Muhammad Sahab uddin Foraze Feni

Muhammad Sahab uddin Foraze Feni

স্বাস্থ্য সব সুখের চাবি কাঠি ।
মণ বালো

09/04/2024

🌹আলহামদুলিল্লাহ ♥️
২০২৪ সালের সিয়ামের শেষ সাহেরী আল্লাহ রাব্বুল আলামীন সুস্থভাবে খাওয়ার তৌফিক দিয়েছেন ।

♥️ আল্লাহ রাব্বুল আলামিন সামনের ২০২৫ সালের সিয়াম সাধনা করার জন্য আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুন।
আমিন

09/04/2024

ফেনী পৌরসভা গুরুত্বপূর্ণ কিছু ঈদগাহ য়ে।
ঈদুল ফিতরের ঈদের নামাজ কখন এবং কয়টা অনুষ্ঠিত হবে ।

09/04/2024

মুফতি সাহেবদের দৃষ্টি আকর্ষণ করছি,,,,

২০২৩ ২০১২৪ অর্থবছরের মধ্যে,
যে সমস্ত কাজ করতে গিয়ে সরকারি অফিসে নির্ধারিত টাকার চাইতে অতিরিক্ত টাকা ঘোষ হিসেবে দিতে হয়েছে,
নির্ধারিত টাকা দিলে কাজ হচ্ছে না ।
তাই অতিরিক্ত ঘোষ দেওয়া ।
তা কিন্তু নিজ ইচ্ছায় দিই নাই ,
অতিরিক্ত চাপাচাপি করার পরে দিয়েছে।
সেই টাকা কি ফিতরার এবং যাকাতের টাকা থেকে মাইনাস করা যাবে ,,,?

09/04/2024

কি হবে বেঁচে থেকে,
কি হবে বেঁচে থেকে,
অযথা বিদ্যাশিখে,
যদি না করতে পারো,
শোষণমুক্ত সমাজ তাকে,,,,

09/04/2024

ইনশাআল্লাহ
আল্লাহর রহমতে অন্য অন্য বছরে তুলনায় এই বছর ঈদগাহ মাঠে ঈদের কোলাকুলি বেড়ে যাবে।
ঠেকাও মোজাফফরকে,
করো কোলাকুলি ।

08/04/2024

-- খেজুরের বিচি বা আঁটির তিনটি অংশ নিয়ে কুরআনের তিনটি আয়াত।
যে তিনটি অংশ আপনি খেজুরের প্রত্যেকটি বিচির মধ্যেই দেখতে পাবেন।
আসুন দেখি আল্লাহ্ তা'আলা এই তিনটি অংশ নিয়ে কি বলেছেন এবং কি বুঝাতে চেয়েছেন ?

-- 1. "নাক্বির" সূরা নিসা-124

-- "নাক্বির" মানে হলো খেজুরের বিচির পিঠের ঠিক মাঝখানে থাকা সূক্ষ্ম বিন্দুটি,
যা দেখতে অনেকটা ছোট ছিদ্র বা বিন্দুর মত দেখায়!
যা প্রতিটি খেজুরের বিচির পেছনেই দেখা যায়।

-- এই অংশটির উদাহরণ দিয়ে আল্লাহ্ তা'আলা বলেনঃ-
-- وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا ( النساء: 124)

-- কোনো পুরুষ কিংবা নারী আল্লাহর উপর আস্থাশীল বিশ্বাসী থাকা অবস্থায় যদি ভালো কাজ করে,
তাহলে সে জান্নাতে প্রবেশ করবে।
তাদের প্রতি ‘নাক্বির’ বা ঐ অতি ক্ষুদ্র বিন্দু পরিমাণও অবিচার বা জুলুম করা হবে না।
( তাদের অণু পরিমাণ অধিকারও হরণ করা হবে না )

-- অন্য আয়াতে আল্লাহ্ বলেনঃ
-- সূরা নিসা-77
-- সেই কর্ম ফলের দিন ধর্মভীরুগণ বা সৎকর্মশীলগণ খেজুরের বীজ পরিমাণ অত্যাচারিত হবে না।

++++++++++++++++++++

-- 2. "ফাতিল" সূরা বনী ইসরাইল-71

-- "ফাতিল" হলো সেই আলগা সুতা যা খেজুরের বিচির পেটের কাটা অংশে দেখা যায়।

-- এই অংশটির উদাহরণ দিয়ে আল্লাহ্ তা'আলা বলেনঃ

-- فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلا (الإسراء: 71)

-- “যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে,
তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ‘ফাতিল’ অর্থাৎ ঐ ক্ষুদ্র সুতা পরিমানও অবিচার বা জুলুম করা হবে না।

++++++++++++++++++++

-- 3. "ক্বিতমির" সূরা ফাতির-13

-- "ক্বিতমির" হলো ঐ অতি হালকা এবং অতি পাতলা আবরণটি বা পর্দাটি যা দ্বারা খেজুরের বিচিটি আবৃত হয়ে থাকে কিংবা বেষ্টিত হয়ে থাকে।

-- এই অংশটির উদাহরণ দিয়ে আল্লাহ্ তা'আলা বলেনঃ

-- وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ (فاطر: 13)

-- “আর তোমরা আল্লাহ ব্যতিত যাদের পেছনে দৌড়াও, তারা তো একটি খেজুরের বিচি বা আঁটির তুচ্ছ আবরণেরও মালিক নয়।“

-- অর্থাৎ মানুষ তাদের নিজ ক্ষমতাবলে আল্লাহর দেওয়া সৃষ্ট বস্তু সমূহের সাহায্য ছাড়া,
একটি খেজুরের বিচি বা আঁটির তুচ্ছ আবরণ‌টিও তৈরি করতে পূর্ণ অক্ষম।

-- সুবহানাল্লাহ্, কি অসাধারণ এবং অনন্য আর নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ্ তাঁর আলোচনা বর্ণনা করেছেন।

বিঃদ্রঃ - উক্ত লেখাটি কপি পোস্ট করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।

05/04/2024
04/04/2024
04/04/2024

ভালো মনের মানুষ বৃহৎ মনের মানুষ এখনো বাংলার জমিনে আছে,
এই ভাইকে দেখে তাই মনে হয়।
আংকুর বাগান করেছে সবাইকে আংকুর খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে ,কিনা লাগবেনা।
আমাদের মধ্যে এমনও অনেক আছে তারা তাদের বাগানের পাশ দিয়ে পর্যন্ত যাইতে মানুষকে দেয় না ।
একটা ফল খাওয়াবে তো দূরের কথা ।

সমাজে একটি প্রবাদ বাক্য আছে
কিছু কিছু মানুষের মন আছে ,ধন নেই ।
আর কিছু কিছু মানুষের ধন আছে মন নেই।

03/04/2024

👉 মুসলিম জাহানের খলিফা হযরত উমর (রাঃ) এর ঈদ শপিং!

ঈদের আগের দিন খলিফা উমরের (রাঃ) স্ত্রী নিজ স্বামীকে বললেন,
‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে,
কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।

আরব জাহানের শাসক খলিফা উমর (রাঃ) বললেন,
‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।

পরে খলিফা উমর (রাঃ) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রাঃ) কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।

সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি,
যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন,
তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রাঃ) চোখে পানি এসে গেল।
উম্মতে আমীন আবু উবাইদা (রাঃ) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন,
‘আমীরুল মুমিনীন!
অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।

প্রথমত,
আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না,,,,?

দ্বিতীয়ত,
বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা,,,,?

চিঠি পাঠ করে খলিফা উমর (রাঃ) কোন প্রতি উত্তর তো করলেনই না,
বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো।
আর হাত তুলে আবু উবাইদার (রা) জন্য দোয়া করলেন-
একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।

01/04/2024

তার পরনে যেই জিন্সের ফ্রেন্ড আছে ওর প্যান্টের দাম হবে ৪০০০ টাকা ।
আর আমার পুরা শরীরে এক হাজার টাকার কাপড় নেই।
তাহলে তার চেয়ে আমি তো গরিব।

01/04/2024

সম্পর্ক করতে ভেবেচিন্তে সম্পর্ক করুন,
কোন চাপা-বাজের সাথে সম্পর্ক না করাই উত্তম।

01/04/2024

আপনি মৃত্যু শয্যায় ,
তখন আপনার স্ত্রী কানে কানে তার দাবিদাওয়া পেশ করবে ,
বর্তমান নারীরা এরকম।

31/03/2024

যেইভাবে আপনারা যুক্তি দেনা পহেলা এপ্রিল পালন করা মুসলমানের জন্য হারাম❓ হারাম ❓হারাম❓

পহেলা এপ্রিল কোন মুসলমানের বাচ্চা পালন করতে পারে না ।
এই পহেলা এপ্রিল পালন করা মুসলমানের জন্য হারাম ।
মুসলমান পহেলা এপ্রিলের ইতিহাস জানে না,,,?
সঠিকভাবে যদি জানত এ পহেলা এপ্রিল কখন কিভাবে কি জন্য প্রতিষ্ঠিত হয়েছে...?
তাহলে কোন মুসলমানের ঘরের বাচ্চা এ পহেলা এপ্রিল পালন করার জন্য উঠে পেড়ে লাগবে না ।

28/03/2024

ধন্যবাদ ভাই আপনাকে

27/03/2024

বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,
আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,
প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে,
আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম।

------------------- কাজী নজরুল ইসলাম।

27/03/2024

কি হবে এতো আমল করে ,
যদি হিংসা চাড়তে না পারো ।
নেক আমল নষ্ট করার জন্য হিংসাই যতেষ্টো ।
___________ফরাজী

24/03/2024

মিছে এই দুনিয়ায়,
মিছে ভালোবাসা,
মিছে সব মায়ার কান্না।
মিছে মুখ ভক্তি চাপাবাজি বাহানা।

24/03/2024

🗣️ খ্রিস্টান ধর্ম থেকে ফিরে আসা এক নও মুসলিম বলছেন:
আমি আমার ছেলেকে সাথে নিয়ে হাঁটছিলাম।
আমরা গির্জার কাছে জিশু খ্রিস্টের একটি মূর্তি অতিক্রম করছিলাম।

ছেলে আমাকে জিজ্ঞেস করল: বাবা, এটা কে,,,,,?

আমি বললাম: ইনি ঈশ্বরের পুত্র!

আবার প্রশ্ন করল: কেন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে?
তার শরীর ক্ষত বিক্ষত এবং দেখতে কী দুর্বল,
তার জন্য আমার খুব মায়া হচ্ছে!

আমার ছেলে আমাকে বলল: কেন তার বাবা তাকে রক্ষা করেননি?
অথবা তিনি নিজে একজন শক্তিশালী দেবতা হয়ে নিজেকে কেন রক্ষা করেননি?

আমি বললাম: আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ঈশ্বর এটা বেছে নিয়েছেন!
তিনি তার ছেলেকে ক্রুশবিদ্ধ করতে রাজি হন কারণ তার ক্রুশবিদ্ধ হওয়া ছিল আমাদের জন্য একটি উৎসর্গ এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত!

ছেলে আমাকে বলল: বাবা, আপনি কি এতে রাজী হবেন যে, লোকেরা আমাকে শুলিতে চড়াবে এবং আমাকে কারো জন্য শাস্তি দিবে!
আর প্রতিহত করার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি তা প্রতিহত করবেন না!
আমাকে রক্ষা করবেন না!!

আমি বললামঃ অবশ্যই না!

আমার ছেলে বললঃ তাহলে ঈশ্বর কীভাবে তার পুত্রের সাথে এমনটা করলেন?
তিনি তো পুত্রকে শাস্তি না দিয়ে,
মানুষের হাতে লাঞ্ছিত না করেও আমাদের পাপ ক্ষমা করতে পারতেন!

আমার কাছে এর কোন উত্তর ছিল না!
উত্তর না পেয়ে, পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত!
আমি এখন একজন গর্বিত মুসলিম,
আলহামদুলিল্লাহ

23/03/2024

জাস্ট ফান :::::::::😆😆

👉লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম,
‘আমিমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি,,,,?
👉মেয়েটা চিৎকার করে উঠল এবং বলল,
আমার সাথে রাত কাটাতে চাও? এত্ত বড় সাহস,,,?
👉 লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো!
আমি সাংঘাতিক লজ্জা পেলাম।
👉ঘন্টাখানেক পর মেয়েটা আমার কানে কানে এসে বলল,
‘আমি সাইকোলজির স্টুডেন্ট।
👉😄কীভাবে মানুষকে লজ্জা দিতে হয় সেটা খুব ভালো করে জানি,,,,?
👉আমি চিৎকার করে উঠে বললাম,
এক রাতের জন্য ১০ হাজার টাকা চাও?
এটা অনেক বেশি।
🐹লাইব্রেরির সব মানুষ বিস্মিত চোখে মেয়েটার দিকে তাকাল।
😋 মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল!
😆 আমি তার কানে কানে গিয়ে বললাম,
আমি আইনের ছাত্র।
🏂 কীভাবে বিনা অপরাধে কাউকে দোষী বানাতে হয়,
সেটা আমি খুব ভালো করে জানি!

23/03/2024

মা নিয়ে একটি চড়া
---------'''''""---------
বোঝা বইছে, মনে হচ্ছে
বোঝা নয় ভাই, মা
মায়েরে নিয়ে এমন চলন
একবার বুঝে যা ।
ইতিহাসের পাতায় পাতায়
লেখা অনেক স্মৃতি,
ভুলে গেছি , ঝাপসা হয়েছে
আমাদের কিছু ধৃতি ।
পড়া লেখায়, স্যুটে, বুটে
মানুষ হয়েছি কত,
আশ্রমে রেখে আসি
মা, আছে হায়রে যত ।
কৈশোর হায়, ভুলে গেছি
শৈশব কই গেলো !
রক্ত মাংসে গড়া মানুষ
খোদার বেহেস্ত পেলো ।
আমরা যখন অসুখে পড়ে
কাতরিয়েছি শত,
পাশে বসে রাত জেগে
মা দরদী ব্রত ।
নাওয়া নাই রে, খাওয়া নাই রে
ভুলে-ই গেছে হায়,
সন্তান সন্তান করে কত দিনরাত
তার কেটে যায় ।
এমন করে মায়ের মত
মারে আগলে রাখো,
খোদার দুনিয়ায় মা রহমত
বেহেস্তের-ই সাকোঁ ।
চোখের সামনে ভাই দেখালো
চিত্র এক দুর্লভ,
লোক দেখানো সেলফি নয় রে
মায়ের যতন পালন এসব ।
ভেঙ্গে ফেলো যত আশ্রম আছে
ভেঙ্গে ফেলো ঐ ঘর,
যেথায় সব-ই আছে
মা শুধু পর ।

23/03/2024

আল কুরআনের আরেক খাদেম আমাদের মাঝ থেকে বিদায় নিলেন।
বন্ধুবর PHP কোরআনের আলো এর চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ভাই সকাল 7,30 মিঃ ভারতের একটি হসপিটালে ইন্তেকাল করেছেন ।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

চলে গেলেন না ফেরার দেশে কুরআনের এই একনিষ্ঠ খাদেম।
আহ্! কলিজা ফেটে কান্না আসছে।
আল্লাহ ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

22/03/2024

২০২৪ এই বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৯৭০ টাকা ,
ও সর্বনিম্ন ১১৫ টাকা।

সুত্র :- ইসলামিক ফাউণ্ডেশন।

22/03/2024

আল্লাহ রাব্বুল আলামীন ,
আপনার হাবিবের রওজা জিয়ারত করার জন্য প্রতিটি দ্বীন-দার ঈমানদার মুসলমানদের মন সব সময় কাঁদে ।
আপনি সেই সমস্ত দ্বীন-দার মুমিন মুসলমান বান্দা-দেরকে আপনার কাবা জিয়ার ও হাবিবের রওজা জিয়ারতের জন্য কবুল করুন ।

22/03/2024

রাসূলুল্লাহ সাঃ রওজা জিয়ারত ।
আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে করার তৌফিক দাও।

19/03/2024

মদিনা শরীফে বেলাল রাঃ মসজিদের মাঠে।

19/03/2024

আল্লাহ রাব্বুল আলামীনের সৃষ্টি জগতে একটি ক্ষুদ্র সৃষ্টি এই কবুতর ।
মক্কা এবং মদিনার অলিতে গলিতে বিভিন্ন স্থানে এই কবুতর দেখা যায় ।
অনেক সুন্দর দেখতে এগুলা মানুষের খুব নিকটে চলে আসে কিন্তু ধরা যায় না।

19/03/2024

মক্কা শরীফের পাশে ইব্রাহিম খলিল রোডে কি সুন্দর কবুতরের মেলা,
আল্লাহ রাব্বুল আলামীনের অপরূপ সৃষ্টি ,
এই কবুতর দেখতে অনেকটাই সুন্দর ।
হাতের নাগালে তারপরেও ধরা যাবে না, ধরা যায় না ।
কবুতর গুলা অনেক চালাক।

Want your public figure to be the top-listed Public Figure in Feni?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

🌹🌹পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ♥️♥️আল্লাহ রাব্বুল আলামীন যেন সবাইকে সুস্থ এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করেন।আম...
আল্লাহ রাব্বুল আলামীন ,আপনার হাবিবের রওজা জিয়ারত করার জন্য প্রতিটি দ্বীন-দার ঈমানদার মুসলমানদের মন সব সময় কাঁদে ।আপনি ...
রাসূলুল্লাহ সাঃ রওজা জিয়ারত ।আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে করার তৌফিক দাও।
মদিনা শরীফে বেলাল রাঃ মসজিদের মাঠে।
আল্লাহ রাব্বুল আলামীনের সৃষ্টি জগতে একটি ক্ষুদ্র সৃষ্টি এই কবুতর ।মক্কা এবং মদিনার অলিতে গলিতে বিভিন্ন স্থানে এই কবুতর দ...
আল্লাহ রাব্বুল আলামীনের সৃষ্টি জগতে একটি ক্ষুদ্র সৃষ্টি এই কবুতর ।মক্কা এবং মদিনার অলিতে গলিতে বিভিন্ন স্থানে এই কবুতর দ...
মক্কা শরীফের পাশে ইব্রাহিম খলিল রোডে কি সুন্দর কবুতরের মেলা,আল্লাহ রাব্বুল আলামীনের অপরূপ সৃষ্টি ,এই কবুতর দেখতে অনেকটাই...
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকেও বড় আমলদার বড় জ্ঞানী।আসলে সাহাবাই কেরাম বিদ্ধিশি কারা ,এখন পরিস্কা...
চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের প্রিয় মুফাসসির আল্লামা লৎফুর রহমান রাহাঃ
আল্লাহ যারা এখনো কাবা ঘরে যেতে পারে নাই, তাদের সবাইকে কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করুন।
কারনা মন চায় কাবাঘর সত্তরে গিয়ে সরাসরি কাবাকে সেজদা করতে ।
আল্লাহপাক সবাইকে হেফাজত করুন আগুনের ভয়াবহ থেকে।

Category

Telephone

Website

Address


ফরাজী মেডিসিন সেন্টার উত্তর বারাহীপুর , সাহেব বাজার , ফেনী সদর ফেনী
Feni

Other Public Figures in Feni (show all)
Feni City Feni City
Feni

simple page

Mehedi HASAN Mehedi HASAN
Feni

লাইক দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ�।

Samiul Tv Samiul Tv
Feni, 3921

Hi, i Am Nazrul Islam. From Bangladesh. Welcome To My page. like | Comment | Share

দৃশ্যকথা দৃশ্যকথা
Master Para
Feni, 3900

Astagfirullah Astagfirullah
Feni Town
Feni, 4499

I am Muslim �� لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْل?

Abu Sayeed Abu Sayeed
Feni

এডিটের মাইরে বাপ

Okay কাকা Okay কাকা
Feni

wellcome

𝙰𝙸 𝚃𝙰𝙽𝚅𝙸𝚁ツ 𝙰𝙸 𝚃𝙰𝙽𝚅𝙸𝚁ツ
Ssk Road Feni
Feni

Follow my page

All i⃫  n⃫  one All i⃫ n⃫ one
Feni

Let's play. �

Limon Deb Nath Limon Deb Nath
Mastar Para
Feni, 3900

Trying to think of something new.....🌸🧠

MH ARIF MH ARIF
Feni, 3900

𝐇𝐑𝐈𝐃𝐎𝐘 2.0 𝐇𝐑𝐈𝐃𝐎𝐘 2.0
Feni

innocent boy