WebTrust It Institute
WebTrust IT Institute is one of the emerging organisations of entire Bangladesh which is successfully
ওয়েবট্রাস্ট আইটি ইনস্টিটিউটে ফ্রিল্যান্সিং শিখুন নিজের ক্যারিয়ার নিজেই গড়ুন�
ভর্তি সহ যেকোনো তথ্য পেতে পেইজে ইনবক্স অথবা কল করুন 01323174026 (হোয়াটসঅ্যাপ)
১. ফ্রিল্যান্সিং কি?
উত্তর: ফ্রিল্যান্সিং হল একটি মুক্ত পেশা যেখানে আপনার কাজের স্বাধীনতা পুরোটাই আপনার। সেখানে কোন গন্ডি থাকেনা, সময় সূচী থাকেনা। আপনি নিজেই আপনার কাজের বস হিসেবে থাকেন। ফ্রিল্যান্সিং এর অনেক সংজ্ঞা থাকলেও আমাদের দেশে ফ্রিল্য
আগামীকাল থেকে শপিফাই ড্রপশিপিং ও ডিজিটাল মার্কেটিং কোর্সের ক্লাস শুরু হবে।
অনেকের অনুরোধের জন্য আমাদের শপিফাই ড্রপশিপিং ও ডিজিটাল মার্কেটিং কোর্সের মুল্য ২০০০ টাকা থেকে কমিয়ে ১০০০ টাকা করা হলো শুধুমাত্র ১ম ব্যাচের জন্য।
আপনি যদি শপিফাই ড্রপশিপিং ও ডিজিটাল মার্কেটিং শিখে স্মার্ট একটি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান তাহলে এই কোর্স টি আপনার-ই জন্য
👉কোর্স ফি : ২০০০ টাকা। ( শুধুমাত্র ১ম ব্যাচের জন্য)
👉লাইভ ক্লাস সংখ্যা: ৩৫+
👉কোর্স মেয়াদ: ৩ মাস+
👉কোর্স শেষে সার্টিফিকেটের ব্যবস্থা।
👉২০০+ শপিফাই প্রিমিয়াম থিম
☑️ ক্লাসের সময় : প্রতি সোমবার ও বৃহস্পতিবার সাপ্তাহে এই ২ দিন ৯ঃ৩০ টা থেকে ১১ঃ ০০ টা পর্যন্ত মোট ১.৫ ঘন্টা ক্লাস হবে।
👉আমাদের এই কোর্সের মডিউলটি মার্কেটপ্লেস রিসার্চ করে সাজানো হয়েছে। যা আপনাদের অতি তারাতাড়ি মার্কেটপ্লেসে কাজ পেতে সাহায্য করবে। এই কোর্সটি থেকে আপনারা ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি শপিফাই ড্রপশিপিং এর সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন এবং বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। আমাদের এই ৩ মাসের কোর্সটিতে থাকবে ৩০টিরও বেশি লাইভ ক্লাস এবং বেশ কিছু প্রজেক্ট আরও থাকছে বেসিক ইংলিশ কমিউনিকেশন এবং ফটোশপ আর কেনভার উপরে এক্সট্রা ক্লাস ফাইবার এবং আপওয়ার্ক মার্কেটপ্লেসের উপর বিশেষ ক্লাস এছাড়া কিভাবে ফেসবুক, লিংকডইন, গুগল ম্যাপ এবং ইমেইল ব্যবহার করে কিভাবে ক্লাইন্ট খুজে পাবেন এবং তাদের সাথে কাজ করবেন, সেটাও দেখিয়ে দেওয়া হবে । এই স্কিলগুলো যার আছে তিনি চাইলে নিজের এজেন্সিও শুরু করে দিতে পারবেন।
☑️শপিফাই ড্রপশিপিং এবং ডিজিটাল মার্কেটিং কোর্সের সম্পূর্ন মদিউল =>
https://docs.google.com/document/d/1aKL9kXMIMHX1_xXzavtZk_VhetgvAq4hLzFEazbZ4Q4/edit?usp=share_link
--------------------------------------------------------------
১. খরচ সহ 2000 টাকা সেন্ড ম্যানি করতে হবে।
বিকাশঃ 01936680767(পার্সোনাল)
নগদঃ 01936680767(পার্সোনাল)
রকেটঃ 013231740267 (পার্সোনাল)
ডাচ বাংলা ব্যাংক= ৭০১৭০১৫৭৬৯৯১৩
হোল্ডার নেম= Debbroto Kumar Kundu
২. পেমেন্ট এর ছবি/স্ক্রিনশট নিয়ে রাখবেন।
৩. পেমেন্ট করার পর ছবি/স্ক্রিনশট আর যে নাম্বার থেকে পেমেন্ট করছেন সেই নাম্বারটা এবং আপনি যে কোর্সটি করতে চান তার নাম পেজের ইনবক্সে মেসেজ করুন তাহলে আপনাকে সিক্রেট গ্রুপে এড করা হবে। সেই গ্রুপের মাধ্যমেই সম্পূর্ণ কোর্সটি পরিচালিত হবে।
--------------------------------------------------------------
*হেল্প লাইন নম্বর: 01323174026
m.me/webtrustit
(সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত)
*রেজিষ্ট্রেশন লাস্ট ডেট: ২০ শে ডিসেম্বর ২০২২
--------------------------------------------------------------
Shopify কি। শপিফাই কিভাবে কাজ করে?
Shopify কি। শপিফাই কিভাবে কাজ করে?
Shopify হচ্ছে একটি Web based e-commerce software, যার মাধ্যমে আপনি কোনো Advanced technical knowledge বা Web Development knowledge ছাড়াই আপনি ই-কমার্স ওয়েবসাইট বা অনলাইন স্টোর তৈরি করে ফেলতে করবেন এবং আপনার পণ্যগুলো আপনার অনলাইন স্টোর এর মাধ্যমে অনলাইনে অফার করতে পারবেন
শপিফাই ড্রপশিপিং ও ডিজিটাল মার্কেটিং কোর্সের মডিউল। আগামী কাল থেকে এডমিশন শুরু।
আগামী ১০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে শপিফাই ড্রপশিপিং এবং ডিজিটাল মার্কেটিং এর নতুন ব্যাচ WebTrust IT Institute Official Freelancing Group এ। এই কোর্সটার মডিডউ টাও সাজানো হয়েছে পুরাপুরাই বেসিক থেকে শুরু করে এডভান্স ভাবে। যার জন্য যাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু ধারণা নেই তারাও কোর্সটিতে জয়েন করতে পারেন। আগের কোর্সগুলা থেকে অনেক কিছু ভিন্নতা থাকবে এবারে। প্রথম ব্যাচ উপলক্ষে কোর্সের মূল্যও রাখা হয়েছে অনেক কম। মাত্র ২০০০ টাকা। আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই কোর্সটা করার জন্য অনেকদিন যাবত অপেক্ষা করছিলেন। তারা দেরি করে ১০ তারিখ এর পরে কোর্সটাতে এনরোল করতে পারেন। আসা করি এই কোর্সটি থেকে আপনারা ভালো কিছুই পাবেন। কোর্সের মডিউল টা নিচে দেওয়া হলো।
https://docs.google.com/document/d/1aKL9kXMIMHX1_xXzavtZk_VhetgvAq4hLzFEazbZ4Q4/edit?usp=share_link
এডমিশনের নেওয়ার জন্য WebTrust IT Institute এর ফেসবুক পেজে মেজেজ দিবেন।
https://www.facebook.com/webtrustit/
🔰 ডিজিটাল মার্কেটিং-এর বর্তমান ও ভবিষ্যৎ কী?
🔥🔥 বর্তমান সময়ের সবচেয়ে গ্রোইং সেক্টর গুলোর মধ্যে অন্যতম হল ডিজিটাল মার্কেটিং।
🌿🌿টেকনোলজির প্রভাব পৃথিবীতে যতদিন থাকবে,ডিজিটাল মার্কেটিং এর প্রভাবও ততদিন থাকবে৷
👉👉ভবিষ্যতে বড় বড় ব্যবসা থেকে শুরু করে বাড়ির পাশের মুদির দোকান -সবাইকে নিজের অবস্থান অনলাইনে তুলে ধরবে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে
“নিজের প্রতি বিশ্বাস রাখো! নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো! নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ঠ আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না” এভাবেই কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে। যেতে হবে বহুদূর...
অনেক দিন কোনো আপডেট দেয় নাই। তার জন্য দুত্তখিত! আপনাদের কাছ থেকে পরামর্শ চাই।
১. শপিফাই
২. ফেসবুক মার্কেটিং
৩. গুগল মার্কেটিং
এগুলার মধ্যে কোন টপিক এর কোর্স আনতে পারি? আপনারাই পরামর্শ দিন।
সিজ্ঞেল টপিক এর কোর্স এর জন্যই বলবেন
নতুনদের মাঝে একটা কমন প্রশ্ন থাকে যে ফ্রিল্যান্সিং করার জন্য কোন স্কিলটা ডেভেলপ করা উচিৎ?
এই পোস্টের মাধ্যমে আজকে সবকিছু ক্লিয়ার করে দেওয়া হলো।
ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক গুলা ক্যাটাগরি রয়েছে। এবং প্রত্যেকটা ক্যাটাগরির কাজের ডিমান্ড রয়েছে।এখন আপনি কোনটা শিখবেন?
আমার মতে অনেকগুলা স্কিল জেনারেট না করে নির্দিষ্ট যেকোনো একটা স্কিল জেনারেট করুন। আপনার বন্ধু আপনার সাথে প্রতরণা করলেও স্কিল কখনো আপনার সাথে প্রতারণা করবে না। মৃত্যুর আগ পর্যন্ত স্কিলকে কাজে লাগিয়ে আপনার ভাত- কাপড় অনায়াসে ব্যবস্থা করতে পারবেন। তাই অনেকগুলা স্কিল এর উপর না ছুটে নির্দিষ্ট যেকোনো একটা স্কিল কে টর্গেট করুন এবং সেই মোতাবেক কঠোর পরিশ্রম করুন। একটু সময় লাগলেও দেখবেন আপনি সফল হয়েছেন।
ওয়েবট্রাস্ট আইটিতে খুব শিঘ্রই আপডেট আসবে কোর্সের। আমরা আমাদের কোর্স এর মডিউল এমন ভাবে সাজানোর চেষ্টা করছি যাতে একজন নতুন ফ্রিল্যান্সার একটা জায়গা থেকেই একটা কোর্স এর মাধ্যমে ফ্রিল্যান্সিং সেক্টরে সুন্দর ভাবে সফল হতে পারে। কোর্স মডিউলে অনেক এডভান্সড কিছুই থাকবে। এবং সময়ের সেরা মডিউল হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Bankra, Jhikargacha
Jessore
MM College Asad Gate, Stadium Road
Jessore, 7400
Tech Desk Training Center is a Reliable Skills Development Platform.We're Committed for You.
Jessore, 7500
ICT, Computer, IT Support, Software Support, IT Training, Online Shop, Website Dev, Graphics Design,
Churamonkathi
Jessore, 7400
You can get update of Computer Science & Technology from this page.
Shah Abdul Karim Road, Rupkothar More, Khorki
Jessore, 7401
Edemy is a freelancing Institute. Join the community of Freelancer, Learn Skills and Start a New Career.
Hazi Maoula Box Super Market (1st Floor), Jhikargacha
Jessore, 7420
Prop IT ঝিকরগাছায় খুবিই স্বল্প মূল্যে কম?
New Market, Jashore
Jessore, 7400
We Provide Professional Civil Engineering Training.
কারবালা রোড, পানি উন্নয়ন বোর্ডের সামনে, (আব্দুর রাজ্জাক কলেজ উত্তর গেট) যশোর।
Jessore, 7400
Computer Training Suite. Learn computer skills, improve your touch typing ability, and gain IT knowl
Bejpara Main Road
Jessore, 7400
Khan Computer Training Center Jashore is providing computer training at lowest cost. We believe in q