Ali

....

23/10/2022
18/07/2022

আমি খুব স্বাস্থ্য সচেতন।
১ প্লেট অ-স্বাস্থ্যক-র ফুচকা ও ২ কাপ দূ-ষিত পানি দিয়ে বানানো টক খাই ঠিকই; কিন্তু ফুচকার দোকানের পানি আমি খাই না!!😌

16/07/2022

তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি!
বসন্ত কালে তোমায় বলতে পারিনি

15/07/2022
13/04/2022

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

21/02/2022

সকল ভাষা শহীদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা
🇧🇩

16/02/2022

Hello Gazipur

30/12/2021

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

11/11/2021

ফলাফল কি? শূন্য! 😞
আবার শুরু করুন না শুন্য থেকেই । এবার হয়তো আপনার নিজের জন্যই বাচতে শিখবেন। সময়ের সাথে পাল্লা দিয়েই না হয় চলবেন।

আপনি পারবেন। পারতে হবেই। একবার বাহিরের ঐ এতিমখানায় একটু উকি দিতে পারেন। দেখবেন কত অসহায় ওরা, ওরা সামনের পৃথিবীর সাথে লড়াই করার জন্য তৈরি হচ্ছে।

ব্যাস্ত রাস্তার মাঝের গলিটার পাশে রাখা ডাস্টবিনটার কাছে গিয়ে দেখুন দুপুর বেলায়, দেখবেন হয়তো ক্ষুদা নিবারনের জন্য কেউ খাবার খুজছে।

অথবা হাসপাতালের আইসিইউ এর জানালায় একটু উকি দেন । দেখবেন তার বেচে থাকার তিব্র আকাঙ্খা। যখন রিকশায় ঘুড়ে বেড়ান দেখেন না মাঝে মাঝে সত্তর বছর বয়স্ক লোকটা কেমনে আপনাকে নিয়ে রিকশায় চালায়!

ওরা যদি পারে। আপনি কেন নয়? ওদের থেকে আপনি তো খুব বেশী অসহায় নন।

আজকে থেকেই না হয় শুরু করলেন আপনার নতুন জীবন, নতুন অধ্যায়। 🙂

06/11/2021

যদি তুমি দ্রুত হাঁটতে চাও একা হাটো। কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একত্রে হাটো ।
এম জে হক ।

30/10/2021

* এক পর্যটক, এমন একটি শহরে বেড়াতে এল, যেখানে পুরো শহর ধারে (LOAN) ডুবে ছিল !!

** পর্যটক 500 টাকার নোট হোটেলের কাউন্টারে দিয়ে বলল :- আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি কামরা দেখে পছন্দ করার জন্য !

** হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘী ওয়ালার কাছে দৌড়োল আর তাকে 500 টাকা দিয়ে পুরোনো হিসাব মিটিয়ে দিল।

** ঘী ওয়ালা দৌড়াল দুধ ওয়ালার কাছে আর পৌঁছে 500 টাকা দিয়ে তার হিসাব চুকিয়ে দিল !

** দুধ ওয়ালা গেল গাই ওয়ালার কাছে আর 500 টাকা দিয়ে তার ধার শোধ করে দিল !

** গাই ওয়ালা দৌড়ে গেল ঘাস ওয়ালার কাছে আর 500 টাকা দিয়ে তার হিসাব মিটিয়ে দিল !

** ঘাস ওয়ালা ঐ হোটেলে দৌড়ে এল। ওখানে সে মাঝে মাঝেই রেস্টোরেন্টে ধারে খাবার খেত। 500 টাকা দিয়ে সে হাঁফ ছাড়ল !

*** পর্যটক কিছুক্ষণ পর ফেরত এল আর 500 টাকার নোট ফেরত নিয়ে বলল, কোনো রুম পছন্দ হল না !!

*না কেউ কিছু নিল*
*না কেউ কিছু দিল*

*** সবারই হিসাব চুকে গেল !

*তাহলে বলুন গোলমালটা কোথায় ?*

কোথাও কোনো গোলমাল নেই , আসলে সবারই ভুল ধারনা হল টাকা আমার।।

পৃথিবীতে খালি হাতে এসেছ, খালি হাতেই যেতে হবে।।

এই একটু ভাব আর জীবনের আনন্দ উপভোগ করুন ।।সবসময় খুশি থাকুন, নির্বিকার থাকুন ।।

👻 হাসতে থাকুন আর হাসাতে থাকুন ।।

17/10/2021

#রুমমেটের সাথে বের হলাম তার টিকেট কনফার্ম করতে।
গেইটে এসে মনে হলো ১০টা বেজে গেছে কিছু খেয়ে যাই,
বাসার পাশেই এক জায়গা থেকে খাবার কিনে খেলাম অথচ ১ মিনিট আগেও জানতামনা এখানে খাবার খেতে হবে...

রিজিকের এত চিন্তা আমরা কেন করি?
রিজিকের মালিক যিনি তিনি আগে থেকেই সব কিছু আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন..

রাস্তায় বের হয়ে রুমমেট বলে ভাই মটরের তেল নিতে হবে গেলাম পাম্পে...
ওইখানের লোক খাবারের বক্স ধরিয়ে দিলো ভাবলাম দু'জনে বাসষ্টফে বসে খেয়ে নিব!

মটর সাইকেলটা বাসষ্টফের সাথেই একটা বাংলা দোকানে রাখলাম খাবারটা কি করবো?
দূপুর হতে হতে এটা নষ্ট হয়ে যাবে।
রুমমেট বললো এটা দোকানের একজন বাঙ্গালীকে দিয়ে দেন তাই করলাম।
একটু সামনে এসেই খুশিতে আল্লার শুকরিয়া আদায় করলাম🤲

দেখেন খাবারটা আমাদের খাওয়ার কথা ১০ কিলোমিটার নিয়ে আসলাম নিজেরা খাবো বলে!
অথচ আল্লার তরফ থেকে এটা আমাদের রিযিক ছিলোনা..

#খাবার আমাদের, আমরা বহনকারী, রিযিক অন্যের!!
আমার জীবনে এরকম অনেক হয়েছে যেখানে খাবার খাওয়ার কথা না অথচ মালিক সেখানেই রিযিক দিয়েছেন।

আমাকে,আপনাকে যিনি সৃষ্টি করেছেন অনেক মায়া করে তার প্রতি কেন আমার কোন মায়া নেই?
তিনি আমাদের এত খেয়াল রাখেন, আমি কেন তার খেয়াল রাখিনা?
তার ইবাদত করতে কেন এত অবহেলা করি?
ও মালিক আমাকে সহ সবাইকে তুমি কবুল করো,
আমাদেরকে মানুষিক প্রশান্তি দান করো।
আমাদের আপনজনরা যতই আমাদেরকে কষ্টদিক তাদেরকে তুমি সুখে রাখো..

আমি জানি তুমি উত্তম রিযিকদাতা আমাকে হালাল রিযিক দান করো..
পরিবারের সবার হালাল রিযিকের ব্যাবস্থা করার তাওফিক দান করো..আমিন🤲🤲🤲

15/10/2021

ওহ আচ্ছা 🙂

13/10/2021

এমন কাউকে বিশ্বাস করো না,
যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না!

-হযরত উমর (রা.)🌸

08/10/2021

এই প্রথম বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে রাসুল সা: এঁর জন্মদিন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সা:(ﷺ) পালিত হবে।
আলহামদুলিল্লাহ্।

06/10/2021

কাপড় ওয়াশ হবে এখন সবচেয়ে কম রেটে, আর সাথে থাকছে অবিশ্বাস্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

04/10/2021

শাহরুখ খান স্পটলেস, দুই একটা দূরদূরান্তের কানাঘুষা ছাড়া কেউ খানসাহেব সম্পর্কে একটা উচ্চবাচ্যও করতে পারেনি

নিজের মুসলমান আইডেন্টিটিকে সামনে রেখেই, পরিচয় বজায় রেখেই গৌরি খানের সাথে বিয়ে করেছেন সংসার করেছেন

দিল্লিতে পড়ালেখা করে মুম্বাইয়ের বাদশাহ হয়েছেন

পৃথিবীব্যাপী মনজয় করে গেছেন

শেষ সিনেমা বের হয়েছে ২০১৮ সালের ডিসেম্বরে

সিনেমার স্ক্রিন ছাপিয়ে শাহরুখ গণমানুষের নায়ক হয়েছেন

অনুপ্রেরণা হয়েছেন, হয়েছেন বিশ্ব আইকন

যার মান আছে, তারই সম্মানহানির জন্য থাকে চেষ্টা!

এসব ঘটনা আমাদের মন থেকে শাহরুখকে কখনো এক বিন্দুও দূরে ঠেলতে পারবে না

আরিয়ান খানের প্রতিও সহমর্মিতা। ড্রাগ নেয়াকে সাপোর্ট করছি না, কেবল এই ঘটনার পরিপ্রেক্ষিত বোঝার চেষ্টা করছি।

ফ্রেমিংটা ভালো হয়নাই।

শাহরুখ মাত্রই সিনেমায় মন বসাচ্ছিলেন তিন বছর বিরতির পর!

শাহরুখের ব্যাপারে আস্থা আছে, তিনি ফিরবেন, আর সবাই দেখবে

কিং একজনই হয়!

01/10/2021

খুব একলা লাগে? চিন্তা করুন আদম আঃ এর কথা। তাঁকে একা সৃষ্টি করা হয়েছিলো। অসংখ্য বছর তিনি একা ছিলেন। একাকীত্ব কি জিনিস তাঁর মত আর কে জানে!

আত্মীয় স্বজনের কারণে কষ্ট পাচ্ছেন? ইউসুফ আঃ কে স্মরণে আনুন৷ নিজের ভাইয়েরা যার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলো।

বড় ধরনের সমস্যা থেকে বের হতে পারছেন না বলে হতাশ? ইউনুস আঃ এর কথা ভাবুন। মাছের পেটে আটকে ছিলেন তিনি।

পিতা-মাতার কোনো কথায় নিজেকে হতভাগ্য লাগছে? ইব্রাহিম আঃ এর কথা ভাবুন। যার বাবা নিজেই তাকে আগুনে নিয়ে যাচ্ছিলেন।

অপবাদ দিচ্ছে লোকজন? আয়েশা রাদিআল্লাহু আনহার কথা ভাবুন। সারা শহর তাকে অপবাদ দিয়েছিলো।

প্রচন্ড শারিরীক ব্যাথায় কাতর? আইয়ুব আঃ এর কথা মনে করে দেখুন। যিনি আপনার চাইতেও অধিক রোগগ্রস্ত ছিলেন।

কিছু করবার কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না? নূহ আঃ এর কথা চিন্তা করুন। নৌকা বানিয়েছিলেন প্রশ্ন করা ছাড়াই।

আশেপাশের সবাই তিরস্কার করছে? রাসুল সাঃ এর কথা স্মরণ করে দেখুন। পরিচিত অপরিচিত পৃথিবীর অসংখ্য মানুষের কাছ থেকে তিরস্কার পেয়েছেন।

এইযে যুগে যুগে সেই আদিকাল থেকে এইসব শিক্ষা এগুলো পড়ে পড়ে মুখস্থ করি কিন্তু সংকটের সময় সেসব বিন্দুমাত্রও মনে আনতে পারিনা, হতাশ হয়ে যাই, কেন? কারণ এসব কেবলি মুখের কথা আমাদের। আত্মস্থ করিনি, তাই। এজন্যই এখন মোটিভেশনের বাজার রমরমা আর তথাকথিত মোটিভেশনাল স্পিকারদের লক্ষ লক্ষ ফলোয়ার। অথচ প্রকৃত মুসলমানদের এগুলোর প্রয়োজনই ছিলোনা।

(সংগৃহীত)

30/09/2021

No cheating..😊 কপি পেস্ট করা যাবে না-

Want your business to be the top-listed Autos & Automotive Service in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Gazipur
1752

Other Motor Vehicle Companies in Gazipur (show all)
M.S Motor's M.S Motor's
Porabari Bazar, U-turn Mymensingh Road
Gazipur, 1700

এখানে সকল প্রকার সেকেন্ডহ্যান্ড বাইক

Bike City Bike City
Kaliakoir Bypass Stand, Kaliakoir
Gazipur, 1730

Welcome to Our Yamaha Family

Friends Motozone Friends Motozone
Prosika Mor (Opposite Of S. R Motors ), Mawna, Sreepur
Gazipur, 1747

সকল প্রকার মোটরসাইকেল ডেকোরেশন আইটেম

Modina Mishuk Modina Mishuk
Gazipur

Welcome to, Shakil Auto House (মদিনা মিশুক)। আপনার প্রয়োজনীয় গাড়িটি আমাদের কাছ থেকে সংগ্রহ করুন।

MD. Shahjalal Riyad MD. Shahjalal Riyad
Gazipur, 1740

I Love Allah

Runner Motorcycle Showroom, Gazipur. Runner Motorcycle Showroom, Gazipur.
Runner Motorcycle Showroom, Gazipur Cowrasta, Gazipur
Gazipur

সরকার বাড়ির পাশে, ভোগড়া, গাজীপুর চৌরাস্তা, গাজীপুর। যোগাযোগ: 01730407501

Industrial all product BD Lg/Ls/shizuki/Hyundai Industrial all product BD Lg/Ls/shizuki/Hyundai
Gazipur

All Electronic Products available..

Bike Gallery Bike Gallery
Gazipur, 1750

mimha enterprise

Rider Omor Olways On Fire Rider Omor Olways On Fire
Gazipur

Hello Guys My New I'd Sobai 100K Complete Koira Daw �

টাটা শো-রুম - মাওনা টাটা শো-রুম - মাওনা
Habibullah Tower, Mawna Chowrasta
Gazipur, 1740

টাটা ব্রান্ডের যেকোনো মডেলের পিক-আপ , ট্রাক, বাস ক্রয় করতে ০১৯৯২-০৪৫১৫২

Spare parts bd Spare parts bd
Tongi
Gazipur

Please confirm your order our inbox

Moto Gallery Moto Gallery
Gazipur, 1700

We are Moto Gallery , authorized reseller of premium brand bikes at your door step. Customer satisfa