Jabun Naher

Hello, My name is Jabun Naher. I am from Bangladesh. I am a freelancer.

Photos from Jabun Naher 's post 30/07/2023

ইমেইল - মার্কেটিং কি ?

আপনার বিপণন প্রচেষ্টার মধ্যে ইমেলের ব্যবহার একটি ব্যবসার পণ্য এবং পরিষেবার প্রচারের পাশাপাশি গ্রাহকের আনুগত্যকে উৎসাহিত করতে। ইমেল বিপণন হল বিপণনের একটি ফর্ম যা আপনার ইমেল তালিকার গ্রাহকদের নতুন পণ্য, ছাড় এবং অন্যান্য পরিষেবা সম্পর্কে সচেতন করতে পারে। আপনার ব্র্যান্ডের মূল্য সম্পর্কে আপনার শ্রোতাদের শিক্ষিত করতে বা ক্রয়ের মধ্যে তাদের নিযুক্ত রাখতে এটি একটি নরম বিক্রিও হতে পারে। এর মাঝেও যেকোন কিছু হতে পারে। Mailchimp আপনার মার্কেটিং প্রোগ্রামে সেরা ROI পেতে আপনার ইমেল মার্কেটিং ডিজাইন, তৈরি এবং অপ্টিমাইজ করতে সাহায্য করতে পারে।

22/07/2023

✅_মাইক্রোসফট এক্সেলের সাহায্যে আপনি যা যা করতে পারবেন:

১।বিভিন্ন সরল ও জটিল হিসাব করা।
২। বেতনবিল ও অন্যান্য হিসাব করা।
৩।চার্ট ও গ্রাফ করে পরিসংখ্যান করা।
৪। একসাথে এবং দ্রুত অনেক হিসাব করা।
৫।রেজাল্ট, স্যালারি ও অন্যান্য শিট করা।
৬। আয়কর ও অন্যান্য হিসাব করা ।
৭।সব ধরনের পরিসংখ্যানগত হিসাব বিশ্লেষণ করা ।
৮। ডাটা সংরক্ষন ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ ইত্যাদি ।

21/07/2023

Pinterest কি?

Pinterest হল অনলাইনে পাওয়া ছবি শেয়ার করার এবং শ্রেণীবদ্ধ করার জন্য একটি সামাজিক কিউরেশন ওয়েবসাইট। সাইটটিকে একটি ভিজ্যুয়াল বুকমার্কিং সাইট হিসাবে নিজস্ব সামগ্রীতে বর্ণনা করা হয়েছে৷ Pinterest হল পিন এবং ইন্টারেস্ট শব্দের একটি পোর্টম্যানটো।

সাইটের ফোকাস দৃশ্যমান হলেও, Pinterest-এর সংক্ষিপ্ত বিবরণ প্রয়োজন।

সর্বোপরি, Pinterest হল অনুপ্রেরণার উপর দৃষ্টি নিবদ্ধ একটি প্ল্যাটফর্ম। Pinterest আপনাকে ইমেজ এবং ভিডিও শেয়ার করার অনুমতি দেয়, সেইসাথে আপনি অন্যদের কাছ থেকে আবিষ্কৃত "পিন" বিষয়বস্তু শেয়ার করতে, আপনাকে পোস্ট করার পাশাপাশি আপনার দর্শকদের জন্য বিষয়বস্তু কিউরেট করতে সক্ষম করে।

যদিও Pinterest মহিলাদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় (Pinterest ব্যবহারকারীদের 75% এর বেশি মহিলা), এবং সর্বোচ্চ বয়স জনসংখ্যার বয়স 50-64 এর মধ্যে, Pinterest এর দর্শক বেশিরভাগ সোশ্যাল মিডিয়া চ্যানেলের মতো বিস্তৃত নয়৷

যাইহোক, Pinterest এর শ্রোতা বৃদ্ধি পাচ্ছে, Gen Z এবং পুরুষ Pinterest ব্যবহারকারী প্রতি বছর 40% বৃদ্ধি পাচ্ছে। ফলস্বরূপ, ব্যবসার জন্য তাদের সম্প্রদায় তৈরি করার এবং প্ল্যাটফর্মে তাদের পণ্য বা পরিষেবাগুলি বাজারজাত করার প্রচুর সুযোগ রয়েছে।

09/07/2023

সবাই সফল হবেন না, এটা মেনে নিন।
সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে, খরচ করে।
সেটা হতে পারে, সময়, সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই♻️

তাই একটা প্রমিসিং ব্রাইট ক্যারিয়ার গড়ে তুলতে আমাদের পড়াশোনার/ চাকরি/ ব্যাবসার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট এ ফোকাস দেওয়া উচিত।

30/06/2023

#ফ্রিলান্সিং,,
নিয়ে পোস্ট করা,পোস্টে অনেকে কমেন্ট করে (I am interested)যখন ইনবক্সে শুনতে পায় আপনাকে এডমিশন নিলে টাকা পেমেন্ট করতে হবে,তখন আগ্রহী ব্যাক্তির মুখটা কালো হয়ে যায় তখন ( I am not interest)হয়ে যায়🙃
ভাই স্কুলে লেখাপড়া শিখার জন্য টাকা দিয়ে ভর্তি হতে হয়েছে,একটা মেডিকেলে চিকিৎসা করার জন্য ফি দিতে হয়েছে,চাকরির সিভি বানাতে হয়ছে টাকা দিয়ে,, টাকা দিয়ে তো সব সম্পর্ক--তাহলে
এখানে কেন ফ্রি শিখতে চাইতেছেন ফ্রিল্যান্সিং??

👉ফ্রি মানে আলু ভর্তা মিলবে,টাকা দিয়ে শিখলে মাছ,মাংস,মুরগীর ভুনা জুটবে,এটা চিন্তা করিয়েন।
🥰ক্যারিয়ার গড়তে কিছু টাকা তো খরচ করতে হবে আপনাকে।

29/06/2023

ঈদ মোবারক ✨

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম . 🌙

_ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে উঠুক আপনার ও আপনার পরিবারের ঈদ আনন্দ!❣️

26/06/2023

আলহামদুলিল্লাহ। 🤲
আমাদের ফিউচার আইটি 🥰🥰
💐_এমন একটা প্রতিষ্ঠান এর স্টুডেন্ট হতে পেরে সত্যিই
নিজেকে খুবই ভাগ্যমান মনে হয় ..

24/06/2023

Alhamdulillah

14/06/2023

😱আগামী পাঁচ বছরে যেসব দক্ষতার চাহিদা বাড়বে ও কমবে এবং আগামি তে পুরো পৃথিবী যে সেক্টর নেতৃত্ব দিবে। তাই বসে না থেকে চাইলেই শুরু করতে পারেন দক্ষতা উন্নয়ন। তানাহলে পিছিয়ে থাকবেন আগামীর এ।
এটি #প্রথমআলো_পত্রিকার রিপোর্ট

13/06/2023

সকালে ঘুম থেকে উঠলে দেহ-মন সতেজ থাকে। এ ছাড়া কাজ করার জন্য সারা দিন প্রচুর সময় পাবেন আপনি। যারা সকালে ঘুম থেকে ওঠেন, তারাই কেবল জানেন ওর উপকারিতা। বিখ্যাত মনীষী ব্রেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলতেন, ভোরের মুখে সোনা রঙ থাকে। যারা রোজ সকালে ওঠেন, তারা নিশ্চয়ই জানেন এর উপকারিতা।

আসুন জেনে নিই সকালে ঘুম থেকে ওঠার কিছু সুবিধা রয়েছে চলুন জেনে নিই :

১. সকালে উঠলে কাজের জন্য সময় বেশি পাওয়া যায়। এ ছাড়া কাজের গতি বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, যখন কোনো ব্যক্তি ভোরে ওঠেন, তখন অন্যদের তুলনায় তিনি বেশি সক্রিয় থাকেন এবং কাজে সময় নেন কম।

২. সকালে উঠলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। যখন কেউ সকালে ওঠেন, তখন কাজের তাড়া স্বয়ংক্রিয়ভাবে কমে যায়।

৩. সকালে ঘুম থেকে ওঠা মানে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। এতে ঘুম ভালো হয়। প্রথম প্রথম একটু অসুবিধা হলেও অভ্যাস হয়ে গেলে দেহঘড়ি ঘুমের নতুন সময় ও সকালে ওঠার বিষয়টি মানিয়ে নেবে।

৪. যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক গবেষণায় দেখেছেন, যারা সকালে ঘুম থেকে ওঠেন, তারা দেরিতে ঘুম থেকে ওঠা শিক্ষার্থীদের তুলনায় ভালো ফল করে।

৫. সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যাদের ভোরে ঘুম ভাঙে, তারা বেশি সুখী হন। এই সুখ স্বল্পমেয়াদি নয়, বরং সারাটা জীবন ধরেই সুখ ছুঁয়ে যায়।

তথ্যসূত্র: ফোর্বস সাময়িকী।

08/06/2023

"Heat Wave" আসিতেছে
----------------------------------
তাই সাবধান হোন।
সম্ভবতঃ ৪০°-৫০° সে.।
--------------------------------

স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।
ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

৩) ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।
অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

★প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন।
অন্যকে জানান।

সচেতনতায়ঃ
ডা.গোলাম দাস্তগীর
ডক্টর্স দি চেম্বার্স
পায়রা চত্বর,নরসিংদী।

03/06/2023

সে যদি ধৈর্য ধরে পরিশ্রম করে দক্ষ না হতো তাহলে কিন্তু সে সাফল্যটা পেত না। 🥰

আপনার লক্ষ্য যদি ঠিক থাকে এবং নিয়মিত পরিশ্রম করেন তাহলে সাফল্য আপনার জন্য। এক মাস বা একদিনে কাজ শিখে কখনো ভালো কিছু করা সম্ভব নয়। যখন আপনারা এমন প্রতারণার ফাঁদে পড়ে কাজ শিখেন তখন আপনারা মার্কেটপ্লেস এ কাজ পান না। আপনার মধ্যে দক্ষতাই না থাকে তাহলে আপনি কাজ পাবেন কি করে। আর যখন আপনারা কাজ না পেয়ে হতাশায় পড়ে যান তখন আপনারা ফ্রিল্যান্সিং থেকে ঝরে যান। আর তখন আপনারা ফ্রিল্যান্সিংকে নিয়ে সমালোচনা শুরু করেন 🤔। আপনি দক্ষ হন আপনাকে কাজ খুঁজতে হবে না কাজ আপনাকে খুঁজে নেবে।।🥰🥰



❤️

02/06/2023

💎অনেকের ই একটি কমন প্রশ্ন 🤔

ফ্রিল্যান্সিং কি..?
কিভাবে শুরু করবো?
ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়.!💸
আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যরিয়ার বানাতে পারবো ?🤔

1. ফ্রিল্যান্সিং কি..?

✊ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত বা স্বাধীনপেশা, আর যিনি ফ্রিল্যান্সিং করেন তিনি হলেন একজন 💎ফ্রিলান্সার💎।

যিনি বি​ভিন্ন প্রতিষ্ঠানের হয়ে নিজ দক্ষতা ( ডিজিটাল মার্কেটিং,গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজাইন) অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।

2. কিভাবে শুরু করবো?

আমরা প্রত্যেকেই জানি কোনো একটা কাজ শুরু করতে গেলে আগে সেটা শিখতে হয়। এর ক্ষেত্রেও বিকল্প নেই। আমরা প্রথমে একটা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারি, তবে তার আগে যে এই বিষয়ে অভিজ্ঞ তার নিকট অবশ্যই পরামর্শ নিয়ে যেতে হবে।

3.ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়.!

আমার প্রশ্ন তাদের প্রতি যে আপনি কতো টাকা আয় করতে চান! ফ্রিল্যান্সিং সেক্টরে ততোই আয় করা সম্ভব।

কিন্তু তার জন্য একটা জিনিস অবশ্যই প্রয়োজন ⚡,
তা হলো আপনার পরিশ্রম আর ধৈয্য।

4. আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যরিয়ার বানাতে পারবো ?

ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, যেই সেক্টরের কাজ কখনো শেষ হবে না, বরং প্রযুক্তি যতো উন্নত হচ্ছে ততোই এই সেক্টরের কাজ বেড়েই চলেছে 🔥(100% ক্যরিয়ার)।


🔥.

28/05/2023

ইচ্ছা শক্তি দীর্ঘ হলে সফলতার ছোয়া আসবেই,,,
তবে, সময়ের সাথে নানা ধরনের বাঁধা সম্মুখীন হতে হবে, তার মাঝে কাজের গতিকে সচল রেখে এগিয়ে যেতে হবে।

Photos from Jabun Naher 's post 27/05/2023

♦️বয়স ৬৮, বাক্‌প্রতিবন্ধী, তবু ফ্রিল্যান্সিং করে সংসার চালান আবেদ সিরাজ💐

♦️বয়োবৃদ্ধ আবেদ সিরাজ। বয়স ৬৮ বছর। ২২ মে রাজধানীর একটি তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে দেখা হয় আবেদ সিরাজের সঙ্গে। কথা বলতে গিয়ে দেখা গেল তাঁর কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। জানা গেল তিনি বাক্‌প্রতিবন্ধী। সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্রে লেখা আছে ‘বাক্‌প্রতিবন্ধী (মাঝারি)’।

♦️তবে পক্ব কেশের আবেদ সিরাজের হাসিমাখা মুখে আত্মবিশ্বাসের ছোঁয়া। আর তা থাকবেই–বা না কেন? ৬৮ বছর বয়সেও তিনি কাজ করে যাচ্ছেন। গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল বিপণনে কাজ করেন একজন ফ্রিল্যান্সার হিসেবে। মাসে আয় হচ্ছে কমবেশি ৪০ থেকে ৫০ হাজার টাকা। ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের এই ক্ষেত্র, যেখানে তরুণদের অংশগ্রহণই বেশি, সেখানে আবেদ সিরাজ নিঃসন্দেহে এক ব্যতিক্রম।

26/05/2023

♦️_বাংলাদেশে বাড়ল বেকারত্ব। সে দেশের শ্রম মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, 2023 সালের প্রথম তিন মাসের তথ্যই গত বছরের রেকর্ড বেকারত্ব ছাপিয়ে গেছে। অর্থাৎ, চলতি বছরেই রেকর্ড বেকারত্বে দাঁড়িয়ে পৌঁছে গিয়েছে ঢাকা। 2022 সালের নভেম্বর মাসে বাংলাদেশে বেকারত্বের হার ছিল 6.91 শতাংশ বা 23 লাখ 20 হাজার। যা চলতি বছরের প্রথম তিন মাসেই বেড়ে দাঁড়িয়েছে 25 লাখ 90 হাজারে।

23/05/2023

♦️ প্রত্যেকের ক্যারিয়ার বিষয়ে অনেক বেশি সচেতন থাকা প্রয়োজন ..||
♦️ব্যক্তি জীবনে সচেতন থাকলে যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
♦️আত্মসচেতন মানুষ নিজেদের ভালো-মন্দ নিজেরা অনুধাবন করতে পারে। তাই ক্যারিয়ারের কোনো সময়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটি ভালো হবে, তা তারা বুঝতে পারে। ❤️🥀

15/05/2023

বেকারত্ব নামক করালঘাত থেকে নিজেকে মুক্ত সবচেয়ে বড় মাধ্যম ফ্রিল্যান্সিং ।

Photos from Jabun Naher 's post 14/05/2023

💠_সময় থাকতে হার্টের যত্ন নিন..!🫀
_হার্ট সুস্থ থাকাটা একান্ত জরুরী। কিন্তু আমরা অনেকেই এ ব্যাপারে উদাসীন। এমন কিছু অভ্যাস আছে যেগুলো আমাদের অজান্তেই হৃদপিণ্ডকে ধ্বংস করছে। কিন্তু একটু সচেতন হলেই ও কিছু বাজে অভ্যাসগুলো এড়িয়ে চলা সম্ভব হলে সহজেই বিপদ মুক্ত থাকা যায়।।
♦️বেশিরভাগই ভিন্ন ধরনের চর্বির পার্থক্য সম্পর্কে জানেন না। সবচেয়ে খারাপ চর্বি হলো ট্রান্স ফ্যাট। এজাঙ্কফুড, প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাদ্য, কুইক স্ন্যাকস এবং বেকারি আইটেম থেকে দূরে থাকুন।
♦️খুব বেশি দীর্ঘ সময় ধরে বসে থাকাটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কারণ এক গবেষণায় দেখা গেছে, এতে হৃদরোগের ঝুঁকি ১৪৭ গুণ বেড়ে যায়। আর হৃদরোগে মৃত্যুর ঝুঁকিও বেড়ে যায় ৯০%।
♦️নিজে ধূমপান না করলেও আপনার আশে-পাশের লোকজন যদি ধূমপান করেন এবং তাদের ফোকা সিগারেটের ধোঁয়া আপনার দেহে প্রবেশ করে তাহলে আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৩০% বেড়ে যায়।
♦️দাঁত রোগমুক্ত থাকলে হৃদপিণ্ডও রোগমুক্ত থাকে। কারণ মাড়ির রোগে আক্রান্ত হলে যে ব্যাকটেরিয়া জন্ম নেয় তা দেহের রক্তপ্রবাহের মধ্য দিয়ে চলাচল করে রক্তে সি-রিয়েকটিভ প্রোটিন এর মাত্রা বাড়িয়ে তোলে। এতেই বিপদ বাড়ে।
♦️গবেষণায় দেখা গেছে, যারা ছয় ঘণ্টার কম ঘুমান তাদের নানা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়; যার মধ্যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকও রয়েছে।

♦️হৃদরোগ থেকে বাঁচতে চাইলে আপনাকে প্রতিদিনই নড়াচড়া করতে হবে। হোক তা যোগ ব্যায়াম, সাঁতার, হাঁটাহাঁটি বা সাইকেল চালানোর মাধ্যমে ||প্রতিদিন পাঁচবার তাজা ফল, সবজি, শুকনো ফল, বাদাম এবং বীজজাতীয় খাবার খান||

13/05/2023

🎗️স্বাস্থ্য হলো শরীরিক ও মানসিক সুস্থতা।
♦️স্বাস্থ্য সচেতনতা হলো কিছু অভ্যাসের আচরণ, যার দ্বারা আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারি। 'স্বাস্থ্যই সম্পদ'- এটি একটি বহু পরিচিত বাক্য। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সকল নাগরিকের স্বাস্থ্য সচেতনতা দরকার। স্বাস্থ্য সচেতনতার নানা দিক গুলো নিয়ে এভাবে ভাগ করা যায়।

_দৈনন্দিন কাজ কর্মে স্বাস্থ্য সচেতনতা।
__খাদ্যাভাসে স্বাস্থ্য সচেতনতা।

♦️দৈনন্দিন কাজ কর্মে স্বাস্থ্য সচেতনতায় থাকবে পরিস্রুত পানীয় জল পান করা ।
♦️খাদ্যাভাসে স্বাস্থ্য সচেতনতায় থাকবে ক্ষতিকর খাদ্য ও পানীয় ব্যবহার না করা। মাদক সেবন থেকে দুরে থাকা। ভেজাল খাদ্য নিয়ে সচেতন থাকা।

03/05/2023

Eid exclusive...

03/04/2023

Assalamu alaikum

25/03/2023
24/03/2023

গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Want your business to be the top-listed Computer & Electronics Service in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

http://freelancerjabunnaher.blgspot.com/

Address


Gazipur Chowrasta
Gazipur
1702

Other Graphic Design in Gazipur (show all)
Laila Easmin Laila Easmin
Joydebpur Sadar
Gazipur, 1700

NHD Graphic NHD Graphic
Vogra Bypass
Gazipur, 1704

Maximize your sells up to 200X using our custom made professional designs. We help to make perfect branding and Web banners.

Engineer Md Nahid Hossan Robin Engineer Md Nahid Hossan Robin
Dhaka
Gazipur, 1740

Hi Friends. This is Engr Md Nahid Hossan Robin. Study At IEB (AMIE). This page has created for Eng

Graphic Wizard Graphic Wizard
Gazipur

Hey, If you are interested in video Editing & Graphics design then you should watch my videos.

SSVFX Studio SSVFX Studio
Gazipur, 1750

I am a professonal editor... Logo Design. Thumbnail Design. Poster Design. Cover Design. Youtube Cha

RIFAT GFX RIFAT GFX
Gazipur

I

IH Shamim IH Shamim
Gazipur, 1346

I'm IH Shamim, Bangladeshi Singer and Graphic Designer. also known simply as Shamim.

Mollah_Art Mollah_Art
Gazipur, 1346

Design is my passion.

SS LOGO HOUSE SS LOGO HOUSE
Gazipur

SS LOGO HOUSE Professional grafic digeinr and digital marketr. intereste freelancing. ❤️🇧🇩😍

Active Freelancer Solaiman Active Freelancer Solaiman
Savar. Dhaka
Gazipur, 3000

Welcome If you are looking for a skilled digital marketer then you have come to the right page🖥️

Graphic Drawing Graphic Drawing
Gazipur

It's a graphics design platform. Please place your order for best service.

MD.Rifat Rajo MD.Rifat Rajo
Gazipur

I can change your dream image into reality. #graphic design