Ummah Kollan Foundation

Ummah Kollan Foundation

উম্মাহর কল্যাণে, মানবতার তরে

05/12/2023

♦️ যত কবিরা গুনাহ রয়েছে, এর মধ্যে শিরক সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ। আমাদের সবার উচিত শিরকের মতো ভয়াবহ কবিরা গুনাহ থেক বেচে থাকা।
আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমিন 🤲

04/12/2023

♦️ সুবহানাল্লাহ!

04/12/2023

♦️ পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপন নয়!

03/12/2023

♦️ পছন্দের দুটি লাইন। কুরআনের সব আয়াতই পছন্দ। এর মধ্যে বেশি পছন্দ এই দুটি আয়াত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুটি আয়াতের ওপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তাওফিক দান করুন। আমিন 🤲

03/12/2023

♦️ এজন্য ভালো কাজে ধৈর্য্যধারণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন। আমিন 🤲

02/12/2023

♦️ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। 🌸

02/12/2023

♦️ হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি যেন আমাদের হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন। আমিন।

01/12/2023

♦️ জাযাকুমুল্লাহু খাইরান 🥰
♦️ Thank you for everything. ☺️
♦️ সবাইকে অসংখ্য ধন্যবাদ 👍

01/12/2023

♦️ নারীরা এই চারটি কাজ করলে, তার জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। আল্লাহ তাআলা নারীদের এই হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন 🤲

30/11/2023

♦️ এ বিষয়ে আমাদের অনেক বেশি অবহেলা। যা মোটেও ঠিক নয়!

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন 🤲

29/11/2023

🏵️ আজ {২৯/১১/২০২৩} বুধবার; সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ফরিদাবাদ মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আব্দুল গণি রহিমাহুল্লাহ।

🌓 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন 🌓

29/11/2023

♦️ ছবিতে দেওয়া পণ্যগুলো ইসরাইলি পণ্য। কিনবো না বিক্রিও করবো না। ইনশাআল্লাহ।

👉 নিজে সচেতন হই, অপরকে সচেতন করি।

☯️ বাংলাদেশের যেকোনো জায়গা থেকে বিনামূল্যে ইসরাইলি পণ্যের লিফলেট সংগ্রহ করতে নিচের দেওয়া ফর্মটি পূরণ করুন। আপনাদের সাথে যোগাযোগ করে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

🔅 এই ফর্মটি পূরণ করুন।

https://forms.gle/KiUoz3r6jn3DAn8E6

28/11/2023

♦️ আল্লাহ পরম দয়ালু! তাঁর মতো দয়ালু আর কেউ নেই।

28/11/2023

♦️ অসংখ্য ধন্যবাদ Fish n meat কে।

আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায় বরকত দান করুন। আমিন 🤲

#উম্মাহ_কল্যাণ_ফাউন্ডেশন

27/11/2023

♦️ বাংলাদেশের যেকোনো জেলা থেকে ইসরাইলি পণ্যের লিফলেট ফ্রিতে পেতে নিচের ফর্মটি পূরণ করুন।

🔅 https://forms.gle/KiUoz3r6jn3DAn8E6

#উম্মাহ_কল্যাণ_ফাউন্ডেশন

27/11/2023

♦️ ধন্যবাদ Pasta Club Wari

#উম্মাহ_কল্যাণ_ফাউন্ডেশন

26/11/2023

♦️এটা কসমের জওয়াব। এখানে ‘ইনসান’ (মানুষ) বলতে কাফির ও নাস্তিককে বুঝানো হয়েছে, যারা কিয়ামতকে অবিশ্বাস করে। কিন্তু তাদের ধারণা ভুল। আল্লাহ তাআলা অবশ্যই মানুষের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গকে একত্রিত করবেন। এখানে বিশেষ করে অস্থি বা হাড়ের কথা উল্লেখ করা হয়েছে। কারণ, অস্থিই হল (মানবদেহ) সৃষ্টির মৌলিক কাঠামো।

👉 সুরা কিয়ামাহ, আয়াত: ০৩।

#উম্মাহ_কল্যাণ_ফাউন্ডেশন

14/08/2023

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী আর নেই।

ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। 😭😭

মহান আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন 🤲🤲

27/07/2023

🌸🌸 মুহাররম ও আশুরা🌸🌸

চার সম্মানিত মাসের অন্যতম হলো মুহাররম।

এ মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘রমাদনের পর আল্লাহর মাস মুহাররমের রোজা হল সর্বশ্রেষ্ঠ।'

أفضل الصيام بعد رمضان شهر الله المحرم

⭐ সহিহ মুসলিম: ২/৩৬৮; জামি তিরমিজি: ১/১৫৭

এর মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি।

সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘আমি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদন ও আশুরায় যেরুপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি।’

⭐ সহিহ বুখারি: ১/২১৮

সাহাবি আলি রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, রমাদনের পর আর কোন মাস আছে, যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বললেন, এই প্রশ্ন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট জনৈক সাহাবি করেছিলেন, তখন আমি তাঁর খেদমতে উপস্থিত ছিলাম।

উত্তরে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘রমাদনের পর যদি তুমি রোজা রাখতে চাও, তবে মুহাররম মাসে রাখ।

কারণ, এটি আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে, যে দিনে আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন।’

⭐ জামি তিরমিজি: ১/১৫৭

অন্য হাদিসে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমি আশাবাদী যে, আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের (সগিরা) গুনাহ ক্ষমা করে দিবেন।’

⭐ সহিহ মুসলিম: ১/৩৬৭; জামি তিরমিজি: ১/১৫৮

👉 বিঃদ্রঃ একটি বিষয় লক্ষণীয়, আশুরার রোজা একদিন নয়, আশুরার রোজার সাথে একদিন আগে বা পরে রাখতে হবে।

এ সম্পর্কে এক হাদিসে আছে:
‘তোমরা আশুরার রোজা রাখ এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে; আশুরার আগে বা পরে আরো একদিন রোজা রাখ।’

⭐ মুসনাদু আহমাদ: ১/২৪১

তবে আশুরার আগের দিন ও আশুরার দিন রোজা রাখাই শ্রেয়।

এ সম্পর্কে সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

‘আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ৯ তারিখেও অবশ্যই রোযা রাখব।’

⭐ সহিহ মুসলিম: ১/৩৫৯

আল্লাহ তাআলা আমাদের সবাই এই শ্রেষ্ঠ মাস মুহাররমে রোজা রাখার তাওফিক দান করুন বিশেষকরে আশুরার দুই রোজা। আমিন 🤲🤲

✨✨✨✨✨✨✨✨✨

৮ মুহাররম ১৪৪৫ হিজরি।

প্রচারে: Ummah Kollan Foundation 🙃🙃

17/07/2023

শুভ সকাল! 🥰

16/07/2023

সবাহাল খাইর। শুভ সকাল! 🌅🌅🌅

17/06/2023
25/04/2023

✍️ যার অনেক আছে সে ধনী নয় কিন্তু যে মানবসেবায় অনেক কিছু দেয় সেই হলো প্রকৃত ধনী।

Photos from Ummah Kollan Foundation's post 20/04/2023

যার অনেক আছে সে ধনী নয় কিন্তু যে মানবসেবায় অনেক কিছু দেয় সেই হলো প্রকৃত ধনী।

Want your organization to be the top-listed Non Profit Organization in Gaibandha?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dimla Padum Shohor, Mozider Vita, Saghata
Gaibandha
5750