Videos by Jahedul hoq in Feni. কলম নামের অস্ত্র হাতে, শহীদ তব রোজ প্রভাতে!
মহেশখালী-বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ।
মেলখুম গিরিখাত। ভয়ানক একটা ট্রেইল। মেলখুম পৌঁছানোর রাস্তা: ঢাকা থেকে ফেনী মহিপাল নামবেন।তারপর বারৈয়ারহাঁট আসবেন বাসে করে(ছোট লোকাল বাস)। এরপর উপকূলে করে নাহার এগ্রো ফার্মের সামনে নামবেন(চট্টগ্রামের দিকে)।তারপর স্থানীয়দের জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে। ভয়ানক ট্রেইল আর মৃ*ত্যু ঝুঁকি নিয়ে পুরা ট্রেইল থেকে একটা দুর্দান্ত বিনোদন নিতে পারবেন । তবে খুব কম লোক ই পুরা ট্রেইল ঘুরে শেষ করতে পারবেন। শারীরিক ও মানসিক ভাবে অনেক শক্তিশালী লোক ছাড়া পুরাপুরি ভ্রমণ করা অনেক বিপদজনক হবে। আর বিপদে পড়লে আসে পাশের মানুষ হতে হেল্প পাবেন না। আর সেজন্য অন্তত পক্ষে ৪-৫জন একসাথে যাবেন। যদি আপনার নিজের উপর মারাত্মক লেভেলের কনফিডেন্স থাকে তাহলে এই ট্রেইল আপনার জন্য। না হলে বর্জন করুন। বি:দ্র:আমরা বিপদজনক জায়গায় ভিডিও নিতে পারি নাই। পানি আর নিজেদের ব্যালেন্স রক্ষার্থে, ক্
ফেভারিট ক্লিপ।সীতাকুণ্ড ইকোপার্ক।
অনেক কঠোর জীবনধারার জন্য কখনো স্বচক্ষুতে পাহাড়ি ঝর্না দেখতে পারি নাই।তাই নিজের আবেগ কন্ট্রোল করতে না পারে এভাবেই হাত তুলে পেল্লাম।হয়তো আমার শেকলে বন্ধী আত্মার সাথে প্রকৃতির গোপন কোনো মেলবন্ধন আছে।ভিডিওটার ব্যাপারে এক্কেবারে ই জানতাম না। ধন্যবাদ এমন একটা মূহুর্তকে ক্যামেরা বন্ধী করার জন্য।ভালোবাসা বন্ধু।