মো. ফয়েজ উদ্দিন

যে সৎ হয়, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। -------- শেখ সাদী (রহ.)

13/07/2023

ইমাম শাফিঈ রাহীমাহুল্লাহ বলেন _

'‘আপনার নেক কাজের সহযোগী হয়, এমন বন্ধু কখনো হারাতে দেবেন না। পৃথিবীতে সত্যিকার বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। যদি কখনো মিলে যায়, মনে রাখবেন তাকে জোটানো যত কঠিন ছিল, হারানো ততই সহজ। ছোটোখাটো বিষয়ে তাকে ছাড় দিন। হঠাৎ সামান্য কোনো কারণে সে ছেড়ে না যায়, খেয়াল রাখুন।’'

- হিলইয়াতুল আউলিয়া ৪/১০১

08/07/2023
08/06/2023

"সুখ্যাতির দ্বারা দ্বীনি ও দুনিয়াবি ক্ষতি হয়। যে সুখ্যাতি নিজের ইখতিয়ার ও ইচ্ছার মাধ্যমে অর্জিত হয়, তা অনিষ্টকর। কিন্তু যে খ্যাতি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, তা আল্লাহর নেয়ামত"

"সেই ব্যক্তির চেয়ে নির্বোধ আর কেউ নেই, যে সম্মানের আকাঙ্ক্ষী ও পদমর্যদার লােভী। কারণ, এই গুণটি শুধু কল্পনানির্ভর। কাল্পনিক বিষয় এমন, যেটা স্বয়ং তার সাথে কখনাে স্থির থাকে না; বরং অন্যদের ধারণার সাথে সংশ্লিষ্ট। কারণ, সম্মানের মােহ’র অর্থ হলাে অন্যদের দৃষ্টিতে সম্মানিত হওয়া, যা নির্ভর করে অন্যদের ধারণার উপর। যখন অন্যরা ইচ্ছা করবে, তা ঝেড়ে মুছে ফেলে দিতে পারবে। (আর ঠিক) তখন পুরাে সম্মানই ভূলুন্ঠি হয়ে যাবে"

-------হযরত আশরাফ আলী থানভী (র.)

Photos from মো. ফয়েজ উদ্দিন's post 11/04/2023

স্নেহের,
Asraful Islam Rakib

প্রবাস জীবনের শুরুতে কিছু কথা মনে রেখো:-

পাঁচ ওয়াক্ত নামাজকে জীবনের সর্বপ্রধান কাজ মনে করে পাশাপাশি জীবিকার জন্য চেষ্টা করবে।জীবনের শৃঙ্খলার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার বিকল্প নেই।
ইবাদত কবুলের মৌলিক শর্ত হালাল উপার্জন। সকল প্রকার হারাম উপায়ের উপার্জন থেকে বিরত থাকবে।
আমানত ও বান্দার হকের উপর যথাযথ সতর্ক থেকে, কারো ক্ষতি না করে হালাল উপার্জন করবে।
হালাল উপার্জন থেকে হালাল পথে ব্যয় করবে।

কারো উপর জুলুম করা থেকে বিরত থাকবে,মজলুমের বদদোয়া সব সময় জালিমের উপরে থাকে, সেই কারণে কোনো জালিম কখনোই সুখী হয় না,তাছাড়া জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়।

তোমার সাথে আমার সম্পর্ক ছিলো দ্বীনি সম্পর্ক,
সেই কারণে শাসন সব সময় বেশি ছিলো।
অনেক সময় অনেক বকা দিয়েছি, অনেক কঠিন কথা বলেছি,যার সবকিছু ছিলো তোমাকে সংশোধনের জন্য,তোমার কল্যাণের জন্য,তোমার ভালোর জন্য।

আমি সব সময় মনে করি,তোমাকে আমি সংশোধন করে দিলে, অন্যের কাছে তুমি অপমানিত হবে না।

আমার জানা মতে, কখনোই কোনাে অন্যায় কাজ করতে বলি নি।কোন অন্যায় কাজের সহযোগিও হতে বলিনি।

এর পরেও মানুষ হিশেবে মানবিক কষ্ট পেয়ে থাকলেও মনকে বুঝাবে বড় ভাইয়া কল্যাণের জন্য শাসন করেছে।

সব চেয়ে বড় কথা তুমি আমাকে শ্রদ্ধা সম্মান করতে,আমার শাসন মেনে নিতে।সেই কারণেই তোমার প্রতি আন্তরিকতা দেখাতাম। অনেক বেশি শাসন করতাম।

আরেকটা কথা, ধর্মীয় ভাবে বিনয়ের গুণ অর্জন করার চেষ্টা করবে,মনে রেখো অহংকারীদের কেওই পচন্দ করে না। বিনয়ের জীবন অনেক বেশি সুখে জীবন।
বিনয় এমন একটি গুণ যা দেখে কেও হিংসা করতে পারে না।

ধর্মীয় মতোবিরোধ বিষয়ে হক্কানী আলেমদের মতকে মেনে নিয়েই জীবন পরিচালনা করবে।যে কোনো একজন হক্কানী আলেমকে জীবনে মেনে নিয়ে ধর্মীয় বিষয় ও জাগতিক বিষয়ের পরামর্শদাতা মেনে নিও।কারণ ধর্মীয় বিষয় ধর্ম অনুযায়ী ব্যাখ্যা দিবে আবার জাগতিক বিষয়ও ধর্মের সাথে সমন্বয় করে পরামর্শ দিবে।

ব্যক্তি জীবনে যাকেই ভালো লাগে, যে তোমার কল্যাণকামী এবং তোমার মোটামোটি সকল বিষয়ে অবগত আছে, এমন একজন ব্যক্তির সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিবে।তবে যাকেই মানবে, তাকে মানার মতোই মানবে।

আমি সব সময় তোমার জন্য দোয়া করি , আল্লাহ দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুক।
আমার জন্যও দোয়া করি।
ফি আমানিল্লাহ....

04/03/2023

সম্পর্কের এমন কোনো পরিসীমা নেই,যা অনন্ত অসীম,
যদি না তা দ্বীনি সম্পর্ক হয়।
দুনিয়াবি সম্পর্ক গুলো দুনিয়ার তুচ্ছ বিষয়ের স্বার্থেও ঠিক থাকে না , অথচ দ্বীনি সম্পর্ক গুলো আখিরাতে জান্নাতে অনন্ত অসীম সময়েও থাকবে।
দুনিয়ার সম্পর্ক শুধু স্বার্থ সংশ্লিষ্ট সাময়িক তুচ্ছ দুনিয়া দান করে।দ্বীনি সম্পর্কগুলো আখিরাতের পাশাপাশি নিঃস্বার্থ ভাবে দুনিয়ার প্রয়োজনও পূরণ করে।

04/02/2023

সম্পর্ক গুলো এমনই হওয়া উচিত

04/02/2023

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيم
বিসমিল্লাহির রাহমানির রাহিম
"পরম করুণাময়, অসীম দয়াবান আল্লাহর নামে"
শুরু করলাম। সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুক।

Want your school to be the top-listed School/college in Feni?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Biroli, Feni Sadar, Feni
Feni
3900

Other Tutors/Teachers in Feni (show all)
Jahid's Academy - জাহিদ'স একাডেমী Jahid's Academy - জাহিদ'স একাডেমী
Doctor Para, Feni Sadar
Feni, 3900

This page will provide lectures on Physics, Chemistry, Biology, General Math, Higher Math for Class (9 - 10), and Math, General Science for Class (6, 7, 8).

Feni Balika Bidyaniketon Online School Feni Balika Bidyaniketon Online School
FENI
Feni, 3900

Online School

Online BD Tips and HElp Online BD Tips and HElp
RANIRHAT
Feni

I am teaching what I am learning . Stay with the likes inshallah We can be a skilled freelancer.

BCS & Job Math Solution Feni BCS & Job Math Solution Feni
ডাক্তারপাড়া, ফেনী
Feni

BCS Bank Primary Teacher NTRC Other Govt. Job preparation গণিত Special প্রাইভেট বেসিক Math, Class Vi, Vii, Viii, iX-X ম্যাথ IQ Dhaka University IBA MBA প্রশ্ন এবং Question Bank সল...

Kaisar Mahmood- কায়সার মাহমুদ Kaisar Mahmood- কায়সার মাহমুদ
Laxmipur, Laskarhat, Motobi
Feni, 3900

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র?

Trusted Tutors Feni Trusted Tutors Feni
Shanti Company Road, Feni Sadar, Feni
Feni, 3900

ফেনীর শহরে আপানার ছেলে বা মেয়ের জন্য শ

IQRA Coaching Center - ইক্বরা কোচিং সেন্টার IQRA Coaching Center - ইক্বরা কোচিং সেন্টার
Feni, 3900

Assalamu Alaikum. "Read on Your God's Name,Who Created You"

Fozlur Rahman tuhin Fozlur Rahman tuhin
Feni

Everything Has cos't i have no price

রাজু স্যার রাজু স্যার
Feni
Feni

পরিচালনা : ইসমাইল হোসেন রাজু, সহকারী শিক্ষক, লস্করহাট এস সি লাহা ইন্সটিটিউট, লস্করহাট, ফেনী সদর, ফেনী

Home Tutor Service, Feni Home Tutor Service, Feni
Feni, 3900

টিউশন ও টিউটর খুঁজে পাওয়ার সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মাধ্যম।

ফেনী কমার্স একাডেমী ফেনী কমার্স একাডেমী
In Front Of Guru Chakra Mandir, Mastar Para
Feni, 3900

Tutor:SSC ,HSC ,DEGREE ,BBA, MBA

Rahman Mojid Physics Rahman Mojid Physics
Feni Govt Computer Institute
Feni, 3907

I'm an Instructor/Lecturer of physics in feni Govt Computer Institute.