Afrin Akter
Nearby public figures
Sirajganj, Dhaka
Dhaka
Dhaka
Dhaka
Dhaka, Rangpur
Dhaka 1207
Kishoreganj 545420
Dhaka
Dhaka
Dhaka, Dhaka
Dhaka 1216
Dhaka
Bhola, Dhaka
Dhaka, Dhaka
Dhaka
আমার আমি ভীষণ দামি।
I have reached 2.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
স্বভাবগত ভাবে মিথ্যে বলে যাওয়া মানুষগুলো বড্ড ভয়ংকর। কারণ তারা মিথ্যের আশ্রয় নেয় প্রয়োজনে, অপ্রয়োজনে। তারা হয়তো নিজেরাও জানেনা তারা কতখানি ভয়ংকর তাদের নিজেদের জন্য এবং আশেপাশের মানুষের জন্য। কারণ তারা স্বভাবে মিথ্যাবাদি, কথায় কথায় মিথ্যে বলা তাদের অভ্যেস।
নিজের অহংকারী আর মিথ্যে রুপটা রক্ষা করতে গিয়ে কত শত মিথ্যে গল্প বানাতে হয়! আবার অনেক সময় নিজের পাতা ফাঁদে নিজেরাই ধরা পরে যায় কিন্তু এই মানুষ গুলোর আবার চক্ষু লজ্জাও বড্ড কম! হয়তো পরক্ষণেই ভূলে গিয়ে এত টুকু কুন্ঠা বোধ নেই -যেন কিছুই হয়নি!
বছরের পর বছর কেটে যায়, কোনো একদিনও কি তাদের রিয়েলাইজেশন আসে? হয়তো আসে, হয়তো কোনো দিনই না! কারন ততদিনে মিথ্যে নামক বিষটা রন্ধ্রে রন্ধ্রে জায়গা করে নিয়েছে । মিথ্যে তাকে করেছে উদ্ধত, করেছে ভয়ংকর আত্নবিশ্বাসী যার মূলে রয়েছে নড়েবড়ে আভিজাত্য। স্ট্রেইটফরোয়ার্ড আর উদ্ধত আচরণ গুলিয়ে ফেলবেন না প্লিজ,
দূটো দু জিনিস।
এই মানুষ গুলির সংগ সম্ভব হলে এড়িয়ে চলবেন অথবা চললেও বুদ্ধি নিয়ে চলবেন—- তাতে আপনাদের মধ্যে এই ভয়ংকর বিষে প্রভাবিত হবার প্রবনতা কমে আসবে আর জীবন টাকে তাদের মত জটিল মনে হবেনা।
মিথ্যে এমন একটা বিষ এটা একবার ভিতরে ঢুকে গেলে অক্টোপাসের মত আষ্ঠেপৃষ্ঠে লেপ্টে থাকবে, নিজের কাছে সম্মান টুকুনও হারিয়ে ফেলবেন। প্যাথলজিক্যাল লায়ার বা খুনি ভয়ংকর, এটা একটা অসুখ।
জীবনটা অনেক ছোট, অনেক সাধারন, অনেক সহজ। আর এ ছোট্ট জীবনে নিজের কাছে পরিস্কার ইমেজ খুব জরুরী।
ভাল থাকবেন।
Collected
টাকা ও সৌন্দর্য কখনো মানুষকে লয়্যাল করে না ।
লয়্যালিটি একটা গুন সস্তালোক কখনোই তার মর্ম বুঝে না ।
ঐ ব্যাক্তির উপর জুলুম করার ব্যাপারে ভয় করো, যার কাছে জুলুমের জবাবে দুই চোখের পানি ছাড়া আর কিছুই থাকেনা ।
কখনো কারো দীর্ঘশ্বাসের কারন হবেন না কথায় আছে না । " Revenge of Nature "
মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না ।
কারন সৃষ্টিকর্তা সবার , আপনার একার না।
হাসতে হাসতে যে তোমায় নিয়ে মানুষের মাঝে
প্রশংসার ছলে নিন্দা করে বেড়ায় ,
বুঝে নিও সে তোমার যত আপনই হোক না কেনো ,সত্যিকার অর্থে সে তোমার ভালো চায় না ।
যেখানে তোমার ভালো থাকার দায়িত্ব তুমি না নিলে অন্য কেউ তোমার ভালোর দায়িত্ব নিতে আসবেনা।
সেখানে মানুষের ওপর ভরসা করে বসে থেকো না ।
তোমার ভালো থাকার দায়িত্ব তুমি বরং নিজেই নাও ।
মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋন।
যেটা তুমি কারোর না কারোর হাতে ফেরত পাবে অবশ্যই।
ঠকিয়ে ক্ষনিকের সুখ নিশ্চিত করা যায় ।
তবে চিরকাল ভালো থাকা যায় না ।
ধৈর্য কখনো জীবন্ত প্রানকে ঠকায় না ,
বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয় ।
সবার জীবনের গতি সমান নয়। কেউ মায়াজাল ছেড়ে বেরোতে পারেনা , আটকে থেকে যায় সারাজীবন। কেউ সেই জাল ছিড়ে বেরিয়ে যেতে পারে , নতুনভাবে জীবনকে সাজিয়ে নিতে পারে ।
কারোর হৃদয় খুব কোমল হয় । কেউবা কোমল হৃদয়কেই শক্ত করে নতুন পথ চলে থাকে । হৃদয় বোঝা এত সহজ নয়।
জীবন সহজ না । জীবনকে সহজ বানিয়ে নিতে হয় ।
কখনো দুয়া করে , কখনো সবর করে , কখনো মাফ করে ,
কখনো'বা এড়িয়ে চলে ।⚘🌷🥀
তুমি উপন্যাসের নতুন চরিত্র খুঁজতে ব্যস্ত.
"আমি পুরনো বই এর ছেঁড়া পাতায় অভ্যস্ত.
✍️
তুমি বৃষ্টি চেয়েছো বলে ,,,,,,,
এখন আর কারো প্রতি কোনো অভিমান বা অভিযোগ নেই।
Lines: Collected
Voice: own voice
অনেক লম্বা একটা সময়ের জন্য বিরতি নিয়েছিলাম ।
ইনশাআল্লাহ খুব শিঘ্রই নতুন কোন আবৃতি নিয়ে হাজির হবো।
দয়া করে সবাই পাশে থাকবেন ।
সাপোর্ট করবেন ।
Hmmm🙂
ঠকে গেলেও বিশেষ কোন ক্ষতি নেই।
Voice - Ownvoice
Video-Afrin
Lines-collected
আজ সকালে বৃষ্টির আগ মূহুর্তে এই ভিডিওটা করেছিলাম। বৃষ্টির আগ মূহুর্তের এই প্রকৃতি , মেঘলা আকাশ আমার ভিষন ভালো লাগে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Fulbaria
Fulbaria, 1322
Raju Khan A Shagotom Protidin Notun Notun Video Pete page Ti follower korun. (Thank you)
Fulbaria
Instagram page: https://www.instagram.com/hennaartbyirin?igsh=c21rZDBsdnZycGVn
Dhaka
Fulbaria
আসসালামু আলাইকুম। AFRA's Creation-এ স্বাগতম। আমাদের একমাত্র চেষ্টা আপনাদের খুশি করা। কাস্টমাইজ সম্ভব