Cadet College Admission Math & GK.

We advise and support cadet college admission students.

17/02/2022
12/02/2022

ক্যাডেট কলেজ ভর্তি পরিক্ষা ২০২২ এর সাঃজ্ঞান প্রশ্ন।

10/01/2022

#গণিত
➲ ১মিলিয়ন=১০লক্ষ
➲ ১কোটি=১০মিলিয়ন
➲ ১বিলিয়ন=১০০কোটি
➲ ১ট্রিলিয়ন=১লক্ষ কোটি
➲ ১৭৬০গজ=১মাইল
➲ ১ইঞ্চি=২.৫৪সে.মি.
➲ ১ মাইল=১.৬১ কি.মি.
➲ ০.৬২মাইল = ১ কি.মি.
➲ ৬ফুট = ১ ফ্যাদম
➲ ১ বর্গহাত = ১গন্ডা
➲ ২০গন্ডা = ১ছটাক
➲ ১৬ছটাক = ১কাঠা
➲ ২০কাঠা = ১বিঘা
➲ ১৪৪বর্গইঞ্চি = ১বর্গফুট
➲ ৯ বর্গফুট = ১ বর্গগজ
➲ ৪৮৪০বর্গগজ = ১একর
➲ ১০০শতক = ১একর
➲ ৬৪০একর = ১বর্গমাইল
➲ ২৪৭ একর = ১বর্গকিমি
➲ ১০০০০বর্গমি = ১০০এয়র
➲ ১৬ আউন্স = ১পাউন্ড
➲ ২৮ পাউন্ড = ১কোয়ার্টার
➲ ৪কোয়ার্টার = ১ হন্দর
➲ ২০হন্দর = ১বৃটিশ টন
➲ ১০০কিলোগ্রাম = ১কুইন্টাল
➲ ১০০০কিলোগ্রাম = ১মেট্রিক টন
➲ ১পাউন্ড = ০.৪৫৩৬কেজি
➲ ১কেজি = ২.২পাউন্ট=১.০৭সের
➲ ১সের = ০.৯৩কিলোগ্রাম
➲ ১মিটার = ৩৯.৩৭ইঞ্চি
➲ ১২ইঞ্চি = ১ফুট
➲ ৩ফুট = ১গজ
➲ ৭.৯২ ইঞ্চি = ১ লিংক
➲ ২৫ লিংক = ১ রড
➲ ৪ রড = ১মাইল
➲ ১০ চেইন = ১ফার্লং
➲ ৮ ফার্লং = ১মাইল
➲ ৯ বর্গফুট = ১বর্গগজ
➲ ১৬০০বর্গগজ = ১বিঘা
➲ ৮০বর্গগজ = ৭২০বর্গফুট = ১কাঠা
➲ ৫বর্গগজ = ১ছটাক
➲ ৪০ কেজি =১ মন............................................
❍ ১ পক্ষ = ১৫ দিন;
❍ ১ মাস = ২ পক্ষ
❍ ১ মাস = ৪ সপ্তাহ;
❍ ১ মাস = ৩০ দিন
❍ ১ ঋতু = ২ মাস = ৪ পক্ষ = ৮ সপ্তাহ = ৬০ দিন
❍ ১ বছর = ১২ মাস = ২৪ পক্ষ = ৩৬৫ দিন = ৫২ সপ্তাহ
❍ ১ অধিবর্ষ = ৩৬৬ দিন
❍ ১ যুগ = ১২ বছর ;
❍ ১ অর্ধযুগ = ৬ বছর;
❍ ১ অর্ধ-শতাব্দী = ৫০ বছর ;
❍ ১ শতাব্দী = ১০০ বছর
❍ ১ কুড়ি = ২০টি
❍ ১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
❍ ১ ভরি = ১৬ আনা ;
❍ ১ আনা = ৬ রতি
❍ ১ গজ = ৩ ফুট = ২ হাত
❍ ১ কেজি = ১০০০ গ্রাম
❍ ১ কুইন্টাল = ১০০ কেজি
❍ ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি
❍ ১ লিটার = ১০০০ সিসি
❍ ১ মণ = ৪০ সের
❍ ১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
❍ ১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)
❍ 1 মিলিয়ন = 10 লক্ষ
❍ 1 মাইল = 1.61 কি.মি ;
❍ 1 কি.মি. = 0..62
❍ 1 ইঞ্চি = 2.54 সে..মি ;
❍ 1 মিটার = 39.37 ইঞ্চি
❍ 1 কে.জি = 2.20 পাউন্ড ;
❍ 1 সের = 0.93 কিলোগ্রাম
❍ 1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
❍ 1 পাউন্ড = 16 আউন্স
❍ 1 গজ= 3 ফুট ;
❍ 1 একর = 100 শতক
❍ 1 বর্গ কি.মি.= 247 একর

.

#ক্যাডেটকলেজ

Photos from Cadet College Admission Math & GK.'s post 06/12/2021
16/11/2021

বিখ্যাত ব্যক্তিদের উপাধি

প্রশ্নঃ বাংলার বাঘ কার উপাধি? উত্তরঃ শেরে বাংলা ফজলুল হক
প্রশ্নঃ ডটার অব দা ইস্ট কার উপাধি? উত্তরঃ বেনজীর ভুট্টো
প্রশ্নঃ দেশ বন্ধু কার উপাধি? উত্তরঃ চিত্তরঞ্জন দাস
প্রশ্নঃ শিল্পাচার্য কার উপাধি? উত্তরঃ জয়নুল আবেদিন
প্রশ্নঃ পন্ডিতজী কার উপাধি? উত্তরঃ চাচা জওহরলাল নেহেরু
প্রশ্নঃ মাস্টার দা কার উপাধি? উত্তরঃ সূর্যসেন
প্রশ্নঃ নাইটিংগেল অব ইন্ডিয়া কার উপাধি? উত্তরঃ সরোজিনী নাইডু
প্রশ্নঃ সীমান্ত গান্ধী কার উপাধি? উত্তরঃ আব্দুল গাফফার খান
প্রশ্নঃ আতাতুর্ক কার উপাধি? উত্তরঃ কামাল পাশা
প্রশ্নঃ ফুয়েরার কার উপাধি? উত্তরঃ এডলফ হিটলার
প্রশ্নঃ আরবের নাইটিংগেল কার উপাধি? উত্তরঃ উম্মে কুলসুম
প্রশ্নঃ উন্মাদ সন্নাসী কার উপাধি? উত্তরঃ রাসপুটিন
প্রশ্নঃ লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি? উত্তরঃ ফ্লোরেন্স নাইটিংগেল
প্রশ্নঃ কুমারী রাণী কার উপাধি? উত্তরঃ রাণী প্রথম এলিজাবেথ
প্রশ্নঃ জিবিএস কার উপাধি? উত্তরঃ জর্জ বার্নাড’শ
প্রশ্নঃ লিটল কর্পোরাল, ম্যান অব ডিসটিনি কার উপাধি? উত্তরঃ নেপোলিয়ন বোনাপার্ট
প্রশ্নঃ ব্লাইন্ড বার্ড কার উপাধি? উত্তরঃ হোমার
প্রশ্নঃ সাজ মোট অব দি নাইল কার উপাধি? উত্তরঃ রানি ক্লিওপেট্রা
প্রশ্নঃ গ্রে উলফ কার উপাধি? উত্তরঃ কামাল আতাতুর্ক
প্রশ্নঃ চে আর্নেসেটা কার উপাধি? উত্তরঃ চে গুয়েভারা
প্রশ্নঃ বার্ড অব হ্যাভেন কার উপাধি? উত্তরঃ উইলিয়াম সেক্সপিয়ার

14/11/2021

নোবেল পুরস্কার ২০২১ (Nobel Prize 2021):

⚫ চিকিৎসায় নোবেল পুরস্কার–
1️⃣ ডেভিড জুলিয়াস (যুক্তরাষ্ট্র)।
2️⃣ আরডাম পাটাপুটান (লেবানন)।
▪️৪ অক্টোবর (দ্য নোবেল অ্যাসেমব্লি অ্যাট কারোলিনস্কা ইনস্টিটিউট)।
▪️তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য।
▪️২০২০ সালে চিকিৎসায় নোবেল পান- হার্ভে জে আল্টার, চার্লস এম রাইস, মাইকেল হাউটন।

⚫ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার–
1⃣ সিউকুরো মানাবে (যুক্তরাষ্ট্র)।
2⃣ ক্লাউস হ্যাসেলম্যান (জার্মানি)।
3⃣ জর্জিও প্যারিসি (ইতালি)।
▪️৫ অক্টোবর (দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস)।
▪️জটিল ভৌত ব্যবস্থা সম্বন্ধে আমাদের বোঝা পড়ায় যুগান্তকারী অবদানের জন্য।
▪️২০২০ সালে পদার্থে নোবেল পান- রজার পেনরোজ, রেইনহার্ড গেনজেল, আন্দ্রেয়া ঘেজ।

⚫ রসায়নে নোবেল পুরস্কার–
1⃣ বেঞ্জামিন লিস্ট (জার্মানি)।
2⃣ ডেভিড ম্যাকমিলান (যুক্তরাষ্ট্র)।
▪️৬ অক্টোবর (দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস)।
▪️অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য।
▪️২০২০ সালে রসায়নে নোবেল পান- এমানুয়েলে কার্পেন্তিয়ের, জেনিফার এ. দোদনা।

⚫ সাহিত্যে নোবেল পুরস্কার–
1️⃣ আব্দুলরাজাক গুর্নাহ (তাঞ্জানিয়া)।
▪️৭ অক্টোবর (দ্য রয়্যাল সুইডিশ একাডেমি)।
▪️ঔপনিবেশিকতার প্রভাব নিয়ে আপসহীন ও সহানুভূতিশীল লেখনির জন্য।
▪️২০২০ সালে সাহিত্যে নোবেল পান- লুইস গ্লুক (যুক্তরাষ্ট্র)।

⚫ শান্তিতে নোবেল পুরস্কার–
1️⃣ মারিয়া রেসা (ফিলিপাইন)।
2⃣ দিমিত্রি মুরাতভ (রাশিয়া)।
▪️৮ অক্টোবর (দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি)।
▪️মতপ্রকাশের স্বাধীনতা, যা গণতন্ত্র ও টেকসই শান্তির অন্যতম পূর্বশর্ত, তার পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে।
▪️সংগঠন ও সংস্থার মধ্যে সর্বোচ্চ তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক 'রেডক্রস' (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে)।
▪️২০২০ সালের শান্তিতে নোবেল পান- জাতিসংঘের অঙ্গ সংস্থা 'বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)' বা 'World Food Programme (WFP)'।

⚫ অর্থনীতিতে নোবেল পুরস্কার–
1️⃣ ডেভিড কার্ড (কানাডা)।
2️⃣ জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট (যুক্তরাষ্ট্র)।
3⃣ গুইডো ডব্লিউ ইমবেন্স (নেদারল্যান্ডস)।

▪️১১ অক্টোবর (দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস)।
▪️শ্রমবাজার এবং প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষা থেকে কী ধরনের কার্যকারণ সম্পর্ক নিরূপণ করা যায়, সে বিষয়ক নতুন অন্তর্দৃষ্টির সন্ধান দিয়েছেন।
▪️২০২০ সালে অর্থনীতিতে নোবেল পান- পল আর মিলগ্রোম, রবার্ট বি উইলসন।।👍

12/09/2021

গণিত(ক্ষেত্রফল বিষয়ক)
১)" ১ ফুট = ১২ ইঞ্চি।
২)" ১ গজ = ৩ ফুট।
৩)"১ মাইল = ১৭৬০ গজ।
৪)" ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।
৫)" ১ কিঃমিঃ = ০.৬২ মাইল।
৬)" ১ ইঞ্চি = ২.৫৪ সে,মি।
৭)" ১ গজ = ০.৯১৪৪ মিটার।
৮)" ১ মাইল= ১.৬ কিঃমিঃ।
৯)" ১ হেক্টর বা ১ বর্গহেক্টোমিটার = ১০০ এয়র।
১০)" ১ এয়র = ১০০ বর্গ মিটার।
১১)" ১ বর্গফুট = ১৪৪ বর্গইঞ্চি।
১২)" ১ বর্গ গজ = ৯ বর্গফুট।
১৩)" ১ একর = ৪৮৪০ বর্গগজ।
১৪)" ১ একর = ১০০ শতক( ডেসিমল)।
১৫)"" ১৬ ছটাক = ১ কাটা।
১৬)" ১ বিঘা = ২০ কাটা।
১৭)" ১ হেক্টর = ২.৪৭ একর।
১৮)" ১ বর্গফুট = ৯২৯ বর্গ সে,মি।
১৯)" ১ বর্গ গজ = ০.৮৪ বর্গমিটার।
২০)" ১ বর্গ মাইল = ৬৪০ একর।
২১)" ১ বর্গ হাত = ৩২৪ বর্গ ইঞ্চি।
২২)" ১ কাটা = ৭২০ বর্গ ফুট বা ৮০ বর্গ গজ।
২৩)" ১ বিঘা = ১৬০০ বর্গ গজ।
২৪)'" ১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
২৫)" ১ শতক = ৪৩৫.৬ বর্গ ফুট।

২৬)" ১ বর্গ মাইল= ১৯৩৬ বিঘা।
২৭)" ১ বর্গ মিটার = ০.২৩৯ বিঘা।
২৮)" ১ এয়র = ২৩. ৯ বিঘা।
সুত্রঃ
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলঃ দৈর্ঘ্য*প্রস্থ।
বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলঃ(বাহু)২
ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফলঃ১/২( ভূমি*উচ্চতা).
আয়তাকার ঘনবস্তুর আয়তন= দৈর্ঘ্য * প্রস্থ * উচ্চতা।

08/09/2021

#দৈনন্দিন_বিজ্ঞান_সম্পর্কে_কিছু_তথ্যঃ

চিনির শরবত হলো – সমসত্ব মিশ্রণ ।
পানি কোন ধরনের পদার্থ – যৌগিক পদার্থ ।
সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবনের গলনাঙ্ক – 8010c (স্ফুটনাঙ্ক 14650c ) ।
এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা – বর্তমানে 112 টি তবে পুরাতন ধারনা মতে 109 টি ।
বাতাস কোন জাতীয় পদর্থ – মৌলিক পদার্থ (কারণ বাতাসের উপাদান গুলোকে সহজেই আলাদা করা যায়) ।
হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক – -2530c (গলনাঙ্ক –2590c) ।
রাসাযনিক পরিবর্তন হলো – যে পরিবর্তনে রাসায়নিক বিক্রিয়া ঘটে তা হলো রাসায়নিক পরিবর্তন । এই পরিবর্তনের মাধ্যমে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে না । যেমনঃ লোহার মরিচা পড়া ।
ভৌত পরিবর্তন হলো – যে পরিবর্তনে রাসায়নিক বিক্রিয়া ঘটে না ফলে বস্তু পূর্বের অবস্থাতে ফিরে পাওয়া যায় তাই ভৌত পরিবর্তন । যেমনঃ তাপ দিয়ে মোম গলানো, বরফ গলে পানি হওয়া ।
মোমবাতি জ্বলতে থাকলে কোন ধরণের পরিবর্তন হয় – রাসায়নিক পরিবর্তন ।
পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও ঘনত্ব কোন ধর্ম – ভৌত ধর্ম ।
লোহাকে দীর্ঘদিন বাতাসে রেখে দিলে কোন ধরণের পরিবর্তন হয় – রসায়নিক পরিবর্তন ।
উর্ধপাতন কি – যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে সরাসরি বাষ্পে পরিনত হয় তাদের উর্ধপাতিত পদার্থ বলে এবং এই বিষয়টিকে উর্ধপাতন বলে ।
কয়েকটি উর্ধপাতিত পদার্থের নাম হলো – কর্পূর, নিশাদল, আয়োডিন (I), এ্যামোনিয়াম ক্লোরাইড (NH4CI) ।
স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভরশীল – চাপের উপর ।
পানির হিমাংক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক হলো – হিমাংক ও গলনাঙ্ক o0c এবং স্ফুটনাঙ্ক 1000c ।
পরিমাপের মৌলিক রাশি হলো – সাত (৭) টি । যথাঃ দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমান ।
পরিমাপের একক হলো – 3 টি । যাথা ঃ i) C.G.S (Centimenter Gram Second). ii) M.K.S (Meter Gram Second)( SI). iii) F.P.S (Foot Pound Second).
সাধারন জ্ঞান -দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য
বিভন্ন পদ্ধতিতে ভরের একক হলো – কিলোগ্রাম(M.K.S), গ্রাম(C.G.S),পাউন্ডাল বা পাউন্ড(F.P.S) ।
আয়তনের একক হলো – ঘনমিটার বা মি.(M.K.S), ঘন সেন্টিমিটার বা সি.সি (C.G.S) ।
আন্তর্জাতিক পদ্ধতি (SI) চালু হয় – 1960 সালে ।
দীপন ক্ষমতার একক – ক্যান্ডেল (Cd) ।
কম্পাঙ্কের একক – হার্জ-Hertz (Hz) ।
চাপের একক – প্যাসকেল (আবিষ্কারক বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে) ।
মিটার স্কেল দিয়ে সর্বনিম্ন দৈর্ঘ্য মাপা যায় – ১ মি. মি. ।
মিলি মিটারের চেয়ে ছোট দৈর্ঘ্য মাপা হয় – ভার্নিয়ার স্কেল দিয়ে ।
ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেন – গণিত শাস্ত্রবিদ পিয়ারে ভার্নিয়ার ।
স্লাইড ক্যালিপার্সের অপর নাম – ভার্নিয়ার ক্যালপার্স ।
ভার্নিয়ার স্কেলের দশ ভাগ প্রধান স্কেলের – 9 ভাগের সমান ।
অনু ও পরমানু হলো – অনু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং পরমানু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা ।
কে সর্বপ্রথম অভিমত প্রকাশ করেন যে “সকল পার্থিব পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত – গ্রীক দার্শনিক ডেমোক্রিটাস খৃষ্টপূর্ব ৫ম শতাব্দীতে । (তিনিই প্রথম এ অবিভাজ্য কণার নাম দেন এটম (atomos) । এখানে a অর্থ না এবং tomos অর্থ ভাগ করা ।
পানির এক মোল – 18 গ্রাম ।
সাধারন জ্ঞান -দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য
আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা – বৃটিশ বিজ্ঞানী (স্কুল শিক্ষক) জন ডাল্টন (1803 সালে) ।
এক মোল বা 18 গ্রাম পানিতে অনু আছে – টি ।
ব্রাউনিয় গতি আবিষ্কার করেন – বৃটিশ উদ্ভিদবিদ রবার্ট ব্রাউন (১৮২৭ সালে) ।
অ্যাভোগেড্রো সংখ্যার মান – 6.02 1023 ।
পরমানুর স্থায়ীমূল কণিকা – পরমানুর মূল কনিকা ৩ টি । যাথা ঃ ১.ইলেকট্রন, ২. প্রোটন, ৩. নিউট্রন ।
ইলেকট্রন আবিষ্কার আবিষ্কর করেন – ১৮৯৭ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী জে. জে. থমাসন ।
নিউট্রন কি – নিউট্রন চার্জ নিরপেক্ষ কণা । ১৯৩২ খ্রিস্টাব্দে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন । ইহার ভর প্রায় 1.0089 amu । ইহাকে n দ্বারা প্রকাশ করা হয় ।
একটি পরমানু ও একটি নিউক্লিয়াসের ব্যাস – একটি পরমানু (হাইড্রোজেন) এর ব্যাস 10-10 মিটরর ও একটি নিউক্লিয়াসের ব্যাস 10-14 থেকে 10-15 মিটার ।
পরমানু চার্জ নিরোপেক্ষ হয় – পরমানুতে ধণাত্বক প্রোটন ও ঋণাত্বক ইলেকট্রন সমান থাকে তাই।
পরমানু ভর বলতে বুঝায় – পরমানু ভর বলতে ইলেকট্রন ও প্রোটনের ভরকে বুঝায় ।
তেজস্কিয় পদার্থ হলো – যাদের পারমানবিক সংখ্যা 82 এর চেয়ে বেশী এবং যেগুলো থেকে অবিরাম ভাবে a, b, y রশ্মি নির্গত হয় তাদের তেজস্কিয় পদার্থ বলে ।
কয়েকটি তেজস্কিয় পদার্থের নাম – ইউরেনিয়াম, প্লাটোনিয়াম, নেপচুনিয়াম, রেডিয়াম ।
তেজস্কিয়তা প্রথম আবিষ্কার করেন – ফারসি বিজ্ঞানী হেনরী বেকরেল (1896 সালে) ।
প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ – হীরা ।
বস্তুর কোন নুন্যতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে – পরমানু (অনু পরমানুতে বিভক্ত না হয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারে না) ।
ব্রেঞ্জ ধাতুর সংকর – পারদ (পারদ একমাত্র মৌলিক পদার্থ যাহা তরল) ।
স্টেইনলেস ষ্টিল কি কি ধাতুর দ্বারা তৈরি – (Fe+Ni+Cr) ।
সাধারন জ্ঞান -দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য
বহুরুপী মৌল হলো – কার্বন ও সালফার ।
তরলের প্রসারন বলতে বুঝায় – আয়তন প্রসারন ।
সবচেয়ে হালকা গ্যাস – হিলিয়াম ।
স্বাভাবিক চাপে পানির স্ফুটনাঙ্ক – 1000c ।
N.T.P ও S.T.P বলতে বুঝায় – N.T.P (Normal Temperature & Pressure S.T.P (Standard Temperature & Pressure) ।
স্বাভাবিক চাপ – 76 সে.মি. পারদ চাপ ।
ক্যালরিমিটারের মূলনীতি – গৃহীত তাপ = বর্জিত তাপ ।
তাপ সঞ্চলানের পদ্ধতি হলো -৩ টি । যথাঃ ১.পরিবহন, ২. পরিচলন, ৩. বিকিরন ।
কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন নেই – বিকিরন ।
তাপ ইঞ্জিন কি – যে যন্ত্রের সাহায্যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করা যায় তাকে তাপ ইঞ্জিন বলে ।
ফ্রিজ বা রেফ্রিজারেটরে কি তরল ব্যবহার করা হয় – ফ্রেয়ন ।
খোলা পাত্র অপেক্ষা ঢাকা পাত্রে তাড়াতাড়ি সিদ্ধ হয় – স্ফুটনাঙ্ক বাড়ে বলে ।
বায়ু বন্ডলের কোন উপাদান অতিবেগুনী রশ্মিকে শোষন করে – ওজোন গ্যাস (03) ।
কোন স্থানে বায়ু চাপ হঠাৎে কমে গেলে – বায়ু প্রবাহ বেড়ে যায় ।
বায়ু চাপ মাপার যন্ত্রের নাম – ব্যারোমিটার ।
শুষ্ক বরফ হলো – হিমায়িত কার্বন ডাই অক্সাইড ।
কোন ইঞ্জিনে কার্বরেট থাকে – পেট্রোল ইঞ্জিন ।
সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরন হচ্ছে – গামা রশ্মি ।
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় – কারণ প্রেসার কুকারে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় ।
বাদুর অন্ধকারে চলে কি ভাবে – বাদুর চলার পথে শব্দ করে । এই সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে বাদুর অন্ধকারে চলাচল করে ।
DNA এর নাইট্রোজেন বেজ হলো – গোয়ানিন ।
সাধারন জ্ঞান -দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য
DNA ও RNA এর পাধান পার্থক্য – DNA তে ইউরাসির থাকে না আর RNA তে থায়ামিন থাকে না ।
ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করতে সাহায্য করে – ভিটামিন কে (K) ।
হাঁড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে – ফসফরাস ।
মানুষের ক্রোমোজোমের সংখ্যা – ২৩ জোড়া । এর মধ্যে ২২ জোড়া অটোজোম বা সোমাটিক ক্রোমোজোম এবং ১ জোড়া সেক্স ক্রোমোজোম ।
জীবাশ্ম জ্বালানির নাম – কয়লা, প্রাকৃতিক গ্যাস, বায়োগ্যাস ইত্যাদি ।
জীবাশ্ব জ্বালানি ব্যবহারে পরিবেশে ক্ষতিকারক গ্যাস বৃদ্ধি পাচ্ছে – কার্বন ডাই অক্সাইড ।
নাইট্রোজেন গ্যাস হতে তৈরি করা হয় – ইউরিয়া সার।
তাপমাত্রায় পানির ঘনত্ব সবচাইতে বেশি – 40c ।
CNG এর অর্থ – Compressed Natural Gas (রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস) ।
মাইটোকন্ড্রিয়াতে প্রোটিন থাকে – 73% ।
রক্তে হিমোগ্লোবিনের কাজ হলো – অক্সিজেন পরিবহন করা ।
রঙিন টেলিভিশন থেকে ক্ষতি কারক রশ্মি বের হয় – গামা রশ্মি ।
মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে নোবেল পুরস্কার পান – ভিক্টর ফ্রানৎস হেস মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে 1936 সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান ।
হরমনের অভাবে ডায়াবেটিস রোগ হয় – ইনসুলিন ।
প্রাণীর মল মূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় – মিথেন ।
সাধারন জ্ঞান -দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য
ওজন স্তর ক্ষয়ের জন্য দ্বায়ী – CFC (ক্লোরোফ্লোরো কার্বন) ।
ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় – নাইট্রোজেন গ্যাস ।
মহাকর্ষ হলো – মহাবিশ্বের যে কোন দুইটি বস্তুর মধ্যে আকর্ষন বল ।
অভিকর্ষ হলো – পৃথিবীর সাথে অন্য যে কোন বস্তুর আকর্ষন ।
g এর মান সবচাইতে বেশি – পৃথিবীর পৃষ্ঠের মেরু অঞ্চলে । (g এর মান 9.81 m/s2 । ভূ-পৃষ্ঠ থেকে উপরে বা নিচে গেলে এর মান কমে । ভূ-পৃষ্ঠে বিষুবীয় অঞ্চলে এর মান সবচেয়ে কম । পৃথিবী কেন্দ্রে g এর মান শূণ্য।) ।
পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন – শূণ্য ।
পৃথিবীর প্রথম মহাশূন্যচারী – রাশিয়ার ইউরি গ্যাগারিন । (১৯৬১ সালের ১২ এপ্রিল) ।
মহাশূন্যে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ – স্পুটনিক-১ ।
কোন নভোযানে চড়ে নীল আর্মষ্ট্রং, ইডউইন অলড্রিন, মাইকেল কলিন্স চাঁদে যান – অ্যাপোলো-১১ । (১৯৬৯ সালের ১৬ই জুলাই) ।
কাজ ও শক্তি বুঝায় – বল ও সরনের গুনফল হল কাজ । আর কাজ করার সামর্থ্য হল শক্তি ।
টারবাইন দ্বারা তৈরি হয় – তাপ শক্তিকে বিদ্যৎ শক্তিতে রুপান্তর করা হয় ।
বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ – প্রাকৃতিক গ্যাস ।
রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম – মাইক্রোওয়েভ ।
সাধারন জ্ঞান -দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য
এটম বোমা ও হাইড্রোজেন বোমাতে কোন রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় – এটম বোমাতে ফিশন ও হাইড্রোজেন বোমাতে ফিউশন ।
এটম বোমা আবিষ্কার করেন – অটো হান ।
যন্ত্র থেকে পাওয়া যায় – যান্ত্রিক শক্তি ।
কাজ ও ক্ষমতার একক – কাজের একক জুল এবং ক্ষমতার একক ওয়াট ।
তাপ পরিমাপের যন্ত্রের নাম – তাপ এক প্রকার শক্তি এবং ইহা পরিমাপের যন্ত্রের নাম ক্যালরিমিটার ।
সমুদ্রের গভীরতা নির্ণয় করা যন্ত্রের নাম – ফ্যাদোমিটার ।
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম –সিসমোগ্রাফ ।
মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা – 98.40F বা 370C ।
কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই মান দেয় – -400C ।
তাপমাত্রায় গ্যাসের আয়তন শূণ্য – পরম শূণ্য তাপমাত্রায় ।
তাপের প্রধান উৎস হলো – সূর্য।
সূর্য পৃষ্ঠের তাপমাত্র – 60000C ।
পরিবাহী বা অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়লে – রোধ বাড়ে ।
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ বিল – একই হয় ।

05/09/2021

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক উপনাম:

১। প্রকৃতির রানি - খাগড়াছড়ি

২। হিমালয়ের কন্যা - পঞ্চগড়

৩। পাহাড়ি কন্যা - বান্দরবান

৪ সাগর কন্যা - পটুয়াখালী (কুয়াকাটা)

৫। নদীমাতৃক দেশ - বাংলাদেশ

৬। ভাটির দেশ- বাংলাদেশ

৭। সোনালী আঁশের দেশ - বাংলাদেশ

৮। মসজিদের শহর - ঢাকা

৯। রিক্সার নগরী - ঢাকা

১০। জাদুঘরের শহর - কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা

১১। ৩৬০ আউলিয়ার দেশ - সিলেট

১২। বারো আউলিয়ার দেশ - চট্টগ্রাম

১৩। বাংরাদেশের বাণিজ্যিক রাজধানী - চট্টগ্রাম

১৪ | বাংলাদেশের প্রবেশ দ্বারা - চট্টগ্রাম বন্দর

১৫। উত্তরবঙ্গের প্রবেশদ্বার - বগুড়া

১৬। পশ্চিমাবাহিনীর নদী - ডাকাতিয়া বিল (খুলনা)

১৭। বাংলার শস্যভাণ্ডার - বরিশাল

১৮। বাংলাদেশের রুটির ঝুঁড়ি - দিনাজপুর

১৯। বাংলার ভেনিস - বরিশাল

২২. প্রাচ্যের ডান্ডি - নারায়ণগঞ্জ

২৩। বাংলাদেশের কুয়েত বলা হয় - খুলনা চিড়ি চাষের জন্য

২৪। কুমিল্লার দুঃখ - গোমতী

২৫। চট্টগ্রামের দুঃখ - চাকতাই খাল।

Want your school to be the top-listed School/college in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Gazipur
1700

Other Educational Consultants in Gazipur (show all)
Waz-Nosiyut 02 Waz-Nosiyut 02
Gazipur
Gazipur, 1740

welcome to my channel

Academy of learning Quran and Arabic language Academy of learning Quran and Arabic language
Gazipur, Dhaka
Gazipur, 1200

নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, নামাজ, হ

STUDY WORLD DUET Admission Coaching STUDY WORLD DUET Admission Coaching
House:Front Side Of DUET Gate, Ekota Super Market 3rd Floor, DUET
Gazipur, 1700

ডিপ্লোমা শেষে বি,এস,সি করার জন্য একমাত

Home Tutor Arif Home Tutor Arif
Dolan Bazar, Kalapatua, Kaliganj
Gazipur, 1613

To help students is our motto.

Serote Mumin Serote Mumin
Gazipur

Welcome to the " Serote Mumin " ( صراط مؤمن ) Page. This is an Islamic Page. Here are al-Qur

Engr. Raju Ahmmed Engr. Raju Ahmmed
DUET
Gazipur, 1703

Here all kinds of suggestions are given to Assistant and Sub-Assistant Engineer job aspirants.

Athar bin hasan Official Athar bin hasan Official
Gazipur

ইসলামীক আলোচনা

National Nursing College & Tongi MATS National Nursing College & Tongi MATS
গাজীপুরা বাস স্ট্যান্ড সাতাইশ চৌরাস্তা
Gazipur, 1710

নার্সিং, ম্যাটস, কেয়ারগিভার কোর্স

Expert Language Academy Expert Language Academy
Ahammad Plaza, 2C29+4GH, Bazar Rd
Gazipur, 1700

Kids English, Natural Spoken English, SSC & HSC Academic English, Professional English, IELTS, etc.

Keramot Academy Keramot Academy
Bawpara(roverpolly College, Gazipur), Word No-21, Gazipur Shodor, Gazipur
Gazipur, 1703

অনার্স ও মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বিষয়ের উপর ভিডিও দেওয়া হবে, ইন শা আল্লাহ।

Graphics skyway Graphics skyway
Gazipur

Graphics Skyway is an online marketplace. we provide all types of graphics-related design. especially logo and brand identity.