ASN Music
support me
এ হাওয়া আমায় নেবে কত দূরে
https://youtu.be/yWEI-bgY0WA?si=bAUQPXf_3QHVmKIj
বেনাপোল পোর্ট , Banapole Port Coming Soon |Arafat Sani বেনাপোল পোর্ট , Banapole Port Coming Soon |Arafat Sani #বেনাপোলপোর্ট
নৌকার খেলা
জীবন তখনি সহজও সুন্দর হবে।
যখন মানুষের উপর থেকে প্রত্যাশা কমিয়ে নিজের উপর ভরসা করবেন!❤️
কষ্টের কোনো ওজন নেই তবুও..
-বহন করা কষ্টের..! 💔
__ যারা আমার গুরুত্ব দেওয়া কে আমার দুর্বলতা ভেবে বসে,, তাদের আসলে জানা নেই,,
ছেড়ে আসার ব্যাপারে আমি ঠিক কতটা দক্ষ..
আমি মানুষকে ভালবাসি,, সম্মান করি,,
প্রচুর সুযোগ দেই..
কিন্তু এর বিপরীত যখন কেউ আমাকে শূন্যতা
ফিরিয়ে দেয়।
আমিও ঠিক তখন সেই মানুষটাকে মুক্ত করে দেই..
আমার ভালোবাসা আর আমার মায়ার বন্ধন থেকে.,
আমার ভালোবাসাকে দুর্বলতা ভেবে..
আমাকে হারায় প্রিয় মানুষরা।আমি কাউকে হারাই না.
তুমি ঠিক যেসব করবে আমার সাথে...
তুমিও ঠিক সেইসব ই ফেরত পাবে আমার কাছ থেকে না হোক প্রকৃতির কাছ থেকে সেটা আজ বা কাল..
কিংবা ১০ বছর পর ফিরে তুমি পাবেই,,
মানুষ কষ্টের আঘাতের জবাব দেয়,, তবে আমি মানুষটা কঠোর হতে পারি না বলেই চুপ হয়ে যাই।
আল্লাহ তো সবার কারো একার না।
তিনি দেখবেন সব..
জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা খুবই প্রয়োজন ❤️🥀
যারা মোবাইল সবমসময় ''Dark mode'' আর ব্রাই'টনেস লো করে রাখে তারা ভালো মনের মানুষ!!🖤
রাখিবো তোরে সখী
গরম তার সর্বোচ্চ চেস্টা করে যাচ্ছে আমার চেহারা এন আই ডি কার্ডের সাথে মিলানোর।
কিছু মানুষের কথা বা কাজ ফেজবুক পোস্ট অবদি সীমাবদ্ধ 😆
বের হচ্ছিলাম বাসা থেকে, এমন সময় বাবা বললো 'তোমার কাছে কি ৫০০ টাকা হবে?'
হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো, বাবার দিকে তাকিয়ে মনে পড়ে গেলো সেই ক্লাস টু'র একটি
কথা।
বাবাকে বলেছিলাম 'বাবা ২ টাকা দিবা?'
বাবা 'কেন? কি করবে ২ টাকা দিয়ে?' আমিঃ আইসক্রিম খাবো। (তখন এক
টাকায় ৪ টা রঙিন আইসক্রিম অথবা ২ টা
বরফের সাথে নারকেল দেয়া আইসক্রিম পাওয়া যেতো)। বাবা ২ টাকার পরিবর্তে ৫ টাকা দিয়েছিলো।।
বাবা-মা আসলেই বড় অদ্ভুত ক্যারেকটার, তারা সারাজীবন চেষ্টা করেছেন তাদের
সর্বোচ্চটা আমাদের জন্য করার।
সময় কতোটা দ্রুত চলে যায়, আজ বাবা
অবসরপ্রাপ্ত। কেন যেন খুব কান্না পেলো, জানি না। ওয়ালেট হাতড়ে ১০০ টাকা বাদে যা ছিলো সবটা বাবাকে
দিয়ে দিলাম।
বাবাঃ আরে পাগল, এতো দিয়ে আমি কি
করবো?
আমিঃ বাইরে যাও, তোমার দোস্তদের সাথে আড্ডা দিবা, চা নাস্তা খাবা আর কি..
বলেই উল্টো ঘুরে হাঁটা শুরু করলাম, নিজের চোখের পানি
এড়াতে।
আপনজনের জন্য সময়মতো কিছু করতে না পারলে
কিসের চাকুরী, কিসের ব্যবসা, এসব দিয়ে কি হবে, কিসের
প্রাচুর্য, সবই তো ক্ষণস্থায়ী।
আমি মনে করি আমার বলে কিছু নেই, সব সাময়িকভাবে আমাকে ব্যবহারের সুযোগ দিয়েছে ওপরওয়ালা। সবকিছুই
ঠিকঠাক রয়ে যায়, থাকে না শুধু মানুষগুলো...!!!
#সংগৃহীত
তুমি তীর্থের পথে শর্ত দিয়োনা..!
আমি নিহত আকাশ বুকে রাখি না.!
"তোমাকে দেখে আমার মায়ের পছন্দ হয়েছে" এই ব্যাপার গুলো অদ্ভুত সুন্দর!'🖤🌸
তুই একা না ভাই
আমরাও নেট শেষ হয়ে গেলে Gellery দেখি !🙂
স্ত্রীঃআমি কি মোটা হয়ে গেছি?
স্বামীঃ মোটেও না।
স্ত্রীঃতাহলে আমাকে কোলে করে ফ্রিজের কাছে নিয়ে চলো, আইসক্রিম খাবো।😌
স্বামীঃ(বেহুশ) আচ্ছা আমি ফ্রিজটা এখানে নিয়ে আসি! :)
কেউ এক ঘুম দিয়ে উঠল আবার কেউ এখন ঘুমাতে যাচ্ছে😴
বিদ্যুতের চেয়েও ভয়ংকর সবুজ বিন্দু ছাড়া অনলাইনে থাকা মানুষগুলো.!🙂
এক বিয়েতে গেছি
জিজ্ঞেস করলাম ছেলে কি করে?
উত্তর ছেলে কানাডায় থাকে,আমাকে প্রশ্ন করল, আমি কি করি?
বললাম বাংলাদেশে থাকি
AJ K hajaro manoser Story deka jabe" First day at College":)
- পড়ার টেবিলে বসে, বই খাতা খুলে.!
- মোবাইল টিপার মতো সুখ বোধহয় পৃথিবীর অন্য কোনো কাজে নেই.!
জীবনে খুব বেশি বুঝে খুব একটা লাভ হয় না,জীবন সবার জন্যই সমপরিমাণ বাঁশের সুব্যবস্থা রেখেছে
তাই হেব এ রিলাক্স প্লিজ :)🙂
আপনি কতটা কষ্টে আছেন তাতে অধিকাংশ মানুষেরই কিছু আসে যায় না।
'অপ্রিয় সত্য'
My Fast Vlog | Short Video | My Fast Vlog On YouTube | Arafat Sani Like_Comment_Share_&_Subscribe_My_Channel🥰Video_To_Audio_Regulation (4k)My_Facebook _Link :👇👇°°°°°°°°°°°°°°°°°°°https://www.facebook.com/mdaraphat.mdaraph...
My First Vlog | My Fast Vlog On YouTube | Arafat Sani Like_Comment_Share_&_Subscribe_My_Channel🥰Video_To_Audio_Regulation (4k)My_Facebook _Link :👇👇°°°°°°°°°°°°°°°°°°°https://www.facebook.com/mdaraphat.mdaraph...
অতিরিক্ত প্রশংসা করার অভ্যাস এক ধরণের অসুস্থতা |:)
জীবনে খুব বেশি বুঝে খুব একটা লাভ হয় না,জীবন সবার জন্যই সমপরিমাণ বাঁশের সুব্যবস্থা রেখেছে
তাই হেব এ রিলাক্স প্লিজ :)
⚠️গুরুত্বপূর্ণ বার্তা, একা কলেজে বা অফিসে যাওয়া প্রতিটি মেয়ের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণার বার্তা। আপনি যদি রাস্তায় কোন শিশুকে তার ঠিকানা দেখিয়ে চিৎকার করতে দেখেন এবং আপনাকে তাকে সেই ঠিকানায় নিয়ে যেতে বলেন, তাহলে সেই শিশুটিকে সরাসরি থানায় নিয়ে যান এবং দয়া করে তাদের সেই ঠিকানায় নিয়ে যাবেন না। মেয়েদের চুরি, ধর্ষণ ও অপহরণ করার এটা একটা নতুন উপায়। অনুগ্রহ করে সকল মেয়ে এবং ছেলেদের ফরওয়ার্ড করুন যাদের বোন এবং বন্ধু আছে। দয়া করে এই বার্তাটি ফরওয়ার্ড করতে লজ্জাবোধ করবেন না। আমাদের একটি বার্তা একটি মেয়েকে বাঁচাতে পারে।⚠️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Address
Jessore