Institute of learning Quran and Arabic language

নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, নামাজ, হ

14/04/2022

👉নিজেকে যেভাবে ব্যক্তিত্ববান হিসেবে প্রকাশ করতে হয়ে:
▪︎১. আগে সালাম দিন।

▪︎২. তামাসার ছলেও মিথ্যা বলবেন না।

▪︎৩. শুনুন বেশি, বলুন কম।

▪︎৪. হাসিমুখে কথা বলুন।

▪︎৫. কথা দিলে কথা রাখার চেষ্টা করুন।

▪︎৬. ভুল হলে বিনয়ের সাথে 'সরি' বলুন।

▪︎৭. অকারণে হাসবেন না।

▪︎৮. আগে অন্যের কথা শুনুন, পরে নিজে বলুন।

▪︎৯. বুঝিয়ে ধীরে ধীরে কথা বলুন।

▪︎১০. অজানা বিষয় নিয়ে তর্কে জড়াবেন না।

▪︎১১. কারো কাছে নিজের শ্রেষ্টত্ব প্রকাশ করবেন না।

▪︎১২. রাগ নিয়ন্ত্রণে রাখুন।

▪︎১৩. কেউ ভুল করলে ক্ষমার দৃষ্টিতে দেখুন।

▪︎১৪. ছোট বড় সবাইকে সম্মান করুন।

▪︎১৫. পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন।

▪︎১৬. খাওয়ান, জোর করে খাবেন না।

▪︎১৭. খাবার সামনে এলে আগে অন্যকে দিন।

▪︎১৮. শরীর সবসময় দুর্গন্ধমুক্ত রাখুন।

▪︎১৯. চরিত্র সুন্দর রাখুন।

▪︎২০. নিজেকে সবসময় ছোট ভাবুন, ব্যবহারে নম্রতা দেখান।

30/03/2022

♦️পবিত্র রমজান মাস উপলক্ষে ♦️

♦️♦️ভর্তি চলছে! ভর্তি চলছে! ♦️♦️

♦️♦️ডেমো ক্লাস করার পর আপনি ভর্তি হতে পারবেন।

ডেমো ক্লাস কেনো করবেন?
♦️♦️ ইনশাআল্লাহ, ডেমো ক্লাস করলে আপনি বুঝতে পারবেন কত সহজে কুরআন শিখা যায়। এবং আপনার কুরআন শিখার প্রতি আগ্রহ বেড়ে যাবে।

♦️♦ আল্লাহ তায়ালা কুরআনকে সহজ করে নাযিল করেছেন কিন্তু আমার আপনার কাছে কঠিন মনে হয় কেনো জানেন?
আমি এবং আপনি কঠিন নিয়ম অনুযায়ী পড়েছি তাই আমার আপনার কাছে কঠিন।
♦️ আমার আপনাকে কুরআন শিখাবো অতি সহজ এবং আধুনিক পদ্ধতিতে যেই নিয়ম প্রচলিত নিয়ম থেকে একটু ভিন্ন।
♦️ক্লাস নিবে কার?
♦️ক্লাস নিবেন আন্তর্জাতিক মানের হাফেজ এবং ক্বারিগণ।
♦️এই কোর্সে কারাকারা ভর্তি পারবে?
♦️সবাই ভর্তি হতে পারবে।
♦️ক্লাস কি সবার একসাথে হবে?
♦️না আলাদা ক্লাস হবে।
♦️যেমন,ছোট বাচ্চাদের আলাদা ব্যাচ,প্রাপ্ত বয়স্ক পুরুষের আলাদা ব্যাচ এবং নারীদের আলাদা ব্যাচ।
♦️♦️বাচ্চাদের জন্য স্পেশাল ব্যাচ থাকবে।

22/12/2021

দয়া করে দুই মিনিট সময় নিয়ে পড়বেন সবাই,,,আশা করি আপনাদের দোয়া করার মনোবল আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ....

যারা দিন-রাত আল্লাহর কাছে দোয়া করছেন আর ভাবছেন,
-আমি সারাদিন এত দোয়া করছি, এত ইবাদাত করছি, এত বার আল্লাহকে ডাকছি তবুও কেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না❓

-তাদের জন্য হাদিসে কুদসিতে একটি হাদিস আছে,
যেটা শুনার পর, আপনার দোয়ার পরিমাণ বেড়েই যাবে,আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে সিজদায় চলে যাবেন, এবং খুশিতে ক্রন্দন করবেন,

"ইবনুনাজ্জার বলেন, হযরত জাবির (রাঃ) থেকে বর্ণিত রাসূল (সাঃ) বলেছেন,
-নিশ্চয়ই জিবরাইল (আঃ) আদম সন্তানের প্রয়োজন মিটানোর দ্বায়িত্বপ্রাপ্ত রয়েছেন
অতঃপর কোনো অবিশ্বাসী বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন, তখন মহান আল্লাহ বলেন, হে জিবরাইল! তার প্রয়োজন পূরণ করে দাও, আমি আর শুনতে চাই না তার দোয়া!
আর কোনো বিশ্বাসী বান্দা যদি দোয়া করে, তখন আল্লাহ তায়ালা বলেন, হে জিবরাইল! তার প্রয়জন কিছু স্থগিত রাখ,(কিছু সময়ের জন্য /উওম সময়ের জন্য)কারণ, তার কাকুতিমিনতি শুনতে আমার ভালোলাগে, আমি তার দোয়া করা( কন্ঠ) পছন্দ করি"

-একবার ভেবে দেখুন, সারাজাহানের সৃষ্টিকর্তা, আপনার মতো অধমের,কন্ঠ শোনার আগ্রহ নিয়ে, আপনাকে কিছুদিন অপেক্ষা করান (কারণ আপনি দোয়া করা ছাড়া তো তাকে এভাবে বিনীত হয়ে ডাকবেন না) আর তিনি এটা পছন্দ করেন,চিন্তা করুন দোয়া কবুলের চেয়ে এই নিয়ামতের ভাগীদার হওয়া লাভজনক নয়???
_____সুবহানআল্লাহ!

22/12/2021

হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেন: হিজড়ারা জীনদের সন্তান। কোনো এক ব্যক্তি আব্বাস (রাঃ) কে প্রশ্ন করেছিলেন এটা কীভাবে হতে পারে? জবাবে তিনি বলেছিলেন যে, “আল্লাহ্ ও রাসুল (সাঃ) নিষেধ করেছেন যে মানুষ যেনো তার স্ত্রীর মাসিক ঋতুস্রাব চলাকালে যৌন সংগম না করে”, সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থাকে ও সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ববতী হয় এবং হিজড়া সন্তান প্রসব করে। (মানুষ ও জীন এর যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় “খুন্নাস”)। তথ্য: সূরা বানী ইস্রাইল- আর রাহমান , ইবনে আবি হাতিম, হাকিম তিরমিজি।

আরেক হাদিসে হিজরা জন্মের হেকমত উল্লেখপূর্বক আলোচনা এভাবে এসেছে যে, হযরত ইবনে আব্বাস (রাঃ) কে একবার জিজ্ঞাসা করা হল,হিজরা কেন জন্ম নেয়? তদুত্তরে ইবনে আব্বাস বললেন, স্ত্রীর মাসিক চলাকালে যখন স্বামী তার সাথে সহবাস করে, তখন শয়তান ঐ যৌনমিলনে আগে আগে থেকে উক্ত ব্যক্তির সাথে যৌনকার্যে শরিক হয়,এবং শয়তানের বীর্য ঐ মহিলার গর্ভে গিয়ে পৌছে,যার ফলে হিজরা সন্তান জন্ম গ্রহণ করে। (ত্বরতুসী-কিতাবু তাহরীমিল ফাওয়াহিশ)

বৈজ্ঞানিকভাবেও দেখা যাচ্ছে হিজড়া সন্তানের সেক্স ক্রোমোজোম প্যাটার্ন XXY, XYY. যেখানে মায়ের থেকে পাওয়া X ও বাবার থেকে পাওয়া Y বা X ক্রোমোজম মিলে মহিলার XX এবং পুরুষের XY সেক্স ক্রোমোজম সৃষ্টি হয়। তাহলে এই অতিরিক্ত Y ক্রোমোজম কার? এই প্রশ্নে তৃতীয় কোনো জ্বীন কিংবা শয়তানকে দায়ী করলে উত্তর সহজেই মিলে যায়।

সুতরাং, হিজড়া সন্তান কেন হয় সেবিষয়ে বৈজ্ঞানিক ও ইসলামিক ব্যাখ্যা সম্পর্কে আমরা জানলাম। বিজ্ঞান আমাদের কিছু প্রতিকার দিলেও প্রতিরোধ সম্পর্কে জানাতে পারেনি। তবে ইসলাম সুস্পষ্টভাবে প্রতিরোধ সম্পর্কে বর্ণনা করেছে।।

23/11/2021

ভর্তি চলছে! ভর্তি চলছে!
♦️♦️
️ডেমো ক্লাস করার পর আপনি ভর্তি হতে পারবেন।
♦️♦️
ডেমো ক্লাস কেনো করবেন?

♦️♦️
ইনশাআল্লাহ, ডেমো ক্লাস করলে আপনি বুঝতে পারবেন কত সহজে কুরআন শিখা যায়। এবং আপনার কুরআন শিখার প্রতি আগ্রহ বেড়ে যাবে।

♦️♦ আল্লাহ তায়ালা কুরআনকে সহজ করে নাযিল করেছেন কিন্তু আমার আপনার কাছে কঠিন মনে হয় কেনো জানেন?
আমি এবং আপনি কঠিন নিয়ম অনুযায়ী পড়েছি তাই আমার আপনার কাছে কঠিন।
♦️ আমার আপনাকে কুরআন শিখাবো অতি সহজ এবং আধুনিক পদ্ধতিতে যেই নিয়ম প্রচলিত নিয়ম থেকে একটু ভিন্ন।
♦️ক্লাস নিবে কার?

♦️ক্লাস নিবেন আন্তর্জাতিক মানের হাফেজ এবং ক্বারিগণ।
♦️এই কোর্সে কারাকারা ভর্তি পারবে?

♦️সবাই ভর্তি হতে পারবে।
♦️ক্লাস কি সবার একসাথে হবে?

♦️না আলাদা ক্লাস হবে।
♦️যেমন,ছোট বাচ্চাদের আলাদা ব্যাচ,প্রাপ্ত বয়স্ক পুরুষের আলাদা ব্যাচ এবং নারীদের আলাদা ব্যাচ।
♦️♦️বাচ্চাদের জন্য স্পেশাল ব্যাচ থাকবে।

🔶🔶বেসিক কুরআন লার্নিং কোর্স (কায়দা ও আমপারা )

💠 বেসিক কায়দা ক্লাস-
🔘 নাদিয়াতুল কুরআন কায়দা শুরু থেকে শেষ পযন্ত পড়ানো হবে।
💠 বেসিক আমপারা ক্লাস-
🔘 নাদিয়াতুল কুরআন আমপারা শুরু থেকে শেষ পযন্ত পড়ানো হবে।
🔘 তাজভীদ শিক্ষা; ক্বারী বেলায়েত সাহেবের “নূরানী পদ্বতীতে কুরআন শিক্ষা” বইয়ের আলোকে তাজভীদ পড়ানো হবে।

💠 বেসিক কুরআন লার্নিং কোর্সে যা যা থাকবে-
১। নাদিয়াতুল কোরআন কায়দা।
২। নাদিয়াতুল কোরআন আমপারা।
৩। সতেরো প্রকার মাখরাজ।
৪। দশ প্রকার মদ্দ।
৫। তাশদীদ ও পোর-বারিকের বিবরণ।
৬। ঈমান ও আকায়েদ।
৭। মৌলিক মাসায়েল।
৮। নামাজ শিক্ষা।
৯। মাসনূন দোয়া সমূহ।
১০। কোরআনের শেষ দশ সূরা মুখস্থ করন।
🔘 নামাজ শিক্ষা-১; তাকবিরে তাহরীমা থেকে সালাম ফিরানো পর্যন্ত সূরা সমূহ এবং দুআ-দূরূদ গুলো মুখস্ত করানো।
🔘 নামাজ শিক্ষা-২; নামাজের আগে এবং পরে যত মাসআলা মাসায়েল আছে তা মুখস্ত করানো।
🔘 ইসলামের পাচঁটি স্তম্ভ। যথাঃ কালেমা, নামাজ, রোজা, হজ¦ এবং যাকাতের ব্যাপারে বেসিক আলোচনা এবং প্রয়োজনীয় বিষয়গুলো মুখস্ত করানো।
🔘 দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েল গুলো শিক্ষা প্রদান করা।

💠 কোর্সের টাইম ডিউরেশন-
🔘 আনুমানিক সময়সীমা তিন মাস (শিক্ষার্থীদের মেধার কারনে সময় কম ও বেশি হতে পারে)

💠 ক্লাসের নিয়ম-
⏰ সপ্তাহে তিনদিন ক্লাস থাকবে। (কেউ চাইলে শুধু উইকেন্ডেও নিতে পারেন, সে ক্ষেত্রে কোর্সে সময় বেশি লাগবে)
⏰ প্রত্যেকটি ক্লাস ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা হবে।
⏰ ক্লাসের দিনগুলো একাডেমি কতৃপক্ষ উস্তাদ এবং ছাত্রের সুবিধা অনুযায়ী নির্ধারন করে দিবেন।
⏰ ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।

💠 কেন আমাদের নিকট কুরআন পড়া শিখবেন?
◾ আমরা পদ্ধতিতে ZOOM/Google meeting এর মাধ্যমে
ক্লাস নিয়ে থাকি আলহামদুলিল্লাহ।
◾ আমাদের টিচাররা প্রাইভেট টিউটরের মতোই যত্নের সহিত পড়িয়ে থাকে।

🔹🔹🔹🔹🔹🔹🔸🔸🔸🔸🔸🔸🔸

🔷🔷এ্যাডভান্স কুরআন লার্নিং কোর্স (নাযেরা বা দেখে পুরো কুরআন পড়া)
এই কোর্সটি তারাই করতে পারবেন যারা কায়দা তাজভীদ সহকারে বেশ ভালো করে পড়েছেন এবং আমপারা পড়া শুরু করেছেন।
এ্যাডভান্স কুরআন লার্নিং বা নাযেরা কোর্সটি যেভাবে সাজানো হয়েছে-
১। সমস্ত কুরআন রিডিং পড়া।
২। আমলের আয়াত মুখস্থ করা।
৩। সতেরো প্রকার মাখরাজ।
৪। দশ প্রকার মদ্দ।
৫। উচ্চারণ নীতিমালা।
৬। ঈমান ও আকায়েদ।
৭। জরুরী মাসায়েল।
৮। দৈনিক মাশক করা।
৯। মাসনূন দোয়া সমূহ।
১০। শেষ দশ সূরা মুখস্থ করন।
🔘 আমপারা থেকে শূরু হবে (৩০ নং পারা)।
🔘 তাজভীদ শিক্ষা; ক্বারী বেলায়েত সাহেবের তাজভীদের বই ”নূরানী পদ্বতিতে কুরআন শিক্ষা” এই বইয়ের আলোকে তাজভীদ পড়ানো হবে।
🔘 প্রতিদিন ক্লাসে হোমওয়ার্ক দিয়ে দেয়া হবে এবং পরবর্তী ক্লাসে পড়া আদায় করা হবে ইনশাআল্লাহ।
কুরআন ক্লাসের পাশাপাশি আরো যা যা থাকছে-
🔘 নামাজের তাকবীর থেকে সালাম ফিরানো পর্যন্ত সবগুলো দুয়া-দূরূদ মুখস্থ করানো।
🔘 আয়াতুল কুরসি সহ কুরআনের শেষ দশটি সুরা মূখস্থ করানো৷
🔘 দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েল গুলো শিক্ষা প্রদান করা।
💠 কোর্সের টাইম ডিউরেশন-
🔘 আনুমানিক সময়সীমা ছয় মাস (শিক্ষার্থীদের মেধার কারনে সময় কম ও বেশি হতে পারে)
ক্লাসের রুটিন –
⏰ সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকবে ইনশাআল্লাহ।
⏰ প্রতিটি ক্লাস ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা করে হবে ইনশাআল্লাহ।
⏰ এছাড়াও ম্যাসেঞ্জারের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা।

✳️ আমাদের কোর্স ইন্সট্রাক্টরগণঃ
🔸 হাফেজ মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম
🔸 হাফেজ মাওলানা কাওসার আহমাদ
🔸 মাওলানা মুফতি আব্দুল কবির
🔸 হাফেজ মাওলানা ওমর ফারুক।
♦️আমাদের এখানে ক্লাস নিবেন আরো অনেক আন্তর্জাতিক মানের হাফেজগণ।
♦️ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে।

◾ আমরা Google meeting /ZOOM এর মাধ্যমে ক্লাস নিয়ে থাকি আলহামদুলিল্লাহ।
◾ আমাদের একাডেমিতে ছেলে-মেয়ে যে কোন বয়সের ছাত্ররা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ।
তাই আর দেরি না করে আপনি বা আপনার সন্তানদের কুরআন শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন।

ভর্তি ফি ৫০০

☎️ যোগাযোগ-01764795148 (হোয়াটসঅ্যাপ)

10/10/2021

ভর্তি চলছে! ভর্তি চলছে!
♦️♦️
️ডেমো ক্লাস করার পর আপনি ভর্তি হতে পারবেন।
♦️♦️
ডেমো ক্লাস কেনো করবেন?

♦️♦️
ইনশাআল্লাহ, ডেমো ক্লাস করলে আপনি বুঝতে পারবেন কত সহজে কুরআন শিখা যায়। এবং আপনার কুরআন শিখার প্রতি আগ্রহ বেড়ে যাবে।

♦️♦ আল্লাহ তায়ালা কুরআনকে সহজ করে নাযিল করেছেন কিন্তু আমার আপনার কাছে কঠিন মনে হয় কেনো জানেন?
আমি এবং আপনি কঠিন নিয়ম অনুযায়ী পড়েছি তাই আমার আপনার কাছে কঠিন।
♦️ আমার আপনাকে কুরআন শিখাবো অতি সহজ এবং আধুনিক পদ্ধতিতে যেই নিয়ম প্রচলিত নিয়ম থেকে একটু ভিন্ন।
♦️ক্লাস নিবে কার?

♦️ক্লাস নিবেন আন্তর্জাতিক মানের হাফেজ এবং ক্বারিগণ।
♦️এই কোর্সে কারাকারা ভর্তি পারবে?

♦️সবাই ভর্তি হতে পারবে।
♦️ক্লাস কি সবার একসাথে হবে?

♦️না আলাদা ক্লাস হবে।
♦️যেমন,ছোট বাচ্চাদের আলাদা ব্যাচ,প্রাপ্ত বয়স্ক পুরুষের আলাদা ব্যাচ এবং নারীদের আলাদা ব্যাচ।
♦️♦️বাচ্চাদের জন্য স্পেশাল ব্যাচ থাকবে।

🔶🔶বেসিক কুরআন লার্নিং কোর্স (কায়দা ও আমপারা )

💠 বেসিক কায়দা ক্লাস-
🔘 নাদিয়াতুল কুরআন কায়দা শুরু থেকে শেষ পযন্ত পড়ানো হবে।
💠 বেসিক আমপারা ক্লাস-
🔘 নাদিয়াতুল কুরআন আমপারা শুরু থেকে শেষ পযন্ত পড়ানো হবে।
🔘 তাজভীদ শিক্ষা; ক্বারী বেলায়েত সাহেবের “নূরানী পদ্বতীতে কুরআন শিক্ষা” বইয়ের আলোকে তাজভীদ পড়ানো হবে।

💠 বেসিক কুরআন লার্নিং কোর্সে যা যা থাকবে-
১। নাদিয়াতুল কোরআন কায়দা।
২। নাদিয়াতুল কোরআন আমপারা।
৩। সতেরো প্রকার মাখরাজ।
৪। দশ প্রকার মদ্দ।
৫। তাশদীদ ও পোর-বারিকের বিবরণ।
৬। ঈমান ও আকায়েদ।
৭। মৌলিক মাসায়েল।
৮। নামাজ শিক্ষা।
৯। মাসনূন দোয়া সমূহ।
১০। কোরআনের শেষ দশ সূরা মুখস্থ করন।
🔘 নামাজ শিক্ষা-১; তাকবিরে তাহরীমা থেকে সালাম ফিরানো পর্যন্ত সূরা সমূহ এবং দুআ-দূরূদ গুলো মুখস্ত করানো।
🔘 নামাজ শিক্ষা-২; নামাজের আগে এবং পরে যত মাসআলা মাসায়েল আছে তা মুখস্ত করানো।
🔘 ইসলামের পাচঁটি স্তম্ভ। যথাঃ কালেমা, নামাজ, রোজা, হজ¦ এবং যাকাতের ব্যাপারে বেসিক আলোচনা এবং প্রয়োজনীয় বিষয়গুলো মুখস্ত করানো।
🔘 দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েল গুলো শিক্ষা প্রদান করা।

💠 কোর্সের টাইম ডিউরেশন-
🔘 আনুমানিক সময়সীমা তিন মাস (শিক্ষার্থীদের মেধার কারনে সময় কম ও বেশি হতে পারে)

💠 ক্লাসের নিয়ম-
⏰ সপ্তাহে তিনদিন ক্লাস থাকবে। (কেউ চাইলে শুধু উইকেন্ডেও নিতে পারেন, সে ক্ষেত্রে কোর্সে সময় বেশি লাগবে)
⏰ প্রত্যেকটি ক্লাস ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা হবে।
⏰ ক্লাসের দিনগুলো একাডেমি কতৃপক্ষ উস্তাদ এবং ছাত্রের সুবিধা অনুযায়ী নির্ধারন করে দিবেন।
⏰ ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।

💠 কেন আমাদের নিকট কুরআন পড়া শিখবেন?
◾ আমরা পদ্ধতিতে ZOOM/Google meeting এর মাধ্যমে
ক্লাস নিয়ে থাকি আলহামদুলিল্লাহ।
◾ আমাদের টিচাররা প্রাইভেট টিউটরের মতোই যত্নের সহিত পড়িয়ে থাকে।

🔹🔹🔹🔹🔹🔹🔸🔸🔸🔸🔸🔸🔸

🔷🔷এ্যাডভান্স কুরআন লার্নিং কোর্স (নাযেরা বা দেখে পুরো কুরআন পড়া)
এই কোর্সটি তারাই করতে পারবেন যারা কায়দা তাজভীদ সহকারে বেশ ভালো করে পড়েছেন এবং আমপারা পড়া শুরু করেছেন।
এ্যাডভান্স কুরআন লার্নিং বা নাযেরা কোর্সটি যেভাবে সাজানো হয়েছে-
১। সমস্ত কুরআন রিডিং পড়া।
২। আমলের আয়াত মুখস্থ করা।
৩। সতেরো প্রকার মাখরাজ।
৪। দশ প্রকার মদ্দ।
৫। উচ্চারণ নীতিমালা।
৬। ঈমান ও আকায়েদ।
৭। জরুরী মাসায়েল।
৮। দৈনিক মাশক করা।
৯। মাসনূন দোয়া সমূহ।
১০। শেষ দশ সূরা মুখস্থ করন।
🔘 আমপারা থেকে শূরু হবে (৩০ নং পারা)।
🔘 তাজভীদ শিক্ষা; ক্বারী বেলায়েত সাহেবের তাজভীদের বই ”নূরানী পদ্বতিতে কুরআন শিক্ষা” এই বইয়ের আলোকে তাজভীদ পড়ানো হবে।
🔘 প্রতিদিন ক্লাসে হোমওয়ার্ক দিয়ে দেয়া হবে এবং পরবর্তী ক্লাসে পড়া আদায় করা হবে ইনশাআল্লাহ।
কুরআন ক্লাসের পাশাপাশি আরো যা যা থাকছে-
🔘 নামাজের তাকবীর থেকে সালাম ফিরানো পর্যন্ত সবগুলো দুয়া-দূরূদ মুখস্থ করানো।
🔘 আয়াতুল কুরসি সহ কুরআনের শেষ দশটি সুরা মূখস্থ করানো৷
🔘 দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েল গুলো শিক্ষা প্রদান করা।
💠 কোর্সের টাইম ডিউরেশন-
🔘 আনুমানিক সময়সীমা ছয় মাস (শিক্ষার্থীদের মেধার কারনে সময় কম ও বেশি হতে পারে)
ক্লাসের রুটিন –
⏰ সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকবে ইনশাআল্লাহ।
⏰ প্রতিটি ক্লাস ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা করে হবে ইনশাআল্লাহ।
⏰ এছাড়াও ম্যাসেঞ্জারের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা।

✳️ আমাদের কোর্স ইন্সট্রাক্টরগণঃ
🔸 হাফেজ মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম
🔸 হাফেজ মাওলানা কাওসার আহমাদ
🔸 মাওলানা মুফতি আব্দুল কবির
🔸 হাফেজ মাওলানা ওমর ফারুক।
♦️আমাদের এখানে ক্লাস নিবেন আরো অনেক আন্তর্জাতিক মানের হাফেজগণ।
♦️ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে।

◾ আমরা Google meeting /ZOOM এর মাধ্যমে ক্লাস নিয়ে থাকি আলহামদুলিল্লাহ।
◾ আমাদের একাডেমিতে ছেলে-মেয়ে যে কোন বয়সের ছাত্ররা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ।
তাই আর দেরি না করে আপনি বা আপনার সন্তানদের কুরআন শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন।

ভর্তি ফি ৫০০
মাসিক বেতন ৫০০
☎️ যোগাযোগ-01764795148 (হোয়াটসঅ্যাপ)

08/10/2021

এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।”

হযরত মুহাম্মদ (সা.)।

03/10/2021

ভর্তি চলছে! ভর্তি চলছে!
♦️♦️
️ডেমো ক্লাস করার পর আপনি ভর্তি হতে পারবেন।
♦️♦️
ডেমো ক্লাস কেনো করবেন?

♦️♦️
ইনশাআল্লাহ, ডেমো ক্লাস করলে আপনি বুঝতে পারবেন কত সহজে কুরআন শিখা যায়। এবং আপনার কুরআন শিখার প্রতি আগ্রহ বেড়ে যাবে।

♦️♦ আল্লাহ তায়ালা কুরআনকে সহজ করে নাযিল করেছেন কিন্তু আমার আপনার কাছে কঠিন মনে হয় কেনো জানেন?
আমি এবং আপনি কঠিন নিয়ম অনুযায়ী পড়েছি তাই আমার আপনার কাছে কঠিন।
♦️ আমার আপনাকে কুরআন শিখাবো অতি সহজ এবং আধুনিক পদ্ধতিতে যেই নিয়ম প্রচলিত নিয়ম থেকে একটু ভিন্ন।
♦️ক্লাস নিবে কার?

♦️ক্লাস নিবেন আন্তর্জাতিক মানের হাফেজ এবং ক্বারিগণ।
♦️এই কোর্সে কারাকারা ভর্তি পারবে?

♦️সবাই ভর্তি হতে পারবে।
♦️ক্লাস কি সবার একসাথে হবে?

♦️না আলাদা ক্লাস হবে।
♦️যেমন,ছোট বাচ্চাদের আলাদা ব্যাচ,প্রাপ্ত বয়স্ক পুরুষের আলাদা ব্যাচ এবং নারীদের আলাদা ব্যাচ।
♦️♦️বাচ্চাদের জন্য স্পেশাল ব্যাচ থাকবে।

🔶🔶বেসিক কুরআন লার্নিং কোর্স (কায়দা ও আমপারা )

💠 বেসিক কায়দা ক্লাস-
🔘 নাদিয়াতুল কুরআন কায়দা শুরু থেকে শেষ পযন্ত পড়ানো হবে।
💠 বেসিক আমপারা ক্লাস-
🔘 নাদিয়াতুল কুরআন আমপারা শুরু থেকে শেষ পযন্ত পড়ানো হবে।
🔘 তাজভীদ শিক্ষা; ক্বারী বেলায়েত সাহেবের “নূরানী পদ্বতীতে কুরআন শিক্ষা” বইয়ের আলোকে তাজভীদ পড়ানো হবে।

💠 বেসিক কুরআন লার্নিং কোর্সে যা যা থাকবে-
১। নাদিয়াতুল কোরআন কায়দা।
২। নাদিয়াতুল কোরআন আমপারা।
৩। সতেরো প্রকার মাখরাজ।
৪। দশ প্রকার মদ্দ।
৫। তাশদীদ ও পোর-বারিকের বিবরণ।
৬। ঈমান ও আকায়েদ।
৭। মৌলিক মাসায়েল।
৮। নামাজ শিক্ষা।
৯। মাসনূন দোয়া সমূহ।
১০। কোরআনের শেষ দশ সূরা মুখস্থ করন।
🔘 নামাজ শিক্ষা-১; তাকবিরে তাহরীমা থেকে সালাম ফিরানো পর্যন্ত সূরা সমূহ এবং দুআ-দূরূদ গুলো মুখস্ত করানো।
🔘 নামাজ শিক্ষা-২; নামাজের আগে এবং পরে যত মাসআলা মাসায়েল আছে তা মুখস্ত করানো।
🔘 ইসলামের পাচঁটি স্তম্ভ। যথাঃ কালেমা, নামাজ, রোজা, হজ¦ এবং যাকাতের ব্যাপারে বেসিক আলোচনা এবং প্রয়োজনীয় বিষয়গুলো মুখস্ত করানো।
🔘 দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েল গুলো শিক্ষা প্রদান করা।

💠 কোর্সের টাইম ডিউরেশন-
🔘 আনুমানিক সময়সীমা তিন মাস (শিক্ষার্থীদের মেধার কারনে সময় কম ও বেশি হতে পারে)

💠 ক্লাসের নিয়ম-
⏰ সপ্তাহে তিনদিন ক্লাস থাকবে। (কেউ চাইলে শুধু উইকেন্ডেও নিতে পারেন, সে ক্ষেত্রে কোর্সে সময় বেশি লাগবে)
⏰ প্রত্যেকটি ক্লাস ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা হবে।
⏰ ক্লাসের দিনগুলো একাডেমি কতৃপক্ষ উস্তাদ এবং ছাত্রের সুবিধা অনুযায়ী নির্ধারন করে দিবেন।
⏰ ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।

💠 কেন আমাদের নিকট কুরআন পড়া শিখবেন?
◾ আমরা পদ্ধতিতে ZOOM/Google meeting এর মাধ্যমে
ক্লাস নিয়ে থাকি আলহামদুলিল্লাহ।
◾ আমাদের টিচাররা প্রাইভেট টিউটরের মতোই যত্নের সহিত পড়িয়ে থাকে।

🔹🔹🔹🔹🔹🔹🔸🔸🔸🔸🔸🔸🔸

🔷🔷এ্যাডভান্স কুরআন লার্নিং কোর্স (নাযেরা বা দেখে পুরো কুরআন পড়া)
এই কোর্সটি তারাই করতে পারবেন যারা কায়দা তাজভীদ সহকারে বেশ ভালো করে পড়েছেন এবং আমপারা পড়া শুরু করেছেন।
এ্যাডভান্স কুরআন লার্নিং বা নাযেরা কোর্সটি যেভাবে সাজানো হয়েছে-
১। সমস্ত কুরআন রিডিং পড়া।
২। আমলের আয়াত মুখস্থ করা।
৩। সতেরো প্রকার মাখরাজ।
৪। দশ প্রকার মদ্দ।
৫। উচ্চারণ নীতিমালা।
৬। ঈমান ও আকায়েদ।
৭। জরুরী মাসায়েল।
৮। দৈনিক মাশক করা।
৯। মাসনূন দোয়া সমূহ।
১০। শেষ দশ সূরা মুখস্থ করন।
🔘 আমপারা থেকে শূরু হবে (৩০ নং পারা)।
🔘 তাজভীদ শিক্ষা; ক্বারী বেলায়েত সাহেবের তাজভীদের বই ”নূরানী পদ্বতিতে কুরআন শিক্ষা” এই বইয়ের আলোকে তাজভীদ পড়ানো হবে।
🔘 প্রতিদিন ক্লাসে হোমওয়ার্ক দিয়ে দেয়া হবে এবং পরবর্তী ক্লাসে পড়া আদায় করা হবে ইনশাআল্লাহ।
কুরআন ক্লাসের পাশাপাশি আরো যা যা থাকছে-
🔘 নামাজের তাকবীর থেকে সালাম ফিরানো পর্যন্ত সবগুলো দুয়া-দূরূদ মুখস্থ করানো।
🔘 আয়াতুল কুরসি সহ কুরআনের শেষ দশটি সুরা মূখস্থ করানো৷
🔘 দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েল গুলো শিক্ষা প্রদান করা।
💠 কোর্সের টাইম ডিউরেশন-
🔘 আনুমানিক সময়সীমা ছয় মাস (শিক্ষার্থীদের মেধার কারনে সময় কম ও বেশি হতে পারে)
ক্লাসের রুটিন –
⏰ সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকবে ইনশাআল্লাহ।
⏰ প্রতিটি ক্লাস ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা করে হবে ইনশাআল্লাহ।
⏰ এছাড়াও ম্যাসেঞ্জারের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা।

✳️ আমাদের কোর্স ইন্সট্রাক্টরগণঃ
🔸 হাফেজ মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম
🔸 হাফেজ মাওলানা কাওসার আহমাদ
🔸 মাওলানা মুফতি আব্দুল কবির
🔸 হাফেজ মাওলানা ওমর ফারুক।
♦️আমাদের এখানে ক্লাস নিবেন আরো অনেক আন্তর্জাতিক মানের হাফেজগণ।
♦️ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে।

◾ আমরা Google meeting /ZOOM এর মাধ্যমে ক্লাস নিয়ে থাকি আলহামদুলিল্লাহ।
◾ আমাদের একাডেমিতে ছেলে-মেয়ে যে কোন বয়সের ছাত্ররা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ।
তাই আর দেরি না করে আপনি বা আপনার সন্তানদের কুরআন শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন।
☎️ যোগাযোগ-01764795148 (হোয়াটসঅ্যাপ)

03/10/2021

মানুষের জীবন মানেই পরীক্ষাকেন্দ্র।ভাল মন্দ মিলেই মানুষের জীবন গঠিত।মানুষ বিপদ-আপদ,রাগ-ক্ষোভ,অভাব-অনটন,অর্থ-সম্পদ বা সন্তান-সন্তুতি হারিয়ে অথবা অন্য কোনাে সমস্যায় পড়লে নিজেই নিজের মৃত্যু কামনা করে থাকে।খুব তাড়াতাড়িই মানুষ সব ভুলে যায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না বরং অভিযােগ করা শুরু করে দেয়। কিছু চেয়েছে পায় নি বা সময় ভাল যাচ্ছে না।সাধারণত দেখা যায় আমি এইটা চেয়েছি ওইটা চেয়েছি পাই নি আর আমার ভাল লাগে না,প্রিয়জন আমাকে বুঝে না,জীবনের লক্ষ্য এইটা ছিল ওইটা হলাে কেন!! সারা জীবন ভাল কাজ করেছি আমার খারাপ অবস্থা কেন!আর বিশেষ করে হারাম সম্পর্কে থাকার পর যখন ছ্যাঁকা খায় তখন মানুষ আবেগে বিবেক হারিয়ে অনেক খারাপ কাজ করে থাকে। তার মধ্যে উল্লেখযােগ্য একটি হচ্ছে নিজের মৃত্যু কামনা অনেকেই করে থাকে।

এভাবে নিজের মৃত্যু কামনা করার বৈধতা নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিধি-নিষেধ করেছেন।হাদিসে এসেছে,

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন,নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃতোমাদের কেউ দুঃখ কষ্টে পতিত হবার কারণে যেন মৃত্যু কামনা না করে।যদি কিছু করতেই চায়, তা হলে সে যেন বলেঃ হে আল্লাহ!আমাকে জীবিত রাখ,যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর হয় এবং আমাকে মৃত্যু দাও,যখন আমার জন্য মরে যাওয়া কল্যাণকর হয়।[সহিহ বুখারী,হাদিস নং ৫৬৭১]

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃআবূ হুরায়রা (রাঃ) বলেন,আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছিঃতোমাদের কোন ব্যক্তিকে তার নেক ‘আমাল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। লোকজন প্রশ্ন করলঃহে আল্লাহ্‌র রসূল! আপনাকেও নয়?তিনি বললেনঃ আমাকেও নয়,যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তাঁর করুণা ও দয়া দিয়ে আবৃত না করেন। কাজেই মধ্যমপন্থা গ্রহণ কর এবং নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যাও। আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে। কেননা,সে ভাল লোক হলে (বয়স দ্বারা) তার নেক ‘আমাল বৃদ্ধি হতে পারে।আর খারাপ লোক হলে সে তাওবাহ করার সুযোগ পাবে।[সহিহ বুখারী,হাদিস নং ৫৬৭৩]

তাই আসুন,মৃত্যু কামনা নয়,শান্তি চাই। ইসলামের সুন্দর বিধি-বিধানে নিজেদের জীবন সাজাই।দুনিয়া ও পরকালের শান্তি লাভে কুরআন-সুন্নাহ মােতাবেক জীবন পরিচালনা করি।আল্লাহ তাআলা বিভিন্ন কারণে ধৈর্যহারা,পথহারা,বিপদ-আপদ ও অসুখ-বিসুখে পতিত লােকদেরকে মৃত্যু কামনা করার মতাে অবৈধ পন্থা অবলম্বন থেকে হেফাজত করুন,আমিন।

29/09/2021

রিজিক নিয়ে আগে কখনো এভাবে ভেবেছি?

রিজিকের সর্বনিম্ন স্তরঃ টাকা , পয়সা , অর্থ , সম্পদ ।
সর্বোচ্চ স্তরঃ শারীরিক ও মানসিক সুস্থতা ।
সর্বোত্তম স্তরঃ পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান।
পরিপূর্ণ স্তরঃ মহান আল্লাহর সন্তুষ্টি ।

রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি । আমি পুরাে জীবনে কত টাকা আয় করবাে সেটা লিখিত , কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত , কবে কোথায় মারা যাবাে সেটা লিখিত । আশ্চর্যের ব্যাপার হচ্ছে , আমি কতগুলাে দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবাে সেটা লিখিত । একটি দানাও কম না , একটিও বেশি না ।

ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবাে , এই সিদ্ধান্ত আল্লাহ্ তায়ালা নিয়েছেন ।
আমি হালাল উপায়ে আয় করবাে না হারাম উপায়ে আয় করবাে সেই সিদ্ধান্ত আমার ।
যদি ধৈর্য ধারণ করি , আল্লাহ্ তায়ালার কাছে চাই , তাহলে হালাল উপায়ে ওই ১ কোটি আয় করেই আমি মারা যাবাে , হারাম উপায়ে হলেও ওই ১ কোটিই ... নাথিং মাের , নাথিং লেস !

আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি , সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপাের্ট করা । ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে । এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে , কত মানুষ এই ফলটি পাড়তে গেছে , দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে , পছন্দ হয় নি , কিনে নি । এই সব ঘটনার কারণ একটাই , ফলটি আমার রিজিকে লিখিত । যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি , ততক্ষণ সেটা ওখানেই থাকবে ।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম , অন্য কোথাও চলে যেতে পারতাম , কিন্তু না । রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবাে না ।
.......................
রিজিক জিনিসটা এতােটাই শক্তিশালী ! কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু - বান্ধব আমার বাসায় আসছে , সে আসলে আমার খাবার খাচ্ছে না । এটা তারই রিজিক , শুধুমাত্র আল্লাহ্ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন । হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে ।
আলহামদুলিল্লাহ্ ...
.......................
কেউ কারােটা খাচ্ছে না , যে যার রিজিকের ভাগই খাচ্ছে । আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কাল আছি , কতটুকু ভরসা করে আছি ।

আল্লাহ তা'আলা বলেন ,
দুনিয়ায় বিচরণকারী এমন কোনাে প্রাণী নেই , যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই । তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত । সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে -> সুরা হুদ : আয়াত ৬

যে আল্লাহকে ভয় করে , আল্লাহ তার জন্য কোনাে না কোনাে পথ বের করে দেবেন । আর তাকে ( এমন উৎস থেকে ) রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না -> সুরা ত্বালাক : আয়াত ২-৩

আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে সঠিক পথে রিজিক তালাশের তৌফিক দান করুন । আমীন

12/09/2021

‘তাড়াহুড়া করা শয়তানের পক্ষ থেকে সংঘটিত হয়; তবে পাঁচটি সময় ছাড়া।
(১) মেহমান উপস্থিত হলে তাকে খাবার খাওয়ানো;
(২) মৃতের জানাযা ও কাফন-দাফন সম্পন্ন করা;
(৩) প্রাপ্তবয়স্ক কুমারী মেয়েকে বিবাহ দেওয়া;
(৪) নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করা এবং
(৫) গুনাহ করার পর সেই গুনাহ থেকে তাওবাহ করা।’
—ইমাম হাতিম আল আসম (রাহিমাহুল্লাহ)
[আবু নু‘আইম, হিলয়াতুল আউলিয়া: ৮/৭৮]
‘শয়তানের পক্ষ থেকে সংঘটিত হয়’ বলতে সাধারণভাবে যে কোনো কাজে তাড়াহুড়া করার জন্য শয়তান প্ররোচনা দেয়, যাতে ভুল হয় কাজে। কিন্তু এই পাঁচটি কাজে শয়তান তাড়াহুড়া দেখতে চায় না।

07/09/2021

বিশ্বনবী (সাঃ) বলেছেন , হে আলী ! তিনটি কাজ উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত -
> যে ব্যাক্তি তোমার সাথে সম্পর্কচ্ছেদ করেছে তার সাথে সম্পর্ক গড়বে...
> যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে ...
> আর যে তোমার প্রতি অন্যায় করেছে তাকে তুমি ক্ষমা করবে ।

03/09/2021

❤️নামাজ❤️
নামাজ কেনো ভালোবাসবো?

🌿মন ভালো করে নামাজ 🌿

🌿টেনশন দূর করে নামাজ 🌿

🌿মন পবিত্র করে নামাজ🌿

🌿মানুষত্ব শিখায় নামাজ 🌿

🌿ভাতৃত্ববোধ শেখায় নামাজ🌿

🌿কল্যাণ বয়ে আনে নামাজ 🌿

🌿প্রশান্তি বয়ে আনে নামাজ🌿

🌿সময়ের সৎব্যবহার শেখায় নামাজ🌿

🌿অনুগত্য শিখায় নামাজ🌿

🌿আল্লাহর প্রতি অগ্রসর করে নামাজ🌿

🌿মুমিনের জন্য মেরাজ নামাজ🌿

🌿খারাপ কাজ থেকে দূরে রাখে নামাজ🌿

🌿সবচেয়ে ভালো বন্ধু নামাজ🌿

🌿জান্নাতের চাবি নামায🌿

🌿আল্লাহর দেওয়া উপহার নামাজ🌿

🌿নবীর চোখের শীতলতা নামাজ🌿

🌿আল্লাহর রাজির জন্য নামাজ🌿

🌿ঐক্যের জন্য নামাজ🌿

🌿রিযিক প্রশস্ত করে নামাজ🌿

🌿কবরের আলো নামাজ 🌿

🌿ডান হাতে আমলনামা আসার কারণ নামাজ🌿

🌿হাশরের মাঠে হিসেবে সবার আগে নামাজ🌿

🌿পুলসিরাত পার করাবে দ্রুত নামাজ🌿

🌿বিনা হিসেবে জান্নাতের কারন হবে নামাজ🌿

🌿আসুন
আমরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ 🌿
🌿আদায় করার চেষ্টা করি 🌿
🌿আল্লাহ তাআলা আমাদেরকে
🌿পাঁচ ওয়াক্ত নামাজ 🌿
🌿পড়ার তৌফিক দান করুন।আমিন

03/09/2021

বিয়ের উদ্দেশ্যে প্রেম করা কি জায়েজ..??
********************­********************

উত্তরঃ বিয়ের আগে ভিন্ন পুরুষের সাথে প্রেম ভালোবাসা হারাম। বরং বিয়ের পর স্বামীর সাথে ভালবাসবেন →
প্রেমিকঃ - আমি তোমাকে ভালোবাসি।
প্রেমিকাঃ - আমিও তোমাকে ভালোবাসি।
শয়তানঃ - আর আমি তোদের দুই জনকেই
ভালোবাসি!
Reference : রাসুল (সাঃ) বলেছেন,
"যেখানে দু'জন বেগানা নারী-পুরুষ নির্জনে একত্রিত হয়, সেখানে তৃতীয়জন হয় শয়তান।"–
[সহীহ্ তিরমিযী, ১১৭১]
এখানে নির্জনে নারী-পুরুষ কে একত্রিত হতে স্পষ্টত নিষেধ করা হয়েছে।
এখন ধরুন, আপনি বা আমি যদি কারো সাথে মোবাইলে কথা বলি, সেটাও নির্জনে একত্রিত হওয়া নয় কি? কারন, আমরা মোবাইলে কথা বলার সময় নির্জনেই কথা বলি। নির্জনে
SMS আদান-প্রদান করি। এবং তখন দুজনের মধ্যে কোনোরুপ বাঁধা থাকে না। (যাদের প্রেম করার এক্সপেরিয়েন্স আছে তারা বিষয়টি ভালো ভাবেই বুঝবেন।
একসময় কথাবার্তা কতটা অশালীন মূহুর্তে পৌছায়)। যার দ্বারা মুখের ও অন্তরের যিনা হয়।
যা স্পষ্ট হারাম।
আল্লাহ বলেন, "তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না"–[আল ইসার ১৭:৩২]
এ বিষয়ে আরো দ্রষ্টব্য→ [সহিহ্ বুখারী: ৬৩৪৩ ও সহিহ্ মুসলিম:২৬৫৭]
অশ্লীলতা তো দূরের কথা, এক্ষেত্রে বিনা প্রয়োজনে শালীন ভাবে কথাবার্তা বলারও বৈধতা নেই মুহাররাম নারী-পুরুষের মধ্যে। না প্রেম হিসেবে, না বন্ধুত্ব আর না দোস্ত-দোস্ত বলে ডাকা। কোনোটার ই বৈধতা নেই। কারন,

রাসূল (সঃ) বলেছেন, চোখের যিনা হচ্ছে দেখা,
কানের যিনা হচ্ছে শোনা, হাতের যিনা হচ্ছে ধরা,
জিব্বার যিনা হচ্ছে কথা বলা, পায়ের যিনা হচ্ছে তার দিকে হেটে যাওয়া, আর অন্তরের যিনা হচ্ছে তাকে নিয়ে কল্পনা করা এবং লজ্জাইস্থান তা মিথ্যায় বা সত্যে পরিনত করা।
/ মিসকাত ৮৬ /

রাসূল (সঃ) আরো বলেছেন, যে সকল নারী পুরুষ যিনা নামের অশ্লিল কাজ করবে, তারা একসাথে উলংগ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে। ( মিসকাত ৪৬২১)
তাহলে আপনি কিভাবে অপর একটি মেয়েকে বা ছেলেকে "Love You Jan" বলার সাহস রাখেন..? আপনি তো মুসলমান তাইনা? একটা সাধারন মেয়ে বা ছেলে কিভাবে আপনার জান্ (জীবন) হতে পারে..?
আর যদি তাই হয়, তাহলে আপনি ১০০% শিরকের মধ্যে নিমজ্জিত আছেন।

মহান আল্লাহ তায়ালা বলেন,
মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, যারা আল্লাহকে ভালোবাসার মত মানুষকে ভালোবাসে, (অর্থাৎ শির্ক করে) আর মুমিনরা আল্লাহকেই বেশি ভালোবাসে। / সূরা বাকারা ১

26/08/2021

তিনটি আমল অত্যন্ত কঠিন;

১. প্রচন্ড রাগের সময় কাউকে ক্ষমা করা।
২. নিদারুণ অভাব থাকা সত্ত্বেও মানুষকে দান করা।
৩. একান্ত নির্জনতায় নিজেকে পাপ থেকে বিরত রাখা।

- হযরত আলী ইবনে আবু তালিব (রা.)

26/08/2021

পিতা - মাতার হক ১৪ টি, ৭ টি জীবিত অবস্থায়, ৭ টি মৃত্যুর পর।

জীবিত অবস্থায় ৭ টি হক:

১) আজমত অর্থাৎ পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

২) মনে-প্রাণে ভালোবাসা।

৩) সর্বদা তাদেরকে মেনে চলা।

৪) তাদের খেদমত করা।

৫) তাদের প্রয়োজন পূর্ণ করা।

৬) তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা।

৭) নিয়মিত তাদের সাথে সাক্ষাত ও দেখাশোনা করা।

মৃত্যুর পর ৭ টি হক।

১) তাদের মাগফেরাত এর জন্য দোয়া করা।

২) সওয়ার পৌঁছানো।

৩) তাদের সাথী সঙ্গী ও আত্মীয় স্বজনদের সম্মান করা।

৪) সাথী-সঙ্গী ও আত্মীয় স্বজনদের সাহায্য করা।

৫) ঋণ পরিশোধ ও আমানত আদায় করা।

৬) শরীয়ত সম্মত ওসিয়ত পূর্ণ করা।

৭) সাধ্যমত তাদের কবর জিয়ারত করা।

25/08/2021

Meeting URL: https://meet.google.com/njx-qkxa-fuh
Phone: +1 413-398-0469 PIN: 871 083 239 #
আজ রাত ৯.১০ একটি ডেমো ক্লাস হবে। আপনি এই ক্লাসটি করলে বুঝতে পারবেন কুরআন কত সহজে পড়া যায়।ক্লাসটি হবে এই লিংকে গুগল মিট এ। তারিখ ২৫-৮-২০২১।

Meet Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.

20/08/2021

ভর্তি চলছে! ভর্তি চলছে!
♦️♦️
️ডেমো ক্লাস করার পর আপনি ভর্তি হতে পারবেন।
♦️♦️
ইনশাআল্লাহ, ডেমো ক্লাস করলে আপনি বুঝবেন কত সহজে কুরআন শিখা যায়।

♦️♦ আল্লাহ তায়ালা কুরআনকে সহজ করে নাযিল করেছেন কিন্তু আমার আপনার কাছে কঠিন মনে হয় কেনো জানেন?
আমি এবং আপনি কঠিন নিয়ম অনুযায়ী পড়েছি তাই আমার আপনার কাছে কঠিন।
♦️ আমার আপনাকে কুরআন শিখাবো অতি সহজ এবং আধুনিক পদ্ধতিতে যেই নিয়ম প্রচলিত নিয়ম থেকে একটু ভিন্ন।
♦️ক্লাস নিবে কার?

♦️ক্লাস নিবেন আন্তর্জাতিক মানের হাফেজ এবং ক্বারিগণ।
♦️এই কোর্সে কারাকারা ভর্তি পারবে?

♦️সবাই ভর্তি হতে পারবে।
♦️ক্লাস কি সবার একসাথে হবে?

♦️না আলাদা ক্লাস হবে।
♦️যেমন,ছোট বাচ্চাদের আলাদা ব্যাচ,প্রাপ্ত বয়স্ক পুরুষের আলাদা ব্যাচ এবং নারীদের আলাদা ব্যাচ।

🔶🔶বেসিক কুরআন লার্নিং কোর্স (কায়দা ও আমপারা )

💠 বেসিক কায়দা ক্লাস-
🔘 নাদিয়াতুল কুরআন কায়দা শুরু থেকে শেষ পযন্ত পড়ানো হবে।
💠 বেসিক আমপারা ক্লাস-
🔘 নাদিয়াতুল কুরআন আমপারা শুরু থেকে শেষ পযন্ত পড়ানো হবে।
🔘 তাজভীদ শিক্ষা; ক্বারী বেলায়েত সাহেবের “নূরানী পদ্বতীতে কুরআন শিক্ষা” বইয়ের আলোকে তাজভীদ পড়ানো হবে।

💠 বেসিক কুরআন লার্নিং কোর্সে যা যা থাকবে-
১। নাদিয়াতুল কোরআন কায়দা।
২। নাদিয়াতুল কোরআন আমপারা।
৩। সতেরো প্রকার মাখরাজ।
৪। দশ প্রকার মদ্দ।
৫। তাশদীদ ও পোর-বারিকের বিবরণ।
৬। ঈমান ও আকায়েদ।
৭। মৌলিক মাসায়েল।
৮। নামাজ শিক্ষা।
৯। মাসনূন দোয়া সমূহ।
১০। কোরআনের শেষ দশ সূরা মুখস্থ করন।
🔘 নামাজ শিক্ষা-১; তাকবিরে তাহরীমা থেকে সালাম ফিরানো পর্যন্ত সূরা সমূহ এবং দুআ-দূরূদ গুলো মুখস্ত করানো।
🔘 নামাজ শিক্ষা-২; নামাজের আগে এবং পরে যত মাসআলা মাসায়েল আছে তা মুখস্ত করানো।
🔘 ইসলামের পাচঁটি স্তম্ভ। যথাঃ কালেমা, নামাজ, রোজা, হজ¦ এবং যাকাতের ব্যাপারে বেসিক আলোচনা এবং প্রয়োজনীয় বিষয়গুলো মুখস্ত করানো।
🔘 দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েল গুলো শিক্ষা প্রদান করা।

💠 কোর্সের টাইম ডিউরেশন-
🔘 আনুমানিক সময়সীমা তিন মাস (শিক্ষার্থীদের মেধার কারনে সময় কম ও বেশি হতে পারে)

💠 ক্লাসের নিয়ম-
⏰ সপ্তাহে তিনদিন ক্লাস থাকবে। (কেউ চাইলে শুধু উইকেন্ডেও নিতে পারেন, সে ক্ষেত্রে কোর্সে সময় বেশি লাগবে)
⏰ প্রত্যেকটি ক্লাস ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা হবে।
⏰ ক্লাসের দিনগুলো একাডেমি কতৃপক্ষ উস্তাদ এবং ছাত্রের সুবিধা অনুযায়ী নির্ধারন করে দিবেন।
⏰ ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্লাসে ছাত্র উস্তাদকে পড়া বুঝিয়ে দিবেন।

💠 কেন আমাদের নিকট কুরআন পড়া শিখবেন?
◾ আমরা পদ্ধতিতে ZOOM/Google meeting এর মাধ্যমে
ক্লাস নিয়ে থাকি আলহামদুলিল্লাহ।
◾ আমাদের টিচাররা প্রাইভেট টিউটরের মতোই যত্নের সহিত পড়িয়ে থাকে।

🔹🔹🔹🔹🔹🔹🔸🔸🔸🔸🔸🔸🔸

🔷🔷এ্যাডভান্স কুরআন লার্নিং কোর্স (নাযেরা বা দেখে পুরো কুরআন পড়া)
এই কোর্সটি তারাই করতে পারবেন যারা কায়দা তাজভীদ সহকারে বেশ ভালো করে পড়েছেন এবং আমপারা পড়া শুরু করেছেন।
এ্যাডভান্স কুরআন লার্নিং বা নাযেরা কোর্সটি যেভাবে সাজানো হয়েছে-
১। সমস্ত কুরআন রিডিং পড়া।
২। আমলের আয়াত মুখস্থ করা।
৩। সতেরো প্রকার মাখরাজ।
৪। দশ প্রকার মদ্দ।
৫। উচ্চারণ নীতিমালা।
৬। ঈমান ও আকায়েদ।
৭। জরুরী মাসায়েল।
৮। দৈনিক মাশক করা।
৯। মাসনূন দোয়া সমূহ।
১০। শেষ দশ সূরা মুখস্থ করন।
🔘 আমপারা থেকে শূরু হবে (৩০ নং পারা)।
🔘 তাজভীদ শিক্ষা; ক্বারী বেলায়েত সাহেবের তাজভীদের বই ”নূরানী পদ্বতিতে কুরআন শিক্ষা” এই বইয়ের আলোকে তাজভীদ পড়ানো হবে।
🔘 প্রতিদিন ক্লাসে হোমওয়ার্ক দিয়ে দেয়া হবে এবং পরবর্তী ক্লাসে পড়া আদায় করা হবে ইনশাআল্লাহ।
কুরআন ক্লাসের পাশাপাশি আরো যা যা থাকছে-
🔘 নামাজের তাকবীর থেকে সালাম ফিরানো পর্যন্ত সবগুলো দুয়া-দূরূদ মুখস্থ করানো।
🔘 আয়াতুল কুরসি সহ কুরআনের শেষ দশটি সুরা মূখস্থ করানো৷
🔘 দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসয়ালা মাসায়েল গুলো শিক্ষা প্রদান করা।
💠 কোর্সের টাইম ডিউরেশন-
🔘 আনুমানিক সময়সীমা ছয় মাস (শিক্ষার্থীদের মেধার কারনে সময় কম ও বেশি হতে পারে)
ক্লাসের রুটিন –
⏰ সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকবে ইনশাআল্লাহ।
⏰ প্রতিটি ক্লাস ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা করে হবে ইনশাআল্লাহ।
⏰ এছাড়াও ম্যাসেঞ্জারের মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা।

✳️ আমাদের কোর্স ইন্সট্রাক্টরগণঃ
🔸 হাফেজ মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম
🔸 হাফেজ মাওলানা কাওসার আহমাদ
🔸 মাওলানা মুফতি আব্দুল কবির
🔸 হাফেজ মাওলানা ওমর ফারুক।
♦️আমাদের এখানে ক্লাস নিবেন আরো অনেক আন্তর্জাতিক মানের হাফেজগণ।
♦️ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ক্লাস রেকর্ড দিয়ে দেওয়া হবে।

◾ আমরা Google meeting /ZOOM এর মাধ্যমে ক্লাস নিয়ে থাকি আলহামদুলিল্লাহ।
◾ আমাদের একাডেমিতে ছেলে-মেয়ে যে কোন বয়সের ছাত্ররা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ।
তাই আর দেরি না করে আপনি বা আপনার সন্তানদের কুরআন শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন।
☎️ যোগাযোগ-01764795148 (হোয়াটসঅ্যাপ)

Want your school to be the top-listed School/college in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Gazipur, Dhaka
Gazipur
1200

Other Educational Research in Gazipur (show all)
Niloy it institute batch 27 Niloy it institute batch 27
Mollah Bari Road
Gazipur, 1712

Best learning education institute in Bangladesh

Tongi Graduation Clab Tongi Graduation Clab
Tongi
Gazipur, 1710

Dr M A Wazed Mia Central Lab Dr M A Wazed Mia Central Lab
Gazipur, 1706

The central laboratory was established in 2013 with a view to create world class facilities in resea

Serote Mumin Serote Mumin
Gazipur

Welcome to the " Serote Mumin " ( صراط مؤمن ) Page. This is an Islamic Page. Here are al-Qur

Darul Quran Islamic Academy Darul Quran Islamic Academy
Gazipur

আল্লাহর প্রিয় বান্দা হতে চাওয়া।

It Institute By kadams It Institute By kadams
Gazipur, Dhaka
Gazipur, 1702

IT Institute By kadams or Kadams It Institute is very well. It is unique Institute . It has been going very well from the beginning. It is an organization blessed with a reputation...

Color Science Academy Color Science Academy
Holding# 37; Block#D, Ward#15, Vogra, Gazipur City Corporation
Gazipur, 1701

UK থেকে সার্টিফাইড Chartered Colorist দ্বারা পরিচালিত কালার সাইন্স একাডেমীতে আপনাদের স্বাগতম !

Institute of learning Quran and Arabic language 2 Institute of learning Quran and Arabic language 2
Gazipur, Sreepur, Rajabari
Gazipur, 1740

নূরানী পদ্ধতিতে সহি শুদ্ধ ভাবে অনলাই?

Sajim Academy Sajim Academy
Vill + PO : Sonmania, Post Code :, PS: Kakasia Dist. : Gazipur
Gazipur, 1730

You are most welcome in this page. Sajim academy is an educational page. Mainly this page uploads videos for students from class 6-10 . Here you can learn mathematics, ssc physics...

Jante hobe Jante hobe
Dhaka
Gazipur, 1710

Notun kisu jante hole notun kisu paite hole amdr page ti follow korun.

Talimul Ummah Mohila Madrasha Talimul Ummah Mohila Madrasha
North Kathora, Salna
Gazipur, 1703

ঠিকানা :- কাথোরা উত্তরপাড়া,(মিরের গাও রোড, দিলবরের দোকান সংলগ্ন) ২০ নং ওয়ার্ড,সালনা,গাজীপুর।

Knowledge Academy Knowledge Academy
Joydebpur
Gazipur, 1111