সুপ্তহাসি ফাউন্ডেশন

"বিচ্ছিন্ন স্বপ্ন গুলো যেথায় সত্যি হয়,
সে যে তাদের লক্ষ্যে গড়া,"সুপ্ত হাসি শিক্ষালয়"।

16/01/2024

সুপ্তহাসি ফাউন্ডেশন এর ব্লাড সোলজারস টিম এর ৫ টাকার মানবিক মেলা
তারিখ :১২ আগষ্ট ২০২২

23/12/2023

তারিখ : ৫ মে ২০২২
লেট আপডেট
এই ঈদ এ
১/ একজন এর জন্য পান্জাবী চেয়ে পোস্ট করেছিলাম আলহামদুলিল্লাহ একভাই( নাম প্রকাশে অনিচ্ছুক) কুরিয়ার করে পান্জাবী পাঠাইছে এবং অন্য ২ জন ভাই বিকাশ করেছিলো টাকা। সে আঙ্কেল এর পান্জাবী হয়ে যাওয়ায় অন্য ২ জন এর টাকা দিয়ে তার লুঙ্গি, তার বোনের জন্য মেক্সি,অন্য একজন বাদাম বিক্রেতা আঙ্কেল এর জন্য পান্জাবী কিনে দেওয়া হয়েছে

২/অন্য আরেকজন ভাই এর সহযোগিতায়(নাম প্রকাশে অনিচ্ছুক) একজন প্রতিবন্ধী মহিলা কে শাড়ি, ব্লাউজ, পেটিকোট(কাপড়) দেওয়া হয়েছে।

সবার জন্য শুভ কামনা রইলো ❤️

(বি.দ্রঃ সবকিছুর ছবি তোলা হয়নি এমনি দিয়ে আসা হইছে)

Photos from সুপ্তহাসি ফাউন্ডেশন's post 23/12/2023

তারিখ:২৮ এপ্রিল ২০২১
আলহামদুলিল্লাহ
কাব্যের শহর গ্রুপের সকল এডমিন এবং মডারেটরের পক্ষ থেকে ১০০ জন মানুষকে ইফতার বিতরণ।

বিপুল মানুষের মাঝে এই পোস্টটি শো অফ করার জন্য দেওয়া না।
অনুপ্রেরণা দেওয়ার জন্যই মুলত।
আমি চাই আপনারাও সাধ্যমতো কিছু মানুষ কে ইফতার দিন। আপনি চাইলে কিছু মানুষকে যেমনঃ কিছু বন্ধু মিলে বা যে কোন কম্বিনেশন করে যদি কিছু মানুষের আহারের কষ্ট মেটানো যায়। তাহলে কি তা ভালো নয়?
আপনি যদি কাউকে না পান আপনি একাই সাধ্যমতো হোক সে একজন কেই আহার তুলে দিন।
তাই আমি চাই এইখানে উপস্থিত আমার ভাই ও বোনেরা, আমার বয়সে বড় শ্রদ্ধেয় মানুষগুলো আপনারাও আপনার সাধ্যমতো কিছু মানুষের মুখে আহার তুলে দিন।

নিয়ত করাটাই অর্ধেক। তাই আমরা যে সকল ধর্মের মানুষ আছি এই মহত্ত্ব কাজটি করতে রাজি তো

যারা আর্থিক সাহায্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ।

Photos from সুপ্তহাসি ফাউন্ডেশন's post 23/12/2023

তারিখ:৪ ডিসেম্বর ২০২২
আলহামদুলিল্লাহ"সুপ্তহাসি ফাউন্ডেশন " Blood Soldiers টিম এর ব্লাড গ্রুপিং ক্যাম্প সম্পন্ন হাফেজিয়া মহিলা মাদরাসা কুশলীবাসা, কুমারখালি, কুষ্টিয়া তে❤️

সার্বিক সহযোগীতায় শারমিন সুলতানা আপু

Photos from সুপ্তহাসি ফাউন্ডেশন's post 16/12/2023

বিজয় দিবস ২০২৩ উপলক্ষে বাচ্চাদের সাথে কিছু সময়।
লোকেশন:কুষ্টিয়া বড় বাজার স্টেশন।

16/12/2023
14/12/2023

আসসালামু আলাইকুম
আমাদের নতুন ভাবে কাজ শুরু করার জন্য সংগঠনের স্বার্থে নাম টা পরিবর্তন করা হয়েছে," সুপ্তহাসি শিক্ষালয় " থেকে "সুপ্তহাসি ফাউন্ডেশন "😊 বিগত বছরগুলোর মতই আপনাদের সাপোর্ট চাই আমরা। সুবিধাবন্চিত শিশুদের শিক্ষার পাশাপাশি আমরা সকল ধরনের মানবিক কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
আমাদের কাজ কুষ্টিয়া,যশোর ব্যাপাী হয়ে থাকে তাছাড়াও সবজায়গায় কার্যক্রম পরিচালনার চেষ্টা চলছে ইনশাআল্লাহ , আমাদের ব্লাড রিলেটেড, শিক্ষা, প্রশিক্ষন সকল কার্যক্রম কে একই সংগঠনের আওতায় আনার ক্ষুদ্র প্রচেষ্টা। ব্লাড সোলজারস টিম নামে ব্লাড প্রজেক্ট ও অব্যাহত থাকবে।

27/11/2023

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? অনেকদিন আমাদের স্কুলের কার্যক্রম বন্ধ আছে, আপনারা কি চান আমরা আবার চালু করি? থাকবেন আমাদের পাশে।

14/08/2021

❝রোটার‍্যাক্ট ক্লাব অব নওয়াপাড়া❞ এর পৃষ্ঠপোষকতায় ❝ সুপ্ত হাসি শিক্ষালয় ❞ এর আয়োজনে আগামীকাল ১৫ই আগস্ট অনুষ্ঠিত হবে ❝অঙ্কন প্রতিযোগিতা❞।
স্থান:সুপ্তহাসি শিক্ষালয় প্রাঙ্গণ
সময়: দুপুর ৪ টা

Photos from সুপ্তহাসি ফাউন্ডেশন's post 11/08/2021

সুপ্ত হাসি শিক্ষালয় প্রাঙ্গণে হাসবো সবাই এক সাথে এর আয়োজনে শেষ হলো ভাসমান-অসহায়-সুবিধাবঞ্চিত শিশুসহ সংলগ্ন বস্তি এবং ছিন্নমূল প্রায় শতাধিক লোকের মাঝে খাদ্যদান কর্মসূচি!
আজকের এমন মহতী উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে ডোনেশন করেছে এসএসসি-২১ ব্যাচের একঝাক মানবিক প্রাণ শিক্ষার্থীরা।উপস্থিত ছিলেন দুটি সংগঠন এর স্বেচ্ছাসেবীরা।ঈদ পরিকল্পনাতে এই আয়োজন থাকলেও লকডাউন এবং বিভিন্ন চলমান ইস্যুর কারণে করা সম্ভব হয়নি।কিন্তু আল্লাহর অশেষ রহমতে তুলনামূলক ভ্রাতৃত্বসুলভ দুই পরিবারের অংশগ্রহণে এমন একটি কর্মসূচির অংশ হতে পেরে আমরা গর্বিত।সম্পৃতী আর সহানুভূতির এমন মেলবন্ধনেই সৃষ্টি হবে মানবিক অগ্রযাত্রা,প্রতিষ্ঠিত হবে ক্ষুধা-দারিদ্রমুক্ত এক সোনার বাংলা!

20/07/2021

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? অনেকদিন আমাদের সুপ্ত হাসি শিক্ষালয়ের কোন আপডেট কেউ পাননি কারণ আমরা করোনা মহামারীর জন্য স্কুল বন্ধ রেখেছিলাম😊

আর মাত্র এক দিন পর পবিত্র ইদুল আযাহা।ত্যাগের ইদ 😊 আমরা আগামী আগস্ট মাসের লকডাউন খোলার পর বাচ্চাদের খাওয়ানোর একটা প্রগ্রাম রাখতে চাই। আমরা প্রতিবার বাচ্চাদের মুরগীর মাংস খাওয়াই। কিন্তু আমরা চাচ্ছিলাম আগস্ট মাসের খাওয়াতে গরুর মাংস করতে (হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মুরগীর ব্যবস্হা থাকবে)।

এছাড়াও পোলাও চাল, তেল কিনতেও খরচ পড়বে। তার জন্য সাহায্য পাঠাতে চাইলে নিচের নম্বরে পাঠাতে পারেন। (বি.দ্র. টাকা পাঠানোর পর কল দিয়ে শেষ ২ সংখ্যা বলতে হবে)

01867002291 (বিকাশ) ( সৈয়দ মাহিম ইসলাম)
01867002291 (নগদ) ( সৈয়দ মাহিম ইসলাম)
018670022910 (রকেট) ( সৈয়দ মাহিম ইসলাম)

Photos from সুপ্তহাসি ফাউন্ডেশন's post 18/05/2021

অসহায়,সুবিধাবঞ্চিত আর পিছিয়ে পড়া বাচ্চাদের হাসি-আনন্দ আর প্রানোচ্ছল মূহুর্তগুলোর গুরুত্ব সুপ্ত হাসি শিক্ষালয় এর কাছে সবথেকে বেশি।তাইতো স্বল্পদিনের অর্ধবছরের পথচলায় চেষ্টা করেছি শতভাগ সাধ্যের সবটা দিয়ে ওদের চাহিদা-ইচ্ছাগুলো পূরণে।তাইতো ঈদের মাংস-ডাল-ভাতের পর ই আবার ঘটা করে চটপটি আর ফুসকা আড্ডাতে ওদের সবার উপস্থিতির সাক্ষী হলো আজকের রেলস্টেশন সংলগ্ন ছোট্ট স্কুলটি।ধন্যবাদ সকল শুভাকাঙ্ক্ষী, শিক্ষক এবং প্রিয়জনদের যারা ছিলেন আছেন আর থাকার আগ্রহ দেখিয়েছেন সারাক্ষণ!
আপনার যেকোন মতামত কিংবা সহযোগিতার জন্য অপেক্ষায় আমরা।যোগাযোগ করুন পেইজের ইনবক্সে!

যশোরে ঈদের দিনে 'সুপ্তহাসি শিক্ষালয়' এর আয়োজনে নতুন কাপড়-খাবার বিতরন! - crimebarta is Traditional online news portal from 2012 14/05/2021

ধন্যবাদ ক্রাইম বার্তা/crimebarta কে!

https://crimebarta.com/2021/05/14/যশোরে-ঈদের-দিনে-সুপ্তহাস/

যশোরে ঈদের দিনে 'সুপ্তহাসি শিক্ষালয়' এর আয়োজনে নতুন কাপড়-খাবার বিতরন! - crimebarta is Traditional online news portal from 2012 মোঃ রাসেল হোসেন, ( ভ্রাম্যমাণ)যশোর প্রতিনিধি: ঈদুল ফিতর পবিত্র দিনে আজ অভয়নগরে অসহায়,সুবিধাবঞ্চিত আর বাস্তহারা পর....

13/05/2021

আজকের #মেহেদী_উৎসব
সবাইকে সুপ্ত হাসি শিক্ষালয়ের পক্ষ থেকে জানাই ইদ মোবারক।

Photos from সুপ্তহাসি ফাউন্ডেশন's post 13/05/2021

❝ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ
ঈদের আমেজে মিশে যাক আছে যত উচু-নিচুর বৈষম্য।❞
❝ঈদুল ফিতর❞ এর আনন্দ ভাগাভাগি করে নিতে সুপ্ত হাসি শিক্ষালয় এর বাচ্চাদের নিয়ে আজ ❝মেহেদী উৎসব❞ এর আয়োজনে রঙ্গিন হলো ওদের হাত,ভাগাভাগি হলো অনাবিল আনন্দের পশরা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীর মাঝে।প্রানবন্ত এই আয়োজনে যারা স্বতঃস্ফূর্ত এমন সাড়া প্রদানের মাধ্যমে আমাদের অগ্রযাত্রাকে সম্মুখপানে এগিয়ে নিচ্ছেন সকলকে জানাই অভিনন্দন আর ❝ঈদুল ফিতর❞ এর শুভেচ্ছা!

09/05/2021

৬ মাস পূর্তি উপলক্ষে আজকে সুপ্ত হাসি শিক্ষালয়ের আয়োজন।

05/05/2021

❝আকড়ে ধরে শিক্ষাকে,জয় করব বিশ্বটাকে”
স্লোগানকে ধারণ করে গড়ে ওঠা ❝ সুপ্ত হাসি শিক্ষালয় ❞ আজ অগণিত মানুষের ভালবাসায় কাজ করে যাচ্ছে অসহায়,সুবিধাবঞ্চিত আর ছিন্নমূল পরিবারের শিশু এবং বিভিন্ন সামাজিক কাজে মানুষের পাশে দাড়ানোর মাধ্যমে!
আগামী ৯ই মে পূর্ণ হতে চলল অর্ধ-বার্ষিকী।এই লক্ষ্যে বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে চিত্রাঙ্কন এবং গজল প্রতিযোগিতা!
এই যাত্রায় ও আপনাদের পাশে চাই বরাবর এর মত ই।সকলকে এই শিক্ষালয় এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন!

Photos from সুপ্তহাসি ফাউন্ডেশন's post 04/05/2021

আজ সুপ্ত হাসি শিক্ষালয় এর অংকন প্রতিযোগীতা আর ক্লাস ছিল 😍পড়াশোনার পাশাপাশি যেন তার সব দিকেই এগিয়ে যেতে পারে।

Photos from সুপ্তহাসি ফাউন্ডেশন's post 22/04/2021

আলহামদুলিল্লাহ চলছে সুপ্ত হাসি শিক্ষালয় এর ইদ প্রোগ্রাম প্রস্তুতি ☺তাদের আবদার ছিলো ইদ এ জামা দিতে হবে । সকলের প্রচেষ্টায় সাধ্যমত চেষ্টা করছি তাদের জন্য কিছু করার। সুপ্ত হাসির সাথে জড়িত সকল সেচ্ছাসেবী ও যারা আমাদের বাচ্চাদের জন্য অর্থ অনুদান দিয়েছেন তাদের সবার জন্য ভালবাসা অবিরাম ❤❤

15/04/2021

আমাদের "সুপ্ত হাসি শিক্ষালয় "
বাচ্চাদের নিয়ে ঈদের দিন একটি প্রোগ্রাম করতে যাচ্ছে। যদি করোনাকালীন অবস্থা ভালো হয় তাহলে আমরা একটি ঈদ উদযাপন প্রোগ্রাম করব। আমরা আমাদের ঈদের আনন্দ গুলো বাচ্চাদের সাথে ভাগাভাগি করতে চাই।
আপনারা যদি আমাদের সাথে থাকতে চান এবং অর্থ বা আনুষঙ্গিক জিনিস এর মাধ্যমে সাহায্য করতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করুন।

অনেকেই বাচ্চাদের সাথে ইফতার করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ, আপনারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।

26/03/2021

🇧🇩🇧🇩🇧🇩

Photos from সুপ্তহাসি ফাউন্ডেশন's post 24/03/2021

বাচ্চাদের আবদারে আজ ছিলো আমাদের...
#চটপটি_পার্টি 😋😋

23/03/2021

স্কুলের বাচ্চার গত কয়েকদিন ধরে চটপটি খাওয়ার বায়না করছিলো। তাই আগামী কাল আমরা তাদের উদ্দেশ্যে চটপটি পার্টির আয়োজন করছি 😊😊

আমাদের জন্য দোয়া করবেন।

16/03/2021

চলছে পড়াশোনা ...😊

18/02/2021

আমাদের স্কুল নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে সেগুলো জানানোর জন্য আজ আমাদের এই পোস্টঃ

#স্কুলের_সূচনালঘ্নঃ

০১.
আছিয়া বেগম ৯ নভেম্বর রেললাইনের পাশের বস্তির এবং রেলস্টেশনে থাকা শিশুদের পড়াশোনার উদ্দেশ্যে মাত্র ১০ জন শিশুদের নিয়ে রেললাইনের পাশে বাংলাদেশ রেলওয়ে এর জায়গায় শিশুদের পড়াশোনা করানো শুরু করেন।প্রথমে যদিও শিশুদের বাবা-মা তাদের সেখানে পাঠাতে আগ্রহ প্রকাশ করেনি। তবে আস্তে আস্তে স্কুলের ছাত্র ছাত্রী বৃদ্ধি পায়।ছাত্র ছাত্রী ধরে রাখার জন্য প্রতিদিন পড়ানো শেষে নাস্তার ব্যবস্থা করেন এবং মাসে ২ বার দুপুরের ভরপেট খাওয়ান।এছাড়া এখানে সপ্তাহে ২ দিন একজন হাফেজ এসে আরবি পড়ান।

প্রথম থেকেই আছিয়া বেগমের কন্যা জান্নাতুল ফেরদৌস মৌলী এই উদ্যোগে তার পাশে এসে দাঁড়ান এবং সেখানে দিয়ে তার সাথে পড়ান। জান্নাতুল ফেরদৌস মৌলী তার একজন ছোট ভাই মাহিদ কে এ ব্যাপারে আগে থেকে বলেছিলেন এবং মাহিদও সেখানে ৯ নভেম্বর থেকে পড়ানো শুরু করেন। আস্তে আস্তে স্কুলের শিক্ষার্থী সংখ্যা বাড়ে। প্রায় ৪০ এর বেশী শিক্ষার্থী স্কুলে নিজেদের নাম লেখায়।

14/02/2021

তবুও প্রতিক্ষার প্রহর হয় না শেষ-
বসন্তের সজ্জায় মিশে প্রনয়ের রেশ;
ভ্রমরা চেনাবে সখা পথ,
কুসুমিত কোমল পুষ্প রথ।

Photos from সুপ্তহাসি ফাউন্ডেশন's post 14/02/2021

আমাদের মাসিক খানাপিনার আয়োজন।
বসন্তের ভালবাসার ছোঁয়ায় সকলে শিশুদের মধ্যে আমরা শিক্ত ছিলাম।
যারা যারা সাহায্য করেছেন সকলকে ধন্যবাদ। ❤️💚💛

Want your organization to be the top-listed Government Service in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সুপ্তহাসি ফাউন্ডেশন এর ব্লাড সোলজারস টিম এর ৫ টাকার মানবিক মেলাতারিখ :১২ আগষ্ট ২০২২
#ইদ_মোবারক
৬ মাস পূর্তি উপলক্ষে আজকে সুপ্ত হাসি শিক্ষালয়ের আয়োজন।
শিক্ষা কোনদিনই মানুষের ট্যালেন্টকে আটকিয়ে রাখতে পারে না। সুপ্ত গুণ অবশ্যই প্রকাশ পাবে। তেমনি এই ছেলেটির সুপ্ত গুণ প্রকাশ...
সুপ্ত হাসি শিক্ষালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের কন্ঠে জাতীয় সংগীত 🎤🎻।

Telephone

Website

Address

Jessore
7461

Other Jessore government services (show all)
Jessore Jessore
Jessore, 7400

Read Jessore News www.jessorenews24.com

Islam Our Pride Islam Our Pride
Jessore, 7440

This page contains Islamic motivational contents, post and videos, personal vlogs etc.

মোঃ জে এম রাজু মিয়া মোঃ জে এম রাজু মিয়া
Jessore

বাংলাদেশি খেটে খাওয়া দিনমজুর এবং শ্রমিকের অধিকারের আদায় জন্য লড়ছে

হেলাল বুক ডিপো হেলাল বুক ডিপো
IBN SINA HOSPITAL Jessore 68 Jail Road
Jessore, 7400

লক্ষাধিক ইসলামিক বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম

Md Abir khan Md Abir khan
Kaligonj
Jessore, JHENAIDAH

public

ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
Rajgonj To Trimohini Road
Jessore, 7440

This is a social organisation for developing our rural society and taking proper step for controling social problems...

Ramjan Mk Official Ramjan Mk Official
Jessore

Islamic video

5 Star Bankra 5 Star Bankra
Jessore, 7420

Unity for Humanity

মুক্তিযোদ্ধা যুব কমান্ড যশোর জেলা শাখ। মুক্তিযোদ্ধা যুব কমান্ড যশোর জেলা শাখ।
Khulna Division
Jessore, 7400

বাংলাদেশ আওয়ামীলীগ

BNP BNP
Jessore, 7388394982

মনুষ্যত্ব-Humanity মনুষ্যত্ব-Humanity
Gobra
Jessore

জীবনের জন্য। For life #humanity #Humanity #মনুষ্যত্ব Humanity means extending unconditional love to e

শিক্ষার জগত শিক্ষার জগত
Khulna
Jessore

এখানে শুধু ইলেকট্রিক কাজের বিষয়ে ভিডিও আপলোড করা হবে নতুন নতুন অনেক কাজ শিখতে পারবেন সকলে