Musafir Hijama Center. মুসাফির হিজামা কেন্দ্র
"Musafir Hijama Center" is a well reputed & trustworthy Hijama/ Cupping Therapy Center in Dhaka City Gout
১১. রক্তশুন্যতা, থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড কমাতে
১২.
হিজামা একটি জনপ্রিয় সুন্নাহ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি। এটা রোগের জন্য চিকিৎসা, সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।
-
হযরত আনাস র. হতে বর্ণিত, রসূল স. বলেছেনঃ তোমরা গরম বৃদ্ধি পেলে হিজামা করাও, কারণ রক্তচাপ বৃদ্ধি পেলে মৃত্যু হতে পারে।
আল হাকিম, হাদীস নম্বরঃ ৭৪৮২
-
যে স
'𝐇𝒊𝒋𝒂𝒎𝒂 𝒊𝒔 𝒂 𝒔𝒌𝒊𝒏 𝒃𝒂𝒔𝒆𝒅 𝒆𝒙𝒄𝒓𝒆𝒕𝒐𝒓𝒚 𝒑𝒓𝒐𝒄𝒆𝒅𝒖𝒓𝒆'
এখন প্রশ্নটা হল - সেটা কীভাবে?
আমরা সবাই জানি আমাদের শরীরের ক্ষতিকর পদার্থগুলো বের করে দেয়ার দ্বায়িত্বে যারা নিয়োজিত তাদের মধ্যে কিডনীর কাজটাই প্রধান এবং সবচেয়ে বেশি। কিডনিকে ডাক্তাররা বলে থাকেন শরীরের ছাঁকনি। ছাঁকনি যেমন ছেঁকে ছেঁকে ভালো যা লাগবে তা রেখে দেয় এবং যা লাগবে না তা বের করে দেয়, কিডনি ঠিক সেই কাজটাই করে থাকে। এইটুকু আমরা কম বেশি সবাই জানি। কিডনীর মত এই ছাঁকনির কাজটা আমাদের শরীরের অন্য কোন অর্গান কি করতে পারে? উত্তর হ্যাঁ, স্কিন পারে কিন্তু হিজামার মাধ্যমে।
হিজামার excretory benefit নিয়ে যত রিসার্চ হয়েছে তার সব কয়টি দাবি করে যে, হিজামার মাধ্যমে স্কিন এর ক্যাপিলারি দিয়েও wide range এ excretion সম্ভব যা স্বাভাবিক অবস্থায় স্কিন করেনা।
অর্থাৎ কিডনির মত আমাদের স্কিনও excretion (নিষ্কাশন) এর কাজটা করতে পারে। রিসার্চ এ উঠে এসছে যে, হিজামার মাধ্যমে কিডনির ছাঁকন কাজটার চেয়েও স্কিনের ছাঁকন কাজ অনেক বেশি ও শক্তিশালী। আমাদের স্কিনের নিচে যে বিস্তৃত রক্ত নালীর নেটওয়ার্ক (Dermal Capillaries) রয়েছে এই রক্তনালী গুলো আবার ছাঁকনির মত ছিদ্রিত। ঠিক কিডনির ছাঁকনির মত। কিন্তু, কিডনির ছাঁকনি যে কাজগুলো করতে পারে না, সেটাই এই ছাঁকনিগুলো দিয়ে করিয়ে নেয়া সম্ভব। আর তা হলো হিজামার মাধ্যমে!!
কিভাবে সেটা?
আপনার উপর যখন ডাক্তার হিজামা করছেন, তখন যে নেগেটিভ সাকশান প্রেশার ব্যবহার করছেন তা কিডনির Filtration pressure এর চেয়েও ৩০-৪০ গুণ বেশি। অবিশ্বাস্য শোনালেও এটাই বাস্তবতা!
অন্যদিকে কিডনির ছাঁকন যন্ত্র যাকে Glomerulus বলে, তা সাধারণত শুধু এমন সব জিনিস বের করে যা পানিতে দ্রবীভূত হতে পারে। আবার সেই জিনিস গুলোই বের করে যার সাইজ এই ছাঁকনির সাইজের চেয়ে ছোট। কিন্তু দেখা যাচ্ছে এমন অনেক জিনিস থাকছে যা বের করা দরকার কিন্তু, সাইজে বড় এবং এদের গঠনগত কিছু সমস্যার কারণে এসব ছাঁকনি দিয়ে বের হতে পারছে না। অথচ বের করা দরকার। (উদাহরণ হিসেবে বলা যায় কোলেস্টেরল এর কথা। সাইজেও বড়। আবার পানিতেও দ্রবণীয় নয়)। কিন্তু হিজামার মাধ্যমে স্কিন কে দিয়ে কিডনির চেয়েও বেশি ভালো করে excretion এর কাজ করিয়ে নেয়া সম্ভব।
তাই দ্রুত আমাদের হিজামা সেন্টারে চলে আসুন। হিজামা নিন, সুস্থ থাকুন। (পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা সুব্যবস্থা রয়েছে)।
এপয়েন্টমেন্টের জন্য কল করুনঃ 01534593985,01813164300
এদের ব্যাতীত তারাবিহ্ যেন অপূর্ণ। 🤣
এরকম হাত ভর্তি করে ঔষধ খেতে না চাইলে প্রাকৃতিক ও সুন্নাহভিত্তিক চিকিৎসা পদ্ধতি হিজামা গ্রহণ করুন।
☎️০১৫৩৪৫৯৩৯৮৫, ০১৮১৩১৬৪৩০০।
🏥 পাটের বাগ পানিরপাম্প, দক্ষিণ দনিয়া, কদমতলী, ঢাকা।
হরিকেন।
অতীতের কথা স্মরন করিয়ে দিল।
হিজামা।
একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
এবং সুন্নাহ চিকিৎসাও বটে।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন এবং সাহাবীদের রাঃ দের হিজামা করার জন্য উৎসাহিত করেছেন।
♻️হিজামা করার কারনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
♻️হাদিসে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমারা যা কিছুর মাধ্যমে চিকিৎসা কর তার মধ্যে হিজামা উত্তম চিকিৎসা পদ্ধতি।
♻️তাই সুন্নাহ ও বিভিন্ন রোগের চিকৎসার জন্য আজই হিজামা গ্রহন করুন।
☎️০১৮১৩১৬৪৩০০,০১৫৩৪৫৯৩৯৮৫।
🏠পাটেরবাগ পানির পাম্প, দক্ষিণ দনিয়া, কদমতলী, ঢাকা।
❤️আজকের পেশেন্ট।
✅সমস্যা ছিল হালকা শ্বাসকষ্ট এবং ঘাড় ব্যথা ও কোমর ব্যথা।
✅আল্লাহ তাআলা ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।
♻️ হিজামার সুফল নিয়ে নতুন করে কিছু বলার নেই নিজ আমার শুধু চিকিৎসায়ী নয় এটা সুন্নত বটে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণপ্রিয় রাসুল তিনি হিজামা নিজে গ্রহণ করেছেন এবং সাহাবীদেরকে তা করার জন্য আদেশ করেছেন এর থেকে বোঝা যায় জামার গুরুত্ব কতটুকু এবং তা কত অপরিসীম।
🔷হিজামা সম্পর্কিত হাদিসগুলো দেখলেই বুঝা যায় এর গুরুত্ব কতটুকু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যারা হিজামা গ্রহণ করেছেন এবং যে সমস্যার জন্য গ্রহণ করেছেন তারা সকলেই আল্লাহ চায় তো সুস্থ আছেন যা অনেকদিন ঔষধ সেবন করেও হয়নি। আর হবেই বা না কেন কারণ এটি যে আমাদের রাখবার আমাদের চোখের শীতলতা মোহাম্মদে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো চিকিৎসা পদ্ধতি।
🔷তাই যারা হিজামা গ্রহণ করেননি কয়েকটি সেসন নিয়ে দেখুন এর কার্যকারিতা কতটুকু তাহলে বুঝতে পারবেন এতদিন কেন আপনি জমা গ্রহণ করলেন না।
☎️ হিজামা নিতে চাইলে যোগাযোগ করুন:01534-593985 ।
🏢লোকেশন: শনির আখড়া, পাটের বাঘ পানির পাম্প, মুনশাইন নার্সারি স্কুল সংলগ্ন।
#বেস্টহিজামাসার্ভিসঢাকা #খিলগাওহিজামা #বেস্টহিজামা #লালবাগহিজামা #শনিরআখরাহিজামা #রায়েরবাগহিজামা
🔴🔴সুস্থ থাকতে কে না চায় আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের একটা বড় অংশ খরচ হয় আমাদের সুস্থতার পিছনে।
✅সুস্থ থাকার জন্য মানুষ খাবার এর মধ্যে পরিবর্তন আনে তার প্রতিদিনের চলাফলের মধ্যে পরিবর্তন নিয়ে আসে সে ব্যায়াম করার জন্য জিমে ভর্তি হয় উদ্দেশ্য একটাই সুস্থ থাকা।
✅অনেকে সুস্থ থাকার জন্য ন্যাচারাল অনেক ফুড সাপ্লিমেন্ট খেয়ে থাকে।
✅আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে কোন কোন জিনিস আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমরা যদি ক্ষতিকর বিষয়গুলো জেনে থাকি তাহলে খুব সহজে আমরা সেগুলো থেকে বেঁচে থাকতে পারবো।
✅এরপর আমাদের জানতে হবে কোন জিনিসগুলো আমাদের শরীরের জন্য উপকারী। উপকারী জিনিসগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা সুস্থভাবে জীবন যাপন করতে পারব।
তাহলে দুইটি বিষয় কোন জিনিস গুলো আমাদের জন্য ক্ষতিকর এবং কোন জিনিসগুলো আমাদের জন্য ভালো জানা থাকলে আমাদের জন্য সুস্থ থাকা খুবই সহজ।
✅এর পাশাপাশি আমরা যদি হিজামা গ্রহণ করি মানে কাপিং থেরাপি নেই তাহলে নেচারালি আমরা অনেক ফিট থাকতে পারি। কেননা হিজামাতে রয়েছে এমন এক শক্তি যা আমাদের শরীরকে ভিতর থেকে প্রাকৃতিকভাবে শক্তিশালী করে গড়ে তোলে যা অন্য কোন মেডিসিন দ্বারা সম্ভব নয়।
✅হিজামার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যত কিছুর মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করে থাকো তার মধ্যে সবচেয়ে সর্বোত্তম হলো হিজামা গ্রহণ করা।
যারা হিজামা গ্রহণ করে তাদেরকে আল্লাহর রাসূল বলেছেন তার উত্তম ব্যক্তি কেননা হিজাবের মাধ্যমে শরীরের দূষিত রক্ত গুলো বের করে দেওয়া হয় এবং এর ফলে মেরুদণ্ড শক্ত হয় এবং চোখের জ্যোতি বৃদ্ধি পায়।
✅এছাড়া সার্বিকভাবে হিজামার ফলে দেহ প্রফুল্ল থাকে এবং সব সময় শক্তিশালীভাবে কাজ করে।
♻️♻️একজন সুস্থ ব্যক্তি সাধারণভাবে প্রতিবছর তিন থেকে চার বার হিজামা নিতে পারে এর ফলে পুরো বছর জুড়ে আল্লাহ চায় তো সে সুস্থ থাকবে ইনশাআল্লাহ।
☎️হিজামা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন: ০১৫৩৪৫৯৩৯৮৫ এই নাম্বার অথবা মেসেজ করতে পারেন ইনবক্সে।
♻️ অবশ্যই আসার একদিন আগে সিরিয়াল কনফার্ম করতে হবে।
🩺থেরাপিস্ট ইমরান প্রধান।
ডিপ্লোমা ইন হিজামা হলিস্টিক হেলথ কেয়ার বাংলাদেশ।
ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিভিন্ন চিকিৎসা করে যারা কোন প্রকার উপকার পাচ্ছেন না তাদের জন্য হিজামা খুবই উপকারী। একবার হিজামা করলেই ফলাফল বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
৮৫% মানুষ জীবনের কোন না কোন সময় কোমর, হাঁটু বা ঘাড়ের ব্যথায় ভুগে থাকেন এবং ৫৫% মানুষের ক্ষেত্রে দেখা যায় ব্যথা টা বার বার হয়। যারা দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে চাকরি করেন তাদের মধ্যে এটা সবচেয়ে কমন এবং নিউরোলজিক্যাল সমস্যা।
কোমর ব্যথা কিন্তু কোনো specific রোগ নয়। বরং এটি একটি লক্ষণ মাত্র যেটা বিভিন্ন কারণের জন্যে হতে পারে। যেমন: Muscle strain, Degenerative disc disease, Lumber herniated disc etc. তবে প্রায় ৮৫% রুগীর ক্ষেত্রে দেখা গিয়েছে এর সঠিক কারণ জানা যায় না।
কোমর ব্যথা acute বা short term হতে পারে যেমন কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত ব্যাথা থাকতে পারে আবার chronic বা লং টার্ম ও হতে পারে যেটা ৩ মাসের বেশি সময় ধরে থাকে। ব্যথা টা ধীরে ধীরে বাড়তে পারে, কখনো অনেক বেশি বেড়ে গিয়ে আবার ধীরে ধীরে একটু কমতে পারে। Chronic ব্যাথার cause অনেক সময় জানা যায় না।
কোমর ব্যথার চিকিৎসা অনেক ক্ষেত্রে ব্যায়বহুল। দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খেয়ে যেতে হয়। তাই এই চিকিৎসায় ওষুধের পাশাপাশি বিভিন্ন থেরাপি ব্যাবহার করার অত্যন্ত জরুরি।
কোমর ব্যথার জন্য হিজামা বা Cupping Therapy কতটা কার্যকরী তা জানার জন্যে সৌদি আরবের মদিনায় ইসলামিক আল হিজামা সেন্টারে একটি স্টাডি করা হয়। ৩০ জন রুগী যাদের back pain আছে তাদেরকে সিলেক্ট করা হয়। স্টাডি তে দেখা যায় প্রায় ৮০% রুগী ব্যথা কমে গিয়েছে এবং তাদের দৈনন্দিন কাজ কর্ম করা সহজ হয়ে গিয়েছে। কোন সাইড ইফেক্ট দেখা যায় নি।
সুতরাং বলা যায় হিজামা বা Cupping Therapy কোমর ব্যথা কমাতে সাহায্য করে।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
এছাড়া, হিজামা / Cupping Treatment একটি বিজ্ঞান সম্মত সুন্নতি চিকিৎসা, যা ইউনানী ও আয়ুর্বেদিক সিলেবাসের অন্তর্ভুক্ত। হিজামার মাধ্যমে কাপ ব্যবহার করে দূষিত রক্ত (toxin) বের করে ফেলা হয়, ফলে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় নার্ভগুলো একটিভ হয়, শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফলে শরির হয় সুস্থ, সবল এবং শক্তিশালী।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
হাদিসঃ
🌹রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়(বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)
🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)
🌹মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
আমরা জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে ১০ বছরের অভিজ্ঞ হিজামা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করিয়ে থাকি। হিজামার কোন সাইড ইফেক্ট নেই।অভিজ্ঞ হাতে হিজামা/কাপিং করালে কোন পার্শপ্রতিক্রিয়া পাবেন না ইনশাআল্লাহ। যেখানেই হিজামা করাবেন অভিজ্ঞতা জেনে নিবেন নয়তো আপনার কিছু কষ্ট সহ্য করা লাগতে পারে, আমরা খুব যত্ন সহকারে এবং আরামদায়ক ভাবে হিজামা করে থাকি।তাতে রোগী অনেক আরাম এবং রিলাক্স ফিল করে ইনশাআল্লাহ। এটা দেখতেই ভয় লাগে কিন্তু করতে আরাম,যে ১ বার হিজামা করে,বেশিরভাগ মানুষই বার বার আসে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ভালো জানেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক,আমিন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
📌আমাদের হিজামা থেরাপিষ্ট ১০ বছরের অভিজ্ঞ সরাসরি ইন্ডিয়া থেকে হিজামা কাপিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রীপ্রাপ্ত। হিজামা কাপিং এন্ড আকুপাংচার এক্সপার্ট। তাই আপনারা যেখানেই হিজামা করাবেন, হিজামা করানোর পূর্বে অভিজ্ঞতা জেনে নিবেন। এতে আপনার জন্য ভাল হবে ইনশাআল্লাহ। হিজামায় ভয়ের কোন কারন নেই। আমরা যত্ন সহকারে হিজামা করে থাকি আল হামদুলিল্লাহ। আশা করি নিরাশ হবেন না ইনশাআল্লাহ।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
👉অভিজ্ঞ হাতে কেন হিজামা করাবেন??
◾ অভিজ্ঞ হাতে হিজামা করালে প্রথম হিজামাতেই উপকার পাবেন ইনশাআল্লাহ,কারন আমরা রোগ ভিত্তিক সঠিক পয়েন্টে সঠিক পদ্ধতি হিজামা করে থাকি✌️
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
📌ইসলামি শরিয়াহ মোতাবেক পর্দায় আবদ্ধ থাকা রুমে মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করানো হয়।
👉বিঃদ্রঃ-সেন্টারে আসার পূর্বে দয়া করে কল করে আসবেন।
ট্রেনিং এবং ট্রিটমেন্ট নিতে যোগাযোগ করুন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
👉হিজামা (Cupping)সম্পর্কে জানতে নিচে ক্লিক করুন।
🔹কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই, এর জন্যে কোন মেডিসিন নিতে হয়না।
☎️হিজামা নিতে চাইলে যোগাযোগ করুনঃ +880 1534-593985
অথবা ইনবক্সে মেসেজ করুন।
🏥আমাদের চেম্বার সমূহঃ
🌳শনিরআখরা।
🌳 খিলগাঁও তিলপাপারা।
🌳 লালবাগ কেল্লার মোড়।
🌳 মিরপুর ২।
#বেস্টহিজামাসার্ভিসঢাকা #খিলগাওহিজামা #শনিরআখরাহিজামা #রায়েরবাগহিজামা #বেস্টহিজামা #লালবাগহিজামা
♻️আসুন আজকে পরিচিত হই এমন একটি সুন্নাহর সাথে যে সুন্নাহর কথা অনেকেরই অজানা আর তা হলো হিজামা।
♻️হিজামার বেপারে হাদিস গুলো পড়লে আপনি খুব সহজেই অনুধাবন করতে পারবেন এর গুরুত্ব কত অপরিসীম।
♻ হযরত ইবনে আব্বাস রাযি. রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তিনটি জিনিসের মধ্যে রোগমুক্তি রয়েছে। শিঙ্গা লাগানো তে মধু পানে এবং আগুন দিয়ে দাগ দেয়াতে। তবে আমার উম্মতকে আমি আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করেছি। সহি বুখারি হাদিস নং ৫৬৮০।
♻️ হযরত আনাস রাজিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যেসব জিনিস দিয়ে চিকিৎসা করো সেগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হলো সিঙ্গা লাগানো । সহি বুখারি হাদিস নং ৫৬৯৭
♻️ হযরত যাবে রাযিআল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি অসুস্থ সাহাবী রাজি আল্লাহু তালা আনহুকে দেখতে গিয়ে বলেন তুমি যতক্ষণ সিঙ্গারা লাগাবে না ততক্ষণ আমি এখান থেকে যাব না কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি নিশ্চয়ই হিজামাদের মুক্তির উপায় ও রোগের শিফা রয়েছে। বুখারি হাদিস নং ৫৬৯৭.
♻️ হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মিরাজের রাত প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাতে ফেরেস্তাদের যে দলের সামনে দিয়েই তিনি যাচ্ছিলেন তারা বলেছেন আপনার উম্মতকে হিজামা নির্দেশ দিন। সুনানে তিরমিজি হাদিস নং ২০৫২.
♻️ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজ্জাম রক্তমুখনে অভিজ্ঞ ব্যক্তি দাস কতই না ভালো সে দূষিত রক্ত বের করে পিঠের বোঝা হালকা করে এবং চোখের ময়লা দূর করে। সুনানে তিরমিজি হাদিস নং ২০৫৬.
♻️ হযরত আবু হুরায়রা রাঃ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে সকল জিনিস দ্বারা চিকিৎসা করো তার কোনোটির মধ্যে উপকার থাকলে তাহিজামার মধ্যে আছে। সুনানে ইবনে মাজাহ হাদিস নং ৩৪৭৬.
☎️হিজামা নিতে চাইলে যোগাযোগ করুনঃ +880 1534-593985
অথবা ইনবক্সে মেসেজ করুন।
🏥আমাদের চেম্বার সমূহঃ
🌳শনিরআখরা।
🌳 খিলগাঁও তিলপাপারা।
🌳 লালবাগ কেল্লার মোড়।
🌳 মিরপুর ২।
#বেস্টহিজামাসার্ভিসঢাকা #খিলগাওহিজামা #শনিরআখরাহিজামা #রায়েরবাগহিজামা #বেস্টহিজামা #লালবাগহিজামা
🔷আজকের পেশেন্ট।
আমাদের পরিচিত মুখ শনিরআখরার পাওয়ারফ্লেক্স জিমের ওনার শিশির ভাই।
🔷আশা করি আল্লাহ ভাইকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন।
☎️হিজামা নিতে চাইলে যোগাযোগ করুনঃ +880 1534-593985
অথবা ইনবক্সে মেসেজ করুন।
🏥আমাদের চেম্বার সমূহঃ
🌳শনিরআখরা।
🌳 খিলগাঁও তিলপাপারা।
🌳 লালবাগ কেল্লার মোড়।
🌳 মিরপুর ২।
#বেস্টহিজামাসার্ভিসঢাকা #খিলগাওহিজামা #শনিরআখরাহিজামা #রায়েরবাগহিজামা #বেস্টহিজামা #লালবাগহিজামা
🔷আজকের পেশেন্ট।
🚫সমস্যা ছিল বেক আপার এন্ড লোয়ার বেক পেইন পাশাপাশি পায়ের তালুতে ব্যাথা।
🔷আশা করি আল্লাহ ভাইকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন।
☎️হিজামা নিতে চাইলে যোগাযোগ করুনঃ +880 1534-593985
অথবা ইনবক্সে মেসেজ করুন।
🏥আমাদের চেম্বার সমূহঃ
🌳শনিরআখরা।
🌳 খিলগাঁও তিলপাপারা।
🌳 লালবাগ কেল্লার মোড়।
🌳 মিরপুর ২।
#বেস্টহিজামাসার্ভিসঢাকা #খিলগাওহিজামা #শনিরআখরাহিজামা #রায়েরবাগহিজামা #বেস্টহিজামা #লালবাগহিজামা
🏥 আলহামদুলিল্লাহ, সুন্নাতি চিকিৎসা হিজামা নিয়ে নতুন করে বলার কিছু নেই।
যারা করেছে তারা এর সুফল খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে।
✅ আমাদের শাখা সমূহঃ
১। শনিরআখরা।
২। খিলগাঁও।
৩। মিরপুর ২।
৪। লালবাগকেল্লা।
☎️যোগাযোগঃ +880 1534-593985
#হিজামা #রায়েরবাগহিজামা #শনিরআখরাহিজামা #যাত্রাবাড়ীহিজামা #হিজামাহোমসার্ভিস #বাতেরব্যাথা #বেস্টহিজামা
Hijama for muscle pain.
☎️01534593985.
#হিজামা কি??
★কেন হিজামা করা হয়??
★এতে কি কি উপকার রয়েছে?
★হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)। হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।
★হিজামা বা Wet অতি প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিসাবে আরব বিশ্বে জনপ্রিয়। এ হিজামা থেরাপী ৩০০০ বৎসরেরও পুরাতন চিকিৎসা পদ্ধতি। মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হ’লেও চিকিৎসা পদ্ধতি হিসাবে চীন, ভারত ও আমেরিকায় বহু পূর্বে থেকেই এটি প্রচলিত ছিল। ১৮ শতক থেকে ইউরোপেও এর প্রচলন রয়েছে। হিজামা বা Cupping Therapy এখন বিশ্বের জনপ্রিয় চিকিতৎসা গুলোর মধ্যে একটি। এটিতে কোন ধরনের ঔষধের প্রয়োজন হয় না।
★ রসুল (সা:)বলেছেন-
জিবরীল_আমাকে_জানিয়েছেন_যে_মানুষ_চিকিৎসার_জন্য_যেসকল পন্থা_অবলম্বন_করে_তার_মধ্যে_হিজামাই_হল_সর্ব_উত্তম।
আল-হাকিম, হাদিস নম্বরঃ ৭৪৭০
★ পদ্ধতিঃ
শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে মেশিনের সাহায্যে দূষিত রক্ত (Toxins) চুশে নেওয়া হয়। উল্লেখ্য, হিজামায় আধুনিক যন্ত্রপাতি ব্যাবহার করা উত্তম এবং প্রত্যেকের চিকিৎসায় ভিন্ন ভিন্ন সরঞ্জাম ব্যবহার করা উচিত যাতে রক্তজীবাণুর মাধ্যমে রোগ সংক্রমিত হতে না পারে।
★হিজামা করার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনাঃ
১। নিয়তকে একেবারে পরিশুদ্ধ রাখা যে শিফা/রোগ মুক্তি শুধু মাত্র আল্লাহ্সুবহানাহু ওয়া ওয়ালার পক্ষ থেকে আশে।
২। খালি পেটে হিজামা করা উওম ।
৩। গোসল করে হিজামা করাটা ভালো, তবে গোসলের তিন ঘণ্টা পর হিজামা করতে হবে।
৪। হিজামার আগের দিন ও পরের দিন সঙ্গম না করা ভালো।
৫। ইহরাম/সাওম অবস্থায় হিজামা করা যায়। রাসূলুল্লাহ (সা.) নিজে মুহরিম ও
সাওম অবস্থায়ও হিজামা করেছেন।
৬। স্বাভাবিক অবস্থায় সপ্তাহের সোম, মজ্ঞল ও বৃহস্পতি বার করা ভালো। এছাড়াও আরবি মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ হিজামা করানো উওম। তবে প্রয়োজনে যে কোন দিন যে কোন সময়েও হিজামা করা যায়।
★ হিজামা কেন করাবেন?
---------*----------
আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান। তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান। তেমনি আপনার রোগের জন্য হিজামা করাবেন। তাহলে ফায়দা স্বরূপ রোগ থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং রাসূল সাঃ এর একটি সুন্নাতের উপরও আমল করা হলো।
হিজামা এক ধরণের চিকিৎসা যা শরীর থেকে রোগের জন্য দায়ী জীবাণু বের করে ফেলে। এর মাধ্যমে বর্তমানে সংক্রামক সকল রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়া অসংক্রামক অনেক রোগ ও ভালো হয় নিয়মিত হিজামা করালে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধ করে ও রক্ত পরিষ্কার রাখে।
হিজামাকে নববী চিকিৎসা বলা হয়। কারণ মেরাজের রাতে স্বয়ং ফেরেশতাগণ আল্লাহ্র নবী রাসূল্লুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম কে এ বিশেষ চিকিৎসাটি তাঁকে ও তাঁর উম্মাতদের করাতে বলেছেন। ইবনে আব্বাস (রাযি.) বলেন, রাসূলুল্লাহ (সা.) মিরাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারাই বলেন, ‘হে আল্লাহর মোহাম্মদ (সে:) আপনি অবশ্যই হিজামা করুনএবং আপনার উম্মাতদের হিজামার হুকুম করুন।(সুনানে তিরমিযী-৩৪৬২) “আপনার উম্মাতদের হিজামা নিতে বলুন।” (সুনানে তিরমিযী-৩৪৭৯)
★হিজামা এমন একটি চিকিৎসা পদ্ধতি যাতে অন্যান্য মেডিক্যাল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবাহনাল্লাহ) । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিজের জন্য এ চিকিৎসাটি করিয়েছিলেন। ঘোড়া থেকে পড়ে গিয়ে এবং তাঁকে বিষ দ্বারা আক্রমণ করা হলে।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) বর্ণনা করেছেন যে, “এক ইহুদী মহিলা রাসূলুল্লাহ (সা.)-কে বিষযুক্ত গোশত খেতে দিয়েছিল। তিনি তাকে সংবাদ পাঠিয়ে বললেন, কেন তুমি এ কাজ করলে? মহিলাটি উত্তরে বলল, যদি তুমি সত্যিই আল্লাহর রাসূল হও, তবে আল্লাহ তোমাকে জানিয়ে দিবেন। আর তুমি যদি তাঁর রাসূল না হও, তবে আমি মানুষকে তোমার থেকে নিরাপদ রাখব! যখন আল্লাহর রাসূল (সা.) এর যন্ত্রণা অনুভব করতে লাগলেন, তিনি হিজামা ব্যবহার করলেন।
একদা ইহরাম অবস্থায় তিনি ভ্রমণে বের হ’লেন এবং ঐ বিষের যন্ত্রণা বোধ করলেন, তখন তিনি হিজামা ব্যবহার করলেন।”(মুসনাদে আহমাদ ১/৩০৫, সনদ হাসান)
ইবনুল ক্বাইয়ুম (রহ.) বলেন, “রাসূলুল্লাহ (সা.) যখন যাদু দ্বারা পীড়িত হন তখন তিনি মাথায় হিজামা লাগান এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ, যদি সঠিকভাবে করা হয়।”(যাদুল মা‘আদ ৪/১২৫-১২৬)
হযরতজাবির (রাযি.) হ’তে বর্ণিত যে, নবী করীম (সা.)-এর (পায়ে) যে ব্যথা ছিল, তার জন্য তিনি ইহরাম অবস্থায় হিজামা লাগিয়েছিলেন।(নাসাঈ হা/২৮৫২)
বহু দেশেই এ চিকিৎসাটি এখন করা হচ্ছে। বিশেষ করে UK ও USA তে এ চিকিৎসার গুরুত্ব বুঝতে পেরে এর উপর রীতিমত হিজামা রিসার্চ সেন্টার করে রিসার্চ করা হচ্ছে। ক্যানসারের মত মরণ ঘাতক অসংক্রামক রোগের চিকিৎসাও সম্ভব সুলভ-মূল্যের এ চিকিৎসা দ্বারা।
★হিজামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়েছেন ও অন্যদের করতে বলেছেন। “তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও হিজামা সেগুলোর মধ্যে উত্তম ব্যবস্থা অথবা (বলেছেন) এটি তোমাদের ঔষধের মধ্যে অধিক ফলদায়ক”। (মুসলিম হা/৩৯৩০).
এটি যদি উপকারি নাই হত তাহলে নবী করীম সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিতে বলতেন না।
সুতরাং এটি একটি সুন্নাহ চিকিৎসা যা হাদীস দ্বারা বিশদভাবে আলোচিত। বিজ্ঞান দ্বারা এখন প্রমাণিত।এটা যে কোন রোগের জন্য করাতে পারেন।
যেমন: মাথাব্যথায় হিজামা : হযরত সালমা (রাযি.) বর্ণনা করেছেন, ‘যখন কেউ রাসূলুল্লাহ (সা.)-এর কাছে এসে মাথাব্যথার কথা বলত, তখন তিনি তাদের হিজামা করার কথা বলতেন। (আবুদাঊদ হা/৩৮৫৮, সনদ হাসান)
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযি.) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (সা.) তাঁর মাথায় হিজামা লাগিয়েছিলেন।
(বুখারী হা/৫৬৯৯)
★হিজামার মাধ্যমে শরীরের বিষাক্ত বর্জ্য পানি বের করে ফেলা হয় যার ভেতর থাকে CPS, CRS and pathogens যার প্রকৃত উপকারিতা অনেক গুণ বেশি। যা সকল রোগ সারানোর একক ভূমিকা পালন করে। এর কোন সাইড ইফেক্ট ও নেই যদি তা expert দের দ্বারা করানো হয়।
★আধুনিক গবেষণা হিজামা নিয়ে বিস্ময়কর সব তথ্য দিচ্ছে। যা যা আল্লাহর রাসূল ১৪০০ শত বছর আগে বলে গেছেন সেগুলোরই বৈজ্ঞানিক প্রমাণ মিলছে বর্তমানের রিসার্চ পেপার গুলো থেকে। সেগুলোই আমরা তুলে ধরব আস্তে আস্তে।
একাধিক হাদীসের রেওয়াত থেকে এটা প্রমাণিত জীবনুযুক্ত রক্ত অপসারণের এ চিকিৎসা রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বিভিন্ন সময় নিয়েছেন যেটা হিজামা হিসেবে বহু হাদীসে এসেছে। এছাড়া ড্রাই কাপিং ও করানো যায়(যেখানে কোন স্ক্রাচ করা হয় না।
হিজামার উপর গবেষণা প্রাপ্ত উপাত্ত বলে পৃথিবী তে এরকম আর দ্বিতীয় কোন চিকিৎসা নেই যা একই সাথে এত রোগের চিকিৎসা করে। হিজামা একই সাথে সংক্রামক ও অসংক্রামক উভয় ধরনের অসংখ্য রোগের চিকিৎসা।
অনেকে আল্লাহ প্রদত্ত চিকিৎসা বলে এক বা দুই সেশন নিয়েই হতাশ হয়ে পড়েন। কিন্তু রোগের প্রকারভেদ ও স্থায়িত্ব এর জন্য একের অধিক সেশন নিতে হতে পারে।
পৃথিবী জুড়ে বর্তমানে যেসব রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে অথচ বিজ্ঞান কোন কার্যকরী ফল দিতে পারেনি ( neck pain, frozen shoulder, immune disorder, hhypertension, low back pain, IHD-ischemic heart disease, Asthma etc) সেসব রোগের একক চিকিৎসা হিসেবেও হিজামা ব্যবহৃত হচ্ছে। রোগের মেয়াদ যত দিনের চিকিৎসার জন্য তো সেরকম সময়ই লাগবে।
তারপর ব্যথার জন্য যেসব সার্জারি করা হয় এসব অপারেশন থেকে কিছু কিছু স্থায়ী শারীরিক ক্ষতির ও আশংকা থেকে যায়। অথচ হিজামা তে কোন সাইড ইফেক্ট নেই। এভাবে শরীর জীবাণু মুক্ত করণ মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ কোন ডাক্তারও দিতে পারবেন না যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে দিয়েছেন।
★এসব কোন সমস্যা না থাকলেও কি হিজামা করানো যাবে?
হ্যা, করানো যাবে। এক. এতে সুন্নাহ পালন হবে দুই. নিয়মিত সুন্নাহ হিজামা করালে চুল বৃদ্ধি পায়, চুল পড়া কমে, স্মরণশক্তি বৃদ্ধি পায়, অলসতা, অবসাদগ্রস্ততা বিদূরিত হয়, রোগজীবাণু সহজেই আক্রান্ত করতে পারে না, রক্ত পরিশুদ্ধ হয়, শরীর রোগ প্রতিরোধক্ষম হয়ে উঠে অনেকটা disease-proof এর মত।
★হিজামা ও কিছু জিজ্ঞাসাঃ
১। ব্যাথা লাগবে...??
--- জী লাগবে । তবে এতোটাই সামান্ন যে সেটাকে ব্যাথা না বলে অসস্তি বলা যায়।
২। কত সময় লাগবে...??
---১ থেকে ১.৫ ঘন্টা।
৩। দাগ যাবে কত দিনে...??
--- কালার নরমাল হবে ৩-৭ ঘন্টাএবং দাগ যাবে ৩-৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ্।
৪। কয়টা সেশন লাগবে...??
--- যে কোন রোগিকে কম পক্ষে দুইটা তবে রোগ ও তার উপশন অনুযায়ী শেসন সংখ্যা ভিন্ন হয়।
৫। মাথায় করতে কি চুল কাটতে হয়...??
--- না কাটলেও করা যায় তবে চুল কাটলে/ছোট থাকলে ভালো।
হিজামা সংক্রান্ত কিছু হাদিসঃ
হযরত আনাস রাযি. থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।
” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩
হযরত জাবির রাযি. থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।
” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫
★হিজামা বা কাপিং
:
এই পদ্ধতিতে শুধুমাত্র স্বল্প মাত্রার বাতাসের নেগেটিভ সাকশানকে কাজে লাগিয়ে মুখের বা গলার স্কিন সারফেসে রক্ত প্রবাহকে বাড়ানো হয, ফলে স্কিনের রিংকেল বা ভাজ চলে গিয়ে স্কিনের টানটান ভাব ফিরে আসে।
:
এই পদ্ধতিতে শুধুমাত্র বাতাসের নেগেটিভ সাকশানকে কাজে লাগিয়ে স্কিন সারফেসে রক্ত প্রবাহকে বাড়ানো হয়।
:
এই পদ্ধতিতে নেগেটিভ সাকশানকে কাজে লাগিয়ে চামরার নিচের নির্দিষ্ট কিছু অংশ থেকে মেশিনের সাহায্যে রক্ত চুষে নেওয়া হয়।
:
এই পদ্ধতিতে উচ্চ মাত্রার নেগেটিভ সাকশান ব্যাবহার করে কাপিং এর স্থানের নিচের টিস্যুকে মাসাজ করা হয়।
#হিজামা (Cupping) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা (Migraine)
২। দূষিত রক্ত পরিষ্কারকরণ (Purify Blood)
৩। উচ্চরক্তচাপ (High Blood Pressure)
৪। ঘুমের ব্যাঘাত (insomnia)
৫। স্মৃতিহীনতা (Parkinson's disease)
৬। অস্থি সন্ধির ব্যাথা/গেটে বাত/বাতের ব্যথা (Arthritis/Rheumatism)
7। জয়েন্টের ব্যথা (Gout Pain)
8। পিঠে বা সারা শরীরের (Backache/scabies)
9। হাঁটু ব্যাথা (Knee Pain)
10। পায়ের তালুর ব্যথা(heel pain)
১১। সায়াটিক ব্যথা (Sciatica)
১২। মাথা ব্যথা (Head-ache)
১৩। ঘাড়ে ব্যাথা ও কাঁধে ব্যথা (Neck & Shoulder Pain)
১৪। কোমর ব্যাথা (Waist Pain)
১৫। মাংসপেশীর ব্যাথা (muscles spasm)
১৬। দীর্ঘমেয়াদী পেট ব্যথা (Adbominal Pain)
১৭। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা, ফ্র্যাকচার পেইন
১৮। থাইরয়েড গ্রন্থির সমস্যা (Thyroid Problem)
১৯। রক্তসংবহন তন্ত্রের ইনফেকশন(Blood circulation system)
২০। ত্বকের বর্জ্য নিষ্কাশন (remove toxin)
২১। বিভিন্নরকম চর্মরোগ (Chronic Skin Diseses)
২২। সাইনুসাইটিস (Sinuses problem)
২৩। এজমা/হাঁপানি (asthma)
২৪। হৃদরোগ (Cardiac Disease)
২৫। টনসিলের সমস্যা (Tonsillitis )
২৬। রোগ প্রতিরোধ ক্ষমতা (Low Immunity)
২৭। দাঁত,মুখ, গলা ব্যথা (Larynx, Gums and dental disease)
২৮। গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার, এসিডিটি, esophageal varices (Gastric/Ulcer)
২৯। মুটিয়ে যাওয়া (obesity)
৩০। দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseases)
৩১। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ,
৩২। ডায়াবেটিস (Diabetes) ও ডায়াবেটিক ফুট,
৩৩। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান,
৩৪। চুল পড়া (Hair fall),
৩৫। মানসিক সমস্যা (Psychological disorder),
৩৬। পারকিনসন্স ডিজিজ
৩৭। কিডনির সমস্যা (Kidney Disease)
৩৮। স্পোর্টস ইঞ্জুরি (খেলোয়াড়, আর্মি, কনট্যাক্ট স্পোর্টস)
৩৯। কানের সমস্যা
৪০। ক্যান্সারের ব্যাথা নিয়ন্ত্রন,
৪১। লিভার ডিজিজ, পোর্টাল হাইপারটেনশান,
৪২। হরমোনাল সমস্যা,
৪৩। ব্রেইন ডিজিজ ও ডিজঅর্ডার,
৪৪। ক্রনিক কফ/ফুসফুসের রোগ (Chronic Chugh/Lung Disease)
৪৫। Erectile Dysfunction (ED)
৪৬। ব্রন,
৪৭। সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোসাস (SLE),
৪৮। অনিয়মিত মাসিক, মেয়েদের অন্যান্য সমস্যা,
৪৯। এডিকশান/ ডিপেন্ডেন্সি (স্লিপিং পিল, ড্রাগস, কফ সিরাপ, জর্দা, সিগারেট, এলকোহল ও অন্যান্য নেশাদ্রব্য)
৫০। TMJ Dysfunction Syndrome
৫১। প্যারালাইসিস (স্ট্রোক, মেরুদন্ডে আঘাত, গিয়েন বারে সিন্ড্রোম, ফেসিয়াল প্যারালাইসিস বা বেল’স পলসি প্রভৃতি)
৫২। অস্টিওপোরোসিস (হাড়ের ক্ষয়)
৫৩। Post menopsusal hot flush
৫০। Vaginismus
৫১। vertigo (মাথা ঘোরা)
৫২। আইবিএস (কোলন ক্যানসার)
৫৪। অর্শ্বরোগ (Piles)
৫৫। ভগন্দর (Fistula, A**l Fissure)
৫৬। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য (Chroic Constipation)
৫৭। বিষন্নতা ও স্নায়বিক চাপ (Depression & Nervous Stress)
৫৮। শ্বেত রোগ (ধবল, চামড়া সাদা হয়ে যাওয়া)
…..............................................এবং আরও অনেক রোগ।
াথায় হিজামা লাগানোর দ্বারা বিশেষভাবে কিছু রোগের উপকার হয় সেটা আলাদাভাবে উল্লেখ করা হল।
১। মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদী মাথাব্যথা এবং সাধারন মাথাব্যথা।
২। উচ্চ রক্তচাপ।
৩। রক্তদূষন।
৪। ঘুমের ব্যঘাত।
৫। স্মৃতি ভ্রষ্টতা।
৬। ঘাড়ে ব্যথা।
৭। হরমোনাল সমস্যা ।
৮। সাইনুসাইটিস।
৯। মানসিক সমস্যা।
১০। চুল পড়া।
১১। পারকিনসন্স ডিজিজ।
১২। ব্রেইন ডিজিজ।
১৩। মাদকাসক্তি।
১৪। প্যরালাইসিস।
১৫। যাদু টোনার সমস্যা ইত্যাদি।
িজামার পরে করনীয় বিষয়সমূহ
১। হিজামার ১ ঘণ্টা পর গোসল করা উত্তম, অন্যথায়, শরীর খারাপ হতে পারে।
২। ২৪ ঘন্টা পর্যন্ত কোন ব্যয়াম এবং স্ত্রী সহবাস করা যাবেনা।
৩। ২৪ ঘন্টা পর্যন্ত লম্বা সফর করা যাবেনা।
৪। ৪৮ ঘন্টা পর্যন্ত কোন গরম সেক ইত্যাদি দেয়া যাবে না।
➡️➡ িজামা_খরচ # ⬅⬅
প্রতি কাপ/প্রতি পয়েন্ট ১০০/- টাকা।
🌳শাখা সমূহঃ
🔷 শনিরআখরা।
🔷 খিলগাঁও।
🔷 লালবাগকেল্লা।
🔷 মিরপুর ২।
☎️ যোগাযোগঃ +880 1534-593985
#বেস্টহিজামাসার্ভিসঢাকা #খিলগাওহিজামা #লালবাগহিজামা #রায়েরবাগহিজামা #বেস্টহিজামা #শনিরআখরাহিজামা
হিজামা করা হচ্ছে।
বডি ডিটক্স এর জন্য
✅আলহামদুলিল্লাহ আজকের ২য় পেশেন্ট।
সমস্যা ছিল শরীরে চুলকানি।
হিজামা এক্ষেত্রে অনেক ভালো কাজ করে আশাকরি ভাইটি খুবই উপকার পাবেন ইনশাআল্লাহ।
🏥 আলহামদুলিল্লাহ, সুন্নাতি চিকিৎসা হিজামা নিয়ে নতুন করে বলার কিছু নেই।
যারা করেছে তারা এর সুফল খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে।
✅ আমাদের শাখা সমূহঃ
১। শনিরআখরা।
২। খিলগাঁও।
৩। মিরপুর ২।
৪। লালবাগকেল্লা।
☎️যোগাযোগঃ +880 1534-593985
#হিজামা #রায়েরবাগহিজামা #শনিরআখরাহিজামা #যাত্রাবাড়ীহিজামা #হিজামাহোমসার্ভিস #বাতেরব্যাথা #বেস্টহিজামা
♻️মেরুদণ্ড থোরাসিক ৪থেকে লাম্বার এরিয়াতে ব্যথার জন্য হিজামা করা হচ্ছে।
আল্লাহ ভাইকে সুস্থতা দান করুন।
🏥 আলহামদুলিল্লাহ, সুন্নাতি চিকিৎসা হিজামা নিয়ে নতুন করে বলার কিছু নেই।
যারা করেছে তারা এর সুফল খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে।
✅ আমাদের শাখা সমূহঃ
১। শনিরআখরা।
২। খিলগাঁও।
৩। মিরপুর ২।
৪। লালবাগকেল্লা।
☎️যোগাযোগঃ +880 1534-593985
#হিজামা #রায়েরবাগহিজামা #শনিরআখরাহিজামা #যাত্রাবাড়ীহিজামা #হিজামাহোমসার্ভিস #বাতেরব্যাথা #বেস্টহিজামা
আলহামদুলিল্লাহ ৩য় শেসন।
🚫সমস্যা ছিল গ্যাসট্রিক। ✅আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক ভালো।
♻️যে সকল সমস্যায় হিজামা কাজ করে থাকেঃ
*️⃣ মাংসপেশির মধ্যে ব্যাথা।
*️⃣বাতের সমস্যা।
*️⃣সানুসাইটিস।
*️⃣এলার্জি।
*️⃣মুখের ব্রণ।
*️⃣উচ্চ রক্তচাপ।
*️⃣দুর্বলতা।
*️⃣অনির্দা।
*️⃣যৌন দুর্বলতা।
☎️যোগাযোগঃ 01534593985.
🏥শাখা সমূহঃ 🌳শনিরআখরা, পাটেরবাগ পানিরপাম্প।
🌳মিরপুর ২।
🌳খিলগাঁও তিলপাপারা।
🌳লালবাগকেল্লা।
🚹অবশ্যই আসার একদিন আগেই সিরিয়াল কনফার্ম করতে হবে। ধন্যবাদ।
#হিজামা #শনিরআখরা
Musafir Hijama Center. মুসাফির হিজামা কেন্দ্র updated their information in their About section.
আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বেশ কয়েকজন পেশেন্ট ব্যাথার জন্য হিজামা করিয়েছিলেন আল্লাহর রহমতে তরা মাত্র একটি সেশনেই ব্যাথা থেকে মুক্তি পেয়েছে।
আর যারা ব্যাথার জন্য হিজামা নিয়েছে শুধুমাত্র তারাই জনে এর রিকভারি শক্তি কত বেশি।
আমি নিজেও এর উপকারিতা পেয়েছি আলহামদুলিল্লাহ।
তাই দেরি না করে আজই হিজামা গ্রহণ করুন আর সুস্থ থাকুন।
অনেকে মনে করেন আমি ত সুস্থ আমি কি হিজামা নিতে পরবো, অবশ্যই কেননা হিজামা সুস্থ ব্যাক্তির জন্য প্রতিরোধক হিসেবে কাজ করে।
হিজামা একটি বিজ্ঞানভিত্তিক জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। এটা রোগের জন্য চিকিৎসা এবং সুস্থ ব্যাক্তির জন্য রোগ প্রতিরোধক। হিজামা এন্টি এইজিং ট্রিটমেন্ট অর্থাৎ সারা দুনিয়ায় মানুষ বয়সকে ধরে রাখতে এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য হিজামা পছন্দ করে থাকেন।
-
🌳আমাদের সেবা সমূহঃ
*️⃣ বডি মেসেজ এবং রিলেক্স করা।
*️⃣ ফায়ার কাপিং যা ফেট বার্ন করতে সাহায্য করে।
*️⃣ হিজামা বা ওয়েটকাপিং।
*️⃣ মেসেজকাপিং।
*️⃣ ড্রাই কাপিং।
-
🌳 আমাদের সেন্টার সমূহঃ
*️⃣ শনির আখরা।
*️⃣ মিরপুর ২।
*️⃣ খিলগাঁও।
*️⃣ লালবাগ।
-
#হিজামা
"আবশ্যই আসার একদিন আগেই সিরিয়াল কনফার্ম করতে হবে"
-
যোগাযোগঃ 01534593985 (Imran Prodhan)
-
#হিজামার_পরে_করনীয়_বিষয়সমূহ :
১। হিজামার ১ ঘণ্টা পর গোসল করা উত্তম, অন্যথায়, শরীর খারাপ হতে পারে।
২। ২৪ ঘন্টা পর্যন্ত কোন ব্যয়াম এবং স্ত্রী সহবাস করা যাবেনা।
৩। ২৪ ঘন্টা পর্যন্ত লম্বা সফর করা যাবেনা।
৪। ৪৮ ঘন্টা পর্যন্ত কোন গরম সেক ইত্যাদি দেয়া যাবে না।
-
-
-
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Beside "Moon Shine School" , South Donia Paterbag, Sonirakhra
Jatrabari
1236
Opening Hours
Monday | 09:00 - 20:00 |
Tuesday | 09:00 - 20:00 |
Wednesday | 09:00 - 20:00 |
Thursday | 09:00 - 20:00 |
Friday | 09:00 - 20:00 |
Saturday | 09:00 - 20:00 |
Sunday | 09:00 - 20:00 |