষ্ট করেছিলেন যা তিনি অন্য কারও চেয়ে ভাল করতে পারেন।
আর সেটা ছিল 'লেখালেখি করা'।
৩১ বছর বয়সে, তিনি অবশেষে তাঁর প্রথম বই প্রকাশ করেন।
৩৫ বছর বয়সে, তিনি ৪টি বই প্রকাশ করে ফেলেন এবং তাঁকে বছরের সেরা লেখক হিসাবে মনোনীত করা হয়েছিল।
৪২ বছর বয়সে, প্রকাশের প্রথম দিনে তার নতুন বইটির ১১ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।
এই মহিলা হলেন জে.কে. রাউলিং। ৩০ বছর বয়সে কীভাবে তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন তা মনে আছে?
৩০ বছর বয়সে যদি আত্মহত্যা করতেন জে কে রাউলিং, তবে আমরা কি হ্যারি পটার পেতাম?
আজ, হ্যারি পটার হলো একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড যার মূল্য $১৫ বিলিয়ন ডলারেরও বেশি।
রাউলিং জনপ্রিয় কল্পকাহিনী হ্যারিপটার সিরিজের রচয়িতা, যা তাকে বিশ্বজুড়ে সম্মান ও জনপ্রিয়তা এনে দিয়েছে। এ সাহিত্য কর্মের জন্য তিনি একাধিক পুরস্কার জিতেছেন। সারা বিশ্বে হ্যারি পটার সিরিজের ৫০০ মিলিয়নেরও অধিক কপি বিক্রি হয়েছে।
তাই কখনো হাল ছেড়ে দেবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম করুন, সাফল্য আসবেই আসবে।
#সংগৃহীত
সাপোর্ট ছাড়া ফ্রিল্যান্সিং জগতে উপরে উঠা মুশকিল ও কঠিন!!
কাজেই, নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তারা সফল হতে হলে সবার আগে সাপোর্ট দরকার!!
শুধু ২০০ বা ৩০০ টাকা দিয়ে চুরি করা অন্যের ভিডিও কিনে তারপর সেটা দেখে দেখে কোনো দিন ভালো ফ্রিল্যান্সার হওয়া যায় না!!
তাই নতুনদের উচিত ভালো মেন্টর দেখে ভালো কোনো কোর্সে ভর্তি হওয়া, তারপর কোনো কাজ শিখে ফ্রিল্যান্সিং জগতে নামা।
বিশেষ করে যে কোর্স/স্কিল গুলো ডিমান্ড অনেক
১) ওয়েব ডিজাইন।
২) ওয়েব ডেভেলপমেন্ট।
৩) গ্রাফিক ডিজাইন।
৪) ডাটা এন্ট্রি।
৫) ui/ux
৬) ডিজিটাল মার্কেটিং ইত্যাদি
🥰🥰🥰
# ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারন!
ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হওয়ার অনেকগুলো কারণ আছে তবে আমার কাছে সবচেয়ে বড় কারণ মনে হয় একটা কোর্স করেই নিজেকে এক্সপার্ট ভাবা। অনেকেই একটা কোর্স করে বা ২-৪ টা ইউটিউব ভিডিও দেখে নিজেকে এক্সপার্ট ভাবা শুরু করে! এটা কেউ বুঝেনা যে একটা কোর্সে শুধুমাত্র ব্যাসিক শেখানো হয়। আর ব্যাসিক কাজ শিখে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ পাওয়া বা টিকে থাকা যায় না। অনেকেই ভাগ্যের জোরে হয়তো ২-১টা কাজ পেয়ে যায় কিন্তু টিকে থাকা সম্ভব হয় না।
উদাহরণস্বরূপ বলা যায়, গ্রাফিকস ডিজাইন কোর্সে আপনাকে শুধু Photoshop এবং Illustrator এর বিভিন্ন টুলসের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। কোন টুলসের কি কাজ এটা শিখানো হবে। এই কোর্স শেষে এক্সপার্ট তো অনেক পরের কথা, আপনি একজন ব্যাসিক লেভেলের ডিজাইনারও হবেন না। কাঠমিস্ত্রীর কাজের টুলসগুলো মোটামুটি সবারই পরিচিত। এই টুলসগুলোর ব্যবহার করে আমরা কিন্তু ফার্নিচার বানাতে পারব না! বা একজন নাপিতের কাচি এবং চিরুনীর ব্যবহার আমরা সবাই জানি কিন্তু তাদের মত কর চুল কাটতে পারিনা। আবার এই একই কাচি এবং চিরুনী ব্যবহার করে কেউ অনেক ভালো চুল কাটে আবার অনেকের কাজ একদম বাজে। কাচি আর চিরুনীর ব্যবহার জানলেই যেমন নাপিত হওয়া যায় না বা কাঠমিস্ত্রীর টুলসের ব্যবহার জানলেই কাঠমিস্ত্রী হওয়া যায় না তেমনি গ্রাফিকস ডিজাইনের একটা কোর্স করলেই আপনি ডিজাইনার হয়ে যাবেন না। প্রতিটা কোর্সের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য।
# গুগলের AI Bard:
প্রযুক্তির জগতে নতুন নতুন আবিষ্কারের শেষ নেই। আপনারা অনেকেই জানেন এখন গুগল তার AI প্রযুক্তি বার্ড চালু করেছে। এটি চালু করার প্রধান কারণ হল চ্যাট GPT-3 এর সাথে প্রতিযোগিতা করা। এই কারণে এত দ্রুত বাজারে আনা হয়েছে। গুগলের সিইও সুন্দর পিচাই নিজেই একটি অফিসিয়াল ব্লগ পোস্ট করে এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, এর আগমনে জনগণের কঠিন কাজগুলো সহজ হবে। বর্তমানে গুগল তার মাত্র কয়েকজন পর্যবেক্ষককে প্রকাশ করেছে পরীক্ষা করার জন্য। এরপর পরীক্ষায় এটি সফল হলে যত দ্রুত সম্ভব বাজারে লঞ্চ করা হবে। চলুন জেনে নিই Google AI Bard সম্পর্কে কিছু বিশেষ কথা।
গুগল এআই বার্ড কি? (What is Google AI Bard?)
Google AI Bard হল এক ধরনের চ্যাটবট যা গুগলের ডায়ালগ অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে তৈরি করা। এখানে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রযুক্তি সেট করেছে যা ইন্টারনেটের সাথে যুক্ত থাকাকালীন ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে।
বার্ড মানে কি? (What is the Meaning of Bard?)
বার্ড এক ধরনের পেশাদার গল্প কথক যা মানুষের কাছে বিভিন্ন ধরনের জিনিস পৌঁছে দেয়। সেটা বিজ্ঞানের সাথে সম্পর্কিত হোক বা ভূগোলের সাথে সম্পর্কিত হোক বা ইতিহাসের সাথে সম্পর্কিত হোক। এর সাথে মিউজিকও যোগ করা হয়। এজন্য এর নামকরণ করা হয়েছে গুগল এআই বার্ড।
গুগল এআই বার্ড এবং চ্যাটজিপিটি এর মধ্যে পার্থক্য কী? (Google AI Bard vs ChatGPT?)
১, আপনাদেরকে জানাই যে Google AI Bard, Chat GPT এর থেকে অনেক ভালো কাজ করে। কারণ চ্যাট জিপিটি-তে আপনি একই তথ্য পাবেন যা এর ডেটাতে দেওয়া হবে কিন্তু বলা হচ্ছে গুগল এআই বার্ডে এই পরিবর্তনগুলো করা হয়েছে।
২, গুগল এআই বার্ডের নির্মাতারা বলেছেন যে এটি চ্যাট জিপিটি থেকে সম্পূর্ণ ভিন্নভাবে বানানো এবং ডিজাইন করা হয়েছে।
৩, এছাড়াও আপনি যে ধরনের ক্রিয়েটিভিটি Chat GPT-তে দেখতে পাবেন তার থেকেও ভালো ক্রিয়েটিভিটি আপনি Google AI Bard-এ দেখতে পাবেন।
প্রশ্নঃ গুগল এআই বার্ড কি?
উত্তরঃ এক ধরনের চ্যাটবট।
প্রশ্নঃ গুগল এআই বার্ড কবে চালু হচ্ছে?
উত্তরঃ 2023 সালের ১০মে।
প্রশ্নঃ কে গুগল এআই বার্ড চালু করার ঘোষণা করেন?
উত্তরঃ গুগলের সিইও সুন্দর পিচাই এটির ঘোষণা করেন।
প্রশ্নঃ গুগল এআই বার্ড আসার সাথে সাথে কি গুগল সার্চ ইঞ্জিন বন্ধ হয়ে যাবে?
উত্তরঃ না, গুগল সার্চ ইঞ্জিন বন্ধ হবে না।
প্রশ্নঃ গুগল এআই বার্ডের আগমনে কারা ক্ষতিগ্রস্ত হবে?
উত্তরঃ ChatGPT Google AI বোর্ড দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে।
আমরা আজ কথা বলবো মাইক্রোসফট অফিস নিয়ে।
মাইক্রোসফট অফিস ( Microsoft Office ) হচ্ছে অনেকগুলো আলাদা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সমন্বয়ে তৈরি একটি অফিস ব্যবস্থাপনা করার একটি প্যাকেজ যাহা মাইক্রোসফট উইন্ডোজ ( Microsoft Windows ) অপারেটিং সিস্টেমে চলে বা ব্যবহার করা হয়। বিল গেটস ১৯৮৮ সালে লাস ভেগাসে একটি প্রদর্শনীতে মাইক্রোসফট অফিসের কথা ঘোষণা করেন ।
মাইক্রোসফট ওয়ার্ড অনেকগুলি প্রোগ্রামের সমন্বয়ে নাম করন করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামগুলির নাম হচ্ছে যথাক্রমে মাইক্রোসফট ওয়ার্ড ( Microsoft Word ), মাইক্রোসফট এক্সেল ( Microsoft Excel ) এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ( Microsoft PowerPoint ) । বছরের পর বছর ধরে এই অ্যাপ্লিকেশনগুলি উন্নত করা হচ্ছে যেমন বানান শুদ্ধি করন, ভিসুয়াল বেসিক প্রগ্রাম্মিং-এর সংযোজন ইত্যাদি । বিশ্বের লক্ষ লক্ষ লোক মাইক্রোসফট অফিস ব্যবহার করে ।
মাইক্রোসফ্ট অফিস (Microsoft Office) দিয়ে বিভিন্ন অফিসিয়াল কাজ করা হয়।যেমনঃ অফিসিয়াল কন্টেন্ট কম্পোজ যেটা মাইক্রোসফ্ট অফিস (Microsoft Office) ওয়ার্ড দিয়ে করা হয়, হিসাব-নিকাশ যেটা মাইক্রোসফ্ট অফিস (Microsoft Office) এক্সেল দিয়ে করা হয়, প্রেজেন্টেশন তৈরী করা যেটা মাইক্রোসফ্ট অফিস (Microsoft Office) পাওয়ারপয়েন্ট দিয়ে করা হয়, তথ্য বা উপাত্ত সংগ্রহ যেটা মাইক্রোসফ্ট অফিস (Microsoft Office) এক্সেস দিয়ে করা হয়।বিভিন্ন অফিসিয়াল কার্ড তৈরী করা যেটা করা হয় মাইক্রোসফ্ট অফিস (Microsoft Office) পাবলিশার দিয়ে।এভাবে বিভিন্ন কাজ করা হয় এই মাইক্রোসফ্ট অফিস (Microsoft Office) দিয়ে।
Microsoft Word Full Playlist ->
https://youtube.com/playlist?list=PLVa9edcOoyIQ7dZZe2m19Y7f1ZgEBtWRY
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Address
Feni
3900
Chhagalnaiya
Feni, 3910
'পুসাক' ছাগলনাইয়াস্থ পাব্লিকিয়ান শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ছাত্র সংগঠন।
Nazir Road
Feni
"Happiness and Perfection begin from the moment when you do something for others."
(Permanent): Sonagazi
Feni, 3393
Labour Inspector (General), DIFE, Ministry of Labour and Employment, Bangladesh.
Feni, 3900
একটি সহি আকীদার দ্বীনি প্রতিষ্ঠান যে
Feni Sadar
Feni, 3900
This is a government college offers BEd (Professional), MEd (Prof.) & 4 year BEd (Honours)