BookPoint BD Classic Books
Nearby media companies
Northbrook Hall Road, Dhaka
Northbrook Hall Road, Dhaka
North Brook Hall Road, Dhaka
North Brook Hall Road, Dhaka
Dhaka ০৮৮
Dhaka 1100
Bangla Bazar, Dhaka
Banglabazar, Dhaka
Banglabazar, Dhaka
Banglabazar, Dhaka
Bangla Bazar, Dhaka
Banglabazar, Dhaka
Northbook Hall Road, Dhaka
বাংলাবাজার, Dhaka
Dhaka
You may also like
This is an official page of BookPoint BD especially designed for classic books. We are promised to deliver quality books to the customers.
We strongly believe that book lovers will find it a good source of all types of classic books.
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়। একটি যুদ্ধবিধ্বস্ত দেশ আবারও মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে। কয়েকমাস যেতে-না-যেতেই দেশ যেন মুখ থুবড়ে পড়ে। মানুষের আকাক্সক্ষা আকাশছোঁয়া। কিন্তু নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। লাগামহীন মূল্যস্ফীতিতে মানুষ দিশেহারা। চুয়াত্তরে দেশ পড়ে বন্যার কবলে। অনেক গ্রামে কৃষকের ভিটেমাটি, ফসলের খেত পানিতে তলিয়ে যায়। চারদিকে অনাহার। কাজ নেই। কাজ ও খাবারের সন্ধানে মানুষ ভিড় জমায় শহরে। শুরু হয় অনাহারে মৃত্যুর মিছিল। সেই সঙ্গে যোগ হয় মহামারি। সারা দেশ একটা দুর্যোগের মধ্যে পড়ে যায়। এই দুর্ভিক্ষে কত মানুষের মৃত্যু হয়েছিল, তা নিয়ে এখনো আলোচনা ও বিতর্ক হয়। বাংলায় পঞ্চাশের ভয়াবহ মন্বন্তরের পর এটাই ছিল সবচেয়ে বড় দুর্ভিক্ষ। পাশাপাশি সরকারের খাদ্য ব্যাবস্থাপনার ত্রæটি এবং মুষ্টিমেয় কিছু লোকের সীমাহীন লোভ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছিল বহুগুণ।
দেশের পত্র-পত্রিকায় এই দুর্ভিক্ষের নানান খবর বিস্তারিতভাবে ছাপা হয়েছে। পত্রিকাগুলো বেশিরভাগই ছিল সরকারের কিংবা সরকার-সমর্থক ব্যক্তিদের মালিকানায়। ব্যতিক্রম ছিল দৈনিক গণকণ্ঠ। গণকণ্ঠ পত্রিকায় প্রকাশিত দুর্ভিক্ষসংক্রান্ত খবর ও মন্তব্যগুলো নিয়ে এই বইটি সাজানো হয়েছে। এটি আমাদের নিয়ে যাবে পাঁচ দশক আগের সময়টিতে।
বই : চুয়াত্তরের দুর্ভিক্ষ
লেখক : মহিউদ্দিন আহমদ
পৃষ্ঠা : ৫৬৮
কাভার : হার্ড কাভার
মুদ্রিত মূল্য : ১২০০ টাকা
বিক্রয় মূল্য : ১০২০ টাকা
বইটি অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
"এ বইয়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, লেখকের ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা, অসংখ্য রেফারেন্স আর দারুণ সব বিশ্লেষণ। একদম শুরুতেই তিনি সক্রেটিসের কথা এনে বুঝিয়ে দেন, বিজনেস নিছক পুঁজির বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে ফিলোসফি। দর্শন দিয়ে লেখা শুরু করে আলোচনায় নিয়ে আসেন কেন আজকের দিনে বিজনেস বিশাল এক ব্যাটেলগ্রাউন্ড। পুঁথিগত বিদ্যার অসাড়তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উপস্থাপন করেন IMPAct নামে বিজনেসে সফল হওয়ার অত্যন্ত কার্যকরী মেথড। তার পরের আলোচনা আরও চমকপ্রদ, আরও আকর্ষণীয়! অল্প পুঁজিতে বিজনেসের উপায় থেকে শুরু করে ইউনিক বিজনেস আইডিয়া, বিজনেসে ইনোভেশন, মার্কেটিংয়ের কৌশল এবং এর কাটাছেঁড়া বিশ্লেষণ, আজকের ব্র্যান্ড এক্সপেরিয়েন্সের দুনিয়ায় কাস্টমার কেন বেইবি, বিজনেসের যুদ্ধজয়ের কৌশল, উদ্যোক্তার চিন্তার খোরাক, টিকে থাকার রসদ, প্রোডাক্টিভিটি সিক্রেটস কিংবা বেকার টু বিলিওনিয়ারের মতো অভিনব সব টপিকে ভরপুর এ বইটি সত্যিকার অর্থেই বিজনেসের ব্লুপ্রিন্ট। এ বই তাই শুধু যারা ব্যবসা করছেন, সামনে করবেন বলে ঠিক করেছেন, কিংবা ব্যবসা নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্যই পঠিতব্য নয়, যারা পড়াচ্ছেন তাদের জ্ঞানভান্ডারের জন্যও হতে পারে চমৎকার সংযোজন। একটা বিজনেস আইডিয়া কীভাবে ব্র্যান্ড হয়ে ওঠে, সেই ব্র্যান্ড কীভাবে তাবৎ দুনিয়াকে প্রভাবিত করে— বাংলা ভাষায় বিজনেস নিয়ে এমন বিশ্লেষণধর্মী বই খুব একটা চোখে পড়ে না।"
বই : বিজনেস ব্লুপ্রিন্ট : হাউ টু উইন দ্য ব্যাটেলগ্রাউন্ড অব বিজনেস
লেখক : মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন)
পৃষ্ঠা : ২৪০
কাভার : হার্ড কাভার
মুদ্রিত মূল্য : ৬০০ টাকা
বিক্রয় মূল্য : ৫১০ টাকা
বইটির কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন।
https://bookpointbd.com/book/business-blueprint
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
বই : ইসলামের মানবাধিকার সমগ্র (২ খন্ড)
লেখক : ড. খাদিজা আন-নাবরাভী
অনুবাদক : মুফতি মুহিউদ্দীন কাসেমী, আবদুস সাত্তার আইনী
পৃষ্ঠা : ১০৮০
কাভার : হার্ড কাভার
মুদ্রিত মূল্য : ১৫০০ টাকা
বিক্রয় মূল্য : ১১২৫ টাকা
বইটি অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন।
https://bookpointbd.com/book/islamer-manobadhikar-somogro
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
মানুষের যেহেতু আশা-আকাক্সক্ষা-উচ্চাশা রয়েছে, মানুষ যেহেতু সামাজিক জীব, তাই জীবন চলার পথে মানুষকে কতগুলো নিয়ম-নীতি অনুসরণ করতে হয়। ‘দ্য রুলস অব ওয়ার্ক’ গ্রন্থের লেখক রিচার্ড টেম্পলারের মতে মানুষকে প্রধানত নিজের জন্য, সঙ্গীর জন্য, পরিবার ও বন্ধু-বান্ধবের জন্য এবং সামাজিক কারণে কিছু নিয়ম অনুসরণ করতে হয়।
লেখকের মতে, আমরা যদি ‘দ্য রুলস অব লাইফ’ গ্রন্থে অন্তর্ভুক্ত নিয়মগুলো অনুসরণ করি, তাহলে আমরা জীবনে আরও বেশি কিছু করতে পারব, প্রতিকূলতাকে আরও সহজে মোকাবিলা করতে পারব, জীবন থেকে আরও বেশি কিছু আদায় করতে এবং সামনে যেতে যেতে আমরা আমাদের চারপাশে কিছুটা আনন্দের রেশ ছড়িয়ে দিতে পারবো।
রিচার্ড টেম্পলারের মতে, ‘দ্য রুলস অব লাইফ’ গ্রন্থটি প্রচুর অর্থ উপার্জন এবং অবিশ্বাস্যভাবে সফল হওয়ার বিষয়ে নয়। আপনি নিজের ভেতরে কেমন অনুভব করেন, আপনি আপনার চারপাশের মানুষদের কীভাবে প্রভাবিত করেন, আপনি বন্ধু, সঙ্গী ও পিতা-মাতা হিসেবে কেমন, আপনি পৃথিবীতে কেমন ধরনের প্রভাব রেখে যেতে চান— এটি সে সম্পর্কে খুব সহজ একটি গ্রন্থ। তাই গ্রন্থটি পড়ুন, গ্রন্থে অন্তর্ভুক্ত নিয়মগুলো অনুসরণ করুন, কাজে দেবে।
বই : দ্য রুলস অব লাইফ
লেখক : রিচার্ড টেম্পলার
অনুবাদক : নেসার আমিন
পৃষ্ঠা : ১৮৪
মুদ্রিত মূল্য : ৪০০ টাকা
বিক্রয় মূল্য : ৩২০ টাকা
আপনার নিজের মতো একটি জীবন কাটানো সম্ভব!
আমরা প্রত্যেকেই চাই সুন্দরভাবে জীবন কাটাতে, সফল হতে। আমাদের সেই জীবন অর্থবহ, প্রাচুর্যে পরিপূর্ণ হোক এটাই সবার চাওয়া। কিন্তু এমন একটি জীবন সবাই কাটাতে পারি না। তারপর ধরে নেই এমন জীবন সম্ভব নয় আমার জন্য! এটা পুরোপুরি ভুল চিন্তা। কেননা আপনিও পারবেন নিজের মনমতো জীবন গঠন করতে এবং সুখী হতে। 'ডিজাইন ইয়োর লাইফ' বইটি আপনাকে এই কাজে সাহায্য করবে।
বই : ডিজাইন ইয়োর লাইফ
লেখক : কর্নেলিয়া শিপলি
অনুবাদক : ত্বাইরান আবির
পৃষ্ঠা : ১২৮
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
বিক্রয় মূল্য : ২৪০ টাকা
প্যাকেজের মুদ্রিত মূল্য : ৭০০ টাকা
প্যাকেজের বিক্রয় মূল্য : ৫৬০ টাকা
বইগুলোর কিছু অংশ পড়ে দেখতে এবং অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন।
https://bookpointbd.com/book/life-package
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
ভারতীয় উপমহাদেশে বাংলাভাষী মানুষ অধ্যুষিত অঞ্চলগুলো বাংলা বা বঙ্গ (Bengal) নামে পরিচিত ছিল। মোগল আমলে সুবাহ বাঙ্গালার সংজ্ঞা দিতে গিয়ে আবুল ফজল বলেন যে, সুবাহ বাঙ্গালা পূর্ব-পশ্চিমে, অর্থাৎ চট্টগ্রাম হইতে তেলিয়াগড় পর্যন্ত ৪০০ ক্রোশ এবং উত্তর-দক্ষিণে, অর্থাৎ উত্তরে পর্বতমালা হইতে দক্ষিণে হুগলী জেলার মন্দারণ পর্যন্ত ২০০ ক্রোশ বিস্তৃত ছিল। তিনি আরও বলেন যে, সুবাহ বাঙ্গালা পূর্ব ও উত্তর দিকে পর্বতবেষ্টিত এবং দক্ষিণদিকে সমুদ্রবেষ্টিত ছিল। ইহার পশ্চিমদিকে সুবাহ বিহার অবস্থিত ছিল। কামরূপ এবং আসাম সুবাহও বাঙ্গালার সীমান্তে অবস্থিত ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার শাসনামলে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত সাম্রাজ্যের নাম ছিল- 'বঙ্গ'। ব্রিটিশ শাসনামলে এ অঞ্চলের নাম হয় 'বেঙ্গল প্রেসিডেন্সি'। এরপর ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় পুরো বাংলায় একটা প্রশাসনিক বিভাজন হয়। বাংলার পশ্চিম অংশ হয়ে যায় 'পশ্চিম বঙ্গ' এবং পূর্ব অংশ হয়ে যায় 'পূর্ব বাংলা'। পরবর্তীতে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। বাংলার দুটো অংশ ছিল: পশ্চিম বাংলা (পশ্চিম বঙ্গ) পরিচিত ছিল। ১৯৪৭ সালে দেশবিভাগের পর ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলিম- অধ্যুষিত অঞ্চলগুলো মিলে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। বাংলাভাষী হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে যুক্ত হয়। আর বাংলাভাষী মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পূর্ব বাংলা পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। ১৯৫৬ সালে 'পূর্ব বাংলা'র নাম পরিবর্তন করে 'পূর্ব পাকিস্তান' রাখা হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান রাষ্ট্র থেকে পূর্ব পাকিস্তান স্বাধীন হয় এবং নতুন এ ভূখণ্ডের নাম রাখা হয় 'বাংলাদেশ'।
বই : পূর্ববঙ্গের জমিদারবাড়ি
লেখক : মোঃ মাহমুদ আলী
প্রথম প্রকাশ : ২০২৪
মুদ্রিত মূল্য : ২০০০ টাকা
বিক্রয় মূল্য : ১৬০০ টাকা
বইটি অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পটভূমি এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে এর অভিযাত্রা এই বইয়ের বিষয়বস্তু। ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ কালপর্বের সাক্ষী ও সক্রিয় অংশগ্রহণকারী। সে অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ইতিহাসের এক তাত্পর্যপূর্ণ অধ্যায় উঠে এসেছে এ বইয়ে।
ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কালপর্বের প্রত্যক্ষদর্শী। কখনো নেপথ্যে আবার কখনো প্রকাশ্যে তিনি বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশে ভূমিকা রেখেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি ছিলেন বঙ্গবন্ধুর পক্ষের অন্যতম আইনজীবী। ১৯৬৯ সালে আইয়ুব খানের ডাকা গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধুর পক্ষে সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন। ১৯৭০ সালে আওয়ামী লীগের তরফে শাসনতন্ত্রের খসড়া প্রণয়ন এবং তার ভিত্তিতে পাকিস্তানিদের সঙ্গে আলোচনায়ও ছিলেন বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী। তাঁরই নেতৃত্বে প্রণীত হয় বাংলাদেশের বাহাত্তরের সংবিধান। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপনে বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি তাত্পর্যপূর্ণ ভূমিকা পালন করেন। ইতিহাসের সেসব গুরুত্বপূর্ণ অধ্যায়—জানা-অজানা নানা তথ্য ও ঘটনা গ্রন্থভুক্ত কামাল হোসেনের দীর্ঘ দুটি সাক্ষাত্কারে সবিস্তার উঠে এসেছে। এ ছাড়া গ্রন্থের অন্য লেখকেরাও তাঁদের রচনায় নিজেদের অভিজ্ঞতার আলোকে ও বস্তুনিষ্ঠভাবে বাংলাদেশের জন্ম ও বিকাশে ড. কামাল হোসেনের অবদানের কথা তুলে ধরেছেন। আমাদের স্বাধীনতাযুদ্ধের পূর্বাপর ইতিহাস জানতে ও বুঝতে পাঠককে সহায়তা করবে এ বই।
সম্পাদক পরিচিতি
ড. মির্জা হাসান
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অধ্যাপনা করেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রের মধ্যে রয়েছে শাসনব্যবস্থার সঙ্গে উন্নয়নের সম্পর্ক, রাষ্ট্র ও সমাজের সম্পর্ক এবং পুঁজিবাদ উত্তর সমাজ-অর্থনীতির রূপকল্প। বিভিন্ন বিষয়ে তাঁর লেখা অধ্যায় রাউটলেজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রভৃতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থার বইয়ে প্রকাশিত হয়েছে।
আসিফ নজরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনে পিএইচডি করেন। পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে জার্মানি ও ইংল্যান্ডে কাজ করেছেন। আন্তর্জাতিক নদী আইন ও গণপরিষদ বিতর্কের ওপর তাঁর গ্রন্থ প্রকাশিত হয়েছে যথাক্রমে ইউপিএল ও প্রথমা থেকে। বিভিন্ন বিষয়ে তাঁর লেখা অধ্যায় প্রকাশিত হয়েছে স্প্রিঙ্গার, রাউটলেজ, ক্লুয়ার ইত্যাদি নামী প্রতিষ্ঠানের বইয়ে।
শরীফ ভূঁইয়া
এলএলএম ও পিএইচডি করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েট-এর ডেপুটি হেড অব চেম্বার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং লটারপ্যাক্ট সেন্টার ফর ইন্টারন্যাশনাল ল-এর সাবেক ভিজিটিং ফেলো।
বইয়ের নাম: ড. কামাল হোসেন সম্মাননাগ্রন্থ: বাংলাদেশের অভ্যুদয় ও বিকাশ
সম্পাদক: মির্জা হাসান, আসিফ নজরুল, শরীফ ভূঁইয়া
প্রচ্ছদ: মাসুক হেলাল
পৃষ্ঠা: ২২৪
বাঁধাই: হার্ডকভার
ক্যাটাগরি: সম্মাননাগ্রন্থ
বিক্রয় মূল্য: ৪৭০ টাকা
ISBN: 9789849835035
প্রকাশ: জানুয়ারী ২০২৪
বইটি অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন।
https://bookpointbd.com/book/bangladesher-abhyuday-bikash
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী। ছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীও। তিনি বাংলার রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র; বাংলায় মুসলমানের রাষ্ট্রসাধনারও প্রধান এক নেতা। অথচ বাংলাভাষীদের একাডেমিক জগতে তিনি প্রায় উপেক্ষিত। বাংলায় মুসলমানের রাষ্ট্রসাধনার প্রশ্নও এখানে প্রায় উদাসীনতার শিকার। আলতাফ পারভেজ সেই শূন্যতা পূরণের চেষ্টা করেছেন। এই বই একদিকে সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনী, অন্যদিকে বাংলায় মুসলমানের রাজনৈতিক গঠন ও পুনর্গঠনেরও ইতিহাস।
বই : সোহরাওয়ার্দী ও বাংলায় মুসলমানের রাষ্ট্রসাধনা
লেখক : আলতাফ পারভেজ
পৃষ্ঠা : ৩৫২
মুদ্রিত মূল্য : ৮০০ টাকা
বিক্রয় মূল্য : ৬৮০ টাকা
বইটি অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন।
https://bookpointbd.com/book/banglay-muslim-rashtrasadhana
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
তুলনামূলক সাহিত্য বিশ্বের নানা প্রান্তের ভাষা ও সাহিত্য বিশ্লেষণ করে থাকে। সাহিত্যের বিষয়, রূপ, রীতি, কৌশল, রচনাপদ্ধতি ইত্যাদির সমান্তরালে বিশ্লেষণ করে সাহিত্যে প্রতিফলিত মতাদর্শ, রাজনীতি, চিন্তা, দর্শন; রচনা ও রচয়িতার সাংস্কৃতিক পরিচিতির তুলনাও ঘটে থাকে এ বিদ্যাশাখায়। বিশ্বের বিভিন্ন ভাষার সাহিত্যের বিষয়, পটভূমি ও পরিপ্রেক্ষিতকে হাতের মুঠোয় নিয়ে আসার তাগিদ দেখা যায় তুলনামূলক সাহিত্যের কার্যক্রমে। এ কারণে তুলনামূলক সাহিত্য প্রকৃতপক্ষে 'এক' সাহিত্যের পাঠ নয়, অনেক সাহিত্যের পাঠ। এ অর্থে তুলনামূলক সাহিত্য বিশ্বসাহিত্যের অধ্যয়ন।
বাংলা অঞ্চলে আধ-শতকেরও বেশি সময় ধরে তুলনামূলক সাহিত্য পড়ানো হয়ে থাকে। সাম্প্রতিক বিশ্বে তুলনামূলক সাহিত্য নতুনভাবে গড়ে উঠেছে, উঠছে কিংবা রূপান্তরিত হচ্ছে। কেউ বলেছেন জ্ঞানশাখা হিসেবে তুলনামূলক সাহিত্যের মৃত্যু ঘটেছে, তার বিপরীতে অনেকেই বলছেন তুলনামূলক সাহিত্য নতুন জ্ঞান ও তাত্ত্বিকতায় সমৃদ্ধ হয়ে নবায়িত হয়েছে।
বই : তুলনামূলক সাহিত্য : মৃত্যুর মিথ বনাম বাস্তবতা
লেখক : সুমন সাজ্জাদ
পৃষ্ঠা : ৪৯৬
কাভার : হার্ড কাভার
মুদ্রিত মূল্য : ৮০০ টাকা
বিক্রয় মূল্য : ৬৮০ টাকা
বইটি অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন।
https://bookpointbd.com/book/tulonamulok-sahitto
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
১৯৭৫ সালে ঢাকা ক্যান্টনমেন্টে সংঘটিত হয়েছিল তিন তিনটি সেনা-অভ্যুত্থান। তিনটি অভ্যুত্থানই যুগান্তকারী ঘটনা। ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর অভ্যুত্থানগুলোর সময় লেখক ঢাকা স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত থাকায় খুব কাছে থেকে প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলেন।
বই : তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা
লেখক : লে. কর্ণেল (অব:) এম এ হামিদ পিএসসি
পৃষ্ঠা সংখ্যা : ১৯২
মুদ্রিত মূল্য : ৪০০ টাকা
ছাড় মূল্য : ৩৫০ টাকা
১৯৭৫-৮১ সাল বাংলাদেশের ইতিহাসে এক ঘটনাবহুল পর্ব। এ সময়ে এ দেশে এমন কিছু ঘটনা ঘটেছে যেসব ঘটনা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা রয়েছে। সেই উত্তাল-অনিশ্চিত সময়ের জানা-অজানা অনেক তথ্য, ঘটনাপ্রবাহের অন্তরঙ্গ বিবরণ পাঠক পাবেন এ বইয়ে।
বই : রক্তাক্ত দিনগুলো: ১৯৭৫-৮১
লেখক : এম সাখাওয়াত হোসেন
পৃষ্ঠা সংখ্যা : ২৩২
মুদ্রিত মূল্য : ৫২০ টাকা
ছাড় মূল্য : ৪৪০ টাকা
প্যাকেজের মুদ্রিত মূল্য : ৯২০ টাকা
প্যাকেজের বিক্রয় মূল্য : ৭৯০ টাকা
বইগুলো অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন।
https://bookpointbd.com/book/sena-abhyuthan
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর লিখে আমাদেরকে মেসেজ করুন।
যে কোন প্রয়োজনে কল করুনঃ 01729-011588
প্রত্যেকটি স্থানের একটি পরিচিতিমূলক নাম থাকে, আর সেই নামকরণের পেছনে একটি যুৎসই কারণ, অর্থ বা তাৎপর্য থাকে। একটি দেশের ইতিহাস পুনর্গঠন, সামাজিক-সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত অনুসন্ধান, ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতা অনুভবের ক্ষেত্রে এই স্থাননামের উৎস অনুসন্ধানের গুরুত্ব রয়েছে। কোনো অঞ্চলের স্থাননামের পূর্বাবস্থা, বিবর্তনের ধারাবাহিকতা প্রভৃতি বিশ্লেষণের মধ্য দিয়ে সে দেশের সামগ্রিক ও আঞ্চলিক ভাষাবিন্যাস এবং ধর্মীয় বাস্তবতার উৎসে পৌঁছারও সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশের জেলা-উপজেলার নামকরণ ও ঐতিহ্য শিরোনামের এই গ্রন্থে বাংলাদেশের সবকয়টি জেলা, উপজেলা ও উল্লেখযোগ্য থানাসমূহের নামের উৎস এবং সেই সাথে জেলা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।
সূচিপত্র:
১। বাংলাদেশের জেলা - উপজেলার নামকরণের বৈশিষ্ট্য
২। বাংলাদেশ
৩। রাজশাহী বিভাগ
৪। রংপুর বিভাগ
৫। খুলনা বিভাগ
৬। বরিশাল বিভাগ
৭। ঢাকা বিভাগ
৮। ময়মনসিংহ বিভাগ
৯। চট্টগ্রাম বিভাগ
১০। সিলেট বিভাগ
১১। পরিশিষ্ট & নির্ঘণ্ট
বই : বাংলাদেশের জেলা-উপজেলার নামকরণ ও ঐতিহ্য
লেখক : মোহাম্মদ নুরুজ্জামান
মুদ্রিত মূল্য : ৮০০ টাকা
বিক্রয় মূল্য: ৬৮০ টাকা
বইটি অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
জাতির পিতার প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনায় সমৃদ্ধ এই ৩টি বই অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
উদ্যোক্তা, ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় ৪টি বই একত্রে ১১৯০ টাকা।
📖বই : দ্য সাইকোলজি অফ সেলিং
অবিশ্বাস্য দ্রুতগতিতে এবং সহজে বিক্রি করা
🖋️লেখক : ব্রায়ান ট্রেসি, সুহৃদ সরকার (অনুবাদক)
🔖 মূল্য : ২৬৫ টাকা
Category: ব্র্যান্ডিং, মার্কেটিং ও সেলিং
📖বই : দ্য টেন-ডে এমবিএ
ধাপে ধাপে দক্ষতা অর্জনের গাইড যা শেখান হয় আমেরিকার সর্বোচ্চ শিক্ষালয়ে
🖋️লেখক : স্টিভেন সিলবিগার, প্রমিত হোসেন (অনুবাদক)
🔖 মূল্য : ৩৬০ টাকা
Category: ব্র্যান্ডিং, মার্কেটিং ও সেলিং
📖বই : 100 ওয়েজ টু মোটিভেট ইওরসেলফ (হার্ডকভার)
চেঞ্জ ইয়োর লাইফ ফরএভার
🖋️লেখক : স্টিভ চ্যান্ডলার , মোস্তাক শরীফ (অনুবাদক)
🔖 মূল্য : 265 টাকা
Category: আত্ম-উন্নয়ন ও মেডিটেশন
📖বই : দ্য হার্ড ট্রুথ অ্যাবাউট সফট স্কিলস
কর্মক্ষেত্রে যেসব শিক্ষা স্মার্ট মানুষদের একান্ত দরকার
🖋️লেখক : পেগি ক্লাউস, মোস্তাক শরীফ (অনুবাদক)
🔖 মূল্য : 300 টাকায়।
Category: ক্যারিয়ার উন্নয়ন
বইগুলো অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
জীবন-জগেক কীভাবে উপলব্ধি করেছিলেন সরদার ফজলুল করিম? কীভাবে গড়ে উঠেছিল তাঁর চিন্তাজগত্? এ বই পাঠে তাঁরই জবানিতে সে অনুসন্ধানের জবাব পাবেন পাঠক।
সরদার ফজলুল করিমের পৃথিবী ছিল নিরন্তর অনুসন্ধানের। বিপুল বিচিত্র জীবনাভিজ্ঞতা আর অধ্যয়নের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে তাঁর জীবন। ফলে দিনপঞ্জিতে লেখা নিত্যদিনের খুব সাধারণ ঘটনার মধ্যেও জীবন-জগত্ আর ইতিহাস সম্পর্কে তাঁর গভীর বোধের পরিচয় পাওয়া যায়। সরদার ফজলুল করিমের দার্শনিক মন সারাক্ষণ জীবন ও জগত্ সম্পর্কে নানা জটিল জিজ্ঞাসার উত্তর খুঁজে ফিরেছে। আপন জীবন এবং সমকালীন ইতিহাসকে পরিপ্রেক্ষিতে রেখে তিনি দেশ ও সমাজকে উপলব্ধির প্রয়াস করেছেন। সমস্যা আর সম্ভাবনার ক্ষেত্রগুলো চিহ্নিত করেছেন। আবার জীবন বলতেও জীবনের বহুমাত্রিক দিক উঠে এসেছে তাঁর এসব ভাবনালিপিতে। আমার পৃথিবী বইয়ে তাঁর লেখাগুলো ডায়েরি-আশ্রিত। সেগুলোকে দর্শন, সমাজ, রাজনীতি, দেশ, জীবন, সাহিত্য—এভাবে পর্ববিন্যস্ত করে তুলে ধরা হয়েছে। সাহিত্য অংশে স্থান পেয়েছে বই ও লেখক নিয়ে তাঁর পাঠানুভূতি। সরদার ফজলুল করিমের চিন্তাজগেক বুঝতে বিশেষ সহায়ক হবে বইটি।
*লেখক পরিচিতি*
*সরদার ফজলুল করিম*
জন্ম ১ মে ১৯২৫, বরিশালের এক কৃষক পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৫ সালে দর্শনশাস্ত্রে অনার্স এবং ১৯৪৬ সালে এমএ ডিগ্রি লাভের পর সেখানেই দর্শনশাস্ত্রে শিক্ষকতা করেন ১৯৪৮ সাল পর্যন্ত। শোষণমুক্ত মানবতাবাদী সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে বাম ধারার আন্দোলন-সংগ্রামে যুক্ত হন ছাত্রজীবনেই। ১৯৫৪ সালে কারাবন্দী অবস্থায় পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৬৩ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ছিলেন বাংলা একাডেমির সংস্কৃতি বিভাগের মুখ্য কর্মকর্তা। মুক্তিযুদ্ধের শেষ চার মাস কাটান কারাগারে। ১৯৭২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সহযোগী অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
২০০০ সালে স্বাধীনতা পুরস্কার এবং ২০১১ সালে জাতীয় অধ্যাপকের পদমর্যাদা লাভ করেন। প্রথমা থেকে প্রকাশিত লেখকের আরও বই—আত্মজীবনী ও অন্যান্য, আমার প্রিয় মুখ এবং আমার জানালা।
মৃত্যু ১৫ জুন ২০১৪।
বইয়ের নাম: আমার পৃথিবী: দর্শন। সমাজ। রাজনীতি
লেখক: সরদার ফজলুল করিম
প্রচ্ছদ: মাসুক হেলাল
বাঁধাই: হার্ডকভার
ক্যাটাগরি: স্মৃতিকথা
পৃষ্ঠা: ২০০
ISBN: 9789849806271
প্রকাশ: জানুয়ারি ২০২৪
বিক্রয় মূল্য : ৪৫০ টাকা
বইটি অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
জাতির পিতা বঙ্গবন্ধু, অথচ তার জীবনকর্ম নিয়ে গবেষণা হয়েছে সবচেয়ে কম। একই কথা বারবার লিখেছেন অনেক জন। ড. মুনতাসীর মামুন সে দিকে না গিয়ে নতুন পথ বেছে নিয়েছেন। বঙ্গবন্ধুর আত্মজীবনী, গোয়েন্দা দফতরের নথিপত্র ও অন্যান্য তথ্যের সাহায্যে বঙ্গবন্ধুর জীবনী পুনর্গঠন করতে চেয়েছেন। এ ধরনের প্রচেষ্টা এখানে প্রথম। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ কেউ লিখতে চাইলে বর্তমান গ্রন্থটি সংক্ষিপ্ত রূপরেখা হিসেবে কাজ করবে।
বইটি ইতিমধ্যে পাঁচ খন্ড প্রকাশিত হয়েছে ও পাঠক মহলে আদৃত হয়েছে। প্রথম খন্ড বঙ্গবন্ধুর জীবনঃ ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি (১৯২০-১৯৪৯), দ্বিতীয় খন্ড বঙ্গবন্ধুর জীবনঃ জেল থেকে জেলে ( ১৯৫০-১৯৫৫), তৃতীয় খন্ড বঙ্গবন্ধুর জীবনঃ দল, ক্ষমতা ও সংকট ( ১৯৫৫-১৯৫৮), চতুর্থ খন্ড বঙ্গবন্ধুর জীবনঃ স্বাধীনতার স্বপ্ন (১৯৫৯-১৯৬৩), পঞ্চম খন্ড বঙ্গবন্ধুর জীবনঃ মুক্তির অভিযাত্রা (১৯৬৪-১৯৬৭)।
বইঃ বঙ্গবন্ধুর জীবন (১-৫ খন্ড)
লেখকঃ মুনতাসীর মামুন
কভারঃ হার্ডকভার
পৃষ্ঠাসংখ্যাঃ ১২৮৮
প্যাকেজের মুদ্রিত মূল্যঃ ২২০০ টাকা
প্যাকেজের বিক্রয়মূল্যঃ ১৮৭০ টাকা
বইগুলো অডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/bangabandhur-jibon
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর লিখে আমাদেরকে মেসেজ করুন।
যে কোন প্রয়োজনে কল করুনঃ 01729-011588
বই: RAW বাংলাদেশসহ এশিয়ার দেশে দেশে ভারতের গোপন মিশন
লেখক: যতীশ যাদব
অনুবাদক: প্রমিত হোসেন
মুদ্রিত মূল্য: ৩০০ টাকা
বিক্রয় মূল্য: ২৫৫ টাকা
কভার: হার্ড কভার
পৃষ্ঠা সংখ্যা: ১৯২
বই: RAW ভারতের গোপন অভিযানের ইতিহাস
লেখক: প্রমিত হোসেন
অনুবাদক: যতীশ যাদব
মুদ্রিত মূল্য: ৩০০ টাকা
বিক্রয় মূল্য: ২৫৫ টাকা
কভার: হার্ড কভার
পৃষ্ঠা সংখ্যা: ১৯২
বই: গোয়েন্দাগিরির অসমাপ্ত খেলা (সাবেক RAW প্রধানের দৃষ্টিতে গুপ্তচরবৃত্তি)
লেখক: বিক্রম সুদ
অনুবাদক: শিহাব শাহরিয়ার
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা
বিক্রয় মূল্য: ৩৪০ টাকা
কভার: হার্ড কভার
পৃষ্ঠা সংখ্যা: ৩০৪
বই: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও RAW
লেখক: আনুশা নন্দকুমার,সন্দীপ সাকেত
অনুবাদক: শিহাব শাহরিয়ার
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা
বিক্রয় মূল্য: ৩৪০ টাকা
কভার: হার্ড কভার
পৃষ্ঠা সংখ্যা: ১৭৬
বই: মোসাদ
ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা
লেখক: রোনাল্ড পেইন
অনুবাদক: শিহাব শাহরিয়ার
মুদ্রিত মূল্য: ৪৭৫ টাকা
বিক্রয় মূল্য: ৪০৩ টাকা
কভার: হার্ডকভার
পৃষ্ঠা সংখ্যা: ২৮৮
বই: দ্য হিস্ট্রি অ্যান্ড লিগ্যাসি অব মোসাদ
লেখক: চার্লস রিভার এডিটরস
অনুবাদক: শিহাব শাহরিয়ার
মুদ্রিত মূল্য: ২৫০ টাকা
বিক্রয় মূল্য: ২১২ টাকা
কভার: হার্ড কভার
পৃষ্ঠা সংখ্যা: ১২৮
বই: ISI : পাকিস্তানের ভেতর আরেক পাকিস্তান
লেখক: হেইন কিসলিং
অনুবাদক: শিহাব শাহরিয়ার
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা
বিক্রয় মূল্য: ৩৪০ টাকা
কভার: হার্ড কভার
পৃষ্ঠা সংখ্যা: ৩৩৬
বই: সিআইএ ইন ইরান
লেখক: গ্যারেথ পোর্টার,জন কিরিয়াকো
অনুবাদক: শিহাব শাহরিয়ার
মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
বিক্রয় মূল্য: ২৯৭ টাকা
কভার: হার্ড কভার
পৃষ্ঠা সংখ্যা: ১১২
বই: স্পাই স্টোরিজ
লেখক: আড্রিয়ান লেভি, ক্যাথি স্কট ক্লার্ক
অনুবাদক: সুহৃদ সরকার
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা
বিক্রয় মূল্য: ৩৪০ টাকা
কভার: হার্ড কভার
পৃষ্ঠা সংখ্যা: ৩৫২
বইগুলো অডার করতে আপনার নাম,ঠিকানা,মোবাইল নম্বর লিখে আমাদের মেসেজ করুন।
যেকোনো প্রয়োজনে কল করুন: 01729-011588
১৯৪৭ সালে দেশভাগের পর ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ঘটনা। বলা যায়, বাংলাদেশের জন্ম একঝাঁকুনিতে উপমহাদেশের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য পাল্টে দেয়। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা, ভারত ও পাকিস্তানের পারমাণবিকীকরণ, সিয়াচেন হিমবাহ ও কারগিলের সংঘাত, বাংলাদেশের ভবিষ্যত্ পথচলা—সবকিছুরই পেছনে ভূমিকা রাখে ১৯৭১ সালের ওই উত্তাল ৯ মাস।
প্রচলিত বয়ানের বিপরীতে শ্রীনাথ রাঘবন দাবি করেছেন যে বাংলাদেশের সৃষ্টি কোনো পূর্বনির্ধারিত ঘটনা নয়। এই ঘটনাকে বিচার করতে হবে সেই সময়ের বৈশ্বিক পরিপ্রেক্ষিতে উপনিবেশগুলোর স্বাধীনতা, স্নায়ুযুদ্ধ এবং জায়মান বিশ্বায়নের পটভূমিতে রেখে। উপরন্তু এ ঘটনাজুড়ে আছেন শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, রিচার্ড নিক্সন, হেনরি কিসিঞ্জার, চৌ এন লাই, জুলফিকার আলী ভুট্টো, তারিক আলী, জর্জ হ্যারিসন, রবি শঙ্কর ও বব ডিলানের মতো ব্যক্তিত্বরা।
রাঘবনের লেখা এই মৌলিক ইতিহাসগ্রন্থটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানবিক সংকট এবং ঘটনার ফলাফল বা প্রভাব-প্রতিক্রিয়া বুঝতে পাঠককে বিশেষভাবে সহায়তা করবে।
ব্যাক কভার
বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি আঞ্চলিক সংঘাতমাত্র ছিল না। লেখক নিবিড় গবেষণা করে প্রতিষ্ঠা করেছেন যে বাংলাদেশের স্বাধীনতা আন্তর্জাতিক পরিসরে বহু বিচিত্র ঘটনার সমীকরণ আর সূক্ষ্ম কূটনৈতিক তত্পরতার মধ্যে দিয়ে বেরিয়ে আসা এক সাফল্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আন্তর্জাতিক কূটনীতি নিয়ে আগ্রহী প্রত্যেকের জন্য বইটি অবশ্যপাঠ্য।
লেখক পরিচিতি
শ্রীনাথ রাঘবন
জন্ম ১৯৭৭, ভারত। সমকালীন ইতিহাস-বিশেষজ্ঞ। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হয়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। পরে লন্ডনের কিংস কলেজ থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে গবেষণা ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন। অশোকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক। কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ ফেলো। অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো কিংস কলেজ লন্ডনের। ভারতের পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ে তিনি বিশেষজ্ঞ। স্ট্র্যাটেজিক স্টাডিজের জন্য
কে. সুব্রামানিয়াম পুরস্কার (২০১১) এবং সামাজিক বিজ্ঞানের জন্য ইনফোসিস পুরস্কার (২০১৫) লাভ করেন।
প্রকাশিত বই: ওয়ার অ্যান্ড পিস ইন মডার্ন ইন্ডিয়া, ১৯৭১: আ গ্লোবাল হিস্ট্রি অব দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ, ইন্ডিয়া’জ ওয়ার: দ্য মেকিং অব মডার্ন সাউথ এশিয়া ১৯৩৯-১৯৪৫, দ্য মোস্ট ডেঞ্জারাস প্লেস: আ হিস্ট্রি অব দ্য ইউনাইটেড স্টেটস ইন সাউথ এশিয়া।
কাজী জাওয়াদ
জন্ম বরিশালে। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। ইংরেজি সাপ্তাহিক হলিডে ও সাপ্তাহিক বিচিত্রায় কাজ করছেন। পরে বিলেতে বিবিসি বাংলায় যোগ দেন। বতর্মানে সেখানে অবসরযাপন ও লেখালেখি করছেন। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তাঁর অনূদিত কাজুও ইশিগুরোর উপন্যাস বিনোদনের এক শিল্পী এবং লিও তলস্তয়ের হাজি মুরাদ।
বই : ১৯৭১: বাংলাদেশ সৃষ্টির বৈশ্বিক ইতিহাস
লেখক : শ্রীনাথ রাঘবন
অনুবাদ: কাজী জাওয়াদ
মুদ্রিত মূল্য : ৯০০ টাকা
বিক্রয় মূল্য : ৭৬৫ টাকা
কাভার : হার্ড কাভার
পৃষ্ঠা ৪০০
প্রচ্ছদ: মাসুক হেলাল
ISBN 978 984 98569 6 2
বইটি অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/bangladesh-srishtir
আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
এ অঞ্চলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয় পনেরো শতকের শেষ দিকে, যখন ইউরোপীয়রা ভারতবর্ষে আসতে শুরু করে। তারা নিজেদের মধ্যে বাজার ও ভূখণ্ড দখলের প্রতিযোগিতায় নামে। তাদের পক্ষে-বিপক্ষে থাকে এদেশীয় সামন্ত শাসকেরা। একপর্যায়ে অঞ্চলটি হয় ব্রিটিশ উপনিবেশ। পরস্পর-বিচ্ছিন্ন রাজ্যগুলোকে একসঙ্গে জুড়ে তারা আধুনিক ভারত রাষ্ট্রের গোড়াপত্তন করে। প্রায় দু’শ বছর রাজত্ব করে তারা চলে যায়।
আমাদের ইতিহাসের এ পর্ব নানান উত্থান-পতনের সাক্ষী—ষড়যন্ত্র, যুদ্ধ, বিদ্রোহ আর বিয়োগান্ত ঘটনায় ভরা। সেটা ছিল মধ্যযুগের শেষ আর আধ্ুনিক যুগের শুরু। এ সময়ের তিনটি ঘটনা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়—১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ, ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ এবং ১৯৪৭ সালে ভারতভাগ, যার পরম্পরায় জন্ম হয় পাকিস্তান নামে নতুন এক রাষ্ট্রের। এ ঘটনাক্রমের সঙ্গে জড়িয়ে আছে নানান সামাজিক শক্তির ক্ষয় ও বিকাশ। নানান সূত্র ঘেঁটে এ বইয়ে তুলে ধরা হয়েছে সেসব ইতিহাস।
ব্যাক কভার
১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ এবং ১৯৪৭ সালে ভারতভাগের মধ্য দিয়ে পাকিস্তানের সৃষ্টি—এ অঞ্চলের ইতিহাসের মোড় ফেরানো তিনটি ঘটনা, যা আমাদের পরবর্তী ইতিহাসকেও গভীরভাবে প্রভাবিত করেছে। এ বইয়ে উঠে এসেছে সেই কালপর্বের আখ্যান।
লেখক পরিচিতি
মহিউদ্দিন আহমদ
জন্ম ১৯৫২, ঢাকায়। পড়াশোনা গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। দক্ষিণ কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। সমসাময়িক ইতিহাস ও রাজনীতি নিয়ে অনেক দিন ধরে লিখছেন। প্রথমা থেকে প্রকাশিত হয়েছে জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি, বিএনপি: সময়-অসময়, আওয়ামী লীগ: উত্থানপর্ব, আওয়ামী লীগ: যুদ্ধদিনের কথা ১৯৭১, এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল, এক-এগারো: বাংলাদেশ ২০০৭-২০০৮, প্রতিনায়ক: সিরাজুল আলম খান, অপারেশন ভারতীয় হাইকমিশন, পার্বত্য চট্টগ্রাম: শান্তিবাহিনী জিয়া হত্যা মনজুর খুন, একাত্তর ও পঁচাত্তর: ইতিহাসের বাঁকবদল, একাত্তরের মুজিব, ১৯৭১: ভারতের বাংলাদেশ যুদ্ধ ইত্যাদি।
বই : প্লাবনভূমির মহাকাব্য: পলাশী থেকে পাকিস্তান
লেখক : মহিউদ্দিন আহমদ
পৃষ্ঠা : ৬০৮
কাভার : হার্ড কাভার
মুদ্রিত মূল্য : ১২০০ টাকা
বিক্রয় মূল্য : ৯৬০ টাকা
প্রচ্ছদ: মাসুক হেলাল
বইটি অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/plabonbhumir-mohakabbo
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
বইটি অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/aboruddho
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
লেখক : মহিউদ্দিন আহমদ
পৃষ্ঠা : ৩০৪
কাভার : হার্ড কাভার
মুদ্রিত মূল্য : ৬০০ টাকা
বিক্রয় মূল্য : ৪৮০ টাকা
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
সেদিন শরৎ হেমন্তের সন্ধিক্ষনে নির্জন নিশীথে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় বিলের পদ্মের সঙ্গে ঘটে পূর্ণিমার চন্দ্রের প্রথম সাক্ষাৎ। হঠাৎ স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হয় কারো আবছায়া। কখনো তা বিশদ আভায় মোহময় করে তোলে চারপাশ — কখনো ঘোর অমাবস্যায় ছেয়ে যায় সমস্ত আকাশ!
আলোছাঁয়ার ঘোলাটে জাহানে বসবাস করা কৃষ্ণবর্ণের ঐন্দ্রজালিক চন্দ্রের জীবনে নির্মল, সুরূপা পদ্মর আকষ্মিক পদার্পণ কী পারবে অমানিশার সাথে সাথে চন্দ্রের অবশিষ্ট কলঙ্কও মুছে দিতে? নাকি সে অনুরাগের বাঁধনে শুকতারা হয়ে কলঙ্কিত চন্দ্রের কাছাকাছি থেকে যাবে আজন্ম!
~কুহু চৌধুরী
বই : পদ্মজা
লেখক : ইলমা বেহরোজ
কাভার : হার্ড কাভার (সাদা)
মুদ্রিত মূল্য : ৮০০ টাকা
বিক্রয় মূল্য : ৬৮০ টাকা
বইটি অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/padmaja
আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01760-171148
আমলাবেলা' কোনো আমলার জীবনকাহিনী নয়। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন করে জেল-জুলুম খাটা এক তরুণ তার রাজনৈতিক স্বপ্ন, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা, সৃজনশীল কাজের চর্চা আর শ্রমঘন জীবনের স্বাভাবিক ভাবনা ও কর্ম ছেড়ে হয়ে গেল সিভিল সার্ভেন্ট। যার বাংলা অর্থ সুশীল সেবক। পেশাগত জীবনে হতে চেয়েছিল সাংবাদিক। অল্প বয়সে যুক্তও হয়েছিল সাংবাদিকতায়। কিন্তু পরিবার, সুহৃদ, স্বজন, এমনকি সাংবাদিকতায় তার সিনিয়র সহকর্মীদের চাপে স্বপ্নের পেশা ছেড়ে যোগ দিল সিভিল সার্ভিসে। প্রশাসন ক্যাডারে। পঁয়ত্রিশ বছরের আমলা জীবনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যুক্ত হলো বহুবিধ কাজের সাথে। পেশার ভেতরে ও বাইরে দেখলো অনেক কিছু। ভালো-মন্দ নানা ঘটনা, শতরকম মানুষ। তার দেখা কিছু ঘটনা ও চরিত্র গল্পের মতো করে তুলে ধরা হয়েছে 'আমলাবেলা'য়।
হারুন রশীদ-এর পুরো নাম এস. এম. হারুন-অর-রশীদ। তার জন্ম ২০ জানুয়ারি ১৯৬২, সিরাজগঞ্জে। পিতা- এস. এম. শাহজাহান। মা- বীণা খানম। লেখাপড়া করেছেন সিরাজগঞ্জের বি. এল, সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
পেশাগত জীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে। কাজ করেছেন বাংলাদেশ অবজারভার-এ। যুক্ত ছিলেন চিত্রালী, তারকালোক, কিশোর তারকালোক, স্ক্রীনলাইফসহ বিভিন্ন পত্রিকা ও সাময়িকীর সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। ১৯৮৬ সালে যোগ দেন সিভিল সার্ভিসে। বিসিএস প্রশাসন ক্যাডারে। অবসর নিয়েছেন সরকারের গ্রেড-১ কর্মকর্তা (সচিব মর্যাদার) হিসেবে।
লেখালেখির পাশাপাশি শৈশব থেকে নাটকের সাথে যুক্ত তিনি। বাংলাদেশের বহুল আলোচিত আরণ্যক নাট্যদলের সদস্য তিনি। অভিনেতা, নাট্যকার, নির্দেশক। সিরাজগঞ্জের খ্যাতনামা নাট্য সংগঠন 'তরুণ সম্প্রদায়'-এর অন্যতম প্রতিষ্ঠাতা। জাতীয় পর্যায়ের আবৃত্তি সংগঠন 'স্বরশ্রুতি'র প্রতিষ্ঠাতাদেরও একজন তিনি। নাট্যকার হিসেবে পেয়েছেন টেনাশিনাস পদক। পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক। কাহিনী ও সংলাপের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তার লেখা উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: যুদ্ধে যাবোই, ১৪ই আগস্টের বাগানপার্টি, তিনি, শেষ বিকেলের রোদ, শোকের শহরে, ক্যায়ফা হাল (উপন্যাস), ইত্যাদি। গল্পগ্রন্থ: পুতুলের ঘর, প্রান্তজনের প্রভু। হারুন রশীদ এর লেখা উল্লেখযোগ্য মঞ্চ নাটক রাজনেত্র, স্বপ্নপথিক, জট, জলদাস, হেফাজত, পঞ্চনারী আখ্যান, নিশিকুটুম্ব, সখিপুরপালা, তথৈবচ, ইত্যাদি। বেশকিছু পথনাটক লিখেছেন হারুন রশীদ। লিখেছেন অসংখ্য টেলিভিশন নাটক।
বই : আমলাবেলা
লেখক : হারুন রশীদ
পৃষ্ঠা : ২৩২
কাভার : হার্ড কাভার
মুদ্রিত মূল্য : ৬০০ টাকা
বিক্রয় মূল্য : ৪৫০ টাকা
বইটি অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুনঃ
https://bookpointbd.com/book/amlabela
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
আসিফ নজরুল একজন বাংলাদেশী লেখক, ঔপন্যাসিক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। জীবিকাসূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। টিভি টকশো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি দশের অধিক গ্রন্থের রচয়িতা। তার বিখ্যাত দুটি বই পাচ্ছেন মাত্র ৭০৫ টাকায়।
বইগুলো অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন।
https://bookpointbd.com/book/asif-nazrul-package
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
আমাদের ছোটমার কথা মনে হয়। বড়মার কথা মনে হয়। লাভলির কথা ভেবে আমরা উদাস হই। ছোটলুর কথা ভেবে আপনমনে হাসি। আর বাবার কথা ভেবে আমরা মন খারাপ করি। একটা-দুটো কথার পর আমরা তাই কথা বন্ধ রাখি।
ওদের মা কখনো গান করেননি কেন? মাকে ওদের মনে পড়ে না। শুধু চরাচর ভেঙে যখন জ্যোত্স্না নামে, তখন মায়ের শাড়ির আঁচলের গন্ধ পায় ওরা। টিনে ছাওয়া বাংলো ধরনের বাড়ি, বাড়ির সামনে বাগান, কাঁটামেহেদির বেড়া, কামিনী ফুলের পাগল-করা গন্ধ—এ-ই ছিল সত্তরের দশকের মফস্সল শহরগুলো। তেমনই এক শহরে দুই মায়ের সংসারে বড় হচ্ছিল চার ভাইবোন। চোরকাঁটাভরা মাঠে খেলা, বৃষ্টিতে তুমুল ভেজা শৈশব। টিউবওয়েলের নিচে গোসল, কয়লা দিয়ে দাঁত-মাজার শৈশব। কিন্তু ওদের মুক্তিযোদ্ধা বাবা সরকারি চাকরি হারান অন্যায়ের কাছে নতি স্বীকার না করার অপরাধে। কারাগারে যেতে হয় বাবাকে। বড় ভাই বাবুল সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নিজের ভবিষ্যত্ বিসর্জন দিয়ে। কিন্তু এর চেয়েও ভয়াবহ সংবাদ দেন ছোটমা, হাসপাতালে শেষ শয্যায়। জানিয়ে যান, কেন মা কখনো গান করেননি। কে তাঁর কণ্ঠ থেকে গান নিংড়ে বের করে নিয়েছিল!
বই : কখনো আমার মাকে
লেখক : আনিসুল হক
পৃষ্ঠা : ২০০
কাভার : হার্ড কাভার
মুদ্রিত মূল্য : ৪৮০ টাকা
বিক্রয় মূল্য : ৪০৮ টাকা
বইটি অর্ডার করতে নিচের লিংকে ভিজিট করুন।
https://bookpointbd.com/book/khokhono-amar-maa
অথবা আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
34, Northbrook Hall Road, Madrasha Market, Banglabazar, Dhaka
Gandaria
1100
230/1 East Nakhalpara
Gandaria
Hello guys! I am a new gamer. please subscribe my channel and turn on the bell button. Channel li
Gandaria
GoMad aims to promote outdoor and adventure activities and make these activities accessible for ever
Gandaria
Hi. This is Sadipi " ThE BoT GaMing " Sawant . Ordinary gamer & Facebook. Follow me on social media
দোকান নং : ১৩, ২য় তলা, ইসলামী টাওয়ার, ১১/১, বাংলাবাজার, ঢাকা-১১০০।
Gandaria, 1100
সঞ্চালন প্রকাশনী
Gandaria
It is very easy to make people cry. But it is very difficult to make people laugh.