Ratanpur Hazi Sayeder Rahman Memorial High School,Feni.
An Ideal & planned Institution.
NTRCA এ কর্তৃক সুপারিশকৃত সহকারী শিক্ষক জনাব ফাতিমা (সামাজিক বিজ্ঞান) আজ (১২.৯. ২৪ খ্রি.) যোগদান করেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে উনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
ইনশাল্লাহ!
আগামীকাল ৮ সেপ্টেম্বর,২০২৪খ্রি. রোববার থেকে যথারীতি " রতনপুর হাজী ছৈয়দের রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের " শ্রেণিকার্যক্রম চলবে।
(বন্যার্তদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের কারণে ১৯ আগস্ট থেকে শ্রেণিকার্যক্রম বন্ধ ছিল)
"বিদ্যালয় আঙ্গিনায় ফলজ গাছ রোপন :(১৪.৭.২৪)
সৌজন্যে :
LANKA POWER PLANT - FENI
এই প্রথম বিদ্যালয়ের নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় কৃতকার্যদের Testimonial প্রদানের স্থির চিত্র।
একজন প্রত্যবেক্ষক এর দায়িত্ব হল:
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
▪️পরিশিষ্ট-১ ছক দেখে পরিশিষ্ট-২ ছক পূরণ করবেন।
পরিশিষ্ট-১ প্রত্যবেক্ষকের জন্য পর্যবেক্ষণ ছক, পরিশিষ্ট -২ প্রত্যবেক্ষকের রেকর্ড পর্যবেক্ষণ ছক, এবং প্রত্যবেক্ষক হলো যিনি মূল্যায়ন কক্ষে থাকবেন, তার মানে মূল্যায়ন কক্ষে শুধু পরিশিষ্ট -১ এবং পরিশিষ্ট-২ লাগবে।
▪️এরপর বিষয়শিক্ষকের দায়িত্ব/ কাজ হল :
পরিশিষ্ট ৩ এর ছক দেখে পরিশিষ্ট ৪ পূরণ করতে হবে।
▪️পরিশিষ্ট ২ এবং ৪ এর ছক দেখে পরিশিষ্ট ৫ পূরণ করতে হবে
এবং সবার শেষে পরিশিষ্ট ৫ এর সব PI অনুযায়ী নৈপূণ্য apps এ সাবমিট করতে হবে
দৃষ্টি আকর্ষণ : নিচের পাঁচটি ইমেজ-এ অর্থাৎ ছবিতে ষষ্ঠ শ্রেণির বাংলা পরিশিষ্ট ১ থেকে পরিশিষ্ট ৫ এর চিত্র অর্থাৎ সব দেওয়া আছে যা মনোযোগ দিয়ে দেখে খুব সহজেই বুঝতে পারবেন আর এরকমভাবে প্রত্যেক বিষয়ের ক্ষেত্রেই এই সিস্টেমটি প্রযোজ্য।
Md Shahjahan( মোহাং শাহ জাহান)
প্রধান শিক্ষক ,
অত্র বিদ্যালয়
এই প্রথম সারাদেশে ৬ষ্ঠ-৯ম একই প্রশ্নে পরীক্ষা (ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন -২০২৪ খ্রি.) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এটি একটি অনন্য মাইলফলক।
সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি একান্ত অনুরোধ, সামাজিক মাধ্যম বা অন্য কোথাও পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র শেয়ার করবেন না।
উত্তরপত্র শেয়ার করার তো প্রশ্নই আসে না।
মনে রাখবেন, প্রশ্ন ফাঁস একটি দন্ডনীয় অপরাধ।
#শিক্ষার্থীদের_জন্য
আগামী ৩ জুলাই থেকে ৬ষ্ঠ-৯ম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। মূল্যায়ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের কিছু উপকরণ আনতে হবে।
📚 বিষয়ভিত্তিক উপকরণ তালিকা➖
👉 বাংলা: ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণির শিক্ষার্থী পাঠ্যবই নিয়ে আসবে।
👉 গণিত: সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী গণিত পাঠ্যবই, পুরোনো ক্যালেন্ডার এর কাগজ, আঠা নিয়ে আসবে।
👉 বিজ্ঞান: ষষ্ঠ থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে।
👉 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান: ষষ্ঠ , অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে।
👉 ডিজিটাল প্রযুক্তি: শিক্ষাপ্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য কাঁচি (৪/৫টি), আঠা সরবরাহ করবে। অষ্টম ও নবম শ্রেণির জনা ইন্টারনেট সংযোগসহ কম্পিউটারের বাবস্থা করবে (যদি থাকে)। যষ্ঠ শ্রেণির শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরুপ শক্ত কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে, শুধুমাত্র সপ্তম শ্রেণির শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে।
👉 স্বাস্থ্য সুরক্ষা: সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ওজন ও উচ্চতা পরিমাপক' সরবরাহ করবে। শুধু সপ্তম শ্রেণির শিক্ষার্থী পাঠ্যবই নিয়ে আসবে।
👉 ইসলাম শিক্ষা: সপ্তম শ্রেণির শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী ক্যালেন্ডারর খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান ৪/৫টি রঙ পেন্সিল বক্স সরবারাহ করবে।
👉 হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও খ্রিষ্ট ধর্ম: নবম শ্রেণির শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয়। স্থানীয় সংবাদপত্র (প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে।
👉 শিল্প ও সংস্কৃতিঃ সকল শ্রেণির শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান ২০ জনের দলের কাজের জন্য ৪/৫টি রঙ পেন্সিল বক্স, আঠা, কাঁচি ৪/৫টি, রঙিন কাগজ, বিভিন্ন আকৃতির শুকনো পাতা, পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় ৪/৫টি গামছা, ৪/৫টি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে।
প্রযুক্তির যথাযথ ব্যবহার করে ৮ম শিক্ষার্থীদের বানানো পোস্টার।
Canva সফটওয়্যারের ব্যবহার।
মো. আহ্সান আল মামুন
অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সুবিধার্থে।
আড়গুণণ পদ্ধতিতে সমাধানের সহজ নিয়ম:
দশম শ্রেণি
গণিত
১২.২
মো. আহ্সান আল মামুন
অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ২৬/০৬/২৪ খ্রি. রোজ : বুধবার বিদ্যালয় খোলা হবে এবং শ্রেণিকার্যক্রম যথানিয়মে চলমান থাকবে।
শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের যথাসময় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া গেল।
নির্দেশক্রমে
প্রধানশিক্ষক
ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস।
ষান্মাসিক সামষ্টিক মুল্যায়ন ২০২৪ এর নির্ধারিত শিখন অভিজ্ঞতাসমুহ।।
মাশাল্লাহ! আমাদের সপ্তম শ্রেণির ছাত্রী।
বার্ষিক পুরস্কার বিতরণ: ২০২৪ খ্রি.
(১২.০৫.২৪)
আলহামদুলিল্লাহ!
আজ ১২মে,২০২৪ খ্রি. রোজ রবিবার খুব সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়:
বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, নতুন ম্যানেজিং কমিটির বরণ ও সিনিয়র শিক্ষক জনাব মো. আজিজুল হক ও মো.শামিম মিয়ার বিদায় সংবর্ধনা:
রতনপুর হাজী ছৈয়দের রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম,শাহ জাহান স্যারের পিতা আজ ভোর ৪.৫০ মিনিট এ ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমীন।
আমরা উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত
তীব্র তাব দাহের কারণে আগামী ২১.০৪.২৪ খ্রি হতে ২৭.০৪.২৪ খ্রি পর্যন্ত
বিদ্যালয় বন্ধ থাকবে।
৫ টি শুন্য পদে আবেদন করুন:
👉আপনি যদি শিক্ষকতা পেশায় না আসতে চান, তাহলে দয়া করে আবেদন করবেন না। অন্য কাউকে চাকুরী থেকে বঞ্চিত করবেন না ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি করবেন না।
নিজ পেশাতে সন্তুষ্ট আছেন বর্তমানে এমন ব্যক্তির সাক্ষাত পাওয়া ভার। কর্মচারী থেকে কর্মকর্তা সবার মূখেই শুনবেন ধুর ভাল লাগেনা। যিনি "হ্যান্ড টু মাউথ" তার অসুন্তুষ্টি অবশ্যম্ভাবী হলে ও আরাম কেদারায় বসে মাস শেষে প্রচুর মাইনে পাওয়া ব্যক্তিটির মুখে ও এমন অসন্তুষ্টির বাণী শুনা যায়। প্রকৃত পক্ষে অসুন্তুষ্টি মানুষের একটি সহজাত প্রবৃত্তি।
: মূলত আমাদের ঈমানের দুর্বলতা আর রিজিক দাতার নিকট শুকরিয়া নেই বলে কর্মক্ষেত্রের প্রতি বিরুক্তিকর আর দায়সারা মনোভাব নিয়ে হাঁফাতে হাঁফাতে কষ্টকর সময় পার করছি। যা আদৌ ঠিক নয়। অসন্তুষ্ট থেকে অযথা নিজেকে কষ্ট দিবেন কেন? সন্তুষ্টিতেই শান্তি।
আসুন, নিজ পেশাকে ভালবাসুন। নিজ পেশার প্রতি সন্তুষ্ট থাকুন। হাসি খুশি থাকুন। কাজকে উপভোগ করুন। সেরাটা দিন।
আজ পহেলা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। রতনপুর হাজী ছৈয়দের রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা :-
"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিন কুম-"
আল্লাহ আমাদের ভাল কাজ গুলো কবুল করুন। আমিন।
সবাইকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা - - -- ইদ মুবারক 💝
শিক্ষক শুন্য পদে আবেদন করুন:
আজ ১৭/০৪/২৪ থেকে ০৯/০৫/২৪ পর্যন্ত!
ফেনী, মহিপাল ফ্লাইওভার থেকে মাত্র ৭ মিনিটের পথ।
https://maps.google.com/?cid=7917043091038871419&entry=gps
👉 পাকা সড়কের পার্শ্বে।
👉 মনোরম আর শিক্ষক বান্ধব পরিবেশ।
👉 ৪তলা বিশিষ্ট টুইন ভবন।
👉 এক ঝাঁক প্রবীন ও নবীন শিক্ষক প্যানেল।
👉 শিখন অভিজ্ঞতাকে বাস্তব অভিজ্ঞতাতে রূপান্তর।
👉প্রাতিষ্ঠানিক ভাতা,দুটি উৎসব বোনাস ও অন্যান্য ভাতা।
👉 যোগাযোগ :০১৮১৮-৭২২৮০৯, ০১৩০৯-১০৬৬১০
৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করার আগে একবার হলেও বিদ্যালয়ে ঘুরে যাবেন।
আমাদের EIIN নম্বর: 106610
আমাদের শূন্যপদ :-
১। জীববিজ্ঞান- মহিলা কোটা-১জন (এমপিও)
২।ভৌতবিজ্ঞান- মহিলা/ পুরুষ-১জন (এমপিও)
৩।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - মহিলা /পুরুষ-১জন(এমপিও)
৪। সামাজিক বিজ্ঞান- মহিলা /পুরুষ-১জন -(এমপিও)
৫। চারু ও কারুকলা - মহিলা / পুরুষ-১জন (এমপিও)
ডিজিটাল টেকনোলজি ক্লাস হোক ডিজিটালি।
ওয়েলকাম লেখাটির ডিজিটাল রুপ দেয়ার প্রয়াস ৭ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল আহাদ।
#এক ঠিকানায় সকল সরকারি সেবার ওয়েবসাইট
my.gov.bd এ কিভাবে একাউন্ট খুলতে হয় তা দেখাচ্ছে মজিবুল আবছার ধ্রুব।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে
👉শেখ রাসেল দেয়ালিকা (১৭.০৩.২৪)
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Feni
3900
Opening Hours
Friday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Feni
ফেনীর সর্বপ্রথম নার্সিং ভর্তি কেচিং। মোবাইলঃ 01601971296 , 01815897980
Feni Govt. College
Feni, 3900
This page is for Intermediate Second Year.
Feni Sadar
Feni, 3900
Porishilon is the first complete digital learning platform for Technical curriculum board in banglade