Bangladesh Awami Matshojeeby League

Official page of Bangladesh Awami Matshojeeby League

06/01/2024

৭ জানুয়ারি ২০২৪
ভোট দিন নৌকা মার্কায়
ভোট দিন স্মার্ট বাংলাদেশের পক্ষে
ভোট দিন জননেত্রী শেখ হাসিনার পক্ষে

#দ্বাদশ_সংসদ_নির্বাচন

03/01/2024

সারা বিশ্বে জলবায়ু ঝুঁকির তালিকায় থাকা দেশগুলির মধ্যে বাংলাদেশ অন্যতম। এখানে বৈরি প্রকৃতির সঙ্গে লড়াই করে সব সময় টিকে থাকতে হয়।
প্রাণ, প্রকৃতির জন্য নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই সোচ্চার।

02/01/2024

৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে। বছরে ২০ লাখ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। এই তথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, এখনকার বার্নিং ইস্যু দ্রব্যমূল্য। এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুবকদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি আছে। ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে। বছরে ২০ লাখ। এটা আমাদের একটা লক্ষ্য।

তিনি বলেন, ব্যাংক ও আর্থিক খাতে সক্ষমতা বৃদ্ধি, শিল্পের প্রসার, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা, জবাবদিহিতা নিশ্চিত করা, জঙ্গিবাদ রোধ করা, সর্বাত্মক গণতান্ত্রিক ব্যবস্থার চর্চা ও প্রসার ঘটানো আমাদের অগ্রাধিকার লক্ষ্য। শেখ হাসিনার তার বক্তব্যে যে সৎ সাহস দেখিয়েছেন, ভুল হলে ভুল থেকে শিক্ষা নেবো– এটাই সবচেয়ে ইমপরট্যান্ট। একজন প্রধানমন্ত্রী এত উন্নয়নের পরও এটা বলছেন। ক্ষমতার দাপট দেখিয়ে, আমার কোনও ভুল নেই, দেশ পরিচালনায় সব কিছু সঠিক করেছি– এমন বাগাড়ম্বর উনি পেশ করেননি।
#শেখহাসিনা #ওবায়দুলকাদের #ইশতেহার #ইশতেহার২০২৪ #নির্বাচন২০২৪

02/01/2024

গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় মাছ আহরণে পাইলট প্রকল্প।

আগামী ফেব্রুয়ারি থেকে বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমায় পরীক্ষামূলকভাবে টুনা মাছ ধরার উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর। টুনা মাছ আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের মাছ। মৎস্য অধিদপ্তরের এই পরিকল্পনা সফল হলে টুনা মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে এবং স্থানীয় লোকজনের কর্মসংস্থান হবে।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

31/12/2023

নতুন বছর সবার জন্য বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।


.
.
.
.
.
.
.
.

মুক্তি পেল ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণ | Joy Bangla Jitbe Abar Nouka | Version 2 28/12/2023

‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’

মুক্তি পেল ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণ | Joy Bangla Jitbe Abar Nouka | Version 2 মুক্তি পেল ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণ | Joy Bangla Jitbe Abar Nouka | Version 2

27/12/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা।
আওয়ামী লীগের ইশতেহারে যে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে তা হলো:-

১. দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

২. কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা।

৩. আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

৪. লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি।

৫. দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো।

৬. ব্যাংকসহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

৭. নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা।

৮. সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা।

৯. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা।

১০. সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা।

১১. সর্বস্তরে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।

27/12/2023

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০২৪
❝স্মার্ট বাংলাদেশ : উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান❞
আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০২৪ ঘোষণা করেন ।

27/12/2023

ইশতেহার শুরুর আগে ওবায়দুল কাদের আবেগঘন বক্তব্য

27/12/2023

শেখ হাসিনা হ্যাজ মেইড আস স্ট্যান্ড টলার- ওবায়দুল কাদের

27/12/2023
26/12/2023

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।
দেশ ও জনগণের কল্যাণে সর্বদা নিয়োজিত। একটি সুন্দর, স্বনির্ভর সোনার বাংলা গড়াই আমাদের লক্ষ্য।

26/12/2023

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাঙ্গালী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অসম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, শিক্ষা সম্প্রসারণ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং হতদরিদ্র মৎস্যজীবীসহ সমাজের পশ্চাৎপদ সকল শ্রেণী-পেশার মানুষের ন্যায্য অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংগঠন কাজ করবে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য দেশের সকল শ্রেণী ও পেশার মানুষের মধ্য থেকে স্বাধীনতা ও প্রগতিকামী নাগরিকদের ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশৃংখল রাজনৈতিক সংগঠন গড়ে তোলাই বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ'র উদ্দেশ্য। এ ছাড়াও মৎস্যজীবী সম্প্রদায় ও মৎস্যখাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানের জন্য কাজ করে যাবে।

Want your organization to be the top-listed Government Service in Fulbaria?
Click here to claim your Sponsored Listing.

Address


23, Bangabandhu Avenue , Dhaka
Fulbaria

Other Political Organizations in Fulbaria (show all)
বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ
Fulbaria

ঐতিহ্যবাহী ও দেশের প্রাচীনতম ছাত্র স?