Al-Masud Air International
Let us show you the world
📍নেপাল ভ্রমণ 🇳🇵
নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।নেপাল বৃহদায়তন হিমালয় পর্বত মালার পাদদেশে অবস্থিত।নেপালের মানুষ শান্ত, নম্র ও স্থির প্রকৃতির।নেপালি ভাষায় বাংলা, হিন্দি, সংস্কৃত অনেক শব্দ আছে।নেপালিরা মূলত হিন্দিতে কথা বলে।
বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য হেসেল মুক্ত গন্তব্য নেপাল।দেশটিতে আপনি দুই ভাবে ভ্রমণ করতে পারবেন।১)by air
২)land border
By air এ গেলে on arrival ভিসা পাবেন।land border এ গেলে eTA নিয়ে যেতে হবে।(আগে যদিও
ভিসা লেবেল দূতাবাস থেকে নেওয়া যেত)এখন বর্তমানে আপডেট করা হয়েছে।ভিসা লেভেলের পরিবর্তে Electronic Travel Authorization (eTA)
e-visa/visa approval letter নিতে হবে।
প্রথমবার আবেদন ফ্রি।
A traveler can apply using the website :
https://nepaliport.immigration.gov.np/onlinevisa-mission/application
এছাড়া আপনি যদি বাই এয়ারে যান সে ক্ষেত্রেও আপনি ETA নিয়ে যেতে পারেন।এজন্য একটা সুবিধা পাবেন।পূর্বে যেমন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনাকে on arrival ভিসার জন্য।
এয়ারপোর্টের ভিতর থেকে অনলাইনে আবেদন করে কনফার্ম পেজের ছবি তুলে পাসপোর্ট কন্ট্রোলে নিয়ে যেতে হতো।ETA থাকলে তার কোন প্রয়োজন নেই।
সরাসরি পাসপোর্ট কন্ট্রোলে চলে যাবেন।Arrival card ও লাগবেনা।
required
1)Digital photo
3)Passport scan copy
3)Round ticket
"বাংলাদেশ" তুমি জাগ্রত জনতার,
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
🇸🇦 *সৌদি আরবের সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি* 🇸🇦
কোম্পানি: *Arabian International Company (AIC), Jeddah, KSA*
ভিসা: Asas Shar
*ওকালা রেডি*
পদের নাম: *ফ্যাক্টরি হেলপার*
*নোট:*
➖বেতনঃ সৌদি রিয়াল-১০৬০
➖খাওয়া ফ্রী, থাকা ফ্রি, আকামা ফ্রি
➖ডিউটি: ১০ ঘন্টা +ও.টি.
➖বয়সঃ ২২-৩৫ বছর
➖প্রয়োজন: পাসপোর্ট, মেডিকেল ফিট রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স।
*ভিসা পাওয়ার ১৫ দিনের মধ্যে অবশ্যই ফ্লাইট যেতে হবে।*
যোগাযোগ:
*আল-মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
📞 রিজভী 01823 249020
*🇦🇪 দুবাইতে সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 🇦🇪*
কোম্পানি: *Transguard Group LLC*
(সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা হবে)
পদের নাম : *লোডার*
*(এয়ারপোর্ট অথরিটি)*
নোট:
➖বেতন: ১০০০ দিরহাম + ও.টি
➖খাওয়া নিজ, থাকা ফ্রী, আকামা ফ্রী
➖ডিউটি: ০৯ ঘন্টা + ও.টি
(সাপ্তাহিক ০৬ দিন)
➖বয়স: (১৮ - ৩৯) বছর
➖ভিসা পাওয়ার ১৫ দিনের মধ্যে অবশ্যই ফ্লাইট যেতে হবে।
*আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা) সহ জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।*
যোগাযোগ:
*আল- মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
📞 মি. রিজভী - 01823-249020
*🇦🇪 দুবাইতে সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 🇦🇪*
কোম্পানি: *Transguard Group LLC*
(সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা হবে)
পদের নাম : *ইনডোর ক্লিনার*
নোট:
➖বেতন: ১০০০ দিরহাম + ও.টি
➖খাওয়া নিজ, থাকা ফ্রী, আকামা ফ্রী
➖ডিউটি: ০৯ ঘন্টা + ও.টি
(সাপ্তাহিক ০৬ দিন)
➖বয়স: (১৮ - ৩৯) বছর
➖ভিসা পাওয়ার ১৫ দিনের মধ্যে অবশ্যই ফ্লাইট যেতে হবে।
*আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা) সহ হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।*
যোগাযোগ:
*আল-মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
📞 রিজভী - 01823-249020
বাই এয়ারে ভারতে প্রবেশের ক্ষেত্রে এখন থেকে Air Subidha ফরম ফিলাপের প্রয়োজন নেই।
যোগাযোগঃ
আল- মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
তৈয়বা মার্কেট (২য় তলা), চৌধুরী হাট রোড, দাগনভূঞা, ফেনী।
📞01823-249020(What's app+Imo)
*🇦🇪 দুবাইতে সুপ্রতিষ্ঠিত কোম্পানিতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 🇦🇪*
কোম্পানি: *Dulsco*
(সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা হবে)
পদের নাম : *বলদিয়া ক্লিনার*
নোট:
➖বেতন: ৮২৫ দিরহাম + ও.টি
➖খাওয়া নিজ, থাকা ফ্রী, আকামা ফ্রী
➖ডিউটি: ০৮ ঘন্টা + ও.টি
(সাপ্তাহিক ০৬ দিন)
➖বাধ্যতামূলক ওভারটাইম করতে হবে।
➖বয়স: (২০ - ৩৮) বছর
➖ওজন: নূন্যতম ৫৫ কেজি
➖উচ্চতা: নূন্যতম ৫.৩"
➖ভিসা পাওয়ার ১০ দিনের মধ্যে ফ্লাইট যেতে হবে।
*আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে পাসপোর্ট, ছবি ৬০০*৬০০ (ব্যাকগ্রাউন্ড সাদা), প্রি-মেডিকেল ফিট সার্টিফিকেট, ভ্যাকসিন সনদসহ হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।*
যোগাযোগঃ
আল-মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
তৈয়বা মার্কেট(২য় তলা), চৌধুরী হাট রোড়, দাগনভূঞা, ফেনী।
📞01823-249020
শেয়ার করে টাইম লাইনে রেখে দেন 📌
বিদেশ থেকে কয়টি মোবাইল আনতে পারবো। সোনার কতটুকু আনা যাবে।
বিদেশ থেকে আগত অপর্যটক যাত্রীদের জন্য ব্যাগেজ বিধিমালা ২০১৬ অনুযায়ী যেসব পণ্য সঙ্গে আনতে বাংলাদেশের বিমানবন্দরে কোন শুল্ক দেওয়া লাগবে এবং যে সব পণ্যে লাগবে সে সম্পর্কে জানতে এই পোষ্টটি দেখুন।
* মোট প্যাকেজ - ১৪ দিন *
# ভিসা
# এয়ার টিকেট
# স্টার মানের হোটেল, হেরেম শরিফ থেকে ৩০০ মিটার ট্রান্সপোর্ট এবং - মক্কা - মদীনায় দর্শনীয় স্থান সমূহ ভিজিট।
যোগাযোগ
* আল- মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
*মোবাইলঃ- ০১৮২৩২৪৯০২০,০১৮২৩২৪৯০২১
তৈয়বা মার্কেট(২য় তলা), চৌধুরী হাট রোড, দাগনভূঞা, ফেনী
*🇦🇪 দুবাইতে সুপ্রতিষ্ঠিত সিকিউরিটি কোম্পানিতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 🇦🇪*
ইন্টার্ভিউ তারিখ: *০২ অক্টোবর ২০২২ ইং*
(সরাসরি এমপ্লয়মেন্ট ভিসা হবে)
পদের নাম : *সিকিউরিটি গার্ড*
(সরকারী প্রজেক্ট)
নোট:
➖বেতন: ১৮০০ দিরহাম
➖থাকা ফ্রী, খাওয়া নিজ
➖উচ্চতা: ৫.৬"
➖ডিউটি: ১২ ঘন্টা
➖বয়স: (২০ - ৩৮) বছর
➖প্রার্থীকে অবশ্যই নূন্যতম *এস.এস.সি* পাশ হতে হবে এবং ইংরেজী জানতে হবে।
➖ভিসা পাওয়ার ১০ দিনের মধ্যে ফ্লাইট যেতে হবে।
➖ভিসা ০৫ কর্ম দিবসে পাওয়া যাবে।
*আগ্রহী প্রার্থীদের জরুরী ভিত্তিতে পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা) এবং শিক্ষাগত সনদ সহ ইন্টার্ভিউতে হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।*
যোগাযোগঃ-
আল- মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল
📞01823249020
01818-573132 (WhatsApp)
আপনি কি সম্প্রতি বিদেশ যাবেন ?
বাংলাদেশে ”চোখ ওঠা” হিসেবে পরিচিত চোখের এই অসুখটি চিকিৎসা বিদ্যার ভাষায় “কন্জাঙ্কটিভাইটিস”। সম্প্রতি এ রোগে আক্রান্তর সংখ্যা বেড়েছে। আপনি যদি বিদেশগামী যাত্রী হন আপনাকে সর্তক হতে হবে না হলে আপনার বিদেশ যাত্রা বাঁধাগ্রস্ত হবে।
বাংলাদেশে বেশির ভাগ মানুষই এ রোগে চিকিৎসা নেন না। ৫/৬ দিনে এমনিতেই এ রোগ সেরে যায়। তবে এ রোগ অত্যন্ত সংক্রামক হওয়ায় একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত ছড়ায়।
এ রোগে আক্রান্ত যাত্রীদের বিদেশ যাত্রার জন্য ”ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট নিতে হবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ থেকে। ফিট ফর ফ্লাইট সার্টিফিকেট না থাকলে এয়ারলাইন আপনাকে বোর্ডিং করবে না।
ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট পেতে হলে আপনাকে চোখ উঠলেই দ্রুত রেজিস্ট্রার্ড চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিয়ে ৭ দিন পার হবার পর বিমানবন্দর আসলে ”ফিট ফর ফ্লাইট সার্টিফিকেট দিবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।
চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে বিমানবন্দরে। কালো চশমা পড়ে বিমানবন্দরে আসতে হবে। কেউ চিকিৎসা না নিয়ে শুধু প্রেসক্রিপশন নিয়ে আসলেন, তার চোখের অবস্থা ভালো না হলে ”ফিট ফর ফ্লাইট” সার্টিফিকেট দেয়া হবে না।
বাংলা এভিয়েশনের পরামর্শ, পরিবারের কেউ চোখ ওঠা রোগে আক্রান্ত হলে সতর্ক হতে হবে বিদেশগামী যাত্রীদের। ময়লা হাতে চোখ স্পর্শ করা যাবে না।অন্যের ব্যবহার করা গামছা বা টাওয়াল চোখ মুখ মোছার জন্য ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে গতি বাড়ানোর আহবান মানবসম্পদমন্ত্রীর
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে সরকার অনুমোদন দেওয়া সত্ত্বেও বাড়ছে না গতি। কার্যক্রমে গতি বাড়াতে নিয়োগকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান। মন্ত্রী বলেছেন, সরকার শুধুমাত্র নিয়োগকর্তাদের ৪০০,০০০ কোটার সমাধান এবং অনুমতি দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। এখন নিয়োগকারীদের দায়িত্ব বিদেশি কর্মী নিয়োগ তরান্বিত করা।
অনেকের ধারণা মন্ত্রণালয় পর্যায়ে সমস্যা আছে কিন্তু মন্ত্রণালয়ে এখন আর কোনো সমস্যা নেই। মন্ত্রণালয়, উৎস দেশগুলোর মধ্যে সমঝোতা স্মারক এবং কোটা অনুমোদন দেয়ার কাজটি করেছে
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মেনারা মানিকভাসাগামে মিট দ্য কাস্টমার ডে প্রোগ্রামে, সংবাদ সম্মেলনে মানবসম্পদ মন্ত্রী বলেন, “এখন পর্যন্ত, আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে কোন দেশে আমাদের বাছাই করতে হবে কারণ আমাদের প্রায় ১৪টি উত্স দেশ রয়েছে। অনেক লোক এই বিষয়ে সচেতন, মানবসম্পদ মন্ত্রণালয় শুধুমাত্র বিশেষ অনুমোদন দেয় এবং নিয়োগকর্তাদের সিদ্ধান্ত নিতে হয়”
মন্ত্রী বলেন, “বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার শ্রমিকদের ভাষা, ধর্ম এবং সংস্কৃতির কারণে নিয়োগকর্তারা প্রায়শই বেছে নেন। তবে তিনি নিয়োগকর্তাদেরকে অন্যান্য দেশ থেকেও কর্মী নিয়োগের আহ্বান জানান। শুধু একটি দেশের উপর নির্ভর করবেন না কারণ যখন আমরা একটি দেশের উপর নির্ভর করি, তখন আমরা যখন সমঝোতা স্মারকগুলি নিয়ে আলোচনা করি তখন অনেকগুলি শর্ত সেট করা হয় শ্রীলঙ্কার শ্রমিকরা এর আগেও গৃহকর্মী সেক্টরে কাজ করেছিল।”
এর আগে ২১ সেপ্টেম্বর সারাভানান বলেছেন, সরকার শ্রম সরবরাহের জন্য শ্রীলঙ্কা সরকারের সরকারী আবেদন অনুমোদন করেছে এবং বর্তমানে দেশটির গুরুত্বপূর্ণ খাতে অর্থনৈতিক সংকটের পরে ১০,০০০ কর্মী কোটার জন্য আবেদন করেছে।
এদিকে, রেস্তোঁরাগুলিতে অপর্যাপ্ত কর্মীদের সমস্যা সম্পর্কে মন্তব্য করে সারাভানান বলেছিলেন, আগামী সপ্তাহে সমস্যাটি সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ প্রসঙ্গে এম সারাভানান বলেছেন, আগে কিছু পক্ষ বিতর্ক করেছিল যে আমরা কেবল ২৫টি এজেন্সি সীমিত করেছি কিন্তু এখন আমরা সেগুলি বাড়িয়েছি। মন্ত্রিসভা ১০০টি এজেন্সি (বাংলাদেশ থেকে) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত ৭৫টি এজেন্সি অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, ১০,০০০ হাজার শ্রীলঙ্কার কর্মী প্রবেশের সাথে জড়িত মোট সংস্থার সংখ্যা এখনও সরকার অনুমোদিত হয়নি এবং সংস্থাগুলির তালিকা অবশ্যই উত্স দেশের সাথে নিবন্ধিত হতে হবে বলেও জানান মানবসম্পদমন্ত্রী।
Source : Malaysia News The Sun
জরুরি বিজ্ঞপ্তি ✈ ✈ ✈
*দ্রুত ও সাশ্রয়ীমূল্যে টিকেটের তারিখ পরিবর্তন করা হয়। 24/7*
*Biman Bangladesh-BG*
*Saudi Airlines-SV*
*Emirates Airlines-EK*
*Qatar Airways-QR*
*Etihad Airways-EY*
*Srilankan Airlines-UL*
*Gulf Air-GF*
*Jazeera Airways-J9*
*Air Arabia-G9*
*US Bangla Airlines-BS*
*Turkish Airlines-TK*
*Malaysia Airlines-MH*
*Air Asia-AA*
*Malindo Air-OD*
*AL MASUD AIR INTERNATIONAL*
Urgent Requirement For
Travel Requirement for Doha,
চীন-বাংলাদেশ বিমান চলাচল শুরু বৃহস্পতিবার
আগামী ১৮ আগস্ট, বৃহস্পতিবার থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে চীনের গুয়াংজু পর্যন্ত ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ কথা জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, শুরুতে চীনের গুয়াংজু রুটে যাত্রী পরিবহন শুরু হচ্ছে। ১৮ই আগস্ট বাংলাদেশ সময় সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানের ফ্লাইট বিজি-৩৬৬। এটি চীনের স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট ঐদিন গুয়াংজু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৮টায়।
বিমান জানায়, মঙ্গলবার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর সঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও যাহিদ হোসেনের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিমান আরো জানায়, খুব শিগগিরই শুরু হবে ঢাকা-কুনমিং রুটে ফ্লাইট চলাচল। বৈঠকে দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট বৃদ্ধির বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত।
বিদেশী কর্মী নিয়োগের আবেদনের উপর অস্থায়ী স্থগিত এই শুক্রবার (আগস্ট 19) থেকে প্রত্যাহার করা হবে, মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান বলেছেন।
তিনি বলেন, আগে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হলেও শিল্প-কারখানার আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূল কথা হলো স্খগিত থাকার কথা ছিল ৩১ আগষ্ট পর্যন্ত , এই ঘোষনার প্রেক্ষিতে আগামী ১৯ই আগষ্ট থেকে পুনরায় আবেদনের কার্যক্রম শুরু হবে ।
বিনম্র শ্রদ্ধা
বিদেশগামী অথবা বিমানবন্দরগামী যাত্রীদেরকে হাতে অতিরিক্ত সময় নিয়ে যাত্রা শুরু করার অনুরোধ...
সকল দেশের জন্য ৬৮ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ। মালয়েশিয়ার আগাম মেডিকেলকারীদের জন্য হতাশা
সকল দেশের জন্য ৬৮ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ। মালয়েশিয়ার আগাম মেডিকেলকারীদের জন্য হতাশা
মঙ্গলবার সরকার যে ৬৮ টি মেডিকেলের তালিকা প্রকাশ করেছে তা বিশ্বের সকল দেশের জন্য । অর্থাত বিদেশ যেতে মেডিকেল পরীক্ষার জন্য এই সেন্টারগুলো অনুমদিত। কিন্তু এর মধ্যে কোন কোন দেশ মালয়েশিয়াতে মেডিকেল করতে পারবে তা পরিস্কার করেনি সরকার। তাছাড়া আগাম মেডিকেল করেছে এমন অনেক মেডিলেক সেন্টারই নেই তালিকাতে। এমন কি আগাম মেডিকেল করেছেন এমন ব্যক্তিতে এখন কি হবে তাও পরিস্কার নয়।
✅ওমরাহ নিউজঃ
৩০ জুলাই (১মহররম) থেকে শুরু হবে ১৪৪৪ হিজরির নতুন ওমরাহ মৌসুম।
শান্তি-সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয় ঈদুল আযহা
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
💖ঈদ মোবারক 💖
BMET registration by Ami Probashi Apps
মালয়েশিয়া যেতে নিবন্ধন শুরু...!!!
সোমবার মানে ১৩ জুন থেকে আপনার নিকটস্থ সরকারি ট্রেনিং সেন্টার বা কর্ম সংস্থানের অফিসে গিয়ে নিবন্ধন করতে পারবেন যারা মালয়েশিয়া যেতে চান। মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে বিএমইটির ওয়েব সাইট www.bmet.gov.bd এই ঠিকানায় ঢুকে বিস্তারিত জানতে পারেন।
মালয়েশিয়া যেতে নিবন্ধন করা যাবে ২০০ টাকা দিয়ে। তবে আপনি যদি বাসায় বসে নিবন্ধন করতে চান তবে আমি প্রবাসী এ্যাপে নিবন্ধন করতে পারেন। এর জন্য প্রয়োজন ৩০০ টাকা। ভিডিও কিউআরকোড দেয়া আছে এটি স্ক্যান করে আমি প্রবাসী এ্যাপে ঢুকতে পারেন । অথব মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে এ্যাপে ঢুকে ফরম পুরন করেত পারেন। মালয়েশিয়া যেতে নিবন্ধন করতে প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, ফোন নাম্বার, ইমেইল যদি থাকে, আর যদি দক্ষতার সনদ থাকে। মালয়েশিয়া যেতে নিবন্ধন নতুন করে করার প্রয়োজন নেই যদি না আগে নিবন্ধন করা থাকে। কেউ যদি একবার বিদেশ গিয়ে থাকেন তবে তার আর নিবন্ধনের প্রয়োজন নেই।
তবে মালয়েশিয়া যেতে নিবন্ধন করতেই হবে।
*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?*
*১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম ২৪ মাস!*
*২)* মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!
*৩)* মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, চিনোফারমা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!
*৪)* যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন!
*৫)* মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?
মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!
*৬)* মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে!
*৭)* থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!
*৮)* আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।
*৯)* মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!
*১০)* কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার!
*১১)* মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,
১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ৫। সার্ভিস সেক্টর ইত্যাদি ।
আরব আমিরাত (দুবাই আবুধাবি)র জনপ্রিয় শাসক মহামান্য শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
তিনি একই সাথে আবুধাবির আমির, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও রাষ্ট্রীয় বিমান বাহিনীর প্রধান ছিলেন।
মাল্টিলিংক গ্রুপের ডিরেক্টর ও আল-মাসুদ এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী আবু জাফর মোঃ সালেহ ভাইয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌹🌹
ঈদ মোবারক
মে থেকেই শাহজালালে চলবে রাতের ফ্লাইট সংস্কার কাজের জন্য গত ১০ ডিসেম্বর থেকে আগামী ১০ জুন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের ফ্লাইট ....
করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলে এবং সাথে টিকার কার্ড/সার্টিফিকেট থাকলে বাংলাদেশে প্রবেশে করোনার পরীক্ষার প্রয়োজন নাই।
অথ্যাৎ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোন টিকার র্পূণ ডোজ যারা নিয়েছেন তাদের বাংলাদেশ আসতে করনো পরীক্ষা করতে হবে না।
বিশেষ ঘোষণা
সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বাংলা এভিয়েশন নিশ্চিত হয়েছে, ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘন্টা পুর্বে পিসিআর টেষ্ট করার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে।
আপনার ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য আপনি যে এয়ারলাইনের টিকিট কেটেছেন, তাদের সাথে যোগাযোগ করুন।
#সৌদি আরবের যাত্রীদের জন্য জরুরী নোটিশঃ
√আগামী 9 ফেব্রুয়ারি থেকে সৌদি আরবের যাত্রীগণ করোনা টেস্ট এর 48 ঘণ্টার মধ্যেই সৌদি আরবে পৌঁছাতে হবে যা পূর্বে 72 ঘন্টা ছিল,
√সুতরাং আপনার যাত্রীকে 9 ফেব্রুয়ারি থেকে ফ্লাইটের একদিন আগে করোনা টেস্ট করাবেন ।
সূত্রঃ সৌদিয়া গ্যাজেট ।
একটু গবেষণা করলে দেখা যায় ২০১০ সালের আগেও মধ্য প্রাচ্যের অধিকাংশ প্রবাসীরা প্রায় তিন বছর পর পর দেশে যেতো। ২০১০ সালের পর আস্তে আস্তে এই অবস্থার পরিবর্তন হতে থাকে। প্রবাসীরা এক দুই বছর পর পর যাওয়া শুরু করে। বিশেষ করে ২০১৩-২০১৬ অধিকাংশ প্রবাসীরা প্রায় বছরে বছরে যাওয়া শুরু করেছিল। তার অন্যতম কারন ছিল বিভিন্ন এয়ারলাইনসের টিকিট ভাড়া অনেক কমছিল। আহ কি দারুন সব অফার ছিল এয়ারলাইনসগুলির। ইতিহাদের মতো বিশ্বমানের এয়ারলাইনসের টুওয়ে ভাড়া ছিল সম্ভবত মাত্র এক হাজার দেরহাম। কিছুদিন পর ফ্লাই দুবাই নিয়ে আসে টুওয়ে ভাড়া মাত্র ৯০০ দেরহাম নিয়ে। আর এয়ার আরাবিয়াতে সারা বছর কমভাড়া থাকতই। দেশে যাওয়া নিয়ে খুব একটা ভাবতে হতো না। তখনও বিমানের ভাড়া ছিল ১৩০০ দেরহামের মতো।সেটাও সহনীয় ছিল। প্রতি বছর প্রবাসীরা দেশে যাওয়ায় পরিবার ও প্রবাসীদের সাথে দুসঃহ অপেক্ষার প্রহরের মাত্রাটা কমে আসতো।
সব সমীকরণ আবার উল্টে যাচ্ছে বাংলাদেশ বিমানের কারনে। বিমানের টিকিটের ভাড়া আকাশচুম্বী হওয়ার কারনে অন্যান্য এয়ারলাইনস গুলিও এখন ভাড়া বাড়িয়ে দিয়েছে। অপরদিকে অধিকাংশ প্রবাসীদের বিশেষ করে ইউএই প্রবাসীদের বেতন গত পাঁচ বছরের একটুও বাড়েনি। বরং অনেক কোম্পানি বেতন আগের চেয়ে কমিয়ে দিয়েছে।
এই অবস্থায় বছরের বছরে দেশে যাওয়া আবার অসম্ভব হয়ে হয়ে যাচ্ছে। হতাশার সৃষ্টি হচ্ছে প্রবাসীদের মাঝে। আর মূল কারন হচ্ছে বাংলাদেশ বিমানের দূর্নীতি। নিজ দেশের একটি এয়ারলাইনস কিভাবে নিজ দেশের প্রবাসীদের সাথে বেইমানি করে এমন নজির হয়তো পৃথিবীর কোন দেশে নেই। বিমান কে সঠিকভাবে নিয়ন্ত্রন করার কেউ কি নেই??
🖋️মনিরুজ্জামান
আরব আমিরাত প্রবাসী।
১৫-০১-২২.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Feni
Opening Hours
Monday | 09:00 - 20:00 |
Tuesday | 09:00 - 20:00 |
Wednesday | 09:00 - 20:00 |
Thursday | 09:00 - 20:00 |
Saturday | 09:00 - 20:00 |
Sunday | 09:00 - 20:00 |
129, Sufi Market, Feni Sadar
Feni, 3900
We are Arrange Tourist visa For You. Travel In Our Blood.
254/1 Puratan Police Quarter, Rampur
Feni, 3900
The main goal of "Vromon Ovijatri" is to make travel more easier and obtainable.
LOVE MARKET 3RD FLOOR, Grand Trunk Road, FENI
Feni, 3900
Travels & Tours Agent.
Feni Garden City, (3rd Floor), Room No:/D-116, Collage Road
Feni, 3900
Our Service : Hazz & Umrah Air Ticket Tour Package Student Visa Visa Processing
Post Office Road
Feni
Office NO ; 01839841155 Hotline: 01883879833,01718-200846 FENI CENTER (5th floor) , ROOM NO : 01
Feni, Sonagai Road, Sinior Madrasah
Feni, 3931
আল্লাহর ঘরের মেহমানদের স্বাগতম। পবিত্র কাবা ঘর যেয়ারাতের সাথি হিসবে আমরা আপনার সহযোগী।
Trunk Road
Feni, 3900
সুলভ মূল্যে সকল প্রকার বিমান টিকিট, ইন্ডিয়া ডোমেষ্টিক টিকেট, ভিসা প্রসেসিং এর বিশ্বস্থ প্রতিষ্ঠান।