Adib it hours

Adib it hours

মানুষ মানুষের জন্য 💞

18/08/2022

Amin🖤

16/08/2022

আজ রাত ১২ টার পর থেকে ১২০ করে আর ডলার পাওয়া যাবে না.....
বিশ্বের বর্তমান ডলার সংকটের কারণে এখন ফেসবুক বুস্ট প্রতি ডলার ১৩০ টাকা।🥰🥰🥰

10/08/2022
03/08/2022

ফেস*বুক মার্কে*টিং ছাড়া ব্যবসা হবে?
টার্গেটিং করে বু*স্ট অথবা প্রোমোট করুন, সেল আসবেই ইনশাআল্লাহ!
আপ'নার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারের দায়িত্ব ছেড়ে দিন আমাদের হাতে। আমরা টার্গেটিনহ করে আপ'নার পণ্য পৌঁছে দেব সঠিক কাস্টমারের কাছে।
আমরা সাপ্তাহিক, পাক্ষিক অথবা মাসিক হিসেবে বুস্ট করে থাকি।
আপনার পেজের বুস্ট অথবা প্রোমোট করতে "Send Message" বাটনে ক্লিক করুন অথবা কল করুন 01732329970 এই নাম্বারে।

দ্রষ্টব্য,
• হারা'ম পণ্য বুস্ট করা হয় না।
• সর্বনিম্ন ১০ ডলারে বুস্ট করতে হবে।
• নামাজের সময় এবং দুপুর ১ টা থেকে ৩ টা পর্যন্ত মোবাইল বন্ধ থাকবে।
• অফিস টাইম সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

03/08/2022

"যদি প্রোডাক্ট স্টক ক্লিয়ারেন্স সেল আনতে চান তাহলে ফেসবুকে যে অ্যাডে ভাল রেস্পন্স পাবেন সেটি কনটিনিউ প্রসেসে চালু রাখবেন"
©adibithouse

29/07/2022

💥💥💥

28/07/2022

অফারটি সীমিত সময়ের জন্য 😲।অফারটি লুফে নিতে এখনি যোগাযোগ করুন আমাদের ইনবক্সে 🥰।

23/07/2022

প্রোডাক্ট সেলের জন্য ফেসবুক বুস্টিং এবং ফটোগ্রাফি সমান ভাবে গুরুত্বপূর্ণ।

ভুল হচ্ছে না কোথাও? হাজার হাজার টাকা ইনভেস্ট করছেন? ফেসবুক অ্যাড দিচ্ছেন? বিভিন্ন লোকেশনে অ্যাড দিচ্ছেন, বিভিন্ন টারগেটিং করে অ্যাড দিচ্ছেন, বিভিন্ন অ্যাড অবজেক্টিভে অ্যাড দিচ্ছেন তারপর ও সেল হচ্ছে না!! আসলেই অবাক করা ব্যাপার তাই না?? এবং হতাশাজনক অবশ্যই।

আচ্ছা সমস্যা ফেসবুক অ্যাডে না হয়ে সমস্যা অন্য যায়গায় না তো? আমার মনে হয় সমস্যা অন্য জায়গায়। ফটোগ্রাফিতে।

আমি প্রচুর অ্যাড আমার নিজের টাইমলাইনে দেখি যারা রেগুলার অ্যাড দেয় কিন্তু তাদের ছবির মান ভালো নয়। এবং সেগুলা দেখে একদম ই উৎসাহ পাই না অর্ডার করতে সেখানে যতই ডিসকাউন্ট অথবা অফার থাকুক না কেন।

ছবির মান ভালো না হলে সেল কেন হবে না

এখানে ৩টা দিক দিয়ে ব্যাপার টা বুঝানোর চেস্টা করি

১। কাস্টোমারের দৃষ্টি আকর্ষণ
২। ফেসবুকের দিষ্টি আকর্ষণ
৩। অনলাইনে আমরা শুধু দেখেই প্রোডাক্ট কিনে ছুঁয়ে না।

১। কাস্টোমারের দৃষ্টি আকর্ষণ

একটা পরীক্ষায় দেখা গেছে যে ৮০% মানুষ একটা জিনিস ছবি দেখে মনে রাখে আর ২০ % মানুষ মনে রাখে কোন কিছু পড়ে, এখান থেকে কিছুটা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আপনার প্রোডাক্ট এর ছবি।

আপনি হাজার হাজার টাকার বুস্ট করছেন, ফেসবুকের ডিউটি কিন্তু আপনার প্রোডাক্ট সেল করিয়ে দেয়া না, সে শুধু আপনার প্রোডাক্ট মানুষকে দেখাবে, এখন মানুষ দেখলো তারপর যদি সেটা কেউ পছন্দ না করে সেটার জন্য দায়ী কিন্তু ফেসবুক না দায়ী আপনার ফটোগ্রাফি।

২। ফেসবুকের দিষ্টি আকর্ষণ
ফেসবুক অ্যাডে কন্টেন্টের মানের উপর পয়েন্ট আছে, যেটাকে "Content quality" বলা হয়ে থাকে। সেখানে আপনি যদি লো রেজুলেশন এবং ভালো মানের ছবি আপলোড না করেন তাহলে আপনার পয়েন্ট কমে যাবে এবং আপনার অ্যাড ভালো পারফর্ম করবে না এমন কি অ্যাড রিজেক্ট ও হতে পারে।

৩। অনলাইনে আমরা শুধু দেখেই প্রোডাক্ট কিনে ছুঁয়ে না।

অনলাইনে যখন কেউ প্রোডাক্ট কেনে তখন সে শুধু দেখেই কেনে, শপিং মল থেকে অনলাইনে সেল করার ব্যাপারটা অনেক পার্থক্য কারন সেখানে কাস্টোমার দেখে শুনে বুঝে একটা প্রোডাক্ট নিতে পারে।

এখানে একটা ব্যাপার বলা জরুরি মনে করছি যে আপনি যখন কোন দোকানে যান কোন কিছু কিনতে তখন দেখবেন দোকানে কতগুলা লাইট জ্বলে, তার মানে কি? তার মানে আমি উপরে বুঝাতে চেস্টা করেছি, যেখানে দেখে, ছুয়ে, বুঝে একটা প্রোডাক্ট কেনার ব্যাপার থাকার পরও লাইটিং টা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেখানে শুধু দেখে কেনার অনলাইনের জায়গাটাতে আমরা লাইটিং এর উপর কোন গুরুত্ব দিচ্ছি কি?

সমাধান কি হতে পারে পয়েন্ট আকারে দিচ্ছি

১। প্রোডাক্ট ফটোগ্রাফির মান ভালো করেন, নিজের প্রোডাক্ট নিজে তোলার চেস্টা করুন
২। গুগুলে সার্চ দিয়ে প্রোডাক্ট এর ছবি লাখ লাখ মানুষ আপলোড করে তাই সেগুলা এভোয়েড করার চেস্টা করুন
৩। স্মার্ট এবং ক্রিয়েটিভ ভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করুন, সে জন্য মডেল প্রয়োজন নাই, আপনি হাঙ্গারে একটা জামা রেখে দেয়ালে ঝুলিয়ে ছবি তুলতে পারেন আরো অনেক আইডিয়া আছে, ইন্সটাগ্রাম ঘুরলে অনেক আইডিয়া পাবেন মডেল ছাড়াই কিভাবে প্রোডাক্ট এর ছবি তোলা যায়।
৪। খুব কম দামে ফটোগ্রাফি বক্স পাওয়া যায় সেটা কিনতে পারেন, ছবির লাইট ভালো পাবেন, মানও ভালো আসবে।

আপনার কাছে প্রোডাক্ট ই নাই, ফটোগ্রাফি কিভাবে করবেন

এটা খুব যুক্তিসঙ্গত কথা যে ছবি ই নাই, অর্ডার হবার পর প্রোডাক্ট কিনে ডেলিভারি দেন তাহলে কি করা যায়? গুগল থেকে নিবেন? এ ছাড়া যদি কোন পথ খোলা না থাকে তাহলে গুগুল থেকে নেন, ভালো রেজুলেশন দেখে নেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এডিট করে নেন, নিজের লোগো, ব্র্যান্ড কালার ইত্যাদি দিয়ে একটা ফ্রেম তৈরি করে সেটার মধ্যে ছবি দিয়ে এরপর আপলোড করেন। তবে প্রোডাক্ট এর ছবিটা ফোকাস করার চেস্টা করবেন, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য যেনো প্রোডাক্ট টা মলিন না দেখা যায়।

যাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তারা ছবি তুলে দেয় সেটার মান ভালো না, আপনি কি করতে পারেন

সে ক্ষেত্রে আসলে দুই গ্রুপের মধ্যে একটা সমঝোতা তে আসা লাগবে, আপনি তাদের কে বুঝানোর চেস্টা করবেন যে ফটোগ্রাফির জন্য প্রোডাক্ট সেল না হলে আপনাদের দুই পক্ষের ই ক্ষতি, আর যেহেতু ফটোগ্রাফি করতে এখন আগের মত হাজার হাজার টাকা লাগে না তাই ইচ্ছা করলে ই এটা করা যায়।

আবার ও বলছি, প্রোডাক্ট ফটোগ্রাফিতে ভালোভাবে গুরুত্ব দিন, না হলে আপনার ই লস, আপনার প্রোডাক্ট টা হয়তো অনেক সুন্দর কিন্তু ঠিক মত ফটোগ্রাফি না করার ফলে সেটা একদমই ভালো দেখালো না, তাহলে আপনি শত শত ডলার বুস্ট করে, প্রোডাক্ট এ ডিসকাউন্ট দিয়েও কোন লাভ হবে না।

তাই বুস্টিংকে যেভাবে সিরিয়াসলি নিচ্ছেন ঠিক সেভাবে প্রোডাক্ট ফটোগ্রাফিও নিন, না হলে ফেসবুক কেন রিচ দেয় না, প্রোডাক্ট কেন সেল হয় না, বুস্টিং এজেন্সি মনে হয় ভালো করে বুস্ট করতে পারছে না ইত্যাদি তে থেকে যাবেন, মেইন সমস্যা না ধরতে পারবেন না।

নিচে কিছু আইডিয়া দেয়ার চেস্টা করছি

-ফটোগ্রাফি হবে একদম সাদামাটা, ব্যাকগ্রাউন্ড থাকবে এক কালারের, নিজের ছবি এটা প্রমানের জন্য একদম প্রোডাক্ট এর উপর দিয়ে ওয়াটারমার্ক না করে অন্য উপায় খুজন।

- একটা প্রোডাক্ট এর ছবি বিভিন্ন এঙ্গেল থেকে দেয়ার চেস্টা করুন, প্রোডাক্ট যদি জামা হয় তাহলে ফ্রন্টের সাথে ব্যাক সাইড এবং ডিজাইন থাকলে সেগুলা ক্লোজাপ করে ছবি তুলে দেন।

- সব ছবি এক রকম রাখার চেস্টা করবেন, একেক ছবিতে একেক রকম ব্যাকগ্রাউন্ড না, মনে রাখবেন আপনার মেইন ফোকাস হবে আপনার প্রোডাক্ট।

- আগে বলেছি গুগুল থেকে ছবি ডাউনলোড করে হুবুহু দিয়ে দিবেন না এখন আবার বলছি তবে কারন টা একটু ভিন্ন, এরকম করলে আপনি রাঙ্কিং পাবেন না, আপনার প্রোডাক্ট এর ছবিগুলা যদি আপনি আপনার ওয়েবসাইটে দেন তাহলে গুগুল আপনাকে প্রমোট করবে না। তাই অরিজিনাল ছবি অথবা অনেক বেশি করে এডিট করে ছবি ব্যবহার করুন তবে খেয়াল রাখবেন অরিজিনাল প্রোডাক্ট এর চেহারা যেন পাল্টে না যায়, তাহলে কাস্টোমাররা প্রতারিত হবে।
Adibithouse :)

23/07/2022

ডিজিটাল মার্কেটিং কি? জেনে নিন আপনি ডিজিটাল মার্কেটিং এ কোন কোন সেক্টর নিয়ে কাজ করতে পারবেন।

বর্তমান যুগ ডিজিটাল যুগ। আপনি পৃথিবীতে বাস করছেন ডিজিটাল প্রযুক্তির মাঝে। সেই হিসেবে আপনার ব্যবসায়ও অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে করতে হবে। আপনি তুলনামুলকভাবে কম খরচে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কাজ করতে পারেন। ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচারকে বোঝায়। ইন্টারনেট ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

👉 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা SEO মূলত একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা, তাহলে আপনার পণ্যের বিক্রিও বৃদ্ধি পাবে । আজকের প্রতিযোগিতার বাজারে পণ্যের মার্কেটিংয়ের ক্ষেত্রে এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। গুগল তার তথ্য গুলো নিয়মিত আপডেট করে।

👉 কন্টেন্ট রাইটিং

আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং হচ্ছে একটি মাধ্যম যার মাধ্যমে অনলাইনে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে রয়েছে বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। যাদের ইংরেজীতে রয়েছে অগাধ দক্ষতা তারাই নিজেদেরকে রাইটার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন অনায়াসে। বিভিন্ন ওয়েব সাইটে বিভিন্ন উদ্দেশে আর্টিকেল লিখা হয়। ব্লগ আর্টিকেল ছাড়াও প্রোডাক্টের রিভিউ, সার্ভিসের সেলস পেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের । মনে রাখবেন, একটি কার্যকর কৌশল আপনার পাঠকদের জন্য তৈরি করবেন এবং তারা আপনার কাছ থেকে আরো তথ্য জানতে আগ্রহী হবে। একটি ভাল কন্টেন্ট আপনার ব্যবসা ব্র্যান্ডিং জন্য সবচেয়ে ভাল উপায়।

👉 সোশ্যাল মিডিয়া মার্কেটিং

আপনার ব্যবসায়িক পণ্যের প্রচারের জন্য এর চাইতে ভাল জায়গা, এখনও নাই। একটি এ্যাক্টিভ কমিউনিটি তৈরি করুন। এমনভাবে একটি কমিউনিটি তৈরি করুন যেখানে সকল মেম্বার এ্যাক্টিভ থাকবে। ফেসবুকে কমিউনিটি তৈরি করার জন্য গ্রুপ কিংবা পেজ তৈরি করুন। এমনি করে টুইটার, ইন্সট্রাগ্রাম, গুগল প্লাস কিংবা লিংকেডিনে কমিউনিটি তৈরি করুন। আপনার টার্গেটকৃত ক্রেতাদের সাথে সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন আলোচনাতে অংশগ্রহন করতে পারেন। কাউকে ইমেইল পাঠানোর ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ার পেজ কিংবা গ্রুপের লিংকগুলো সিগনেচার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার নিজের ওয়েবসাইটে কিংবা কোন ব্লগে পোস্ট দেয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার লাইক বাটন যুক্ত করুন। নিয়মিত পোস্ট দিতে হবে। সেটা একটা রুটিন অনুযায়ী করলে ভাল হয়ে। যেমন, ৩ দিন পর, ১ সপ্তাহ পর। তাহলে নিয়মিত ভিজিটর আসবে নতুন কিছু পাবার আশায়।

👉 ডিজিটাল ডিসপ্লে বিজ্ঞাপন

এটি অনেকটা আবার আপনার SEM এর একটি মার্কেটিং ব্যবস্থা। সম্ভাব্য শ্রোতাদের লক্ষ্য করে ডিসপ্লে বিজ্ঞাপন ফরম্যাটের বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন- এটি টেক্সট, ইমেজ, ব্যানার, সমৃদ্ধ মিডিয়া, ইন্টারেক্টিভ বা ভিডিও বিজ্ঞাপন হতে পারে। আপনার আগ্রহ, বিষয়বস্তু বিষয় বা ক্রয় চক্রের গ্রাহকের অবস্থানের উপর ভিত্তি করে আপনার বার্তা কাস্টমাইজ করতে পারেন।

👉 মোবাইল মার্কেটিং

এসএমএস(SMS) মার্কেটিং, এমএমএস(MMS) মার্কেটিং এর মাধ্যমে মোবাইল মার্কেটিং করা হয়। আর এগুলোর মধ্যে “SMS FOR MOBILE” মার্কেটিং পদ্ধতিটি খুবই গুরুতুপূর্ণ। আপনি ভার্চুয়াল জগৎ এর, ডিজিটাল যুগের মানুষ। আপনার ফেসবুক, টুইটারে অনেক ফলোয়ার থাকতে পারে। তাদেরকে আপনি মেসেজ অথবা টুইট করতে পারেন আপনার keyword গুলো। মেসেজ হবে সংক্ষিপ্ত, to-the–point এ এবং ১৬০ ওয়ার্ডের বেশী নয়। এই মার্কেটিং পদ্ধতিটি খুবই ফ্লেক্সিবল এবং এটি টাকা তৈরীর টুল হিসেবে ব্যবহৃত হতে পারে।

👉 ইন্টারেক্টিভ মার্কেটিং

আপনার ওয়েবসাইটে কি ধরনের ভিজিটর আসে আর কতজন ভিজিটর আসে তার উপরেই আপনার ওয়েবসাইটের সকল সাফল্য নির্ভর করে। আপনি একটা ভিডিও তৈরি করে সেটা বিভিন্ন ভিডিও সাইটে দিতে পারেন যেমন ইউটিউব, ডেইলিমোশন, ভিমিও, রেভের ইত্যাদি। এতে আপনার ভিডিওটি ছড়িয়ে পড়বে আর অনেক মানুষকে আপনার ওয়েবসাইটে আসতে বাধ্য করবে।

👉 ইমেইল মার্কেটিং

যখন আমি আমার বার্তা গ্রাহকদের কাছে ইমেইলের মাধ্যমে পোঁছাবো তখন তাকে আমরা ইমেইল মার্কেটিং বলব। ইমেইল মার্কেটিং হচ্ছে একটি অনলাইন মার্কেটিং পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার পন্যের এবং সেবার প্রচার করতে করতে পারবেন এবং আপনার সাইটের প্রচার করতে পারবেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান এই পদ্ধতির মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করছে।

👉 অ্যাফিলিয়েট মার্কেটিং

আপনি যখন আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল টা ব্যাবহার করে অন্য কারও প্রডাক্ট অথবা সার্ভিস কমিশন ভিত্তিক প্রমোশন করবেন সেটা হবে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এমন কোন বিষয় নয় যেখানে আপনি রাতারাতি খুব বেশি কিছু করে ফেলতে পারবেন। এখানে তারাই সফল হবে যারা ধৈর্য সহকারে কাজ করে যেতে পারবে।

👉 ওয়েব এনালিটিক্স

আপনার ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ওয়েব Analytics। মূলত, ওয়েব এনালিটিক্স সংগ্রহ করা, পরিমাপ, বুঝতে, বিশ্লেষণ, পরিকল্পনা, রিপোর্ট করা এবং আপনার ব্যবসার জন্য ওয়েব কার্যক্রম ভবিষ্যদ্বাণী করতে আপনাকে সাহায্য করবে। ওয়েব এনালিটিক্স ওয়েব পরিসংখ্যান সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। কিছু গুরুত্বপূর্ণ ওয়েব এনালিটিক্স হচ্ছে গুগল এনালিটিক্স, স্প্রিং মেট্রিক্স, অপেরা, প্রিন্ট। এটা বলার অপেক্ষা রাখে না যে প্রত্যেক বিজ্ঞাপনদাতা তার ব্যবসা বুঝতে ওয়েব এনালিটিক্স ব্যবহার করা হয়।
--

এটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার ব্যবসার জন্য বিভিন্ন মার্কেটিং কৌশল ব্যবহার করতে পারেন এবং এর মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে কোন কৌশলটি ব্যবহার করলে বেশি লাভবান হবেন। ডিজিটাল মার্কেটিং একটি গতিশীল মাধ্যম এবং আপনি সবসময় আপানার কাজের উপর ভিত্তি করে পরিবর্তন করতে পারবেন।

© adibithouse- Devlopment Sector ❣

23/07/2022

বুস্টিং করে সেল পান না? সমাধান জেনে নিন।
বাংলাদেশে সব ধরনের ছোট এবং মাঝারি অনলাইন উদ্যোক্তারা এফ-কমার্স নির্ভর ব্যবসা পরিচালনা করে। ৯৯% উদ্যোক্তাদের কমন সমস্যা হচ্ছে বুস্ট করে রেসপন্স পাচ্ছেনা বা আগের মত রিচ হচ্ছেনা, সেল পরে গেছে।
এখন কিভাবে কি করবে? এই সব সমস্যা নিয়ে সেই উদ্যোক্তারা যখন তার অ্যাডভারটাইজারের সাথে যোগাযোগ করে অ্যাডভারটাইজার তখন তাদের এত্তগুলা টেকনিকাল ট্রাম যেমন রেলেভেন্সে স্কোর, CPM, CTR, CPC, CPA ছাড়াও আরও বিশাল লেকচার দিয়ে দেয় যে কেন বুস্টিং কেন ভালো কাজ করছেনা বা কিভাবে ভালো কাজ করবে।
এতে সেই উদ্যোক্তারা (বেশির ভাগ উদ্যোক্তা যাদের টেকনিকাল নলেজ কম) আরও কনফিউজড হয়ে যায়। কেউ বুস্টিং এর পরিমান বাড়িয়ে দেন যেমন আগে $৫ বুস্ট করত এখন $১০ বুস্ট করে বা আরও বেশি। কেউ প্রোডাক্ট চেঞ্জ করে যে আইটেম বাজারে সেল বেশি সেই প্রোডাক্টে বিজনেস শুরু করে কিছুটা আশা খুজে পায় এবং কিছু দিন পর আবার সেই পুরনো সমস্যা। এই গুলা কোনটাই এর স্থায়ী সমাধান না। তাহলে সমাধান টা কোথায়?
আপনি যদি এফ-কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই কথা আপনার মস্তিষ্কে গেথে রাখেন “বুস্টিং করে সেল বারবেনা” কারন সেল বৃদ্ধির সমাধান বুস্টিং এ নাই।
সমাধান এখানে দিচ্ছি। সেল বারাতে কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে। যেমন “মানুষ (কাস্টমার)পছন্দ করেনা কেউ তাকে এসে কিছু সেল করে যাক, মানুষ চায় কেউ তাকে সাহায্য করুক।” বাস্তব জীবনে এর উদাহরন দেই আপনি প্রথম দিন দেখেই কাউকে বিয়ে করতে চাইবেন না তাকে ভালো ভাবে না জেনে বা প্রথম দেখাতেই আমরা কারো সাথে তেমন ঘনিস্ট হইনা। যদি কোন ছেলে এমন আচরন করে কোন মেয়ের সাথে সেও বিব্রত বোধ করবে। মানুষ কোন সিদ্ধান্ত নিতে সময় নেয় সেই বিষয়ে ভালো ভাবে জানার চেষ্টা করে। ঠিক তেমনি কোন সেলার যখন হঠাৎ সেল করার চেষ্টা করে তাদের আচরনে মানুষ বিব্রত বোধ করে ঠিক জ্যামে পরলে গাড়িতে এসে হকাররা আমাদের বিব্রত করে। এই ধরনের ডেসপারেট সেলারদের থেকে ক্রেতারা দূরে পালায়।
এখন দ্বিতীয় কথা হচ্ছে মানুষ সাহায্য পেতে পছন্দ করে। কিভাবে মানুষকে (কাস্টমারকে) সাহায্য করা যায়? আপনি আপনার কাস্টমারকে দুই ভাবে সাহায্য করতে পারেন। ১। সে কোন সমস্যায় থাকলে সে সমস্যার সমাধান করে দেন অথবা কাস্টমার কোন লক্ষ অর্জন করতে চাচ্ছে সেই লক্ষ অর্জনে সাহায্য করে দেন (সমস্যার সমাধান বা লক্ষ অর্জনে সাহায্য করা হবে আপনার পণ্য)। যখন আপনি আপনার টার্গেট কাস্টমারের চাহিদা, সমস্যা গুলো বুঝতে পারবেন তখনি তাকে ভালো একটা সমাধান দিতে পারবেন এবং কাস্টমার আপনার কাছ থেকে পণ্য নিবে।
বুস্টিং এ আমরা কি করছি? ডেস্পারেট সেলারের মত অপরিচিত ক্রেতাকে যার আমার ব্র্যান্ড সম্বন্ধে কোন ধারণা নাই, আমার পণ্য তার জন্য ভালো না খারাপ বা তা তার দরকার আছে কিনা, আমার পণ্য ক্রেতার কোন সমস্যার সমাধান করছে কিনা না জেনেই ক্রেতাকে কেনার জন্য প্রেসার দিচ্ছি সেদিকে ক্রেতাও আমার থেকে উল্টো ছুটে পালাচ্ছে বহুদূর।
সেল বাড়ানোর জন্য আপনার একটা প্রপার প্লানিং থাকতে হবে। আপনার টার্গেট কাস্টমার সম্বন্ধে আপনার স্বচ্ছ ধারণা থকতে হবে। আপনি আপনার কাস্টমারের কোন সমস্যার সমাধান দিচ্ছেন সেই ব্যাপারে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে।
একটা সুন্দর গুছানো সেলস ফানেল থাকতে হবে তার পর একটা লংটার্ম প্রমোশনাল প্লান করতে হবে বাজেট কম বা বেশি হতে পারে।সেখান থেকেই ইনশাল্লাহ সেলস বাড়তে থাকবে। বুস্টিং করে গেলে হকারদের মত দিন শেষে কিছু সেল আসবে তাতে আপনার ব্যবসার লংরানে তেমন কোন সফলতা পাবেন না। যদি লংরান বিজনেস করে সেল বারাতে চান ভালো মার্কেটিং প্লান এর বিকল্প নাই।
▪ দক্ষ ও প্রোফেশনাল ভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মার্কেটিং ও প্রমোশনের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।।
🎯 Contact Us -
📠 +88 01732329970
📲 +88 01793069637
📩 [email protected]

23/07/2022

ফেস*বুক মার্কে*টিং ছাড়া ব্যবসা হবে?
টার্গেটিং করে বু*স্ট অথবা প্রোমোট করুন, সেল আসবেই ইনশাআল্লাহ!
আপ'নার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারের দায়িত্ব ছেড়ে দিন আমাদের হাতে। আমরা টার্গেটিনহ করে আপ'নার পণ্য পৌঁছে দেব সঠিক কাস্টমারের কাছে।
আমরা সাপ্তাহিক, পাক্ষিক অথবা মাসিক হিসেবে বুস্ট করে থাকি।
আপনার পেজের বুস্ট অথবা প্রোমোট করতে "Send Message" বাটনে ক্লিক করুন অথবা কল করুন 01732329970 এই নাম্বারে।

দ্রষ্টব্য,
• হারা'ম পণ্য বুস্ট করা হয় না।
• সর্বনিম্ন ১০ ডলারে বুস্ট করতে হবে।
• নামাজের সময় এবং দুপুর ১ টা থেকে ৩ টা পর্যন্ত মোবাইল বন্ধ থাকবে।
• অফিস টাইম সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Gazipur
1700

Other Social Media Agencies in Gazipur (show all)
DGTL: Digital Growth with Tarek's Lab DGTL: Digital Growth with Tarek's Lab
Shafipur Bazar
Gazipur, 1751

Driving Results, Amplifying Brands

Digital Marketer Juwel Digital Marketer Juwel
Joydebpur
Gazipur, 1700

I am a digital marketing expert. I can provide the best service for your business.

মানুষ মানুষের জন্য MAHP মানুষ মানুষের জন্য MAHP
Gazipur, 1740

লাইক দিয়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্য?

Lamp post ল্যাম্প পোস্ট Lamp post ল্যাম্প পোস্ট
Dhaka
Gazipur, 5400

সবার কাছে দোয়া চাই। আর একটি করে ফলো চাই, আমার পেইজ এ। । 🙏🙏🙏🙏🙏🙏

Md.Nur-Alom Md.Nur-Alom
Shatiabari, Rajendrapur, Sreepur
Gazipur, 1741

I work on campaign,creative strategy targeting,segmentation,budgeting,SEO and content writting.

BOST BD 24 BOST BD 24
Dhaka
Gazipur

Facebook Monetization Youtube Monitize & All policy issues রিমোভ করেন খুব সহজেই।

Online bazar Online bazar
Kawraid, Sreepur, Gazipur
Gazipur, 1745

#social media agency #social media marketing offers one stop #social media marketing services

tahir 022 tahir 022
Gazipur

Please Follow My Page

Profit Boosting Agency Profit Boosting Agency
Gazipur, 1703

দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী দ্বারা আপনার ব্যবসার প্রচার ও প্রসারের মাধ্যমে মুনাফা অর্জন ই আমাদের লক্ষ্য

Online Orbit Institute Online Orbit Institute
Gazipur, 1751

I am a Professional Digital Marketer at Fiverr&Upwork

Arfin Arfin
Gazipur

XJM JIHAN XJM JIHAN
Gazipur

alhamdulillah for everything ��