Physiotherapy & Rehabilitation Department, JUST
Welcome to the Dept. of Physiotherapy & Rehabilitation, Jashore University of Science & Technology.
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের মাস্টার অব ফিজিওথেরাপি ইন নিউরোলজির প্রথম ব্যাচের শিক্ষার্থী ডা. আহনাফ আল মুকিত ফিজিওথেরাপি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইন্সটিটিউট (সিআরপির একটি শিক্ষা প্রতিষ্ঠান) এ প্রভাষক হিসেবে যোগদান করায় বিভাগের পক্ষ হতে শুভেচ্ছা।
ডা. মুকিত বিএইচপিআই হতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক সম্পন্ন করে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে সিআরপি- মিরপুরে কর্মরত ছিল। এরপর শিক্ষাছুটি নিয়ে যবিপ্রবির পিটিআর বিভাগে ০২ বছর মেয়াদী মাস্টার্স পোগ্রাম সফলতার সাথে শেষ করে আজ বিএইচপিআইতে প্রভাষক পদে যোগদান করেছেন।
পিটিআর পরিবারের পক্ষ হতে আমরা ডা. মুকিতের আরোও উত্তোরত্তোর সাফল্য কামনা করি।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রেডিয়েন্ট গ্রুপের মধ্যে খুব দ্রুত ০১টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এই চুক্তির প্রাথমিক কাজের অংশ হিসেবে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, যবিপ্রবি টিম আজ ভিজিট করেছে মুসা বুদ্ধি বিকাশ স্কুল, ঝিনাইদহ (রেডিয়েন্ট গ্রুপের ফাউন্ডেশন এর মাধ্যমে পরিচালিত) বিশেষ শিশুদের কিভাবে আরোও যুগোপযোগী এবং বিজ্ঞানসম্মতভাবে সাহায্য করা যায় এই উদ্দেশ্যে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, যবিপ্রবি উনাদের সাহায্য করবে। ধন্যবাদ মাননীয় উপাচার্য, যবিপ্রবি এবং Dr. Feroz Kabir স্যারকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য...
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ...
Shout out to my newest followers! Excited to have you onboard!
Nirob Roy Nipu, Tanni Howlader Esha, Sharen Lubna, শ্রাবন মেঘের দিন, Mintu Mia
যবিপ্রবি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের মাস্টার অব ফিজিওথেরাপি ইন নিউরোলজি গ্রাজুয়েট ডা. আহনাফ আল মুকিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ অধিভুক্ত বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইন্সটিটিউট এর শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবার জন্য বোর্ড কর্তৃক সুপারিশকৃত হয়েছেন। এছাড়া মাস্টার অব ফিজিওথেরাপি ইন স্পোর্টস মেডিসিন এর শিক্ষার্থী ডা. মামুন মাহমুদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইয়ং টাইগার্স অনুর্ধ ১৪ ক্রিকেট টুর্নামেন্ট এ ফিজিও হিসেবে খুলনায় যোগ দিচ্ছেন।
ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ তাদের এ অর্জনে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছে।
রেডিয়েন্ট গ্রুপের শিক্ষা উন্নয়ন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মুস্তাফা কামাল রুশো যবিপ্রবি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ পরিদর্শন করেন ও বিভাগের সাথে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া রিলেশন নিয়ে বিশদ পরিকল্পনা উপস্থাপন করেন। আলোচনা অনুয়ায়ী ঝিনাইদহে রেডিয়েন্ট এর সকল শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানে যবিপ্রবি সহায়তা করবে। এছাড়া ভবিষ্যৎ এ একটি সমঝোতা স্মারক স্মাক্ষরের বিষয়েও আলোচনা হয়। এ সময় বিভাগীয় সভাপতি ডা. মো. জাহিদ হোসেন, প্রাক্তন সভাপতি (শিক্ষাছুটি) ডা. মো. ফিরোজ কবীর, ডা. এহসানুর রহমান, ডা. কাজী মো. এমরান হোসেন উপস্থিত ছিলেন।
BPA Students Wing of JUST এর নির্বাচন - ২০২৪ এ নির্বাচিত নতুন সদস্যদের অভিনন্দন।
গত ২৯-০১-২০২৪ তারিখে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্টুডেন্টস' উইং এর নতুন সদস্যদেরকে নির্বাচিত করেন।
সবার প্রত্যাশা, নির্বাচিত নতুন সদস্যগণ তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতার পূর্ণ স্বাক্ষর রেখে ফিজিওথেরাপি প্রফেশনের উন্নয়নে কাজ করে যাবেন।
যবিপ্রবি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ব্যাচেলর অব ফিজিওথেরাপি কোর্সের ৫ম বর্ষে শিক্ষার্থীরা এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপে নিয়োজিত রয়েছেন। ইন্টার্নশিপ এর অংশ হিসেবে তারা নিয়মিতভাবে কেস প্রেজেন্টেশন করছেন।
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২য় কার্যকরী পর্ষদ নির্বচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্ধ হয়েছে। নির্বাচন আগামী ২৯ জানুয়ারি সোমবার সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত যবিপ্রবি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে অনুষ্ঠিত হবে।
ডা. কাজী মো. এমরান হোসেন
প্রধান নির্বাচন কমিশনার
কোষাধ্যক্ষ, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন
কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ
ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও সাংবাদিক ফরিদ হোসেন যবিপ্রবি দিবসে দৈনিক বাংলা পত্রিকায় একটি ফিচার সম্পাদনা করে। তাকে শুভেচ্ছা ও অভিনন্দন!
যবিপ্রবি দিবসে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের দুইটি স্টল, একটি সার্ভিস ও রিসার্চ স্টল এবং আরেকটি পিঠা ঘর। দুইটি স্টল আজ মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন পরিদর্শন করেন।
আগামী ২৫ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনের প্রস্তুতি নিয়ে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে!
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যবিপ্রবি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থীদের ক্লাব JUST physio Club এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে
যবিপ্রবি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থী সংগঠন JUST Physio ক্লাবের ২য় কার্যকরী পর্ষদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা
যবিপ্রবি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থী সংগঠন JUST Physio ক্লাবের ২য় কার্যকরী পর্ষদ নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকা
যবিপ্রবি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন JUST Physio ক্লাবের নির্বাচনী তপশিল ২০২৪
ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় পরিশোধ যোগ্য টি কর্ণারের উদ্বোধন করা হয়। যবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য, ডিনস কমিটির আহবায়ক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ এ কর্ণারের শুভ উদ্বোধন করেন। যবিপ্রবির প্রক্টর ড. মো. হাসান আল ইমরান, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. মো. জাহিদ হোসেন, সাবেক চেয়ারম্যান ডা. মো. ফিরোজ কবির সহ সকল ফ্যাকাল্টিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বাত-ব্যথা, হাড় ক্ষয় হলেই ক্যালসিয়ামের বড়ি নয়!
শীতে কি আসলেই বাত ব্যথা বাড়ে? কেন বাড়ে? ঘরোয়া দাওয়াই! (৩য় পর্ব)
তিন (০৩) দিন ব্যাপী স্ট্রোক রিহ্যাবিলিটেশন কর্মশালা অনুষ্ঠিত
ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ কর্তৃক, গত ১৬ থেকে ১৮ ডিসেম্বর, ২০২৩ ইং তারিখে তিন (০৩) দিন ব্যাপী স্ট্রোক রিহ্যাবিলিটেশন এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালাটি পরিচালনা করেছেন বাংলাদেশের সেন্টার ফর দ্যা রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড (সিআরপি) এর দুই জন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক ডাঃ মোঃ কৌশিক আহমেদ, পিটি, কনসালটেন্ট ও ইনচার্জ, স্ট্রোক রিহ্যাবিলিটেশন ইউনিট এবং ডাঃ মোঃ আসিফ ইকবাল খান, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ও বোবাথ প্র্যাকটিশনার। উক্ত কর্মশালাটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিজিওথেরাপিতে স্নাতক এবং স্নাতকত্তোর পর্যায়ের বিশ (২০) জন ফিজিওথেরাপি চিকিৎসক ও শিক্ষার্থী অংশগ্রহন করেন এবং স্ট্রোক রিহ্যাবিলিটেশন বিষয়ক বিজ্ঞান-সম্মত ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। উক্ত কর্মশালায় সর্বমোট পনের (১৫) জন স্ট্রোকে আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যে তিন (০৩) দিন ব্যাপী ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
কর্মশালাটির সমাপনী দিনে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ফিরোজ কবির, পিটি, বর্তমান চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন, পিটি, সহকারী অধ্যাপক ডাঃ এহসানুর রহমান, পিটি। এছাড়াও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরগুনা জেলার কনসালটেন্ট ফিজিওথেরাপি চিকিৎসক ও বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) খুলনা বিভাগের কোষাধ্যক্ষ ডাঃ মোঃ রফিকুল ইসলাম, পিটি উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ফিরোজ কবির, পিটি বলেন, “বর্তমানে প্রতিনিয়ত স্ট্রোকে আক্রান্ত রোগীর প্রাদুর্ভাব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই রোগীদের ক্ষেত্রে ঔষধ সেবনের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিজিওথেরাপি চিকিৎসা সেবা গ্রহনের মাধ্যমে একজন স্ট্রোক রোগীর স্ট্রোক পরবর্তী শারীরিক জটিলতা পরিহার করা এবং সেই সাথে তাদের দৈনন্দিন জীবন যাত্রার মান উন্নয়ন করা সম্ভব। কিন্তু বাংলাদেশের জনসংখ্যার তুলনায় ফিজিওথেরাপি চিকিৎসকদের সংখ্যা অতি নগন্য”। তিনি আরও বলেন- “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের দ্বার গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দিতে এবং ফিজিওথেরাপি চিকিৎসকদের দেশের বিভিন্ন জায়গায় সরকারী কর্মসংস্থানের তাগিদে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন”। উক্ত কর্মশালার আহবায়ক সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন, পিটি বলেন- “ দিনে দিনে বিজ্ঞান-সম্মত চিকিৎসা সেবার পরিধি সারা বিশ্বে ছড়িয়ে পরেছে। ফিজিওথেরাপি চিকিৎসকরাও এক্ষেত্রে পিছিয়ে নেই। তারই অংশবিশেষ হিসেবে এই কর্মশালাটির আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতে আরো এধরনের কর্মশালা আয়োজন করার ব্যাপারে অভিব্যক্তি প্রকাশ করেন এবং সর্বোপরি, সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন”।
ধন্যবাদান্তে,
ডাঃ মোঃ আহনাফ আল মুকিত, পিটি
মাস্টার অফ ফিজিওথেরাপি ইন নিউরোলজি,
ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ,
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
যশোর-৭৪০৮, বাংলাদেশ।
শীতে কি আসলেই বাত ব্যথা বাড়ে? কেন বাড়ে? ঘরোয়া দাওয়াই! (২য় পর্ব)
শীতে কি আসলেই বাত ব্যথা বাড়ে? কেন বাড়ে? ঘরোয়া দাওয়াই! (১ম পর্ব)
ব্যাচেলর অব ফিজিওথেরাপি কোর্সের ৫ম বর্ষের ইন্টার্নশীপ শুরু করার আগে, শিক্ষার্থীদের প্রি-ইন্টার্ণশীপ প্রোগ্রামের অংশ হিসেবে মাস্কুলোস্কেলিটাল মেডিসিন এ সারভাইক্যাল পেইন ম্যানেজমেন্ট বিষয়ে ওয়ার্কশপ পরিচালনা করছেন ম্যাকেঞ্জি প্র্যাকটিশনার ও প্রখ্যাত ফিজিওথেরাপি চিকিৎসক ডা. এম আর সিদ্দিকী মুকুল।
আপনার কাধে সিস্ট নেই তো?
ডি-কোয়ার্ভেইন টেনোসাইনোভাইটিস
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the university
Telephone
Website
Address
Jashore University Of Science & Technology
Jessore
7408
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
MAIT/Jashore
Jessore
Muslim Aid Institute of Technology has been working tirelessly to expand technical education and provide practical education. Under the Bangladesh Technical Education Board.
Natunhat, Sadar, Jashore
Jessore, 7400
Come for knowledge, go back for welfare.