Edlcommerce

Edlcommerce

ecommerce assistant

18/01/2023

গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী ব্যাক্তিদের জন্য সুখবর 🎉🎉
আগামী ২৫ জানুয়ারি থেকে EDL Academy তে গ্রাফিক্স ডিজাইন এর বেসিক টু এডভান্সড কোর্সে ভর্তি চলছে 💻
এবং🎉 ১ম ব্যাচের স্টুডেন্ট দের জন্য রয়েছে আকর্ষণীয় অফার 🎉
আমাদের রয়েছে অত্যন্ত দক্ষ প্রশিক্ষকবৃন্দ, যারা অত্যন্ত দক্ষতার সাথে আপনাদের ক্লাস পরিচালনা করবেন এবং কাজ শেখার সাথে সাথে বিভিন্ন সাপোর্ট দিবেন।কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে এবং ইন্টার্নশিপ এর সুযোগ রয়েছে।
এছাড়াও আমাদের রয়েছে স্মার্ট কম্পিউটার ল্যাব যা আপনাদের কাজ শেখা তরান্বিত করবে।
তাই দেরি না করে যোগাযোগ করুন edl Academy তে এবং গ্রাফিক্স ডিজাইন শিখে স্মার্ট ফ্রীল্যান্সিং ক্যারিয়ার গড়ুন।✌️
আমাদের ঠিকানা: গ্রাউন্ড ফ্লোর, সিদ্দিক শপিং কমপ্লেক্স, মৌচাক, কালিয়াকৈর, গাজিপুর।

15/01/2023

🔰 #ক্যারিয়ার_হিসেবে_ফ্রিল্যান্সিং
বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং বাংলাদেশের জন্য একটি বড় আশীর্বাদ। যেখানে আমরা সবচাইতে বড় একটা প্রতিবন্ধকতার মধ্যে আছি, যেখানে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই জায়গা থেকে ফ্রিল্যান্সিং একটা নতুন বিষয় যেটা হয়তোবা আমাদের জন্য একটা বড় সুযোগ হয়ে আসছে। ফ্রিল্যান্সিং শব্দের শাব্দিক অর্থে যদি আমরা বিবেচনা করি তাহলে সেটা হচ্ছে মুক্তপেশা। একজন ফ্রিল্যান্সারকে বলা হচ্ছে মুক্ত পেশাজীবী এবং সে তার পছন্দ মতো সময়ে কাজ করছে অথবা পছন্দের মতো করে কাজ সম্পাদন করার সুযোগ পাচ্ছে। আবার এক্ষেত্রে একটা সন্দেহ সবার মধ্যে থাকে যে ফ্রিল্যান্সিং পেশা মানেই আইটি পেশা কিনা। যে কোনো ব্যক্তি যখন মুক্ত পেশা হিসেবে তার জীবিকা নির্বাহ করছে তখন সেটাকে ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে।

একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্যারিয়ার হিসেবে আমি চাকরি করি অথবা আমি নিজে উদ্যোক্তা হই এর জন্য আমাকে দুইটা জিনিস পারতে হবে। প্রথমটা হলো- আমি যেটা করতে চাই সেটা আমি পারি কি না। যদি সেটা পারি তারপর সিদ্ধান্ত নেওয়া আমি কি চাকরি করব নাকি আমি ফ্রিল্যান্সিং করব। এটা নির্ভর করবে নিজের ওপরে।

ফ্রিল্যান্সিং হলো একটা কাজের মাধ্যম মাত্র। এইজন্য প্রথমে নিজেকে দক্ষ করতে হবে। তাই নতুন যদি কেউ ফ্রিল্যান্সিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে প্রথমে তাকে একটি দক্ষতা ঠিক করতে হবে এবং দ্বিতীয়ত ওই দক্ষতার ওপরে প্রশিক্ষিত থাকতে হবে। তারপরে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে কাজ করতে হবে।

প্রথমে আপনি যেটা করতে চান সেই কাজটা আপনাকে ভালোভাবে শিখতে হবে। তারপর পড়াশোনার পাশাপাশি তিনি ওই কাজটা করবেন। প্রথমে পড়াশোনাটা ঠিক রাখতে হবে। এরপর নিজের কাজ শেখাটা চালিয়ে যেতে হবে। কারণ, এসময়টাতে সবচেয়ে বেশি শেখা যায়। তাই শেখাটা খুব ভালো হবে, পরে আর তেমন কোনো চিন্তা করা লাগবে না ।😊

10/01/2023

আপনি কি একজন কর্ম প্রত্যাশি? কিংবা একজন স্টুডেন্ট বা চাকুরীজীবি? আপনি কি ফ্রীল্যান্সিং শিখতে আগ্রহী?
আপনি কি ফ্রীল্যান্সিং শিখে ক্যারিয়ার গড়তে চান? তাহলে আজই যোগাযোগ করুন EDL Academy তে!
আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি:
*গ্রাফিক্স ডিজাইন (বেসিক টু এডভান্সড)
* ওয়ার্ডপ্রেস শপিফাই
*ডিজিটাল মার্কেটিং (বেসিক টু এডভান্সড কোর্স)।
★আমাদের ক্লাস শুরু ২৫ জানুয়ারি থেকে★
১ম ব্যাচের জন্য রয়েছে আকর্ষণীয় অফার ★আপনারা পাচ্ছেন প্রতি কোর্সে ৩০% ছাড়★
কেন আমাদের কোর্স গুলো করবেন?
আমাদের রয়েছে অভিজ্ঞ ট্রেইনার যারা খুব ভালো ভাবে আপনার কোর্স টি পরিচালনা করাবেন এবং কাজের ক্ষেত্রে যেকোনো সাপোর্ট পাবেন। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে এবং কাজ শেখার পরে আমাদের এখানে পেইড ইন্টার্নশীপ দেওয়ার হয় উপযুক্ত শিক্ষার্থীকে এবং যারা কাজ শিখতে শিখতে দক্ষ হয়ে উঠে তাদেরকে আমাদের এজেন্সিতে ফুল টাইম জব অফার করা হয়।
তাই নিজের মুল্যবান সময় গুলো নষ্ট না করে শিখুন আমাদের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং ,আফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন কিন্ডলে পাবলিশিং , ড্রপশিপিং, অ্যামাজন এফবি, এফবিএম,ওয়ার্ডপ্রেস শপিফাই সহ আরো বিভিন্ন প্রফেশনাল ফ্রিল্যান্সিং ট্রেনিং। তাই অলস সময় না কাটিয়ে আমাদের কোর্স গুলো করুন নিজের স্মার্ট ক্যারিয়ার গড়ুন।
আমাদের ঠিকানা: গ্রাউন্ড ফ্লোর,সিদ্দিক শপিং কমপ্লেক্স, গাজিপুর মৌচাক।

10/01/2023

Here (62) Best Remote Jobs Websites in 2023
The Top Remote Job Sites (to Find a Great Remote Job) Today

1. FlexJobs
2. SolidGigs
3. JustRemote
4. We Work Remotely
5. Dynamite Jobs
6. Remotive
7. Angel List
8. Hubstaff
9. Skip the Drive
10. Working Nomads
11. Remote.Co
12. Jobspresso
13. Remote.ok
14. Virtual Vocations, Inc.
15. The Muse
16. Toptal
17. Outsourcely
18. 100 Telecommute Jobs
19. Workew
20. Remote4Me
21. Himalayas
22. Remote Jobs Club
23. Rise
24. Lensa

B- Writing and Editing Remote Jobs (Websites)
25. Contena
26. Textbroker
27. Freelance Writing
28. ProBlogger
29. Adzuna

C- Engineering and Developer Remote Jobs (Websites)
30. Lemon.io 🇺🇦
31. Authentic Jobs
32. PowerToFly
33. Toggl Hire
34. Remote Tech Jobs
35. RubyNow
36. Landing.Jobs
37. GitHub
38. Gun.io

D- Design and Creative Remote Jobs (Websites)
39. Dribbble
40. 99designs
41. Nodesk

E- Marketing Remote Jobs (Websites)
42. Mediabistro
43. Indeed.com
44. Glassdoor
45. GrowthHub

F- Up & Coming Niche Remote Jobs (Websites)
46. Idealist.org
47. TranslatorsCafe
48. LGBTQ Remotely
49. TravelMassive
50. Remotely.works
51. Axiom
52. Business Talent Group
53. Après Careers
54. Amazon Mechanical Turk
55. SalesGoat

G- Freelance-First (Contract Work) Remote Jobs (Websites)
56. Upwork
57. Freelancer.com
58. Guru.com
59. ServiceScape
60. Fiverr
61. Craigslist

Credit: Islam Abdelnaser Abdallah (Linkedin )

06/01/2023

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো স্টোর বা #ওয়েবসাইট প্রতিষ্ঠা করতে গেলে ওয়েব ডেভেলপার এর প্রয়োজনীয়তা দেখা যায় ।

বেশ ভালো মত #টেকনিক্যাল বিশেষজ্ঞ ওর দরকার পড়ে , কারণ একটি অনলাইন কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য মস্তিষ্ক প্রসূত আইডিয়া বা নানারকম ঝামেলা যেগুলো নিরাময় এর জন্য অনেক কারিগর নিযুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে কিন্তু শপিফাই এসব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয় । ফলস্বরূপ ওয়েবসাইট টির মালিক টির পরিশ্রম ও অর্থ দুটোই বেঁচে যায় ।

শপিফাই একটি ই- কমার্স বানিজ্যিক মাধ্যম , যার দ্বারা কোনো স্বাধীন ব্যাবসায়ীরা খুব সহজেই নিজের কোম্পানি বা স্টোর গুলি প্রতিষ্ঠা করতে পারে ।

#শপিফাই সফটওয়্যারটি প্রধানত অনলাইন কোম্পানি বা প্রোডাক্ট গুলির বিপনন এ সাহায্য করে ।

এর মাধ্যমে যে কোনো ধরনের পণ্য , যেমন লোকাল , কোনো পুরানো দুর্মূল্য জিনিসপত্র বেশ গ্রহণযোগ্য দামে বিক্রয় সম্ভব ।

26/12/2022

সুখবর সুখবর সুখবর
আপনি কি কম্পিউটার বেসিক কোর্স করতে আগ্রহী কিংবা আপনার কম্পিউটার বেসিক কোর্স করা আছে আপনি ফ্রিলান্সিং শিখে ক্যারিয়ার গড়তে চান তাহলে দেড়ি কেন আজই যোগাযোগ করুন EDL Academy তে
EDL Academy আপনাদের জন্য নিয়ে এসেছে সুবর্ন সুযোগ আপনারা EDL Academy এর কোর্স গুলো পাচ্ছেন ৫০% ছাড়ে
উল্লিখিত কোর্স সমূহ হলো
১)বেসিক কম্পিউটার লানিং এন্ড স্মার্ট ইন্টারনেট ব্রাউজিং
২) গ্রাফিক্স ডিজাইন বেসিক একটু অ্যাডভান্স লেভেল
৩) ডিজিটাল মার্কেটিং বেসিক একটু এডভান্স লেভেল
বিশেষ দ্রষ্টব্যঃ প্রথম ১০ জনের জন্য রয়েছে আকর্ষণীয় অফার প
যোগাযোগ এর ঠিকানা
অফিসঃ গ্রাউন্ড ফ্লোর সিদ্দিক শপিং কমপ্লেক্স, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর
ফোনঃ 01889724768

26/12/2022

গুগল এডসেন্স কি?

অ্যাডসেন্স (ইংরেজি: AdSense) গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এটি মূলত একটি লাভ-অংশিদারী প্রকল্প যার দ্বারা ব্যবহারকারী তার ওয়েবসাইটে ব্যবহৃত বিজ্ঞাপনের বিষয়বস্তু থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হন। একটি ওয়েবসাইটের মালিক কিছু শর্তসাপেক্ষে তার সাইটে গুগল নির্ধারিত বিজ্ঞাপণ প্রদর্শনের মাধ্যমে অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারেন। আজকের অনলাইন বিশ্বে এই বিষয়টি ব্যাপক সাড়া জাগিয়েছে।

আপনি কিভাবে গুগল এডসেন্স ওয়েবসাইট দিয়ে ইনকাম করবেন ?

বিজ্ঞাপণদাতাদের নিকট থেকে প্রাপ্ত অর্থের ৬৮ শতাংশ (কনটেন্ট এর ক্ষেত্রে) এবং ৫১ শতাংশ (সার্চ এর ক্ষেত্রে) ওয়েবমাস্টারদের মাধ্যমে বিতরণ করে গুগল। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে কেউ অর্থ আয় করতে পারে। প্রচুর বাংলাদেশী ব্লগার এবং ওয়েবসাইটের মালিক গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপণ প্রদর্শণের মাধ্যমে বর্তমানে অর্থ আয় করছেন।

গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আয় করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটে নুন্নতম কিছু ভিজিটর প্রয়োজন হবে। তাছাড়া আপনার ওয়েবসাইট এর মান হতে হবে অ্যাডসেন্স এর নিয়ম মেনে। অতঃপর আপনাকে গুগল অ্যাডসেন্স এ সাইন আপ করতে হবে। এরপর গুগল আপনার ওয়েবসাইট পর্যবেক্ষন করার পরে আপনার দেয়া সব ইনফর্মেশন ও রিক্রুইটমেন্ট ঠিক থাকলে ওয়েবসাইট এ বিজ্ঞাপন প্রকাশ করার অনুমতি দিবে এবং আপনাকে একটি কোড দেয়া হবে যা আপনার ওয়েবসাইট এ ব্যবহার করতে হবে বিজ্ঞাপন দেখানোর জন্য।

আর মাস শেষে আপনার আয় যদি ১০০ ডলার বা তার বেশি অতিক্রম করে তবে আপনাকে অর্থ পাঠানো হবে। আর অ্যাডসেন্স শুধু ওয়েবসাইট নয়, ইউটিউব, মোবাইল অ্যাপ ইত্যাদিতেও ব্যবহার করা যায় এবং সেখান থেকেও আয় করা যায়।

26/12/2022

ফ্রিল্যান্সিং কাদের জন্য? আমি করতে পারবোতো? এইরকম প্রশ্ন অনেকেই করেন আমি বলবো ফ্রিল্যান্সিং সকলের জন্য। যেকোনো বয়সের মানুষই চাইলে ফ্রিল্যান্সিং করতে পারে এটির জন্য প্রাতিষ্ঠানিক ঙ্গান এর প্রয়োজন নেই। আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করতে হবে এটি জরুরী। আপনি চাইলেই টাকা ইনকাম করতে পারবেন না এটির জন্য প্রথমে আপনাকে আপনার স্কিলকে ডেভেলপমেন্ট এর জন্য একটি নির্দিষ্ট সময় দিতে হবে। আপনার স্কিল ডেভেলপমেন্ট হলে স্কিলকে কাজে লাগিয়ে আপনি সফলভাবে ফ্রিল্যান্সার হিসেবে ইনকাম করতে পারেন। তাই আমাদের প্রথমে টাকা ইনকাম এর চিন্তা ছেড়ে নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে।

24/12/2022

SEO পার্ট ২✅
এসইও (SEO) কি এবং কিভাবে নতুন ওয়েবসাইটের জন্যে এসইও করতে হয় ?

✅এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শব্দটার সাথে ডিজিটাল মার্কেটিং এ যুক্ত সবাই মোটামোটিভাবে পরিচিত। মজ এর মতে “এসইও অর্থ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, যা ওয়েব সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মাধ্যমে আপনার ওয়েবসাইটে ট্র্যাফিকের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি করবে” । তো আজকে আমরা আলোচনা করবো, এসইও কি এবং কিভাবে নতুন ওয়েবসাইটের জন্যে এসইও করতে হয়।

এসইও কি? ( What is SEO?)

এসইও হল যে পদ্ধতিতে আপনার ওয়েবসাইটের পেজকে একটা নির্দিষ্ট কি-ওয়ার্ড এর ভিত্তিতে সার্চের মাধ্যমে গুগল, ইয়াহু, বিং সহ অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে প্রথম পর্যায়ে অবস্থান করানো হয়। কিন্তু বর্তমানে বেশিরভাগ অনলাইন মার্কেটগুলো গুগোল সার্চ রেজাল্টের অসাধারণ কিছু অ্যালগোরিদম এর জন্য গুগল সার্চ ইঞ্জিন কে টার্গেট করে এসইও করে থাকে। কারণ বর্তমানে গুগলেই সব থেকে বেশি সার্চ করা হয়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হল, সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশন এর মাধ্যমে আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় আনার জন্য একটা প্রযুক্তিগত কৌশল।
( ইমেজসহ উদাহর)

সার্চ ইঞ্জিন কি?

সহজ ভাষায় বলতে গেলে সার্চ ইঞ্জিন হলো ইন্টারনেট কিবোর্ডের মাধ্যমে নির্দিষ্ট ভাবে কোনো কিছু খোঁজার যেখানে কোনো কিছু লিখে সার্চ দিলেই আমরা নির্দিষ্ট কোন উত্তর বা তথ্য পেয়ে যাই। যেমন গুগলে যেকোনো প্রয়জনে আমরা কিছু সার্চ করি। এখন প্রশ্ন থাকতেই পারে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?

আপনার যেকোনো ওয়েবসাইটের প্রত্যেকটি পেজ ভিজিট করার মাধ্যমে সকল প্রকার ডাটাবেজ গুগল সার্চ ইঞ্জিন রোবট তাদের ডাটাবেজে সেভ করে রাখে এবং পরবর্তীকালে যখন সার্চ ইঞ্জিনে সার্চ করা হয় তখন ইনডেক্সড ডাটা থেকে রেজাল্ট গুলো আমাদের সামনে চলে আসে। আপনার ওয়েবসাইট যতটা এসিও ফ্রেন্ডলি করবেন সার্চ রেজাল্টে ততটাই সবথেকে উপরে আসার সম্ভাবনা বেশি থাকে। যখন কোন মানুষ সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট কি-ওয়ার্ডের মাধ্যমে সার্চ করে থাকে তখন যে রেজাল্ট আসে সেখান থেকে সবথেকে প্রথমে ও উপরে আসার কারণ হলো তার ওয়েবসাইটের কনটেন্ট এর মান অনেক সুন্দর সাজানো গোছানো এবং সর্বপরি এসিও ফ্রেন্ডলি করা। এবং সব থেকে ভাল মানের কনটেন্ট গুলোকেই সবথেকে উপরে দেখায় এভাবে আস্তে আস্তে নিচের দিকে বা পরবর্তী পেজে দেখাতে থাকে।

আর আপনার নিজের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় আনতে হলে এই এই সম্পর্কে ভালভাবে জানতে হবে। প্রথমেই জানতে হবে এসইও কত প্রকার ও কি কি? আমরা সাধারণত জানি SEO দুই প্রকার।

অন পেজ এসইও
অফ পেজ এসইও
তবে সঠিক ভাবে এসইও যে দুই প্রকার আছে তা হলঃ

অর্গানিক এসইও
পেইড এসইও
এবং এই অর্গানিক এসইও এর মধ্যেই আছে-

অন পেজ এসইও
অফ পেজ এসইও
অর্গানিক এসইও এবং পেইড এসইও কি?

অর্গানিক এসইও বলতে বুঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সকল রকম নিয়ম আপনি যদি সুন্দর ভাবে অনুসরণ করেন তাহলে আপনার ওয়েবসাইটের পেজটা সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় দেখা যাবে। এবং পেইড এসইও ও বলতে বোঝায় আপনি গুগল কোম্পানি কে পেইড করবেন এবং আপনার পেজকে স্বাভাবিক সার্চ রেজাল্টের প্রথমে দেখাবে। আমরা অনেক সময় সার্চ করার পরে কিছু কিছু ওয়েবসাইটকে প্রথমে পাই যেগুলোর পাশে এড (Ad) লেখা থাকে এগুলো মূলত পেইড এসইও।

অন পেজ এসইও এবং অফ পেজ এসইও কি ?

অন পেজ এসইও তে আপনার ওয়েবসাইটকে সম্পূর্ণভাবে তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন হয় সবটুকুই এই অনপেজ এসইও এর মাধ্যমে করানো হয়। এবং অফ পেজ এসইও হল মূলত একটা মার্কেটিং অর্থাৎ আপনার ওয়েবসাইটকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাই মূলত অফ পেজ এসইও।

এসইও করার ভিতরে দুইটা সেক্টর আছেঃ

হোয়াইট হ্যাট এসইও
ব্ল্যাক হ্যাট এসইও
হোয়াইট হ্যাট এসইও বলতে বোঝায় আপনার ওয়েবসাইটের জন্য গুগল নির্দেশিত গাইডলাইন কাজে লাগিয়ে আপনার ওয়েবসাইটটিকে র‍্যাংকের জন্য যেই নিয়ম অনুসরণ করবেন । অর্থাৎ এসইওর সকল সঠিক নিয়ম অনুসরণ করাই মূলত হোয়াইট হ্যাট এসইও। এবং ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে আপনি এসইওর সকল নিয়ম ভঙ্গ করে যেভাবে র‍্যাংক বৃদ্ধি করবেন ওটাই মূলত ব্ল্যাক হ্যাট এসইও। তবে বর্তমানে গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জন্য ব্ল্যাক হ্যাট এসইও ঠিকভাবে কার্যকর হয়না। এজন্য সবাই হোয়াইট হ্যাট এসইও অনুসরণ করে।

[বিঃদ্রঃ বাকি বিষয় কালকে✅]
Post Credit : shorturl.at/hnUW0

22/12/2022

এলিমেন্টর কেন শিখবেন ?
এলিমেন্টর হল বর্তমানে সবচে জনপ্রিয় ওয়ার্ডপ্রেস পেজবিল্ডার প্লাগিন। এই পেজ বিল্ডারের চমৎকার ড্রাগ এন্ড ড্রপেবল ড্যাসবোর্ড রয়েছে। এর মাধ্যমে আপনি খুব সহজেই কাস্টম লে-আউট এবং ডিজাইন তৈরি করতে পারবেন।এলিমেন্টর হলো বর্তমান বিশ্বের সবচে জনপ্রিয় এবং ইউজার ফ্রেন্ডলি ড্রাগ এন্ড ড্রপএবল ওয়ার্ডপ্রেস পেজবিল্ডার প্লাগিন। বর্তমানে এর আপডেট ভার্সনে শুধু পেজ ডিজাইনএর মধ্যেই সিমাবদ্ধ না। এটি দিয়ে বর্তমানে পুরো ওয়েবসাইট ডিজাইন করা যায়। একটি ওয়ার্ডপ্রেস থিমের যেকোন পার্ট এডিট এবং কাস্টমাইজ করা যায়।
শপিফাই কি?
শপিফাই মূলত একটি কানাডিয়ান ইকমার্স কোম্পানি যারা বিভিন্ন অনলাইন স্টোরগুলোর জন্য ওয়েব সফটওয়্যার ডেভেলপ করে। তাদের তৈরি শপিফাই সফটওয়্যারটি মূলত একটি অনলাইন ভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম যা দ্বারা অনলাইনে প্রায় যেকোনো ধরণের পণ্য খুব সহজেই বিক্রয় করা সম্ভব।
শপিফাই কেন শিখবেন ?
কোন ধরণের প্রোগ্রামিং ছাড়াই শুধু নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমেই আপনি গড়ে তুলতে পারবেন আপনার একান্ত নিজস্ব একটি ইকমার্স প্ল্যাটফর্ম। আর এর অসংখ্য ফ্রি বিলট ইন থিম ব্যাবহার করে আপনার সাইটকে করে তুলতে পারেন আকর্ষণীয়। শপিফাই এর এডমিন প্যানেল ম্যানেজ করাটাও তুলনামূলক সহজ। যাদের ওয়ার্ড প্রেস সাইট বা ব্লগ ম্যানেজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য একেবারে পানির মত সোজা। আর যাদের অভিজ্ঞতা নেই তারাও এমনকি সামান্য কিছু প্র্যাকটিসের মাধ্যমেই হয়ে উঠতে পারবেন দক্ষ।
এই কাজ শিখতে কোনো যোগ্যতা লাগবেনা। আপনি একদম নতুন হয়ে থাকলে আপনার জন্য হতে পারে এটি একটি লাইফ চেঞ্জিং কোর্স। তবে যেটা লাগবে সেটা হলো ইংরেজী পরতে পারা, বুঝতে পারা এবং লিখতে পারার যোগ্যতা ।

22/12/2022

ফ্রিল্যান্সিং (Freelancing)

মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন।

20/12/2022

কাস্টোমার সাপোর্ট আর সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য একজন ভাল ইংরেজী(লিখতে ও বলতে) ও কম্পিউটার জানা মেয়ে প্রয়োজন। সালারি ৬-১৫ হাজার।
অফিস লোকেশন ঃ মৌচাক, কালিয়াকৈর।

20/12/2022

🔰 SEO কি ?
▪️ SEO কে মার্কেটিং এর ধরন না বলে অনেকটা এর মাধ্যম বলা চলে। মূলত কোনো ওয়েবসাইট অথবা Content কে Search Engine এর সামনে আরো গ্রহণযোগ্য করে তোলার প্রক্রিয়াই হলো SEO। বিশেষ কিছু Key-Word লিখে Search দেয়ার যে পুরো প্রক্রিয়া সেটাই হলো SEO। SEO এর অর্থ হলো (Search Engine Optimisation).

🔰 SEO কেনো করা হয়?
▪️ আমরা স্বাভাবিক ভাবেই আমাদের ওয়েবসাইট কে Search Engine এ Rank করানোর জন্য SEO করে থাকি। SEO করার মাধ্যমে আমরা Search Engine রেজাল্ট পেজের প্রথমে থাকার চেষ্টা করি। কারন মানুষ যখন কেনে কিছু Search দেয় তখন রেজাল্ট পেজের প্রথমে যারা থাকে তাদের Link গুলোতে ক্লিক করে।
🔰 SEO কত প্রকার ও কি কি?
- ▪️Digital Marketing এর ভাষায় SEO বিভিন্ন ধরনের হতে পারে । যেমন-
 টেকনিকেল এসইও ( Technical SEO )
 অনপেজ এসইও ( On-Page SEO )
 কনটেন্ট এসইও ( Content SEO )
 অফ পেজ এসইও ( Of-Page SEO )
 লোকাল এসইও ( Local SEO)
 মোবাইল এসইও ( Mobile SEO)
 ই-কমার্স এসইও ( E-commerce SEO)

🔷 Search Engine এর Ranking তার এ্যালগরিদমে অনেক বদল এনেছে। যার ফলে এখন যেকোনো Key-Word এর জন্য Rank করা কঠিন হয়ে পড়েছে। আর সেই কথা মাথায় রেখেই SEO কে দুই ভাগে ভাগ করা যায়। যেমন –
 হোয়াইট হ্যাট এসইও ( White Hat SEO )
 ব্ল্যাক হ্যাট এসইও ( Black Hat SEO )

🔰 কনো SEO শিখবেন?
▪️অনলাইন ব্লগিং, মার্কটিং, ব্যাবসার প্রচার ও অনলাইনে কোনো বিষয়ে সফলতা অর্জনের জন্য SEO এর গুরুত্ব অপরিসীম। SEO না করে কোনোভাবেই Online Platform এ সাফল্য অর্জন করা যায় না। বিশেষ করে গুগল Search Engine এর ব্যাবহার এত বেশি যে SEO না করে কোনো ভাবেই সাফল্য অর্জন করা সম্ভব নয়।
🔳আপনি যদি আপনার ওয়েবসাইটকে Search Engine এর প্রথম সারিতে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই SEO (Search Engine Optimisation) শিখতে হবে।
বর্তমান বিশ্বে SEO এর ডিমান্ড দিন দিন বেরেই যাচ্ছে । এখন আপনি সিদ্ধান্ত নিন আপনি পিছিয়ে থাকবেন নাকি সবার সাথে এগিয়ে যাবেন

19/12/2022

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট রোডম্যাপ
==========
শুরুতেই বেসিক HTML CSS জানা থাকা প্রয়োজন। সাথে বেসিক PHP।

এখন ধরে নিচ্ছি আপনি ডেভেলপমেন্ট এ যেতে চাচ্ছেন। আমরা পার্ট বাই পার্ট বেবি স্টেপ ধরে আগাবো।

প্রথমে ওয়ার্ডপ্রেসের এডমিন ড্যাশবোর্ডের যাবতীয় বিষয় জানবো। কোথা থেকে থিম এড করতে হয়,প্লাগিন এড করতে হয়। মিডিয়া ফাইল কোথায় থাকে। সেটিংস গুলো। এগুলোর খুটিনাটি দেখবো।

ডেভেলপমেন্ট এর জন্য প্রথমেই ওয়ার্ডপ্রেসের কোর টেম্পলেট হায়ারেকি টা বুঝার চেষ্টা করবো। কোন টেম্পলেট কিভাবে কাজ করে,কেনো ব্যবহার হচ্ছে। কাস্টম টেম্পলেট কিভাবে করতে হয় সেটাও দেখে ফেলবো।

টেম্পলেট এর টেম্পলেট পার্ট, ট্যাক্সোনমি, কাস্টম পোস্ট কি এসব নিয়ে জানবো। উইজেট, সাইডবার কি, কিভাবে ক্রিয়েট করা যায় এসব জানা লাগবে।

কিভাবে মেনু ক্রিয়েট করতে হয়। কিভাবে ডিজাইন এর সাথে ম্যাচ করাতে হয় এর যাবতীয় বিষয় যেগুলো লাগে দেখে নিবো। ধীরে ধীরে যা যা প্রয়োজন সেভাবে আগাবো।

এখন কাস্টম পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় জানবো, এগুলোর যে কোয়েরি ফাংশন রয়েছে সেগুলো নিয়ে কাজ করবো। কিভাবে ব্লগ পোস্টের কোয়েরি নিয়ে কাজ করা যায় এবং কাস্টম পোস্ট কোয়েরি নিয়ে কাজ করা যায়।

এভাবে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আগাতে হবে।

এসব জানার পর ছোট একটা ব্লগ টেম্পলেট কে রেডি করবো। প্র‍্যাক্টিস করবো।

এভাবে ২/৩ টা করার পর এডভান্স দিকে যাবো।

মেটাবক্স ফ্রেমওয়ার্ক, থিম অপশন, কাস্টমাইজার এর ব্যবহার এসব জানা লাগবে।

ধীরে ধীরে বিভিন্ন জনপ্রিয় পেইজ বিল্ডার নিয়ে কাজ করা জানবো। কিভাবে ডিজাইন রেডি করা যায় এবং সেগুলো দিয়ে কাস্টম এডন উইজেট বানানো যায় এসব।

ফাইনালি ২/৩ টা প্রোজেক্ট রেডি করবো এসব মিলিয়ে।

এখন ডেমো ইম্পোর্ট করা জানা লাগবে।

যদি আমরা কোথাও সাবমিট করি তবে অবশ্যই ডেমো ইম্পওর্টের অপশন দিতে হবে।

ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের সাইটেই রেডি করে দেয়া যায়।

ডেমো ইম্পোর্টের জন্য যেসব প্লাগিন দিয়ে করা হয় সেগুলো জানা লাগবে। করে দেখতে হবে নিজে নিজে।

ফাইনালি আপনি অনেকেটাই তৈরি কাজ করার জন্য।

এখন এই বিষয়গুলো ধরে ধরে যতো বেশি প্র‍্যাক্টিস করবেন পোর্টফলিও রেডি করবেন সেটা আপনার স্কিল ডেভেলপমেন্ট এ সাহায্য করবে অনেক।

যা বলেছি তার মাঝেও ছোট ছোট কাজ থাকে সেটা ব্লগ টেম্পলেট রেডি করার সময় নিজেই বুঝে যাবেন কি করতে হবে।

তাছাড়া প্রিমিয়াম কাজ দেখবেন। কিভাবে তারা কাজ করছে, কোড করছে কিভাবে থিম অপশন করছে,উইজেট ডেভেলপ করছে। যত বেশি দেখবেন তত বেশি আইডিয়া গ্রো হবে।

মনে রাখবেন প্র‍্যাক্টিস এর বিকল্প নাই। সব কেউই আপনাকে এমন ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিতে পারবেনা। কিছু কাজ নিজে করে দেখলে পরে বুঝতে সমস্যা হবেনা। অনেক কিছুই তখন নিজেই করার সাহস পাবেন।

অন্যের অপেক্ষায় না থেকে নিজেই শুরু করে দিন।

17/12/2022

আসসালামু আলাইকুম, আশা করি পুরো লিখাটা মনোযোগ সহকারে পড়বেন।
ফেসবুকে বুস্ট করা এবং এড ক্যাম্পেইন করা কি এক জিনিস ?
সহজ ভাষায় চলুন বুঝে নেই -
ফেসবুক বুস্ট কী ?
ফেসবুক বুস্ট বলতে বোঝায় ফেসবুকে এড বা বিজ্ঞাপন দেওয়া। ফেসবুক পেইজে বিজ্ঞাপন দেওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে
এখন আপনি যদি আপনার পেইজটি বা পেইজের পোস্টগুলো অনেক মানুষের কাছে পৌছে দিতে চান তাহলে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই সহজে বুস্ট করিয়ে নিতে পারেন।
তাহলে ফেসবুক এড কি ?
সহজ কথায় ফেসবুক এড হলো টাকার বিনিময়ে ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করা। ধরুন আপনার একটি সেবা মূলক প্রতিষ্ঠান কিংবা অফলাইন/ই-কমার্স ব্যবসা রয়েছে যার জন্য আপনার নির্দিষ্ট কাস্টমার এর প্রয়োজন।
আর আপনি যখন হাজার হাজার মানুষ এর মাঝে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে বিজ্ঞাপণটি পৌছে দিতে চাইবেন তখন আপনার বুস্ট নয় Ad Campaign করতে হবে।
Ad Campaign এর মাধ্যমে আপনি ফেসবুককে বলে দিতে পারবেন বিজ্ঞাপণের উদ্দেশ্য এবং আপনার বিজ্ঞাপণের জন্য কোন অডিয়েন্স বা কাস্টমার প্রয়োজন।
খুব সহজ ভাষায় এবং অল্প কথায় আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আপনার ব্যবসা কিংবা প্রতিষ্ঠান এর জন্য কোন ধরনের কাম্পেইন করলে ভালো ফলাফল পেতে পারেন সেটি জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমি উত্তর দেয়ার চেষ্টা করবো।
আমি একজন Digital Marketing & Seo Expert আপনাদের সাথে নিজের সহজ বোধগম্য ভাষায় লিখা এই আর্টিকেলটি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

17/12/2022

ফেসবুক এড ক্যাম্পেইন :
ফেসবুক এড ক্যাম্পেইন হলো ফেসবুক এড ম্যানেজার এর এমন একটি জায়গা বা সিস্টেম যেখানে আপনি আপনার বিজ্ঞাপনের উদ্দেশ্যে বা অবজেক্টিভ কি তা তুলে ধরবেন। যেমন উদাহরণ স্বরূপ আপনি চাচ্ছেন এই বিজ্ঞাপনের দ্বারা আপনার পেজের লাইক বাড়াতে। সুতরাং আপনার অবজেক্টিভ হবে পেজ লাইক।

17/12/2022

লিড জেনারেশন

ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে লিড জেনারেশন একটি জনপ্রিয় কাজ। (আপওয়ার্ক ও ফাইভার) সহ সকল মার্কেটপ্লেসেই লিড জেনারেশনের প্রচুর চাহিদা রয়েছে।

লিড জেনারেশন কি?
কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের একটি সেল মানেই একটি লিড। কোনো ব্যবসায় প্রতিষ্ঠান তাদের মার্কেটিং প্রক্রিয়া থেকে যদি ১০ টি সেল পায় তাহলে তারা ১০ লিড পেল।

আমরা ক্লাইন্টের জন্য সম্ভাব্য লিড কালেক্ট করে থাকি। এখানে লিড মানে আমি ই-মেইল এ্যাড্রেসকে বুঝাচ্ছি। আমরা ক্লাইন্টের টার্গেটেড কাস্টোমারের ই-মেইল এ্যাড্রেস, মেইলিং এ্যাড্রেস, ফোন নম্বর কালেক্ট করে দেই। এরপর ক্লাইন্ট ইমেইল মার্কেটিং, ফোন কল অথবা পোষ্টের মাধ্যমে লেটার পাঠিয়ে তাদের সার্ভিস বা প্রোডাক্টের প্রমোশন চালায়। এই প্রমোশনের মাধ্যমেই সম্ভাব্য লিডগুলো থেকে তারা কিছু সেল পায়। তারা যে সেলগুলো পায় সেগুলোই সেলস লিডে পরিনত হয়।

জানি না আপনি বুঝতে পারলেন কিনা। সহজ করে বলতে গেলে, ক্লাইন্টের সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য আমরা তাদের সম্ভাব্য কাস্টোমারের সাথে যোগাযোগ করিয়ে দেয়ার জন্য কাস্টোমারের নাম, এ্যাড্রেস, কোম্পানীর নাম, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল সহ সোস্যাল মিডিয়ার প্রোফাইল লিংক সংগ্রহ করে দেই। এই কাজটিকেই বলা হয় "লিড জেনারেশন"।

কেন শিখবেন লিড জেনারেশন?

আমি সব সময়ই বলি, ফ্রিল্যান্সিং করে আর্ন করতে ডজন ডজন স্কিল লাগে না। দুই একটি স্কিল থাকলেই সেগুলোকে কাজে লাগিয়ে সফলতার সাথে ফ্রিল্যান্সিং করতে পারেন। সফলতার সাথে বললাম ঠিকই, কিন্তু সফলতা নির্ভর করবে আপনার এ্যাক্টিভিটির উপরে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনাকে আর পিছনে তাকাতে হবে না।

পুরো পৃথিবীতে আজ ডিজিটাল মার্কেটিং-এর প্রভাব পরেছে। মানুষ এখন টিভি এ্যাডের চাইতে সোস্যাল মিডিয়ায় বেশিতে এ্যাড ক্যাম্পেইন চালায়। তবে সবচেয়ে বেশি যে মার্কেটিং স্ট্র্যাটেজিটি ফলো করা হয় তা হলো ই-মেইল মার্কেটিং। আর ই-মেইল মার্কেটিংয়ের জন্য ই-মেইল তো লাগবেই। আর একজন লিড জেনারেশন এক্সপার্ট খুব সহজেই যেকারো ই-মেইল বের করে ফেলতে পারে। লিড জেনারেশনের মত একটি মজার কাজ থাকতে স্কিল নিয়ে এতো চিন্তা করবেন না। শিখে ফেলুন লিড জেনারেশন। কারন এই কাজের চাহিদা আজীবন থাকবে। ই-মেইল মার্কেটিং যতদিন থাকবে, লিড জেনারেশনের চাহিদাও ততোদিনই থাকবে। আর বাইরের দেশগুলোতে ই-মেইলের মাধ্যমেই সব রকম যোগাযোগ করা হয়। সুতরাং আপনারা নিঃসন্দেহে এই স্কিলটি শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।

লেখাটি একটু বড় হয়ে গেল। কিছু মনে করবেন না। আমি আবার ছোট করে লিখতে পারি না। কোথাও ভুল হয়ে গেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

17/12/2022

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি:
আমাদের বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং জগতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ একটি অন্যতম হয়ে থাকে। এই কাজটির জনপ্রিয়তা দিন দিন অনেক বেশি হয়ে গিয়েছে। অধিকাংশ মানুষ এই কাজটি করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনি আপনার ঘরে বসে বা নিজের ইচ্ছামতো যেকোনো জায়গায় ইন্টারনেটের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে অফিসের বসকে বা ক্লায়েন্টকে কাজে সহায়তা করা কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলা হয়ে থাকে।

সাধারণত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গন অ্যাডমিনিস্ট্রেটর এর কাজে সহায়তাকারী হিসেবে কাজ করে থাকে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গ্রহণ কোন ধরনের প্রমোট এলাকা থেকে যেকোনো ব্যবসায়ী বা যে কোন ব্যক্তিকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কাজে সহায়তা করেছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলা হয়।

আরও সহজ ভাবে বলতে গেলে বলতে হয় যে, অনলাইনের মাধ্যমে কোন কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে সফটওয়্যার এর মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে অফিসিয়াল কাজ বা ব্যবসায়িক কাজে সহায়তাকারী ভাবে হিসাব কাজ করে দেওয়াকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে।

12/12/2022

ডাটা এন্ট্রি কি বা ডাটা এন্ট্রি বলতে কি বুঝি:

ডাটা এন্ট্রি (Data Entry) হলো এমন একটি কাজ যেখানে সাধারণত ইলেকট্রনিক ডেটা যোগ, যাচাই ও সম্পাদনা করতে হয়।
ডাটাবেজের ডাটা যোগ করা, বিভিন্ন পরিসংখ্যান যোগ করা থেকে শুরু করে নোট বা রেকর্ডিং থেকে ডাটা প্রতিলিপি করাও ডাটা এন্ট্রির মধ্যে পড়ে। ডাটা এন্ট্রি মূলত একজন টাইপিস্ট দ্ধারা যথাযাথভাবে কোনো কিছুর হার্ড কপি থেকে সফ্ট কপিতে কনভার্ট করা ।অর্থাৎ তথ্য সম্মেলিত
কোনো কিছুকে কম্পিউটার কিংবা স্মার্টফোন দ্ধারা নির্ভুল টাইপিং এর মাধ্যমে সফটওয়্যার কিংবা অ্যাপস এর মাধ্যমে সফ্ট কপিতে রুপান্তারিত করাকেই ডাটা এন্ট্রি বলে।

বর্তমানে ডাটা এন্ট্রির চাহিদা অনেক বেশি।ডাটা এন্ট্রি করে এখন অনেকে মাসে অনেক ডলার বা এর বেশি ইনকাম করছে।

ডাটা এন্ট্রির প্রকার ভেদ:

প্রয়োজনের তুলনায় মানুষগণ আলাদা কাজের ক্ষেত্রে আলাদা আলাদা ডাটাবেজ স্টাইল এবং Software ব্যবহার করে থাকে।তাই ডাটা এন্ট্রির কাজও অনেক প্রকার হয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে, ডাটা এন্ট্রির প্রকারভেদগুলো কি কি ? চলুন জেনে নিই ,
ডাটা এন্ট্রির প্রকারভেদগুলো হলো-

* MS -excel data entry
* Spelling checking
* Paper documentation
* Job posting
* Translation
* Data conversion
* Database creation
এখানে যে কয়েকটি ডাটা এন্ট্রির প্রকারভেদ উল্লেখ করা হয়েছে, প্রকৃতপক্ষে বর্তমানে চলমান আরো কিছু যোগ হয়েছে এবং হচ্ছে।
বাংলাদেশে একজন ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে যে কোনো অফিস বা প্রতিষ্ঠানে কাজ করে মাসে ১০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা বা ২ লক্ষ তার অধিক আয় করা সম্ভব।

10/12/2022

লীড জেনারেশন কি? এবং কেন শেখা উচিৎ?

লীড জেনারেশনঃযেকোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যদি অন্য কোনও ব্যক্তি অথবা কোম্পানির পণ্য বা সেবার প্রতি আগ্রহী থাকে তাকে ওই কোম্পানির লিড হিসাবে বিবেচনা করা হয়। প্রত্যেকেই লিড হিসাবে গণ্য করা হয় না, কারণ প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন পছন্দ ও প্রয়জন রয়েছে। অনেক ব্যবসায় রয়েছে যারা সকলের কাছে মার্কেটিং করে থাকে এটা সম্পূর্ণ ভুল দিকে প্রবাভিত হয়,তাদের এমন গ্রাহকদের প্রতি নজর রাখা উচিত যারা সংস্থাটির সেবা পেতে আগ্রহী ।

লীড জেনারেশনকে এমন একটি কার্যকারী প্রক্রিয়া, যে পক্রিয়ার মাধ্যমে কোন কোম্পানির পণ্য বা সেবা পেতে আগ্রহী গ্রাহক আকর্ষণ করে থাকে ও তাদেরকে লয়েল কাস্টমারে পরিণত করতে সাহায্য করে থাকে । স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো লিড জেনারেশন বিভিন্ন কৌশলের পথ অবলম্বন করে থাকে।

কৌশলগুলোহল,নেটওয়ার্কিং,সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লাইভ ইভেন্ট ,ব্লগিং ,সেমিনার, ওয়েবসাইট এবং ইমেইল মার্কেটিং ইত্যাদি।

লিড জেনারেশন, বিটুবি ও বিটুসি ব্যবসায়ের খেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই গুরুত্বপূর্ণ হওয়ার কিছু কারন নিম্মে আলোচনা করা হল।

ব্যবসায়ের বৃদ্ধিতে সহয়তা করে : আধুনিককালে লিড ছাড়া ব্যবসায়ের বৃদ্ধির কথা চিন্তাও করা যায়না।যেকোন ব্যবসায় প্রতিষ্ঠান সঠিক ভাবে বৃদ্ধির জন্য শুধুমাত্র রেফারেল দিয়ে সম্ভব নয়। ব্যবসায়ের সম্ভাব গ্রাহক গুলকে আকর্ষণ এবং লয়েল গ্রাহক হিসাবে রূপান্তর করার জন্য লিড জেনারেশন প্রয়োজন।

যথাযথ গ্রাহকদের লক্ষ্য করে: টার্গেট মার্কেট বা গ্রাহকদের ফোকাস করতে পারে, যারা এই পণ্য বা সেবা নিতে আগ্রহী এবং তার বিনিময়ে অর্থ দিতে ইচ্ছুক।

ব্যবসায় সম্পর্কে অবগত বৃদ্ধি করেঃ লিড জেনারেশনের মাধ্যমে ব্যবসায় ও খ্যাতি সম্পর্কে গ্রাহক অবগত হয়ে থাকে। যার ফলস্বরূপ প্রতিষ্ঠান তার গ্রাহকের চাহিদার পণ্য, বৈশিষ্ট্য এবং সুবিধা সম্পর্কিত আরও তথ্য পেয়ে থাকে।

মূল্যবান তথ্যঃ লিড জেনারেশনের মাধ্যমে মার্রকেটিং করা হলে মার্কেটিংটি সঠিকভাবে হয়ে থাকে যার ফলে মূল্যবান তথ্য পাওয়ার এবং বিক্রয় বৃদ্ধির সম্ভাবনা থাকে । এই তথ্যের উপর ভিত্তি করে গ্রাহকের প্রয়োজন এবং পছন্দ মত পন্য বাজারে নিয়েআসা যায় ।

ব্র্যান্ড লয়েলিটিঃ লিড জেনারেশনের দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের বৃহত্তর কমুনিটি তৈরি করে ফেলতে পারে যার ফলে গ্রাহকদের মধ্যে ব্রান্ড লয়েলিটি সৃষ্টি হয়।

পরিশেষে বলা যায় যে,ব্যবসায়ের খেত্রে লিড জেনারেশন ভূমিকা অপরিসীম যখন এটা সঠিকভাবে প্রয়োগ করা হয়।তাই এখনি সময় লিড জেনারেশন শেখা এবং সঠিকভাবে ব্যাবহার করা।

03/12/2022

আজকে আমরা যে বিষয় টি নিয়ে কথা বলব সেটি হলো মোশন গ্রাফিক্স।
এখন আপনাদের প্রশ্ন হলো মোশন গ্রাফিক্স কি?
মোশন গ্রাফিক্স মুলত অ্যানিমেশন, কিন্তু একটি প্রধান উপাদান হলো টেক্সট বা লেখা। মূলত, এটি অ্যানিমেটেড গ্রাফিক ডিজাইন।
মেইনলি আকর্ষনীয় ভিডিও বা প্রেজেন্টেশন গুলোতে কিন্তু মোশন গ্রাফিক্স ব্যবহার করা হয়। মোশন গ্রাফিক্সকে মাইক্রো অ্যানিমেশনও বলা হয়। এমন একটি কৌশল যাতে আপনি ছবি, শব্দ এবং শব্দের সাহায্যে একটি নকশা বা ডিজাইন তৈরি করে আপনার চিন্তাভাবনাকে খুব সৃজনশীলভাবে উপস্থাপন করতে পারেন। এছাড়াও, এটি গ্রাফিক্স সফ্টওয়্যারের সাহায্যে খুব সহজেই তৈরি করা যায়।
বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এর অন্যতম একটি সেক্টর হচ্ছে মোশন গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের এলিমেন্ট গুলোকে ফিল্ম মেকিং বা ভিডিও প্রডাকশনের মাধ্যমে উপস্থাপন করাকেই মূলত মোশন গ্রাফিক্স বলা হয়। মোশন গ্রাফিক্স ডিজাইনে ইন্ট্রো,আউট্রো,বাউন্স,মোশান ব্লার,গ্রাফ এডিটর এই পার্ট গুলো প্রধান। মোশন গ্রাফিক্স হলো গ্রাফিক ডিজাইনের একটি অংশ , যেটিকে টেলিভিশন, ফিল্ম অথবা অন্য যেকোন নতুন ভিজুয়াল মিডিয়ামের জন্য ব্যবহার করা হয়। যেমন কোন ফিল্ম দেখার আগে আমরা যে টাইটেল এনিমেশন দেখি বা টিভি তে কোন সিরিয়াল দেখার আগে যে সেই সিরিয়ালটির নাম এর এনিমেশন দেখি অথবা ওয়েব সাইট এর ব্যানারে যখন কোন নাম ঘুরতে ঘুরতে সামনে আসে এইগুলো কেই মোশন গ্রাফিক্স বলে। বার্তমানে মোশন গ্রাফিক ডিজাইনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সকল কোম্পানি তাদের মার্কেটিং করার ক্ষেত্রে মোশন গ্রাফিক টি বেছে নিচ্ছেন। বর্তমানে সব কম্পানিরই ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ইত্যাদি রয়েছে। তাদের ওয়েবসাইট, ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ইত্যাদির জন্য মোশন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন হয়ে থাকে। তাছাড়াও মোশন গ্রাফিক্স ডিজাইন কোর্সটি করে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো প্রচুর কাজ করতে পারবেন। তাই আপনি চাইলে নিজেকে একজন দক্ষ মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী হতে পারেন।

02/12/2022

আজকে আমি আলোচনা করবো ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেস শিখে কোন ধরণের কাজ করা যায় এবং ওয়ার্ডপ্রেস আর কেমন চাহিদা।

একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগইন তৈরি ও আপডেটের কাজ করে থাকেন। ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তার কারণে এ পেশার চাহিদা অনেক।
একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার কোথায় কাজ করেন?

আইটি ফার্মে
আউটসোর্সিং ফার্মে
ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানিতে
সরকারি প্রতিষ্ঠান বা প্রজেক্টে (যেখানে অনলাইন কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ রয়েছে)
বেসরকারি প্রতিষ্ঠান বা প্রজেক্টে (যেখানে অনলাইন কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ রয়েছে)
মিডিয়া কোম্পানিতে

একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের কাজ কী?
ক্লায়েন্টের চাহিদা বা প্রজেক্টের মূল কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা নেয়া ও পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে যোগাযোগ রাখা
ওয়েবপেইজ/ওয়েবসাইট/অ্যাপ্লিকেশনের প্রাথমিক লেআউট তৈরির ব্যাপারে ওয়েব ডিজাইনারের সাথে আলোচনা করা
প্রজেক্টের জন্য আলাদা ওয়েব ডিজাইনার না থাকলে ওয়েবপেইজ/ওয়েবসাইট/অ্যাপ্লিকেশনের প্রাথমিক লেআউট তৈরি করা
ডিজাইনের ভিত্তিতে থিম বা প্লাগইনের প্রাথমিক ভার্সন তৈরি করা
থিম বা প্লাগইনের কার্যকারিতা বিভিন্ন ডিভাইসে ও ব্রাউজারে পরীক্ষা করা
থিম বা প্লাগইনের চূড়ান্ত ভার্সন রিলিজ করা
নিয়মিত থিম বা প্লাগইন আপডেট করা
প্রজেক্টের ক্ষেত্রে কাজ শেষ হবার পর ক্লায়েন্টের কাছে প্রজেক্ট হস্তান্তর করা
প্রয়োজন হলে পরবর্তীতে ক্লায়েন্টকে টেকনিক্যাল সহায়তা দেয়া
কী ধরনের যোগ্যতা থাকতে হয় একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের?
ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে কাজ পেতে চাইলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার কোন বাধ্যবাধকতা নেই। তবে কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রি থাকলে তা কাজে দেবে।

প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকুক বা না থাকুক, কাজের পোর্টফোলিও থাকলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। আপনি যদি বিভিন্ন ছোট কোর্সের মাধ্যমে বা নিজে নিজে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজ শেখেন, তাহলে আপনার জন্য পোর্টফোলিও থাকা খুব গুরুত্বপূর্ণ। অবশ্য ডিগ্রিধারী ডেভেলপারদের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য।

একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
প্রজেক্টের উপর টেকনিক্যাল জ্ঞানের ধরন নির্ভর করে। এরপরও সাধারণ উদাহরণ হিসাবে নিচের স্কিলগুলোর কথা বলা যায় –

ফ্রন্ট-এন্ড কোডিং স্কিল: HTML, CSS, JavaScript, jQuery
ব্যাক-এন্ড কোডিং স্কিল: PHP
ডাটাবেইজ ম্যানেজমেন্ট: MySQL
সাইবার সিকিউরিটি
গিটহাব (GitHub)
অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API): REST API
নন-টেকনিক্যাল দক্ষতার মধ্যে আপনার প্রয়োজন হবে –

সৃজনশীল উপায়ে ও যৌক্তিকভাবে সমস্যা সমাধানের দক্ষতা
বিশ্লেষণী ক্ষমতা, যা খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণে সাহায্য করতে পারে
নিজে নিজে কাজ করার পাশাপাশি অন্যদের সাথেও কাজ করার মানসিকতা থাকা
বিভিন্ন ধরনের কাজ একসাথে সামলানোর দক্ষতা

একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের মাসিক আয় কত?
আমাদের দেশে অভিজ্ঞতা ছাড়া বা স্বল্প অভিজ্ঞ ওয়ার্ডপ্রেস ডেভেলপারের আনুমানিক গড় আয় মাসিক ৳২৫,০০০ টাকা। দেশের বাইরে গেলে আয় মাসিক ৳২০০,০০০ টাকা থেকে ৳৪০০,০০০ টাকা বা তার বেশিও হতে পারে।

ক্যারিয়ার কেমন হতে পারে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের?
শুরুতে শুধু প্রজেক্ট নির্ভর ছোট বা মাঝারি আকারের কাজ করলেও চার-পাঁচ বছরের মধ্যে সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার পদে উন্নীত হবেন। এক্ষেত্রে বড় আকারের প্রজেক্ট বা বড় মাপের ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া আপনার দক্ষতা আর নন-টেকনিক্যাল জ্ঞানের ভিত্তিতে নিজের দল চালানোর কাজ পেতে পারেন।

কনসালট্যান্ট বা ফ্রিল্যান্সার হিসাবেও সার্ভিস দিতে পারেন অন্যদের। এক্ষেত্রে আয়ের সুযোগ আরো বড় হবে।

Want your business to be the top-listed Computer & Electronics Service in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Siddique Shopping Mall, Ground Floor, Shop #3 , Mouchak, Kalikair
Gazipur
1751

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 14:30 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Other Computer Training in Gazipur (show all)
ITAdviser ITAdviser
68, Siraj Uddin Road
Gazipur, 1230

This is an information technology page. People will be aware of information technology from here.

Growup-IT Institute Growup-IT Institute
Hossain Market, Dattapara Ledu Mollah Road, Tongi
Gazipur, 1712

Growup-IT Institute is successfully completed 2nd years of journey and now stepped into 3rd year.....

R.M Computer Zone R.M Computer Zone
Gazipur, 1703

Oxford Institute of Skills Development Oxford Institute of Skills Development
Bottola Road, Board Bazar
Gazipur, 1704

All the Computer courses:- Ms-Office, Graphics, Digital Marketing, Photography, Freelancing & Others.

Remote Jobs Remote Jobs
494, Baten Bhabon, Bashir Sarak (Inside Of LGED Bhabon) Joydebpur, Gazipur/1700
Gazipur, 1702

The remote job helps you develop your skills and ensure a better career in your life.

Learn With Miraj Sir Learn With Miraj Sir
27, Road, Tongi, Dhaka
Gazipur, 1702

Career Guideline || Freelancing Earning || 🏫 College Get, Tongi, Gazipur-1702

Desktop & Laptop Servicing information. Desktop & Laptop Servicing information.
Konabari, Gazipur
Gazipur

Repair Computer Laptop & Desktop Motherboard Bangla Tutorial, Computer all Accessories sales and serv

Rifat Tech World BD Rifat Tech World BD
Board Bazer
Gazipur, 1704

Welcome to my Youtube channel "Rifat Tech World BD" This channel contains only technological related

Learning IT Limited Learning IT Limited
494 Baten Bhaban(4th Floor), Opposite Of Rawshan Sarak Joydebpur Road
Gazipur, 1702

Learning IT Limited helps you develop your skills and ensure a better career in your life.

Sakil IT. Sakil IT.
Fokir Market, Gacha Road, Boro Bari, National University, Dhaka
Gazipur, 1704

Sakil IT is a renowned IT institute founded in 2018 with a very Student & Customer friendly environm

FS'L Club FS'L Club
Gazipur

FSL Club helps you developing your skills and ensure a better career in your life.

Sabbir khan orko blog Sabbir khan orko blog
Gazipur

https://www.youtube.com/channel/UCcfZ_QwKtasJrZl1XitDpaw/videos https://www.facebook.com/Ptecbd/?ref=pages_you_manage