AROM Housing
Your House, Your Dream but Our Responsibility. Construction & Consultancy.
Tiny house
জায়গা স্বল্পতা? কোন ব্যাপারই না!
করবেন নাকি আপনার স্বপ্নের বাড়িতে একটি?
AROM Housing
Design and Art❤️🔥
AROM Housing
বাড়ি নির্মাণের কথা ভাবছেন? রাজুক প্ল্যান পাশ করাতে চাচ্ছেন, নির্ভর যোগ্য মানুষ/প্রতিষ্ঠান পাচ্ছেন না? আমরাই দিতে পারি আকর্ষণীয় সব ডিজাইন এবং রাজুক প্ল্যান পাশের প্রতিস্রুতি । আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর ও নিরাপদ । জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, গ্রিন ও ন্যাচারাল ভেন্টিলেশন এর ব্যবস্থা করার মাধ্যমে আকর্ষণীয় ও নিরাপদ বাড়ি নির্মাণই আমাদের মূল লক্ষ্য । প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে খুব আকর্ষণীয় ও পছন্দমত একটি বাড়ি করার । আর আপনার এই স্বপ্নের বাড়িটির বাস্তবায়ন করতে আমরা আছি আপনারই পাশে
আমাদের ডিজাইন সার্ভিস,
১। রাজুক প্ল্যান পাশ,
২। আর্কিটেকচারাল ড্রয়িং,
৩। 3D ডিজাইন,
৪। ওয়ার্কিং ড্রয়িং,
৫। স্ট্রাকচারাল ড্রয়িং,
৬। ইলেক্ট্রিক্যাল ড্রয়িং,
৭। প্লাম্বিং ড্রয়িং,
৮। ম্যাটেরিয়ালস এস্টিমেটিং
৯। পৌরসভা শীট ড্রয়িং,
১০। ল্যান্ডস্কেপ/ ছাদ ডিজাইন,
১১। ডিজিটাল সার্ভে,
১২। সয়েল টেস্ট এবং পাইলিং।
আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে যোগাযোগ করুন:
AROM Housing.
Cell: +88 01776-263633, +88 01580-615532
whats app :+88 01776-263633
AROM Housing
Black Beauty🖤
What do you think about this Design?
Amazing🏚️
AROM Housing
ছোট জায়গায় আধুনিক ডুপ্লেক্স⛪
AROM Housing
বাড়ি নির্মাণের কথা ভাবছেন? রাজুক প্ল্যান পাশ করাতে চাচ্ছেন, নির্ভর যোগ্য মানুষ/প্রতিষ্ঠান পাচ্ছেন না? আমরাই দিতে পারি আকর্ষণীয় সব ডিজাইন এবং রাজুক প্ল্যান পাশের প্রতিস্রুতি । আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর ও নিরাপদ । জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, গ্রিন ও ন্যাচারাল ভেন্টিলেশন এর ব্যবস্থা করার মাধ্যমে আকর্ষণীয় ও নিরাপদ বাড়ি নির্মাণই আমাদের মূল লক্ষ্য । প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে খুব আকর্ষণীয় ও পছন্দমত একটি বাড়ি করার । আর আপনার এই স্বপ্নের বাড়িটির বাস্তবায়ন করতে আমরা আছি আপনারই পাশে
আমাদের ডিজাইন সার্ভিস,
১। রাজুক প্ল্যান পাশ,
২। আর্কিটেকচারাল ড্রয়িং,
৩। 3D ডিজাইন,
৪। ওয়ার্কিং ড্রয়িং,
৫। স্ট্রাকচারাল ড্রয়িং,
৬। ইলেক্ট্রিক্যাল ড্রয়িং,
৭। প্লাম্বিং ড্রয়িং,
৮। ম্যাটেরিয়ালস এস্টিমেটিং
৯। পৌরসভা শীট ড্রয়িং,
১০। ল্যান্ডস্কেপ/ ছাদ ডিজাইন,
১১। ডিজিটাল সার্ভে,
১২। সয়েল টেস্ট এবং পাইলিং।
আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে যোগাযোগ করুন:
AROM Housing.
Cell: +88 01776-263633, +88 01580-615532
whats app :+88 01776-263633
Mah E Ramzan🌙
New project
📍Muktarpur, Munshiganj
Duplex 🏘️
নতুন প্রকল্প, ডুপ্লেক্স ২৬৭৮ স্কয়ার ফিট।💒
লোকেশন :- রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা।
AROM Housing
বাড়ি নির্মাণের কথা ভাবছেন? রাজুক প্ল্যান পাশ করাতে চাচ্ছেন, নির্ভর যোগ্য মানুষ/প্রতিষ্ঠান পাচ্ছেন না? আমরাই দিতে পারি আকর্ষণীয় সব ডিজাইন এবং রাজুক প্ল্যান পাশের প্রতিস্রুতি । আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর ও নিরাপদ । জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, গ্রিন ও ন্যাচারাল ভেন্টিলেশন এর ব্যবস্থা করার মাধ্যমে আকর্ষণীয় ও নিরাপদ বাড়ি নির্মাণই আমাদের মূল লক্ষ্য । প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে খুব আকর্ষণীয় ও পছন্দমত একটি বাড়ি করার । আর আপনার এই স্বপ্নের বাড়িটির বাস্তবায়ন করতে আমরা আছি আপনারই পাশে
আমাদের ডিজাইন সার্ভিস,
১। রাজুক প্ল্যান পাশ,
২। আর্কিটেকচারাল ড্রয়িং,
৩। 3D ডিজাইন,
৪। ওয়ার্কিং ড্রয়িং,
৫। স্ট্রাকচারাল ড্রয়িং,
৬। ইলেক্ট্রিক্যাল ড্রয়িং,
৭। প্লাম্বিং ড্রয়িং,
৮। ম্যাটেরিয়ালস এস্টিমেটিং
৯। পৌরসভা শীট ড্রয়িং,
১০। ল্যান্ডস্কেপ/ ছাদ ডিজাইন,
১১। ডিজিটাল সার্ভে,
১২। সয়েল টেস্ট এবং পাইলিং।
আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে যোগাযোগ করুন:
AROM Housing.
Cell: +88 01776-263633, +88 01580-615532
imo or whats app :+88 01776-263633
AROM Housing আপনাদের দিচ্ছে পরিপূর্ণ ডিজাইনের নিশ্চয়তা। আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার’দের টিম। আমাদের রয়েছে সব ধরনের কাজের অভিজ্ঞতা। তাই আপনি নিশ্চিন্তে আমাদের উপর আপনার বাড়ির ডিজাইন করার ব্যাপারে নির্ভর করতে পারেন।
আমাদের সেবা সমুহ,
রাজউক প্ল্যান পাশ, রাজউক সিট, পৌরসভার ডিজাইন, থ্রিডি ব্রুসিয়ার, অর্কিটেকচারাল, স্ট্রাকচারাল ডিজাইন, ঝিলমিল পূর্বাচল ও উত্তরা ৩য়, ইলেক্ট্রিক, পলাম্বিং সহ সকল ড্রয়িং এবং কন্সট্রাকশন কাজের সেবা প্রদান করা হয়।
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
AROM Housing
☎️: 01776-263633
01580-615532
📧: [email protected]
📌: ১২০/এ, আর. এস ভবন (৩য় তালা), রুম #৩১২, মতিঝিল, ঢাকা।
Under Construction Duplex 1920 Sqft Bulding.
Location: Pubile, Gazipur.
.
বাড়ি নির্মাণের কথা ভাবছেন? রাজুক প্ল্যান পাশ করাতে চাচ্ছেন, নির্ভর যোগ্য মানুষ/প্রতিষ্ঠান পাচ্ছেন না? আমরাই দিতে পারি আকর্ষণীয় সব ডিজাইন এবং রাজুক প্ল্যান পাশের প্রতিস্রুতি । আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর ও নিরাপদ । জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, গ্রিন ও ন্যাচারাল ভেন্টিলেশন এর ব্যবস্থা করার মাধ্যমে আকর্ষণীয় ও নিরাপদ বাড়ি নির্মাণই আমাদের মূল লক্ষ্য । প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে খুব আকর্ষণীয় ও পছন্দমত একটি বাড়ি করার । আর আপনার এই স্বপ্নের বাড়িটির বাস্তবায়ন করতে আমরা আছি আপনারই পাশে
আমাদের ডিজাইন সার্ভিস,
১। রাজুক প্ল্যান পাশ,
২। আর্কিটেকচারাল ড্রয়িং,
৩। 3D ডিজাইন,
৪। ওয়ার্কিং ড্রয়িং,
৫। স্ট্রাকচারাল ড্রয়িং,
৬। ইলেক্ট্রিক্যাল ড্রয়িং,
৭। প্লাম্বিং ড্রয়িং,
৮। ম্যাটেরিয়ালস এস্টিমেটিং
৯। পৌরসভা শীট ড্রয়িং,
১০। ল্যান্ডস্কেপ/ ছাদ ডিজাইন,
১১। ডিজিটাল সার্ভে,
১২। সয়েল টেস্ট এবং পাইলিং।
আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে যোগাযোগ করুন:
AROM Housing.
Cell: +88 01776-263633, +88 01580-615532
imo or whats app :+88 01776-263633
DAP 2016-2035
✓ঢাকা থেকে কি আসলেই ৪০% মানুষকে বের হয়ে যেতে হবে?
>সম্প্রতি কিছু মহল থেকে দাবী করা হচ্ছে যে, রাজউক কর্তৃক প্রণীত ড্যাপ ২০২২-২০৩৫ এর প্রস্তাবনা বাস্তবায়িত হলে ঢাকা শহর থেকে নাকি প্রায় ৪০% মানুষকে চলে যেতে হবে। উনাদের করা এই দাবী একটু বিশ্লেষণ করে দেখা যাক যে আসলেই ড্যাপের কারনে ঢাকা শহর থেকে ৪০% মানুষকে চলে যেতে হবে কিনা।
রাজউক কর্তৃক প্রণীত পরিকল্পনাটির অন্তর্নিহিত দর্শন একটি মানবিক শহর তৈরী। দুটি মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে আলোচ্য পরিকল্পনাটিঃ একটি হলো ন্যায়সঙ্গত বা অন্তর্ভুক্তিমূলক (Inclusive) পরিকল্পনা অর্থাৎ সকল আর্থসামাজিক শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন এবং তার জীবনযাত্রার মানের উন্নয়নকে লক্ষ্য হিসেবে নিয়ে পরিকল্পনা প্রণীত হয়েছে। রাজউক আওতাধীন ১৫২৮ বর্গকিলোমিটার এলাকায় বিবিএস ২০১১ অনুযায়ী জনসংখ্যা ১৫.৫১ মিলিয়ন বা দেড় কোটি বর্তমানে যা প্রায় দুই কোটির মতো এবং ২০৩৫ সাল পর্যন্ত প্রক্ষেপিত (Projected) জনসংখ্যা ধরা হয়েছে দুই কোটি ৬০ লাখ যা কোনভাবেই কম তো নয়ই বরং ৬০ লক্ষ অতিরিক্ত ঢাকা শহরে অভিগমণ/সংযোজন হবে এবং যেখানে প্রচুর মানুষের সংস্থানের সুযোগ তৈরি হবে।
ঢাকা কেন্দ্রীয় এলাকা অধুনা ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা যার আয়তন ৩০৪ বর্গকিলোমিটার (মোট রাজউক এলাকার মাত্র ২০%) যেখানে বিবিএস ২০১১ অনুযায়ী জনসংখ্যা প্রায় ৮৮ লক্ষ এবং বিশদ অঞ্চল পরিকল্পনায় ২০৩৫ সাল পর্যন্ত প্রক্ষেপিত (Projected) জনসংখ্যা ধরা হয়েছে ০১ কোটি ৩০ লক্ষ সুতারিয়াং সুতারাং ঢাকা কেন্দ্রীয় এলাকায় জনসংখ্যা বাড়বে। সদ্য প্রকাশিত বিবিএস (BBS) ২০২১ এর রিপোর্ট অনুযায়ী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ঢাকা কেন্দ্রীয় এলাকা) মোট জনসংখ্যা হলো ১ কোটি ২ লক্ষ ৭৮ হাজার ৮৮২ জন। অন্যদিকে বিশদ অঞ্চল পরিকল্পনায় ২০২০ সাল পর্যন্ত প্রক্ষেপিত জনসংখ্যা ধরা হয়েছিল ১ কোটি ৮ লক্ষ ৩৪ হাজার জন, যা প্রক্ষেপণ অনুযায়ী বিবিএস ২০২১ এ প্রকাশিত জনসংখ্যার তুলনায় বেশী। ঢাকা শহরের ধারণক্ষমতা বিশ্লেষণে দেখা গেছে যেঃ
✓প্রতি একরে ১৫০ জন হিসেবে, ৯০ ভাগ ওয়ার্ড ধারণক্ষমতা অতিক্রম করেছে
✓প্রতি একরে ২০০ জন হিসেবে, ৮১ ভাগ ওয়ার্ড ধারণক্ষমতা অতিক্রম করেছে
✓প্রতি একরে ৪০০ জন হিসেবে, ৬৩ ভাগ ওয়ার্ড ধারণক্ষমতা অতিক্রম করেছে
পরিকল্পনা এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার (২০০১-২০১১) এবং জনঘনত্ব (২০১১) পর্যালোচনাঃ
ঢাকা কেন্দ্রীয় এলাকা জনসংখ্যা বৃদ্ধির হার ৩.১৫%; গড় জনঘনত্ব ১১৭/একর
✓ঢাকা কোর এলাকা (পুরাতন দুই সিটি কর্পোরেশন এলাকা) জনসংখ্যা বৃদ্ধির হার ২.৫৩%; গড় জনঘনত্ব ২০৭/একর
✓ঢাকার Fringe এলাকা (সিটি কর্পোরেশন বর্ধিত এলাকা) জনসংখ্যা বৃদ্ধির হার ৫.৮৫%; গড় জনঘনত্ব ৪৫/একর
✓গাজীপুর অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির হার ৭.৪৩%; গড় জনঘনত্ব ১৮/একর
✓কালীগঞ্জ এবং রূপগঞ্জ অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির হার ২.৭২%; গড় জনঘনত্ব ১০/একর
✓নারায়ণগঞ্জ অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির হার ৩.৬৩%; গড় জনঘনত্ব ২৯/একর
✓কেরানীগঞ্জ অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির হার ২.৭৯%; গড় জনঘনত্ব ১৯/একর
✓সাভার অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির হার ৯.২৬%; গড় জনঘনত্ব ২১/একর
অর্থাৎ কেন্দ্রীয় অঞ্চলের বৃদ্ধির হার নিচের দিকেই। আর তার মধ্যেও মূল ঢাকা নগরের বৃদ্ধি হার আসলে সর্বনিম্ন। অর্থাৎ গড়ে বছরে যে ৫-৫.২৫ লক্ষ জনসংখ্যা বৃদ্ধি পায় এই মহানগরীতে তার মূল অংশ বৃদ্ধি পায় আশেপাশের নগরগুলোতে, মূল শহরে নয়। গত দুই দশকে মুল নগরের বৃদ্ধি হার ক্রমান্বয়ে হ্রাসই পেয়েছে। আসলে সময় এসেছে সংলগ্ন নগর এলাকায় ড্যাপের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় নাগরিক সুবিধাদি, অবকাঠামো সহ আবাসন ও জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে মহানগর অঞ্চলের (DMR) উপযোগী নগর হিসেবে গড়ে তোলার। অন্যথায় এ শহরগুলোর আসন্ন চিত্রও হবে মূল ঢাকার অতিঘনত্ব ও সংকট।
বর্তমানে ড্যাপের সুপারিশকৃত গড় ঘনত্ব অনুযায়ী রাজউক এলাকায় পরিণত (Matured) অবস্থায় সর্বোচ্চ প্রায় ৬ কোটি ৩৬ লক্ষ মানুষ ধারণ করা সম্ভব হবে।
সমগ্র রাজউক এলাকাকে ৫টি জনঘনত্ব (জনসংখ্যা/একর) এলাকায় বিভক্ত করা হয়েছে (সারনি-৩.২৯) যেখানে সম্ভাব্য সর্বোচ্চ জনসংখ্যা হতে পারে নিম্নরূপঃ
২০০ গড় জনঘনত্ব এলাকার পরিমানঃ 63,357 একর; সম্ভাব্য সর্বোচ্চ জনসংখ্যাঃ 1,26,71,592 প্রায়
২২০ গড় জনঘনত্ব এলাকার পরিমানঃ 12,623 একর; সম্ভাব্য সর্বোচ্চ জনসংখ্যাঃ 27,77,224 প্রায়
২৫০ গড় জনঘনত্ব এলাকার পরিমানঃ 4,102 একর; সম্ভাব্য সর্বোচ্চ জনসংখ্যাঃ 10,25,639 প্রায়
১৮০ গড় জনঘনত্ব এলাকার পরিমানঃ 102,950.11 একর; সম্ভাব্য সর্বোচ্চ জনসংখ্যাঃ 1,85,31,020 প্রায়
১৫০ গড় জনঘনত্ব এলাকার পরিমানঃ 190,655.98 একর; সম্ভাব্য সর্বোচ্চ জনসংখ্যাঃ 2,85,98,397.68 প্রায়
এখানে বলে রাখা দরকার প্রতি একরে ২০০ জন মানে হলো প্রতি বর্গ কিলোমিটারে ৪৯,৪০০ জন পৃথিবীর অনেক ঘনবসতি সম্পন্ন এলাকা শহর থেকেও অনেক বেশি।
উপরের পর্যালোচনা থেকে ইহা প্রতীয়মান হয় যে বিশদ অঞ্চল পরিকল্পনার সুপারিশ অনুযায়ী ঢাকা শহর থেকে কোন অবস্থাতেই মানুষকে চলে যেতে বলা হয়নি বা যেতে হবে না। বরঞ্চ ঢাকা তথা সমগ্র রাজউক এলাকায় জনসংখ্যা সুষমভাবে বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আর তাই আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে বিশদ অঞ্চল পরিকল্পনার প্রস্তাব অনুযায়ী ঢাকা থেকে ৪০% মানুষকে বের যেতে হবে এই রকম তথ্য একেবারেই অসত্য, উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর।
সাধ্যের মধ্যে সবটুকু,
আল্প জাগায় ছোট্ট ডুপ্লেক্স 🏘️
G+6 st.
1360 sqrft Double Unit.
🏡
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Fulbaria
Fulbaria
Welcome to S K Builders. A Trusted construction & consultancy Company. We always believe in Quality