Ataturk Govt. Model High School
Ataturk Govt. Model High School, Dagonbhuiyan, Feni, Bangladesh.
এতদ্বারা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, সরকারি নির্দেশনা মোতাবেক আগামী বুধবার ২৬/০৬/২০২৪ তারিখ থেকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু হবে ।
নির্দেশক্রমে,
প্রধান শিক্ষক
আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল দাগনভূঞা, ফেনী এর শেখ রাসেল স্কুল অব ফিউচার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গড়ে তোলার লক্ষ্যে পাইথন প্রোগ্রামিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের স্থির চিত্র।
আতাতুর্ক হাই স্কুল যে স্কুলগুলোর সাথে বিতর্ক করে বিজয়ী হয়েছে :
দূর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ অর্জনকারীদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক ফারহাত তাসমীকে শুভেচ্ছা।
ভাস্কর স্যারের অবসরোত্তর জীবনে,lসুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে দীর্ঘ কাল শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে আজ ৩০-০৫-২০২৪ খ্রি: কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করলেন জনাব ভাস্কর চন্দ্র পাল।আপনার জন্য দোয়া ও শুভ কামনা। 🧡🧡🧡🧡
বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিবেশ অধিদপ্তর, ফেনী কর্তৃক চিত্রাংকণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহনের জন্য পরামর্শ দেওয়া গেল।
প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হলো আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের ৮জন স্কাউট।
বাংলাদেশ স্কাউটস’র স্কাউটস শাখার সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ডের নিরবাচিত হলো।বিদ্যালয়ের এই আট শিক্ষার্থী।
পড়াশোনার পাশাপাশি স্কাউটসের সকল কার্যক্রমের সাথে জড়িত ছিলো। তারা। এর ধারাবাহিকতায় পি এস এর সকল ধাপ সফলতার সাথে অতিক্রম করে এরা সবাই প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হল।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে ২৩ মে বৃহস্পতিবার ঘোষিত তালিকায় নাম আসায় আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলেরপকষ থেকে তাদেরকে অন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
এত দ্বারা অত্র বিদ্যালয়ের ২০২৪ সালের কৃতকার্য সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,তাদের প্রশংসাপত্র প্রাপ্তির লক্ষ্যে এস এস সি পরীক্ষার প্রবেশপত্রের A4 সাইজের ফটোকপির পিছনে ইংরেজিতে তাদের ঠিকানা এবং প্রাপ্ত Gpa লিখে আগামী ৩০ মে ২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জমাদানের জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।
আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের "বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪" আজ স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিবেদিতা চাকমা ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আজিজুল হক। উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব এনায়েত উল্যাহ।
(দাগনভূঞায় ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ : মে ১৮, ২০২৪ | সময় : ১১:১৩ পূর্বাহ্ণ
আবদুল্লাহ আল মামুন: দাগনভূঞা উপজেলার আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ মে) সকালে অত্র বিদ্যালয়ের আয়োজনে মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা।
প্রধান অতিথি ইউএনও নিবেদিতা চাকমা তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি শিক্ষার্থীকে ভালো ছাত্র হওয়ার আগে অবশ্যই একজন মানবিক গুণাবলী সম্পন্ন ভালো মানুষ হতে হবে। প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড,রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। শুধু পড়া লেখায় নয়, ভালো মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
তিনি আরো বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে। শিক্ষার্থীদের শুধুমাত্র পড়ালেখা করলে হবে না, এর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসাবে ক্রীড়া, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা নিয়মিতভাবে করতে হবে। তবেই শিক্ষার্থীর সৃজনশীলতা, মননশীলতা বিকশিত হবে। এবারের এসএসসি পরীক্ষায় আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষককে ধন্যবাদ জানান এবং যারা উত্তীর্ণ হতে পারেনি এমন শিক্ষার্থীরা আগামীতে যেন ভালো ফলাফল করে তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ এনায়েত উল্যাহ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইমাম হোসেন -এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল হক, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলায়েত হোসেন, মোঃ আকবর হোসেন, মোঃ শাহীন, নঈমুল ইসলাম, মোঃ ইলিয়াস, ফেরদৌসী বেগম, ফরিদা ইয়াছিন ও শাহীন সরকার প্রমুখ। এসময় অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাঝে মাঝে উপস্থিত অতিথিবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেন দেন অতিথিরা।)
S S C Result-2024
GPA-5.00 : 59
Science :53
Bus. St :05
Humanities:01
Passing rate:98.17%
GPA-4.00 and
above :64
আজকে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত "জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪" প্রতিযোগিতায় মাহজাবিন মালিহা অনুভা (৮ম শ্রেণি), রোল নং ২
★★ একক বিতর্ক (ক-গ্রুপ)- ১ম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে।
বিভাগ- চট্টগ্রাম, জেলা- ফেনী। সে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের ছাত্রী।
আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
জেলা পর্যায়ে অনুষ্ঠিত "জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪" প্রতিযোগিতায় মাহজাবিন মালিহা অনুভা (৮ম শ্রেণি)- রোল নং- ২
★ একক বিতর্ক (ক-গ্রুপে)- ১ম স্থান
অর্জন করে বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে।
সে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের ছাত্রী।
জেলা- ফেনী, চট্টগ্রাম বিভাগ।
আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের শিক্ষার্থী যারা ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪’ প্রতিযোগিতায় উপজেলা (দাগনভূঞা উপজেলা) পর্যায়ে বিভিন্ন ইভেন্টে ১ম স্থান অর্জন করে জেলা পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছিল-
১। (ক-গ্রুপ) - একক বিতর্ক :
মাহজাবিন মালিহা অনুভা (৮ম শ্রেণি)– ১ম স্থান।
২। (ক-গ্রুপ) – বাংলা রচনা :
নুসরাত সুলতানা অথৈ (৮ম শ্রেণি)- ১ম স্থান।
৩। (খ-গ্রুপ) – বাংলা রচনা :
ফারাত তাসমী (৯ম শ্রেণি)- ১ম স্থান।
৪। (খ-গ্রুপ) – অভিনয় :
তাসফিয়া তাবাসসুম তানহা (৯ম শ্রেণি)- ১ম স্থান।
৫। (খ-গ্রুপ) – উচ্চাঙ্গ সংগীত :
মিথিলা ভৌমিক (১০ম শ্রেণি)- ১ম স্থান।
৬। (খ-গ্রুপ) – পল্লীগীতি :
ইসরাত জাহান তিশা (১০ম শ্রেণি)- ১ম স্থান।
৭। (খ-গ্রুপ) – নজরুল সংগীত :
ইসরাত জাহান তিশা (১০ম শ্রেণি)- ১ম স্থান।
৮। (খ-গ্রুপ) – রবীন্দ্র সংগীত :
ইসরাত জাহান তিশা (১০ম শ্রেণি)- ১ম স্থান।
৯। (খ-গ্রুপ) – নির্ধারিত বক্তৃতা :
নুসরাত জাহান দিনা (১০ম শ্রেণি)-১ম স্হান
১০। (খ-গ্রুপ) – জারীগান- ১ম স্হান।(নুসরাত জাহান দিনা ও তার দল)
**জারীগান দলে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ-
• ইসরাত জাহান তিশা (১০ম শ্রেণি)
• নুসরাত জাহান দিনা (১০ম শ্রেণি)
• তনুশ্রী নাথ তিথি (১০ম শ্রেণি)
• মিথিলা ভৌমিক (৮ম শ্রেণি) ও
• নূরে জান্নাত রূপা (৮ম শ্রেণি) ।
★ শ্রেষ্ঠ শিক্ষার্থী: নুসরাত জাহান দিনা (১০ম শ্রেণি)।
# প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলঃ ২৯/০৪/২০২৪ খ্রি.
তুর্কী দুতাবাস ও TIKA প্রতিনিধি দলের স্কুল পরিদর্শন ।
এতদ্বারা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, সরকারি নির্দেশনা মোতাবেক তাপদাহ এর কারণে ০২/০৫/২০২৪ তারিখ বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ০৪/০৫/২০২৪ শনিবার সকাল ৮ টা থেকে বিদ্যালয় পুনরায় খোলা হবে ।
নির্দেশক্রমে,
প্রধান শিক্ষক
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এর প্রতিযোগিতায় বিদ্যালয়ে ১ম স্থান অর্জনকারী / নির্বাচিত প্রতিযোগীদের আগামী ২৯/৪/২০২২ তারিখ সকাল ৯:০০টায় উপজেলস্থ অফিসার্স ক্লাবে উপস্থিত হয়ে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহনের পরামর্শ দেওয়া গেল।
আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,সরকারি নির্দেশনা মোতাবেক তাপ দাহের কারণে ২১/০৪/২০২৪ তারিখের পরিবর্তে ২৮/০৪/২০২৪ তারিখ রবিবার বিদ্যালয়ে খোলা হবে।
প্রধান শিক্ষক
আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে
বাংলা নববর্ষবরণ -১৪৩১
দাগনভূঁইয়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১-বরণ অনুষ্ঠান১৪/০৪/২৪ খ্রিঃ (রবিবার )সকাল ৯:০০ঘটিকায় আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল ক্যাম্পস হতে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হবে।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে সকাল ৯.০০টায় উপস্থিত থাকার অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
প্রধান শিক্ষক
আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল।
আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল এর শিক্ষক শিক্ষার্থী ও তৎসংশ্লিষ্ট সকলের জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলকে সকাল ৯.৩০ উপস্থিত থাকার অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
প্রধান শিক্ষক
আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল।
⚜৮ই এপ্রিল, বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৪!⚜️
"স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন" প্রতিপাদ্য নিয়ে পালিত হতে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৪।
স্বাধীন বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম শুরু হয় ১৯৭২ সাল থেকে। ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ বয় স্কাউট সমিতি।
পরবর্তীতে বিশ্ব স্কাউট সংস্থা ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। পরে ১৯৭৮ সালের ১৮ জুন সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস।
প্রথম থেকেই বাংলাদেশ স্কাউটস দেশের প্রতিটা ক্রান্তিলগ্নে কাজ করে যাচ্ছে। সেবাকে হৃদয়ে ধারণ করে দেশমাতৃকার সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস।
বাংলাদেশকে সুন্দর, সমৃদ্ধ স্মার্ট করতে প্রতিনিয়ত কাজ করে যাবে বাংলাদেশ স্কাউটস।
সকলকে বাংলাদেশ স্কাউটস দিবসের অগ্রিম শুভেচ্ছা!
একটি বাংলাদেশ
তুমি জাগ্রত জনতার।
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার।
বিদ্যালয়ের পক্ষ থেকে সবাই কে জানাই মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা।
এতদ্বারা ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্ত ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, যারা ইতোপূর্বে মোবাইল ব্যাংকিং একাউন্ট বিকাশ/রকেট বা অন্য একাউন্ট দেয়া হয়েছিল তাদের বিকাশ/রকেট বা অন্য একাউন্ট পরিবর্তন করে নগদ একাউন্ট খুলে আগামী ০১/০৪/২০২৪ ইং তারিখে অফিস কক্ষে তথ্য জমা দেয়ার অনুরোধ করা হলো ।
একাউন্ট নম্বারের সাথে জন্ম নিবন্ধন এর ফটোকপি ও জমা দিতে হবে।
অন্যথায় তাদের উপবৃত্তি টাকা জমা না হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।
প্রধান শিক্ষক
আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল এর নতুন প্রধান শিক্ষক নিয়োগ জনিত যে ভিত্তিহীন তথ্য ও ছবি Facebook এ ছড়িয়েছে, তার জন্য স্কুল কর্তৃপক্ষ তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং সাইবার সিকিউরিটি আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Feni
3920
Feni
স্বপ্রণোদিত,আগ্রহী ও শিক্ষা আরও চালিয়ে যেতে ইচ্ছুক- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই।
Opposite The Alo Community Center, Hazari Road, কfeni3900, Bangladesh/আলো কমিউনিটি সেন্টারের বিপরীতে, হাজারী রোড, ফেনী৩৯০০, বাংলাদেশ
Feni
ফেনীর একমাত্র আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিষ্ঠান/The only international Hifzul Quran institution in Feni.
SHANTI COMPANI Road
Feni
It is an onlne platform of learning and cherishing dreams of our future generation.This page is devo
Feni, 3900
Hi! This page is Educational page.I am share video please like,comment and share. My YouTube Channel
Feni Town
Feni, 710931
1. “Education is the most powerful weapon which you can use to change the world” – 2. “Teac
Feni
পেজ ও পেজের প্রতিটি পোষ্ট সম্পূর্ণ বিনোদনের জন্য।কোন ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন