Fahim Sonagazi
ইসলামি পোষ্ট পেতে আমাদের পেজে লাইক দিন।
আর যায় বলেন খেজুরের সাথে বরই একেবারে যায় না।
আসুন
আমরা সকলে মিলে মহান,
আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি
এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।
হে আল্লাহ
রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।
সবাইকে রমজানের শুভেচ্ছা।
সবাই আমল করুন।
সামনে আসছে রোজা,
হালকা কর গোনাহের বোঝা,
যদি কর পাপ চেয়ে নাও মাফ।
এসো নিয়ত করি,
আজ থেকে সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ি।
সবাই সাধ্যের মধ্যে সাহায্য করে,
রাসুল করিম (সঃ) নূরানী মাদ্রাসার পাশে থাকুন। আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি অনেক দুর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
সাহায্য পাঠাতে যোগাযোগ করুন এই নাম্বারেঃ-
মোবাইল নংঃ
০১৮১৫৯০৪০৩০(জাবেদ হুজুর)
০১৮২৪৯৩৬৩৮০(তারেক হুজুর)
ইনশাআল্লাহ
শিশুদের মাথায় হাত রেখে দোয়াটি পড়ে ফু-দিন ইনশাআল্লাহ। বদ নজর থেকে মুক্তি পাবেন।
মনের ঘরেতে রেখেছি যারে দু-জাহানের বাদশা তুমি কামলি ওয়ালারে।
রাসূল করিম সঃ নূরানী মাদ্রাসা
হে ইমানদারগণ! নিজেদের খবর নাও।
যদি তোমরা সত্য পথে চলে আসো,
তাহলে ভ্রষ্ট ও ভুল পথে পরিচালিতরা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।
হে আল্লাহ, আমার অস্বাভাবিক ও সামান্য,
প্রথম ও শেষ যা প্রকাশ্য এবং যা ঢেকে রাখা হয়েছে তার প্রত্যেকটি ভুল ক্ষমা করুন।
জুম্মা মোবারক !
সামনে আসছে রোজা,
হালকা কর গোনাহের বোঝা,
যদি কর পাপ চেয়ে নাও মাফ,
এসো নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।
যখনি আমি অসুস্থ হতাম।
তখন আমি কালো জিরা খেতাম।
--হযরত মুহাম্মাদ (সাঃ)
নিশ্চয়ই আল্লাহ তায়ালা কে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।
--ড. বিলাল ফিলিপ্স
ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে।
অবশ্যই তা যথেষ্ট কঠিন।
কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।
—সূরা আল বাকারা, আয়াতঃ ৪৫।
দুঃখী ব্যক্তির সামনে কখনই,
আপনার সুখ প্রকাশ করবেন না।
দুনিয়ার বুকে যে ধর্মটা সবচাইতে বেশি খাঁটি।
সেটাই হলো ইসলাম ধর্ম।
---সুবাহানাল্লাহ।
এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা,
জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।
---বিশ্বনবী হযরত মোহাম্মদ(সাঃ)
পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান সিজদাহ
সেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত।
কাউকে অতীতের পাপ নিয়ে খোটা দিও না।
সে হয়তো তওবা করে মহান আল্লাহর কাছে
তোমার থেকেও উত্তম হয়ে গেছে।
মহান আল্লাহ তায়ালা বলেনঃ-
তুমি ওই দিনকে ভয় করো ,
যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে
আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে।
---সুরা ইয়াসিন (৬৫)
সালাত শুধু পরকালে মুক্তি দেয় না,
সালাত ইহকালেও ভরপুর করে দেয়।
সালাতে শরীর সুস্থ থাকে রিজিকও বাড়ে।
বিপদ দূরীভূত হয়।
প্রতি সোমবার ও বৃহস্পতিবার
জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।
---হযরত মোহাম্মদ(সাঃ)
কবর কারো জন্য জান্নাতের বাগান হবে।
আর কারো জন্য জাহান্নামের গর্ত হবে।
--আল-হাদিস।
জান্নাত লাভ করার দোয়া।
[][]আল্লাহুমা ইন্নী আসআলুকা রিদ্ধা কাওয়াল জান্নাত[][]
সর্ব কালের সেরা জুটি-
----হযরত মোহাম্মদ (সাঃ)
----হযরত খাদিজা (রাঃ)
নামাজ কখনো ছেড়ে দিবেন না।
একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে।
ইনশাআল্লাহ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Feni
Feni Town
Feni, 3900
- চিঠি লিখার মতো কোনো শব্দ নেই" অথচ হাজারো মন খারাপের গল্পে' ভরপুর এই শূন্য চিঠি.!
Feni Sadar, Feni
Feni, 3902
I am an advanced digital marketer, Grow your business with me.