Ali Azam High School & College Online Classes
আলী আজম স্কুল অ্যান্ড কলেজ অন লাইন ক্লাস
আলী আজম স্কুল অ্যান্ড কলেজ ফেনী উত্তরে অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯০৬ সনে দানবীর ও শিক্ষানুরাগী মরহুম খান আহমদ আজম চৌধুরী তার পিতা আলী আজম চৌধুরীর নামানুসারে এ-ই বিদ্যালয়ের নাম রাখেন। প্রতিষ্ঠার পর থেকে এ-ই বিদ্যালয় অত্র এলাকায় শিক্ষা বিস্তারে অনন্য ভুমিকা পালন করে আসছে। ১৯৯৬ সালে স্কুলটিকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করা হয়।
জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৪খ্রি. নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যোচ্ছে যে, ০২/১০/২০২৪খ্রি. শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৭.০৬.০০০০.৪০২.৭১.০৬৮.০২.৩৬ অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুসারে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন(বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) অব্যাহত থাকবে। এ লক্ষ্যে নবম শ্রেণির শিক্ষার্থীরা তাদের শ্রেণি শিক্ষক গণের সাথে যোগাযোগ করে বিভাগ বিভাজন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
(বি.দ্র: ০১/১১/২০২৪খ্রি. হইতে নবম শ্রেণির রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হবে।)
অধ্যক্ষ
আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ
মুন্সীরহাট, ফুলগাজী, ফেনী।
আলী আজম স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম শেষ পর্যায়ে। এখনো যারা প্রয়োজনীয় কাগজ পত্র ও ফি জমা দেয়নি তাদের কে আগামী ১৭-১০-২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০:৩০এর মধ্যে অফিস কক্ষে জমা দেয়ার অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখিত সময়ের মধ্যে যারা কাগজ পত্র ও ফি জমা দিতে ব্যর্থ হবে তাদের রেজিষ্ট্রেশন না হলে প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ কে কোন ভাবে দায়ী করা যাবে না।
বিষয়টি অতীব জুরুরি।
প্রয়োজনে যোগাযোগ।:- গোলাম রাব্বানী। অফিস সহকারী। মোবাইল :01827-601569
আলী আজম স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রীদের জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করে টিকা কার্ড সাথে নিয়ে আসা সাপেক্ষে টিকা প্রদান করা হবে। সবাই কম্পিউটার দোকানে রেজিষ্ট্রেশন করে টিকা কার্ড সাথে নিয়ে আসবে। সময় ও তারিখ পরে জানানো হবে। আপাতত রেজিষ্ট্রেশন করার অনুরোধ করছি।
এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ আগামী ২৪ অক্টোবর থেকে দেশের ৭টি বিভাগে (চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ও সিলেট) শুরু হতে যাচ্ছে। ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী এবং ১০-১৪ বছর বয়সী স্কুল বহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এই টিকা পাবে।
আপনি কি জানেন, জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫,০০০ জন নারী মারা যায়? মনে রাখবেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এক ডোজ এইচপিভি টিকাই যথেষ্ট।
টিকার জন্য নিবন্ধন করতে বা এইচপিভি টিকার সম্পর্কে জানতে ভিজিট করুন 👉
www.vaxepi.gov.bd
আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে সবাইকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ব শিক্ষক দিবসের এবারে প্রতিপাদ্য, শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার।
বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা, ৫ অক্টোবর ২০২৪।
পড়ন্ত বিকেলে ছুটির পূর্ব মূহুর্তে আলী আজম স্কুল অ্যান্ড কলেজের স্কাউট দলের ডে ক্যাম্প,ক্যাম্পফায়ারও আনুষ্ঠানিক পারফরম্যান্স প্রদর্শন। ধন্যবাদ শরিফ স্যার ও স্কাউট সদস্য বৃন্দ।
২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ। উপস্থিত ছিলেন ১৩৫+অভিভাবক। শিক্ষাক, শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় বিষয় বক্তব্য দেন দুই জন অভিভাবক, সার্বিক বিষয় উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব মো মাইন উদ্দিন। দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন গভর্নিং বডি সম্মানিত সদস্য জনাব মেহেদী হাসান ও জনাব আবদুল ওহাব বাবুল। নির্বাচনী পরীক্ষা, ফরম ফিলাপ,শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ জনাব আবু তাহের মজুমদার। অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক শরিফুল ইসলাম মিয়াজী।
NTRCAকর্তৃক সুপারিশ কৃত তিন জন শিক্ষক কে ফুল দিয়ে বরণ করছেন আলী আজম স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত গর্ভনিং বডির সদস্য বৃন্দ, অধ্যক্ষ মহোদয় ও শিক্ষক কর্মচারী বৃন্দ।
২০২৪-২০২৫শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১৫/০৯/২০২৪ ইং তারিখ থেকে ৩০/০৯/২০২৪ ইং তারিখ পর্যন্ত চলবে।
জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি-২০২৪ পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লা শিক্ষাবোর্ড এর চাহিত তথ্য মোতাবেক জেএসসি/সমমান পরীক্ষার মার্কশীট, এসএসসি/সমমান পরীক্ষার মার্কশীট ও এইচএসসি-২০২৪ এর প্রবেশ পত্রের ফটোকপি (স্পষ্ট হতে হবে) ১০/০৯/২০২৪ মঙ্গলবার অফিস চলাকালিন সময়ের মধ্যে অবশ্যই অফিসে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল। অন্যথায় পরবর্তী সমস্যার জন্য কর্তিৃপক্ষ দায়ী থাকবেনা।
আদেশক্রমে
অধ্যক্ষ
আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ
মুন্সীরহাট, ফুলগাজী, ফেনী।
বর্তমান দশম শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল আবরারে বাবা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইলাহা ইন্না ইলাহি রাজেউন।আল্লাহ আবরারের বাবাকে জন্নাতের সুউচ্চ স্থান দান করুক। আমিন
আলী আজম স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকালের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল বৃহস্পতিবার( ৫/০৯/২০২৪ ইং) প্রতিষ্ঠান খুলবে এবং শ্রেণী কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।
অধ্যক্ষ
আলী আজম স্কুল অ্যান্ড কলেজ।
আলী আজম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রাকৃতিক দূর্যোগ ও স্মরণ কালের ভয়াবহ বন্যার কারণে প্রতিষ্ঠানের শ্রেনী কার্যক্রম ও যাবতীয় সেবা বুধ ও বৃহস্পতিবার (২১/৮ -২২/৮)বন্ধ থাকবে। আগামী রবিবার পরিস্থিতি উন্নতি সাপেক্ষে শ্রেনী কার্যক্রম যথারীতি চলবে।
বিশেষ দ্রষ্টব্য :আগামীকাল বৃহস্পতিবার (২২/৮)দশম শ্রেনীর অভিভাবক সমাবেশ স্থগিত করা হল। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে পরবর্তীতে অভিভাবক সমাবেশের সময় ও তারিখ জানানো হবে।
অধ্যক্ষ
আলী আজম স্কুল অ্যান্ড কলেজ।
এইচ.এস.সি পরীক্ষা ২০২৪ এর স্থগিত
পরীক্ষাসমূহের সময়সূচি :
১১.৮.২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৪ স্থগিত।
এইচ,এস,সি ২০২৪ এর স্থগিত হওয়া পরীক্ষা সমূহের সংশোধিত রুটিন:-
১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Fulgazi
3943
মোস্তফা ম্যানশন, নতুন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন, ফুলগাজী, ফেনী
Fulgazi, ৩৯৪২
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
Gojaria, Boxmmahmud
Fulgazi, 3942
স্থাপিত : ১৯৯৪ প্রধান শিক্ষক : মোহাম্?
Fulgazi, GABTOLA'FULGAZI'FENI
এই স্কুল page এ, স্কুল সংক্রান্ত বিভিন্ন তথ্য ও শিক্ষা মূলক পোস্ট করা হয়।
East Nilokhi
Fulgazi, ZIPCODE
facebook.com/NilokhiHighSchool