Mr Razon

Men

22/11/2023

❤️

09/11/2023
29/10/2023

কেউ হয়তো বলবেন লাখ টাকা দিলেও
এমন বিছানায় ঘুমাবেন না,
কিন্তু এক মিনিটের জন্য ভাবুন কর্মের
ফলে আপনার আমার কবরের বিছানা যদি
এমন হয়??
আল্লাহ আমাদের সবাই কে হেফাজত করুন,

27/10/2023

কোটি কোটি টাকা উপার্জন
করে এত সুন্দর বাড়ি নিরমান করেছেন!!
অথচ মৃত্যুর পর শুধু সাদা
কাফনেই তার সঙ্গী।।🥀😥💔..?

25/10/2023

এই জায়গা-ই আমাদের আসল ঠিকানা।💔

24/10/2023

আল আকসা,
আমার প্রথম কিবলা
আমি তোমার দিক হতে কপাল ফিরিয়েছি
হৃদয় কখনো ফিরাইনি।

23/10/2023

[]- নফসকে নিয়ন্ত্রণে
রাখার ১৫ টি কৌশল

১. ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।

২. দিনে ম্যক্সিমাম তিনবার খাবার অভ্যাস করুন। সকাল, দুপুর ও রাতের খাবারের মাঝখানে হাবিজাবি খাবার- যেমন ফাস্টফুড, স্ট্রিটফুড খাওয়া যাবে না। ক্ষুধা লাগলে খেজুর, আপেল এগুলো খাওয়া যায়।

৩. প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন।

৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোন মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোন লস আছে? বলা কি আবশ্যক? উত্তর না হলে; ওই কথা বলার দরকার নাই।

৫. সকাল সন্ধ্যার জিকির-আযকার পাঠ করুন।

৬. ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন।

৭. প্রতিদিন নিয়মত কুরআন পড়ার অভ্যাস করুন। হতে পারে ১ রুকু থেকে ১ পারা - যেকোন পরিমাণ।

৮. ঘুমের পরিমাণ কমাতে হবে।

৯. ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন। আর কিছু না পারলে ১৫-২০ মিনিট জগিং করে এসে গোসল করে ইশরাকের সালাত পড়ার অভ্যাস করা।

১০. দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে।

১১. ফেসবুক, ইউটিউব, টুইটার (সোশ্যাল মিডিয়া) কম ব্যবহার করা।

১২. প্রতিদিন হিফজের একটা টার্গেট নেয়া। এটা প্রতিদিন এক আয়াতও হতে পারে৷ কিন্তু টার্গেট পুরা করতে হবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ।

১৩. বিশেষকরে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে৷

১৪. রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আসতাগফিরুল্লাহ পড়তে থাকুন।

১৫. নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন। ইনশাআল্লাহ, রাব্বে কারিম আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন।

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা লেখার প্রতিটি কথার উপর প্রথমে আমাকে ও আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুক।
আমিন।

22/10/2023

এতো অহংকার করে লাভ কি.?

22/10/2023

জয় হোক ফিলিস্তিনের
জয় হোক পুরো মুসলিম জাতির
Today's the best photo
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️






























Today Best Photo
• Today's the best Photo 🌿 ❤

•🔴 Beautiful















゚viralシ ゚viral

22/10/2023

আলহামদুলিল্লাহ ❤️

22/10/2023

নামাজ এমন একটা ইবাদত যার সাথে নির্ভর করে অন্যান্য ইবাদত --

মনযোগ দিয়ে শুনুন...

09/10/2023

সফলতার কোনো সর্ট কার্ট হয় না... Its a Journey... একটু একটু করে সামনে আগাতে হবে।

09/10/2023

সহজ সরল চাচা -- 💐

09/10/2023

গাজীপুর শ্রীপুর মাওনাতে হঠাৎ বৃষ্টি অতঃপর মাছের উৎসব,, অনেক দর্শক দেখতে আসছে।

22/09/2023

আগে যখন এই ছবিটা দেখেছিলাম.... এর পেছনের অর্থ বুঝিনি...

দেখা যাচ্ছে যে বিড়ালটি একটি ছোট গর্ত থেকে একটি সাপের লেজ আটকে থাকতে দেখেছে এবং বিড়ালটি ভেবেছিল যে এটি একটি ইঁদুরের লেজ, তাই সে এটিকে টেনে টেনে তাড়িয়ে দিতে চেয়েছিল যতক্ষণ না এটি বেরিয়ে আসে...।

তখন আমি বুঝলাম যে... এই ছবিটি বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী মার্কো মেলগ্রাতির কাজ,

তার পেইন্টিংয়ের অর্থ: "ঝুঁকি না জেনে আপনি কখনই জানেন না আপনি কার সাথে খেলছেন, কারণ আমরা আজকের গুণাবলী যেমন অজ্ঞতা, শো-অফ, কঠোর পরিশ্রম, দ্রুত সমাধান ইত্যাদিতে পরিপূর্ণ।"

আজকের দ্রুত এবং ব্যস্ত জীবনে আমরা যা দেখি তা সত্যের একটি ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র।

যদি আমরা অন্যদের স্বাস্থ্যের যন্ত্রণাকে ঘনিষ্ঠভাবে দেখি, তাদের জীবন অন্যের উপর বোঝা, আশার পিছনে ছুটছে, দিন গুনছে, উদযাপনের আনন্দ থেকে দূরে, মনোমুগ্ধকর এবং পেশাদারিত্ব থেকে দূরে ইত্যাদি ইত্যাদি।

আমরা কি করছি ?? আমরা স্বাস্থ্যের অবস্থাকে ইঁদুরের লেজ হিসাবে বিবেচনা করি এবং কখনই অনুমান করি না যে প্রাচীরের পিছনে আসল কোবরা।

তাই আপনার স্বাস্থ্যকে প্রাধান্য দিন।
আপনার স্বাস্থ্যের অবস্থাকে কখনই উপেক্ষা করবেন না।
কোবরার লেজকে ইঁদুরের লেজ ভেবে খেলা করবেন না।
অবশেষে, জীবন গুরুত্বপূর্ণ, তাই স্বাস্থ্য গুরুত্বপূর্ণ।

এই ছবিটি মনে রাখবেন: আপনি পুরো ছবিটি দেখতে পারবেন না। আপনি যদি পুরো চিত্রটি দেখতে পারেন তবে আপনি বুঝতে পারবেন যে আমরা যাকে ছোট মনে করি তা আসলে আমাদের চেয়ে অনেক বড়।

তাই আসুন আপনার স্বাস্থ্যের অবস্থার যত্ন নিন এবং সুস্থ থাকুন।
আশা করি এটি ভাগ করে আপনি সুস্থতার সচেতনতা তৈরি করতে সহায়তা করতে পারেন।

স্বাস্থ্য এই যুগের নতুন বিলাসিতা...

22/09/2023

পিতৃহীন নিষিদ্ধপল্লীতে যাদের জন্ম, তারাই তানজিম হাসান সাকিবকে জঙ্গি বলতে পারে। এবং তার নামে কুৎসাস রটাতে পারে...
Tanzim Hasan Sakib

20/09/2023

নামাজ কখনো ছেড়ো না...

09/09/2023

কিছু মানুষ গিরগিটির মতো রুপ বদলায়,, আসুন এদের থেকে দূরে থাকি...☘️

02/09/2023

দিন দিন আয়ু কমছে.. 🥲

05/06/2023

Show Much Go On

18/02/2023

আপনার কাছে টাকা নাই বাসে আসতেন 😡

14/02/2023

হায়রে মৃত্যু 😭😭 আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুক (আমিন)

26/09/2022

ওযূ করার সঠিক পদ্ধতিঃ
(১) মুছল্লী প্রথমে মনে মনে ওযূ করার নিয়ত বা সংকল্প করবে।[1]
(২) তারপর ‘বিসমিল্লাহ’ বলবে।[2] অতঃপর
(৩) ডান হাতে পানি নিয়ে[3] দুই হাত কব্জি পর্যন্ত ধৌত করবে।[4] সেই সাথে হাতের আঙ্গুলগুলো খিলাল করবে।[5] আংটি থাকলে পানি পৌঁছানোর চেষ্টা করবে।[6]
(৪) ডান হাতে পানি নিয়ে একই সঙ্গে মুখে এবং নাকে পানি দিবে ও নাক ঝাড়বে।[7] তারপর
(৫) কপালের গোড়া থেকে দুই কানের লতীসহ থুৎনীর নীচ পর্যন্ত সম্পূর্ণ মুখমন্ডল ধৌত করবে।[8] তারপর এক অঞ্জলি পানি নিয়ে থুৎনীর নীচে দিয়ে দাড়ি খিলাল করবে।[9] অতঃপর
(৬) প্রথমে ডান ও পরে বাম হাত কনুই পর্যন্ত ধৌত করবে।[10] এরপর
(৭) নতুন পানি নিয়ে[11] দুই হাত দ্বারা মাথার সম্মুখ হতে পিছনে ও পিছন হতে সম্মুখে নিয়ে গিয়ে একবার পুরো মাথা মাসাহ করবে।[12] একই সঙ্গে ভিজা শাহাদাত আংগুল দ্বারা কানের ভিতর অংশে ও বুড়ো আংগুল দ্বারা কানের পিঠ মাসাহ করবে।[13] অতঃপর
(৮) ডান ও বাম পায়ের টাখনুসহ ভালভাবে ধৌত করবে।[14] এ সময় বাম হাতের কনিষ্ঠা আংগুল দ্বারা পায়ের আংগুল সমূহ খিলাল করবে।[15]
(৯) ওযূ শেষে বাম হাতে কিছু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিবে।[16] (১০) অতঃপর দু‘আ পাঠ করবে। উল্লেখ্য যে, ওযূর অঙ্গগুলো এক, দুই ও তিনবার ধোয়া যায়। এর বেশী ধোয়া যাবে না।[17]
রেফারেন্স (পাদটীকা):
[1]. ছহীহ বুখারী হা/১;
[2]. ছহীহ তিরমিযী হা/২৫, ১/১৩ পৃঃ;
[3]. আবুদাঊদ হা/১০৮, ১/১৪ পৃঃ।
[4]. বুখারী হা/১৫৯;
[5]. তিরমিযী হা/৭৮৮, ১/১৬৩ পৃঃ,
[6]. ছহীহ বুখারী, হা/১৬৫-এর পূর্বের আলোচনা;
[7]. ছহীহ বুখারী হা/১৯১, ১/৩১ পৃঃ,
[8]. বুখারী হা/১৫৯, ১/২৭ পৃঃ;
[9]. আবুদাঊদ হা/১৪৫, ১/১৯ পৃঃ;
[10]. বুখারী হা/১৪০, ১/২৬ পৃঃ;
[11]. ছহীহ মুসলিম হা/৫৮২, ১/১২৩ পৃঃ;
[12]. বুখারী হা/১৮৫, ১/৩১ পৃঃ;
[13]. নাসাঈ হা/১০২, ১/১৪ পৃঃ;
[14]. বুখারী হা/১৮৫, ১/৩১ পৃঃ;
[15]. আবুদাঊদ হা/১৪৮, ১/২০ পৃঃ;
[16]. আবুদাঊদ হা/১৬৮, ১/২২ পৃঃ;
[17]. বুখারী হা/১৫৭, ১৫৮, ১৫৯;

21/08/2022

কুল্লু নাফসিন জাইকাতুল মাউত।
অর্থাৎঃ-প্রত্যেক ব্যাক্তিকে মূত্যুর স্বাদ গ্রহন করতে হবে তুমিও তার ব্যাতিক্রম নও।
সুতরাং আল্লাহ তোমাকে আমার মুখাপেক্ষী না করলেও, আজ হোক আর কাল হোক মূত্যুর মুখাপেক্ষী কিন্তু ঠিকই করবে। তোমার জন্ম সূত্র সেটাই জানান দেয়।

21/08/2022

একটি গান শেয়ার করার আগে এই ভিডিও দেখুন ও পড়ুন

23/07/2022

দেখুন কিভাবে তৈরি হয় হাওয়াই মিঠাই 😳 #হাওয়াই #মিঠাই #হাওয়াইমিঠাই

23/07/2022

Naryanganj Ferigat

Want your business to be the top-listed Media Company in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

মিস করি পুরোনো দিন গুলো,, #aklacholo
নামাজ এমন একটা ইবাদত যার সাথে নির্ভর করে অন্যান্য ইবাদত :-  বক্তব্য শুনুন ✅
সফলতার কোনো সর্ট কার্ট হয় না...
গাজীপুর শ্রীপুর মাওনাতে হঠাৎ বৃষ্টি অতঃপর মাছের উৎসব,,
মনে রেখো তোমাকে মরতে হবে..পাপ থেকে বিরত থাকো.. #halal #islam @followers
নামাজ কখনো ছেড়ো না...#islam #halal @followers
কিছু মানুষ গিরগিটির মতো রুপ বদলায়,, আসুন এদের থেকে দূরে থাকি...☘️
হঠাৎ করে রুহটা বেরিয়ে যাবে..😢
দিন দিন আয়ু কমছে.. 🥲
আপনার কাছে টাকা নাই বাসে আসতেন 😡
হায়রে মৃত্যু 😭😭 আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুক (আমিন)
কুল্লু নাফসিন জাইকাতুল মাউত।অর্থাৎঃ-প্রত্যেক ব্যাক্তিকে মূত্যুর স্বাদ গ্রহন করতে হবে তুমিও তার ব্যাতিক্রম নও।সুতরাং আল্ল...

Category

Website

Address


Gazipur Sadar, Dhaka
Gazipur
1700

Other Digital creator in Gazipur (show all)
Anisha Diya Anisha Diya
Gazipur, Dhaka
Gazipur, 1700

"❥❥━──➸➽♥️❥❥━──➸➽ No✘ Bike🏍️ No✘ Car🚗 No✘ Money💵💰 No✘ Boyfriend👸"

Sultana Sowa Sultana Sowa
Gazipur, Dhaka
Gazipur, 1700

"👉Wish Me On 24 February🎂 💫Papa Ki Princess💫 💓Mom Ki Jaan💘 👸Barbie Doll😘"

Binte Tasfia Binte Tasfia
Gazipur, Dhaka
Gazipur, 1700

"꧁👑Sizuka👑꧂ 😎Look Attitude Wala Hai 👑 💓Dil 🔥🔥Me Koi 💓 👿Ghamand Nahi Hamare😌"

Fake love _ Fake love _
Gazipur

broken heart ��

Abiha Mim fan,s club Abiha Mim fan,s club
Uttara Dhaka-1230
Gazipur

Assalamu alaikum ❤️welcome to my page 🥰

Movie Clip 8.0 মুভি ক্লিপ ৮.০ Movie Clip 8.0 মুভি ক্লিপ ৮.০
Gazipur, 1713

Free fire official tournament india vs bangladesh

Sara Khan Sara Khan
Gazipur, Dhaka
Gazipur, 1700

"💪Besties Lover😘 ❌Don’t Trust Anyone🚫 🎂Cake Day 7th July🎂"

Toma Islam Toma Islam
Gazipur, Dhaka
Gazipur, 1700

"★Attitude Queen👰 ☆ROYAL ENTRY 👑 ★Mom Dad👨‍👩‍👧 ☆I Love My Attitude😎"

Disha Khan Disha Khan
Gazipur, Dhaka
Gazipur, 1700

"👉Wish Me On 24 February🎂 💫Papa Ki Princess💫 💓Mom Ki Jaan💘 👸Barbie Doll😘"

Toma Islam Toma Islam
Gazipur, Dhaka
Gazipur, 1700

"💞Sapno Ki Raani👑 😍Dream Model😇 🎶Music Løvèr🎶 👗Fashion Designer❣️"

Oronno Rannaghor Oronno Rannaghor
Gazipur, 1750

welcome💝💝💝 to My Page Oronno Rannaghor💝💝💝 please follow my page💝💝💝thank you so much🥰🥰🥰

Afroza Islam Afroza Islam
Gazipur, Dhaka
Gazipur, 1700

"""😎Branded Kamini😎 🎂Wish Me💓16 October🎂 👰Queen Of My Own Rules👑 👉I’m Not Perfect❎"""