AC Lalbag, DMP

Government Organization

Photos from AC Lalbag, DMP's post 11/02/2021

মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে করনীয় :

১. যদি আপনার মোবাইল ফোন চুরি যায় তাহলে যে থানার আওতাধীন এলাকা থেকে আপনার মোবাইল ফোন চুরি হয়েছে, চুরি হওয়া মোবাইলের আইএমইআই নম্বর উল্লেখ পূর্বক সেই থানায় মামলা করুন। আইএমইআই নম্বর উল্লেখ করতে না পারলে বা হারিয়ে ফেললে মোবাইল চুরি হওয়ার সময় মোবাইল ফোনে যে মোবাইল নম্বরটি চালু ছিল, তা উল্লেখ করুন।

২. যদি আপনার মোবাইল ফোন হারিয়ে যায় তাহলে যে থানার আওতাধীন এলাকা থেকে আপনার মোবাইল ফোন হারিয়ে গেছে, হারিয়ে যাওয়া মোবাইলের আইএমইআই নম্বর উল্লেখ পূর্বক সেই থানায় সাধারন ডায়েরী (জিডি) করুন।

৩. মামলা/ জিডির কপিতে উল্লেখ থাকা পুলিশ অফিসারের সাথে যোগাযোগ রাখুন এবং আপনার মোবাইল ফোনের সর্বশেষ আপডেট জেনে নিন।

৪. মামলা বা জিডির কপিসহ সংশ্লিষ্ট RAB অফিসে যোগাযোগ করতে পারেন।

অনেকেই জানেন না RAB বাংলাদেশ পুলিশের একটি ইউনিট। RAB এর প্রধান বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত আইজি পদ মর্যাদার পুলিশ কর্মকর্তা যিনি আইজিপি, বাংলাদেশ পুলিশ মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করেন।

RAB এ পুলিশ ব্যতিরেকে অন্যান্য বাহিনীর (সেনা, নৌ, বিমান, বিজিবি, আনসার, কোসটগারড.......) সদস্যরা একটি নির্দিষ্ট সময়ের জন্য ডেপুটেশনে আসেন। ঐ সময় শেষ হয়ে গেলে তারা নিজ বাহিনীতে ফিরে যান।

মোবাইল চুরি বা হারিয়ে গেলে অনেকেই মামলা বা জিডি করতে চান না। কারণ:
১. কম দামী মোবাইল
২. মোবাইলে গুরুত্বপূর্ণ কিছু ছিল না।
৩. মোবাইল চুরি হলে বা হারিয়ে গেলে আর ফিরে পাওয়া য়ায় না।
৪. ইত্যাদি ইত্যাদি

তবুও মামলা/ জিডি করবেন কেনঃ
১) আপনার মোবাইল ব্যবহার করে কেউ অপকর্ম করলে ওটা যাতে আপনার ঘাড়ে না পড়ে সেজন্যে। আপনার চুরি হওয়া/ হারিয়ে যাওয়া মোবাইল বা মোবাইলে সংরক্ষিত তথ্য ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, মামলা/ জিডির কপি দেখিয়ে সেটার দায় থেকে রক্ষা পেতে পারবেন।

২) মোবাইলটি ব্যবহৃত হলে ফিরে পাওয়া সম্ভব।

মেয়েদের জন্যে পরামর্শ:
মোবাইল ফোনে নিজেদের এমন কোন ছবি রাখবেন না যেটা প্রকাশ হওয়াটা আপনার জন্যে ক্ষতিকর হতে পারে।

যারা মোবাইলে ফেসবুক/ ইমেইল/ টুইটার ব্যবহার করেন তাদের জন্য পরামর্শ:

মোবাইল চুরি/ হারিয়ে যাওয়ার সাথে সাথে ফেসবুক/ইমেইল/টুইটার আইডির ব্যবহৃত পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করে ফেলুন যাতে করে আপনার আইডি ব্যবহার করে কেউ অপরাধমূলক কোন কাজ করতে না পারে।

সচেতন হউন, সতর্ক থাকুন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ
আপনার আস্থায়
আপনার সেবায়
সব সময়...(২৪X৭X৩৬৫)

Want your organization to be the top-listed Government Service in Fulbaria?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Lalbag, Dhaka
Fulbaria

Other Law enforcement in Fulbaria (show all)
Police Cyber Support for Women - PCSW Police Cyber Support for Women - PCSW
6 Phoenix Road, Dhaka 1000
Fulbaria

Police Cyber Support for Women - PCSW is a page run by Police Headquarters,Bangladesh Police. It wor