Jahedul hoq
কলম নামের অস্ত্র হাতে, শহীদ তব রোজ প্রভাতে!
মহেশখালী-বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ।
siuuuuuuuuuuuuuuuuuuuu...
মেলখুম গিরিখাত।
ভয়ানক একটা ট্রেইল।
মেলখুম পৌঁছানোর রাস্তা:
ঢাকা থেকে ফেনী মহিপাল নামবেন।তারপর বারৈয়ারহাঁট আসবেন বাসে করে(ছোট লোকাল বাস)। এরপর উপকূলে করে নাহার এগ্রো ফার্মের সামনে নামবেন(চট্টগ্রামের দিকে)।তারপর স্থানীয়দের জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে। ভয়ানক ট্রেইল আর মৃ*ত্যু ঝুঁকি নিয়ে পুরা ট্রেইল থেকে একটা দুর্দান্ত বিনোদন নিতে পারবেন । তবে খুব কম লোক ই পুরা ট্রেইল ঘুরে শেষ করতে পারবেন। শারীরিক ও মানসিক ভাবে অনেক শক্তিশালী লোক ছাড়া পুরাপুরি ভ্রমণ করা অনেক বিপদজনক হবে। আর বিপদে পড়লে আসে পাশের মানুষ হতে হেল্প পাবেন না। আর সেজন্য অন্তত পক্ষে ৪-৫জন একসাথে যাবেন। যদি আপনার নিজের উপর মারাত্মক লেভেলের কনফিডেন্স থাকে তাহলে এই ট্রেইল আপনার জন্য। না হলে বর্জন করুন।
বি:দ্র:আমরা বিপদজনক জায়গায় ভিডিও নিতে পারি নাই। পানি আর নিজেদের ব্যালেন্স রক্ষার্থে, ক্লিপ তোলা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তাই নিজেদের খেয়াল রেখেই যাবেন,কোনো পর্যাপ্ত উদ্ধার ব্যবস্থা নেই, এক্কেবারে জনাকীর্ণ এলাকা।
Stay safe, safe Travel 💕
#মেলখুম
খরচ:ফেনী হতে ১২০টাকা আসা যাওয়া ভাড়া যাবে। (২০২৩)
In Gulishakhali🌼
চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী ট্যুর 🖤
পান্থছিলা ট্রেইল ✨
Alexander ✨
Hehe😐
EID Ul FITR-2022✨
ᴇɪᴅ ᴍᴜʙᴀʀᴀᴋ✨
Yet the heart is not enlightened?
✨
NSTU✨
✨
NSTU CAMPUS ✨
লাল বাস নোবিপ্রবি ✨
NSTU BGE✨
Biotechnology and Genetic engineering department ✨
ɪғ ʏᴏᴜ ᴋɴᴏᴡ, ʏᴏᴜ ᴋɴᴏᴡ👀
নোবিপ্রবি💥
Fresher’s reception 2020-2021. Biotechnology and Genetic Engineering-9th Batch ✨
Fresher’s reception 2020-2021. Biotechnology and Genetic Engineering-9th Batch ✨
২৭-৩-২০২২....আমার জীবনের অন্যতম একটা স্মরণীয় দিন হবে। ইতিপূর্বে কখনো একসপ্তাহের জন্য ও বাড়ি থেকে বাইরে ছিলাম না। অথচ যাচ্ছি.. একান্ত ই বাধ্য হয়ে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। দীর্ঘ ২০ বছরে কতো হাজার স্মৃতি জমে আছে মহাবিশ্বের বালি তুল্য এই ক্ষুদ্র অঞ্চলে। মস্তিষ্কের আনন্দ-দুঃখ, হাসি-তামাশার প্রেক্ষাপটে আমার গ্রাম। আমার চারপাশ,আমার মানুষ...যাদের নিয়ে আমার একটা জগৎ আছে। আর আমার মন খারাপ হলে পড়ার টেবিলের মন খারাপ হবে না। আজ শেষ মেষ ডায়েরির পাতায় শুকিয়ে যাওয়া অশ্রু ফোঁটা আমার প্রস্থান রুখতে একটুও আন্দোলন করলো না। জানি আমি আমার রেখে যাওয়া গোছানো জগৎ ঠিক চার বছর পর এলে আর এক থাকবে না। কতো মানুষ হারাবো, হারাবো আমার কতো হাজার স্মৃতি। এই প্রান্তরে আর কখনো আমার কৈশরের আত্মা দাপিয়ে বেড়াবে না। আমার খেলার মাঠ, আর অন্ধকারে বসে থাকা একলা সময় আসবে না আর কখনো। জানি,এখনকার আমি আর চার বছর পরের আমি কখনো এক হবো না। একদিন আমিও মিশে যাবো মাটিতে?আগাছাদের জৈবসার আমিও হবো? এভাবে মহাকালের গর্বে হারিয়ে যাবো আমিও...।
একটা সময় আমার মনে হতো হিমালয় কী? আমি চাইলে মহাকাশ তুল্য পর্বত অতিক্রম করতে পারি। মনোবল, আপনার কাছে থাকলে আপনি অপ্রতিরোধ্য। কিন্তু থমকে যাই.....। নিষ্ঠুরতা দেখে,মানুষ চোখের দৃষ্টিতে বদলে যায়? যেমন বাস্তবিক জীবনে আপনি দাবা খেলা ভালো ই পারেন,সেখানে এখন আপনি ই দাবার গুটি। প্লেয়ার একচাল ভুল দিলেই আপনি নাই। কতোটা বিশ্বাস থাকা লাগে, যাকে অনুভূতি নিয়ন্ত্রণের ক্ষমতা দিলেন। যেখানে আপনি লক্ষবস্তু দেখে গন্তব্য ঠিক করলেন, সেখানে লক্ষবস্তু ই যদি হয় চলক। ধ্রুবক হবে কে??
আভিজাত্যের কষাঘাতে অস্তিত্ব রক্তাক্ত
Click here to claim your Sponsored Listing.