Zeenat

reaching about asrological stone, psychological pressure and try to solving Islamic way.

14/10/2022

বুজতে পারলে নিজের অনেক কিছু বদলাতে ইচ্ছা করবে। ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।

13/10/2022

দয়া করে একটু সময় দিয়ে লেখা টি পড়ুন......
জান্নাতে সর্ব প্রথম গান শোনাবেন হুরেরা, তাতে কেটে যাবে ৭০ বছর,
জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে,
আর জান্নাতের হুরদের সাথে সুর মিলাবে সুরের মুর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে,
আল্লাহ্ তখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন,,
----"কেমন লাগলো?
----"সকলেই জবাব দিবে, খুব ভালো,
----"আল্লাহ্ বলবেন," এর চেয়েও ভালো শোনো।

জান্নাতবাসী বলবে
"হে আল্লাহ্ এর চেয়ে ভালো কি,
তখন আল্লাহ্ হযরত দাউদ (আঃ) কে ডাক দিয়ে বলবেন,
---- "হে দাউদ এবার তুমি শুনাও"
দাউদ (আঃ) বলবেন,
----"হে আল্লাহ্ আমার কন্ঠ তো দুনিয়াতে ছিল যবুর শরীফে,
আল্লাহ্ বলবেন,
----তোমার কন্ঠ ফিরিয়ে দিলাম কোরআন মাজিদ শোনাও।

❣️হযরত দাউদ (আঃ) কোরআনের " একটি সুরা শোনাবেন! জান্নাতবাসী মুগ্ধ হয়ে যাবে।
আল্লাহ্ আবার বলবেন,---"কেমন লাগলো?
"জান্নাতিরা বলবে,--- মারহাবা, খুব ভালো লাগলো।
আল্লাহ্ বলবেন, এর চেয়ে ভালো শোনো,
জান্নাত বাসীরা, বলবে "হে আল্লাহ্ এর চেয়ে ভালো কি হতে পারে, আল্লাহ্ পাক রাসুলুল্লাহ্ (সাঃ) কে বলবেন,
----হে আমার প্রিয় হাবিব এবার আপনি ওদের শোনান!

💚রাসুলুল্লাহ্ (সাঃ) কোরআনের হৃদয় "সুরা ইয়াসিন" তেলাওয়াত করবেন। পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধ্বনি তুলবে,"
আল্লাহু আকবার "
আল্লাহ্ আবারও জানতে চাইবেন, কেমন লাগলো?জান্নাতবাসীরা বলবেন, আল্লাহ্ সবকিছু থেকে এটাই বেশি ভালো লাগলো!

❤️আল্লাহ্ বলবেন,"এর চেয়েও ভালো আছে, "জান্নাতবাসী অবাক হয়ে বলবে, আল্লাহ্ এর চেয়ে ভালো কিছু আছে,
আল্লাহ্ জবাব দিবেন,
"এর চেয়ে ভালো যা তা হলো তোমাদের রব! আল্লাহ্ বলবেন, "রিজওয়ান (একজন ফেরেস্তা) পর্দা সরিয়ে দাও, আজ আমার বান্দা আমার দীদার করবে, আমাকে দেখবে,
"আল্লাহু আকবার"! পর্দা সরে যাবে ও সবাই আল্লাহর দীদার লাভ করবে আল্লাহকে দেখার পরে বান্দা অস্থীর হয়ে যাবে তখন ----শেষে আল্লাহ পাক সুরা আর রহমান পাঠ করবেন তখন মানুষের অবস্থা কি যে হবে আল্লাহ ভাল জানেন।

জান্নাতের হুর কি,
শরাব কি,
নহর কি,
ফল কি,
সব কিছুকে মূল্যহীন মনে হবে
বান্দা বলবে, "আল্লাহ্ কিছুই চাইনা,
শুধু তোমার দীদার চাই!তোমাকে দেখতে চাই,

আল্লাহ্ আমাদের কে জান্নাতে কবুল করুন

❤️ আমিন ❤️

10/10/2022

১) এক বিয়ে বাড়িতে গিয়েছিলাম। শাড়ি পরা সুসজ্জিত এক মেয়ে একজন হ্যান্ডসাম পুরুষের সাথে গা ঘেষে সেলফি তুলছে। পরিচয় হবার পর চোখ কপালে তুললাম, মেয়েটা এতক্ষণ তার কলিগের সাথে ছবি তুলছিল, একটু দূরেই তার গর্বিত স্বামী হাসি মুখে সেই ছবি তুলে দিচ্ছিল। মনে মনে স্বামীটাকে বকে দিলাম, গাইরতহীন পুরুষ কোথাকার!

২) মিরপুর থেকে আশুলিয়ায় যাব, লেগুনা ছাড়া উপায় নাই। দুই সিট ভাড়া নিয়ে উঠলাম যেন পাশের পুরুষ আমার গায়ে এসে না পড়ে।

লেগুনার একদম কিনারে একজন মহিলা বসা, তিনি তার পাশে বসতে দিলেন, আমার ডানে একজন পুরুষ। লেগুনা চলতে শুরু করল, আমার বাম পাশের মহিলা আর ডান পাশের পুরুষ দুইজন গল্প করতে লাগল।

লেগুনা রাফ চলছে, ধাক্কায় পুরুষটি বার বার আমার দিকে সরে আসছিল।

আমি ঝাড়ি দিলাম, "বিশ টাকা বেশি দিয়ে দুই সিট নিয়েছি যাতে কেউ গায়ে এসে না পড়ে, আপনি ওদিকে চেপে বসেন।"

এবার বামের মহিলা অবাক হয়ে বললেন, 'আপনি এই জন্য দুই সিট নিয়েছেন? আপনি আমার সাথে জায়গা পাল্টে একেবারে কিনারায় বসেন। উনি আমার স্বামী, ভালো মানুষ।'

আমি আকাশ থেকে পড়লাম, 'আপনার স্বামী! তাহলে এতক্ষণ আমাকে তার পাশে বসতে দিয়েছেন ক্যান? আমাকে তো কিনারে বসতে দিলেই পারতেন। নিজের স্বামীর পাশে অন্য মহিলাকে কেউ বসতে দেয়! '

এরকম গাইরতহীন নারী আর পুরুষে দেশ ভরে গেছে, কারো মধ্যে বিন্দুমাত্র গাইরাবোধ নাই। নিজের স্পাউজ কার সাথে কোথায় যাচ্ছে, ছবি তুলছে, পাশাপাশি বসছে, আড্ডা দিচ্ছে এগুলোতে তাদের কিছুই মনে হয় না।

গাইরাবোধ (প্রটেকটিভ জেলাসি)

সাদ বিন উবাদা(রাঃ) একবার বলেন, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখি তবে আমি তার শি-র-চ্ছে-দ করে ফেলবো।

একথা সাহাবারা রাসুল(সাঃ) কে জানালে তিনি বলেনঃ তোমরা কি সাদের আত্মমর্যাদাবোধ দেখে বিস্মিত হচ্ছ? আল্লাহর শপথ! আমি তার চেয়েও অধিক আত্মমর্যাদাসম্পন্ন। আর আল্লাহ্ আমার চেয়েও অধিক আত্মমর্যাদাসম্পন্ন। আল্লাহ্ আত্মমর্যাদাবোধ সম্পন্ন হবার কারণে প্রকাশ্য ও গোপনীয় (যাবতীয়) অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন।

[৬৮৪৬; মুসলিম পর্ব ১৯/হাঃ ১৪৯৯, আহমাদ ১৮১৯২১]

10/10/2022

যখন কোন গুনাহ করতে মন চাইবে তখন তিনটি কথা মনে করবেনঃ
১.আল্লাহ সব কিছু দেখছেন।
২.ফেরেস্তাহ সব কিছু লিখেছেন।
৩.হাশরের দিনে সব কিছুরই হিসাব দিতে হবে।

10/10/2022

▌যাদের গীবত করা ওয়াজিব"

গিবত করা বা পরনিন্দা করা হারাম। এই কথাটা একজন সাধারন মুসলমানও জানে। কিন্তু কিছু কিছু মানুষের বা দলের গিবত বলা যায়েজ, এই কথাটা অনেকেই জানে না। যার কারনে গিবতকারী গিবতকারী বলে চিল্লা চিল্লি করে।
কিছু মানুষ এমন আছে যে, সে নিজে খারাপ, কিন্তু তার কারনে অন্যলোক ক্ষতিগ্রস্ত হয় না। এমন লোকের অনুপস্থিতিতে তার নিন্দা করা যাবে না।করলে গিবত হবে।
কিছু লোকের চরিত্র এমন যে, সে নিজেও ধ্বংশ হয়েছে এবং অন্যকেও ধ্বংশ করতেছে। এমন লোকের ধ্বংশাত্বক ছোবল থেকে অন্যকে বাচানোর উদ্দ্যেশে তার খারাপ চরিত্রের কথা মানুষকে জানিয়ে দেওয়া গিবতের অন্তর্ভুক্ত নয়।
যেমন আপনার এলাকাতে একজন প্রশিদ্ধ ডাকাত আছে, তাহার ভাষা খুবই মিষ্টি। সে মিষ্টি কথার দ্বারা মানষকে বশিভুত করে ফেলে এবং সুযোগমত কৌশলে মানুষের অনিষ্ট করে। এমতাবস্তায় আপনি দেখলেন যে, আপনার ঘনিষ্ট একজন আত্নীয় তার খপ্পরে পড়ে যাবার উপক্রম। এখন আপনি কি করবেন ?
এখন আপনার একান্ত কর্তব্য হল, ডাকাতের চরিত্রকে প্রকাশ করা। যদি না করেন তাহলে আপনার আত্নীয়ের সবকিছু ধ্বংশ করে দিবে।এই হল সাধারন ব্যাপার। আর যে দল বা গুষ্টি প্রতারনার ফাদ পেতে লক্ষ লক্ষ লোকের ইমান আমল নষ্ট করতেছে তাদের মন্দ দিকগুলি সাধারন জনগনের নিকট প্রকাশ করা ফরজ।
কোন কোন ক্ষেত্রে গীবত করা ওয়াজিব?!
গিবতের ক্ষতিকর প্রভাবে ব্যক্তি থেকে সমাজের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। তবে স্রেফ ইছলাহের উদ্দেশ্যে ও নেকীর আশায় জনকল্যাণার্থে কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করা যায়। যেটা আসলে গীবত নয়। বরং সত্য তুলে ধরা।
যেমন,

(১) অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার জন্য।

(২) সমাজ থেকে অন্যায় দূর করা এবং পাপীকে সঠিক পথে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করার জন্য।

(৩) হাদীছের সনদ যাচাইয়ের জন্য।

(৪) মুসলিমদেরকে মন্দ থেকে সতর্ক করার জন্য।

(৫) পাপাচার ও বিদ‘আত থেকে সাবধান করার জন্য।

(৬) প্রসিদ্ধ নাম বলে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য! যাতে করে লোকেরা এদের চিনতে পারে।
[নববী, রিয়াযুছ ছালেহীন, ২৫৬ অনুচ্ছেদ, পৃঃ ৫৭৫; মুসলিম হা/২৫৮৯ ‘গীবত হারাম হওয়া’ অনুচ্ছেদ, নববীর ব্যাখ্যা দ্রষ্টব্য]
___________
উত্তরেঃ শাইখ মতিউর রহমান মাদানি হাফিয্বাহুল্লাহ।

07/10/2022

হে আল্লাহ আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করবেন 🤲

06/10/2022
06/10/2022

সম্পর্ক ছিন্নকারী কে আল্লাহ রাব্বুল আলামীন অপছন্দ করেন, প্রতিবেশীর সাথে ঝামেলা হলে বা আত্মীয়ের সাথে বা পরিচিত দের সাথে ভুল বোঝা বুঝি হলে তিন দিন এর বেশি ফিতনা ফাছাদ পুশে রাখা উচিৎ নয় এটা পাপ সেখানে আজকাল ভাই,বোন,মা,বাবার সাথে ঝগড়া ঝামেলা করে অনেই বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন, রোজা রাখছেন হয়তো হজ্ব উমরাহ্ ও করে ফেলেছেন বা করবেন ভাবছেন অথচ নিজের পরিবারের লোকেদের খোঁজ রাখেন না।
কি ভেবেছেন জান্নাত খুব সহজ?
নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত অথচ বৃদ্ধ মাতা পিতার খোঁজে রাখেন না, ভাই / বোন গরিব তাই আপনার বোউ/ স্বামী তাদের পছন্দ করে না এই জন্য আপনিও তাদের সাথে যোগাযোগ রাখেন না, তাই তো?

খুব সাবধান, মাহান আল্লাহ রাব্বুল আলামীন সব কিছু জানেন এবং হিসাব রাখেন।

04/10/2022

রোগ মুক্তির দোয়া 🤲

03/10/2022

বাথরুমে প্রবেশের সময় অবশ্যই বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং এই ছোট্ট দোয়াটি পড়ে নেবেন আল্লাহর রাহমাতে আপনি সকল খারাপ খবিশ জ্বীনের ক্ষতি থেকে রক্ষা পাবেন।
"সুবহানাহ আল্লাহ "
হে আল্লাহ আমাদের কে হেদায়েত দান করুন।
আমীন

02/10/2022

ওয়াস্তাগ ফিরুল্লাহি রাব্বি মিন কুল্লী যামবেউ ওয়াতুবু ইলাইহ, লাহা ওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজীম 🤲

02/10/2022

আস্তাগফিরুল্লাহ এর ফজিলত!

রাসুলুল্লাহ (ছা.) এরশাদ করেছেন, ‘সু-সংবাদ তার জন্য, যার আমলনামায় অধিক ইস্তেগফার পাওয়া যাবে।’

(ইবনে মাজাহ হাদিস নং ৩৮০৮)।

ইস্তেগফারের রয়েছে বহুমুখী ফজিলত। যথা :

- ইস্তেগফার নির্ভেজাল একটি ইবাদত।

- গোনাহ মাফের মাধ্যম।

- বৃষ্টি বর্ষণের কারণ।

- সম্পদ ও সন্তান অর্জনে সহায়ক।

- জান্নাতে প্রবেশের সিঁড়ি।

- সার্বিক শক্তি অর্জনের মাধ্যম। কোরআনে এরশাদ হয়েছে, ‘হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো অতঃপর তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন। আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হয়ো না।’ (সূরা হুদ, আয়াত ৫২)।

- উত্তম ভোগ-উপকরণ অর্জনের চাবিকাঠি। কোরআনে এরশাদ হয়েছে, ‘আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। তারপর তার কাছে ফিরে যাও, (তাহলে) তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ-উপকরণ দেবেন।’

(সূরা হুদ : আয়াত ৩)

- বালা-মসিবত দূর করে। কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাদের আজাব দানকারী নন এমতাবস্থায় যে, তারা ইস্তেগফার করছে।’

(সূরা আনফাল : আয়াত ৩৩)।

- আল্লাহ তায়ালা ইস্তেগফারের মাধ্যমে, আনুগত্যশীল ব্যক্তিদের আনুগত্য অনুযায়ী প্রতিদান বৃদ্ধি করে দেন। কোরআনে এরশাদ হয়েছে, ‘(আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। এরপর তার কাছে ফিরে যাও, তাহলে) অধিক আনুগত্যশীলকে তাঁর আনুগত্য মোতাবেক দান করবেন।’

(সূরা হুদ : আয়াত ৩)।

- বান্দা ইস্তেগফারের প্রতি বেশি মুখাপেক্ষি। কারণ, দিনরাত আমরা শুধু গোনাহ আর গোনাহ করি। সুতরাং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যাবতীয় গোনাহ ক্ষমা করে নিতে হবে।

- রহমত অবতীর্ণ হওয়ার কারণ। কোরআনে এরশাদ হয়েছে, ‘কেন তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করছো না, যেন তোমাদের রহমত করা হয়?’

(সূরা নামল : আয়াত ৪৬)।

- মজলিস তথা বৈঠকের সব সগিরা গোনাহের জন্য কাফফারা।

- সর্বোপরি এটা রাসূলুল্লাহ (ছাঃ) এর সুন্নতের অনুসরণ। কারণ, রাসূলুল্লাহ (ছাঃ) দৈনিক কমপক্ষে সত্তরবার ইস্তেগফার পাঠ করতেন।

استغفر الله و اتوب اليه

আস্তাগফিরুল্লাহু ওয়া আতুবু ইলাইহি।

আল্লাহ্‌ আমাদের বেশী বেশী আস্তাগফিরুল্লাহ পড়ার তৌফিক দান করুক আমিন ।

01/10/2022

বিসমিল্লাহির রাহমানির রাহিম 🤲

এই পেজের নাম জীনাত
কি ভাবছেন? এটা শুধু আমার নাম আমার আআইডেন্টিটি?
👍 সেটা তো অবশ্যই ঠিক আছে তবে জীনাত অর্থ জান্নাতের ফুল বাগান।
কি? ভাবতে ভালো লাগছে 🤨 জান্নাতের বাগানে সত্যিই যদি আমরা থাকতে পারি কত ভালোই না হবে 😍
আসুন ছোট আমল, দোয়া, ইসলাম নারীর পথ চলা নিয়ে যা কিছু জানি আমরা আমাদের জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে দিয়ে জান্নাতে বাগানে যাওয়ার টিকিট সংগ্রহ করি।

30/09/2022

কুরআন এবং হাদিসের আলোকে ইসলামে মেয়েদের পর্দার বৈশিষ্ট্য

27/09/2022

Good morning all namaji Muslims 🤲🤲

27/09/2022

( কিছু পরামর্শ:)

১। মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই "বিসমিল্লাহ" বলে নিবেন। নইলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জ্বীনরা আপনার সব দেখে ফেলবে।

২। আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নিবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আপনার ও জ্বীনদের মধ্যে একটি পর্দা তৈরী করে দেবে। এতে করে খবিশ জ্বীন গুলো আপনাকে ইভটিজিং করতে পারবেনা।

৩। কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন। এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না।

৪। বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পরে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতি তে আপনার ঘরটি পাহারা দিলেন ঘরে এসে তাদের আবারো সালাম দিন। এটা ভদ্রতা।

৫। বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন। তারা উৎসাহিত হবে।

৬। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনি নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন। বসে খাবেন। এটা সুন্নাহ।

৭। ডান কাত হয়ে ঘুমাবেন। এটা সুন্নাহ ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই ৩ কুল পড়ে ঘুমাবেন। এটা আপনাকে সারারাত বদ মানুষ ও জ্বীন থেকে হেফাজত করবে, ইন শা আল্লাহ্।

৮। প্রতিরাতে অবশ্যই সুরা মুলক পড়ে ঘুমাবেন। এটা আপনার কবরের জীবনের সাথী, আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইন শা আল্লাহ্।

৯। ঘুমের আগে প্রতিদিন বিছানা ঝাড়েন অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাচ্ছেন সওয়াব! অনুরূপ ভাবে কাপড় পড়ার আগে অবশ্যই একটু ঝেড়ে নিবেন এটা সুন্নাহ এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলেও আপনার ক্ষতি করতে পারবেনা।

১০। খিলখিল করে হাসা বন্ধ করুন। মুচকি হাসবেন। এটাই সুন্নাহ!

১১। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসী পড়ে ঘুমাবেন এতে করে শয়তান আপনার নিকট আসতে পারবে না। ৩৩ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং ৩৪ বার আল্লাহ আকবর পড়ে নিবেন।

১২। রাতে ওযু করে ঘুমাবেন এতে করে সারা রাত একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে।

১৩। ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে এবং আপনি নিজে আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমাবেন।

১৪। রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করে ঘুমাবেন আপনি যদি ঘুমের কারনে নাও উঠতে পারেন তারপরও তাহাজ্জুদ এর সওয়াব পেয়ে যাবেন।

27/09/2022

♥শিশু সম্পর্কে পৃথিবীর সমস্ত বিখ্যাত মনোবিজ্ঞানীরা বলেন♥

⚕️১. যে শিশু উপহাস নিয়ে বাঁচে, সে
বড় হয়ে ভীরু হয়।

⚕️২. যে শিশু সমালোচনার মধ্যে বড় হয়, সে শুধু নিন্দা করতে শেখে।

⚕️৩. যে শিশু সন্দেহের মধ্যে বড় হয়, সে
প্রতারণা করতে শেখে।

⚕️৪. যে শিশু বিরোধিতার মধ্যে বড় হয়, সে
শত্রুতা করতে শেখে।

⚕️৫. যে শিশু স্নেহের মধ্যে বড় হয়, সে
ভালবাসতে শেখে।

⚕️৬. যে শিশু উৎসাহ পেয়ে বড় হয়, সে
আত্মবিশ্বাসী হয়।

⚕️৭. যে শিশু সত্যের মধ্যে বড় হয়, সে সুবিচার করতে শেখে।

⚕️৮. যে শিশু প্রশংসার মধ্যে বড় হয়, সে
অন্যদের গুণ ধারণ করতে শেখে।

⚕️৯. যে শিশু ভাগ করে খাওয়ায় অভ্যস্ত হয়,
সে সুবিবেচক হয়।

⚕️১০. যে শিশু ধৈর্যের মধ্যে বড় হয়, সে
সহনশীল হয়।

⚕️১১. যে শিশু সুখী পরিবেশে বড় হয়, সে
ভালোবাসা ও সৌন্দর্য শেখে।

পৃথিবীর সমস্ত শিশুদের জন্য রইলো প্রচুর ভালোবাসা।আপনারা আপনাদের শিশুদের সুন্দর ভাবে গড়ে তুলুন।🙏💖

23/09/2022

হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন 🤲

23/09/2022

আপনি কি আপনার মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন না তো ?
জানুন মহানবী হজরত মুহাম্মদ সাঃ কি বলেছেন এই সম্পর্কে ভিডিও টি শেষ পর্যন্ত দেখবেন আশাকরি।

Photos from Zeenat 's post 23/09/2022

সাবধান হোন ঃ
কথায় আছে চকচক করলেই সোনা হয় না আর ল্যাবে তৈরি কাঁচ কখনো পাথর হয় না।
যারা পাথরের গয়না পছন্দ করেন তারা ফেবুতে স্কল করার সময় চমকদার বিজ্ঞাপন দেখে ফেক পাথরের গয়না কিনে প্লিজ ঠকবেন না, যা কিছু সহজে পাওয়া যায় তা সব সময় ভালো নাও হতে পারে।
অনেক বিজ্ঞাপন দেখছি তারা অরিজিনাল পাথর দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে অথচ পাথরের আংটির দাম যেটাই নেবেন ২০০০/২৫০০/৩০০০৳।
আমি দেখে অবাক তাদের রিভিউ আর কাস্টমার দেখে। একটা প্রাকৃতিক পাথর যেটা খনি থেকে আহরণ করা হয় সেটা এত কম দামে দেওয়া কখনোই সম্ভব নয়।
জানেন কি আপনি আমি যে ডায়মন্ড নাকফুল বা আংটি কিনে পরি সেটা আসলে ডায়মন্ড নয়।
হয়তো আমাকে ভাবছে পাগল অথবা বেশি বুঝি 🙃
প্রাকৃতিক ডায়মন্ড ৮০০০/১০০০০৳ তে পাওয়া যায় না মশাই ওটা হাই কোয়ালিটি জারকোন পাথর যেটা আপনার কাছে ডায়মন্ড হিসেবে সেল করে।
এগুলো সব ল্যাব মেড পাথর অর্থাৎ কৃত্রিম উপায় বানানো আপনারা আমার জন্য লোভনীয় ফাঁদ।

Photos from Zeenat 's post 22/09/2022

জ্যোতিষশাস্ত্র মতে, 'শনির দৃষ্টি' শব্দবন্ধটি মানব জীবনে দুর্ভাগ্যের ইঙ্গিত বয়ে আনে। পুরান মতে শনি গ্রহ সবার উপর রাশিতে একি প্রভাব ফেলে না যাদের রাশির উপর নেগেটিভ প্রভাব থাকে তাদের শনির প্রকোপ থেকে বাঁচার অন্যতম উপায় হল নীলকান্তমণি বা নীলা রত্ন ধারণ করা। নীলাকে হিন্দিতে নীলম, ফারসীতে কবুদ সংস্কৃতে নীলাশ্ম, ইন্দ্রনীল, নীলোৎপল ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়। রত্নটি অ্যালুমিনিয়াম অক্সাইড স্যাফায়ারের উপাদানে তৈরি।
নীলা শুধুমাত্র নীল রঙের নয় এর আরও অনেক রঙ হয়ে থাকে। গোলাপী আভাযুক্ত, পীত হলুদ বর্ণের হয়ে থাকে। আর এই বর্ণ অনুসারেই ইন্দ্রনীলা, অপরাজিতা নীলা, রক্তমূখী নীলা ইত্যাদি নাম করণ করা হয়েছে।
শ্রীলঙ্কা, বর্মা, থাইল্যান্ড, সহ ভারতের কিছু অঞ্চলে নীলা পাওয়া যায়। কাশ্মীরের ময়ূরকন্ঠী নীলা পৃথিবীর সবচেয়ে সুন্দর নীলা।
তবে নীলা ধারণের জন্য রয়েছে বিশেষ কিছু নিয়ম। নীলা ধারণ করার কয়েকদিন আগে থেকে কাছে রেখে পরীক্ষা করে দেখতে হবে রত্নটি সহ্য হবে কি না। রত্ন পরীক্ষা চলাকালীন যদি কোনও দুর্ঘটনা, মাথা ঘোরা বা শরীর খারাপ হয় তবে নীলা ধারণ করা যাবে না। আর যদি এই সমস্ত কোনও রকম সমস্যা না হয়। তবে ধারণকারী অনায়াসেই নীলা ধারণ করতে পারবেন।
শনি গ্রহের প্রতিকার করার জন্য ইন্দ্রনীলা ৫ থেকে ৮ রতি ধারণ করতে হবে। এর কম কতি ধারণ করা যাবে না।
নীলা ব্যবহার করতে হলে জীবনে অস্থিরতা, মানসিক শান্তি ও সাহস বৃদ্ধিতে সাহায্য করে, নানা ঝুট ঝামেলা, দীন দুর্দশা এবং শনি গ্রহের প্রতিকার এর জন্য নীলা ব্যবহার করা হয়।
মধ্যমায় সীসা বা সোনায় নীলা ধারণ করতে হবে।

Photos from Zeenat 's post 22/09/2022

Original natural Opal stone
এই পাথরের নিয়ামত বর্ণনা করে শেষ করা যাবে না।

22/09/2022

আপনি কি মুসলিম হিসেবে নিজেকে দাবি করেন তাহলে অবশ্যই ভিডিও টি শেষ পর্যন্ত দেখবেন ☝️ অবশ্যই

22/09/2022

Birth chart বা জন্ম তালিকা অর্থাৎ আপনি যখন পৃথিবীর বুকে ভূমিষ্ট হচ্ছেন তখন আকাশ মণ্ডলীর নয়টা গ্রহের অবস্থান কেমন ছিল এটারই একটা সারসংক্ষেপ।

আপনি হয়তো বলতে পারেন এটা জেনে আর আমরা কি করবো অথবা ভাবতে পারেন এগুলো হিন্দু ধর্মে লোকেদের বিশ্বাস আবার এমন ও ভাবতে পারেন যত সব লোক ঠকানো কথা।
আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ভাগ্য বিশ্বাস করেন না তাদের ধারণা কঠোর পরিশ্রম দিয়েই ভাগ্য তৈরি করে নিতে হয়। আসলে কি তাই?
সবার কি কঠোর পরিশ্রম করা লাগে?
আমরা অনেকেই আছি পড়াশোনায় ভাল ছিলাম অথচ আমাদের থেকে হগা ছাত্রটার পজিশন আজ আমাদের থেকেও অনেক ভাল তখন কিন্তু আমরা বলেই ফেলি সবই ভাগ্য।

এখন আসি ভাগ্যে কেন পাশ - ফেল, উত্থান -পতন হয় জানেন কি? অবশ্যই গ্রহ নক্ষত্রের শুভ বা অশুভ স্থান কালের জন্য এমনটা হয়ে থাকে। হয়তো বলতে পারেন প্রমাণ কি?

ধরুন পূর্নিমার সময় চন্দ্রের আকর্ষণ এ সমুদ্র ও নদীর পানি ফুলে ফেপে ওঠে এবং সেই সাথে যাদের শরীরে আর্থাইটিস, বাত, এডিনোমা ইত্যাদি এইধরনের রোগ আছে তাদের সেগুলো বেড়ে যায় অর্থাৎ চন্দ্রের আকর্ষণ আমাদের শরীরে ও প্রভাব ফেলে।

( দয়া করে কপি করবেন না,কারো কোন প্রশ্ন থাকলে ইনবক্সে যোগাযোগ করবেন, ধন্যবাদ)

21/09/2022

Astrology কি এবং Birth chart কি কেন প্রয়োজন
সম্পর্কে কিছু আলোচনা

21/09/2022

আগে যখন বাড়িতে খবরের কাগজ রাখা হত রাশিফল পড়াটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সে আপনি যতই অস্বীকার করেন না কেন 🥴
বাংলাদেশে বা লোকাল লোকজনের একটা ভুল ধারণা ছিল বা আছে সেটা হল জন্ম মাস হিসেবে তার রাশি হয়ে থাকে, যেমনঃ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কুম্ভ এবং মীন রাশি
মার্চ থেকে এপ্রিল মেষ রাশি ইত্যাদি
এগুলো আসলে ভুল।
এভাবে রাশি নির্ণয় করা যায় না।
🤯আমি কিভাবে এই সম্পর্কে জানি সেটা অন্য একদিন লিখবো।

সঠিক ভাবে নিজের রাশি নির্ণয় করতে হয়ে চাই একজন দক্ষ মানুষ এবং আপনার জন্মদিন, তারিখ, বছর, সময় তাহলেই জানতে পারবেন প্রকৃত কোন রাশির মানুষ আপনি শুধু তাই নয় জ্যোতিষ শাস্ত্র এতটাই গভীর যত গবেষণা করবেন জানার স্প্রিহা বেড়েই যাবে, আমাদের ধর্মে জ্যোতিষ চর্চা করা নিষেধ নয় ভবিষ্যৎ বানী করা বারান। কারন মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যাতিত কাল কি হবে আমরা কেউ জানি না।

(please Don't copyright just like comment and share the post)

Want your public figure to be the top-listed Public Figure in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

কুরআন এবং হাদিসের আলোকে ইসলামে মেয়েদের পর্দার বৈশিষ্ট্য
আপনি কি আপনার মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন না তো ?  জানুন মহানবী হজরত মুহাম্মদ সাঃ কি বলেছেন এই সম্পর্কে ভিডিও টি শেষ পর্যন্ত...
আপনি কি মুসলিম হিসেবে নিজেকে দাবি করেন তাহলে অবশ্যই ভিডিও টি শেষ পর্যন্ত দেখবেন ☝️ অবশ্যই
Astrology কি এবং Birth chart কি কেন প্রয়োজন সম্পর্কে কিছু আলোচনা

Category

Website

Address

Jessore
Jessore
7012

Other Writers in Jessore (show all)
Tamanna Borsha Tamanna Borsha
Jessore Khulna
Jessore, 7400

আপন ভাবনায় ডুবে থাকা মানুষ..

Gaming with zihad Gaming with zihad
Jessore

Plz follow me🙏

SPEED Boost SPEED Boost
Jessore

👉বিদ্রঃ আমাদের পেজের রিভিউ/পোষ্ট রিভিউ দেখে বিশ্বাস হলে আমাদের দিয়ে কাজ করাবেন! Call 01307590558 দিন

Imran Hossain Imran Hossain
Jessore

আলহামদুলিল্লাহ

Itz Akash Itz Akash
Chowgacha Khulna
Jessore

নিয়মিত Funny, status, পেতে অবশ্যই পেজে ফলো দিয়ে পাসে থাকেন ধন্যবাদ

Suvra's world Suvra's world
Jessore

like this page

Abdullah Al Araaf Abdullah Al Araaf
Jessora
Jessore, 7420

Abdullah Al Araaf

MgCl MgCl
Nai
Jessore, 2222

Have a relax

Tusnur Jabad Tusar Tusnur Jabad Tusar
Jessore Khulna Highway
Jessore, TAMIM443

Scripted Shadows Scripted Shadows
Jessore

Short life

তুমি আমার সেই গল্প তুমি আমার সেই গল্প
Jessore

🌺নিউ পেজ লাইক ফলো করে পাশে থাকুন 🌺

শেষ পৃষ্টা ツ শেষ পৃষ্টা ツ
Jessore

এই পেইজ এ ডিপ্রেশন দূর করা হয়