An Untold Story

This is a page of An Untold Story

17/01/2024

ইদানিং পৃথিবীটা বসবাসের বড্ড অযোগ্য হয়ে পড়েছে। কারো প্রতি কারো নেই কোন সম্মান, ভরসা, বিশ্বাস, ভালোবাসা, প্রতিশ্রুতি। কে কাকে কতটা মিথ্যা বলতে পারবে, কে কাকে কতটা ফাঁকি দিতে পারবে এই নিয়ে প্রতিযোগিতা চলছে আজকে। মানুষ ঠাকানো ব্যবসাটা চলছে অনেক জমজমাট। কেউ চাইছে না কারো জবাবদিহিতা করতে, কারো অধীনস্থ থাকতে। এই সকল মানুষগুলো অদৌ কি দিনশেষে ভালো থাকে?

17/01/2024

মেয়েটা সুঁতির শাড়ি পরে নিজেকে আকাশ ভাবে, চোখের মাঝে কাজল দেয়, মেহেদী রাঙা দু'হাতে জড়ায় লাল নীল মুঠ চুড়ি, আলতা মাখা দুই পায়ে রূপার নুপুর পরে ছেলেটার মনের উঠানে ঝুমুর ঝুমুর শব্দ করে হাঁটে, একশো ডিগ্রি এঙ্গেলে কাজল কালো চোখ দুইটা বাঁকা করে তাকায়, রক্ত জবার মতো লাল টুকটুকে ঠোঁট দুইটা ছড়িয়ে খিল খিল করে হাসে, ঠোঁটের হাসিতে হাসে গাল দু'টোও। নরম লাল টুকটুকে ওই গাল দু'টোতে লাল হয়ে টোল পড়লে ওখানে ফোটে এক'কোটি নয়নতারা ফুল, ছেলেটা ওই ফুলের প্রেমে পড়ে। হৃদয় দেউলিয়া হয়ে গেলেও যে প্রেম কখনো দেউলিয়া হওয়ার নয় সে রকম প্রেম।

ছেলেটার জগত ছোটো, তার জগতে সে নিজেই রাজা নিজেই প্রজা। ছেলেটা কথার ফুলঝুরিতে ফুরিয়ে দিতে পারে গোটা একটা রাত। ছেলেটার ব্যক্তিত্ব ভালো, রুচি ভালো, চরিত্র ভালো, ওই ছেলেটা মিশেনা অত কারো সাথে। একলা থাকে, একলা হাঁটে, একলা বিড়ি ফোঁকে, নিজের নিঃসঙ্গতার মাথায় নিজেই হাত বুলিয়ে দেয়। গম্ভীর জীবনযাপন করে। খুবই যত্ন করে, মেয়েটাকে নিয়ে খুব ভাবে, মেয়েটার জন্য কবিতা লিখে। মেয়েটা তার কবিতার প্রেমে পড়ে, কথার প্রেমে পড়ে, যত্নের প্রেমে পড়ে।

দু'জন দু'জনের প্রেমে পড়ে গেলে রঙিন সব স্বপ্ন এসে জড়ো হয় ওখানে। ছেলেটা আউলা জীবন ছেড়ে নিজের যত্ন নেয়। রাত জাগা কমিয়ে দেয়। আড্ডা ছাড়ে, বিড়ি ছাড়ে, অলসতা ছেড়ে সংসার করার স্বপ্ন দেখে।

মেয়েটা নিজেকে আয়নায় দেখে লজ্জা পায়, আগ্রহ নিয়ে রান্না শেখে। উনুনে বেগুন ভাঁজি নাড়াতে নাড়াতে ভাবে, একদিন আমাদের ছোট্ট একটা সংসার হবে, চৌচালা একটা বাড়ি হবে, আঙিনা জুড়ে থাকবে ফুল গাছ, দোল খাওয়ার একটা দোলনা থাকবে। একদিন আমরা দু'জন উঠানের রোদে বসে বেগুন ভাঁজা দিয়ে ভাত খাবো। এক ঘরে আমাদের বছর ঘুরবে, সে আমাকে আমি তাকে দেখতে দেখতে কাটিয়ে দিব পঁয়ষট্টি বছর।

তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের নগরে এসে বাস্তবতা একদিন ভয়াবহ তান্ডব চালিয়ে লন্ডভন্ড করে দেয় যাবতীয় সমস্ত স্বপ্ন। নিয়তি চোখের ভেতর আঙুল ঢুকিয়ে দেখিয়ে দেয়, সব চাওয়া পূরণ হয় না জীবনে। দু'জনের প্রেম সত্য, মৃত্যুর মতোই সত্য। শুধু নিয়তির হিসাবে ভুল, ভাগ্যের হিসাবে বিয়োগ। বাস্তবত যখন জানান দেয় আলাদা হওয়া ছাড়া আর কোন পথ নেই, তখন এক পৃথিবী সমপরিমাণ ভালোবাসাকেও দূরে কোথাও রেখে বুকে ভেতর একশো কোটি পাহাড় ভাঙা ব্যথা আর চোখের ভিতর সাতসমুদ্র তেরো নদীর জল নিয়ে মুখের সামনে বলতে হয় “তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর ”

এক ভোরে ঘুম ভাঙার পর চোখ খুলে আমরা দেখি পাশে শুয়ে আছে অপরিচিত একটা মুখ, জড়িয়ে ধরে আছে অন্য কেউ।

🙂🙃

17/01/2024

"পুরুষ মানুষের ভালোবাসা নারীর মতো আহ্লাদী কন্ঠে হয় না। তারা দায়িত্বের মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করে বেড়ায়। যে পুরুষ যতবেশি দায়িত্ববান তার ভালোবাসাও ঠিক ততটুকুই !!
নারীরা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ বায়না, অভিযোগ, অভিমান কিংবা ঢঙ্গে প্রকাশ করে। এটা তাদের বৈশিষ্ট্য। কিন্তু পুরুষ মানুষের ভালোবাসা বুঝতে হলে তাদের ভেতরটা জানতে হয়। যে নারী পুরুষের অনুভূতি বুঝতে পারে, তার প্রতি পুরুষের আবেগও বেশি থাকে !!
একজন পুরুষ কখনো নারীর মতো অনুভূতি প্রকাশ করতে পারে না। বরং একজন নারীকে কিভাবে নিরাপদ কিংবা যত্নে রাখতে হয় সেইদিকে পুরুষের বেশি খেয়াল থাকে। যে নারী পুরুষকে বুঝতে পারে, সেই নারী একজন পুরুষের সত্যিকারের ভালোবাসা পেয়ে যায় !!
পুরুষ মানুষের ভালোবাসা অনেকটা সুপ্ত অবস্থায় লুকানো থাকে, যা সবাই ধরতে পারে না। যে নারী পুরুষের মনের অবস্থা বুঝতে পারে, তার প্রতি পুরুষের দায়িত্ববোধও বেশি হয়। একজন পুরুষের পছন্দের নারী অনেকেই হতে পারে কিন্তু দায়িত্ববোধের কারণ সব নারী হতে পারে না !!
পুরুষ মানুষের সৌন্দর্য তার অর্থ কিংবা সুদর্শন চেহারায় থাকে না। পুরুষের সৌন্দর্য লুকিয়ে থাকে তার দায়িত্ববোধে, কিংবা তার ব্যস্ততায়। সুদর্শন পুরুষ কিংবা টাকাওয়ালা পুরুষকেও নারী ছেড়ে আসতে পারে, কিন্তু দায়িত্বশীল পুরুষ দেখতে যেমনই হোক তাকে কোনো নারী সহজে ছেড়ে যায় না !!
একজন নারীর জীবনে সুদর্শন পুরুষের চেয়ে একজন দায়িত্ববান পুরুষ বেশি ভূমিকা রাখে। সব সুদর্শন পুরুষের ভেতর দায়িত্ববোধ না থাকলেও কিন্তু একজন দায়িত্ববান পুরুষ বরাবরই তার দায়িত্বের জন্য সবার কাছে সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে !!
আপনার সাথের পুরুষ মানুষটাকে বুঝতে চেষ্টা করুন। জীবনে কোনো পুরুষের সাপোর্ট পাওয়াটা ভাগ্যের ব্যাপার। পুরুষ মানুষের যত্ন ভয়ংকর সুন্দর। যে নারী পুরুষের যত্ন পায়, সেই নারীর জীবনে আর কারোর যত্নের দরকার পরে না। সেই নারী ভাগ্যবতী !!"😊🙂

17/01/2024

মনে পড়ে—
কবে কোন এক দুপুরে তুমি এসেছিলে প্রেমের ঋণ পরিশোধ করতে। বিছানার ধুলো ঝেড়েঝুড়ে বসলে পাশে। শীত তখনও জন্মায়নি গম খেতের হাওয়া। তবুও চা ঠান্ডা হলো, চায়ের কাপ রেখে তুমি আমার ঠোঁটে রাখলে রত্নমালা ফুলের মধু।

ক্যালেন্ডারের পাতা বদলে যায়, পরিচিত শহরের স্বাদ, বাদামের ঠোংগা আর টুংটাং চা দোকানের ধোঁয়া ওঠা কেটলির সম্মুখে বসে জিকিরে মগ্ন সাদা কাপ, সোনা সোনা রোধ, প্রাচীন স্থাপনার গায়ে ঝুলে থাকা বিজ্ঞাপন, কাক, মানুষ, মুখোশ, প্রেম, ঘৃণা মন খারাপ আর যাবতীয় কান্নার কথা মনে পড়ে এসব দুপুরে আমার।

আরোও মনে পড়ে মায়ের কথা—
পৃথিবী দেখার আগেই শুনেছি মারা গেছে আমার না দেখা বোন, সে শোকে বেঁচে থাকাকালীন মা আর কোন দুপুরে একফোঁটা জলও মুখে নেননি। এমন ত্যাগকে কুসংস্কার বলে ধমক দেয়া বাবাও দেখতাম শীতের দুপুরে পুরোনো প্রেমিকাকে চিঠি লিখতেন, মা-কে পড়ে পড়ে শুনাতেন সে চিঠি উঠানের রোদে বসে। মা ঈর্ষাতে ছড়িয়ে ছিটিয়ে যেতে চাইতেন মুঠ চুড়ির মতো ভেঙে চারদিকে।

এসব দুপুরে আমার কত-কি মনে পড়ে— হাওয়াই মিঠাইওয়ালার ভ্যানের শব্দ থেকে জারুল গাছের ঘুঘুর ডাক আর লাউ ফুলের বুকের মাঝে ঘুমিয়ে থাকা সাদা রঙের মউতের কথাও।

এক দুপুরে তুমি এসেছিলে প্রেমের ঋণ পরিশোধ করতে। আমি তোমার শার্টের বুতাম হবো বলে জড়িয়ে ধরে শার্টের একটা বুতাম ছিঁড়ে হাতের মুঠোয় রেখে সেই যে পালিয়ে গেলে, আর ফিরে এলে না।

একটা ছেঁড়া বুতোম নিয়ে আমি কাঁদছি যাধু, একটা ছেঁড়া বুতোম দিয়ে অংক কষা যায় না।

15/01/2024

ট্রেনের মধ্যে একজন আদর্শ পিতার আকুতি😢।

15/01/2024

হালাল ভাবে একটা নারীকে স্পর্শ করতে ২৮/৩০ বছর ব্যয় করে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। ভালো স্যালারি লাগবে। টেকসই জব লাগবে। মোহরানা জমাতে হবে। লোকজন খাওয়াতে হবে। এছাড়াও কতো প্রতিবন্ধকতা!

আবার একই নারীকে হারাম ভাবে স্পর্শ করতে, উপভোগ করতে মাত্র দুই দিন সময় দিলেই হবে। স্যালারি ও লাগবে না, জব ও লাগবে না। মোহরানা ও দিতে হবে না। ১৭/১৮ বছর বয়সেই উপভোগ করা যাবে। তখন কেউ আপনাকে ছোট বলবে না।।

বিয়ে করতে যান...
বয়স হয়নি!
ক্যারিয়ার হয়নি!
সেটেল হয়নি!
কত অঘোষিত নিষিদ্ধ আইন!

এই সমাজ ব্যবস্থায় মুসলমানদের ঈমান রাখা হাতে যে জ্বলন্ত কয়লা রাখার মত পরিস্থিতি। বলার ভাষা নাই। এই পরিবার, এই সমাজ, এই রাষ্ট্র, এই শিক্ষা ব্যবস্থা সবই আমাদের জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে!

মহান আল্লাহ তাঁয়ালা আমাদের সবাইকে ফিতনাময় সমাজে উত্তম জীবনসঙ্গী দান করুক, আমীন।

25/12/2023

দিনরাত ঘর পরিষ্কার করে কোন লাভ নাই যদি জুতা ময়লা থাকে।

28/11/2023

Active আছি ✅
দ্রুত ফলো দিন ব্যাক বুঝে নিন
Back to Back

28/11/2023

হয়তো তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দু'টি আঁখিপাতে

04/11/2023

My Life, My Rules
My Mistakes, My Lessons
Not your Business👍👍👍

18/10/2023

মন খারাপ

17/10/2023

যারা ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করতে চান, তারা কমেন্ট অথবা মেসেজ করুন।

10/10/2023

হিটলারের সহযোগী ছিলেন আইখম্যান। আইখম্যান ছিলেন মূলত গ্যাস চেম্বারে ঢুকিয়ে ইহুদীদের হত্যা করার রুপকার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পরাজয় হলে তিনি আর্জেন্টিনা পালিয়ে যান এবং ছদ্মবেশে একটি কৃষি ফার্মে কাজ করতে থাকেন।

কিন্তু শেষ রক্ষা হয়নি, অনেক বছর পর তিনি ধরা পরেন ইহুদীদের হাতে। ইহুদীরা তার প্রতি খুব রেগে ছিল- তাকে হত্যা করার সব প্রস্তুতি শেষ করল।

মৃত্যুর পুর্বে তার শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হলে তিনি মৃত্যুর পুর্বে ইহুদী ধর্ম গ্রহন করার কথা বলেন। তার এমন ইচ্ছার কথা শুনে উপস্থিত সবাই হেসে দিল। বলল, 'বাছাধন, তুমি মনে করেছ, ইহুদী ধর্ম গ্রহন করলেই ইহুদীরা তোমায় মাফ করে দেবে! তা হবে না। মরতে তোমায় হবেই।'

কয়েকজন কৌতুহলী জিজ্ঞাসা করলো, 'আচ্ছা তোমার এই ইচ্ছা কেন হলো? বলো তো?'

আইখম্যান নির্বিকার চিত্তে বললেন, 'তোমরা যে আমায় ছাড়বে না, এটা আমি নিশ্চিত। তাই মারা যাওয়ার আগে দেখে যেতে চাই, আরও একটা ইহুদী মারা গেল!'

#সংগৃহীত

10/10/2023

এতোক্ষণ ছিল ব্যাটিং পিচ,, কিছুক্ষণ পরেই এটি বোলিং পিচে পরিনত হবে।

07/10/2023

Active✅ আছি ✅✅
দ্রুতো ফলো দিন রকেটের গতিতে ফলো ব্যাক দিচ্ছি ৷
💯 Follow Back to Back💯

07/10/2023

অনেকদিন পরে আবার ফিরে আসলাম।
সবাই ফলো দিয়ে পাশে থাকুন

20/09/2023

শুভ জন্মদিন
😰

19/09/2023

কে কে এখন লাইভ করতে চাও?

14/09/2023

Active✅ আছি ✅✅
দ্রুতো ফলো দিন রকেটের গতিতে ফলো ব্যাক দিচ্ছি ৷
💯 Follow Back to Back

14/09/2023

Like, Share, Follow & Support

14/09/2023

Live করতে চাই
কে কে জয়েন্ট করতে চান কেমন্ট করুন

13/09/2023

গ্রুপ লাইভ করতে চাই। কে কে জয়েন্ট করতে চান কমেন্ট করুন। আর কোন সময় করলে ভালো হয় সেটাও জানান।

13/09/2023

আলহামদুলিল্লাহ
৫k Done

13/09/2023

𝗔𝗖𝗧𝗜𝗩𝗘🥰আছি🟢
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 দিন✅
নোটিফিকেশন পাওয়া মাএই 𝗕𝗔𝗖𝗞 দিবো

12/09/2023

Active আছি
দ্রুতো ফলো দিন
𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐁𝐚𝐜𝐤 To 𝐁𝐚𝐜𝐤

09/09/2023

আমি আর বাংলাদেশের খেলা দেখবো না।

কে দেখবে জানাচ্ছি। 😔

05/09/2023

হাগা পেয়েছিলো বলে 10 মিনিট দেরি করেছিলাম রিপ্লাই দিতে । বললো , " তাকে নিয়ে ভালো থেকো ” কিন্তু কাকে নিয়ে ভালো থাকবো ? কমোড ? নাকি গু ?

Want your business to be the top-listed Media Company in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

মাত্র ৫৭ সেকেন্ডে ৪৩ বার স্যার ডেকে বিশ্ব রেকর্ড
Parcel from Daraz
সাগরের গর্জন, দীঘা #reels #viral
এটা কি জন্তু?
#reels #viral
#reels #viral

Category

Telephone

Address


Jessore
Jessore
7432

Other Digital creator in Jessore (show all)
Do or die Do or die
Jessore

প্রচুর ধন সম্পদেও,� যেই সুখ নাই,� সে সু?

হ্যালো বাংলাদেশ হ্যালো বাংলাদেশ
Jessore

لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সাঃ)

Shakil Ahmed Shakil Ahmed
Jessore

Rekha's choice Rekha's choice
Jessore
Jessore, 7432

cooking make money cooking school

Arif ahammed12 Arif ahammed12
Jhikorgacha
Jessore, 7420

im arif

Robus Hossen Akash Robus Hossen Akash
Banapol
Jessore, 7430

Robus Hossen Akash

Zara Islam Zara Islam
Jessor
Jessore, 7400

Hi..... I am Zara... please guys follow the page and support me to grow my page

Ulfatun Nahar Ulfatun Nahar
Jessore, 7432

Hasibul hasan rasel Hasibul hasan rasel
Kotchanpur
Jessore

S A FILMS S A FILMS
Jessore

This concept have no connection with the reality... This vIdeo is made only for comedy purpose.. Don't take funny videos seriously... Don't Forget to follow if you want more videos...

Biswas Enterprise Biswas Enterprise
Jessore
Jessore, 7420

শত শত কাস্টমারের বিশ্বস্ত প্রতিষ্ঠান। বি: দ্র: একদর

Ariful Islam Ariful Islam
Jessore

I don’t like myself please don’t get me confused. I’m crazy about myself. #selflove.��