Akhtar Hossain

Akhtar Hossain

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, গাইবান্ধা
প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র, সমাজকল্যাণ মন্ত্রণালয়

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, গাইবান্ধা

Photos from Akhtar Hossain's post 17/04/2024

১৭ এপ্রিল মুজিবনগর দিবসের আলোচনা সভায়...

15/04/2024

আমার জন্য আপনারা একটু দোয়া করেন।
একটা চাকরির পরীক্ষা দিয়েছিলাম।

Photos from Akhtar Hossain's post 11/04/2024

ঈদে ওদের সাথে কিছু সময়ের জন্য...

10/04/2024

ঈদের তাকবীর...
আল্লাহু আকবর আল্লাহু আকবর
লা... ইলাহা ইল্লাল্লাহ্
আল্লাহু আকবর আল্লাহু আকবর
ওয়া লিল্লাহিল হামদ্।

10/04/2024

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

25/03/2024

বিচারক ও বিচারপতির মধ্যে পার্থক্য..
সাধারণভাবে, নিম্নতর আদালতে যারা বিচার ব্যবস্থার দায়িত্বে থাকেন, তাদের 'বিচারক' বলা হয়। পক্ষান্তরে বিচারপতিদের কেবল উচ্চ আদালত ও শীর্ষ আদালতে নিয়োগ করা হয়। সমস্ত বিচারপতিই আসলে বিচারক, কিন্তু সমস্ত বিচারক বিচারপতি নন। এ ছাড়া, যেকোনো জনস্বার্থ মামলার শুনানি কেবল মাত্র বিচারপতিরাই করতে পারেন, বিচারকরা পারেন না।
☞©

18/03/2024

রোজার শেষ দিকে বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলোতে এক করুন দৃশ্য দেখা যায়। সাধারণত ২৫ রোজা থেকে মাদ্রাসা গুলো ছুটি হতে থাকে। বেশিরভাগ ছাত্র ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না। এদের কারো বাবা-মা নেই, কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকীরা সারাদিন কান্না করে। তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না। তারা সারা বছর কাঁদে না। কিন্তু যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয়- কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? তারা কি আর কিছুটা দিন বেচে থাকতে পারত না? মা বাবা বেচে নাই তো কী হইছে? মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসল না কেন? মা বেচে থাকতে মামারা কত আদর করত! বাবা বেচে থাকতে চাচারা কত আদর করত! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে।

একটা অনুরোধ - এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। কয়জন বাচ্চা ঈদে বাড়ি যায় নি খোজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে!

কার্টেসি: মোমেন ভাই (খুব সুন্দর লেখেছেন)
copied from...

16/03/2024
05/03/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

01/03/2024

ভাষা, বাক্য, শব্দ, ধ্বনি সম্পর্কিত প্রয়োজনীয় কিছু তথ্য...
১। ভাষার মূল উপকরণ – বাক্য

২। ভাষার মূল উপাদান – ধ্বনি

৩। ভাষার বৃহত্তম একক – বাক্য

৪। ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি

৫। বাক্যের মৌলিক উপাদান – শব্দ

৬। বাক্যের মূল উপাদান – শব্দ

৭। বাক্যের মূল উপকরণ – শব্দ

৮। বাক্যের ক্ষুদ্রতম একক – শব্দ

৯। শব্দের মূল উপাদান – ধ্বনি

১০। শব্দের মূল উপকরণ – ধ্বনি

১১। শব্দের ক্ষুদ্রতম একক – ধ্বনি

১২। ধ্বনি নির্দেশক চিহৃ – বর্ণ

১৩। ভাষার ইট বলা হয় – বর্ণকে

১৪। ভাষার স্বর বলা হয় – ধ্বনিকে

১৫। ভাষার ছাদ বলা হয় – বাক্যকে

১৬। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)

১৭। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে –

৩৫০০ (প্রায়)

১৮। ভাষার মৌলিক অংশ – ৪ টি

১৯। ভাষার আলোচ্য বিষয় – ৪টি

২০। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর

ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)

২১। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে –

৫০টি

২২। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি

২৩। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি

২৪। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ –

৭টি ( অ,আ,ই,উ,এ,অ্যা,ও )

২৫। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ

– ১০ টি ( এ,ঐ,ও,ঔ,ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )

২৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ

– ৮টি ( ঋ,খ,গ,ণ,থ,প,ধ,শ )

২৭। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ –

৩২ টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ, ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,­

ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,ষ,স,হ,ড়,ঢ়,য় )

২৮। পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ – ৬ টি

( অ,আ,ই,ঈ,উ,ঊ )

২৯। পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ - ২৬টি

( ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,­

ষ,স,হ,ড়,ঢ়,য় )

৩০। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার।

১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।

৩১। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি

আ=া, ই= ি,

ঈ=ী, উ=ু,

ঊ=ূ,ঋ ৃ,

এ= ে, ঐ= ৈ,

ও= ো, ঔ= ৌ।

৩২। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)

৩৩। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক

বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)

৩৪। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির

সংখ্যা – ২৫ টি

৩৫। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)

৩৬। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি

( ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )

৩৭। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)

৩৮। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি

( খ,গ,ণ,থ,ধ,প,শ )

৩৯। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর – ৪টি

( অ,ই,উ,ঋ )

৪০। বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর - ৭টি

( আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ )

৪১। বাংলা বর্ণমালায় যে দুটি ধ্বনি

উচ্চরণে কোন পার্থক্য নেই - ঙ,ং

৪২। বাংলা বর্ণমালায় বর্গ আছে – ৫টি

৪৩। ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে

উচ্চরিত হয – ম ধ্বনি।

৪৪। শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি – ৪টি

৪৫। স্পর্শ ধ্বনি – ২৫ টি

৪৬। কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি – ৫ টি

(ক, খ, গ, ঘ, ঙ)

৪৭। তালব্য ধ্বনি – ৫ টি (চ, ছ, জ, ঝ, ঞ)

৪৮। মূর্ধন্য ধ্বনি – ৫ টি (ট, ঠ, ড, ঢ, ণ)

৪৯। দন্ত ধ্বনি – ৫ টি (ত, থ, দ, ধ, ন)

৫০। পার্শ্বিক ধ্বনি – ১ টি (ল)

৫১। নাসিক্য ধ্বনি – ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)

৫২। অন্তঃস্থ ধ্বনি – ৪ টি (য, র, ল, ব)

৫৩। তাড়নজাত ধ্বনি – ২টি (ড়, ঢ়)

৫৪। কম্পনজাত ধ্বনি – ১ টি (র)

৫৫। পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ – ৩ টি

৫৬। স্বরবর্ণের সংক্ষিপ্ত রুপকে বলা হয় –

কার

৫৭। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রুপকে বলা হয়

– ফলা

৫৮। নিলীন বর্ণ হচ্ছে – অ

৫৯। বাংলা সন্ধি প্রধানত – ২ প্রকার

স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি

৬০। তৎসম সন্ধি/সংস্কৃত সন্ধি – ৩ প্রকার ।

যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।

৬১। ক্রমবাচক সংখ্যা – ৪ প্রকার

৬২। কারক কত প্রকার? = ৬ প্রকার ।

কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান,

সম্প্রদান, অধিকরণ ।

৬৩। সমাস সাধারণত কত প্রকার? = ৬ প্রকার

। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব,

দ্বিগু, বহুব্রিহি ।

৬৪। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার

। যথা: অব্যয়ীভাব, তৎপুরুষীয়, দ্বন্দ্বমূলক,

বহুব্রিহিমূলক ।

৬৫। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো – ২

ভাগে বিভক্ত যথা: স্বরধ্বনি (১১টি) ,

ব্যঞ্জনধ্বনি (৩৯) ।

৬৬। ণ -ত্ব বিধানের নিয়ম = ৪ টি ।

৬৭। লিঙ্গ কত প্রকার = ৪ প্রকার । (পুং

লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয় লিঙ্গ ও ক্লীব

লিঙ্গ)

৬৮। বচন কত প্রকার? = ২ প্রকার । যথা:

একবচন, বহু বচন

৬৯। উপসর্গ কত প্রকার = ৩ প্রকার । খাঁটি

বাংলা (২১), তৎসম (২০) ও বিদেশি)

৭০। প্রত্যয় কত প্রকার? = ২ প্রকার ।

ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ।

৭১। দ্বিরুক্তি কত প্রকার? = ৩ প্রকার ।

শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার

দ্বিরুক্তি ।

৭২। বিভক্তি কত টি? = ৭টি ।

৭৩। সমাসের প্রতীতি কয়টি? = ৫টি । যথা:

সমস্তপদ , পূর্বপদ , পরপদ , ব্যাসবাক্য ও

সমস্যমান পদ ।

৭৪। বাক্য প্রধানত কত প্রকার? = ৩ প্রকার ।

সরল, জটিল বা মিশ্র, যৌগিক ।

৭৫। বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয়;

৭৬। বাক্যের গুণ ৩টি: আকাঙ্ক্ষা, আসত্তি,

যোগ্যতা।

৭৭। অর্থ অনুসারে বাক্য কত প্রকার? ৫

প্রকার

৭৮। উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার? = ৫

প্রকার । তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি,

বিদেশি ।

৭৯। গঠনগত ভাবে শব্দ কত প্রকার? = ২

প্রকার। মৌলিক ও সাধিত ।

৮০। অর্থগত ভাবে শব্দ কত প্রকার? = ৩

প্রকার । যৌগিক, রুঢ়, যোগরুঢ়।

(কোরা.কম হতে হুবহু কপিকৃত)

Photos from Akhtar Hossain's post 24/02/2024
21/02/2024

মা, আমি তোমাকে অনেক ভালোবাসি।
ওপারে তুমি অনেক অনেক ভালো থেকো...
(রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগিরা)

20/02/2024

২১ মানে মাথা নত না করা,
২১ মানে হার না মানা।

সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

22/01/2024

লা... ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের ব্যাপারে ইসলামের বিধান 08/10/2023

দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের ব্যাপারে ইসলামের বিধান লেখকঃ শাইখ সালিহ আল মুনাজ্জিদ প্রশ্ন: কারও আগমনের সাথে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের ব্যাপারে ইসলামের বিধান কি? .....

Want your public figure to be the top-listed Public Figure in Gaibandha?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সুখনগর (সুখ-শান্তির বাজার), এলজিইডি অফিস সংলগ্ন, গাইবান্ধা।
Gaibandha
5700

Other Government Officials in Gaibandha (show all)