Shanti Dhara R/A, Feni

'শান্তিধারা আবাসিক এলাকা' (Shanti Dhara Residential Area), ফেনী পৌরসভা, ফেনী, বাংলাদেশ।

16/09/2023

Common কিছু ভুল উচ্চারণ, যা আমরা অহরহ বলে থাকি।

চলুন তাহলে কিছু ভুল উচ্চারিত শব্দের শুদ্ধ উচ্চারণ শিখে নিই।

1. Analysis - শব্দটির অর্থ হলো “বিশ্লেষণ”।
"অ্যানালাইসিস" উচ্চারণটি সম্পূর্ণ ভুল।
উচ্চারণ হবে "অ্যানালিসিস"।

2.Basically - শব্দটির অর্থ হলো ''মূলত, বা মৌলিকভাবে"।
"বেসিকালি বা বেইসিকালি" উচ্চারণগুলো সম্পূর্ণ ভুল। ১০০% ভুল।
সঠিক উচ্চারণ হবে "বেইসিক্-লি" (beisik-li)।

3. Genre - শব্দটির অর্থ হলো 'প্রকার, রকম, ধরণ'।
৮০% লোক ভুল উচ্চারন করে "জেনরে বা জেনরা"
সঠিক উচ্চারণটি হবে "জন্-রা"।

4. Indict - শব্দটির অর্থ হলো "অভিযুক্ত করা"।
"ইনডিক্ট" উচ্চারণটি সম্পূর্ণ ভুল।
সঠিক উচ্চারণটি হবে "ইনডাইট"।

5. Immortal - শব্দটির অর্থ হলো "অমর"।
"ইম'মরটাল" উচ্চারণটি ভুল।
সঠিক উচ্চারণটি হবে "ই'মোরটাল বা ই'মো:টল"।

6. Mirage - শব্দটির অর্থ হলো "মরীচিকা"।
৯০% মানুষ ভুল উচ্চারন করে "মিরেজ"।
সঠিক উচ্চারণটি হবে "মিরাজ বা মিরাঝ"।

7. Official - এই বহুল প্রচলিত শব্দটির উচ্চারণ ভুল ভাবে করা হয় 'অফিসিয়াল'।
অথচ 'সিয়াল' নামে ইংরেজীতে কোন উচ্চারণই নেই।
সঠিক উচ্চারণ হবে 'অফিসল' /əˈfɪʃ(ə)l/।

বি.দ্র.: Cial (e.g. commercial, beneficial) অথবা Tial (e.g. essential, credential) প্রত্যয় (Suffix) যুক্ত শব্দগুলোর উচ্চারণ সবসময়ই 'সিয়াল' না হয়ে 'সল' হবে।

ধন্যবাদ।

08/09/2023
02/09/2023

ফেনী নদীতে প্রচুর ইলিশ পাচ্ছেন জেলেরা এবং এসব ইলিশ আকারেও বড়

23/08/2023

ঐতিহাসিকভাবেই ঢাকা মশার জন্য বিখ্যাত ছিল।

মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মুঘলরা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ সরিয়ে নিতে বাধ্য হয়েছিল। ইংরেজ শাসনামলে ঢাকায় তাদের যে ক্যান্টনমেন্টে ছিল (পুরানা পল্টন এলাকায়; পল্টন মানে সেন ইউনিট) সেটি মূলত ব্যবহৃত হতো বেয়ারা সৈনিকদের টাইট দেওয়ার জন্য পানিশমেন্ট পোস্টিং হিসেবে। সমগ্র ভারতবর্ষে যত বেয়াড়া সৈনিক, তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেয়া হতো, মশার কামড় খেয়ে, ম্যালেরিয়া বাঁধিয়ে তারা সোজা হয়ে যেত।

কালক্রমে ব্রিটিশরা চলে গেল, পাকিস্তান তৈরি হল, ঢাকা হল পূর্ব বাংলার রাজধানী। নতুন দেশের নতুন রাজধানীতে লোকজন বসতবাড়ি করতে শুরু করল। ভারত থেকে লাখে লাখে মুসলমান এসে ঢাকাতেই উঠলো। কিন্তু মশার যন্ত্রণা কমলো না।

সেই সময় পূর্ব পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ফেনীর সন্তান হাবিবুল্লাহ বাহার চৌধুরী। কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক এই মানুষটি কথা কম বলতেন, কাজ বেশি করতেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ২০,০০০ মশার ঔষধ ছিটানোর মেশিন আনালেন । রাস্তার পাশে গভীর ড্রেন খনন করালেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করলেন, শহরের সবগুলো পুকুর খাল ডোবা পরিষ্কার করালেন, ইস্পাহানীর সহায়তায় মশার ওষুধ ছিটানোর উপযোগী দুটো বিমান পর্যন্ত ক্রয় করালেন। মাত্র দুই বছরের মধ্যে উনি ঢাকার মশাকে এমন মাইর দিলেন যে, উনার মৃত্যুর আরো ১০ বছর পর ১৯৭৫/৭৬ সালেও ঢাকা শহরের মানুষ মশারি না টানিয়ে ঘুমাতে পারতো।

আফসোস! হাবিবুল্লাহ বাহার এর মত আরেকজন মানুষ আর এদেশে জন্ম নেয় নি।

20/08/2023

অবজারভেশন টেস্ট:

লুকিয়ে থাকা তিনটি শব্দ কি নজরে ধরা পড়লো?

16/08/2023

বুদ্ধির খেলা!
আপনার মায়ের মেয়ে কিন্তু সে আপনার বোন না।
তাহলে কে?
মাথা ঠান্ডা করে উত্তর দিন।

11/08/2023

🎓 মস্তিষ্কের কসরত!

১৫ টাকায় ১৫টি চকলেট পাওয়া যায়।
আবার দোকানদারকে ৩ টি চকলেটের খোসা দিলে তিনি ১টি চকলেট দেন।

তাহলে ১৫ টাকায় কয়টি চকলেট পাওয়া যাবে?

07/08/2023
18/07/2023

এই প্রশ্নের উত্তর জিনিয়াসরা ছাড়া কেউ পারবে না!

প্রমাণ হবে কারা সেই জিনিয়াস।

11/07/2023

দেখিতো কার মানসিক দক্ষতা কেমন:

একজন ২৬ বছরের ছেলে ২১ বছরের মেয়ের সাথে বিয়ে হলো, ছেলেটি ৭০ বছরে ও মেয়েটি ৭৪ বছরে মারা গেলো। তাহলে মেয়েটি স্বামী ছাড়া পৃথিবী তে কতদিন বেঁচেছে?

প্রশ্নটি সহজ হলেও খুব কম জিনিয়াস উত্তর দিতে পেরেছে!

08/07/2023

৯ বছর আগে,
আমার বয়স ছিল ১৮ বছর।
৯ বছর পরে,
আমার বয়স হবে ৩৬ বছর।আমার বর্তমান বয়স কত?

08/07/2023

চারটি বিজোড় সংখ্যা যোগ করে ২০ তৈরি করুন।

শর্ত: একই সংখ্যা দুইবার লেখা যাবে না।

02/07/2023
কাঁচামরিচ ৮০০ আদা ৪০০ টাকা কেজি! 30/06/2023

কাঁচামরিচ ৮০০ আদা ৪০০ টাকা কেজি! সিলেটের গোলাপগঞ্জে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। আর আদার দাম ৪০০ টাকা। বৃহস্পতিবার বাজার থেকে উধা....

30/06/2023
30/06/2023

Shanti Dhara R/A, Feni - 'শান্তিধারা আবাসিক এলাকা' ফেনী পৌরসভাস্থ মাদকমুক্ত, ধর্মীয় মূল্যবোধ ও চেতনাপুষ্ট একটি সুস্থ পরিবেশ বিশিষ্ট শান্তিপ্রিয় জনপদ।

09/06/2023

Timeline photos 09/06/2023
08/06/2023
06/06/2023
27/01/2023
মাসিক আত-তাহরীক এর বাছাই করা প্রশ্ন-উত্তর। 21/01/2023

প্রশ্ন (৯/৮৯) : দেশ স্বাধীন করার লক্ষ্যে যারা জীবন দিয়েছেন এবং রাজনৈতিক নেতা মারা গেলে তাদের কবরে ফুল দিয়ে জন্ম ও মৃত্যু দিবস পালন করা হয়। এটা কি শরী‘আত সম্মত? কাউকে শহীদ বলে আখ্যায়িত করা যাবে কি?

উত্তর : জন্ম ও মৃত্যুদিবস পালন করা, কবরে ফুল দিয়ে সম্মান জানানো, দাঁড়িয়ে নীরবতা পালন করা সবই অমুসলিমদের অনুকরণ। ইসলামে এসবের কোনই অনুমোদন নেই। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে’ (আবুদাঊদ, মিশকাত হা/৪৩৪৭)।
শহীদ সম্পর্কে রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ্র রাস্তায় নিহত হয়, সে শহীদ’ (মুসলিম, মিশকাত হা/৩৮১১, ‘জিহাদ’ অধ্যায়)। তিনি আরো বলেন, আল্লাহই সর্বাধিক অবগত কে আল্লাহ্র রাস্তায় শহীদ হয়েছে (বুখারী, মুসলিম; মিশকাত হা/৩৮০২)। ওমর ফারূক (রাঃ) একদা খুৎবায় বলেন, তোমরা বলে থাক যে, অমুক শহীদ, অমুক শহীদ। তোমরা এরূপ বলো না। বরং ঐরূপ বলো যেরূপ রাসূল (ছাঃ) বলতেন। তা হ’ল : যে ব্যক্তি আল্লাহ্র রাস্তায় মৃত্যুবরণ করেছে বা নিহত হয়েছে, সে ব্যক্তি শহীদ’ (আহমাদ হা/২৮৫, সনদ হাসান; ফাৎহুল বারী ‘জিহাদ’ অধ্যায় ৬/৯০)।

মাসিক আত-তাহরীক এর বাছাই করা প্রশ্ন-উত্তর। সিজদা থেকে উঠে দাঁড়ানোর সময় স্বল্প সময়ের জন্য বসতে হবে না সরাসরি দাঁড়িয়ে যেতে হবে? উত্তর : সিজদা থেকে উঠে সাম.....

29/10/2022

সঙ্গ হলো সুবাসের মতো..❤️

ফেনীর ‘রসগোল্লা’ যাচ্ছে সুদূর আফ্রিকাতেও 14/10/2022

আমাদের ফেনী জেলার বিখ্যাত খন্ডলের মিষ্টি

ফেনীর ‘রসগোল্লা’ যাচ্ছে সুদূর আফ্রিকাতেও ‘রসের গোলক, এত রস কেন তুমি ধরেছিলে হায়/ইতালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইল তব পায়।’- বিখ্যাত রম্যগল্প ‘রসগোল্লা’য় এভ....

19/09/2022

কিভাবে এল ৩৩ নম্বরে পাশ...!

১৮৫৮ সালে উপমহাদেশে ১ম বারের মত মেট্রিকুলেশন পরীক্ষা চালু করা হয়।

কিন্তু পাশ নম্বর কত হবে তা নির্ধারণ নিয়ে বোর্ড কর্তৃপক্ষ দ্বিধাদ্বন্দে পড়ে যায়, এবং ব্রিটেনে কনসাল্টেশনের জন্য চিঠি লেখা হয়।

তখন ব্রিটেনে স্থানীয় ছাত্রদের জন্য পাশের নম্বর ছিল ৬৫।

সে সময় ইংরেজ সমাজে একটা প্রচলিত ধারণা ছিল, "The people of the Subcontinent are half as intellectual and efficient as compared to the British" অর্থাৎ "বুদ্ধি ও দক্ষতায় উপমহাদেশের মানুষদের ইংরেজদের তুলনায় অর্ধেক বলে মনে করা হতো"।

এর-ই ধারাবাহিকতায় মেট্রিকুলেশনের পাশ নম্বর ৬৫ এর অর্ধেক ৩২.৫ নির্ধারণ করা হয়।

১৮৫৮ সাল হতে ১৮৬১ সাল পর্যন্ত পাশ নম্বর ৩২.৫ ই ছিল।

১৮৬২ সালে তা গণনার সুবিধার্থে বৃদ্ধি করে ৩৩ করা হয়।

সেই থেকে এই ৩৩ নম্বর-ই চলছে।

ফেডারেল পাকিস্তানেও ছিল, বাংলাদেশেও তাই চলছে।

আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে আইআইটিতে বিষয়ভেদে পাশ নম্বর ৪১ থেকে শুরু করে ৯০ পর্যন্তও হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রে এমআইটিতে বিষয় ভেদে ৩৬ থেকে ৪৫ এমন কি বাংলাদেশেও C.A. কিংবা C.M.A. তে বিভিন্ন সময় বিভিন্ন পাশ নম্বর নির্ধারণ করা হয়ে থাকে; বার কাউন্সিলে ৫০ ও মেডিক্যালে ৬০-এ পাশ নম্বর।

লক্ষনীয় ও আজব ব্যাপার হল, প্রায় দুই শতাব্দী পরেও আমাদের শিক্ষা ব্যবস্থায় (বিশেষ করে স্কুল-কলেজ) ৩৩ নম্বরে উত্তীর্ন হওয়ার ধারাবাহিক ইতিহাস আজও বদলায় নি।

(সংগৃহীত ও পরিমার্জিত)

Photos from Alhamdulillah's post 18/08/2022
09/07/2022
কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ-নদীর পানি, ভাঙন আতঙ্কে মানুষ 29/06/2022

কুড়িগ্রামে আবারও বাড়ছে নদ-নদীর পানি, ভাঙন আতঙ্কে মানুষ কুড়িগ্রামে গত ১২ ঘণ্টায় ধরলার পানি ৩৪ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি ১৫ সেন্টিমিটার ও তিস্তার পানি ২ সেন্টিম...

যদি জানা যায় দুদিন পরে কেয়ামত, তাহলে আজই ব্যবসায়ীরা টুপি ও তসবির দাম বাড়িয়ে দিবে | Rtv Talkshow 16/05/2022

যদি জানা যায় দুদিন পরে কেয়ামত, তাহলে আজই ব্যবসায়ীরা টুপি ও তসবির দাম বাড়িয়ে দিবে | Rtv Talkshow যদি জানা যায় দুদিন পরে কেয়ামত, তাহলে আজই ব্যবসায়ীরা টুপি ও তসবির দাম বাড়িয়ে দিবে। বাংলা ট্রিবিউনের বার্তা প্রধান ....

‘ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড সম্পর্কে ভুয়া খবর ছড়াচ্ছে ন্যাটো’ 02/03/2022

‘ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড সম্পর্কে ভুয়া খবর ছড়াচ্ছে ন্যাটো’ ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান সম্পর্কে ভুয়া খবর তৈরি করেছে ন্যাটোর গোয়েন্দা সংস্থাগুলো। মঙ্গলবার রাশ....

Want your business to be the top-listed Realtor/realty Service in Feni?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Shanti Company Road
Feni
3900

Other Service Apartments in Feni (show all)
Berger Experience Zone Feni Berger Experience Zone Feni
SSK Road
Feni, 3900

Berger Paints introduces Home Decor to offer all kinds of painting solutions. Besides, we offer Berg