Abir Hossen Abdullah
Writer | speaker
চট্রগ্রামে আওয়ামীলীগ- বিএনপি সংঘর্ষ
দেরিতে আসুক; কিন্তু সঠিক কেউ আসুক!!!!❤️
মা- মেয়ে কী সুন্দর! ❤️
হালকা তেলাওয়াত করলাম। ভালো লাগলে দোয়া দিতে ভুলবেন না।
৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১| নদীর পাড়ের বাড়ি
২। ব্রেক ছাড়া গাড়ি
৩। ঘর ছাড়া নারী।
তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
তিনটি জিনিস
ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২)ভাল কাজ
(৩) ইলম।
তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
তিনটি জিনিস
পিছনেতে রাখোঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) মন।
তিনটি জিনিস অভ্যাস করঃ
(১) সততা
(২) ভক্তি
(৩) ভালোবাসা
তিনটি জিনিস থেকে দূরে থেকঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ
(১) কলম
(২) কথা
(৩) কদম
নুপুরের দাম হাজার টাকা,,
কিন্তু তার স্থান পায়েই হয়,,
টিপের দাম এক টাকা হলেও ,,
তার স্থান কপালে। "যে নুনের মতো
তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"।
ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,,
আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
মানুষ সোজা পথে চলতে চায় না,,
আর বাঁকা পথের প্রতি সবারই
আগ্রহ বেশী।
এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,,
আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, "জল মেশাননি তো?",,
আর মদে নিজেরাই জল মিশিয়ে খাই।
আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম,,,
যে "তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়,,
কিন্তু সিংহ বললে খুশি হয় !!
*মানুষ বড় আজব প্রাণী*🧍🏼🧍🏼🧍🏼🧍🏼
©️
ঈদ মানেই আনন্দ!! কিন্তু সেই আনন্দটা সব পরিবারে থাকেনা😓😓
বাবা ছাড়া সন্তানের জন্য ঈদ হয়না😥😥
হে আল্লাহ সকল কারাবন্দী আলেমদের মুক্তির ফয়সালা করে দিন।(আমিন)
আল কুদস একটা আবেগের নাম।
প্রকৃত ঈদ সেদিন পালন হবে যেদিন হি ন্দু /স্তা ন থেকে আকসা সম্পূর্ণ মুক্ত হবে।
ইন শা আল্লাহ
আজকে ঈদের দিন। আপনাকে খুবই মিস করছি।😢😢😢
মামুনুল হক কে মুক্তি না দিলে ছিনিয়ে আনবো।
মামুনুল হক হুজুরের ছেলের টাইমলাইন থেকে নেওয়া....
২০১৯.. আব্বু হজ্বে ছিলেন। কুরবানীর সময় সবসময় আব্বুর ব্যাকুলতা দেখতাম। সেবার দূরে থাকায় আরোও বুঝছিলাম। ছবি চাইতেন, ভিডিও কলে দেখতেন, দাম জানতে চাইতেন। রিপ্লাই দিতে না পারলে আবার মেসেজ করতেন।
২০২২... আব্বু গরুর ছবি চাইবে না? আমি যখন যবেহ করবো, আব্বু পেছনে দাঁড়িয়ে দেখবেন না?
........
সাহহিল ইয়া ইলাহি.......
কারাগারে হুজুর কে কেমন নির্যাতন করা হতো, শুনুন তার নিজের মুখেই।
-মামুনুল হক।
আপনাকে আমরা ভুলিনি, ভুলবোও না ইনশাআল্লাহ।
তোমাদের এই জুলুমের বদলা নেওয়া হবে, হাশরের ময়দানে ইনশাআল্লাহ।
এ যুগের বিন কাসিম তুমি,
রাজপথে মহানায়ক,
সত্য ন্যায়ের পতাকাবাহী,
আল্লামা মামুনুল হক
হকের তরে আপনার কুরবানী এই জাতি সারাজীবন স্মরণ করবে।
জিন্জির ছিড়ে ঘরে ঘরে জন্ম নেবে লক্ষ মামুনুল। ইনশাআল্লাহ
আল্লাহ আপনার এই মেহনত কবুল করুন। আমীন
আল্লামা সাইদীর ঐতিহাসিক ভাষণ
আবারো দেখার অপেক্ষায়
আরাফাতে সূর্যাস্ত সুবাহানআল্লাহ 💙
জুলুমের মুক্ত বাতাস থেকে প্রতিবাদের বন্দিত্ব হাজার গুনে শ্রেয়।
- মামুনুল হক
জীবনের চেয়ে দৃপ্ত মৃত্যু তখনি জানি, শহীদের খুনে হেসে উঠে যবে জিন্দেগানি।
- মামুনুল হক
ঠিক এমন করে উড়তে মন চায়,,
কাবার প্রাঙ্গণে 🥰
আল্লাহ যেন কবুল করে 🥰🥰
হজের খুতবা সম্পূর্ণ।
আরাফায় যোহর ও আসর একসাথে আদায় করলেন হাজ্বীরা।
আজকের দিনের সেরা ছবি।
কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে উত্তাল রাজপথ। আজ জুমার পর বাতুল মুকাররম
আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমীন
যেভাবে ইউসুফ আলাইহিস সালামের সামনে থেকে অটোমেটিক ভাবে সাতটি দরজা খুলে গেলো। সুবহানাল্লাহ
মাশাআল্লাহ। আল্লাহু আকবার।
বধির এবং বোবারা কী সুন্দর ভাবে ইশারায় কুরআন হিফজ করছে।
দেখুন আফগানী ছাত্রভাইদের কত সুন্দর ব্যবহার, আর আমাদের দেশের নেতারা!
মোবাইল দিয়ে মাসে ১৫০০০ টাকা ইনকাম করতে পারবেন। শুধু nid বা স্টুডেন্ট আইডি থাকলেই হবে। যারা করতে চান তারা ইনবক্স করুন।
যেভাবে মেসেজ করবেনঃ-
“ আসসালামু আলাইকুম। আমি অনলাইনে কাজ করতে আগ্রহী, কিভাবে তা করতে পারি"
উপরের লেখাটা কপি করে পেস্ট করবেন ইনবক্সে।
বিঃদ্রঃ অবশ্যই whatapp account থাকতে হবে।
এই হুংকার গুলো এখন খুবই মিস করি।😢😢😢
উত্তাল ঢাকা রাজপথ। মামুনুল হকের মুক্তির দাবী।
সূক্ষ ও সঠিক ভাবে একামত্র সৃষ্টিকর্তাই পার্থক্য করতে পারেন কে উপযুক্ত আর কে ই বা অনুপুযুক্ত। আপনার কাছে যে আজকে অনুপুযুক্তের তালিকার শীর্ষে, মানদন্ড উল্টে গেলে আপনিও পড়ে যতে পারেন সে তালিকায়। যে মানদন্ডে আপনি তাকে অনুপুযুক্তের ট্যাগ দিচ্ছেন, বিপরীত মানদন্ডে হতে পারে সেই একমাত্র উপযোগী।
পৃথিবীতে কেউ কারো উপযুক্ত নয়। সতন্ত্রভাবে সকলের নির্দিষ্ট প্রতিভা রয়েছে। কোন মানদন্ডের বিচারে উপযুক্ত, কিংবা অনুপুযুক্তের রেখা নির্ধারণ হবে তা পার্থক্য করার মতো বিদ্যা সম্পন্ন বিবেক খুব অল্প মানুষের মস্তিস্কেই উপস্থিত। যাকে আজ আপনার মানদন্ডে অনুপুযুক্ত ট্যাগ লাগাচ্ছেন, সে হয়তো কোন একদিন উপযুক্ত হবে আপনার চেয়ে বড়ো তালিকায়।
দিনশেষে, অনুপুযুক্ত ব্যক্তিরাই নিজেদের জন্য অনুপুযুক্ত মানুষ খুঁজে নিয়ে আরামে গা এলিয়ে দেয়, আর উপযুক্তের ট্যাগ লাগানো ব্যাক্তিরাই উপযুক্ত মানুষের খোঁজে গন্তব্যহীন ভাবে পা মাড়ায়। গন্তব্যহীন বিহঙ্গের ন্যায় গন্তব্যের খোঁজে ডানা ঝাপটালেও আসল গন্তব্য তখনো অনেক দূর অথবা চোখের আড়াল।
❌ আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন❓
আপনি কী মরেছেন❓
❌ গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন❓
তার কি পা নেই❓
❌ বর মুখে রুমাল দিবে কেন❓
কি! লজ্জা বেশি নাকি❓
পুরুষ হয়ে এতই লজ্জা!
আপনাকে বিয়ে করতে কে বলেছে?
❌ বরকে হাত ধোয়াতে হবে কেন❓
সে নিজে হাত ধোয়ে কখনো খায়নি❓
নাকি তার হাতে প্যারালাইজড!!
❌ বিয়ে-সাদীতে ছেলেকে এই দিতে হবে, সেই দিতে হবে কেন❓
আরে আপনার ছেলে বউ পালতে পারবে না তো বিয়ে করাচ্ছেন কেন❓
নাকি ছেলে বিক্রি করছেন❓
বিক্রি করা ছেলেতো বউয়ের কথাই শুনবে আর এটাই তো যৌক্তিক।
❌ মেয়েকে বিয়ের দিন এতো মেকাপ করাতে হবে কেন❓
মেয়ের মুখের উপর কী ঠাডা পরছে নাকি❓
❌ নতুন বউকে পর-পুরুষ কোলে নিবে কেন ❓
তাঁর পায়ে কী গেঁজ আছে যে খোঁড়ায় হাটে!
❌ দুলাভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন❓
নিজের বউ থাকতে শালীর সাথে দুষ্টামী কেন❓
নাকি চরিত্রের দোষ আছে!!!!
❌ দুলাভাইকে গেইট থেকে যুবতি মেয়েরা রিসিভ করবে কেন❓
বাড়ির ছেলেরা কী হিজড়া হয়ে গেছে❓
অনাচার গুলো আর কারো নয়, আমাদেরই তৈরী করা!
আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি। তাই আসুন আমরা সবাই মিলে এসব শরিয়তবিরোধী ও ফালতু সামাজিক রীতি-নীতি সমাজ থেকে দূর করার প্রতিজ্ঞা করি।
#সংগৃহীত!
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the public figure
Telephone
Website
Address
Gazipur
3478