মেডিকেয়ার

3DR & UCC Jashore এর সিনিয়র টিচার পরিচালিত যশোরের বিশ্বস্ত মেডিকেল ভর্তির প্রাইভেট প্রোগ্রাম।

08/04/2022

যারা মেডিকেল এডমিশন রেজাল্ট চ্যালেন্জ করতে চাও 🖋️

Timeline photos 07/04/2022

#জাতীয়_মেধায়_৫৪_তম
#ঢাকা_মেডিকেল_কলেজ
যশোরের অন্যতম সেরা সাফল্য
সুজন'স মেডিকেল এডমিশন প্রাইভেট প্রোগ্রাম।

05/04/2022

অভিনন্দন পপি। 🥰
সেকেন্ড টাইমার
খুলনা মেডিকেল কলেজ।
যারা মিস করেছো আবার চেষ্টা করো সাফল্য আসবেই।

05/04/2022

যশোরের সেরা সাফল্য।
ঢাকা মেডিকেল কলেজ
অভিনন্দন মেহনাজ🥰

05/04/2022

MBBS Admission Test Result Published !

1st Position - 93.5 Marks (মেয়ে)

Pass Percentage - 79337 জন (55.13%)
ছেলে - 34833 -43.91 %
মেয়ে- 44504 -56.09 %
সরকারিতে চান্স -
ছেলে- ১৮৮৫ জন
মেয়ে- ২৩৪৫ জন

চান্সপ্রাপ্ত সকলকে অভিনন্দন

Photos from মেডিকেয়ার's post 04/04/2022

মেডিকেল এডমিশন টেস্ট প্রশ্ন ২০২১-২০২২

04/04/2022

মেডিকেলে চান্স না পেলে সর্বপ্রথম যা করবে:
------------------------------------------------------------->
বিভিন্ন কারণে ফলাফল প্রকাশে ভুল হতেই পারে। যারা সেকেন্ড টাইমার অর্থাৎ গতবছর যারা পরীক্ষা দিয়েছিলে, তাদের নিশ্চয়ই গতবছর রেজাল্টের অবস্থা মনে থাকার কথা।
গতবার রেজাল্টে এমন ঘটনা ঘটেছে, যেখানে কেউ এডমিশন টেস্টে মাত্র 30 পেয়েও চান্স পেয়েছে.!! আবার কেউ 75 পেয়ে ওয়েটিং লিস্টেও আসেনি.!!!
আবার দেখা গেছে, কেউ 90 টি প্রশ্নের উত্তর করে এসে বাড়িতে বিভিন্ন রাইটারের তথ্য মিলিয়ে 75+ প্রশ্ন কারেক্ট করার পরেও রেজাল্ট পাবার পর দেখা গেছে নাম্বার আসছে মাত্র 35.!!

এরকম আজগুবি ঘটনা এবছর রেজাল্ট পাবলিশ হলেও দেখবে।

এক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী, সরকার বা সংশ্লিষ্ট যারা আছে,, তাদেরকে গালাগাল করলে তোমার রেজাল্ট কিন্তু ঠিক হয়ে যাবেনা।
আবার জদি কেঁদে বুক ভাসাও বা দুইসাইডের ট্রাই করো,, তাতেও কারো কিছু আসবে যাবে না।

সুতরাং, এক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে ইম্পরট্যান্ট কাজ যেটা করতে হবে, সেটা হলো- ফলাফল পুনঃনিরীক্ষন করার জন্য আবেদন করা।

রেজাল্ট পাবলিশের পরপরই স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফলাফল পুননিরীক্ষনের আবেদন করানোর সার্কুলার দেয়। তখন টেলিটক সিমের মাধ্যমে 1000 টাকা ফিস দিয়ে আবেদন করতে হয়।

এখন কথা হলো, আবেদন করলেই কি ফলাফল পরিবর্তন হয়ে আসবে?
উত্তর হলো- অবশ্যই সবারটা ঠিক হবেনা। কারণ এরকম অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট ভুল আসবে। সবারটা ঠিক করা সম্ভব না।

তবে কিছু নিয়ম মেনে যদি আবেদন করা হয়, তবে অবশ্যই ফলাফল সংশোধিত হয়ে সরকারী একটা মেডিকেলে চান্স নিশ্চিত করা সম্ভব। সেগুলো সময়মত আমি ব্যাখ্যাসহকারে উপস্থাপন করবো ইনশাআল্লাহ।

এখন আল্লাহ কে বেশি বেশি স্মরণ করো। ফলাফলের অপেক্ষা করো।

কারো যদি প্রত্যাশিত ফলাফল না আসে, তবে অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদেরকে এই ব্যাপারে হাতেকলমে সবকিছু দেখিয়ে দিবো ইনশাআল্লাহ।

- শরীফ,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা

24/12/2021

যেখানেই কোচিং করো প্রাইভেট গাইড লাইনের জন্য যশোরের সেরা...
কেন????
১.শুধুমাত্র বই দাগিয়ে তোমাদের উপর পড়ার বোঝা চাপাই না।
২.প্রতিদিন বিগত দিনের পড়া মুখে ধরা হয়৷
৩.পড়ার সময়ই চেষ্টা করি পড়াটা গোছাই দিতে।
৪.কম প্রাইভেট ফিস
সুতরাং শুধুমাত্র নাম শুনে কোথাও পড়তে না যেয়ে যাচাই করে দেখতে পারো৷

28/10/2021

HSC ( বায়োলজি মডেল টেস্ট) পরীক্ষা রুটিন-২০২১।

28/10/2021

#নির্ভুল_প্রশ্ন
#সঠিক_খাতা_মূল্যায়ন
#অফলাইন_পরীক্ষা_যশোরএ

মাত্র৭ দিনেই আশাকরি অনেক ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন(পরীক্ষার রুটিন আমাদের পেইজ এ পাবেন / মেসেজ দিন)

3DR&UCC এর সিনিয়র টিচার এর "মেডিকেল ভর্তি প্রস্তুতির প্রাইভেট প্রোগ্রাম" এ

আসন্ন HSC Exam এর আগে নিজেকে যাচাই করার জন্য এটি হতে পারে আপনার সুবর্ণ সুযোগ ।
মোটঃ৬ টি পরীক্ষা, ( CQ+MCQ)
২টি ম্যারাথন ক্লাস ও পরীক্ষায় ভালো করার টিপস।

পরীক্ষার সময় : শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৪ টা ২০।

যোগাযোগ এর ঠিকানা : হেডপোস্ট অফিসের সামনে, যশোর।জর্জকোর্ট মোড় হতে ২০ গজ পূর্বে।
মোবাইলঃ 01773130660

27/10/2021

IMPORTANT INFO
১। হাড় সংখ্যা - ২০৬
২। পেশী সংখ্যা - ৬৩৯
৩। কিডনি সংখ্যা - ২
৪। দুধ দাঁতের সংখ্যা - ২০
৫। পাঁজড় সংখ্যা - ২৪ (১২ জোড়া)
৬। হৃদয়ের চেম্বার সংখ্যা - ৪
৭। স্বাভাবিক রক্তচাপ - ১২০/৮০
৮। রক্তের PH - ৭.৪
৯। মেরুদন্ড মেরুদন্ডের সংখ্যা - ৩৩
১০। নেক মধ্য সংখ্যা - ৭ টি
১১। মাঝারি কানের হাড়ের সংখ্যা - ৬
১২। মুখে হাড় - ১৪
১৩। স্কাল মধ্যে হাড় সংখ্যা - ২২
১৪। বুকে হাড় সংখ্যা - ২৫
১৫। অস্ত্র হাড় সংখ্যা - ৬
১৬। মানুষের প্রতিটি কানের ভিতরে ৩টি করে হাড় থাকে। এগুলোর নাম হলঃ ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস (কানের বাহির থেকে ভিতরের দিকে সিরিয়াল অনুযায়ী। মনে রাখার সূত্র: MIS।)
২ কানে মোট ৬ টি হাড় থাকে। এগুলোর মধ্যে স্টেপিস হল মানব দেহের ক্ষুদ্রতম হাড়।
১৭। মানুষের বাহুতে পেশীর সংখ্যা - ৭২
১৮। হৃদয়ের পাম্প সংখ্যা - ২
১৯। বৃহত্তম #অঙ্গ - চামড়া
২০। বৃহত্তম গ্রান্তি - লিভার
২১। ছোট কোষ - রক্তের কোষ
২২। বৃহত্তম #কোষ - ডিম সেল (ডিম্ব)
২৩। ছোট হাড় - স্ট্যাপ
২৪। সর্বাধিক #ধমনী - বারোটাবারোটা
২৫। আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সম পরিমাণ লবন রয়েছে।
২৬। দৈনিক আমাদের হৃদপিণ্ড ১০০বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে।
২৭। আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে। এর পর নিজে থেকেই ঝড়ে পড়ে।
২৮। আমাদের চোখের ওপর ভ্রুতে তে ৫০০ টি লোম আছে।
২৯। ১০০ বিলিয়ন এর অদিক নার্ভ সেল নিয়ে আমাদের দেহ গঠিত।
৩০। মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারেনা।
৩১। পাথর থেকে মানুষের দেহের হাড় ৪ গুণ বেশি শক্তিশালী।
৩২। আমরা যখন খাবার খাই আমাদের মুখে সে খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।
৩৩। মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায়না।
৩৪। মানব শিশু বসন্ত কালে দ্রুত বৃদ্ধি পায়।
৩৫। আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকেনা।
৩৬। আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।
৩৬। আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।
৩৮। আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে, ফলে হাত এবং চুল উভয়ই একই জিনিস তবে দুইটির ঘনত্ব আলাদা।
৩৯। অবাক হবেন না, আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।
৪০। মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা।
৪১। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়।
৪২। আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।
৪৩। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।
৪৪। মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘণ্টায় ১০০ মাইল গতিতে বাহির হয়।
৪৫।মানব দেহের সবচেয়ে বড় হাড় হল উরুর হাড় (Thighbone)। এর নাম হল ফিমার।
৪৬। আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড়।
৪৭। রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত।
৪৮।মুত্র প্রস্তুত হয় কিডনীতে। মুত্র হলুদ দেখায় বিলিরুবিনের জন্য।
৪৯। নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে ১২৫ মিটার।
৫০। একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় ০.৪ সেকেন্ড।

27/10/2021

মেডিকেল ভর্তি কোচিং যেখানেই করো, তোমার সাদা এপ্রনের স্বপ্ন পূরণে যশোরের একমাত্র বিশ্বস্ত মেডিকেল ভর্তির প্রাইভেট প্রোগ্রাম।

মেন্টরঃ সুজন ঘোষ
যশোর মেডিকেল কলেজ
EX-নটরডেম কলেজ, ঢাকা।
সিনিয়র টিচারঃ3DR & UCC Jashore.

27/10/2021

কোচিং যেখানেই করো, তোমার সাদা এপ্রনের স্বপ্ন পূরণে যশোরের সরা প্রাইভেট প্রোগ্রাম (ব্যাচ বা বাসা)।

Want your school to be the top-listed School/college in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


JASHORE, KHULNA DIVISION
Jessore
7400

Other Educational Consultants in Jessore (show all)
Aponjon Model Academy Aponjon Model Academy
Muruli
Jessore, 7400

Aponjon Model Academy

Nurzahan   Foundation  Coaching  Center Nurzahan Foundation Coaching Center
Mollapara
Jessore, 7400

educatinal institute

Freelancer Sohel Freelancer Sohel
Jessore, Khulna
Jessore, 7400

This is Freelancer Sohel. I am Web Designer and Digital Marketing Expert. I am working on Upwork, Fiver, and Out of Marketplace. If You Want to be a Professional Freelancer Stay ...

BCS Preparation BCS Preparation
Jashore University Of Science And Technology, Shadhinota Sharak
Jessore, JASHORE-7408

This is the official page of BCS Preparation.📖📚📈 Here, you will get the best preparation

Jihad's Digital Marketer Jihad's Digital Marketer
Jessore

This is for helping Freelancer & Digital Marketers of Bangladesh.Here you can get all kinds of nee

Masum's Special Batch Masum's Special Batch
M M College Road
Jessore, 7400

Big Boss Biology Big Boss Biology
জজকোর্ট মোড়, পুরাতন লাইব্রেরী, (ভাই ভাই লাইব্রেরির গলি) যশোর
Jessore, 7400

স্বপ্ন পূরণে পথের দিশারি

Admission Arena Admission Arena
Arobpur, Jessore Airport
Jessore

আসাদ স্যার আসাদ স্যার
Nilganj
Jessore, 7400

অ তে অজগর আর আ তে আম শেখা আমরা যেন বস্তা

Physics Vaiya Physics Vaiya
Doratana, Jashore
Jessore, 7400

This page is open to all students. We are working to overcome the fear of physics!Let's make physics easier!

মেডি নার্সিং ভর্তি কোচিং যশোর - Medi Nursing Admission Center Jeshore মেডি নার্সিং ভর্তি কোচিং যশোর - Medi Nursing Admission Center Jeshore
Jessore-based
Jessore, 7400

ডিপ্লোমা ইন নার্সিং বিএসসি ইন নার্সিং নার্স নিয়োগ প্রস্তুতি 01705-728968

English Words Bangla English Words Bangla
Jessore

Hello Dear, I am the owner of English Words Bangla page. If are you interest to learn Engli