LS Creation
Love
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন
দেলোয়ার হোসেন সাঈদী ৮:৪০-এ দুনিয়ার সফর শেষ করেছেন।__এবং তার কিছুক্ষণ পরেই ভূমিকম্প অনুভূত হল। তার মৃত্যুতে যেন আল্লাহর আরশ কেঁপে উঠল. 😢
🏷️রাসূল (ﷺ) বলেছেন -
তোমরা আল্লাহর কাছ থেকে দয়া ও রহমত চাও। কেননা আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন।
__ (সুনানে তিরমিজি-৩৫৭১)
৬ই জুলাই তামিম ইকবাল অবসরে গেলেন অতঃপর প্রধান মন্ত্রীর অনুরোধে ৭'ই জুলাই ফিরে আসলেন!
আনন্দের বন্যা বয়ে গেছে তামিম ইকবালের ভক্তদের মাঝে।
কিন্তু এদিকে ১৮ ই এপ্রিল ২০২১'ইং কারাগারে গেলেন শাইখুল হাদীস ইবনে শায়খুল হাদীস আল্লামা_মামুনুল_হক_হাফিঃ
কিন্তু ৭'ই জুলাই ২০২৩'ইং এসে তিনি এখনো ফিরেন নি। কারাগার থেকে 🥲🥲🥲
বুকভরা আশা নিয়ে এখনো অপেক্ষা করছে হযরতের লক্ষ-কোটি ভক্তবৃন্দ!!
আহ! ওরা একজন আলেমের চেয়ে একজন খেলোয়াড়কেই ভালোবাসলো বেশি 😪😪
ওরা শুধু দুনিয়ার হিরো কে চিনে!!
আর যে ব্যক্তি খেলাফতের মহা নায়ক
দু' জাহানের হিরো আল্লামা মামুনুল হক (হাফি) তাকে চিনলো না !!
আহ আফসোস 🥲🥲🥲🥲🥲🥲
আল্লাহ_তাআলা অতিদ্রুত সকলের মুক্তির ফায়সালা করুন, আমীন 🤲🤲
𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽
"𝐄𝐢𝐝🕌𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤"🌙
ভেবে দেখুন আজ প্রতিটা বাবার সন্তানের রক্তে যদি কুরবানীর ঈদ হতো 🙂
কুরবানীর আসল ত্যাগ যদি সকলে জানত
তাহলে টাকা বড়াই আর দামি গরু নিয়ে প্রতিযোগিতা করতো না😊
কারণ আজ সেই গরুটির জায়গায় তার সন্তান হতে পারতো
আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক! আমিন🤲🏻❤️
দেখি ভাইরাল হয় কিনা ❤️
সে এমন টা না করলেউ পারতো 💔🥺
Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.
Whenever you see the Stars icon, you can send me Stars!
🔥🔥ব্রেকিং নিউজ🔥🔥
ে।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ১ম মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হবে।।
বিকাল ৪ টার পর sms পাঠিয়ে রেজাল্ট দেখা যাবে।।
sms পাঠানোর উপায়:- sms অপশনে গিয়ে
NU স্পেস ATHN স্পেস Admission Roll
লিখে 16222 তে সেন্ড করতে হবে।।ফিরতি sms এ তোমার রেজাল্ট জানতে পারবে।।
[[বলে রাখা ভালো,,নিজে থেকে কোনো প্রকার sms আসবে না।]]
আর একভাবে রেজাল্ট চেক করা যাবে।।সেটি হলো অনলাইনে।
অনলাইনে রাত ৯ টার দিক ওয়েবসাইটে রোল ও পিন দিয়ে লগইন করে রেজাল্ট দেখতে পারবে।।
ওয়েবসাইট লিংক:- http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action
বি:::দ্র:::::যাকে তাকে নিজের রোল ও পিন দিবে না।।সবার জন্য শুভকামনা থাকলো।।
- আমি: ঐ রিক্সা যাবা.?
- রিক্সা ওয়ালা: হ যামু.!
- আমি: তাহলে যাওগা, সাবধানে যাইয়ো.!🐸
হ্যা 💔🥀
এটায় সত্যি 💔🥀
বয়স ১৬ হোক কিংবা ৬১ চিন্তা তোমার পিছু ছাড়বেনা। Creation
কবি সাহিত্যিকদের জীবনকালঃ (জন্ম-মৃত্যু)
১.রবীন্দ্রনাথ ঠাকুর- ১৮৬১-১৯৪১ সাল
২.কাজী নজরুল ইসলাম- ১৮৯৯-১৯৭৬ সাল
৩.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- ১৮২০-১৮৯১ সাল
৪.ঈশ্বরচন্দ্র গুপ্ত- ১৮১২-১৮৫৯ সাল
৫.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- ১৮৩৮-১৮৯৪ সাল
৬.উপেন্দ্রকিশোর রায় চৌধুরী- ১৮৬৩-১৯১৫ সাল
৭.সুকুমার রায়- ১৮৮৭-১৯২৩ সাল
৮.সত্যজিৎ রায়- ১৯২১-১৯৯২ সাল
৯.বিভূতিভূষণ বন্দোপাধ্যায়- ১৮৯৪-১৯৫০ সাল
১০.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- ১৮৭৬-১৯৩৮ সাল
১১.নবকৃষ্ণ ভট্টাচার্য- ১৮৫৯-১৯৩৯ সাল
১২.হমায়ুন আহমেদ- ১৯৪৮-২০১২ সাল
১৩.আলাউদ্দিন আল আজাদ- ১৯৩২-২০০৯ সাল
১৪.হাসন রাজা- ১৮৫৪-১৯২২ সাল
১৫.হুমায়ুন আজাদ- ১৯৪৭-২০০৪ সাল
১৬.শামসুর রাহমান- ১৯২৯-২০০৬ সাল
১৭.শামসুদ্দিন আবুল কালাম- ১৯২৬-১৯৯৭ সাল
১৮.মানিক বন্দোপাধ্যায়- ১৯০৮-১৯৫৬ সাল
১৯.ভারতচন্দ্র রায় গুণাকর- ১৭১২-১৭৬০ সাল
২০.সুফিয়া কামাল- ১৯১১-১৯৯৯ সাল
২১.চন্দ্রাবতী- ১৫৫০-১৬০০ সাল
২২.আশাপূর্ণা দেবী- ১৯০৯-১৯৯৫ সাল
২৩.আবু জাফর ওবায়দুল্লাহ- ১৯৩৪-২০০১ সাল
২৪.অন্নদাশংকর রায়- ১৯০৪-২০০২ সাল
২৫.আল মাহমুদ- ১৯৩৬-২০১৯ সাল
২৬.মীর মোশারফ হোসেন- ১৮৪৭-১৯১১ সাল
২৭.জসীমউদ্দিন- ১৯০৩-১৯৭৬ সাল
২৮.সত্যেন্দ্রনাথ দত্ত- ১৮৮২-১৯২২ সাল
২৯.কাজী ইমদাদুল হক- ১৮৮২-১৯২৬ সাল
৩০.সুকান্ত ভট্টাচার্য- ১৯২৬-১৯৪৭ সাল
৩১.সৌমেন চন্দ- ১৯২০-১৯৪২ সাল
৩২.সৈয়দ ওয়ালীউল্লাহ- ১৯২২-১৯৭১ সাল
৩৩.সিকান্দার আবু জাফর- ১৯১৯-১৯৭৫ সাল
৩৪.সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী- ১৮৮০-১৯৩১ সাল
৩৫.বেগম রোকেয়া- ১৮৮০-১৯৩২ সাল
৩৬.খান মুহাম্মদ মইনউদ্দীন- ১৯০১-১৯৮১ সাল
৩৭.রজনীকান্ত সেন- ১৮৬৫-১৯১০ সাল
৩৮.শওকত ওমমান- ১৯১৭-১৯৯৮ সাল
৩৯.রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ- ১৯৫৬-১৯৯১ সাল
৪০.ফররুখ আহমেদ- ১৯১৮-১৯৭৪ সাল
৪১.বন্দে আলী মিয়া- ১৯০৬-১৯৭৯ সাল
৪২.কাজী মোতাহের হোসেন- ১৮৯৭-১৯৮১ সাল
৪৩.দ্বিজেন্দ্রলাল রায়- ১৮৬৩-১৯১৩ সাল
৪৪.সুকুমার সেন- ১৯০০- ১৯৯২ সাল
৪৫.জীবনানন্দ দাশ- ১৮৯৯-১৮৫৪ সাল
৪৬.কুসুমকুমারী দাশ- ১৮৭৫-১৯৪৮ সাল
৪৭.ড. মুহাম্মদ শহীদুল্লাহ- ১৮৮৫-১৯৬৯ সাল
৪৮.হুমায়ুন কবির- ১৯০৬-১৯৬৯ সাল
৪৯.হরপ্রসাদ শাস্ত্রী- ১৮৫৩-১৯৩১ সাল
৫০.রাজশেখর বসু- ১৮৮০-১৯৬০ সাল
৫১.অদ্বৈত কুমার মল্লবর্মণ- ১৯১৪-১৯৫১ সাল
৫২.সুনির্মল বসু- ১৯০২-১৯৫৭ সাল
৫৩.বিহারীলাল চক্রবর্তী- ১৮৩৫-১৮৯৪ সাল
৫৪.যোগীন্দ্রনাথ সরকার- ১৮৬৬-১৯৩৭ সাল
বাংলাদেশ ও আন্তর্জাতিক সকল তথ্য পেতে
এই পেজটি ফলোকরে সাথেই থাকুন।
বাবার চেয়ে বড় কোন দায়িত্ববান পুরুষ হয় না
মায়ের চেয়ে বড় কোন যত্নবান নারী হয় না
❤️❤️
হয়তো আর কখনো কাওকে ভালোবাসা হবেও না..😅💔
আমাদের জামালপুরের ঐতিহ্য খাবার
পিঠালি / মিল্লি 😋
টাকার দিয়ে ভালোবাসা কিনে পাওয়া যায় না,💔
কিন্তু টাকার অভাবে কত ভালোবাসা
হারিয়ে যা 🥺
★★★ সত্যি কী নারী এমন হয় ★★★
"সাথীকে ভালোবেসে বিয়ে করেছিলাম ২ বছর হলো"।
আমাদের ভালোবাসার কোনো কমতি ছিলোনা।
১৬ বছর ধরে কষ্টে উপার্জিত অর্থ দিয়ে বঙ্গবাজারে একটা দোকান করেছিলাম"
এক নিমিষেই সব স্বপ্ন শেষ!!!! 😓💔
৪ কোটি টাকার কাপড়চোপড় পুড়ে এক নিমিষেই ছাই।
২ কোটি টাকা ঋন,
এর সাথে হৃদয়টাও পুড়ে ভস্ম!
বাসায় গিয়ে দেখি সাথী বাসায় নেই।
বাসা তালা দেওয়া, তালা ভেঙে বাসায় ঢুকে দেখি ৪ বরী স্বর্ণ ও ক্যাস ৫ লক্ষ টাকা নিয়ে সাথী চলে গেছে। 😢
ফোনেও বন্ধ পাই,
পরে সাথী ফোন করে বললো সে শফিকের সাথে আছে!
তার পুরোনো প্রেমিক!
এইমাত্র জানলাম
আর হয়তো কোনোদিন তোমার দেখা পাবোনা সাথী,
আর কিছুক্ষণ পরে হয়তো এই ঘরে পরে থাকবে আমার রক্তাক্ত নিথর দেহখান"!💘
কোনো এক সর্বহারা!!!💔😓
এটায় ইসলাম ❤️🥀
Hey folks! Watch me play Garena Free Fire!
Join my Club on Turnip MD: https://club.turnip.gg/CW31fC7RAnFbHjve6
Thank you for watching my Garena Free Fire stream. And for all the support you are showing! 🔥,
If you liked my stream, please like and subscribe. It motivates me a lot. :)
And share my channel with your game friends. 🙂 See you on my next stream!!!,
Become a star streamer - https://get.turnip.gg/become-star-streamer
I am streaming garenafreefire.
Garena Free Fire
Hey folks! Watch me play Garena Free Fire!
Join my Club on Turnip MD's Club: https://club.turnip.gg/CW31fC7RAnFbHjve6
Thank you for watching my Garena Free Fire stream. And for all the support you are showing! 🔥,
If you liked my stream, please like and subscribe. It motivates me a lot. :)
And share my channel with your game friends. 🙂 See you on my next stream!!!,
Become a star streamer - https://get.turnip.gg/become-star-streamer
🎮 Streaming via Turnip
Today I am streaming garenafreefire. Other popular games:
PUBG Mobile
Garena Free Fire
Among Us
Call of Duty Mobile
Fall Guys
Call of Duty: Warzone
Grand Theft Auto V
Fortnite
Roblox
Minecraft
🤟🤟🤟
পাঠ ৪
পাঠ -৩
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Address
Jamalpur Sadar Upazila
Jamalpur Sadar Upazila
Hi all.. I am kabir your host. what u need we have it. your Order is my Duty
Bakshigonj
Jamalpur Sadar Upazila, 2140
Thanks for checking our page out ! We love making songs in our own way and don't want to categorize
Ekushay Road, Sarishabari
Jamalpur Sadar Upazila, 2000
নিরবতাকে অবুঝ মনে করোনা ।ভদ্রতা দেখে,বোকা মনে করোনা। সুযোগ দিচ্ছি বলে ভেবনা ভুলে গেছি,
Jamalpur Sadar Upazila, 2010
If you go to judge people, you will not have time to love them.��
Jamalpur Sadar Upazila
Nabil Ahmed Nishat an islamic singerand culchural activist and writter follow my pageCon:01320495049