Sirat Tv 247

আস-সালামু আলাইকুম, প্রিয় মুসলীম ভাই ও বোনেরা, মুফ্তী আফফানুল হক সাহেবের অফিসিয়াল ফেইজে স্বাগতম।

Photos from Sirat Tv 247's post 15/05/2024

মুহতারাম, শ্রদ্ধেয় Ali Hasan Osama হাফিজাহুল্লাহ!

আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন।

মুহতারাম! বাংলাদেশে একজন গ্রহণযোগ্য বড় আলেম শ্রদ্ধেয় M***i Alauddin জিহাদি সাহেবের কয়েকটি রোশনী ভিডিওর slip of the tongue নিয়ে আপনি ব্যক্তি আক্রমণ করেছেন, অনেকগুলো পরামর্শ ও দিয়েছেন এবং সাধারণ মানুষের কাছে উনাকে জাহের মূর্খ বুঝানোই ছিল লেখার মুল উদ্দেশ্য।

মুহতারাম! শ্রদ্ধেয় মুফতি আলাউদ্দীন সাহেবের এক ঘন্টা একটা বক্তব্যে অনেকগুলো কোরআনের আয়াত কমপক্ষে 20 টা হাদিস, অসংখ্য ইমামের রেফারেন্স দিয়ে দালিলিক কথা বলে থাকেন। অন্যদিকে আপনার এক ঘন্টা একটা বক্তব্যে কোন কুরআনের আয়াত থাকে না হাদিস থাকেনা দালিলিক বক্তব্য তো দূরের কথা শুধু কিচ্ছা কাহিনী আর মানুষের সমালোচনায় ভরপুর।

আমরা দেখেছি কয়েকদিন আগে ব্রাদার্স রাহুলের সাথে অনলাইনে আপনার পর্যালোচনা মূলক একটি ডিবেট হয়েছে সেখানে আপনি কথা বলতে গিয়ে একটা জেনারেল শিক্ষিত, বাংলা শিক্ষিত লোককে ব্রাদার্স রাহুলকে বুঝাইতে পারেন নাই। আপনার এই দুর্বলতাটা কাভারেজ দেওয়ার জন্য M***i Alauddin জিহাদি সাহেব সুন্নি জামাতের হয়েও অনেকগুলা দলিল দিয়ে আপনাকে সহযোগিতা করেছে, এটা আপনার জন্য করে নাই, হানাফী মাযহাবের স্বার্থে করেছে। আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আরও অনেক আলেমরা আপনাকে কাভারেজ দেওয়ার জন্য ভিডিও বার্তা দিয়েছে এই কথাগুলি আপনি ভুলে গেলেন.?

মুহতারাম! আপনি যে ব্রাদার্স রাহুলের সাথে পর্যালোচনা করতে গিয়ে কি দেখে দেখে বলেছেন এগুলো কিন্তু আমরা জানি! অনলাইনে বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলব আরবের আলেমরাও শামেলার মধ্যে দেখবেন যের যবর হরকত এরাব দিতে গিয়ে ভুল করেছে, ভুল হবে এটা স্বাভাবিক। আপনাদেরও ভুল হতে পারে, আপনাদের অনেক বড় বড় আলেমদের অনেক ভুল এবারত আমাদের কাছে রয়েছে। একটা জেনারেল শিক্ষিত ব্যক্তিকে একেবারে সহজ তারাবির নামাজের বিষয়টি বুঝাতে পারেন না, সেখানে অন্য আলেমদের ব্যাকআপ দেওয়া লাগে দলিলের উপরে দলিল দিয়ে। কিন্তু আপনি যা করতেছেন মুফতি আলাউদ্দীন জিহাদি সাহেবকে নিয়ে এগুলো কি ইসলামী শিষ্টাচারের মধ্যে পড়ে.? আপনারা এগুলো পারেন ও ভালো আমরা এগুলো পারিনা এই ধরনের আদর্শ নিয়ে আমরা চলি না!

মুহতারাম! আপনাকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে, চরমোনাই দরবারের মুরিদরা বলে আপনি নাকি যৌনকর্মীর লোক, কওমি অঙ্গনের অনেক আলেম ভাইদের থেকে শোনা যায় আপনি নাকি মুনাফিক ইহুদীদের টাকায় চলেন, আপনার বুখারী শরীফের ওস্তাদ বলে আপনি নাকি চরম পর্যায়ে একটা বেয়াদব ছাত্র।

যাইহোক আপনার সেই লেখাকে কেন্দ্র করে আমরা বুঝতে পারি আপনি অনেক ভালো আরবি এবারত পড়নেওয়ালা একজন ব্যক্তি, অনেক বড় আলেম, আপনি আলাউদ্দীন জিহাদি সাহেবকে পড়াশোনা করার পরামর্শ দিচ্ছেন খুব ভালো মা শা আল্লাহ। যেহেতু "নিজেকে বড় আলেম" মনে করে উনাকে পরামর্শ দিয়েছেন। সেহেতু আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও আলাউদ্দীন জিহাদি সাহেবের একজন ছাত্র তুল্য ব্যক্তির আপনার প্রতি কয়েকটি কথা।

এক.
সিরাতের কিতাব থেকে আরবি এক পৃষ্ঠা এবারত পড়া নিয়ে একটা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ইলমি ঘরনার কাছেই পেশ করা হোক, তাহলে সুন্নি ঘরনার আলেম এবং কওমি ঘরনার আলেমের আরবি এবারতে কার দৌড় কতটুকু জাতির কাছে স্পষ্ট হয়ে যাবে ইন শা আল্লাহ।

দুই .
যেহেতু চ্যালেঞ্জ টা আপনার পক্ষ থেকে এসেছে, আর আপনি "নিজেকে বড় আলেম" মনে করেই আলাউদ্দীন জিহাদি সাহেবের আরবি এবারত শিখার পরামর্শ দিয়েছেন তাই আয়োজন টা আপনাকেই করতে হবে।

তিন.
মুহতারাম! লাইভের সময়, স্থান জানাবেন ইন শা আল্লাহ।

সর্বদা আল্লাহ আপনাকে ভালো রাখেন আমিন।
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবা রাকাতুহু।

📝 আহলে সুন্নাত ওয়াল জামা'আত

17/03/2024

আল্লাহর জিকির যেখানে হবে_সেখানে নবীর জিকির হতেই হবে। মুফতী মেহেরাজুল হক।

#নতুন #ইসলামিক #ভিডিও #হোসাইনি #কাফেলা

15/03/2024

এক মিনিটে জানুন। রাসূলুল্লাহ সাঃ এর প্রতি ভালোবাসা কেমন হওয়া উচিত? মুফতী মেহেরাজুল হক।

#নতুন #ইসলামিক #ভিডিও #হোসাইনি #কাফেলা

14/03/2024

রাসুলুল্লাহ সাঃ কে বিশ্ব নবী যারা বলে, তাদেরকে বলছি! বিশ্ব নবী বললে মারাত্মকভাবে শানের অবমাননা করা হয়। মুফতী মেহেরাজুল হক। হুজুরের সাথে যোগাযোগ : +8801603664253 ( p.s )

#নতুন #ভিডিও #ইসলামিক #হোসাইনি #কাফেলা

06/02/2024

#পথভ্রষ্ট আলেম উম্মতের জন্য ফিতনা: যারা পথ ভ্রষ্ট ইমাম কে অনুসরন করবে তারা নিজেরাও পথ ভ্রষ্ট হবে,

আবূ যার (রাঃ) বলেছেন, "আমি নবী-এর নিকটে একদিন উপস্থিত ছিলাম এবং আমি তাকে বলতে শুনেছি, 'এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মাহ্-এর জন্য দাজ্জালের অপেক্ষাও অধিক ভয় করি।' তখন আমি ভীত হয়ে পড়লাম, তাই আমি বললাম, 'হে আল্লাহর রসূল! এটি কোন জিনিস, যার ব্যাপারে আপনি আপনার উম্মাহ্-এর জন্য দাজ্জালের চাইতেও অধিক ভয় করেন?' তিনি [নবী] বললেন, 'পথভ্রষ্ট 'আলিমগণ।" -মুসনাদ আহমাদ, হাদীস নং. ২০৩৩৫

অন্য বর্ণনায় এসেছে: শাদ্দাদ ইবনে আউস রা. থেকে বর্ণিত, নবীজি সাঃ বলেছেন, "নিশ্চয়ই আমি আমার উম্মাহ্-এর জন্য কোন কিছুরই ভয় করি না, পথভ্রষ্ট 'আলিমগণ ব্যতীত। এভাবে, যখন আমার উম্মাহ্-এর বিরুদ্ধে তলোয়ার উঠানো হবে, এটা তুলে নেওয়া হবে না বিচার দিবস পর্যন্ত।"

-মুসনাদ আহমাদ, হাদীসঃ নং. ১৬৪৯৩, ২১৩৬০, ৩১৩৫৯, ২০৩৩৪,

#হযরত আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "আখেরী যামানায় অনেক ইবাদাতকারী হবে মূর্খ। আর অনেক ক্বারিরা হবে ফাসিক" (অর্থাৎ কবীরা গোনাহে লিপ্ত)। [কানযুল উম্মাল]

#আবার কিছু ইমাম কিচ্ছা কাহিনি দিয়ে ওয়াজ করে। তাদের ওয়াজে কোরআন হাদিসের কথা থাকে না, অনেকে পবিত্র কুরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা করে থাকে, বর্তমান সময়ে তাদের মধ্যে আমার মনে হয়েছে অন্যতম মুফতী রেজাউল করিম আবরার । কিছু দিন পর সবে মেরাজ আসিতেছে, ইতিমধ্যে পথভ্রষ্ট অনেক আলেম শবে মেরাজের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তাদের থেকে আমাদের কে সাবধান থাকতে হবে।

পুচকে মৌলভী রেজাউল করিম আবরার সবে মেরাজ সম্পর্কে এক সুন্নী আলেমের বক্তব্য খন্ডন করতে গিয়ে তার অনেক জাহালত প্রকাশ করেছে। সে অনেক জালিয়াতি করেছে। সাধারণ মানুষদের কে সবে মেরাজ থেকে দূরে সরিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছে। পুচকে মৌলভী রেজাউল করিম আবরারের শবে মেরাজের ভিডিওটির জবাব দেওয়া ঈমানী দায়িত্ব মনে করতেছি। তাই আগামীকাল Sirat Tv 247 facebook পেজ ও YouTube চ্যানেলে তার বক্তব্যের জবাবের ভিডিও আপলোড করা হবে । যারা পুচকে মৌলভী রেজাউল করিম আবরারের জালিয়াতি ও জাহালত দেখতে চান Sirat Tv 247 facebook পেজ ও YouTube চ্যানেলে এর সাথে থাকুন।

#যিয়াদ ইবনু হুদায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা উমার রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে জিজ্ঞেস করলেনঃ তুমি কি বলতে পারো, ইসলাম ধ্বংস করবে কোন জিনিসে? আমি বললাম, আমি বলতে পারি না; তখন তিনি বললেন;

১) আলেমদের পদস্খলন, আর ২) আল্লাহর কিতাব (কুরআন) নিয়ে মুনাফিক্বদের ঝগড়া-বিবাদ বা তর্ক-বিতর্কে লিপ্ত হওয়া এবং ৩) পথভ্রষ্ট শাসকদের শাসন।

মিশকাতুল মাসাবীহ: ২৬৯; সুনানে দারিমী ২১৪

📝 হাঃ মাওঃ মুফতীঃ আফফানুল হক

05/02/2024

ইসরা বা মেরাজের উপর বিশ্বাস স্থাপন করা ফরজ। মেরাজের শিক্ষার উপর জীবন পরিচালিত করা অতিব জরুরি।

ইসরা বা মেরাজ নবীজির (সা) জীবনে ঘটা এক অবিষ্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা। এ রাতে নবীজি (সা) উর্ধ্বজগতে পরিভ্রমণ করেছিলেন। আমরা এই ঘটনাটিকে মনে-প্রাণে বিশ্বাস করি। পাশাপাশি এই রাতের বিভিন্ন ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহন করে নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। শবে মেরাজ আমরা পালন করি। শবে মেরাজের দিনে সারাদিন রোজা রাখি। আর রাত্র বর আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, নফল নামাজ এবাদত বন্দেগী করি। এগুলোই একজন মুমিনের জীবনে শবে মেরাজের দাবী ।

কিন্তু বর্তমান সময়ের বাস্তবতা বেশ ভিন্ন।
ইহুদিদের টাকায় চলা কিছু মৌলভী সাধারণ নবী প্রেমিক মানুষদের অন্তর থেকে নবীজি সাঃ এর মহাব্বত দূর করার জন্য মেরাজ সম্পর্কে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে। কয়েক দিন পরে শবে মেরাজ আসতেছে ইতিপূর্বে এক শায়খের বক্তব্য শুনে তার বক্তব্যের জবাব দেওয়া ঈমানী দায়িত্ব মনে করলাম ।

তথাকথিত শায়খ আহমাদুল্লাহ এর বক্তব্যের জবাব দেখতে চাইলে Sirat Tv 247 Facebook পেজ ও YouTube চ্যানেলের সাথে থাকুন।

একটা হাদিস লক্ষ্য করি: হাদিস টি উল্লেখ রয়েছে ইমাম বায়হাকী রহঃ এর فضائل الاوقات কিতাবে, আরো উল্লেখ রয়েছে ইমাম বায়হাকী রহঃ এর شعب الايمان কিতাবে, আরো উল্লেখ রয়েছে ইমাম জালালুদ্দিন সূয়ূতি রহঃ এর تفسير در منثور কিতাবে, আরো উল্লেখ রয়েছে ইমাম হিন্দি রহঃ كنز العمال কিতাব সহ আরো অসংখ্য কিতাবে হাদীস টি উল্লেখ রয়েছে।

হাদিস টি এই ভাবে উল্লেখ…

عَنْ سَلْمَانَ الْفَارِسِي، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فِي رَجَبٍ يَوْمٌ وَلَيْلَةٌ مَنْ صَامَ ذَلِكَ الْيَوْمَ، وَقَامَ تِلْكَ اللَّيْلَةَ كَانَ كَمَنْ صَامَ مِنَ الدَّهْرِ مِائَةَ سَنَةٍ ، وَقَامَ مِائَةَ سَنَةٍ وَهُوَ ثَلَاثَ بَقَيْنَ مِنْ رَجَبٍ

অর্থাৎ নবীজি সাঃ বলেন রজব মাসে এমন একটা দিন ও রাত্র আছে, ওই দিনে কেউ যদি দিনভর রোজা রাখে অথবা সারারাত্র নফল এবাদত বন্দেগী করে আল্লাহ পাক তার আমল নামায় 100 বছর নফল এবাদত বন্দেগীর সোয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ।

আর দিনটা কখন এ এই বিষয়ে হাদিসের শেষে স্পষ্ট দেওয়া আছে وَهُوَ ثَلَاثَ بَقَيْنَ مِنْ رَجَبٍ অর্থাৎ রজব মাসের শেষ থেকে তিন দিন বাদ দিলে যে দিন পড়ে ওই দিনের কথা বলা হয়েছে। আর আমরা যদি শেষ থেকে তিন দিন বাদ দেই তাহলে রজব মাসের ২৭ তারিখ নবীজির মেরাজ প্রমাণিত। এবং কেউ যদি রজব মাসের ২৭ তারিখ দিনভর নফল রোজা সারারাত্র নফল এবাদত বন্দেগী করে ১০০ বছর নফল এবাদত বন্দেগীর সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে।

এই হাদীস সম্পর্কে ইমাম বায়হাকী রহঃ বলেন: هذا حديث حسن صحيح অর্থাৎ: এই হাদিসটা হচ্ছে হাসান।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে শবে মেরাজের দিনভর রোজা রেখে সারা রাত্র নফল এবাদত বন্দেগী করে শবে মেরাজ পালন করার তাওফিক দান করুক আমিন ।

📝 হাঃ মাওঃ মুফতীঃ আফফানুল হক।

07/01/2024

নবীজির গোলামের কোন চিন্তা নেই। চলো নবীজির জান্নাতে মাদিনাতে জাই। নতুন গজল ২০২৩
সূর হাঃ ক্বারীঃ মোঃ এহসানুল হক।

#নতুন #ইসলামিক #গজল #নাতে #রাসূল #নবীজির #গোলামের #কোন #চিন্তা #নাই

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Feni?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

মধুপুরের বাহাস সম্পর্কে বাইতুল মুকাররম থেকে হুং*কা*র।......#reelsvideoシ #reelsviralシ #islamic #followers #highlights
নবীজির গোলামের কোন চিন্তা নেই। চলো নবীজির জান্নাতে মাদিনাতে জাই। নতুন গজল ২০২৩

Category

Website

Address


Feni

Other Feni advertising & marketing companies (show all)
E2A Land E2A Land
Munshirhat , Fulgazi
Feni

We are professional graphic designers

Abdullah mahebi Abdullah mahebi
Feni

My new page

Lohan Dream  Fashion Lohan Dream Fashion
Feni, AZIZULISLAM

��Welcome �� �My Page� @[100093442104411:Farhana Fashion

ADIB GAME SHOP ADIB GAME SHOP
Chhagalnaiya College Road
Feni, 3910

ALLAH IS ALWAYS SEEING ME 🙂.

Silly Sales Squad Silly Sales Squad
Feni Sodor, Chottogram
Feni, 3900

Join our 'Silly Sales Squad' community and experience a world of laughter and joy with every purchase

Dev ranjit Dev ranjit
Noakhali
Feni, 3813

Talks about #UX/UI #webdesign #figma #wordpress #webflow #shopify

NS Ecom Helper NS Ecom Helper
Feni Sadar
Feni, 3900

Bongo Tech Academy provides all kinds of services including graphic design, marketing & web design.

Amirul Islam Munna Amirul Islam Munna
Feni, 3900

Hello there! This is Amirul Islam Munna. I am a graphics designer. Basically I like to make designs for "Book cover" and "Business card". You are welcome to communicate when needed...

aamarboost.com aamarboost.com
Feni, 3940

Islami Bank Lalpool Bazar Outlet Islami Bank Lalpool Bazar Outlet
Asad Shopping Center (2nd Floor), Lalpool Bazar, Feni Sadar, Feni
Feni

All types of banking solution are available here

Hridoyhtd Hridoyhtd
Sonagazi
Feni, 3930

Hi there, We provide Graphic design and Digital Marketing BD in Online. Eye-catching and targeted au