Murad Meah

"Hey! I’m a poet, singer, reciter, and storyteller, sharing what I love from the heart. Writer

Here, you’ll find my poems, songs, and stories—hoping they connect with you. Join me on this journey, and let’s share emotions, moments, and stories together!"

31/10/2024

৭৮৬
মহান আল্লাহ্-রসূল(সাঃ) ও আমার শত্রু-মিত্র সবার কাছে দয়া ও দোয়া চাই, "আমি যেনো বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হইতে পারি, আমীন!"

28/10/2024

কবিতাঃ #মায়ের_বুকে_বাবার_বাড়ি

'অ' তে অভাব
বনাম...
'আ' তে আয়,
গুড়ে বালি
জনম...
বাঁচা বড় দায়!

'এক' দাদার পালা-পোনা
আবার...
'দুই' নাতি-নাতনীর বোনা,
ছদ্ম জলে শুদ্ধ চোনা
সাবাড়...
ছলে কচিকাঁচা সোনা।

'ক' তে কারা
নবাব...?
'খ' তে খায়,
চেয়ার বলে
স্বভাব...
রিপুর দায়ে পায়।

মায়ের বুকে বাবার বাড়ি
জানো...?
ভুলো না দেশ, কালরাত্রি,
মানুষ আগে ধর্ম পরে... স্থান
মানো...
পাপ-মোহে কেটো না গুরুর কান।


কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
২৮ অক্টোবর, ২০২৪
নন্দীবাড়ী,পূবাইল,গাজীপুর সিটি, বাংলাদেশ।

22/10/2024

কবি হয়ে জন্মাবো আবার
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
২২ অক্টোবর, ২০২৪.............................................................

যদি আবার জন্ম নেই কবি হয়ে,
সেদিন আর কোনো শেকল টানবে না আমায়।
পিছুটান হবে না, হবে না কোনো ঘরবাঁধা সংসার।
হাতে থাকবে কলম, যার সুর হবে সংগ্রামের,
যার কালি লিখবে মানবতার চোখের জলে।

বাঁধনহীন পথের যাত্রী হয়ে হাঁটবো,
নতুন সূর্যের আলোর মতো উজ্জ্বল করে তুলবো ভুবন।
লিখবো অপমানিত মানুষের ইতিহাস,
লিখবো তাদের হাসি, তাদের কান্নার স্বরলিপি।

বিশ্বের প্রতিটি ধ্বনির ভেতর মিলবে আমার কলমের শব্দ,
কবিতার খাতায় গেঁথে দেবো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর গান।
না থাকবে কোনো অভিমান, না থাকবে কোনো ক্ষোভ,
শুধু থাকবে এক অমোঘ প্রতিজ্ঞা—
প্রতিটি মানুষ হবে মুক্ত, প্রতিটি প্রাণ হবে আনন্দিত।

সংসার পাতার চিন্তা নয়,
এই কলম শুধু যুদ্ধের,
শান্তির পথের,
সত্যের ঝান্ডা উড়াবে,
যেখানে মানুষ মানুষকে ভালোবাসবে,
যেখানে জাতি-ধর্মের দেয়াল ভেঙে যাবে।

এই কলমের প্রতিটি শব্দ হবে এক মহাকাব্য,
যা পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছে যাবে।
মানবতার পতাকা হাতে,
জন্মাবো আবার—কবি হয়ে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত

16/10/2024

কারণ তুমি নেই

🖋️_ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
১৬ অক্টোবর, ২০২৪..............................................................

আজ আমার চারপাশে সব আছে—আলো, বাতাস, উড়তে থাকা পাতার মৃদু শব্দ। জানালার পাশে রাখা টেবিল, খুলে রাখা বইয়ের পাতা, কফির মগে বাষ্প এখনো ওঠে। গাছগুলো বাইরের বাতাসে ধীরে দুলছে, যেন কিছু বলার চেষ্টা করছে—তবু তুমি নেই।

এই ঘরে আসা বিকেলটাও যেন থেমে গেছে, সূর্যের রোদ জানালা দিয়ে ঢুকে পড়ে ঠিকই, কিন্তু তার উষ্ণতায় কিছু নেই। চেয়ারটা টেবিলের পাশে একটু সরে আছে, যেন কেউ বসেছিল, এখন নেই। গন্ধটা ছড়িয়ে আছে ঘরজুড়ে—তার মধ্যে একটা চিরচেনা শূন্যতা, একটা হাহাকার।

তুমি ছিলে বলে এই ছোট ছোট জিনিসগুলোও আমার কাছে ছিল বেঁচে থাকার মতো, প্রতিটি মুহূর্তে স্পর্শ পেতাম। এখন সব আছে, কিন্তু যেন সেই স্পর্শটা হারিয়ে গেছে। কফির মগটা ধরা আছে, কিন্তু তার তাপও যেন হারিয়ে গেছে।

আমার হাতের মুঠোয় ধরা থাকে সব, কিন্তু কেমন যেন ফাঁকা। আমি ছুঁই, কিন্তু কিছুই অনুভব করতে পারি না। জানালার বাইরে পাখি উড়ছে, গাছের পাতাগুলো নড়ে, কিন্তু সবকিছু যেন অদ্ভুত নিঃশব্দ।

তুমি নেই।

তুমি ছাড়া এই ঘর, এই বাতাস, এই আলো—সব কিছু কেমন বিবর্ণ। যেন পৃথিবীর সমস্ত রং ছুটে গেছে, শুধু রয়ে গেছে ছায়া। তোমার অনুপস্থিতি প্রতিটি জিনিসের ভেতর গভীরভাবে গেঁথে আছে, অথচ তা দৃশ্যমান নয়।

তোমার ছোঁয়ামাখা মুহূর্তগুলো, তোমার স্পন্দনহীনতা আমাকে ঘিরে ধরে।
সব আছে কিন্তু কিছুই নেই। কারণ তুমি নেই!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

14/10/2024

শিরোনামঃ ঠাকুরগাঁও
🖋️ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
১৪ অক্টোবর, ২০২৪

ঠাকুরগাঁও, শস্যের মাঠে তুমি সোনা ঝরা নাম,
তোমার বুকেই জন্ম নেয়া ছোট-বড় গ্রাম।
নীল আকাশে মেঘেরা গায় সোনা ধানের গান,
তোমার মাটিতে ফুটে ওঠা কৃষকের সেরা দান।

পুবে সূর্য ওঠে, আলোয় ভরে সবুজ বনানী,
বৃক্ষের ছায়ায় মেলে ধরা শান্তির শীতল প্রাণী।
তোমার নদীগুলি বয়ে চলে রুপালি ঝিলমিল,
স্রোতের সাথে মিশে যাওয়া গ্রাম্য রূপের তিল।

মন্দির-মসজিদে ভেসে আসে ধর্মের মধুর ডাক,
মানুষে মানুষে ভেদাভেদ নেই, চারপাশে ভাই-ডাক।
তুমি গড়ো ঐতিহ্যের সুর, সংস্কৃতির ফুলমালা,
নতুন প্রজন্ম তোমার প্রেমে ভাঙে বদের তালা।

হিমালয়ের স্নিগ্ধ বাতাস ছুঁয়ে যায় প্রতিদিন,
ঠাকুরগাঁওয়ের পথে মেশা ইতিহাস ঐতিহ্যের বিন।
তোমার মানুষের মুখে হাসি, শাশ্বত জীবন,
সাহিত্য, সংগীতে ভরে তোলে মহাপ্রাণ আর মন।

ঠাকুরগাঁও, তুমি শুধু একটি নাম নও,
তুমি বাংলার হৃদয়, চিরস্মরণীয় হও!

12/10/2024

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

04/10/2024

🌹যদি সবই আমার হতো🌹

কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
০৫ অক্টোবর, ২০২৪
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

যদি সবই আমার হতো,
তাহলে আকাশে বাতাসে আমি ছড়িয়ে দিতাম আমার চিন্তার বীজ।
মাটি ফুঁড়ে উঠতো নতুন পৃথিবী—
যেখানে আলোর আঁকা নকশায় সীমাহীন,
কোনো প্রাচীর নেই...
চোখের দিগন্ত আটকানোর জন্য।
আমি থেমে যেতাম না, কারণ থামাটা তখন অর্থহীন হয়ে যেতো।
সামনে যতই পথ থাকুক, সবই আমার হতো,
আমার পদচিহ্নের কাছে জগৎ জমা পড়তো নিঃশব্দে।

যদি সবই আমার হতো,
তবে নদীর ধারা আমার আঙুলের ছোঁয়ায় বয়ে যেতো,
সমুদ্রের ঢেউয়ে মিশে যেতো আমার স্বপ্নের রং।
একটি নিরন্তর গোধূলি, যেখানে চাঁদের আলো কখনো হারিয়ে যেতো না।
রাতের কালো চাদরও আমি নিজের মতো করে আঁকতাম—
তবু কি তৃষ্ণা মিটতো?
যদি সব আমার হতো,
তাহলেও কি আমি পূর্ণ হতে পারতাম?

যদি সবই আমার হতো,
তবে পৃথিবী কি এতটা ভারী লাগতো?
নাকি নিঃসঙ্গ হবার ভয়ে আমি নিজেই হারিয়ে যেতাম ওই সীমাহীন শূন্যতায়?
যেখানে কিছুই আমার ছিল না,
আসলে...
সবকিছুই একটা ক্ষণস্থায়ী কল্পনা মাত্র—
আমার হাতের মুঠোয় ধরা মাটি বালি হয়ে ঝরে পড়তো সময়ের সাথে।

যদি সবই আমার হতো,
তবে হয়তো বুঝতাম,
যে আসলে কিছুই আমার হতে হবে না।
পৃথিবীকে ছুঁয়ে যাওয়ার অনুভূতিটাই সবচে সত্য,
একা দাঁড়িয়ে থাকা গাছের ছায়ায়,
জোড়া পাখির ডানার ঝাপটায়,
একটু মিষ্টি বাতাসের ছোঁয়ায়—
আমার কাছে তখনও সবই থাকে,
যা ছিল, যা আছে, আর যা আসবে।

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#যদি_সবই_আমার_হতো #বাংলাদেশ

01/10/2024

শিরোনামঃ প্রেম বলে কিছু নেই
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
০২ অক্টোবর, ২০২৪

পৃথিবীতে প্রেম বলে কিছু নেই,
এ শুধু মায়া, এক ছায়া রেই।
মনের ভেতর খেলে স্বপ্নের খেলা,
অবশেষে ভাঙে, সবই মিথ্যে বেলা।

চোখের জলে ভিজে যায় মন,
তবু আশা ফিরে পাবো জীবন।
মনের কথা কেউ কি শুনতে পায়?
প্রেমের মোহ মরিচিকা তায়!

স্বপ্নের জালে নিজে নিজেই জড়াই,
প্রেমের খোঁজে বারেবারেই হারাই।
যত খুঁজি, ততই দূরে যায়,
প্রেম বলে কিছু নেই, সবই মিছে হায়!

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত

29/09/2024

শিরোনামঃ ক্রোধের আগুন
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
২৯ সেপ্টেম্বর, ২০২৪

রাগ আসে নিঃশব্দে, অগ্নি স্রোত বয়ে,
হৃদয়ের গভীরে জ্বলে মৃত্যুশিখা ভয়ে।
কথার তীর ছুটে চলে বিদ্ধ করে প্রাণ,
মনে হয়, আজই বুঝি শেষ হবে জান।

চোখের আগুনে পোড়ে ভালোবাসার দল,
কণ্ঠস্বর কঠিন, মিশে বিষের ঢল।
আলো ভরা দিনও হয়ে ওঠে রাত,
রাগের জালে বন্দী হয় শান্ত প্রহর খাত।

মনের মাঝে ভাঙন, দেহে তীব্র ঝড়,
শব্দ গুলোও হয়ে ওঠে রণক্ষেত্রের তর।
কথার ফাঁদে আটকে যায় সব প্রণয় প্রীতি ,
রাগের আঁচলে মিশে যায় হাজার সফল স্মৃতি।

তবু শেষে আসুক সেই নীরবতা ক্রমে,
রাগের পরশ মুছে, শান্তি নামুক যমে।
হৃদয়ে ধীরে আসুক নির্মল শান্তির ছোঁয়া,
ক্রোধ লয়ে ফিরে পাক ভালোবাসা- দোয়া।

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#কবিতা #কবি #বাংলা #বাংলাদেশ #বাংলাকবিতা #সাহিত্য ゚

Photos from Murad Meah's post 27/09/2024

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

26/09/2024

আজ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ইং।
কি জানি হওয়ার কথা ছিলো,
হয়েছে নাকি?

24/09/2024

শিরোনামঃ কামনার নিবিড় সম্পর্ক
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
১৮ সেপ্টেম্বর, ২০২৪

কাম আসে নীরবে, কোনো ঘোষণা নেই, কোনো শব্দ নেই। দেহের প্রতিটি শিরা-উপশিরায়, রক্তের প্রবাহে, একটি অদৃশ্য শিহরণ বয়ে যায়। চোখের চাহনিতে গোপন আহ্বান, ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হাসিতে আকাঙ্ক্ষার ভাষা। শরীর তখন ভাষাহীন এক জগতে ডুবে যায়, যেখানে স্পর্শই একমাত্র শব্দ।

দুটি দেহ, দুটো প্রাণ, একে অপরকে খুঁজে ফেরে নীরবে। আঙুলে আঙুল জড়িয়ে, তারা খুঁজে নেয় সেই গোপন রাস্তা, যেখানে তৃষ্ণা ও তৃপ্তির মিলন হয়। এক এক করে খুলে যায় সকল মানা, সকল বাধা। আকাশ আর মাটির মাঝের সেই অনন্ত শূন্যতায়, তারা একসাথে উড়ে চলে।

কোনো ব্যাখ্যা নেই, নেই কোনো যুক্তি। কামনা কেবল প্রবাহিত হয়, শরীর থেকে শরীরে, স্পন্দনের মাঝে। ঠোঁটে ঠোঁট, ত্বকে ত্বক, প্রতিটি স্পর্শ এক একটি গল্প বলে, যা ভাষার সীমার বাইরে। শরীরের প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকে এক অনন্ত আকাঙ্ক্ষা, যা একে অপরকে ছুঁয়ে পূর্ণতা পায়।

গভীর রাতে, যখন পৃথিবী নিঃশব্দ, তখন দুটি দেহের এই মিলন যেন এক নৃত্যের মতো। এই নৃত্য শুধু দেহের নয়, হৃদয়ের, আত্মার। প্রতিটি শ্বাসের সাথে তারা একে অপরকে আবিষ্কার করে নতুন করে। স্পর্শের মাঝে তীব্র কাম, আবার সেই কামনার মাঝে মায়া।

যৌন সংগম তখন কেবল শারীরিক ক্রিয়া নয়, বরং দুই আত্মার এক নিঃশব্দ আলাপ। যে আলাপে ভাষা অপ্রয়োজনীয়, সেখানে প্রতিটি দেহের প্রতিটি স্পন্দনই একমাত্র কথা বলে। এই মিলন, এই কামনা, এক ধরণের পূজা—নিঃশব্দে, নিঃশর্তে।

শেষমেশ, ক্লান্ত শরীরেরা যখন পাশে শুয়ে থাকে, তখনও বাতাসে থেকে যায় সেই কামনার ঘ্রাণ। শান্তি মেখে শরীর জড়িয়ে থাকে আর তাতে লেপ্টে থাকে তৃপ্তির শেষ পরশ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

゚ #কবিতা #বাংলা #বাংলাদেশ

20/09/2024

শিরোনামঃ নিঃশব্দ হৃদস্পন্দন
🖋️- #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
২০ সেপ্টেম্বর, ২০২৪
~~~~~~~~~~~~~~~~~~~~~~

শহর প্রতিদিন জন্ম নেয়, আবার মরে যায়। মানুষের ভীড়ে ডুবে থাকা
এই শহরটি যেন মাঝে মাঝে বড়ো একা হয়ে পড়ে।
ট্রাফিকের শব্দ, হর্নের আর্তনাদ, মানুষের হাঁটার শব্দ—সব মিলিয়ে
এক অসমাপ্ত সুর। কিন্তু
এই সুরে কোনো জীবন নেই, কেবল
মেশিনের ছোঁয়া।

রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকি, যেন আমি কোনো দর্শক। প্রতিদিন
এই দৃশ্য দেখি, আর ভাবি,
শহর কি বেঁচে আছে, নাকি কেবল কংক্রিটের এক দেহ?
মানুষগুলো দ্রুত হেঁটে যায়, কেউ কারো দিকে তাকায় না।
মুখগুলো যেন একই রকম—কেউ হাসে না, কেউ কান্না করে না। তাদের চোখে
এক ধরনের শূন্যতা।

তবু এই শহর বেঁচে থাকে। তার বাতাসে মিশে থাকে
পুরনো গল্প, মানুষের ফেলে যাওয়া স্মৃতিরা। দোকানপাট, ফ্লাইওভার, বিল্ডিং—সব
কেমন যান্ত্রিক, অথচ এক গভীর মায়া লুকিয়ে আছে প্রতিটা ইটের ভাঁজে। আমি শুনি
সেই মায়ার কথা, অনুভব করি
একটা অদ্ভুত নিস্তব্ধতা, যা কখনো
শব্দের চেয়েও ভারী।

শহরের রাতগুলো বেশি গভীর হয়,
একা একা জেগে থাকে। বিদ্যুতের আলোয়
সবকিছু দেখা যায়, অথচ কিছুই স্পষ্ট হয় না। যেন আলোর নীচে সবকিছু
আরও অন্ধকার। আমি হাঁটি, সেই অন্ধকারে ডুবে যাই। মানুষগুলো
কোথায় যেন হারিয়ে যায়, আর ফিরে আসে না। অথচ
শহর থেকে যাওয়ার গল্পগুলো কেউ শোনে না।

এখানে রাত নামলে তারাও ঘুমিয়ে পড়ে, যারা
দিনের আলোয় বেঁচে থাকার ভান করে।
শহরের বাতাসে ভাসে শুধু
নিঃশ্বাসের শব্দ, আর আমি
একা দাঁড়িয়ে থাকি—এই শহরের
নিঃশব্দ হৃদস্পন্দন শুনতে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

19/09/2024

শিরোনামঃ বিশ্ব বাঁশ দিবস
✒️- #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
১৯ সেপ্টেম্বর, ২০২৪..........................................……............

১৮ সেপ্টেম্বর, বিশ্ব বাঁশের গান,
সবুজের মাঝে, প্রকৃতির সাথেই মান।
নীরবতা ভাঙে, ছন্দে বাঁশির সুর,
বিশ্বময় ছড়িয়ে পড়ে সজীবতার নূর।

বাঁশ নয় শুধু বৃক্ষের শাখা,
এ যেন প্রকৃতির এক মহিমাময় রাখা।
কৃষকের ঘরে, নির্মাণের কাজে,
বাঁশের পরশে জীবন নতুন সাজে।

প্রাচীন ইতিহাসে বাঁশের ছোঁয়া,
সংস্কৃতি, কৃষ্টি, যেন বাঁশেরই খোঁয়া।
নীরব সাথী, প্রকৃতির প্রেমিক,
বাঁশের সুরে বাজে মানবিক সংগীত।

এ এক উদ্ভিদ, অমূল্য রতন,
দায়িত্ব তার প্রকৃতির প্রতি যতন।
আসে পরিবেশের ভারসাম্যে ত্রাণ,
বাঁশে মেলে পৃথিবীর নতুন প্রাণ।

বিশ্ব বাঁশ দিবসে হোক আহ্বান,
বাঁশের ছায়ায় থাকুক জীবন অবিচল প্রাণ।
সবুজ এই পথ, হোক টেকসই বৃক্ষ,
বাঁশের ছন্দে আসুক শুভ প্রেক্ষাপট- পক্ষ।
......….….............….…................................….
#বিশ্ব_বাঁশ_দিবস

18/09/2024

** অপেক্ষার আলো **

মাঠ জুড়ে প্রতি সন্ধ্যায় কুয়াশা নেমে আসে, আর
গ্রাম্যবধূ বসে থাকে একলা উঠোনে।
দূরে কোথাও একখণ্ড চাঁদ, তার
আলোয় নদী মৃদু স্রোতে বয়ে যায়।
মনে পড়ে তার প্রবাসী স্বামীকে—যেন কতটা দূরে, অথচ
কতটা কাছে।
অপেক্ষার এই সময়টুকু প্রতিদিন ঘনীভূত হয়,
দিন চলে যায়, আর
বধূর বুকের ভিতর এক অদ্ভুত শূন্যতা জমতে থাকে।

এত স্মৃতি জমে থাকে, যেন
তারা সব শব্দহীন,
অথচ বধূর অন্তরে কথা বলে।
সেই হাতের স্পর্শ, সেই হাসির শব্দ—
সব এখন দূরদেশের গল্প, আর
প্রতিদিনের চিঠির অপেক্ষা যেন
সেই গল্পের নতুন অধ্যায়।

মাঠের বাতাসে ধানের গন্ধ ভেসে আসে, কিন্তু
তাতেও তার মন শান্ত হয় না। গ্রামের প্রতিটি ঘর,
প্রতিটি পথ তাকে তার স্বামীর কথা মনে করিয়ে দেয়।
সে জানে, তার স্বামী ফিরবে, ফিরবেই—
কিন্তু কবে? কেমন হবে সেই দিনের সকাল?
বধূ ভাবতে থাকে, কেমন হবে তার জীবন, যখন
আর অপেক্ষা করতে হবে না।

অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন এক দীর্ঘ যাত্রা—
কখনো ভরসার আলো,
কখনো গভীর রাতের একা কান্না।
সময় চলে যায়, তবুও সে অপেক্ষা করে, কারণ
সে জানে,
ভালোবাসার কাছে অপেক্ষা কোনো বাধা নয়,
বরং তা এক নতুন স্বপ্নের আলো।

১৮ সেপ্টেম্বর, ২০২৪, নন্দীবাড়ী,পূবাইল,গাজীপুর।
✒️- #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া

17/09/2024

** দাদী **

দাদী নেই আজ, তবু আছো তুমি,
স্মৃতির ভাঁজে জড়িয়ে থাকা সেই মুখখানি।
আলোর মতো স্পর্শ করেছো আমায়,
হৃদয়ের গভীরে রয়ে গেছো চুপচাপ।

তোমার মায়াবী হাতের ছোঁয়ায়,
দিন গড়াতো সহজে,
কথার ভেলায় ভেসে যেতাম দূরে,
তুমি ছিলে আমার আপন নীড়।

ভাতের গন্ধে মিশে যেত ভালোবাসা,
তোমার হাতের খাবার ছিলো শান্তির ঠিকানা।
আজ সেই হাত নেই, তবু যেন আছো,
মেঘের ফাঁকে লুকিয়ে থাকা রোদ্দুরের মতো।

তুমি নেই, তবু তোমার কথারা বেঁচে থাকে,
আমার হৃদয়ের প্রতিটি কোণে।
আজও সন্ধ্যার আকাশে তাকিয়ে দেখি,
তুমি আমায় দেখছো কোনো অদৃশ্য আলোয়।

সময় থেমে যায় না, জীবন চলে যায়,
তবু তুমি আছো, স্মৃতির প্রতিটি শ্বাসে,
তোমার স্নেহ, তোমার মমতা,
আমার জীবনের প্রতিটি স্তবকে বাজে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🖋️- #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া

১৭ সেপ্টেম্বর, ২০২৪,
নন্দীবাড়ী, পূবাইল, গাজীপুর, বাংলাদেশ।

10/09/2024

শিরোনামঃ আষাঢ়ে মন

কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

অভিলাষী আষাঢ় তোমার
কোথায় বর্ষারানি?
যার কারণে ঝরাও বারি
তপ্তে টানাটানি।

ক্ষণে রৌদ্র ক্ষণে বৃষ্টি
নানা নামে দামি,
সব কিছুতেই আছ মিশে
দুষ্ট মিষ্ট স্বামী।

বুক জমিনে কমলকলি
শাপলা শালুক ফুলে,
বৃষ্টিস্নাত জনে প্রাণে
চোখ ফিরে না ভুলে।

বর্ষাকাশে মেঘের শাড়ি
কামুক রূপের রসে,
আষাঢ়ে মন বাসর গড়ে
মিলন সুখের বশে।

আষাঢ় শ্রাবণ জয় ভূমি তন
বর্ষাতে মন চিনি,
কী অপরূপ বাংলার ঋতু
ধন্য স্রষ্টা যিনি!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনাকালঃ১৭ জুলাই,২০২৪
©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত

07/09/2024

I got 4 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

"লিমেরিক কবিতা"

শিরোনামঃ মঙ্গল-অমঙ্গল
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
১৪ জুলাই, ২০২৪
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~/////

বড় আশা বিড়ির নেশা চিরতরে যেন ছাড়ে,
সেই উদ্দেশ্যে স্বামীকে নেয় যোগের যোগ্য গুরুর ধারে।
হতবাক স্ত্রী যোগ উন্নতি দেখে,
ধুমপান করে পায়ের চিপায় রেখে।
কোনো কোনো মঙ্গল উদ্যোগ অমঙ্গলও হতে পারে।

রচনাকালঃ ১২/০৭/২০২৪

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~/////
© কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#কবি #কবিতা #বাংলা #বাংলাসাহিত্য #মঙ্গল_অমঙ্গল

Photos from Murad Meah's post 07/09/2024

I gained 92 followers, created 39 posts and received 120 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Photos from Murad Meah's post 07/09/2024

নতুন কিছু থাকবে আগামী'তে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আমার প্রানপ্রিয় ফলোয়ার্স ভাই-বোনদের প্রতি, সাথে থেকে আমাকে ইন্সপায়ার্ড করার জন্যে! !

04/09/2024

টাকায় ভালবাসে
কলমেঃ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া
০৪ সেপ্টেম্বর, ২০২৪
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

স্রষ্টার সেরা সৃষ্টি মানুষ
লোকের সৃষ্ট টাকা,
সবার আপন টাকাই যখন
মানুষ তখন একা।

টাকার জন্যেই উত্থান-পতন
টাকায় সম্মান নাশে,
ধর্মঘরেও টাকা খোঁজে
দেখে খোদায় হাসে।

প্রেম পিরিতি বিয়ের রীতি
টাকায় ভালবাসে,
কমতি হলে বীর যৌনতাও
চোখের জলে ভাসে।

টাকায় আপন ঠিক ততক্ষণ
পাবে যে যতক্ষণ,
শূন্য হাতে পেলে সাথে
বুঝবে সে প্রিয়জন।

টাকার পিছন সব আয়োজন
সাঙ্গ হলে বেলা,
চলমান শ্বাস চলবে না আর
এইতো প্রভুর খেলা!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

©কপিরাইট সর্বস্বত্ব সংরক্ষিত
#টাকায়ভালবাসে #টাকায়_ভালবাসে #মুরাদমিয়াকবিতা #মুরাদ_মিয়া_কবিতা #কবিতা

Videos (show all)

এই তো পরিচয়... #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া #reelsvideoシ #reelsfacebook #facebookreels #FacebookPage #reels2024  @highlig...
বাবা'রা (ছেলে-ভাতিজা-ভাগিনা)!#reelsvideoシ #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া #reels2024 #reelsfacebook #facebookreels #Facebook...
প্রকৃতির ধর্ম সৃষ্টি করা। #হোসাইন_মুহাম্মদ_মুরাদ_মিয়া #reelsvideoシ #facebookreels #FacebookPage #reelsfacebook #reels202...
ফলো দিলে - ফলো মিলে! #viralvideo #reelsfb #instagram #viralpost #muradmeah
ফলো দিলে - ফলো মিলে! #viralvideo #reelsfb #instagram #viralpost #muradmeah
ফলো দিলে - ফলো মিলে! #viralvideo #reelsfb #instagram #viralpost #muradmeah
ফলো দিলে - ফলো মিলে!#viralreelsfb #instagram #reelsfb #viralpost
ফলো দিলে - ফলো মিলে!#viralreelsfb #instagram #reelsfb #viralpost
With HAWI Studios – I just got recognised as one of their top fans! 🎉
নবীন-প্রবীণ প্রেম#reel #reelsvideoシ #reelsfacebook #reelsfypシ #reel #reelsviralシ #reelschallenge #reelsfbシ
পৃথিবী সুন্দর...#reelsfypシ #reelsfacebook #reelsviralシ #reelsvideoシ #reelschallenge
ভুলে যাও আমায়#reelsfypシ #reelsfacebook #reelsviralシ #reelsvideoシ #reelschallenge

Telephone

Address


Harbaid-Nondibari
Gazipur
1710