Mitu Biswas
মানুষ মরে যাচ্ছে-মানুষের অভাবে
মানুষ টেরই পাচ্ছে না!
বেচেঁ থাকলে কোনো একদিন দেখা হবে!
ঝুম বৃষ্টিতে,,,
এইতো সেদিন, যেদিন খুব মন খারাপে আপনাকে পাশে পায়নি,
যেদিন মাঝ রাতে আপনার কথা ভেবে চোঁখের নোনা জল গাল বেয়ে কানের কাছে এসে ঠেকলো তারপর বালিশে মিশে গেলো, যেদিন আপনার স্মৃতি আমার নিঃশ্বাস আটকে দিচ্ছিল, যেদিন আপনি আমার সামনেই কিন্তু অনেক দূরের মানুষ হয়ে গেলেন, অনেক অচেনা হয়ে গেলেন আমাকে অপরিচিত করে দিলেন 💔🥀
মিতু~
আজ যে সময়ে আপনি কষ্ট পাচ্ছেন, একটা সময় এমন আসবে যখন বদলে যাওয়া সময় ভেবে আপনার হাসি পাবে ❤️
সবাই প্রচুর পড়াশোনা করছে, আমরা দুজনে ফাঁকি দিতে ব্যস্ত 🙂
কিছু জিনিষ জন্মদাগের মতো, আজীবন রয়ে যায়!
আমার কুন্ডু আর আমি ❤️
এই যে এই ভদ্রলোকের কিছু কনভারসেশন যেগুলো দেখলে আমার হাস্যকর ছাড়া কিছুই মনে হলো না। আপনাকে আপনি সস্তা বানাচ্ছেন তাতে আমি কি করতে পারি?
আমার পেজের সকলের উদ্দেশ্যে বলছি,
আচ্ছা আপনি, বা আপনারা একটা উত্তর দেন..…..
কোনো অপরিচিত কারোর সাথে আমি কেনো কথা বলবো?
হ্যাঁ এটা পেজ আর ম্যাসেজ সেকশন যখন চালু আছে অনেকেই ম্যাসেজ দেবে এটা স্বাভাবিক। আমি স্বাভাবিক ভাবেই নিয়েছি এবং সেই সাথে অবশ্যই আমি সেগুলো ইগনোর করি।
কিন্তু, কিছু মানুষ এমন আছে, ম্যাসেজ এর রিপ্লাই না দিলেও ম্যাসেজে আবার দেখি উল্টা পাল্টা লেখে। সেগুলোতে যদিও আমার যায় আসে না। তবে এটা আসলেই হাস্যকর।
যায় হোক, কারোর কোনো রকম কোনো ম্যাসেজ এর রিপ্লাই দেওয়া হবে না, ধন্যবাদ।
অহংকার বা অন্যভাবে আশা করি কেউ নিবেন না।
প্রথম ছবিটা আজ ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠানের,
দ্বিতীয় ছবিটা ভার্সিটিতে ওরিয়েন্টেশন এর। এই দুটো ছবির মধ্যে অনেক পার্থক্য আছে।
প্রথম ছবিতে আমি একা কারণ আজ আর কুন্ডু আমার সাথে নেই। কুন্ডু থাকলে বলতো আমি তোর পাশে বসবো।
এ মিতু আমি তোর সাথে ছবি তুলবো, এ মিতু আমার ছবি তুলে দে, এ মিতু আমার পাশে তুই না বসলে গল্পঃ করে শান্তি হয় না,,,,,,,,,,,,,
না আজকে এমন করে আমাকে কেউ বলেনি 🥺
আজ আমিও বলিনি আই কুন্ডু ছবি তুলি, কুন্ডু তাকা রীলস বানাচ্ছি 😣
মিস ইউ কুন্ডু😭
ডুয়েট এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী "সোহেল রানা" সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় "পলিটেকনিক নোটিশ বোর্ড" পরিবার শোকাহত সাথে শোকাবহ সময় পারকরছে পুরো ডুয়েট।
খুলনায় চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার পলাতক প্রধান আসামীকে গ্রেফতার করেছে হরিণটানা থানা পুলিশ।
গুড নিউজ ডেক্স:-
কেএমপি, হরিণটানা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ শাহরিয়ার হাসান এর নেতৃত্বে একটি চৌকশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল বিকাল আনুমানিক ৪:৩০ ঘটিকার সময় আড়ংঘাটা থানাধীন ঘোনা বাজার এলাকা হতে চাঞ্চল্যকর শামীমা হত্যা মামলার পলাতক প্রধান আসামী মোঃ সাইদুর রহমান (২১), পিতা—মোঃ আব্দুর রহিম মোল্লা, সাং—২নং কয়রা (সানাবাড়ী), থানা—কয়রা, জেলা—খুলনা কে গ্রেফতার করেন। উল্লেখ্য স্বামী স্ত্রী মধ্যে পারিবারিক দ্বন্দের জের ধরে সাইদুর রহমানের স্ত্রী রাগের বশবর্তী হয়ে বাপের বাড়ি চলে যায়। পরবর্তীতে সাইদুল রহমান তার স্ত্রীকে আনতে গেলে, তার স্ত্রী যখন আসতে আনিচ্ছা প্রকাশ করে, তখন সাইদুল রহমান তার স্ত্রীকে মোবাইল কেনার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে এনে পাশের এলাকায় একটি কাশবনে নিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে, সাইদুল রহমান পালিয়ে যায়। পরে হরিনটানা থানা পুলিশ সাইদুর রহমান স্ত্রী শামীমার মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন শামীমার স্বামী সাইদুর রহমান পলাতক থাকার পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে আড়ংঘাটা থানাধীন ঘোনা বাজারে এলাকা হতে গ্রেফতার করা হয়।
খান জাহান আলী সেতু (রুপসা ব্রীজ) হতে এই ছেলেটি কিছুক্ষণ আগে লাফ দিয়ে আত্নহত্যা করে মারা গেছে। কেউ চিনে থাকলে পুলিশ ফাঁড়িতে এসে যোগাযোগ করুন।
আহা জীবন 🥲
হতাশা ছাত্রজীবনের অভিশাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ছাঁদ থেকে লাফ দিয়ে আত্ম*হত্যা।
তবু এই দেওয়ালের শরীরে 🥺♥️
আপনি ঠিক যেই মুহূর্তে কারোর উপর নির্ভরশীল হয়ে পড়বেন,
ঠিক ওই মুহূর্ত থেকেই আপনার প্রতি তৈরি হবে অবহেলা !
~ মিতু বিশ্বাস
Kotto innocent lagce ekhane 🥹
🙂🙂
মায়ের শাড়িতে আমি ♥️🫰
শিউলির মত সুন্দর হোক ভবিষ্যৎ 😊
তুমি ঠিক বলছো, তার মানে এই নয় যে আমি ভুল!
তুমি আমার জায়গায় আসো,
দেখবা আমিও ঠিক!'😊
একদিন নদীর সাথে নৌকায় 💙
থেকে যেয়ো স্বভাবে, কিছুটা এভাবে ,
কখনো ছায়াতে কখনো মায়াতে!
অল্প স্মৃতিতে, ক্ষণিকের কল্পনাতে।
#প্রাণের মানুষ 🤍
কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে অতীত ভুলে গিয়েছে, অতীত কখনো কেউ ভুলে যাই না, শুধু মনে করা বন্ধ করে দেয় সময়ের সাথে। একটা বই যখন প্রতিদিন পরা হয় তখন বইটার উপড় ধুলো জমতে পারে না, কিন্তু বইটা যখন আপনি আর পড়বেন না তখন বইটার উপর ধুলো জমে যায় যেমন ঠিক তেমন অতীতের উপর একটা ধুলো জমে মাত্র
✍️ কন্ঠ ও কবিতায় মিতু ( Mitu Biswas )
#সেদিন 🖤❤️🖤
#প্রাণের মানুষের সাথে একদিন
তার সাথে
A memorable day 💔
05-02-2023
প্রিয় তোমার নামে খোলা চিঠি
: Mitu Biswas
: Dipannita Nath (আত্মহত্যা করেছেন)
: Mitu Biswas
Vedio upload hoye jabe kal 🙂
By the way picture kintu 2020 er 🖤
বান্ধবি গণ😘
22-01-2023
CIVIL DEPARTMENT 🖤
KHULNA POLYTECHNICS INSTITUTE
বন্ধুর ক্লিকে ঝাঁপসা আমি 🥹
By the way thanks ( বন্ধু - বন্ধুবি) সময়টা সুন্দর ছিলো ☺️🥰
সুন্দরতম একটা সন্ধ্যা 2022 এর শেষ সন্ধ্যা ☺️
পেজ থেকে বহু দূরে চলে গিয়েছিলাম 😔 ফিরে আসার চেষ্টা করা যাক এবার ☺️
বড্ডো প্রিয় ফুলের থেকেও ফুল দেওয়া মানুষটাকে ☺️🙈
ভেবেছিলাম রোজ ভিডিও আপলোড করবো 🙂
কিন্তু জ্বর ঠাণ্ডা আমার সাথে শত্রুতা করে দিলো 😒😒
প্রচুর কম 🙂😁
আমি এমনও মানুষ দেখেছি যারা সামনে বেস্টফ্রেন্ড বলে পিছনে আমারই সমালোচনা করেছে 😔💔
আলসেমির কারণে ভিডিও বানানো হয় না আজ থেকে রোজ ভিডিও আপলোড দিবো 🙂 না মানে চেষ্টা করবো 😐
বিদ্রঃ আমার পাশে কুন্ডু ☺️☺️
কি করবেন বড়লোক স্বামী দিয়ে ??
টাকার চার দেওয়ালের মধ্যে শুয়ে থাকবেন ??
কি করবেন খুব হ্যান্ডসাম কোন স্বামী দিয়ে??
গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবেন???
তাকে চয়েস করুন যে প্রতিটা মুহুর্তে আপনার সঙ্গে থাকে , আপনার প্রতিটা বিপদের আভাস পেয়ে আপনাকে আগলে রাখে 🧡🧡
কতটা ভালোবাসলে "সব্যসাচী" হওয়া যায়!!
ভাগ্য ঐন্দ্রিলার থেকে সব কেড়ে নিলেও ওকে একটা সব্যসাচী দিয়েছে!
এমন একজন মানুষ পাশে থাকলে পৃথিবীর সব লড়াই জিতে নেওয়া যায়!
ঐন্দ্রিলা শর্মা সে তো বার বার জিতে ফিরে আসা অপরাজিতা। ❤️😊
ছবি- সব্যসাচী চৌধুরী এবং ঐন্দ্রিলা শর্মা
সব শেষ বাংলাদেশ,,,,মাগুরা ছেড়ে আসার পালা😔
শুভ বিজয়া দশমী ❤️
Family 🥰
দিদি আর আমি 🥰
পূজা মন্ডপ পরিদর্শন 🥰🥰
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
Jessore
West Barandipara Dhaka Road,, Khulna
Jessore, JESSORE
Wear Mehendi in your hand , It's Sunnah in Islam💞✨
Sheikh Hasina Software Technology Park, Jashore
Jessore, 7400
"আমি উথ্থান, আমি পতন, আমি অচেতন-চিতে চেতন" -------X-------