Tofekurbd

Hi, I am MD Tofekur rohoman, I am a Traveler, I will let you see the world of adventure. Tofekurbd

Photos from Tofekurbd's post 23/08/2023

ব্রেকিং নিউজ
চাঁদে চন্দ্রযান-৩’র সফল অবতরণের মাধ্যমে ইতিহাস গড়লো ভারত...⤵️

18/08/2023

🙂🙃

18/08/2023
12/08/2023

--মা ১০ টা বছর হলো তোমার মুখটা দেখিনা! এখন দেশে চলে যাই প্লিজ?

মা : তুই এতো নাটক জানিস । এখন মুখ দেখার দরকার নেই।

ছেলে : মা তোমাকে দেখার জন্যে এই মন ব‍্যকুল হয়ে আছে।

মা : দেশে আসে কি করবি হ‍্যা! আরো ৩/৪ বছর থাক তোর ছোট বোনটার বিয়েটা শেষ হোক আগে?

ছেলে : যাই না মা প্লিজ! আমার আর ভালো লাগেনা এই প্রবাস জীবন।

মা : আশ্চর্য তুই দেশে এসে কি করবি শুনি।

ছেলে : এতো দিনে যতো টাকা ইনকাম করছি ওই গুলা দিতে একটা ব‍্যবসা করবো।

মা : কিসের টাকা হ‍্যা। তোই ওই টাকা আছে নাকি শুনি।

ছেলে : নেই মানে। আমি যে ১০ বছর টাকা পাঠাইলাম সেই টাকা কি করলে তোমরা।

মা : কি আবার করবো। তোকে বিদেশ পাঠাইছি মানুষের কাছে টাকা ধার নিয়ে। সেই টাকা শোধ করছি। আবার আমরা খাইছি। তোর ছোট ভাইকে একটা বাড়ি করে দিছে।

ছেলে : ওহ! কিন্তু মা তুমি যে বলেছিলে তোর একটি টাকা ও নষ্ট হয়নি। সব টাকা আমানত ভাবে আছে।

মা : বলছি তা বলছি।

ছেলে : আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। মা তোমার শরীর কেমন আছে। সুস্থ আছো তো। ঠিক ভাবে ওষুধ খাচ্ছো তো।

মা: হ‍্যা ভালো আছি। এখন ফোন কাট পরে কথা হবে।

ছেলে : মা তুমি জিঙ্গেস করবে না আমি কেমন আছি।

মা : বিদেশে কেউ খারাপ থাকে নাকি। সবাই তো ভালোই থাকে। এখানে জিঙ্গেস করার কি আছে।

ছেলে : ওহ সেটাও তো একটি কথা।

মা : আচ্ছা ফোন রাখ কাজে যা এখন!

ছেলে : মা আর একটু কথা বলিনা। প্লিজ? আমার ফোন কাটতেই ইচ্ছে করতেছে না। বলিনা আর একটু কথা।

মা : তোর কোন কাজ নেই দেখে আমার ও কজ নেই।

ছেলে : ওমা এমন করো কেনো। তোমার সন্তানের সাথেই তো কথা বলতেছো। বলোনা আর একটু কথা।

--ছেলের এই কথাটি শেষ হতে না হতেই মোবাইটি টু টু টু টু টূ কেটে যায়। আর বুঝার শেষ নেই ছেলের যে মা বিরক্ত হয়েছে।

--তাই ফোনটি কেটে দিয়েছে?

--মন খারাপ করে ছেলে কাজে চলে যায়। তো কাজে এসে দেখে আজ পামওয়েল তৈলের গাছ পরিষ্কার করতে হবে।

--মন দিয়ে গাছটি পরিক্ষার করতেছে হটাৎ একটি মারাত্মক বিষধর সাপ বের হয়ে তার পায়ে কামর দেয়। ছেলেটি বুজতে না পেরে কাজ করেই যাচ্ছে। যখন সেই সাপের বিষটা পুরা শরীরের এ বিস্তার হয়। তখন ছেলেটি বুজতে পারে তাকে সাপ কামর দিয়েছে। কিন্তু সেই সময় আর ছেলেটির কিচ্ছুটি করার ছিলো না। এর ঠিক ১০ মিনিট পরেই মারাত্মক বিষের প্রভাবে ছেলেটি মা-রা যায় সেখানেই!!

--এর পরে কিছু প্রবাসি তার ফোনে মায়ের ফোনে কল দেয় ওর ফোন

10/08/2023

চিনতে পারলে আপনি legend 🐸🐸

12/07/2023

💝🥀

07/07/2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল।

28/06/2023

পবিত্র ঈদুল-আযহা'র ত্যাগের মহিমা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আগামীর দিন হোক সুন্দর ও আনন্দময়।

পরিবারের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল-আযহা'র শুভেচ্ছা।

27/06/2023

আর কুরবানির পশুর পিক আপলোড না দেয়।
লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না।

04/01/2023

পাখিটি যদি জানতো একটু উষ্ণতার জন্য এসে এভাবে প্রাণ দিতে হবে তাহলে ৪ হাজার মাইল পাড়ি দিতো না।☺️💔

04/01/2023

গণিতের প্রশ্ন হওয়া উচিৎ জীবনমুখী।
রাকিবের কাছে ১০০০ টাকা ছিলো।
Tasnim তার দিকে তাকিয়ে হাসি দিলো।
রাকিবের কাছে এখন কতো টাকা আছে।🙂

31/12/2022

Happy new year 2023। পরিবারের সকলকে নিয়ে আনন্দে ও ভালোবাসায় কাটুক আগামী বছর। এটাই আমার প্রার্থনা।

30/12/2022

২০০৮ সাল
রাত ১০টা
কারেন্ট চলে গেছে, জেনারেটর নেই, নেই কোন আইপিএস। সব বাচ্চারা বাইরে চলে এসেছে, উঠানে বসে একজন আরেকজনকে ভূতের গল্প শোনাচ্ছে, কেউ দৌড়াচ্ছে, কেউ বা চোখ পলানি খেলছে। কি সুন্দর সময় ছিলো! 🖤

30/12/2022

Travelling by rider || Vlog- 04 || Bike Rider || Vlog Bike Ride || vlogging with my friends ||

Travelling by Rider || Vlog- 04 || Bike Rider || Vlog Bike Ride || vlogging with my friends || tofek 30/12/2022

Travelling by rider🥰

Travelling by Rider || Vlog- 04 || Bike Rider || Vlog Bike Ride || vlogging with my friends || tofek __________________________________________________________________________________________Vlog video Link: https://youtu.be/9ca3NzaxwgoVlog video Link: https...

30/12/2022

😒😒

30/12/2022

অর্জনের পাতায় যুক্ত হলো মেট্রোরেল।
সম্ভাবনা ও স্বপ্ন জয়ে এগিয়ে যাক বাংলাদেশ।

28/12/2022

Coming Soon 😇
Vlog- 04
Friday

Rat: 8.30pm
Sang a song
Mehrab Hossain Ĵoy
Tofekur Rohoman

27/12/2022

মেট্রোরেল সম্পর্কে কিছু দুঃসংবাদ 😂😁
------------------------------------------------------------

সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ তারিখে ঢাকায় মেট্রোরেল চালু হইয়া যাইবো ইনশাআল্লাহ। তাই নির্ঝঞ্জাট ট্রেন যাত্রার জন্য কিছু তথ্য জানা জরুরী। তেমনই কিছু তথ্য ফ্রীতে জাইনা লন সবাইঃ

১। এই ট্রেনের টিকেট পাতলা কাগজের হইবোনা, প্লাস্টিক কার্ড। একবার কিন্না খালি টাকা রিচার্জ করবেন, ব্যাস আর টিকেট কাটার ঝামেলা নাই। যাগো এই সিস্টেম পছন্দ না, তারা প্রতিবার স্টেশনে ঢুকার সময় মেশিন/কাউন্টার থিকা টিকেট কাইটা ট্রেনে উঠতারবো।

২। টিকেট ছাড়া ট্রেনে উঠার চিন্তা ভুলেও কইরেন না। ট্রেনে উঠনের বহুত আগে ইস্টিশনে ঢুকার মুখেই কার্ড চার্জ কইরা ভিত্রে ঢুকতে হইবো। কার্ড ছাড়া দরজা খুলবো না। তাই বিনা টিকেটে ঘুরার চিন্তা বাদ দেন। অল্প দূরের টিকেট কাইটা বেশি দূরে যাইয়াও শান্তি নাই, অতিরিক্ত ভাড়া পরিশোধ না করলে বাইর হওনের গেইট খুলবোনা। ব্যারাছ্যারা অবস্থা!!!

৩। ট্রেনের সীটগুলা শক্ত প্লাস্টিকের তৈরি, ফোম-রেক্সিনের তৈরি না। তাই ব্লেড দিয়া কাটা যাইবোনা। কাটাকুটির অভ্যাস যাগো আছে তারা আপাতত হতাশ হইবো। আর যারা কাটা রেক্সিনের ফাক দিয়া টাইনা টাইনা ফোম ছিড়তো, তারা অগত্যা মাথার কেশ ছিড়তারেন। এই খায়েশও পুরণ না কইরাই ইহকাল ত্যাগ করতে হইবো!

৪। কিছু আদম সন্তান আছে ট্রেন দেখলেই যাগো ঢিল মারনের লাইগা হাত নিশপিশ করে, তাগো লাইগা বিরাট দুঃসংবাদ। এত উপ্রে ঢিল মারা যাইবো? আর ট্রেনটা চলবো শহরের মধ্যে দিয়া। ঢিল মারার সময় পাবলিকের হাতে ধরা খাইলে কিন্তু মাইর একটাও মাটিত পরবো না।

৫। এই ট্রেনে টাট্টিঘর নাই। তাই বড় কাম কইরা পানি ব্যাবহার না কইরা ট্রেন নোংরা করনের খায়েশও অনেকের পূরণ হইবো না। আফসোস! ট্রেনে উঠনের আগেই বড়/ছোট সব কাম সাইরা উঠলে আর সমইস্যা হইবোনা।

৬। জার্নি বাই ট্রেন করনের সময় বাদাম খাইয়া খোসা ফালাইয়া ট্রেন নোংরা করা অনেকের হবি। এইখানেও হতাশার খবর। ট্রেনে বাদাম ওয়ালাই নাই, বাদাম খাইবেন কইত্তে? টিকেট কাইট্টা ট্রেনে উইঠা বাদাম বেইচা পোষান যাইবো?
৭| যাগোর হিজরা দেখলে কোমরে দুলনি মারে তারা রীতিমতো হতাশ হবেন! করণ চামেলী, কামেলী,মৌসুমীরা এই ট্রেনের ভিত্তর তুড়ি মেরে ১০ ট্যাহা নিতে পারবো না।

৮। অনেক বান্দা আছেন যারা ট্রেনের ছাদে না উঠলে ভ্রমনের মজা পান না, তাগো লাইগাও দুঃসংবাদ। এই ট্রেন বিদ্যুতে চলে, তাই ছাদের উপ্রে বিদ্যুতের তার থাকবো। ছাদে উঠলে হাই ভোল্টেজ তারের লগে লাইগা আলুপোড়া হইয়া যাইবেন।

অতএব, সাধু সাবধান!!!

26/12/2022

বিমান থেকে তুলা মেঘের ছবি🙄🙄

25/12/2022

🙂

25/12/2022

974 স্টেডিয়াম যেন বাংলাদেশকে না দেয়!

কাতারে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নির্মিত 974 স্টেডিয়ামটি ১৮ ডিসেম্বরের পর আর স্টেডিয়াম থাকবেনা।

৯৭৪ টি সিপিং কন্টেইনার (জাহাজে মালামাল পাঠানোর কাজে ব্যবহৃত স্টিলের বিশালাকৃতির বাক্স) দিয়ে বানানো হয় এই স্টেডিয়ামটি। কাতার প্রশাসন বিশ্বকাপ শেষ হলেই স্টেডিয়ামটি ভেঙে ফেলবে এবং তারা চায় কোন দরিদ্র দেশকে এই স্টেডিয়ামটি দান করতে। নির্মাণের সময় কাতারের টেলিফোন ডায়ালিং কোড +974 এর সাথে মিল রেখে এমন পরিকল্পনা করা হয়েছিল।

বাংলাদেশ তথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্তা ইতোমধ্যে এটা পাওয়ার জন্য কাতারে গিয়ে পৌছেছেন। তারা এটি পেতে আনুষ্ঠানিক আবেদনও করেছেন।
কিন্তু একজন বাংলাদেশী হিসেবে মনে প্রাণে চাই, কাতার যেন এটা বাংলাদেশকে না দিয়ে অন্য কোন দেশকে দান করে, অন্য কোন দেশ নিতে না চাইলে তারা যেন এগুলো গভীর সমুদ্রে ফেলে দেয়! তাও বাংলাদেশেকে না দেওয়া হোক।
কিন্তু কেন?
কারণ এটা বাংলাদেশেকে দান করলে চোরের দল এটা দেশে আনতে অন্তত ৯৭৪ কোটি টাকা খরচ করবে। অথচ ২০০-৩০০ কোটি টাকায় অত্যাধুনিক দৃষ্টিনন্দন স্টেডিয়াম তৈরি করা যায়।

★ স্টেডিয়াম দেখতে ও খুলে আনার পরিকল্পনা করতে ১০০ জনের দল যাবে সরকারি খরচে। খরচ দেখাবে ১০০ কোটি টাকা।
★ এক বছর লাগাবে খুলে আনতে, সেখানেও খোলার খরচ দেখাবে ২০০ কোটি টাকা।
★ জাহাজ ভাড়া দেখাবে ৫০০ কোটি টাকা।
★ কন্টেইনার গুলো এনে যেখানে রাখবে এক বছরে সেই স্থানের ভাড়া দেখাবে ১০০ কোটি!
★ এগুলো ঢেকে রাখার জন্য পলিথিন কেনার খরচ দেখাবে ৫০ কোটি।
★ পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা প্রহরীর বেতন দেখাবে ২০ কোটি।
★ তেলাপোকা মারার ঔষধ ক্রয় ২ কোটি।
★ উনি এই বিশাল 'কর্মকান্ড' ভিডিও কনফারেন্সে দেখবেন, তার খরচ হবে ২ কোটি টাকা।

সুতরাং এই স্টেডিয়াম আমরা চাইনা। এদেশে বহু স্টেডিয়াম আছে, সেগুলোতেই গরু ছাগল চড়ে বেড়ায়, আর দরকার নাই।

আম জনতা স্কোয়াড 🔥

23/12/2022

Tofekurbd

thank you Everyone🥰

22/12/2022

তোমার ছোঁয়া বড় ইচ্ছে আমায় ভিষণ প্যারা দিচ্ছে🫠🫠🫠🫠🫠🫠

22/12/2022

যাদের পরীক্ষা শেষ এসএসসি - এইচএসসি -ঃঅনার্স-মাস্টার্স-ডিগ্রি-মাস্টার্স প্রিলি-নতুন বছরে নতুন ক্লাস শুরু করতে যাচ্ছেন দয়া করে কেউ ৩৫ টাকা কেজি দরে বই_গাইড বিক্রি করবেন না...!! বাজারে নতুন বইয়ের দাম প্রায় ২ গুন বেড়ে গেছে_অনেকে বই নাহ কিনতে পেরে পড়াশোনা করতে পারবে না...!! এমন অনেকে আছে...!!
অন্তত তাদের কাছে ফ্রিতে না দিলেও অল্প কিছু টাকার বিনিময়ে বই গুলো বিক্রি করে দিন...!! এতে করে অনেক শিক্ষার্থী ঝরে পরা থেকে রক্ষা পাবে...!!
#বাংলাদেশ_শিক্ষাবার্তা

22/12/2022

Antony Naki Dybala 🙂

22/12/2022

বাসা থেকে বের হলেই লোকজন জিজ্ঞাস করে তুমি এতো শুকাইছো কেন? 🙂

22/12/2022

বিশ্বকাপ শেষে গ্রামের টং দোকানে চায়ের আড্ডা 🖤

20/12/2022

- এক কাপ চা দিয়েন!🙂

Tofekurbd

Photos from Tofekurbd's post 20/12/2022

নতুন ভাবি🫶🌼

আজকে রাতে ভাবী আর খাটে চান্স পায় নাই 😂❤

Photos from Tofekurbd's post 19/12/2022

মেসির জন্ম দিনে সবাই কিছু না কিছু উপহার দিয়েছিলো! কিন্তু এই মানুষ টা কোন উপহার দেয়নি!

জানতে চাওয়া হলে সে বলেছিলো আমি মেসিকে বিশ্বকাপ এনে দিব এটাই আমার পক্ষ হতে উপহার!
এবং সে তার কথা রেখেছে! 💙🏆

19/12/2022

"আমি আর্জেন্টিনার হয়ে আরো খেলবো , আমি এখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছি না",

~ মেসি ঘোষণা দিলেন 🏆

19/12/2022

The man France missed 💔

**Collected Photo

19/12/2022

সারাজীবন ফুটবল না দেখা পাবলিক ও স্ট্যাটাস দিচ্ছে আমি শুরু থেকেই জানতাম আর্জেন্টিনা ই জিতবে। 🙂

19/12/2022

ইতিহাসের স্বাক্ষী হয়ে রইলাম।
2022 CHAMPION ARGENTINA❤️

Photos from Tofekurbd's post 18/12/2022
18/12/2022

HERO 🇦🇷

Want your business to be the top-listed Media Company in Jamalpur Sadar Upazila?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#natural
#bangladeshnatural #naturephotography
#Azan #IslamicChallenge #islamicpost
#Alhamdulillah #subhanallah #la_elaha_ellalah
#amazon #naturephotography #beautifulchallenge Page:Alhamdulillah - আলহামদুলিল্লাহ Nature Beautiful
#beautifulchallenge #beautiful #beautifulplaces

Category

Telephone

Address


সর্দার পাড়া, চর ভবসুর, ডি. এস. মিলস, দেওয়ানগঞ্জ, দেওয়ানগঞ্জ পৌরসভা
Jamalpur Sadar Upazila
2031

Other Digital creator in Jamalpur Sadar Upazila (show all)
Md Sifat Md Sifat
Jamalpur Sadar Upazila

Islamic vidio creator ❤️❤️

Al Amin Ahmed 2478 Al Amin Ahmed 2478
Jamal Pur
Jamalpur Sadar Upazila

Im Al amin

𝐍𝐢𝐣𝐚𝐦 𝐁𝐫𝐨ツ 𝐍𝐢𝐣𝐚𝐦 𝐁𝐫𝐨ツ
Jamalpur Sadar Upazila

নিয়মিত ইসলামিক ফানি রোমান্টিক ভিডিও পেতে এই পেইজ টি ফলো করুন সবাই ফলো করবেন ইনশাআল্লাহ 🤟🤟🤟🙏🙏🙏

MD Nayeb Ahmed MD Nayeb Ahmed
Hazipur Bazar
Jamalpur Sadar Upazila, 2000

সব সময় সৎ ভাবে চলার চেষ্টা করি, কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করা না ।

মায়ার শহর মায়ার শহর
Jamalpur Sadar Upazila

মহান আল্লাহ তা'আলা ইরশাদ করেন, ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক। (সূরা তওবা, আয়াত: ৭১)

Md Tanjil Hasan Md Tanjil Hasan
Jamalpur
Jamalpur Sadar Upazila, 3540

im tanjil

Zahid Hasan Zahid Hasan
Kawniar Char
Jamalpur Sadar Upazila, 2030

Mohammad Abid Mohammad Abid
Jamalpur Sadar Upazila

সব সময় সত্যের সাথে চলি।

Mr.Hasib Gaming Mr.Hasib Gaming
Bhaluka
Jamalpur Sadar Upazila, 2580

🙂 Assalamu Alaikum,🙂

Anamul Hasan Anamul Hasan
Shamgonj Kalibari, Madegonj
Jamalpur Sadar Upazila, 2051

Sidratul Muntaha Sidratul Muntaha
Jamalpur
Jamalpur Sadar Upazila

পরে গেলে নিজে উঠতে শিখ, কারন তুমি টাকা নও যে লোকে তোমাকে উঠাবে...!💰💵

SHAKIL SUMON Films SHAKIL SUMON Films
Bakshigonj
Jamalpur Sadar Upazila

I am shakil sumon,,,