Al Barakah Shop -আল বারাকাহ শপ
যশোর অঞ্চলের খেজুরের গুড় ও পাটালি,সরের ঘি, গাওয়া ঘি, প্রাকৃতিক চাক ভাঙা মধু, সরিষার তেল
আমাদের পন্যসমুহঃ
১) যশোর অঞ্চলের খেজুরের খাঁটি গুঁড় ও পাটালি।
২) গরুর ঘানির সরিষার তেল।
৩) প্রাকৃতিক চাকের খাঁটি মধু ।
৪) গাওয়া ঘি।
৫) সরের ঘি ।
৬) তেঁতুল গুড় ।
৭ ) বিভিন্ন ধরণের আচার ।
আমের সিজনে, বিভিন্ন আম
দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারী করা হয়।
ফোনঃ 01924-010145
পুলিশ লাইন,
যশোর সদর,
যশোর।
বিক্রমপুর বিলে পাওয়া গেলো ১ কেজি ওজনের কৈ মাছ
ছবি সংগৃহীত।
আজ বৃহস্পতিবার, হেমন্ত কাল
২৩ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
৮ জুমাদাল উলা, ১৪৪৫ হিজরি।
গ্রাম বাংলার প্রকৃতি খেজুর গাছ
গ্রামে আসলেই মন ভালো হয়ে যায়, এতো সুন্দর প্রকৃতি, নির্মল বিশুদ্ধ বাতাস 😊 আপনাদের কেমন লাগে??
খেজুর গাছ কাটা শুরু হয় দুপুরের পর থেকে। একজন গাছি সর্বোচ্চ এক দিনে ২০ টা গাছ কাটতে পারে। গাছ কাটা হচ্ছে, অল্প করে রসও হচ্ছে, দানাগুড় হচ্ছে অল্প গুড়ে ঘ্রান আছে তবে মিস্টতা কম এখনো পারফেক্ট কালার আসে নাই । আর একটু শীত পড়লে গুড় দেওয়া যাবে।
ভালো গুড়ের জন্য আমরা আর একটু অপেক্ষা করতেই পারি কি বলেন সবাই???
যদিও মন মানছে না গুড় খাওয়ার জন্য মনের মাঝে আকুলি বিকুলি করছে।
আসেন কিছুদিন আবেগ বাদ দিয়ে বিবেক জাগ্রত করি 😊
খেজুর গাছের সারি
শীতের সকালে গরম গুড় খেতে কে কে ভালোবাসেন ❓
গতবছরের ছবি
জিনিস টা কি ❓
খেজুরের গুড় সাথে হাতে ভাজা মুড়ি।
কার কার পছন্দ ❓
শেষ কবে এরকম খেজুরগাছের সারির রাস্তায় হেটেছেন ❓
শেষ কবে সরাসরি খেজুরের গাছ তোলা দেখছেন ❓
নিজস্ব তত্ত্বাবধানে খেজুরের গুড় পাটালি তৈরি করা হয়।
অগ্রহায়ন মাস কার কার ভালো লাগে ❓
গ্রামের এরকম নির্মল প্রকৃতি কার কার ভালো লাগে ❓
#খেজুরগুড় #খেজুরগুড়পাটালি #খেজুরগাছ #গুড় #পাটালি
খেজুরের গরম গুড় খেতে কেমন লাগে ❓
যশোরের যশ, খেজুরের রস।
তীব্র শীতের কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে আপনার প্রাতঃরাশের থালায় খেজুর গাছের অমৃত নির্যাস যারা পৌঁছে দেন, তাঁরা আমাদের গাছি ভাই। জেলার 'যশ' ধরে রাখার জন্য শীত আসার অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে যশোরের গাছিদের।
শনিবার (১১ নভেম্বর ২০২৩ ইং) এই গাছি ভাইদের নিয়েই অভয়নগরে অনুষ্ঠিত হয়ে গেলো 'খেজুর গাছি সম্মেলন ২০২৩', যাতে যশোরের বিভিন্ন প্রান্তের প্রায় তিন শতাধিক গাছি অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন যশোরের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার মহোদয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, অভয়নগর কে এম আবু নওশাদ মহোদয়। সম্মেলনে জেলায় খেজুর গাছের সংখ্যা আরো বহুগুণে বৃদ্ধি করা, খেজুর রস ও গুড় প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার এবং সর্বোপরি খেজুর রস ও গুড়ের শিল্পায়নের ওপর জোর দেয়া হয়।
ভোরে উঠলেই কেবল এরকম সকাল দেখা সম্ভব।
শীত এসে গেছে, বিকাল থেকেই শীতের হিমেল হাওয়া বইছে।
শীত আমার প্রিয় ঋতু, আপনার প্রিয় ঋতু কি ❓
লোকেশনঃ যশোর, সুজলপুর।
শেষ কবে গ্রাম্য মৌমাছির চাক ভাঙার পরে নিজে হাতে চাক চুষে (চকলেটের মত) মধু খেয়েছেন?
১ কেজি চাকের মধু সংগ্রহ করতে প্রচুর পরিশ্রম করতে হয়। গ্রামের বিভিন্ন জায়গায় মৌয়ালদের চাক খুজে বের করতে হয়। এরপর চাকটি বায়না করতে হয় যেনো অন্য মৌয়াল চাকটি ভাংগতে না পারে। এরপর চাক পরিপক্ক হলে মৌয়াল খবর দিলে নিজেরা উপস্থিত থেকে চাক কেটে আনা হয়। এরপর যত্নের সাথে স্বাস্থ্যসম্মতভাবে চাক চিপে ক্রেতাকে দেওয়া হয়। মাঝে মাঝে মৌমাছির কামড়ও খেতে হয়।
এখন বলেন চাকের মধু সংগ্রহ করা কি এতই সহজ??? ১ কেজি খাটি মধুর দাম আদৌ কম হয়??? ফিল্ডে এসে দেখেন বাস্তবে পরিস্থিতি। প্রতিটি উদ্যোক্তাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়।
ডিজিটাল ঢেকি এর আগে কেউ দেখেছেন কি???
আমি আজ এখানে এসেছি ঢেকিতে পাড় দেওয়া জিনিশের খোজে 😊
এখানে পাওয়া যাবে
ঢেকিছাটা আতপ চালের গুড়া
ঢেকিছাটা চাউল
এছাড়া ঢেকিছাটা সকল ধরনের মশলা।
✅আল বারাকাহ শপে এই শীতে পাবেন যশোর ও চুয়াডাঙ্গার বিখ্যাত খেজুরের গুড় পাটালি, ঢেকিছাটা আতপ চালের গুড়া ও নারিকেল✅
আর হ্যা এই প্রযুক্তি ধরে রাখতে ও প্রক্রিয়াটি চলমান রাখতে পোস্টটি লাইক ও শেয়ার করে সহযোগীতা করতে পারেন।
শেষ কবে সরাসরি খেজুরের গাছ তোলা দেখেছেন ❓
যশোর জেলার বিভিন্ন গ্রামে খেজুরের গুড় পাটালি তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছে। আসন্ন শীত মৌসুমে খাটি খেজুরের গুড় পাটালি তৈরির জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
✅প্রথম ধাপ,
শুরু হয়েছে খেজুরের গুড় পাটালি উৎপাদনে জন্য খেজুর গাছ পরিষ্কার ও গাছতোলা। খেজুর গাছের পুরনো পাতা, মোচা, শুকনা ছাল বাকল সবকিছু সুন্দরভাবে পরিষ্কার করে গাছের চাদি বানানো হয়।
✅দ্বিতীয় ধাপ,
খেজুর গাছ চার থেকে পাঁচ দিনের মধ্যে ভালোভাবে শুকায়ে যায় এবং চাদি বানানোর কাজ শুরু করা হয়।
✅তৃতীয় ধাপ,
খেজুর গাছ তোলার পরে গাছটি সম্পূর্ণরূপে রোদে শুকানোর জন্য ৭-১০দিন লাগে। এরপর গাছে চাদি কাটার কাজ করা হয়।
✅চতুর্থ ধাপ,
গাছের চাঁদি কাটার চার পাঁচ দিন পর থেকে খেজুর গাছ থেকে রস নামানোর জন্য বাঁশের নলী ও রসের ভাড় ঝোলানোর জন্য গোজা দেওয়া শুরু হয়।
✅পঞ্চম ধাপ,
নলী ও গোজা দেওয়ার সাত থেকে আট দিন পর থেকে একটু একটু করে গাছ কাটা শুরু হয় কিন্তু প্রথমদিকে রসের পরিমাণ থাকে খুবই কম।
খেজুরের গাছ ঝোড়ার ৩০ থেকে ৩৫ দিন পর গাছ কাটা শুরু হয় এবং রস সংগ্রহের কাজ শুরু হয়।
খেজুরের গাছ কাটা ও রস সংগ্রহ করা সম্পূর্ণ আবহাওয়ার উপর নির্ভরশীল।
যত বেশি শীত,
ততটা খেজুরের রস ভালো হয়,
ততটাই গুড় পাটালি ভালো
ছোট/ক্ষুদে মৌমাছির মধুর কথা শুনেছেন কি???
ছোট/ক্ষুদে মৌমাছির মধু খুবই ঔষধিগুন সম্পন্ন। এটা পাওয়া যায় খুবই কম। সাধারনত গাছের কোটরে, মাটির নিচে ফাকা জায়গায় এই মধুর চাক পাওয়া যায়।
২ টা চাক পাওয়া গেছিলো তাতে ৬ কেজি মতো মধু পাওয়া গেছে। কেউ নিতে চাইলে দ্রুত জানাবেন।
আমরা শুধুমাত্র গ্রাম্য চাকের মধুটাই সংগ্রহ করে থাকি।
খেজুর গাছের সারি।
মাঠে এখন খেজুরের গুড় পাটালি তৈরির প্রস্তুতি চলছে।
#খেজুরগুড় #পাটালিগুড়
খেজুর গাছে চাছ দেওয়া চলছে।
#খেজুরেরগুড় #পাটালি #পাটালিগুড়
নারিকেল তেল তৈরি করার জন্য নারিকেল শুকানো হচ্ছে
খেজুর গাছের সারি।
যার কাজ করার ইচ্ছা আছে সে কখনো ভিক্ষা করে না
শীতের আমেজ শুরু হতে খেজুর গাছ ঝোড়া ও গাছ তোলার কাজ শুরু হয়ে গেছে।
#খেজুররস #খেজুরগুড় #খেজুরপাটালি #গুড় #পাটালি
ইং শা আল্লাহ
কিএক্টা অবস্থা ফ্যান ছাড়লে শীত 🥶
আবার ফ্যান বন্ধ করলে গরম 🥵
আমি তো কাঁথা গায়ে দিয়ে ফ্যান ছেড়ে রাখছি 😊
আপ্নেগো কি অবস্থা????
নারিকেল তেল কিন্তু এখনো জমা শুরু হয় নাই, ঘোলা হচ্ছে কেবল। আজ ৪ লিটার নারিকেল তেল কুরিয়ার ডান।
এক বৃদ্ধা মহিলা ব্যাংকে এসে ব্যাংক ম্যানেজারকে বললঃ আমি কিছু টাকা ব্যাংকে রাখতে চাই...
ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে? .
বুড়ি বললঃ হবে ১০ লাখের মত....
ম্যানেজার বললঃ বাহ! আপনার কাছে বেশ ভালোই টাকা আছে। আপনি করেন কি?
বৃদ্ধা বললঃ তেমন কিছু না খোকা । ক্রিকেটসহ বিভিন্ন খেলায় বাজি লাগাই। আর বাকি সময় সবার সাথে যেকোনো ব্যাপারে বাজি খেলি।
ম্যানেজার বললঃ শুধু বাজি লাগিয়েই এত টাকা জমিয়েছো? তাজ্জব ব্যাপার !
বৃদ্ধা বললঃ তাজ্জবের কিছু নেই খোকা। আমি এখুনি এক লাখ টাকা বাজি ধরতে পারি যে, তোমার মাথায় ফলস চুল লাগানো...
ম্যানেজার হাসতে হাসতে বললঃ না দিদা। আমি এখনো যথেষ্ট যুবক ।আর মাথায় ফলস চুল লাগানো নেই।
বৃদ্ধাঃ তাহলে লাগাবে কি বাজি?
ম্যানেজার মনে মনে ভাবল, এই বুড়ি পাগল মনে হচ্ছে। যাই হোক ১ লাখ টাকা ফ্রিতে কামানো যাচ্ছে, তো অত ভেবে লাভ কি...?
ম্যানেজার রাজি হয়ে গেলো...
বৃদ্ধা বললঃ যেহেতু এক লাখ টাকার ব্যাপার তাই আমি কাল সকাল ১১ টায় আমার উকিল নিয়ে এই কেবিনে আসব। আর ওর সামনেই প্রমান করা হবে। আপনি কি রাজি ?
ম্যানেজার বললঃ ঠিক আছে। আমি রাজি।
ম্যানেজারের রাতে ঘুম আসলো না, সারা রাত ঐ বৃদ্ধা আর ১ লাখ টাকার কথা ভাবতে থাকে...
পরের দিন সকালে ঐ বৃদ্ধা উকিল নিয়ে ঠিক ১১ টায় ম্যনেজারের কেবিনে এসে উপস্থিত।
বৃদ্ধা ম্যানেজার কে বললঃ আপনি কি রেডি?
ম্যানেজার বললঃ একদম রেডি।
বৃদ্ধা বললঃ যেহেতু প্রমানের দরকার তাই আমি আমার উকিলের সামনে আপনার চুল টেনে প্রমান করতে চাই যে চুল আসল না নকল।
ম্যনেজার ভাবল, এক লাখ টাকার ব্যাপার... একটু চুলই তো টানবে! তাই সে রাজি হয়ে গেলো....
বৃদ্ধা ম্যানেজার এর পাশে গেলো আর চুল ধরে টানতে শুরু করল। আর ঠিক ঐ সময়ই বৃদ্ধার সাথে আসা উকিলটা দেওয়ালে মাথা ঠুকতে শুরু করে দিলো...!
ম্যানেজার বলে উঠেঃ আরে আরে উকল সাহেব কি হলো ???
বৃদ্ধা হাসতে হাসতে বললঃ কিছু না। শক খেয়েছে। আসলে ওর সাথে ৫ লাখ টাকার বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক ১১ টায়, শহরের সবথেকে বড় ব্যাংকের মানেজারের চুলের মুঠি ধরে টানবো, কিন্তু উকিল বাবু বিস্বাস করেনি,, তাই ওনার সাথে ৫ লক্ষ টাকা বাজি,,, এবার আপনি আপনার ১লক্ষ টাকা রেখে ৪ লক্ষ টাকা দেন,,,
কেমন লাগলো?????
আমি বোবা আমি কানে শুনি না।
যার কাজ করার ইচ্ছে আছে সে কখনও ভিক্ষা করে না।
শীতকাল আসলেই নারকেলের দাম বেড়ে যায় সাথে তেলের দাম ও বাড়ে।
বাজারে নারকেলের দাম এক্ষনি বাড়তে শুরু করেছে তাই তেলের দাম বাড়বে এটা সুনিশ্চিত।
আমাদের নারকেল তেল এখনো আগের দামই আছে।এই তেল নরমাল ফ্রিজে রেখে সারাবছর ব্যবহার করতে পারবেন। মাঝে মাঝে রোদে দিলেও সারাবছর ব্যবহার করতে পারবেন ইং শা আল্লাহ 😊
আসসালামু আলাইকুম
শুভসকাল ( আল্লাহ বারাকাহ দিন )
#নারিকেলতেল #খাটিনারিকেলতেল
নিজস্ব তত্ত্বাবধায়নে প্রাকৃতিক চাকের মধু সংগ্রহ করা হয়।
#মধু #প্রাকৃতি_ চাকে_ মধু
মৌমাছির মধু সংগ্রহ
আলহামদুলিল্লাহ ❗
আজকের অর্ডার
✅সরের ঘি হাফ কেজি
✅গাওয়া ঘি ২.৫কেজি
✅প্রাকৃতিক চাকের মধু ১কেজি
✅কালোজিরা ফুলের মধু ১/২কেজি
✅ব্যবহার নারিকেল তেল ১লি
✅সরিষার তেল ১লি
দুই শিক্ষিত যখন একসাথে হয় 😑
পরীক্ষার হলে এক বন্ধু খাতায় লিখলো: প্ৰমথ চৌধুরী।
দ্বিতীয় জ্ঞানী বন্ধু সেটা শুধরে নিজের খাতায় লিখলো: প্রথম চৌধুরী।
একেবারে একইরকম লিখলে কেমন দেখায়, তাই তৃতীয় জ্ঞানী বন্ধু লিখলো: ১ম চৌধুরী।
চতুর্থ জ্ঞানী বন্ধু আরেকটু আলাদা করলো: এক ম চৌধুরী।
পঞ্চম জ্ঞানী বন্ধু সেটাকে সংশোধন করে লিখলো : একরাম চৌধুরী। :)
আল বারাকাহ শপের পন্য:
✅সরের ঘি
✅গাওয়া ঘি
✅প্রাকৃতিক চাকের মধু
✅কালোজিরা ফুলের মধু
✅খাওয়া নারিকেল তেল
✅ব্যবহার নারিকেল তেল
✅সরিষার তেল
✅খেজুরের গুড় ও পাটালি
✅আখের গুড়
ভুল সিদ্ধান্ত নেওয়া এত সহজ না 🙂
সিনেমাহল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী চমকে গেলো। আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম।
পরেরদিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যায় তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিলো, আমার এত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ই/ঙ্গি/ত দেওয়ার..
আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম আমার নামে এই নোং/রা কথাটা কে বললো.
ছাত্রীর বাবা আমার ডানগালে থাপ্পড় মে/রে বলেছিলো, এই কথাটা না কি আমার ছাত্রী নিজেই বলেছে।
ছাত্রীর বাসা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয় কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না। আমার অপরাধ ছিলো আমি আমার ছাত্রীকে বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম। তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মার কাছে
নোং/রা একটা জিনিস বানিয়ে বললো যাতে ওর বাবা মা আমাকে ভুল বুঝে। আর আমি কিছু বললেও যেন বিশ্বাস না করে...
তার কয়েকমাস পর ইন্টারনেটে ৮ মিনিটের একটা ভি/ডি/ও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম...
আমি যে মেসে থাকি সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। মেসে আমার রুম মেটের ৪ হাজার টাকা হারিয়ে গেলো। সবার ধারণা হলো আমি টাকাটা চুরি করেছি কারণ আমি সেদিন কমদামের একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই তিনি জোর গলায় বললেন, উনি না কি নিজ চোখে দেখেছেন আমি আমার রুমমেট মামুনের ব্যাগে হাত দিয়েছি। আমি তখন কিছু বললাম না কারণ আমার কিছু বলার মত পরিস্থিতি ছিলো না। বড় ভাইকে সবাই খুব মানতো আমি কিছু বললেও লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম।
চোরের অপবাদ নিয়ে যে মেস থেকে ৫ মাস আগে বের হয়ে গিয়েছিলাম আজ সেই মেসে বড় ভাই আমাকে খবর দিয়ে নিয়ে এসেছে। সবার সামনে বড়ভাই আমার হাত ধরে বললো, পিয়াস আমায় ক্ষমা করে দিস। আমি সেদিন ইচ্ছে করে তকে চোর বানিয়েছিলাম। আসলে সেদিন টাকাটা আমি চুরি করেছিলাম।
বড়ভাইয়ের ক্যা/ন্সা/র ধরা পড়েছে। তার মাঝে মৃত্যু ভয় ঢুকে গেছে।
আমি বড়ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম...
শ্রাবণী তার সামনে রাখা গ্লা/সটা আমার মুখে ছুড়ে মে/রে বললো, তোর মত ভিখারীর কি করে সাহস হয় আমাকে এইসব বলার? তুই ভালো ছাত্র ছিলি দেখে তোর নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম আর সেই তুই কি না আমাকে আজ প্রেমের প্রস্তাব দিস...
সেই শ্রাবণীর খুব বড়লোক ছেলের সাথেই বিয়ে হয়েছিলো। কিন্তু বিয়ের ৩ বছর পর সে আজ আমার সামনে বসা। শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে এক একটা নি/র্যা/তনের কথা বলছে আর আমি এস আই আবুল বাশার পিয়াস সুন্দর করে নোট করছি।
কথাবলার এক পর্যায়ে শ্রাবণী আমায় বললো, সেদিন যদি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না।
আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম। যে হাসির অর্থ হলো, কেউ তোমার উপর অন্যায় করলে সে তার প্রতিদান পাবেই।
আজ একটা কথা খুব মনে পড়ছে,
দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে না। প্রকৃতি সব হিসাব করে মানুষকে তা ফিরিয়ে দেয়...
$$ বাস্তবতা $$
আবুল_বাশার_পিয়াস
কার কার ব্যাবসায় সবুজবাতি ❓ 🟢🟢
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Police Line
Jessore
7400
Jessor Khulna
Jessore, AR904059
لا إله إلا الله محمد رسول اللّه � ༎ɪ ᴡɪsʜ�� লাইফে এমন একজন থাকুক, যে কখনো আমার উপর বিরক্ত হবে না༎