এহসান ট্রাস্ট, ফাজিলপুর, ফেনী

এহসান ট্রাস্ট, ফাজিলপুর, ফেনী

Nearby non profit organizations

Dream Center Feni
Dream Center Feni

আর্তমানবতার সেবায় নিবেদিত একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান।

Photos from এহসান ট্রাস্ট, ফাজিলপুর, ফেনী's post 16/03/2024

আসসালামু আলাইকুম প্রতিবছরের ন্যায় এই বছরও আমরা কিছু মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করেছি এই ইফতার সামগ্রী বিতরণে যারা আমাদেরকে অর্থ এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় এই ট্রাস্ট কে অনেক দূর এগিয়ে নিয়ে যাব আমরা

Photos from এহসান ট্রাস্ট, ফাজিলপুর, ফেনী's post 12/11/2023
Photos from এহসান ট্রাস্ট, ফাজিলপুর, ফেনী's post 11/11/2023

এহসান ট্রাস্ট ফাজিলপুর,ফেনী কর্তৃক প্রথম ধাপে ৬ টি সোলার লাইট বসানো হয়।লাইটের শুভ উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন ট্রাস্টের সর্ম্মানিত সেক্টেটারী জনাব নুরুল হক ও ট্রাস্টের সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আপনাদের সবার সহযোগিতায় এই ট্রাস্ট কে আরো অনেক দূর এগিয়ে নিতে পারি এই দোয়া করবেন।

30/04/2023

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধু ওমর ফারুকের মমতাময়ী,,, মা,,, অদ্য বিকাল ৩.৩০ মিনিটে ঢাকাস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি....।
মহান রাব্বুল আলামীন আপনার প্রিয় বান্ধীকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন ও প্রিয় বন্ধু ফারুক সহ পরিবারের সবাই কে ধৈর্য ধারন করার তৌফিক দান করুন।আমিন।

01/12/2021

,,,,,,,,,,,,,শোকবার্তা,,,,,,৷ এহসানট্রাস্ট ফাজিলপুর এর ভাইস চেয়াম্যান জনাব আবদুল্লাহ আল মামুনের শ্রদ্ধাভাজন পিতা ফাজিলপুরের বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী, ফেনী সাউথিস্ট কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আমাদের সকলের প্রাণপ্রিয় ভালমনের মানুষ রফিকখাঁন পাটোয়ারী সাহেব ঢাকা ইবনেসীনা হাসপাতসলে আজ দুপুর ১২ঃ৫৭ ঘটিকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন। মরহুমের মৃত্যুতে আমরা এহসান ট্রাস্ট পক্ষ হতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহসকলক শোকসহিবার তোফিক দান করুন।

27/11/2021

আমার বন্ধু আবদুল্লাহ আল মামুনের শ্রদ্ধেয় বাবা, বিশিষ্ট সমাজ সেবক ফাজিলপুরের কৃতি সন্তান, ফাজিলপুর কামু ভুঁইয়া জামে মসজিদের সাবেক সভাপতি, ফাজিলপুর জিন্নাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, ফেনী সাউথ - ইষ্ট কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, সদা হাস্যোজ্জ্বল বিনয়ী একজন মানুষ। আমার দেখা খুব অসাধারণ মানুষ জনাব রফিক খান( পাটোয়ারী) ষ্টোক করে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আই সি ইউ( ICU)তে চিকিৎসাধীন আছেন।
উনার সুস্থতা ও নেক হায়াতের জন্য সবার কাছে উনার পরিবার ও আমরা দোয়া চাই।
আল্লাহ উনাকে পরিপূর্ণ সুস্থতা ও শেফা দান করে যেন সবার মাঝে ফিরিয়ে দেন।

20/07/2021

এহ্সান ট্রাষ্টে পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা:– ইসলাম ধর্মের সব থেকে পবিত্র উৎসব গুলির মধ্যে একটি হলো ঈদুল আযহা। ঈদুল আযহা বা কুরবানির ঈদকে ত্যাগের উৎসব বলা হয়। এই দিনে সকলেই তার প্রিয় বস্তুকে আল্লাহর নামে কোরবানি করে। প্রতিবছরই দুবার করে ঈদ উৎসব পালন করা হয়। প্রথমবার, পবিত্র রমজান মাসে এক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতর পালন করা হয়। আর দ্বিতীয়বার ইসলামি চান্দ্র পঞ্জিকায় জ্বিলহজ্জের ১০ তারিখে “ঈদুল আযহা” পালন করা হয়।তাই এহ্সান ট্রাষ্টের পক্ষ থেকে আপনাদের জন্য পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

তুমি কোথায় আছো বা
কি করছো তা গুরুত্বপূর্ণ নয়,
সবসময় মনে রেখো আল্লাহ
তোমার সাথে আছেন
এবং তিনি তোমাকে পথ দেখাবেন…
শান্তি আসুক সকলের মনে,
শান্ত হোক পৃথিবী

Photos from এহসান ট্রাস্ট, ফাজিলপুর, ফেনী's post 15/05/2021

এহছানট্রাস্ট ফাজিলপুর ফেনী কতৃক আয়োজিত পরিচিতি সভা ও আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠান ১৫/০৫/২০২১ ইং।উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাজিলপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যাংকার জনাব,আবুল হাছান নুরি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং ফাজিলপুর ইউনিয়নের ৮ নং ওয়াডের সর্ম্মানিত ইউপি সদস্য জনাব,আলা উদ্দিন গঠন,আরো উপস্থিত ছিলেন ফাজিলপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ,এবং এহসানট্রাস্টের সর্ম্মানিত সভাপতি জনাব,ওমর ফারুক,সাধারণ সম্পাদক জনাব,নুরুলহক ও ট্রাস্টের সর্ম্মানিত সদস্যবৃন্দ।আর্থিক সহায়তা প্রদান করা হয় মোঃ মামুন আমির উদ্দিন মিঝি বাড়ী ফাজিলপুর, ৫০০০ টাকা,মোঃ নুরুল আবছার আবদুর রহমান পন্ডিত বাড়ী ফাজিলপুর ফেনী ৫০০০টাকা। আসুন আমরা সকলে দরিদ্র অসহায় এর পাশে দাড়াঁই।সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

18/04/2021

প্রতিবছর হাত পেতে যাকাতের লুঙ্গি নেয়া বারেক মিয়াকে গতবছর ভিড়ের মাঝ থেকে চ্যাংদোলা করে সাইডে নিয়ে যেয়ে বলা হলো, “একটা সব্জির দোকান করে দেয়া হবে... পারবা চালাতে?”

সে তার লুঙ্গিতে চোখ মুছতে মুছতে বলল ‘দিয়াই দেহেন’

পুরানো লুঙ্গি পরেই সে সেই দোকানটা ১ বছর চালিয়েছে

গতপরশু সে মাথায় করে বেশ কিছু সবজি নিয়ে আমার অফিসের কাঁচের দরজা ঠেলে ঢুকল

আমি বললাম “ব্যবসা এতো খারাপ যে অফিসের ভিতরে বেচাকেনা শুরু করে দিসো... ভাগো”

সে দাঁত বের করে বলল ‘পরোপিটের টাকা থেকে এগুলা আপনার জন্য আনিয়াছি’

তার মুখের শুদ্ধ ভাষা আমাকে যতটানা অবাক করেছে তার থেকে বেশী অবাক করেছে তার কনফিডেন্স

প্রতিমাসে সে এখন ১৫ হাজার টাকা আয় করেন... মেয়ের পড়াশোনার খরচ সে নিজেই চালাচ্ছে... এমনকি গতমাসে একজোড়া স্বর্ণের কানের দুলও কিনে দিয়েছে মেয়েকে

ওদিকে, আব্দুল লতিফ গতবছর আমাদের ‘সক্ষম’ প্রকল্পের মাধ্যমে ফলের ব্যবসা শুরু করেন, ইতিমধ্যে তিনি টাকা জমিয়ে দুইটি খাসি কিনেছেন, ঘরে নতুন টিন লাগিয়েছেন

সে এসেছে আমার জীবনে দেখা সবচেয়ে বড় তরমুজটা হাতে নিয়ে

আমি বললাম “এই এক তরমুজে তো আমার ঈদ পর্যন্ত যাবে… এটা পাইসো কই? শাইখ সিরাজ দেখলে তো তোমারে নিয়ে প্রতিবেদন করে ফেলবে”

উনি নড়তে নড়তে এমন হাসি দিলো যে তার হাত থেকে তরমুজটা নিচে পরে গেলো… লুঙ্গি দিয়ে প্যাচিয়ে আবার ধরল তরমুজটা

‘তরমুজ চাই না লুঙ্গি সামলাও’ বলে বিদায় করলাম

এরকম কেইস কতগুলো আছে জানেন? গুনে গুনে ৫৪১ টা

বিভিন্য মানুষের যাকাতের টাকা দিয়ে ৫৪১ জন স্বাবলম্বী হয়েছে গত ৩ বছরে … এবং একজনও ড্রপ আউট নেই... আমরা ভেবেছিলাম এর মাঝে থেকে ঝড়ে পড়বে ৪/৫ জন

গত ৩ বছর কঠোর মনিটরিং করা হয়েছে এদের প্রত্যেককে... মাশাল্লাহ একজনও তার পাওয়া রিকশা বা গরু বা সেলাই মেশিন বিক্রি করে ভেগে যায়নি

ভাবতেই অবাক লাগে একটা সিম্পল স্ট্যাটাস, একটা সিম্পল কনসেপ্ট, আর সাথে কিছু ডেডিকেটেড ছেলে মেয়ের প্ল্যানিং কি সুন্দর করে ৫৪১ জনকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে ফেললো

পোস্ট অপারেটিভ প্ল্যানিং অবশ্যই লেগেছে... প্রতিটা কেইস ধরে ধরে বিজনেস প্ল্যান আগে বানানো হয়েছে। রহিমকে সব্জির দোকান দিলে সে সকালে সবজি কোথা থেকে কিনবে (সে তো আর স্বপ্ন বা আগোরা থেকে সবঞ্জি কিনে নিয়ে ভ্যানে করে বেচবে না)... বা কতোটুকু পরিমাণ কিনবে (সবজি পেরিশেবল গুডস... ১ দিন পর পচে যায়... সুতরাং কম দামে পাইকারি দরে সস্তা লাউ পেলেই যে সে ২ ট্রাক লাউ কিনে ফেলবে তাও তো না)... এরকম তার প্রতিটা বিজনেসের খুঁটিনাটি গুছিয়ে দেয়া হয়েছিল

এই পিছে ছিল বাংলাদেশের মেধাবী কিছু তরুনদের ইনপুট

এবং আজকে দেখেন, ৫৪১ টা ফ্যামিলি যারা কয়েক বছর আগেও যাকাত নিত, তারা হয়ত সামনের বছর থেকে নিজেরাই যাকত দেয়ার প্রিপারেশন নিচ্ছে

যাকাতের কনসেপ্টটাই কিন্তু এরকম; “এমন কিছু একটা করা যেন সে সামনের বছর যাকাত নেয়ার মতো অবস্থায় না থাকে... স্বাবলম্বী হয়”

খলিফা উমার (রাঃ) এর আমলে যাকাত ব্যবস্থা এতো সুন্দর ছিল যে সারা দিন ঘুরেও যাকাত দেয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না... শেষমেশ যাকাত দেয়ার লোক না পেয়ে তিনি আফ্রিকা মহাদেশে যেয়ে যাকাত দেয়ার নির্দেশ দিয়েছিলেন।

আর আমার আম্মা কিনা ১৯ বছর ধরে যাকাত দেয়ার ব্যাপারে কিশোরগঞ্জের করিমগঞ্জেই আটকায় আছে

প্রতিবছর একই মানুষের লিস্ট করে নিউমার্কেট থেকে শাড়ি লুঙ্গি কিনে এনে দাও... মামলা শেষ

‘বছরে একবার খরচ করতে হবে’ সেটার মামলা হয়ত শেষ... বাট যাকাতের ঠিক উদ্দেশ্যটা, সেটা কি হচ্ছে?

আপনি চাইলে আমাদের টিমের সাথে বসতে পারেন

আমাদের হাতে এখনও ১০০০ এপ্লিকেশান আছে যারা সক্ষম প্রোজেক্টে ফান্ডের জন্য নাম লেখিয়ে রেখেছে। তারা, তাদের চারপাশকে, তার বাচ্চাদের, বউদের চমকে দিতে চায় দেখিয়ে 'হ্যা তারাও সক্ষম, যদি সুযোগটা একবার হলেও বিশ্বাস করে কেউ তাদের দেয়'

অভিযাত্রিক ফাউন্ডেশনের “সক্ষম” নামের আমাদের এই প্রজেক্টের হান্টিং নম্বর হলো 01711100188

আপনি ব্যস্ত থাকলে দরকারে আমাদের টিম আপনার বাসায় এসে বুঝিয়ে দিয়ে যাবে, কি কি অপশনস আছে

ভালো লাগলে সাথে থাকলেন... আর ভালো না থাকলে নিউমার্কেট তো আছেই… যেয়ে শাড়ি লুঙ্গি কিনে নিয়ে গতানুগতিক উপায়েই থাকলেন

কারণ সত্যি বলতে এটা শিওর যে একদিনে পরিবর্তন আসবে না
. ভাই আমার নিজের ঘরে পরিবর্তন আনতেই লেগেছে ৩৯ বছর

বাট বসে থাকলে তো সেটাও হতো না

এভাবেই প্রত্যকে সার্কেল বা, গলি মহল্লা পাড়া বা জেলাতে অন্তত একজনকে হলেও দাঁড়িয়ে বলতে হবে ‘ইটস রং... ইউ ডুইং ইট রং’

তাহলেই চেইঞ্জ আসা শুরু হবে

If you change nothing, nothing will change

So…‘One day’ OR ‘Day one’, you decide

Collected from Arif R Hossain.

17/04/2021
17/04/2021

আসসালামু আলাইকুম
সবাইকে রমজান মোবারক
আপনারা সবাই এরই মধ্যে কম বেশি জানেন যে এহসান ট্রাস্টের পক্ষ থেকে গত ১৩ তারিখে ফাজিলপুর ৮ নং ও ৭নং ওয়ার্ডের গরিব অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই কাজে সর্বাত্মক সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।

বিশেষ ধন্যবাদ জানাই মোরশেদ ভাই দিদার ভাই সাইফুদ্দিন ভাই ডাঃ দিদার শহীদ ভাই হালিম শাহীন হুমায়ুন ভাই আনোয়ার ভাই লতিফ ভাই এবং আলাউদ্দিন (মেম্বার) ভাই যাদের প্রত্যক্ষ সহায়তা ছাড়া আমাদের এই কার্যক্রম সম্পন্ন করা সম্ভব ছিল না। এহসান ট্রাস্ট আপনাদের নিকট বিশেষভাবে কৃতজ্ঞ।

এহসান ট্রাস্ট এর প্রথম প্রয়াসে কোন ভুল ত্রুটি থাকলে সবাইকে আহবান করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য।

আমাদের ইচ্ছা বিভিন্ন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক সহায়তা প্রদান করা। আর এর জন্য প্রয়োজন আপনাদের সর্বাত্মক সহযোগিতা। আমাদের সকলের ছোট ছোট প্রচেষ্টা একত্রে অভাব মুক্ত সুখী সমাজ গঠনে অনেক বড় ভূমিকা রাখতে সক্ষম। সেই প্রত্যাশা থেকেই এহসান ট্রাস্টের যাত্রা।

সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ জানাই।
আসসালামু আলাইকুম।

17/03/2021

এহসান ট্রাস্ট ফাজিল পুর-ফেনী। স্থাপিত 01/01/2021। ইহা একটি অরাজনৈতিক,অলাভজনক,সামাজিক উন্নয়নমুলক সেচ্ছাসেবী প্রতষ্ঠান। এই ট্রাস্টের মুল উদ্দেশ্যেই হল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের আর্তমানবতার সেবায় সমর্পিত অরাজনৈতিক অসম্প্রদায়িক সেচ্ছাসেবী সমাজ কলান সংস্থা। গরীব অসহায় এতিম নিপীড়িতদের সাহায্য করা, গরীব মেধাবী ছাত্র/ছাত্রীদের পড়ালেখায় সহযোগিতা করা, গরীব অসহায় মেয়েদের বিয়েতে সহযোগিতা করা,মসজিদ মাদ্রাসা এতিম খানায় সহযোগিতা করা, উক্ত সংস্থার প্রধান লক্ষ্য।

ইহা প্রাক্তন ফাজিলপুর জিন্নাহ উচ্চ বিদ্যালয় এবং বর্তমান ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের নিয়ে গঠিত একটি ট্রাস্ট।

Want your organization to be the top-listed Non Profit Organization in Feni?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারকআপনারা সবাই এরই মধ্যে কম বেশি জানেন যে এহসান ট্রাস্টের পক্ষ থেকে গত ১৩ তারিখে ফাজিলপ...

Website

Address


বাংলাদেশ
Feni
3901

Other Charity Organizations in Feni (show all)
Rotary Club Of Feni Silicon Valley Rotary Club Of Feni Silicon Valley
Trunk Road Feni
Feni, 3900

Rotary works for the welfare of humanity. It has been working in 200 countries all over the world. In Bangladesh and Rotary has been playing a role in human service. Through this n...

পূর্ব দরবারপুর সমাজ কল্যান ফাউন্ডেশন পূর্ব দরবারপুর সমাজ কল্যান ফাউন্ডেশন
পূর্ব দরবারপুর, পুরাতন মুন্সীরহাট, ফুলগাজী, ফেনী, চট্টগ্রাম, বাংলাদেশ ।
Feni, 3900

সমাজ কল্যাণ ফাউন্ডেশন গঠন করা হয়েছে।

Aanandapur Alhaz Ahmmad Ullah-Saleh Ahmed Foundation Aanandapur Alhaz Ahmmad Ullah-Saleh Ahmed Foundation
261, Anandapur Kutir, Master Para
Feni, 3900

AASAF's mission is to provide quality health care services to the most marginalized and ignorant population in rural Bangladesh by providing free treatment, medications, and the pr...

Helps for Humanity Foundation Helps for Humanity Foundation
Quddus Mear Hat, Sorajpur, Goramara, Soporpur, Ahammadpur, Sonagazi
Feni

মানবতার কল্যাণে নিবেদিত একটি সেচ্ছাসেবী সংগঠন

ইউনিটি ফাউন্ডেশন - Unity Foundation ইউনিটি ফাউন্ডেশন - Unity Foundation
Mollar Takiya, SharaShiya
Feni, 3900

"ইউনিটি ফাউন্ডেশন"এই পেজটি তৈরী করা হয়েছে অসহায় মানুষদের উপকারে নিজেকে আত্মনিবেদন করার জন্য।

Dilara-Khayer Foundation Dilara-Khayer Foundation
Feni

It was a charity organization

Sheikh Maulana Atique Ullah Makki Foundation Sheikh Maulana Atique Ullah Makki Foundation
Feni, 3900

Sheikh Maulana Atique Ullah Makki Foundation is a non-profit organisation, which aims to provide sup

Onusandhan Blood Bank Onusandhan Blood Bank
Chhagalnaiya
Feni, 3910

একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন

Invite Foundation Invite Foundation
Jumma Shopping Center
Feni, 3900

ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল
Nizkunjara, Chhaglanaiya
Feni, 3901

“ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র” চক্ষু বিভাগ, গাইনি, প্যাথলজি, ফিজিওথেরাপী ও জেনারেল আউটডোর সেবা

Purba Kasar Madinatul Ulum Madrasa & Orphanage Purba Kasar Madinatul Ulum Madrasa & Orphanage
Feni, 3900

MISSION: BUILD A ISLAMIC EDUCATED COMMUNITY FOR THE BRIGHT FUTURE FOR THE NATION AS GOOD LEADER AND

বন্ধু পরিষদ চ্যারিটি ফাউন্ডেশন, মজলিশপুর, ফেনী-৩৯০০ বন্ধু পরিষদ চ্যারিটি ফাউন্ডেশন, মজলিশপুর, ফেনী-৩৯০০
Feni, 3900

"বন্ধু পরিষদ চ্যারিটি ফাউন্ডেশন" ফেনী সদরের মজলিশপুর-মটুয়া গ্রামের একটি সামাজিক সংগঠন।