Robonien
Learn programming and robotics with fun.
ROBO SUMMIT @2.0
Eid Mubarak to everyone.
ফেনীতে অনুষ্ঠিত হলো ROBO SUMMIT @1.0.
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে রোবোটিক্স এর ক্লাস শুরু হবে জুলাই ২৩ এর প্রথম সপ্তাহে। আগ্রহীদের দ্রুত ভর্তি হয়ে আসন নিশ্চিত করার অনুরোধ করছি।
রোবোনিয়ানের আয়োজনে ২২ই জুন সকাল ১০টায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে শুরু হয় ROBO SUMMIT @1.0, এতে সার্বিক সহযোগিতা করে আরবান ইয়ুথ সোসাইটি ও বিডিএইচটুওএস, মিডিয়া পার্টনার ছিলো নির্ভীক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ROBO SUMMIT @1.0 এর কনভেনার কাজী আরাফাতুল ইসলাম ইনসাফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহায় এর প্রেসিডেন্ট মঞ্জিলা মিমি, চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়,ফেনীর সহকারি প্রোগ্রামার জনাব রাশেদুল আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিডিএইচটুওএস এর এডভাইসার ও আরবান ইয়ুথ সোসাইটির ফাউন্ডার লিয়াকত আলী আরমান। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রোবোনিয়ান থেকে আগামী মাসে দাখিল ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ব্যাচ শুরু হবে, যেখানে রোবোটিক্স এর একদম বেসিক থেকে শুরু করা হবে। জুলাই মাসের প্রথম সপ্তাহে ক্লাস শুরু হবে। আগ্রহীদের দ্রুত আসন নিশ্চিত করার অনুরোধ করা হলো।
🔰স্থান: আরবান ইয়ুথ সোসাইটি, ডাক্তারপাড়া, ফেনী।
🔰যোগাযোগ: +8801625678570
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য সুখবর!!! 🎉
ফেনীতে শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো রোবোটিক্স কোর্স, যেখানে ক্লাস করাবেন বুয়েটের রোবোটিক্স ক্লাবের ইন্সট্রাকটরা।
🔰২২ই জুন ২০২৩, বৃহস্পতিবার থাকছে একটি ফ্রি ক্লাস।
২০২৫ সালের মধ্যে ৮৫মিলিয়ন মানুষ জব হারাবে এবং ৯৭মিলিয়ন নতুন জব তৈরি হবে[। প্রতি ১০জনে ৬জন মানুষ জব হারাবে, ব্যাপারটা ভয়ংকর না?
এখন কি কেউ আর একজন আরেকজনকে চিঠি পাঠায়? না ইমেইল, মেসেজে সবাই কথা চালাচালি করে? নোকিয়া নিজেকে আপডেট না করার কারণে কম্পিটিশনে কোথায় গেলো! একসময় গুগলের মতো টেক জায়ান্ট কোম্পানী নকিয়ার পণ্য কোথায় হারিয়ে গেলো? ড্রোন এসে এআই ইউজ করে খাবার ডেলিভারি দিচ্ছে। রোবোট কুকুর, রোবোট বিড়াল, রোবট পাখি, রোবট চিতা, রোবট পেঁচা, সামদ্রিক রোবট মাছ, রোবট মানুষ এআই ব্যবহার করে মানুষের প্রয়োজনীয় সব সমাধান করছে এসব এখন কল্পনা নয়, এগুলো এখন বাস্তব। এভাবেই টেকনোলজি আর ইনোভেশন সবকিছু বদলে দিবে। সমুদ্র থেকে মহাকাশ সব জায়গাতেই রোবটের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই গণিত, বিজ্ঞান, প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং কে কাজে লাগিয়ে আপনিও আমাদের সাথে ক্লাস করে বানিয়ে ফেলতে পারেন আপনার রোবোট। ইউএসএতে একজন রোবট ইঞ্জিয়ারের বাৎসরিক স্যালারি ১কোটি ২৮লাখ টাকা অথবা প্রতি ঘন্টায় ৬১০০টাকা।
তাই দেরি না করে এখনি অংশগ্রহণ করুন আমাদের ফ্রি ক্লাসে।
📛ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন লিংক: www.bdh2os.org/robonien
📞+880162567570
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Website
Address
1845, Barahipur, Trunk Road
Feni
3900
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Friday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
College Road
Feni, 3900
Hi Everyone, this is a group of ex & Present student of Feni Gov't Pilot High School.
Chhagalnaiya
Feni, 3910
'পুসাক' ছাগলনাইয়াস্থ পাব্লিকিয়ান শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ছাত্র সংগঠন।
Falahia Lane, Shanti Company Road
Feni
This is Al Jameatul Falahia Kamil Madrasah Feni (official fan page).Here shared notice are 100% Offi